![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
নদী নালা খালে বিলে
বোয়াল মাছে মলা পুঁটি ধরে,
উদর পূর্তির তরে
মুখে নয় রাখে সে যে নিরাপদে গলে।
রুই বোয়ালও অবশেষে
ধরা পড়ে জলে,
মরণের তরে জেলের শঠতার জালে।
ভালেও বাঁচে না জেলে,
দুদিন বাদে মরে সে যে
বিধাতার পাতা কালের কলে।
জলে কিবা পুকুরের পাড়ে
কত চিৎকারে বাঁচিবার তরে,
ব্যাঙের কি আর্তনাদ
বিষধর পন্নগের মুখগহ্বরে,
দেখিবে অবশেষে
কি হেনস্তা করে
নকুল পন্নগ ধরে যবে ।
জীবের এমন জঠর পুর্তির,
কি বিচিত্র
নিয়ম স্রষ্টার সৃষ্টির,
হে শ্রেষ্ঠ জীব
ভাবিও তুমি
তাতে রাখিও দৃষ্টি।
©somewhere in net ltd.