![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
নেড়ী কুত্তার ঝগড়ায় শবদেহ যাত্রা থেমে গেছে
দুধেল সাদা চোখের নেড়ী কুত্তারা রাস্তায় নেমে ঝগড়া বাধিয়েছে
মোকছেদের প্রানহীন দেহ পড়ে আছে নিথর
বরফ চা পাতায় মোড়ানো শবদেহ ।
এত সাদা নেড়ী কুত্তা কোথা থেকে শহরে এল কেউ জানেনা বিলখন
সাদা চোখের নেড়ী কুত্তা ।
সাদা শুয়রের সাথে সহবাসে সাদা নেড়ী কুত্তা
শহরময় হয়েছে চাওর ।
মোকছেদের গ্রামের বাড়ীতে এলান হয়েছে
লাশ আসবে বাদ আছর জানাজা ।
দুলে দুলে সুর ইয়াসিন পড়ছে তালবে ইলেমের দল ।
চেহেলগাজীর মাজারে হালন বকরী দিয়ে মানত করেছিল
শরিফুন নেছা মৃত মোকছেদের মা
মানত বৃথা গেছে ।
গাই ফড়িং এর দল উড়ছে ইতিউতি হলুদে হলুদে
দুপুর পেরিয়ে বেলা যাই যাই করছে
দুধেল সাদা নেড়ী কুত্তার ঝগড়ায় শবদেহ যাত্রা থেমে গেছে ।
২| ১৫ ই অক্টোবর, ২০১৮ বিকাল ৩:৪৯
রাজীব নুর বলেছেন: বাহ !!!
©somewhere in net ltd.
১|
১৫ ই অক্টোবর, ২০১৮ দুপুর ২:৪৭
ফেনা বলেছেন: "সাদা শুয়রের সাথে সহবাসে সাদা নেড়ী কুত্তা। "
কবিতায় ভাল লাগা।