নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

https://www.facebook.com/bicharmani

বিচার মানি তালগাছ আমার

বিচার মানি তালগাছ আমার › বিস্তারিত পোস্টঃ

হাসিনা খালেদা কি youtube দেখেন?

১১ ই নভেম্বর, ২০১৬ ভোর ৪:০৬


১. তেনারা ব্যস্ত থাকেন সবসময় দেশের জন্য। হয়তো নিউজ দেখার সময় পাননি। তাই যদি youtube দেখে থাকেন তাহলে আমেরিকার নির্বাচনের ফলাফলের পর ট্রাম্প, হিলারি আর বারাক ওবামার ভাষন শুনতে পারেন। পুরো ভাষন শোনা লাগবে না। তিন জনের ভাষনের ১ম মিনিট শুনলেই চলবে। কী বলেছেন তারা ১ম মিনিটে?

২. ট্রাম্প - এই মাত্র আমি হিলারি ক্লিনটনের কল রিসিভ করেছি। উনি আমাকে অভিনন্দন জানিয়েছেন আর আমিও তাকে অভিনন্দন জানিয়েছি এই নির্বাচনের জন্য। তিনি অনেক বছর আমেরিকার জন্য কাজ করেছেন। আমাদের দেশের জন্য তার অবদানের কারণে সবসময় আমরা কৃতজ্ঞ থাকবো।
view this link

৩. হিলারি - গত রাতে আমি ট্রাম্পকে অভিনন্দন জানিয়েছি এবং আমেরিকার জন্য এক সাথে কাজ করার আহবান জানিয়েছি। আমি আশা করি, উনি আমেরিকার একজন সফল প্রেসিডেন্ট হবেন।
view this link

৪. ওবামা - গত রাতে আমি সুযোগ পেয়েছি নতুন নির্বাচিত প্রেসিডেন্ট ট্রাম্পকে অভিনন্দন জানানোর। আর আমি তাঁকে আগামীকাল হোয়াইট হাউসে আমন্ত্রণ জানিয়েছি সফল ক্ষমতা হস্তান্তরের ব্যপারে আলোচনা করার জন্য।
view this link

৫. হে বাংলাদেশ, তোমার বয়স হলো কত? - রেনেসাঁ

মন্তব্য ১৪ টি রেটিং +১/-০

মন্তব্য (১৪) মন্তব্য লিখুন

১| ১১ ই নভেম্বর, ২০১৬ ভোর ৪:৪৩

ডঃ এম এ আলী বলেছেন: ধন্যবাদ বিষয়টি তুলে ধরার জন্য । নির্বাচনের পর ট্রাম্পের দেয়া বিজয় ভাষনটি শুনলে দেখা যায়, বুঝা যায় Chair makes a man perfect , তার নির্বাচনের আগের কথা ও পরের কথায় কত ফারাক , তিনি বলেছেন তিনি সকল আমিরিকানদের প্রেসিডেন্ট । কিন্তু এখন প্রশ্ন হলো কালিফোর্নিয়া আর নিউইয়র্কের মত ইমিগ্রান্ট অধ্যুসিত এলাকায় দাঙ্গার কারণে না আবার
তাতে করে তাদের উপর কোন কড়াকড়ি নেমে না আসে । দাঙ্গা হাঙ্গামার ফুটেজে যে সমস্ত ছবি দেখা যায় তাতে খানিকটা চিন্তিতই হতে হয় ।

১১ ই নভেম্বর, ২০১৬ ভোর ৪:৪৮

বিচার মানি তালগাছ আমার বলেছেন: আমেরিকানরা ২৫০ বছরের মত প্রায় এক রকম নিয়মে চলছে। এদের মন মানসিকতা ইন্ডিয়ানদের মত না যে মন চাইলেই রাজ্যকে আলাদা করবে। সাময়িক একটু ঝামেলা হচ্ছে। কিন্তু সব ঠিক হয়ে যাবে এক সময়। তাছাড়া এবারই প্রথম অরাজনৈতিক কেউ প্রেসিডেন্ট হলেন। হজম করতে অনেকের কষ্ট হচ্ছে...

২| ১১ ই নভেম্বর, ২০১৬ ভোর ৪:৫৭

হাসান কালবৈশাখী বলেছেন:
আমেরিকা ও বাংলাদেশের রাজনীতিতে ব্যাপক তফাত আছে।
আমেরিকায় স্বাধীনতা বিরোধীরা, যুদ্ধাপরাধী বা সামরিক অভ্যুথ্যানকারি খুনিরা বা তার সমর্থকরা রাজনীতি করতে বা প্রকাশ্যে বক্তব্য দিতে পারেনা।
তাই বাংলাদেশে এসব আশা করা বৃথা।

১১ ই নভেম্বর, ২০১৬ ভোর ৫:১৫

বিচার মানি তালগাছ আমার বলেছেন: কারা রাজনীতি করতে পারে বা করতে পারবে সেটা জনগণই রায় দিবে। কিন্তু ফলাফল মেনে নেয়ার মত তো মানসিকতা থাকা উচিত। আমাদের সময় হয়েছে এমন উপায় বের করা যাতে ফলাফল মেনে নিতে পারে সবাই...

৩| ১১ ই নভেম্বর, ২০১৬ ভোর ৫:৪৮

হাসান কালবৈশাখী বলেছেন:
পৃথিবীর কোন দেশেই স্বাধীনতা বিরোধীরা, যুদ্ধাপরাধী খুনিরা বা তার সমর্থকদের কোন কিছু প্রকাশ্যে বলার অধিকারই নেই।
সংবিধানেই সেভাবে আছে। ইউরোপে নিও নাৎসিরা জনপ্রীয় কিন্তু জনপ্রীয়তা যাচাই করার, চাওয়ার অধিকারও নেই।
জনগনের রায় দিলেও লাভ নেই। প্রকাশ্যে সমর্থন দিলেই জেল।
আমাদের দেশে সেরকম হলে অবস্যই সবাই রায় মেনে নিত।

১১ ই নভেম্বর, ২০১৬ সন্ধ্যা ৭:০৮

বিচার মানি তালগাছ আমার বলেছেন: যাই বলেন, অনেক সময় চলে গিয়েছে। আমাদের দলগুলোর মানসিকতার পরিবর্তন দরকার...

৪| ১১ ই নভেম্বর, ২০১৬ সকাল ৯:০৬

চাঁদগাজী বলেছেন:



বানর থেকে মানুষ হয়নি; বানরের কাছাকাছি এক স্পেসিস থেকে মানুষ হয়েছেন; হাসিনা ও খালেদা কিন্তু বানর থেকে মানুষ হয়েছেন।

১১ ই নভেম্বর, ২০১৬ সন্ধ্যা ৭:১০

বিচার মানি তালগাছ আমার বলেছেন: তেনারা মানুষই আছেন তবে মানসিকতায় হয়তো...

৫| ১১ ই নভেম্বর, ২০১৬ সকাল ৯:৩০

চাঁদগাজী বলেছেন:



হয়তো দেখেন; দিলীপ কুমারের সিনেমা দেখেন।

১১ ই নভেম্বর, ২০১৬ সন্ধ্যা ৭:৩৮

বিচার মানি তালগাছ আমার বলেছেন: মন্দ বলেননি...

৬| ১১ ই নভেম্বর, ২০১৬ রাত ১১:০২

কালীদাস বলেছেন: দিস ফটো ইজ সো গে!
স্যাটারডে নাইট লাইভে ধুয়া ফালাইছিল দুইজনরে। বাংলাদেশে এই জিনিষ কেউ চিন্তাও করতে পারবে না।
আর ইউটিউব! এই দেশের আপামর জনতা ইন্টারনেট বলতে বুঝেই খালি এক ফেসবুক।

১১ ই নভেম্বর, ২০১৬ রাত ১১:৪৬

বিচার মানি তালগাছ আমার বলেছেন: এটা এডিটেড ফটো। দুই পরিবার মুক্ত হলে সব ঠিক হয়ে যাবে একদিন...

৭| ১২ ই নভেম্বর, ২০১৬ সন্ধ্যা ৭:৩৫

বিচার মানি তালগাছ আমার বলেছেন: ভোটের আগে ট্রাম্প ওবামার জন্ম আমেরিকাতে কিনা তা নিয়ে সন্দেহ করেছিলেন, হিলারিকে জেলে পাঠাবেন বলেছিলেন। হিলারি ট্রাম্প এর চরিত্র নিয়ে কথা বলেছিলেন, আয় ব্যয়ের অস্বচ্ছতার কথা বলেছিলেন, ওবামা ট্রাম্পকে আমেরিকার প্রেসিডেন্ট হওয়ার যোগ্য নন বলেছিলেন...

৮| ১৯ শে মে, ২০১৭ রাত ১০:৩৬

খালিদ১২২ বলেছেন: UNBELEIVABLE

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.