![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
থাকবে না কেউ, চলেই যাবে
সব রয়েই যাবে, শধু তুমি একাই যাবে
সাথে যা কিছু সব পড়েই রবে।
কিসের লোভে কি গতিতে
যাচ্ছে সবাই বাতাসের আগে
এটা চাই সেটা চাই,
নারী বাড়ি গাড়ি সব চাই,
হাইরে ভাইরে এ সবই মাথা -মুণ্ডু ছাইরে!
আলোর গতিতে চলছে মনের গতি
সেবা কার্য ছাড়ি সব পেশার মানুষ
ক্লান্ত ভেবে আজি, কিভাবে অট্টালিকা গড়ি!
হাজার লক্ষ মোটা সোটা ক্ষমতাবান
কবরে শুয়ে গেল বলনা ভাই
কোথায় গেল এত অভিমান?
লুণ্ঠন করা যত সব হাতি ঘোড়া কয়েক জোড়া
সব ছাড়ি চলে গেলা,
ডুবলো যখন তোমার জিবন ভেলা।
আমারে ক্ষুধার্ত রেখে
তুমি উদর পুর্তি করো না,
পিপাসার্ত আমি, হে নির্দয়
আমার মুখের গ্রাস কেড়ে নিওনা।
যখন হবে প্রেসার হৃদরোগ কিংবা ক্যান্সার,
বৈধ অবৈধ বৈভব সবই নিরব রবে,
তোমার প্রশ্নের দেবে না কোন আনছার।
পাবে না কিনারা কূল,
বুঝবে সেদিন জিবনে ছিল কত যে ভূল!
যেনে রেখো সবাই ফকির,
যেখান থেকে যা কিছু নিয়েছ
সেখানেই দিয়ে দাও চলুক ফকির মিসকিন।
সম্পদ তোমার মাথায় অহঙ্কারের বিরাট বোজা,
এসবের ভাড়ে ঈশ্বর চূড়ায় যেতে তুমি,
হতে পারবে না সোজা।
এসো সবাই পূজো করি নামাজ পড়ি,
কাদা ছুড়াছুড়ি বন্ধ করে
সৃষ্টির সেবার বন্ধনায় ঈশ্বরের জিকির করি।
২| ০৫ ই মার্চ, ২০১৬ রাত ১১:৩২
বিজন রয় বলেছেন: তাহলে তো দুনিয়ার অনেক শান্তি আসবে। ভাবতে ভাল লাগছে।
৩| ০৫ ই মার্চ, ২০১৬ রাত ১১:৩৫
রাইসুল ইসলাম রাণা বলেছেন: আমি কিন্তু লীলার পূজারী। সমস্যা নাই ত?
৪| ০৫ ই মার্চ, ২০১৬ রাত ১১:৪৯
বিবেক চক্রবর্তী বলেছেন: পূজো ও নামাজ একসঙ্গে পড়া সম্ভব নয় এবং প্রয়োজনও নেই। আসলে যার যার ধর্ম যদি সবাই সঠিক ভাবে পালন করে তাহলেই শান্তি আসবে এবং পরোক্ষভাবে একসঙ্গে ধর্ম পালনের সামিল হবে! আপনাকে অনেক ধন্যবাদ!!!
©somewhere in net ltd.
১|
০৫ ই মার্চ, ২০১৬ রাত ১১:৩১
বিজন রয় বলেছেন: পূজো, নামাজ এক সংগে? সম্ভব?