নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বিবেক চক্রবর্তী

আমি একজন সাধারন মানুষ

বিবেক চক্রবর্তী › বিস্তারিত পোস্টঃ

হে প্রবাসী (বিবেক চক্রবর্ত্তী)

১৯ শে জুলাই, ২০১৪ রাত ১১:১৪





তোমার মন মাঝে দেয় দোলা,

স্মৃতির পথ ধরে বাঙালির বর্ণমালা।

বাংলার এটেল-দোঁআশ মাটি, সবুজ ঘাসের চাদর মেলা,

কতদিন দেখনা তুমি দোয়েল-শালিকের খেলা।

ডালে-ভাতের বাঙালি তুমি, ফাষ্ট ফুড খেয়ে হলে সারা,

তোমার কানে বাজে না আজ লালনের একতারা।

প্রবাসে পাথরের পথে তুমি, গাড়ি হাঁকিয়ে টাই প্যান্ট পরা,

লুঙ্গি পরে খালি পায়ে গাঁয়ের পথে, হয়না দেখা কলাকুপা-বান্দুরা।

শিশির সিক্ত কাক ডাকা শীতের ভোরে, থাক না আর আগুন ঘিরে,

চিতই পিঠা প্লেটে নয় হাতে নিয়ে, হয়না খাওয়া বিদেশে কাজের ভিড়ে।

পাহাড় নদী ঘেরা বৃক্ষ তরু ছায়ায়,

মনে পরে ? কত কৃষক কৃষাণী রয়েছে কুঁড়ে ঘরে এই বাংলায় ?

তুমি আসবে বলে রয় না বধূ তাঁকিয়ে দূরের পথে,

পুত্র অন্ধ জননির কাছে,

বায়না ধরনা আজ আঁচল খোলে টাকা নেবে বলে।

তুমি পূর্ণ আজ অর্থে-বিওে, স্ত্রী কণ্যা পুত্রে,

তবু খোঁজ রাখোনা কারো কেউ, জীবনটা যেন ভুতুরে।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.