![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
পথের মাঝেই পথ হারানো এক ক্লান্ত পথিক আমি জীবনপথের ঠিকানা হারিয়ে ছুটে বেড়াই দিক-বিদিক, ছুটতে ছুটতে আজ বড্ড ক্লান্ত !!!
ব্যাংকে ১ লাখ টাকার FDR রাখলে নাকি ১ বছর পর মূল ১ লাখ টাকাই পাওয়া যাবে না।
পাওয়া যাবে ৯৯,৯৫৬/- টাকা, যা কিনা নির্লজ্জ মিথ্যাচার।
চলুন দেখা যাক আসলে কত টাকা পাওয়া যাবেঃ-
ধরা যাক, একজন ডিপোজিটর প্রথমে ৩ মাসের জন্য ১ লাখ টাকার ১টি FDR করলো।
৪.৫% রেটে ৩ মাসে মুনাফা পাবে = ১,১২৫/-
TIN ধারী হলে ১০% রেটে Source Tax কাটা যাবে = ১১২.৫০/-,
TIN ধারী না হলে ১৫% রেটে Source Tax কাটা যাবে = ১৬৮.৭৫/-
সুতরাং তার মুনাফা দাঁড়ায় = ১,১২৫- ১১২.৫০ = ১,০১২.৫০/- কিংবা ১,১২৫- ১৬৮.৭৫= ৯৫৬.২৫/-
যেহেতু সে ১ বছরের জন্য টাকাটা রাখবে, সেহেতু ৩ মাস পর FDR টি নবায়ন করলে সে পূর্বের ন্যায়
১,০১২.৫০/- কিংবা ৯৫৬.২৫/- মুনাফা পাবে।
একইভাবে আরো ২ বার নবায়ন করা যাবে। এতে করে পুরো ১ বছরে তার মুনাফা আসবে =
১,০১২.৫০*৪ = ৪,০৫০/- কিংবা = ৯৫৬.২৫*৪ = ৩,৮২৫/-
যেহেতু Excise Duty ৮০০/- বছরে ১ বারই কাটা হয়, সেহেতু একাউন্ট হোল্ডারের
নিট মুনাফা দাঁড়ায় = ৪,০৫০- ৮০০= ৩,২৫০/-
কিংবা = ৩,৮২৫- ৮০০= ৩,০২৫/-
তাহলে FDR হিসাবধারী ব্যক্তি পাচ্ছে = ১,০০,০০০+৩,২৫০= ১,০৩,২৫০/- কিংবা
১,০০,০০০+৩,০২৫= ১,০৩,০২৫/-।
©somewhere in net ltd.
১|
২৫ শে জুন, ২০১৭ রাত ১১:৫৯
জোকস বলেছেন: "ঈদ মোবারক"