নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বিবেক চক্রবর্তী

আমি একজন সাধারন মানুষ

বিবেক চক্রবর্তী › বিস্তারিত পোস্টঃ

আগামী নির্বাচনে জনতার কিছু প্রশ্ন!

১১ ই অক্টোবর, ২০১৮ রাত ১০:৩৪

যাই হোক, নির্বাচন সমাগত । জনগণ
আগামী সংসদ নির্বাচনে রাজনৈতিক দল গুলোর কাছে কিছু প্রশ্নের সদুত্তর আশা করে। গণতন্ত্র, সুশাসন, উন্নয়ন আর অসাম্প্রদায়িক বাংলাদেশ বিনির্মাণের প্রত্যাশায়, নির্বাচনের আগে তাই আজ জনতার প্রশ্ন :(১) আপনি কি ভোট চাইতে এসে ধর্মকে ব্যবহার করছেন?
(২) এদেশে আবারো কি সব জেলায় একসাথে বোমা ফাটবে?
(৩) এদেশে বাংলা ভাইরা আবারো প্রশ্রয় পাবে কি?
(৪) সত্য ইতিহাস আবারো কি বিকৃত করা হবে ?
(৫) সাম্প্রদায়িক রাজনীতি থেকে বিরত হয়েছেন কি?
(৬) প্রতিহিংসার হিংসাত্মক রাজনীতি আর নয়,এই অঙ্গীকার আপনার আছে কি?
(৭) হামলা, মামলার মত দমন নীতি হতে বিরত হবেন কি?
(৮) শেয়ার ও ব্যাংক সেক্টরে ব্যপক অনিয়ম ব্ন্ধ হবে কি?
(৯) নির্বাচনে ভোটের স্বচ্ছতা নিশ্চিত হবে কি?
(১০) ভিন্ন মতাদর্শের রাজনৈতিক দলের নেতাদের ১৫ ই আগস্ট ও ২১শে আগস্টের মত নির্লজ্জ হত্যাকাণ্ড বন্ধ করে আদর্শিক রাজনীতিতে ফিরে আসার সভ্য সংস্কারে আপনি এবং আপনার দল পরিশুদ্ধ হয়েছে কি?
(১১) আপনার অপরাজনীতিতে জজমিঞারা আবারো বলির পাঁঠা হবে নাতো?
(১২) জাতির জনক বঙ্গবন্ধুকে যথাযথ সম্মান প্রদর্শনে আপনি কি প্রস্তুত?
(১৩) লুটতরাজ বন্ধ হবে তো?
(১৪) বিরোধী দল দমনে আপনার স্বেচ্ছাচারি মানসিকতা পরিত্যাগ করে গণতন্ত্রে ফিরে আসতে প্রস্তুত তো?
(১৪) নির্বাচিত হলে বিরাগের বশবর্তী হয়ে সংখ্যালঘু আর বিরোধী দলের গরু-বাছুর, ঘরবাড়ি আবারো পুড়িয়ে দেবেন কি?
(১৫) ঝানঝটমুক্ত নিরাপদ সড়ক ব্যবস্থা প্রবর্তনে আপনার সক্ষমতা আছে কি?
(১৬) সর্বত্র দলীয়করণ বন্ধ হবে কি?
(১৭) ২০১৪ এর দৃশ্যমান উন্নয়ন থেকে শিক্ষা লাভ করে, উন্নয়নের প্রতিযোগীতায় উত্তীর্ণ হতে আপনি কি উপযুক্ত?
(১৮) গণতন্ত্র রক্ষায় আপনি দৃঢ়প্রতিজ্ঞ আছেন তো?









মন্তব্য ৫ টি রেটিং +০/-০

মন্তব্য (৫) মন্তব্য লিখুন

১| ১১ ই অক্টোবর, ২০১৮ রাত ১০:৩৭

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: গণতন্ত্র, সুশাসন, উন্নয়ন আর অসাম্প্রদায়িক বাংলাদেশ বিনির্মাণের প্রত্যাশায়,
নির্বাচনের আগে তাই আজ জনতার প্রশ্ন

.......................................................................................................
তাহলে কোন দলই সঠিক কথা কইবে না

২| ১১ ই অক্টোবর, ২০১৮ রাত ১১:০৬

বিচার মানি তালগাছ আমার বলেছেন: আগে সুষ্ঠ নির্বাচন ঠিক করেন, তারপর প্রশ্ন...

৩| ১১ ই অক্টোবর, ২০১৮ রাত ১১:৫৬

বিবেক চক্রবর্তী বলেছেন: প্রশ্নের উত্তর যথাযথ হলেই তো নির্বাচন সুষ্ঠু হবার ক্ষেত্রে আপনার আশঙ্কা দূর হবে, তাই নয় কী?

৪| ১২ ই অক্টোবর, ২০১৮ রাত ১২:০৫

বিবেক চক্রবর্তী বলেছেন: আশাবাদী হওয়া ভাল। সময় একদিন অবশ্যই কথা কইবে।ইতিহাসের দায়মুক্তি শুরু হয়েছে!

৫| ১২ ই অক্টোবর, ২০১৮ দুপুর ২:৪১

রাজীব নুর বলেছেন: সব কিছু নষ্টদের দখলে। কাজেই নষ্টলোকজনই মন্ত্রী এমপি হবে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.