নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
১. খবরে প্রকাশ খালেদা জিয়ার নেতৃত্বে ঐক্য প্রক্রিয়া চলছে ২০ দলের(১+১+০+০+০+০+........০) বাইরের দলগুলোর সাথে। ছোট দলের বড় নেতাগুলো বায়না ধরছে জামায়াতকে বাদ দিলে তেনারা ঐক্যে আসবেন। আবার বি এন পি'র কিছু বুদ্ধিজীবিও সেটা চান। ভাবখানা এমন ঐসব ছোট দলের বড় নেতারা বি এন পি'র সাথে থাকলেই বি এন পি ক্ষমতায় চলে আসবে।
২. প্রকৃতপক্ষে বর্তমান অবস্থায় আওয়ামী লীগকে কখনোই হারানো সম্ভব না। সততা, ন্যায়, নিষ্ঠার মা মারা গিয়েছে। সব 'উনার' সেট আপ। কেউ আর নড়াতে পারবে না। একমাত্র তত্ত্বাবধায়ক সরকার ছাড়া এই সেট আপ কখনোই ভাঙা যাবে না। আর 'উনি' তত্ত্বাবধায়ক সরকার মেনে নিবেন না।
৩. ধরে নিলাম ঐক্য হলো। তারপর? হরতাল, অবরোধও মারা গিয়েছে। 'উনি' জানেন এসবকে কীভাবে কবর দিতে হয়। আর তাছাড়া 'উনার' বয়েই গেছে যে তত্ত্বাবধায়ক সরকার মেনে নিতে? তে এই বিশাল ঐক্য ধুয়ে আমরা পানি খাব তাহলে?
৪. এখন আর মেয়াদোত্তীর্ণ ছোট দলের বড় নেতাদের সমর্থন দিয়ে কোন লাভ হবে না। তত্ত্বাবধায়ক আসলে বি এন পি একাই নির্বাচনে জিততে পারবে। একটাই সমাধান। তত্ত্বাবধায়ক সরকার ফিরিয়ে আনা অথবা একটা শক্তিশালী নির্বাচনী ব্যবস্থা। দুইটার কোনটাই 'তিনি' হতে দিবেন না জীবদ্দশায়।
৫. এসব হিন্দী চুলের ঐক্য দিয়ে ক্ষমতায় যাওয়ার স্বপ্ন না দেখে কাশিমপুর না যাওয়ার পথ করা উচিত। প্রকৃতির নিয়ম অনুযায়ী যখন 'উনি' চলে যাবেন তখন দেখা যাবে কোথাকার পানি কোথায় গড়ায়। তার আগ পর্যন্ত বরং দলে সঠিক গণতন্ত্র চর্চা করা উচিত। আর বিএনপি'র উচিত ছোট দলের বড় নেতার কাছে ভিক্ষা না করা।
২২ শে আগস্ট, ২০১৬ বিকাল ৫:২৯
বিচার মানি তালগাছ আমার বলেছেন: ২০ দল একটা লজ্জা। এর আগে ১৪ দলও ঠিক তাই। এই বুড়া দের দিয়ে আর কোন বি এন পি কিংবা জোট কার্যকর হবে না। পরিবর্তন জরুরী...
২| ২২ শে আগস্ট, ২০১৬ ভোর ৬:৩০
সামিউল ইসলাম বাবু বলেছেন: পড়লাম
কিছুটা হলেও বুঝলাম
২২ শে আগস্ট, ২০১৬ বিকাল ৫:২৯
বিচার মানি তালগাছ আমার বলেছেন: আমরা সবই বুঝি, কিন্তু কিছু করার নাই...
৩| ২২ শে আগস্ট, ২০১৬ ভোর ৬:৪৮
চাঁদগাজী বলেছেন:
সব সুযোগ তো নিলো এসব মানুষ, আর কত? বড় বয়সে জাতির স্যুপ বানানোর পরিকল্পনা কেন?
২২ শে আগস্ট, ২০১৬ বিকাল ৫:৩০
বিচার মানি তালগাছ আমার বলেছেন: এদের বয়কট করা উচিত। এদের আর কিছু দেয়ার নেই জাতিকে...
৪| ০৩ রা সেপ্টেম্বর, ২০১৬ রাত ১:১৬
চাঁদগাজী বলেছেন:
এরা ১ জনও রাজনীতিবিদ নন, রাজনীতি না করে নেতা হয়ে আছে এরা সবাই।
০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৬ সন্ধ্যা ৬:২৩
বিচার মানি তালগাছ আমার বলেছেন: বাংলাদেশের বেশীরভাগ রাজনীতিবিদই ঘটনাচক্রে রাজনীতি না করে নেতা হয়েছেন...
৫| ১৪ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ৩:৪৮
ডঃ এম এ আলী বলেছেন:
১৪ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ৯:৪৪
বিচার মানি তালগাছ আমার বলেছেন: আপনাকেও...
৬| ১৪ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ১০:০৩
ডঃ এম এ আলী বলেছেন:
৭| ২৬ শে মার্চ, ২০১৭ বিকাল ৩:৪৫
ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: ২০ দলের(১+১+০+০+০+০+........০) মজা পেলাম
২৬ শে মার্চ, ২০১৭ রাত ৮:৩৫
বিচার মানি তালগাছ আমার বলেছেন: ধন্যবাদ
©somewhere in net ltd.
১| ২২ শে আগস্ট, ২০১৬ ভোর ৪:৩৩
ডঃ এম এ আলী বলেছেন: যত কথাই বলেন ২০ দলীয় জোট ঠিক রাখতে হবে না হলে ভাবখানা বিএনপি যেন শেষ হয়ে যাবে । তাইতো দেখা যায় কোন দল ২০ দল ছাড়লে ঐ দলের পাতি টাতি কাওকে ঐ দলে ধরে রেখে কেমন করে ২০ দল ঠিক রাখা হইতেছে । ২০ দলের বাকী ১৮ দলও মনে প্রাণে চাইতেছে বিএনপি তাদের মত মার্ক ০ পেয়ে সমান হোক !!!!!