নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বিবেক চক্রবর্তী

আমি একজন সাধারন মানুষ

বিবেক চক্রবর্তী › বিস্তারিত পোস্টঃ

মনুষ্য নয় বরং অধম গরুই উত্তম!

২৪ শে মে, ২০২১ রাত ১০:৪৬



( " মাননীয় প্রধানমন্ত্রীর সদয় দৃষ্টি আকর্ষণ "
প্রিয় পাঠক ও ব্লগার বন্ধু গণ, আসুন আমরা একটা ভালো কাজকে সবাই সমর্থন করি। দাবিটি যৌক্তিক মনে হলে, সকলেই Comments ও Share করুন)


ভাবা স্বাভাবিক, এ কেমন অসভ্য শ্রীহীন নামকরণ! আসলে, বাঁধ ভাঙা আবেগ এমন নামকরণের দুর্ভাগা জন্মদাতা! আলোচনায় পা বাড়াচ্ছি বাউল সম্রাট শাহ আবদুল করিমকে ঘিরে। কিছু বিষয়,ঘটনা আর ব্যক্তি নিশ্চয়ই পারিবারিক কিংবা নেহাত ঘরোয়া সম্পদ নয়। বরং একটি দেশ ও জাতির সর্বকালের ইতিহাস আর সংস্কৃতির পতাকা উড্ডয়নের চিরস্মরণীয় শক্ত স্তম্ভ হয়ে উঠে। রবীন্দ্রনাথ, নজরুলের মত মনীষীগণ দেশে- দেশে প্রকৃতি আর মানুষের কৃষ্টি, সাহিত্য -সংস্কৃতিকে সমৃদ্ধ করে স্মরণীয় বরণীয় হয়েছেন, হয়েছেন সমাদৃত।

এমনি করে, বাউল সম্রাট শাহ আবদুল করিম আন্তর্জাতিক বিশ্বে না হলেও তিনি অন্তত বাংলা ভাষাভাষি মানুষের জীবন দর্শন, ধর্ম আর মানবতার জয়ধ্বনি করেছেন তাঁর রচিত গানে গানে! বাউল সম্রাট আজ বড়ই একা! তাঁর সাথে নেই দেশ,জাতী এমনকি তাঁর জন্মভূমি সুনামগঞ্জের দিরাই উপজেলার তাড়ল ইউনিয়নের উজানধল গ্রামের অভাগা মানুষেরাও!

বাউল সম্রাট আবদুল করিম দুনিয়াতে নেই আজ বহুদিন! তবু তিনি বেঁচে ছিলেন তাঁর রচিত গান আর সুর নিয়ে মানুষের হৃদয় কোঠায়! আজ তাঁর সম্মান ধুলিস্যাৎ করে চির কবর রচনায় মেতে উঠছে কিছু কুচক্রী মহল।
২১ শে পদক প্রাপ্ত ভূমিহীন বাউল সম্রাট শাহ আবদুল করিমকে ১৯৬৪ খ্রি. সালে প্রশাসন প্রায় ৫৭ বছর আগে জালালপুর গ্রামের পাশে জালালপুর মৌজায় ২ একর ১১ শতক জমি স্থায়ীভাবে বন্দোবস্ত দেয় বলে জানা যায়। বাউল সম্রাটের নামে রেকর্ড ভূক্ত এ জমির খাজনাও অদ্যাবধি পরিশোধ করছেন বাউল সম্রাটের অভাগা পুত্র শাহ নূর জালাল। সম্রাট বেঁচে থাকতে নিজস্ব একটু মাটির ঠিকানা খুঁজতে সর্বস্ব হারিয়ে নিঃস্ব হয়েও দখল পাননি এ জমির। নিয়তির নিষ্ঠুর খেলায় পরাজিত সম্রাট পুত্র শাহ নূর জালাল আজ দুঃখ ভারাক্রান্ত হৃদয়ে ডুকরে কাঁদছেন দুয়ারে-দুয়ারে! জানা যায় তাড়ল গ্রামের বাসিন্দা প্রভাবশালী খলিল চৌধুরীর পরিবারের (তথ্য সুত্রঃ প্রথম আলো) পেশিশক্তি সম্রাট পুত্র শাহ নূর জালালকে বীরদর্পে আজও জমি দখল নিতে বাধা প্রদান করছে।

এ অবস্থায় সরকার সম্রাটকে ২১ শে পদক দিয়ে দায়িত্ব সেরে হাত- গুটিয়ে নিয়েছেন কিনা এমন প্রশ্ন বাউল সম্রাট প্রেমি অগণিত মানুষের!
ভেবে দেখুন তো, জাতীয় সম্মান প্রাপ্ত (২১শে পদক) বাউল সম্রাটের মত একজন নিঃস্ব ভূমিহীন মনীষি গোটা দুনিয়ায় আছে কতজন? বাউল সম্রাট শাহ আবদুল করিম কেঁদে কেঁদে আক্ষেপে মৃত্যুকে আলিঙ্গন করলেও দখল মুক্ত হয়নি বলে চির নিদ্রায় শুতে পারেননি নিজস্ব সাড়ে তিন হাত কবরে! এটা কেমন ইসরাইলি শক্তি যে ৫৭ বছরেও দখল মুক্ত করা যায়নি বাউল সম্রাটের ন্যায্য অধিকারের ২ একর ১১ শতক জমি! বোধ হয়, সে কারণেই শাহ আবদুল করিম মৃত্যু শয্যায় গানে গানে সুরে সুরে বলে গেছেন -"বিচারের বাণী নিভৃতে কাঁদে!

সুধী পাঠক, বিশ্বাস একান্তই আপনার ব্যক্তিগত বিষয়। আমি যেমনি বাউল সম্রাট পরিবারের কেউ নই তেমনি দালালও নই।আমি সম্রাটের বিষয়ে খুব বেশি কিছু জানি তাও নয়। সম্রাট পুত্র শাহ নূর জালাল সাবকেও জানা নেই অদ্যাবধি!

মানবতার পূজারী এমন একজন মহান ব্যক্তিকে ৫৭ বছর ধরে অসম্মানের ধারালো নখে বুক চিরে রক্ত গিলছি এটা ভেবে দারুণ ভাবে আমি হয়েছি আহত! আর লজ্জায় ধিক দিয়েছি নিজেকে!

প্রতিভা মূল্যায়নে অভ্যস্ত সাহিত্য প্রেমী মাননীয় প্রধানমন্ত্রীকে নিয়ে বেশ কবার লিখেছি। বাহবাও দিয়েছি কলংক মোচনী ইতিহাসের সুকন্যা বলে! আজ আর সেদিকে যাব না--। বড় আশা নিয়ে আজ ভরসা করছি জননেত্রীকে। একমাত্র অসুর মর্দিনী মাননীয় প্রধানমন্ত্রীই পারেন ৫৭ বছরের অপমানের হাত থেকে বাউল সম্রাটকে বাঁচাতে! পেশি শক্তির হাত থেকে পুণঃউদ্ধার করে উপহার দিতে পারেন ২ একর ১১ শতক জমি সম্রাট পুত্র শাহ নূর জালালকে!
মাননীয় প্রধানমন্ত্রী আমার ধারণা প্রকৃতি গত ভাবেই আপনি এমন যে, এ বিষয়টি সুরাহায় নিজেই উদ্যোগি হয়ে শক্ত হাত প্রসারিত করবেন!

কি সাংঘাতিক বিস্ময়কর! জালালপুরের কতিপয় বাসিন্দা গণ আবারো কুবাক্যে মেতেছেন! ২ একর ১১ শতক জায়গাটি গোচারণ ভূমি হিসেবে ব্যবহার করতে চান!তারা চান সম্রাটের ২ একর ১১ শতক জায়গাটি গবাদিপশু চড়াবার রাস্তা বানাতে!
বিষয় টি এমন যেন, মনুষ্য নয় বরং অধম গরুই উত্তম ---!!

মন্তব্য ৫ টি রেটিং +২/-০

মন্তব্য (৫) মন্তব্য লিখুন

১| ২৫ শে মে, ২০২১ রাত ১২:০১

রাজীব নুর বলেছেন: জালালপুরের লোকজনকে আগে বুঝাতে হবে।

২| ২৫ শে মে, ২০২১ রাত ১২:০৯

জহিরুল ইসলাম সেতু বলেছেন: লেখাটি পড়ে এদেশের নাগরিক হয়ে কেবলই কুণ্ঠিত হচ্ছি। যাকে বাউল সম্রাট হিসেবে জানি মানি এবং সম্মান করি, তাঁর ভাগ্যে এই পরিণতি!!!
২১শে পদক কি তবে প্রহসন ?
(ফেসবুকে শেয়ার করলাম।)
আপডেট জানার অপেক্ষায় আছি।

৩| ২৫ শে মে, ২০২১ রাত ১২:৩৬

বিবেক চক্রবর্তী বলেছেন: ভাই রাজীব নুর,আপনাকে অনেক ধন্যবাদ! আসুন আমরা সবাই অন্যায়ের বিরুদ্ধে আওয়াজ তুলি--!

৪| ২৫ শে মে, ২০২১ রাত ১২:৫৩

বিবেক চক্রবর্তী বলেছেন: ভাই জহিরুল ইসলাম সেতু,অশেষ ধন্যবাদ আর কৃতজ্ঞতা! বিষয় টি জেনে সত্যি সত্যি খুব কষ্ট পাচ্ছিলাম! সবাই যদি একটু কষ্ট করে লিখাটা পড়ে মন্তব্যে সোচ্চার হতেন ফলাফল কিছু একটা হতোই। আমার ধারণা ছিল এ ধরনের মানবিক বিষয়ে ভালো সাড়া পরবে। অন্তত ব্লগার ভাইদের এ যুদ্ধে সামিল হবার জন্য বিনিত আহবান জানাই। আবারো কৃতজ্ঞতা!

৫| ২৬ শে মে, ২০২১ রাত ১০:৫৫

বিবেক চক্রবর্তী বলেছেন: জানা গেছে দীর্ঘ ৫৭ বছর পর সরকারি বন্দোবস্ত জমির দখল পেলেন
বাউলসম্রাট শাহ্ আবদুল করিম সাহেবের পরিবার।
এতে বিশেষ ভাবে ধন্যবাদ জানাই সাংবাদিক, শুভানুধ্যায়ী ও সর্বোপরি বর্তমান সরকার কে।
বাউল সম্রাট শাহ্ আবদুল করিম সাহেবের একমাত্র ছেলে শাহ নূরজালাল সাহেব গতকাল উপজেলার তাড়ল ইউনিয়নের জালালপুর মৌজার জেএলনং ১৩৪, খতিয়ান ১০১, দাগ নং ২৫৩ এর ২ একর ১১ শতাংশ বন্দোবস্ত ভূমির দখল সরজমিনে প্রশাসনের কাজ থেকে বুঝে নেন
শাহ আবদুল করিম সাহেবের ছেলে শাহ নূরজালাল।
এসময় উপস্থিত ছিলেন, দিরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদুর রহমান মামুন, দিরাই পৌরসভার মেয়র বিশ্বজিৎ রায়, উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি অ্যাডভোকেট সুহেল আহমেদ, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা শরীফুল আলম, দিরাই সরকারি উচ্চ বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাফর ইকবাল, দিরাই প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক মুজাহিদুল ইসলাম সর্দার, তাড়ল গ্রামের সালিশ ব্যক্তিত্ব খলিল চৌধুরী প্রমুখ।
উল্লেখ্য, আমি নিজেও Facebook ও Some where in blog এ দাবিটি করেছিলাম। আমরা সবাই কৃতজ্ঞ ---!!!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.