![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ভাই ছাহেব সম্ভ্রান্ত মুসলিম পরিবারের লোক । ভাই ছাহেব জীবনে বহু ঘটনা কে ইহুদী নাসারা দের ষড়যন্ত্র বলিয়া মামলা খালাস করিয়াছেন । কখনো বগল ও বাজিয়েছেন । ভাই ছাহেব ফ্রান্সের ভিসা পেয়ে ফান্সে গিয়েছেন । ভিসা পেয়ে ভাই ছাহেব আইফেল টাওয়ার এর চিপাচাপাতে পদব্রজে না ঘুরিয়া ভাই ছাহেব এজাইলাম দাখিল করিয়াছেন । এজাইলাম দাখিল করিতে যাবার সময় তাহার দিশি ভাই গাড়ীর গ্লাস নামিয়ে দেখিয়েছিল চার্লি হেবডোর অফিস । দেখছোস তি মারি হুতায় হালছে । এই অফিসে ।
ভাই ছাহেব এজাইলামে বর্ননা দিয়াছেন রাতের আধারে ডাকাতদল ঘরে প্রবেশ করিয়া স্ত্রী, পুত্রদের হত্যা করিয়াছে । তিনি রাতের আধারে চিপাচাপা দিয়া, নিধুয়া পাথার ধানখেত মারাইয়া, কোনরকমে জীবন বাচাইয়া ফ্রান্সে । এজাইলাম একসেফট । কিন্তু বিপত্তি টা হল স্ত্রী, পুত্র তো বেচে আছে । ভাই ছাহেব ইদানিং পদব্রজে আইফেল টাওয়ার এর পাশে যান । আর হা হুতাশ করেন । বৈধ বউরে, পোলারে অবৈধ বানাইলাম । বাইচা থাকা মানুষরে মরা বানাইলাম । হঠাত ভাই ছাহেবের মনে হল ইহাও কি ইহুদী নাসারা গো ষড়যন্ত্র ।
©somewhere in net ltd.