![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
পথের মাঝেই পথ হারানো এক ক্লান্ত পথিক আমি জীবনপথের ঠিকানা হারিয়ে ছুটে বেড়াই দিক-বিদিক, ছুটতে ছুটতে আজ বড্ড ক্লান্ত !!!
আমাদের পুত্র সন্তানরা কি আমাদের ভবিষ্যৎ প্রজন্ম নাকি আমাদের কন্য সন্তানরা আমাদের ভবিষ্যৎ প্রজন্ম!?
আমরা প্রতিটি মানুষ একটি স্বপ্নের উপর একটি আদর্শের উপর ভর করে জীবনের পথ অতিক্রম করে চলেছি।
জীবনের কঠিন বাস্তবতার কষাঘাতে আমরা বেশিরভাগ মানুষ আমাদের স্বপ্নগুলো বাস্তবায়ন করতে পারি না,
নিজে আদর্শকে আঁকড়ে ধরে রাখতে পারি না।
কিন্তু নিজের স্বপ্নগুলোকে বাস্তবায়ন করার তীব্র আকাঙ্খা নিরবে লালন করি হৃদয়ের গহীনে।
বয়স বাড়ে, হতাশা বাড়ে! নিজের পুত্র সন্তানের দিকে চেয়ে থাকি আর ভাবি:
এইতো আমার ঔরসজাত পুত্র এইতো আমার আাঁধার ঘরের বাতি!!
এইতো আমার বংশের প্রদিপ! সেই আমার স্বপ্ন বাস্তবায়ন করবে।
আর যাদের পুত্র সন্তান নেই তারা হতাশার সাগরে নিমজ্জিত হয়ে যাই-
আমার কন্যরাতো পরের ঘরে চলে যাবে, তারা কিভাবে আমার স্বপ্ন বাস্তবায়ন করবে!?
তারাতো আমার বংশের প্রদিপ জ্বালাতে পারবে না।
আসলে আমরা উভয়পক্ষ চরম ভুলের উপরে আছি।
আমি মনে করি, যে আমার আদর্শকে ভালোবেসে আমার আদর্শ আমার স্বপ্ন বাস্তবায়নে তৎপর হলো।
আমার পদাঙ্ক অনুসরন করলো সেই আমার ভবিষ্যৎ প্রজন্ম।
সে হতে পারে আমার নিজের ঔরসজাত কন্য সন্তান বা পুত্র সন্তান
অথবা সে হতে পারে অন্যকারো ঔরসজাত সন্তান।
এখানে আমি দু'টি উদাহরন তুলে ধরছি:
আমি মুসলিম, আমাদের প্রিয় নবী হযরত মোহাম্মদ (সাঃ) এর কোন জীবিত পুত্র সন্তান ছিলো না,
১/২জন পুত্র জন্ম গ্রহন করেছিলো। তারা ছোটবেলায়ই মারা যায়। তাই বলে উনার আদর্শ উনার স্বপ্ন মরে যায়নি,
বিশ্বের কোটি কোটি মানুষ ১৪শ বছর ধরে উনার আদর্শ বাস্তবায়নে প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে,
উনার পদাঙ্ক অনুসরন করে চলেছে।
এখন আসছি ২য় উদাহরনে-
আমি গর্বিত বাঙ্গালী, বঙ্গবন্ধু শেখ মুজিব যে স্বপ্ন হৃদয়ে লালন করে ৭৫রে নিহত হয়েছিলেন সেই আদর্শ কিন্তু ৭৫রে শেষ হয়ে যায়নি।
উনার ৩পুত্র সন্তানও নিহত হয়েছিলো সেইদিন। কিন্তু উনার আদর্শ বাস্তবায়নে আজও প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন
উনার যোগ্য কন্যা মাননীয়া প্রধানমন্ত্রি শেখ হাসিনা। এর পাশাপাশি আছে বঙ্গবন্ধুর কয়েক কোটি অনুসারী।
এই রকম উদাহরনে সাড়া বিশ্বে আরও আছে।
বি:দ্র: এই কথাগুলো আমার একান্ত ব্যাক্তিগত ভাবনা, অন্যকারো কাছে অ-যৌক্তিক মনে হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন।
ধন্যবাদান্তে
শহিদুল ইসলাম খান (বেঙ্গল রিপন)
১০ ই জুলাই, ২০১৭ রাত ৮:০৩
বেঙ্গল রিপন বলেছেন: সহমত প্রকাশের জন্য ধন্যবাদ
২| ১০ ই জুলাই, ২০১৭ দুপুর ২:২০
আমি ব্লগার হইছি! বলেছেন: খুব ভালো লিখেছেন। আমিও আপনার সাথে সহমত।
১০ ই জুলাই, ২০১৭ রাত ৮:০৪
বেঙ্গল রিপন বলেছেন: সহমত প্রকাশের জন্য ধন্যবাদ
৩| ১০ ই জুলাই, ২০১৭ বিকাল ৩:২১
রাজীব নুর বলেছেন: হুম।
৪| ১১ ই জুলাই, ২০১৭ সকাল ১১:৩২
জোয়ান অব আর্ক বলেছেন: কিয়ামতের দিন প্রত্যেক মানুষকে তার মায়ের নামে ডাকা হবে - মিস অমুকের পুত্র/কন্যা।
রাসুলের (স) বংশধারা সাইয়েদ নামে বিস্তার লাভ করেছে তার চার কন্যার মাধ্যমে - এদেরকে যাকাত দেয়া নিষিদ্ধ।
১১ ই জুলাই, ২০১৭ দুপুর ১২:১২
বেঙ্গল রিপন বলেছেন: তথ্যটা জানানোর জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ
৫| ২৩ শে জুলাই, ২০১৭ রাত ১২:৩৮
এম আর তালুকদার বলেছেন: আমি একমত হতে পারতেছিনা এবং আমার মতের পক্ষে ব৽াখ৽াও দিতে পারি কিন্তু এখন লিখতে ইচ্ছা করতেছেনা।
©somewhere in net ltd.
১|
১০ ই জুলাই, ২০১৭ দুপুর ২:১৬
ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: সহমত