![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
পথের মাঝেই পথ হারানো এক ক্লান্ত পথিক আমি জীবনপথের ঠিকানা হারিয়ে ছুটে বেড়াই দিক-বিদিক, ছুটতে ছুটতে আজ বড্ড ক্লান্ত !!!
অসহায় মানবতার কল্যানে কাজ করতে আর অন্যায়ের বিরুদ্ধে রুখে দাড়াতে
কোন সংগঠনের প্রেসিডেন্ট বা সেক্রেটারী জেনারেল হওয়া লাগে নারে পাগলা!
এসব ঘোড়ার ডিমের তকমা লেগেছেতো মাত্র ২০/২২বছর আগে..
আমিতো এই পথে হেঁটে চলছি সেই স্কুল জীবন থেকে,
যখন আমি ফার্মগেইটের তেঁজকুনি পাড়ার বাসা থেকে বের হয়ে
তেজগাঁও রেলষ্টেশন বস্তির পাশ দিয়ে স্কুলে যেতাম-
সেই তখন থেকেই শুরু...
তখনই ঐ বস্তিতে দেখেছিলাম ভূ-লুন্ঠিত অসহায় মানবতাকে!
সেই বস্তির সামনে দাড়িয়ে এক ছোট্ট বালক প্রায় প্রতিদিন শপথ করতো:
আমি অনেক বড় হবো, আমি অনেক ধনী হবো,
আমি বড় হয়ে এইসব অসহায় মানবতার পাশে দাড়াবো!
সেই ছোট্ট বালক আজ অনেক বুড়ো হয়েছে বটে...
তার ঘন কালো চুল হয়েছে শ্বেত-কাশফুল !
কিন্তু সে অনেক বড় হতে পারেনি! সে অনেক ধনী হতে পারেনি!
তবুও সেই বালক এখনও স্বপ্ন দেখে ...
এখনও হেঁটে চলে সেই পথ ধরে।
বালক জানে,
সে একদিন হারিয়ে যাবে অনন্ত অন্তরীক্ষে ব্যার্থতার বেদনা নিয়ে!
অার ফিরবে না কোন দিন...
কিন্তু না, তার স্বপ্নগুলো তার সেই শপথগুলো হারাবে না কোনদিন!
কারন সে তার স্বপ্নগুলো পত্তন দিয়ে যাবে তার ভবিষ্যত প্রজন্মের কাছে...
একদিন না একদিন এই বুড়ো বালকের স্বপ্নগুলো অনেক বড় হবে,
অনেক ধনী হবে!
পথে ঘাটে বস্তিতে ভূ-লুন্ঠিত মানবতা সেইদিন মানবতার বিজয় নিশান উড়িয়ে
চিৎকার করে বলবে: আমিই সেই বুড়ো বালক!
১৭ ই মার্চ, ২০১৭ রাত ১১:০৭
বেঙ্গল রিপন বলেছেন: এটা কবিতা নয় আমার কথা
©somewhere in net ltd.
১|
১২ ই মার্চ, ২০১৭ রাত ৯:৪২
মিঃ আতিক বলেছেন: আপনার কবিতার এ আবেদন পূর্ণ হোক এই কামনা করছি। অন্য সাধারন কবিতার চেয়ে এর আবেদন অসাধারণ।