![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
গ্রামের চেয়ারম্যানের ছেলে যাত্রা দেখতে গেছে । গেটম্যান সবার টিকিট চেক করে ঢুকাচ্ছে যাত্রা প্যান্ডেলে । চেয়ারম্যানের ছেলে সবার মত গেটম্যানের সামনে গেলে গেটম্যান বলে টিকিট দেখান । চেয়ারম্যানের ছেলে বলে টিকিট তো নাই ।
গেটম্যান : টিকিট কেটে আনেন ।
চেয়ারম্যানের ছেলে : পকেটে হাত দিয়ে আসলে মানিব্যাগ আনিনি ।
গেটম্যান তাইলে লাইনে থেকে সরেন বাকী মানুষরে ঢুকতে দেন ।
চেয়ারম্যানের ছেলে : আমার বাপ এই গ্রামের চেয়ারম্যান ।
গেটম্যান: দেখতে আইচেন যাত্রা । পরিচয় দিচ্ছেন বাপ চেয়ারম্যান । পকেটে নাই টাকা ।
বাংলাদেশ দলের আজকের দশা । নিতে গেছে এশিয়া কাপ । রান করছে ২২২ । এর মধ্যে ১২১ লিটন দাশের । বাকী দশজন মিল্লা পুন্জিপাটা যোগার করছে ১০১ । তারা কাপ জিতবে । লিটন দাশরে ওমন আউট দিল ক্যা । তারে ওমন আউট না দিলে সে আরও ১০০ রান যোগ করত আমরা মাছি মাইরা কাপ নিতাম । বগল বাজাইতাম । গান গাইতাম ।
গ্রামের নওজোয়ান হিন্দু আর মোচলমান
মিলিয়া - ক্রিকেট খেলাইতাম ।
আগে কি সুন্দর দিন কাটাতাম ।
সব দোষ রড টাকারের । তারে মুরাদ টাকলা বানানো হইছে । অাফগানিস্তানের সাথে কার্তিকের ফাও এলবিটা দিয়া দিল সেদিনের অ্যাম্পায়ার । তার মানে আইসিসি আফগানিস্তানের দখলে । মানুষ তার ভুল হতেই পারে ।
ভাবছ আফগানিস্তানের মত একদিন গু হারা হাইরা পরের দিন মানকা চিপা দিয়া যদি জেতা যায় । সেমি ফাইনাল ম্যাচে পাকিস্তান হারছে কিন্তু তাদের শেষ ব্যাটসম্যান দুই বোলার রে শেষ পর্যন্ত আউট করতে পার নাই । আজ এই ফাইনাল যদি আফগানিস্তান খেলত ঠিকি তারা ভারত কে হারাত । তোমরা আফগানিস্তানের উদাহরন শুনলে বলবা ওগো ক্রিকেট আমাগো হাটুর বয়সী না । ওদের দেখার কিছু নাই । আফগানিস্তানের সাথে টিটোয়েন্টিতে হোয়াইট ওয়াশ হয়ে আসলা । খেলার আগে বল্লা তাদের টি টুয়েন্টি টিম আমাদের চেয়ে ভাল । দুদিন পরে বলবা তাদের ওয়ানডে টিম আমাদের চেয়ে ভাল । তাদের টেষ্ট টিম আমাদের চেয়ে ভাল ।
ভাল ছাত্রের উদাহরন হল সে সব পাশ ভাল ভাবে দিয়া একদিন ভার্সিটিতে ভর্তি হইয়া পড়াশুনা শেষ করে । তোমাদের এডমিশন টেষ্ট চলতেই আছে । না টিকলেই কইতেছ স্যার খুব কড়া ঘাড় ঘুরাতে দেয়না । আবার প্রশ্ন আউট হইছে । আমরা চান্স পাই কেমনে ?
দেশের জাতীয় খেলা হাডুডু । তোমরা সেইটা খেল । জাতীয় ফল কাঠাল । কাঠাল খাও হাডুডু খেল । তা না । তোমরা ক্রিকেট খেলবা । সেটা খেলবা না ।
২| ২৯ শে সেপ্টেম্বর, ২০১৮ সকাল ৮:৫৭
রাজীব নুর বলেছেন: ভাগ্য আমাদের সাথে ছিল না। এই জন্যই আমরা হেরেছি।
০৩ রা অক্টোবর, ২০১৮ সকাল ১০:৪১
কিবরিয়া জাহিদ মামুন বলেছেন: দশ টাকার টিকিট কিনে চল্লিশ লাখ টাকা যে পায় সেটাকে ভাগ্য বলে । যেটাকে সাধনা, অধ্যাবসায়, প্রতিদিন শেখার মাধ্যমে অর্জন করতে হয় সেটা কে ভাগ্য বলেনা ।
৩| ২৯ শে সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১০:০১
সনেট কবি বলেছেন: ভাল বলেছেন।
৪| ২৯ শে সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ১২:২৩
সনজিত বলেছেন: চমৎকার লিখেছেন আপনি।
শুভ কামনা রইলো।
©somewhere in net ltd.
১|
২৯ শে সেপ্টেম্বর, ২০১৮ সকাল ৮:৩৫
শিমুল_মাহমুদ বলেছেন: এই কি লেখলেন ভাই? তবে নির্মম সত্য কথা।