![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
পথের মাঝেই পথ হারানো এক ক্লান্ত পথিক আমি জীবনপথের ঠিকানা হারিয়ে ছুটে বেড়াই দিক-বিদিক, ছুটতে ছুটতে আজ বড্ড ক্লান্ত !!!
রংধনু জীবন
(রচনা কাল: ১২ মে ১৯৮৯)
জীবনের রং শুভ্র সাদা
চলতে থাকে জীবন,
ক্রমেই রং বদলায়
আপন গতিতে চলে জীবনের রথ ।
হঠাৎ আসে দুরন্ত ঝড়
তান্ডব নাচনে ওলট পালট হয়ে যায় জীবন,
শোষকের কুৎসিত হাসি ধ্বনি থেকে প্রতিধ্বনি তোলে
আকাশে বাতাসে ।
থমকে দাড়ায় জীবনের রথ
দুর্দম বেগে আসে-
বিপ্লব আর বিদ্রোহ লোহিত রং নিয়ে
খুনে খুনে লালে লাল হয়ে যায় জীবনের সব রং
শ্বেত, সবুজ,নীল,হরিৎ
কালো চাদরে দেহ মুড়ে গুড়ি মেরে এগিয়ে আসে হতাশা
চকচকে ছোড়া হাতে,
বাম পাঁজর ঘেসে বসিয়ে দেয় ঠিক হৃদপিন্ডে
আসে মৃত্যু জীবনের যবনিকা টেনে দিয়ে,
জীবনের সব রং হারিয়ে যায় অনন্ত অন্তরীক্ষে
বাকী থাকে কেবল শ্বেত শুভ্র
আর শ্বেত শুভ্র ।
২| ২৮ শে ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ২:২৭
অগ্নি কল্লোল বলেছেন: অনেক সুন্দর!!!
৩| ২৮ শে ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ২:৫৪
শরতের ছবি বলেছেন: বেশ ভাল লেগেছে ।
৪| ৩০ শে এপ্রিল, ২০১৬ রাত ১০:২৮
চন্দ্ররথা রাজশ্রী বলেছেন: দারুন!
৩০ শে এপ্রিল, ২০১৬ রাত ১১:৫৭
বেঙ্গল রিপন বলেছেন: আপনার ভালো লাগায় আমি ধন্য
©somewhere in net ltd.
১|
২৮ শে ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ২:২৫
রুদ্র জাহেদ বলেছেন: চমৎকার কবিতা