![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
পথের মাঝেই পথ হারানো এক ক্লান্ত পথিক আমি জীবনপথের ঠিকানা হারিয়ে ছুটে বেড়াই দিক-বিদিক, ছুটতে ছুটতে আজ বড্ড ক্লান্ত !!!
বিখ্যাত অভিনেতা আর্নল্ড শোয়ার্জনেগার তার নিজের সুবিখ্যাত ব্রোঞ্জ মূর্তির সামনে নিদ্রিত
অবস্থার একটা ফটো পোস্ট করেন এবং ক্যাপশনে লিখেন- "সময় কীভাবে বদলায়!"
তিনি বৃদ্ধ হয়েছেন বলে এই বাক্যটি লেখেননি। তার এই ব্রোঞ্জ মূর্তিটি এই হোটেলটির
সামনে যখন স্থাপন করা হয় তখন তিনি ক্যালিফোর্নিয়ার গভর্নর ছিলেন
এবং তিনিই হোটেলটি উদ্বোধন করেন। হোটেলের কর্মচারীরা তাকে
সম্মানের সাথে প্রতিশ্রুতি দিয়ে বলেছিলেন,
যে কোন সময় আপনি এই হোটেলে এলে আপনার জন্য একটি সংরক্ষিত কক্ষ থাকবে।
পরবর্তীতে আর্নল্ড সেই হোটেলে গেলে তাকে হোটেল প্রশাসন থেকে বলা হয় যে,
এই মুহূর্তে কোন ঘর খালি নেই তাই আপনাকে আমাদের ফেরাতে হচ্ছে।
তিনি তখন একটি ঢাকনা এনে তার মূর্তির নীচে ঘুমিয়ে পড়েন এবং তার
এই অবস্থা কল্পনা করার অনুরোধ করেন অন্যদের।
তিনি এটাই বলতে চেষ্টা করেছেন যে, মানুষ যখন তার অবস্থানে থাকে তখন মূল্যায়িত হয়,
অন্যথায় নয়। সময় বদলায়। নিজের অবস্থান, ক্ষমতা বা বুদ্ধিমত্তার উপর অতিরিক্ত আস্থাবান
হওয়া উচিৎ নয় কারোরই। স্থায়ী বলে কিছু নেই পৃথিবীতে...।
সংগৃহীত
২| ২৩ শে আগস্ট, ২০১৭ রাত ১০:৪১
আমপাবলিক বলেছেন: মানুষ যখন তার অবস্থানে থাকে তখন মূল্যায়িত হয়,
অন্যথায় নয়। সময় বদলায়। নিজের অবস্থান, ক্ষমতা বা বুদ্ধিমত্তার উপর অতিরিক্ত আস্থাবান
হওয়া উচিৎ নয় কারোরই। স্থায়ী বলে কিছু নেই পৃথিবীতে...।
২৭ শে আগস্ট, ২০১৭ বিকাল ৩:১৬
বেঙ্গল রিপন বলেছেন: স্থায়ী বলে কিছু নেই পৃথিবীতে... ১০০% সঠিক
৩| ২৩ শে আগস্ট, ২০১৭ রাত ১০:৫৭
ঢাকাবাসী বলেছেন: সব দেশে সব মানুষের বেলাতেই এটা প্রযোজ্য।
৪| ২৩ শে আগস্ট, ২০১৭ রাত ১০:৫৯
উদাস মাঝি বলেছেন: যতার্থ বলেছেন
৫| ২৩ শে আগস্ট, ২০১৭ রাত ১১:৩৬
ধ্রুবক আলো বলেছেন: বাস্তবিক কথা বলেছেন।
৬| ২৩ শে আগস্ট, ২০১৭ রাত ১১:৩৮
ওমেরা বলেছেন: সময় এক রকম থাকে না ।
৭| ২৩ শে আগস্ট, ২০১৭ রাত ১১:৪২
ফয়েজ উল্লাহ রবি (পারিজাত) বলেছেন: দারুণ লিখেছেন শিক্ষনীয়।
৮| ২৪ শে আগস্ট, ২০১৭ সকাল ১১:৩৫
বারিধারা বলেছেন: কাহিনীটা মনপুতঃ হলনা। বাংলাদেশের কোন হোটেলে নায়ক রাজ্জাক যদি উপস্থিত হয়, তাহলে তাকে কি ফেরাতে পারবে হোটেল কর্তৃপক্ষ? আর শোয়ারজেনেগার কি বুড়ো হয়েই এতটা ফেলনা হয়ে গেল?
২৭ শে আগস্ট, ২০১৭ বিকাল ৩:১৯
বেঙ্গল রিপন বলেছেন: এটা কাহিনী নয়, বাস্তব ঘটনা ।
আর নায়করাজ রাজ্জাক যদি এখন কোন হোটেলে উপস্থিত হন তাহলে হোটেলের মালিক, কর্মচারী সবাই ভুত..ভুত করে হোটেল ছেড়ে পালাবে
৯| ২৭ শে আগস্ট, ২০১৭ বিকাল ৩:৩৫
আরইউ বলেছেন: আপনার কোনো আইডিয়া আছে এই ছবিটা আসলে কোথায় তোলা? ওটা একটা কনভেনশান সেন্টার, হোটেল নয়। আর গল্পটা ১০০ ভাগ ভুয়া।
©somewhere in net ltd.
১|
২৩ শে আগস্ট, ২০১৭ রাত ১০:৩৭
সুমন কর বলেছেন: এটাই বাস্তবতা !!