নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অন্ত্যজ বাঙালী, আতরাফ মুসলমান ...

বাংলার মাটি বাংলার জল, বাংলার বায়ু, বাংলার ফল, পুন্য হউক, পুন্য হউক, পুন্য হউক, হে ভগবান। বাংলার ঘর, বাংলার হাট, বাংলার বন, বাংলার মাঠ, পুর্ন হউক, পূর্ন হউক, পূর্ন হ্‌উক, হে ভগবান।রবীন্দ্রনাথ

ইমন জুবায়ের

জীবন মানে শুধুই যদি প্রাণ রসায়ন/ জোছনা রাতে মুগ্ধ কেন আমার নয়ন। [email protected]

ইমন জুবায়ের › বিস্তারিত পোস্টঃ

কেল্ট কারা?

১৫ ই নভেম্বর, ২০০৮ সকাল ১০:১৯

এককালে যেমন দক্ষিণ-পূর্ব ইউরোপে গ্রিক ও রোমানরা দাপিয়ে বেড়াত-তেমনি মধ্য ইউরোপে কতৃর্ত্ব করত কেল্টরা। এই কেল্টরা নানা দিক দিয়ে এক অতি উন্নত সভ্যতার অধিকারী ছিল ।



Celt উচ্চারণ কেন কেল্ট?

কেন সেল্ট নয়?

কারণ গ্রিক ভাষায় Keltoi মানে বর্বর। Celt শব্দটা ওখান থেকেই এসেছে। রোমানরা কেল্টদের বলত Galli। এই Galli শব্দটা লক্ষ করুন। এখান থেকেই এসেছে Gaul শব্দটি। ফ্রান্সের প্রাচীন নাম Gaul। কখনও প্যারিস গেলে দ্য গল এয়ারপোর্টেই নামবেন।

কেল্টরা এককালে মধ্য ইউরোপের আলপস পর্বতমালার আশেপাশে বাস করত। তারপর তারা একে একে ছড়িয়ে পড়েছিল আয়ারল্যান্ড, ব্রিটিশ দ্বীপপুঞ্জ ও স্পেনের আইবেরিয় উপদ্বীপে অবধি।

খ্রিস্টপূর্ব প্রথম শতকে এরা রোমান ও জার্মানিক ট্রাইব দ্বারা বিতারিত হয়ে ব্রিটেন আয়ারল্যান্ড ও উত্তর ফ্রান্সে সীমাবদ্ধ হয়ে পড়ে।

ব্রোঞ্জ ও লৌহ যুগের মাঝখানে (৯-৫ শতক) তারা এক অন্তবর্তীকালীন সংস্কৃত সৃষ্টি করেছিল-যা Hallstatt সংস্কৃতি নামে পরিচিত। অস্ট্রিয়ার সালজবার্গের দক্ষিণে প্রাপ্ত কেল্টদের উপকরণসমূহ কারণেই ওই Hallstatt নাম।

৫ শতকে উন্নতির শিখরে উঠেছিল কেল্টরা। রোমানদের কিছু অঞ্চল জয় করেছিল। শিল্পসাহিত্যের চর্চা ছিল কেল্টসমাজে। কেল্টরা ছিল ইন্দোইউরোপীয় ভাষাগোষ্ঠীর মানুষ। এক অভিন্ন ভাষায় কথা বলত। old Celtic. লাতিন ভাষার পূর্বপুরুষ ছিল ইতালিক ভাষা। এর সঙ্গে old Celtic. সম্পর্ক ঘনিষ্ট।

এদের ভাষা আজও আয়ারল্যান্ড, ওয়েলস, স্কটল্যান্ড, আইলস অভ মান ও ব্রিটানিতে টিকে রয়েছে। ১২০০ খ্রিস্টপূর্বের দিকে কেল্টদের একটা দল ব্রিটেনে আসতে থাকে। এদের ভাষা ছিল Goidelic. এই ভাষা আয়ারল্যান্ডের গেইলিক (Gaelic) ভাষা মান ও স্কটল্যান্ডের ভাষার জন্ম দিয়েছিল। ২য় দলটি কথা বলত Brythonic. ভাষায় । এই Brythonic. ভাষায় জন্ম দিয়েছিল ব্রিটিশ দীপপুঞ্জের ভাষা। ওয়েলস ও করনিশ।

১২০০ খ্রিস্টপূর্ব অবধি মধ্য ইউরোপের দানিয়ূব নদীর উপত্যকায়, আলপস পর্বতমালার আশেপাশে; ফ্রান্স ও দক্ষিণ জার্মানীতে বসবাস করত কেল্টরা। খ্রিস্টপূর্ব ৬ শতকে এরা স্পেন ও পর্তুগাল অবধি ছড়িয়ে পড়ে। আরও ৩০০ বছর পরে ব্রিটেনে পৌঁছায়। ৩৯০ খ্রিস্টপূর্বে এরা উত্তর ইতালির রোমানদের পো উপত্যকা তছনছ করে। তারপর গ্রিস ও বলকান পেরিয়ে এশিয়া মাইনরের গালাতিয়ায় পৌঁছে যায়।

যদিও কেল্টদের কখনোই অখন্ড সাম্রাজ্য ছিল না।

কেল্টদের সমাজটি ছিল কৃষিভিত্তিক। তারা লোহার ব্যবহার জানত । তারা ছিল

গোষ্ঠীভিত্তিক মানে ট্রাইবাল। কাজেই সমাজটির ভিতটি ছিল জ্ঞাতি সম্পর্কের। রাজা ছিল গোত্রপ্রধান। প্রজাতন্ত্রের ধারনা যে ছিল না- তা কিন্তু নয়। রাজা কখনও কখনও নির্বাচিত হত। পরে, সামন্তযুগে পরিবারের প্রথম সন্তানই হত রাজা। তিনটি ভাগ লক্ষ্য করি। ১/ যোদ্ধাঅভিজাত। ২/ বুদ্ধিজীবি। যেমন, কবি ও পুরোহিত। ৩/অন্যরা। নারীরাও যুদ্ধ করত-এমন কী রানীও হতে পারত।

পরিবারের ধরন সম্বন্ধে বিশেষ কিছু জানা যায় না। জনৈক ঐতিহাসিক লিখেছেন-

Little is known of family structure among the Celts. Athenaeus in his Deipnosophists, 13.603, claims that "the Celts, in spite of the fact that their women are the most beautiful of all the barbarian tribes, prefer boys as sexual partners. There are some of them who will regularly go to bed – on those animal skins of theirs – with a pair of lovers", implying a woman and a boy. Such reports reflect an outsider's observation of Celtic culture.[26] It is unknown whether Athenaeus, born in Egypt of Greek origin ever visited any Celts since little is known about him beyond his surviving writings.

কেলটিক ধর্ম ছিল স্থানীয়। তারা বহুদেবতায় বিশ্বাস করত। আইরিশ দেবতা লুঘ ছিলেন ঝড় ও বজ্রের দেবতা। গল-এর (প্রাচীন ফ্রান্স) দেবতা ছিলেন লুগস ও ওয়েলসের দেবতা লিউ । লিউ ও লুগস -দুজই ঝড় ও বজ্রের দেবতা।

কেল্টরা দেবতা ছাড়াও দেবীর আরাধনাও করত। ওদের একজন দেবীর নাম বোয়ান। ইনি ছিলেন নদীর দেবী। বইনি নদীর দেবী।

কেল্টদের সমাজে পুরোহিতদের বলা হত druid। নানাবিধ ধর্মীয় কৃত্য পালন druidরাই করত। druidরা নাকি সোনালি শষ্যের ও নির্বাচিত পশুর বন্দনা করত। রোমানদের লেখায় আমরা জানতে পারি, druidরা উপাসনা করত পবিত্র বনে। কোনও কোনও বৃক্ষও নাকি পবিত্র ছিল druid দের কাছে। তবে druidরা

কেবল পুরোহিত ছিল না। druidরা ছিল একাধারে বিচারক, শিক্ষক, বাৎসরিক ক্যালেনডার-প্রনেতা ও গণিতবিদ। তা ছাড়া druidরা উপকথারও সংগ্রহ করত। এক কথায় druidরা ছিল তৎকালীন সময়ের অধ্যাপক।

কেল্টদের প্রার্থনাগৃহ ছিল লোকালয় থেকে দূরে। পাহাড়ের মাথায়। অরণ্যে। হ্রদের পাড়ে। লৌহযুগের শেষের দিকে, পন্ডিতদের মতে, কেল্টদের ঈশ্বর মানবরুপ পেয়েছিল।

সিজারের সময় কেলটিক গল (মানে বর্তমান কালের ফ্রান্স) দখল করে নিয়েছিল রোমানরা। রোমান সম্রাট ক্লাউদিয়াসের সময় ব্রিটেন রোমানদের দখলে চলে যায়। লাতিন ছিল সরকারী ভাষা। স্থানীয় অধিবাসীরা রোমানদের রীতিনীতি অনুসরণ করত। তবে কেল্টরাও নানা দিক দিয়ে রোমানদের প্রভাবিত করেছিল। কেল্টরা ছিল দুর্ধষ ঘোড়সওয়ার। ওদের অশ্বদেবীর নাম ছিল: 'ইপনা'। রোমানরা তাদের উপসনালয়ে স্থাপন করেছিল ইপনার বিগ্রহ। ৪র্থ শতকে রোমানরা খ্রিস্টধর্ম গ্রহন করে।

ক্রমে ক্রমে কেল্টরাও হয়ে ওঠে খ্রিস্টানুসারী।

কেলটিক আয়ারল্যান্ডে অবশ্য খ্রিস্টধর্ম প্রচার করেছিলে: সেন্ট প্যাট্রিক।

মস্তক শিকারী বলে দূর্নাম ছিল কেল্টদের। শক্রর মাথা কেটে নিত তারা। সে সম্বন্ধে জনৈক ঐতিহাসিক কী লিখেছেন পাঠ করুন-

A further example of this regeneration after beheading lies in the tales of Connemara's St. Feichin, who after being beheaded by Viking pirates carried his head to the Holy Well on Omey Island and on dipping the head into the well placed it back upon his neck and was restored to full health.

Diodorus Siculus, in his 1st century History had this to say about Celtic head-hunting: They cut off the heads of enemies slain in battle and attach them to the necks of their horses. The blood-stained spoils they hand over to their attendants and striking up a paean and singing a song of victory; and they nail up these first fruits upon their houses, just as do those who lay low wild animals in certain kinds of hunting. They embalm in cedar oil the heads of the most distinguished enemies, and preserve them carefully in a chest, and display them with pride to strangers, saying that for this head one of their ancestors, or his father, or the man himself, refused the offer of a large sum of money. They say that some of them boast that they refused the weight of the head in gold



বিস্তারিত জানার জন্য দেখুন:



http://www.ibiblio.org/gaelic/celts.html



http://encyclopedia.farlex.com/Kelt



মন্তব্য ৯ টি রেটিং +৬/-০

মন্তব্য (৯) মন্তব্য লিখুন

১| ১৫ ই নভেম্বর, ২০০৮ সকাল ১০:২৬

বিবর্তনবাদী বলেছেন: +

২| ১৫ ই নভেম্বর, ২০০৮ সকাল ১০:৩১

মেহরাব শাহরিয়ার বলেছেন: বাহ !! জানা হল কিছু জিনিস ।

celt এর উচ্চারণ কেল্ট , এমনটা জানতাম । কিন্তু celtic ফুটবল ক্লাবকে কিন্তু অধিকাংশ সময় সেল্টিক ই বলা হয়

১৫ ই নভেম্বর, ২০০৮ সকাল ১০:৪৯

ইমন জুবায়ের বলেছেন: সে কারণও জানা হয়ে যাবে শাহরিয়ার।
ধন্যবাদ।

৩| ১৫ ই নভেম্বর, ২০০৮ সকাল ১০:৩৬

তারানা_শব্দ বলেছেন: দারুন!!!!!

৪| ১৫ ই নভেম্বর, ২০০৮ সকাল ১১:১৫

আবু নাসের মোহম্মদ রেজা বলেছেন: "Age Of Empire" খেলতে খেলতে celt নামটার সাথে পরিচিত। অনেকিদন ধরেই ইচ্ছে ছিল এদের সম্পর্কে জানার। ধন্যবাদ ইমন আপনাকে ইচ্ছটা পূরন করার জন্য।

৫| ১৫ ই নভেম্বর, ২০০৮ সকাল ১১:৫০

বকলম বলেছেন: তথ্যসমৃদ্ধ পোষ্ট। পড়ে খুব ভাল লাগলো।

৬| ১৫ ই নভেম্বর, ২০০৮ সকাল ১১:৫৯

বিধান রিবেরু* বলেছেন: গত তিন চারদিন ধরে ইচ্ছে ছিল ইন্টারনেটে কেল্টিকদের নিয়ে বিস্তারিত পড়ব....আপনি সে কষ্ট অনেকখানি কমিয়ে দিলেন..ধন্যবাদ আপনাকে।

৭| ১৬ ই নভেম্বর, ২০০৮ রাত ১২:২৬

রাক্ষস বলেছেন: +

৮| ০৯ ই ডিসেম্বর, ২০০৮ রাত ১২:২৮

নিকো৮১২৩ বলেছেন: তথ্য সমৃদ্ধ কিন্তু আপনি্ উপস্থাপনাটা আর একটু যত্ন নিয়ে মানে লেখাটাতে আর একটু সাহিত্যমূল্য যোগ করলে পড়তে ভালো লাগতো। + + + + + + + + এবং ভালো একটা লেখার জন্য ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.