![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
পথের মাঝেই পথ হারানো এক ক্লান্ত পথিক আমি জীবনপথের ঠিকানা হারিয়ে ছুটে বেড়াই দিক-বিদিক, ছুটতে ছুটতে আজ বড্ড ক্লান্ত !!!
আমি তোকে অভিশাপ দিচ্ছি, হে আমার সন্তান!
তুই আবার ছোট্টটি হয়ে যা-
তারপর তুই আবার আমার কাঁধে চড়ে বসবি...
তোর ছোট্ট নরম তুলতুলে হাত আমার মুখ গহ্বরে ঠুকিয়ে দিবি,
আর আমি তোর সেই হাত
জননীর স্তন মনে করে বেহেস্তি পিযূষ খাবো।
আমি সত্যিই তোকে অভিশাপ দিচ্ছি-
তুই আবার ছোট্টটি হয়ে যা-
ছোট্ট হয়ে আমার বুকে তোর মাথা গুঁজে চোখ বুজে থাকবি
আর আমি প্রান ভরে তোর নরম চুলের সুবাস নিয়ে বলবো-
"ওমাগো কি সুন্দর ঘ্রান"।
তুই যে কেনো বুঝিস না-
তোর ছোট্টবেলার দষ্যিপনা বড়ই উপভোগ করতাম
কিন্তু তোর বড়বেলার রুক্ষতায় আমার হৃদয়ে রক্তক্ষরন হয়।
আমি যে সইতে পারি না তোর এমন ব্যাবহার।
বাবার শাসন, বাবার ক্রোধের ভেতর লুকিয়ে আছে
সন্তানের মঙ্গল কামনার তীব্র আকুতি তাতো তুই বুঝিস না,
একজন বাবা তার সন্তানকে নিয়ে ঘুমে জাগরনে
কতযে স্বপ্নের জাল বোনে তাও তুই জানিস না।
ওরে আমার অবোধ সন্তান, তুইযে শুধুই বাবার কঠোরতাই দেখলি,
তুইতো দেখলি না সেই কঠোরতার আবরনে ঢাকা বাবার কোমল হৃদয়!
আমি তাই তোকে অভিশাপ দিচ্ছি, হে আমার সন্তান!
তুই আবার ছোট্টটি হয়ে যা-
তারপর তুই আবার আমার কাঁধে চড়ে বসে
তোর ছোট্ট নরম তুলতুলে হাত আমার মুখ গহ্বরে ঠুকিয়ে দে..
আর আমি তোর সেই হাতের বেহেস্তি পিযূষ খেয়ে
শান্তিতে দু'চোখ বুজে পাড়ি জমাই অনন্তের পথে।
২৬ শে অক্টোবর, ২০১৬ সন্ধ্যা ৭:২৮
বেঙ্গল রিপন বলেছেন: হুম! যথার্থই বলেছেন। আসলে এটা কোনো কবিতা নয় এটা একজন বাবার বোবা কান্না!
২| ২৬ শে অক্টোবর, ২০১৬ সন্ধ্যা ৭:০৪
সুমন কর বলেছেন: যদি এমন হতো, খুব ভালো হতো।
২৬ শে অক্টোবর, ২০১৬ সন্ধ্যা ৭:৩৮
বেঙ্গল রিপন বলেছেন: সত্যি যদি এমন হতো তাহলে একজন পিতা তার মহা-মুল্যবান দু'টি চোখ বিসর্জন দিতেও রাজী!
৩| ২৭ শে অক্টোবর, ২০১৬ রাত ১২:১০
মেহেদী রবিন বলেছেন: বেশ, বাবার স্নেহ দিতে চাওয়ার আকুতি পুরো কবিতায়
৪| ২৭ শে অক্টোবর, ২০১৬ সকাল ৮:৪২
রক্তিম দিগন্ত বলেছেন:
যদি এমন হত - তাহলে কতই ভাল হত।
নিজেরই তো আর বড় থাকতে ইচ্ছা করেনা।
চমৎকার কবিতা। +
৫| ০৯ ই নভেম্বর, ২০১৬ বিকাল ৩:৪০
বাংলার ডাক-হরকরা বলেছেন: অসাধারন লিখেছেন
০৯ ই নভেম্বর, ২০১৬ বিকাল ৩:৪৯
বেঙ্গল রিপন বলেছেন: হুম!
©somewhere in net ltd.
১|
২৬ শে অক্টোবর, ২০১৬ সন্ধ্যা ৭:০৪
বিদ্রোহী ভৃগু বলেছেন: অসাধারন অভিশাপ বাস্তবতার নিষ্ঠূরতাকেই ফুটিয়েছে!!!!
আমরা বস্তুবাতী হতে হতে বোধকেই বিসর্জন দিয়ে চলেছি!
সংসার, সন্তান, পরিবার সব কিছু কেমন আবেগহীন এক প্রয়োজনের সম্পর্কে আজ মূখোমূখি!!!!