নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বিবেক চক্রবর্তী

আমি একজন সাধারন মানুষ

বিবেক চক্রবর্তী › বিস্তারিত পোস্টঃ

। “ মুচীর ছুরি নিক্ষেপ ” (বিবেক চক্রবর্ত্তী )

১৭ ই জুন, ২০১৪ সন্ধ্যা ৭:৩৯



মরা গরুর চামড়া বলে কথা। হাত বদলালেই নগদ নারায়ন। সুতরাং ছুরি নিক্ষেপে বিধি-নিষেধের তেমন কোন বালাই নেই। শুধু পুলিশ তাড়ানো চোরের ন্যায় একটি দৌড়। পায়ের তলায় কে পিষে মরলো তা জানবার কোন সময় নেই। শুধুমাত্র গায়ের জোরে কাছে বা দূরে থেকে ধারালো পাষাণ ছুরি নিক্ষেপ। ছুরি নিক্ষেপে প্রথম হওয়ার প্রতিযোগিতায় গরু আর মানুষের রক্ত একাকার হবার ঘটনা কম ঘটেনি। গরু বেচারীর র্দূভাগ্যও বটে। চামড়া ছুলছে মুচী, মাংস কামড়াচ্ছে কুকুর, ঠুকরিয়ে গিলছে কাক-শুকুন। শুকিয়ে যাওয়া রক্ত চাটছে পিঁপড়ে-মাছি। রাতের আঁধারে অবশিষ্ট ভোজন করে শিয়াল ডাকছে হুক্কা-হুয়া। তবে গরুর সৌভাগ্য এ জন্য যে-তার দেহ নিয়ে হৃদয় বিদারক ভিবৎসতার নৈরাজ্য যখন চলে, তখন গরু বেচারী থাকে প্রাণহীন। আমাদের সমাজে নেতৃস্থানীয় -বিভিন্ন দল, শ্রেণী ও পেশার কিছু মানুষ রয়েছে। এদের মধ্যে সন্দেহাতীত ভাবে অনেকেই নমস্য হলেও অনেকেই আছেন-যারা স্বার্থপর, লোভী, পাপ পথে ক্ষমতালিপ্সু, অগাধ সম্পদের মালিক হওয়া এবং বিলাস বহুল জীবন- যাপনের মাধ্যমে নিজেদের ভোগ-বিলাসে ডুবে থাকার বাইরে মূল্যায়ন যোগ্য অন্য কোন প্রাণী জগতে আছে বলে মনে করে না। অর্থ-বিত্তহীন আমার ভিখারী ভাই, ইট ভাংগা কংকালসার শ্রমিক, ঘর্মাক্ত রিকশাওয়ালা, কোদাল কাঁধে ক্ষেতের কামলা, রাস্তায় ঘোরে বেড়ানো ফেরিওয়ালা সহ একবাক্যে সাধারন মানুষ-ঐ সমস্ত র্নিলজ্জ স্বার্থপর গোষ্ঠি কর্তৃক নিগৃহীত। প্রয়োজনের অতিরিক্ত চাহিদা পূরনের অপ্রত্যাশিত বাসনা হতেই এরা জাত। ফলে তাদের স্বার্থরক্ষার বর্বরতা প্রয়োগের বলির পাঠা নিরিহ সাধারন মানুষ। মেহনতি মানুষের উপর তাদের প্রত্যক্ষ কিংবা পরোক্ষ অপকৌশলি নির্যাতনের ভিবৎসতা যেন মরা গরুর উপর কাক-শুকুনের নির্মমতাকেও লজ্জা দেয়। সাধারন মানুষ গুলোর র্দূভাগ্য এজন্য যে-রক্তপিপাসু শক্তিধরেরা স্বার্থ চরিতার্থ করার জন্য সাধারন মানুষের উপর যখন নির্যাতনরুপ ছুরি চালায়, তখন অসহায় মানুষ গুলো গরুর মত মৃত থাকে না। জীবিতাবস্থায় তাদের সহ্য করতে হয়-মানুষরুপী হায়ানার তান্ডব। আর অসহায় মানুষ গুলো নির্বাক হয়ে সব সয়ে নেয়। মনে ব্যথা পায়, জীবিত থাকে বলে দেহে প্রচন্ড যন্ত্রনা হয়। নিপীড়িত মানুষের কন্ঠস্বর তাই আজ সমাজ ও রাষ্ট্রের নেতৃত্ব শক্তি কিংবা রাজনৈতিক দলগুলোর কাছে প্রশ্ন রাখে-তোমরা কি অপশক্তির কাছে মাথা নত কিংবা স্বার্থ রক্ষার জন্য সর্ম্পক স্থাপন করেছ ? ৪২ বছরের বাঙালির কান্নার বার্তা কি তোমাদের চেতন শক্তি জাগ্রত করতে পারেনি ? অবশ্য এসব জ্ঞান বাক্য প্রয়োগে অনেকেই আজ ক্লান্ত ও বিরক্ত । যাদের উদ্দেশ্যে এসব বলা, তারাও যেন বি-বস্ত্র লজ্জাহীন..! ভাবটি এমন-কেবা কি বলেরে..! সমাজের অসাধু ও নেতৃত্ব শক্তির প্রতি তাই আবারো আহবান- সততার উপর ভিত্তি করে নিজেদের যোগ্যতা প্রমান কর, সত্যিকারের জনগণের দাস হও। নতুবা মৃত গরুর চামড়া ছোলার মত-আমাদের মৃতাবস্থায় নির্যাতন করো। যাতে আমাদের কষ্ট না হয়। বিশ্বাস করো- আমরা প্রাণহীন লাশের মত দেখতে হলেও , আসলে আমরা মৃত নই, জীবিত মানুষ। আমাদের অসহ্য রক্ত ক্ষরণ হয়, ব্যথা লাগে। ছুরি যদি মারতেই হয়-সকল প্রকার অসভ্যতার বুকে মারো। মনে রেখো- আমরা সৃষ্টির শ্রেষ্ঠ জীব । এসো সকলে মিলে সভ্য মানুষ হয়ে সভ্য দেশ গড়ি ।





মন্তব্য ০ টি রেটিং +১/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.