![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ব্রহ্মাবৈবর্তপুরাণে(হিন্দু শাস্ত্র ) আছে: রাজা সুরথ চৈত্র মাসের শুক্লা অষ্টমী ও নবমী তিথিতে শাস্ত্রবিধিমতে দুর্গতিনাশিনী দুর্গার পূজা অর্চনা করেছিলেন বসন্তকালে।পরবর্তীতে, বিভিন্ন ঘটনা প্রবাহে অসুরের সীমাহীন অত্যাচারে অতিষ্ঠ হয়ে রাবণ-বধের (অত্যাচারীকে ) জন্য রামচন্দ্র (অযোধ্যার রাজা) দুর্গা মায়ের (ঈশ্বরের শক্তি হতে উৎপন্ন দুর্গতি নাশকারিনী দেবী) কৃপা লাভের উদ্দেশ্যে শরৎকালে দেবীর পূজা করেছিলেন । রামচন্দ্রের শরৎকালীন অকাল-পূজা হলেও কালক্রমে পুণ্যভূমি ভারতবর্ষে হিন্দুদের ধর্মীয় জীবনচর্যার সাথে এই পূজাই বিশেষ প্রসিদ্ধি লাভ করে।
প্রসঙ্গক্রমে বলা যায় যে, রামচন্দ্র দুর্গাপূজো করে সেদিন মহাবিপদ থেকে উদ্ধার পেয়ে তিনি নিজে ও অযোধ্যার প্রজাগণের শান্তি নিশ্চিত করেছিলেন! তাতে, আমাদের লাভ কী? আমরা (হিন্দুরা) দুর্গাপূজা করবো কেন? ?
কারণ,দ্বন্দ্বময় বিচিত্র এই জগতের মানুষ অন্তরে ও বাইরে উভয় দিকেই শত্রুদ্বারা পরিবেষ্টিত । প্রতিহিংসা, সহিংসতা, আদর্শিক মতভেদ, অপর ধর্মীয় অনুভূতিতে আঘাত, ধনী-নির্ধনের সংঘাত, উচ্চ -নীচের ভেদ, সবলের হাতে দূর্বলের নির্যাতন --এ সবই মানুষের বাইরের শত্রু। এদের দৌরাত্ম্যে জগতে আজ মানবিক মূল্যবোধ বিপর্যস্ত । তাই, রামচন্দ্রের মতো যুদ্ধে এদের পরাভূত করতে না পারলে মানুষের জাগতিক অগ্রগতি, অভ্যুদয় অসম্ভব; অপর দিকে, দুর্দমনীয় ভোগ-লালসা, দম্ভ,দর্প, অভিমান, ক্রোধ ইত্যাদি মানুষের অন্ত:শত্রু, যা একজন আদর্শ মানুষের অগ্রগতির প্রতিবন্ধক। এদের বিনাশ করতে না পারলে মানুষের সার্বজনীন কল্যাণ সুদূর-পরাহত।
তাই,দুর্গা পূজার এই পুণ্যলগ্নে আমরাও রামচন্দ্র ও দেবতাদের মতো সংকল্প গ্রহণ করি: হে দেবী, যতদিন না আমাদের বাহ্য ও আন্তরশত্রুরুপী রাবণকে আমরা যুদ্ধে পরাভূত করে বধ করতে পারছি, ততদিন আমরা তোমার অর্চনা থেকে বিরত হব না, হে সর্বশক্তিস্বরুপিণী দেবী,তুমি কৃপা করে সর্বশক্তি দিয়ে শত্রু-বিনাশে সর্বতোভাবে আমাদের সহায় হও। তোমার কৃপায় রামচন্দ্রের ন্যায় সকল ধর্ম, বর্ণ নির্বিশেষে সকল মানুষের যেন, মহাবিপদ কেটে গিয়ে শান্তি তথা মহাসম্পদ লাভ হয়।
২| ১৫ ই অক্টোবর, ২০১৮ রাত ১১:০৩
বিবেক চক্রবর্তী বলেছেন: ভাই সনেট,আমি কোন বিতর্কের অবতারনায় যেতে চাই না। আপনার প্রশ্নের যথাযত উওর নিশ্চই আছে। যা দিতে গেলে আরো দশটি প্রশ্নের অবতারণা করতে আপনি ব্যস্ত হবেন!এ স্বল্প পরিবেশে বুঝিয়ে দেওয়া সম্ভব নাও হতে পারে। ফলে আমরা উদ্ভুত বিব্রত পরিস্থিতির দ্বারা আক্রান্ত হয়ে অর্থহীন সময় ব্যয়ের কারণ হয়ে সমালোচিত হতে পারি । অহেতুক প্রশ্ন এড়িয়ে চলা ভাল। আমি সৌজন্যবোধে শারদীয় শুভেচ্ছা জানিয়ে ছিলাম মাত্র মনে হলো আপনি বিষয়টি জটিল ভাবে নিয়েছেন। বলেই আপনার প্রশ্নের মধ্যে তিরস্কার জনিত অস্বাভাবিকতা প্রতিভাত হয়েছে। যা কোন ভাবেই কাম্য নয়।আপনার জানা মতে সমালোচনা করা যায় না এমন কোন ব্যক্তি, বস্তু কিংবা বিষয় আছে কী??সহজ,সরল,আর উদারতাই শান্তি,সাম্য ও প্রগতির উপাদান!ধন্যবাদ!
৩| ১৫ ই অক্টোবর, ২০১৮ রাত ১১:৩৭
সাহিনুর বলেছেন: আপনাকেও অনেক অনেক শারদীয়ার শুভেচ্ছা রইলো। এবং সাথে সাথেই আমার ব্লগে আসার দাওয়াত রইলো ।
৪| ১৬ ই অক্টোবর, ২০১৮ রাত ১২:৫২
কাওসার চৌধুরী বলেছেন:
ধন্যবাদ দাদা। আপনাকেও শুভেচ্ছা। উৎসবটি সবাইকে নিয়ে উপভোগ করুন, আনন্দময় হোক এই প্রত্যাশা রইলো। আপনার পরিবারের সবাইকে "শারদীয়া দুর্গাপূজার" প্রীতি ও শুভেচ্ছা।
৫| ১৬ ই অক্টোবর, ২০১৮ সকাল ৮:০২
নজসু বলেছেন: শুভেচ্ছা র'ল।
৬| ১৬ ই অক্টোবর, ২০১৮ সকাল ৮:১২
রাজীব নুর বলেছেন: আজ পূজা মন্ডপে যাব।
৭| ১৬ ই অক্টোবর, ২০১৮ দুপুর ১২:২৪
বিবেক চক্রবর্তী বলেছেন: ভাই সাহিনুর আপনাকে অনেক ধন্যবাদ। আসলে শখ বশত কাচা হাতে একটা কিছু লিখার চেষ্টা মাত্র। আপনি ভাল থাকবেন।
৮| ১৬ ই অক্টোবর, ২০১৮ দুপুর ১২:৫০
বিবেক চক্রবর্তী বলেছেন: আপনার উদার,সভ্য এবং পরমতসহিস্নু চেতনার প্রতি আমি কৃতজ্ঞ ।অনেক ধন্যবাদ!
৯| ১৬ ই অক্টোবর, ২০১৮ দুপুর ১২:৫২
বিবেক চক্রবর্তী বলেছেন: ধন্যবাদ ।
১০| ১৬ ই অক্টোবর, ২০১৮ দুপুর ১২:৫৩
বিবেক চক্রবর্তী বলেছেন: খুব ভাল লাগলো! ধন্যবাদ।
১১| ১৬ ই অক্টোবর, ২০১৮ দুপুর ১২:৫৬
বিবেক চক্রবর্তী বলেছেন: খুব ভাল লাগলো! ধন্যবাদ।
১২| ১৬ ই অক্টোবর, ২০১৮ দুপুর ১২:৫৮
বিবেক চক্রবর্তী বলেছেন: ভাই সাহিনুর আপনাকে অনেক ধন্যবাদ। আসলে শখ বশত কাচা হাতে একটা কিছু লিখার চেষ্টা মাত্র। আপনি ভাল থাকবেন।
১৩| ১৬ ই অক্টোবর, ২০১৮ রাত ৮:৩৭
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
শুধু শুভেচ্ছায় চলবিনানে !!
নাড়ু আর মুড়ি চাই,
না করতি পারবিনানে !!
১৪| ১৮ ই অক্টোবর, ২০১৮ ভোর ৬:২৫
স্বামী বিশুদ্ধানন্দ বলেছেন: "শারদীয়া দুর্গাপূজার" শুভেচ্ছা রইল |
১৫| ১৮ ই অক্টোবর, ২০১৮ দুপুর ১২:২৭
দেশ প্রেমিক বাঙালী বলেছেন: আপনাকেও শুভেচ্ছা।
©somewhere in net ltd.
১|
১৫ ই অক্টোবর, ২০১৮ রাত ৯:৫৫
সনেট কবি বলেছেন: রাজা রাম ভগবানের অবতার। তিনি যার পুজা করেন তিনি তবে কি? কে বড়?