নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

https://www.facebook.com/bicharmani

বিচার মানি তালগাছ আমার

বিচার মানি তালগাছ আমার › বিস্তারিত পোস্টঃ

গণতন্ত্রের সৌন্দর্য্য - ২ (লাইবেরিয়ার সেরা ফুটবলার প্রেসিডেন্ট, আর আমাদের সেরা ফুটবলার জেলে)

২৯ শে ডিসেম্বর, ২০১৭ রাত ৯:৩৫





১. আগেই বলেছি, গণতন্ত্রের সৌন্দর্যই হলো সংখ্যাগরিষ্ঠ জনগণ যাকে চাইবে সেই ক্ষমতায় বসবে। ১৯৭১ সালে শেখ মুজিবুর রহমান সংখ্যাগরিষ্ঠতা পাওয়ার পরও তাকে সরকার গঠন করতে দেয়া হয়নি যার ফলে দেশই ভাগ হয়ে যায়। যদিও তাঁর কন্যা সেই গণতন্ত্রকে অস্বীকার করে যাচ্ছে প্রতিনিয়ত। সংখ্যাগরিষ্ঠ জনগণ যে পদ্ধতিতে নির্বাচন চায় সে পদ্ধতি বাতিল করে দিয়েছেন। সংখ্যাগরিষ্ঠ জনগণ বিএনপি-কে চাইলেও তিনি নানা ব্যবস্থা করছেন তাদের নির্বাচনে না আনার জন্য, নেতা কর্মীদের মামলা দিয়ে জেলে রাখছেন ইত্যাদি...

২. লাইবেরিয়ার সেরা ফুটবলার জর্জ উইয়াহ লাইবেরিয়ার প্রেসিডেন্ট হয়েছেন। বিশ্বের যে কোন দেশেই রাজনীতির বাইরে থেকে যে কেউ এসে স্বাভাবিক রাজনীতি করতে পারে। কিন্তু আমাদের দেশে অন্য পেশা থেকে রাজনীতিতে এলেই তাকে অনেক ট্যাগ খেতে হয়। এমনকি তার পেশাতেও সে কোণঠাসা হয়ে পড়ে যদি তার বিপক্ষ দল ক্ষমতায় থাকে। আমাদের দেশে সাহস করে যে কয়েকজন টিভি ব্যক্তিত্ব, গায়ক রাজনীতি করেছেন তারা যদি বিপক্ষ দলের হয়ে থাকে তাহলে তাদের কালো তালিকাভূক্ত করা হয়। তাদের আর টিভিতে দেখা যায় না সেই আমলে। দুই দলই এটা করে থাকে...

৩. আমাদের দেশে রাজনীতির বাইরে থেকে এসে সক্রিয় রাজনীতি করেন - এমন সংখ্যা খুবই নগন্য। কবরী সরাসরি ভোটে জিতেছেন। মমতাজ সংরক্ষিত আসনে। এছাড়া আর সবাই শুধুমাত্র সমর্থক বা দলে কোন দায়িত্বে নাম হিসাবে থাকেন। এতেই সরকারী দলের অনেক মাথা ব্যথা হয়ে যায়। সাবেক জাতীয় দলের অধিনায়ক আমিনুল (যিনি একবার এশিয়ার ফুটবলার অব দ্য মান্থ হয়েছিলেন সম্ভবত) বিএনপি'র কী একটা পদে আছেন। তিনি খালেদা জিয়ার সমাবেশ থেকে ফেরার পথে গ্রেফতার হয়েছেন। তিনি এমন কী বড় মাপের নেতা হয়ে গেলেন যে তাকে রিমান্ডে নিতে হবে। তিনি কি কোন আসনে আওয়ামী লীগের প্রার্থীর বিরুদ্ধে দাঁড়িয়েছেন? তিনি কি কোন আসনে আওয়ামীলীগের টেন্ডার হাতিয়ে নিচ্ছিলেন? কেন তুচ্ছ কারণে বিরোধী দলের নেতাদের এভাবে হয়রানি করা? রাজনীতির বাইরে থেকে কেউ এসে কি মূলধারার রাজনীতি করতে পারবে না? রাজনীতি কি শুধুই দলীয় ক্যাডার আর মাস্তানরাই করবে?

গণতন্ত্রের সৌন্দর্য্য...]

মন্তব্য ৫৩ টি রেটিং +১/-০

মন্তব্য (৫৩) মন্তব্য লিখুন

১| ২৯ শে ডিসেম্বর, ২০১৭ রাত ৯:৪৭

চাঁদগাজী বলেছেন:


বাংলাদেশে রাজনৈতিক দলগুলো রাজনীতি করছে না, ওরা ষড়যন্ত্র করছে, সেটাকেই রাজনীতি নাম দিয়ে চালাচ্ছে!

২৯ শে ডিসেম্বর, ২০১৭ রাত ৯:৫৪

বিচার মানি তালগাছ আমার বলেছেন: কবে যে কোন এক মহান নেতা এসে রাজনীতিটা ঠিক করে দিবেন জানি না...

২| ২৯ শে ডিসেম্বর, ২০১৭ রাত ১০:০১

অাব্দুল্লাহ অাল কাফি বলেছেন: রাজনীতি আজ কয়েকটি বদ লোকের হাতে জিম্মি।

২৯ শে ডিসেম্বর, ২০১৭ রাত ১০:০৮

বিচার মানি তালগাছ আমার বলেছেন: সহমত। অবস্থা এমন যে এদের মৃত্যুর পরও এদের বদ ছেলে পেলেই রাজনীতি করে। নাহলে, ৪৭ বছরে ভালো একটা রাজনৈতিক জেনারেশন চলে আসার কথা...

৩| ২৯ শে ডিসেম্বর, ২০১৭ রাত ১০:০৯

চাঁদগাজী বলেছেন:


"লেখক বলেছেন: কবে যে কোন এক মহান নেতা এসে রাজনীতিটা ঠিক করে দিবেন জানি না.. "

-সাধারণ মানুষকে করতে হবে

২৯ শে ডিসেম্বর, ২০১৭ রাত ১০:১৮

বিচার মানি তালগাছ আমার বলেছেন: এই অবস্থায় ঐ পর্যায়ে সাধারণ মানুষের পৌঁছা অনেক কঠিন। বিদ্যমান রাজনীতিবিদদের মধ্যে থেকেই শুভ বুদ্ধির উদয় হতে হবে...

৪| ২৯ শে ডিসেম্বর, ২০১৭ রাত ১০:২৪

আবু তালেব শেখ বলেছেন: ক্ষমতা এখন পৈতৃক সম্পত্তি (

২৯ শে ডিসেম্বর, ২০১৭ রাত ১০:৩২

বিচার মানি তালগাছ আমার বলেছেন: হতাশ এই জাতি, এই প্রজন্ম...

৫| ২৯ শে ডিসেম্বর, ২০১৭ রাত ১০:২৮

বিষাদ সময় বলেছেন: কবে যে কোন এক মহান নেতা এসে রাজনীতিটা ঠিক করে দিবেন জানি না...
বড় দু-দলকে গালি দিবো আর ভাল নেতার জন্য আফসোস করবো আবার ডঃ কামাল হোসেন আর বদরুদ্দোজারা যখন দলের বাইরে চলে যাবেন, তখন তাদেরকে ভোট না দিয়ে ঐ দুই দলেই ভোট দিয়ে তাদের জামানত বাজেয়াপ্ত হওয়ার ব্যবস্থা করবো । আর দুঃখ করতে থাকবো কবে কোন মহান নেতা এসে আমাদের উদ্ধার করবে।
সত্যি সেলুকাস কি বিচিত্র আমরা!!!!!!!!

২৯ শে ডিসেম্বর, ২০১৭ রাত ১০:৩৭

বিচার মানি তালগাছ আমার বলেছেন: এটা বাস্তব চিত্র। বড় দুই দলকে ভ্যানিশ করা যাবে না। তবে ভালো লোকদের দল থেকে আলাদা না হয়ে দলের মধ্যে থেকে সংস্কার কি আনা যায় না? তেনারা কেন আলাদা দল করবেন? আবার তেনারা একাই দলের সবকিছুর মালিক হয়ে বসে থাকেন। কামাল হোসেন, বি চৌধুরী, কাদের সিদ্দিকী কি ভোটের মাধ্যমে সভাপতি হয়ে আছেন? বড় দুই দলে সংস্কার আনতে গেলে তেনারা হয়তো বহিস্কার হবেন। এভাবে আরো নেতা বহিস্কার হবেন। কিন্তু সবাই মিলে তো একটা গণতন্ত্র দিতে হবে। নেত্রীকে বোঝাতে হবে ভোটের মাধ্যমেই তৃণমূল থেকে নেতা উঠিয়ে আনতে হবে। নেত্রী আর চামচারা পছন্দ করবে না। কিন্তু এক সময় না এক সময় শুভ বুদ্ধির উদয় হতেও পারে...

৬| ২৯ শে ডিসেম্বর, ২০১৭ রাত ১০:৩৯

শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন: গণতন্ত্রের যেখানে জিগির চলে সেখানে পীর নামের দলীয় প্রধান বাকী বিল্লাহ ফানা- ফিল্লাহায় পৌছে যায়। আর একবার ফানাফিল্লায় কামিলিয়াত অর্জন করতে পারলে, তিনি সব কিছুর উর্দ্ধে চলে যাবেন। ফলে তার জয়গান করা ওয়াজিবের স্তরে অবস্হান করে। এবং তার সমালোচনা নাজায়েজ হিসেবে সাবস্ত হয়। এমনকি ভক্তদের জিগিরের কারণে তামাম আদমিকে গোলামিয়াতের অংশ মনে করা হয়।

২৯ শে ডিসেম্বর, ২০১৭ রাত ১০:৪৮

বিচার মানি তালগাছ আমার বলেছেন: ঐ মুরীদরাও একটা ভ্রান্ত জাতি। পীর যা বলে তাই মেনে নেয় অবলীলায়...

৭| ২৯ শে ডিসেম্বর, ২০১৭ রাত ১০:৪৪

আমার আব্বা বলেছেন: দুই রাজনীতিক দল টাকার এপিট ওপিট আলোচনা ভাল হয়েছে

২৯ শে ডিসেম্বর, ২০১৭ রাত ১০:৫০

বিচার মানি তালগাছ আমার বলেছেন: রাত পোহাবার আর কত দেরী পাঞ্জেরী?

৮| ২৯ শে ডিসেম্বর, ২০১৭ রাত ১০:৪৭

সেলিম আনোয়ার বলেছেন: তিনি বিশ্বের অন্যতম সেরা খেলোয়াড় ছিলেন।

২৯ শে ডিসেম্বর, ২০১৭ রাত ১০:৫৩

বিচার মানি তালগাছ আমার বলেছেন: ১৯৯৫ সালে ইউরোপের বাইরের প্রথম ফুটবলার হিসেবে ব্যালন ডি’অর জেতেন পিএসজি ও এসি মিলানের সাবেক তারকা স্ট্রাইকার উইয়াহ।
১৯৯৫ সালের আগে ইউরোপের বাইরে কোনো ফুটবলারকে ব্যালন ডি’অর পুরস্কারের জন্য বিবেচনা করার হতো না। নিয়ম বদলানোর পর উইয়াহ তা জেতার পর আফ্রিকার আর কোনো ফুটবলার এই সম্মান পায়নি।
সূত্র - বিডিনিউজ২৪

৯| ২৯ শে ডিসেম্বর, ২০১৭ রাত ১০:৫৫

আমার আব্বা বলেছেন: লেখক বলেছেন - রাত পোহাবার আর কত দেরী পাঞ্জেরী?
উত্তর - এখনো অনেক রাত ভোর হবার অনেক বাকী ।

২৯ শে ডিসেম্বর, ২০১৭ রাত ১১:০০

বিচার মানি তালগাছ আমার বলেছেন: আশায় আশায় দিন যে গেল, আশা পূরণ হলো না...

১০| ২৯ শে ডিসেম্বর, ২০১৭ রাত ১১:০২

আমার আব্বা বলেছেন: রাস্তা বহুদূর

২৯ শে ডিসেম্বর, ২০১৭ রাত ১১:০৯

বিচার মানি তালগাছ আমার বলেছেন: দেখি কখন শেষ হয় এই রাস্তা...

১১| ২৯ শে ডিসেম্বর, ২০১৭ রাত ১১:২৪

আমি তনুর ভাই বলেছেন: বাংলাদেশীদের কপাল খারাপ। আগারতলা মামলায় একজন কে পুলিশ ধরলে সাধীনতা আসে, আর এখন পুলিশ ধরলে কচু হয়। এই হলো সাধীনতা। পাকিরা গো*া মারলে জলে, আর নিজের লোকে মারলে টের ই পায়না বাংলাদেশীরা। আমিনুল একজন বাংলাদেশী।

২৯ শে ডিসেম্বর, ২০১৭ রাত ১১:৩৪

বিচার মানি তালগাছ আমার বলেছেন: হুমমম। শুদ্ধ, সঠিক গণতন্ত্র থাকলে দেশের অনেক সমস্যার সমাধান হয়ে যেত...

১২| ২৯ শে ডিসেম্বর, ২০১৭ রাত ১১:৪০

বিষাদ সময় বলেছেন: তবে ভালো লোকদের দল থেকে আলাদা না হয়ে দলের মধ্যে থেকে সংস্কার কি আনা যায় না?
ডঃ কামাল, বদরুদ্দোজারা ফেরেশতা নয়, তবে তারা মোটমুটি ভাল লোক। তারা কেন, কোন পরিস্থিতিতে দল ছেড়েছেন, তা আপনার জানা থাকার কথা।

বদরুদ্দোজাকে বিএনপির নেতা কর্মীরা মসজিদ থেকে এক রকম ঘাড় ধাক্কা দিয়ে বের করছে এ দৃশ্য আমার নিজের চোখে দেখা।

৩০ শে ডিসেম্বর, ২০১৭ রাত ১২:৩৮

বিচার মানি তালগাছ আমার বলেছেন: ওটা আমার কাছেও খারাপ লেগেছিল। কথা হচ্ছে এভাবে দুই দলের বড় নেতারাই অপমানিত হয়েছেন। কিন্তু আপনি এও জানেন, বি চৌধুরী অলি আহমেদ মিলে রাজনৈতিক দল গঠন করে কিছুদিনের মধ্যেই ভাঙন ধরে। এরা সবাই মিলে আলাদা আলাদা দল করলে দুই বড় দলের সাথে পারবে না। কিন্তু এরা সবাই মিলে একটা নতুন দলে কোনদিন যেতে চায় না। তাহলে এনাদের সহকর্মীদের বস ডাকতে এনাদের ইজ্জতে যাবে। কাদের সিদ্দিকী, বি চৌধুরী, কামাল হোসেন, অলি আহমেদ সবাই মিলে এক দল হোক। গণতান্ত্রিকভাবে নেতা নির্বাচন করুক। তারপর দেখা যাবে...

১৩| ২৯ শে ডিসেম্বর, ২০১৭ রাত ১১:৪৯

আমি তনুর ভাই বলেছেন:

১৪| ৩০ শে ডিসেম্বর, ২০১৭ রাত ১:৫০

জগতারন বলেছেন:
সংখ্যাগরিষ্ঠ জনগণ চাইলেও তত্ত্বাবধায়ক সরকার দেয়া হচ্ছে না।

এই ইনফরমেশন আপুনি কোথায় পাইছেন ???

তত্ত্বাবধায়ক সরকার !
সে তো এক দল শূয়ারদের ষঢ়যন্ত্রের আড্ডাখানা।

৩০ শে ডিসেম্বর, ২০১৭ রাত ২:২০

বিচার মানি তালগাছ আমার বলেছেন: আপনি মঙ্গল গ্রহের বাসিন্দা নন তো!?

১৫| ৩০ শে ডিসেম্বর, ২০১৭ সকাল ৮:৫৭

ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: খুব খারাপ দৃষ্টান্ত।

৩০ শে ডিসেম্বর, ২০১৭ রাত ৮:৩৪

বিচার মানি তালগাছ আমার বলেছেন: এ ধারা থেকে বের হতে হবে...

১৬| ৩০ শে ডিসেম্বর, ২০১৭ সকাল ১০:০৫

এভো বলেছেন: বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান খুব ভালো ফুটবল খেলয়ার ছিলেন । কোলকাতা লীগে খেলেছিলেন তিনি সম্ববত ডিফেন্স পজিশনে খেলতেন ।

৩০ শে ডিসেম্বর, ২০১৭ রাত ৮:৩৫

বিচার মানি তালগাছ আমার বলেছেন: তবে তিনি ছাত্রজীবন থেকেই রাজনীতি করেছিলেন...

১৭| ৩০ শে ডিসেম্বর, ২০১৭ দুপুর ১:২৯

আল ইফরান বলেছেন: লাইবেরিয়ার কাছ থেকেও আমাদের শেখার অনেক কিছু আছে, যদিও তাদের দেশে এখনো ইউএন মিশন আছে যেখানে আমাদের সেনারা কাজ করছেন অথবা করেছেন।
সমস্যা হচ্ছে আমরা অন্যের ভালো কিছু নেই না, প্রমথ চৌধুরি যেমন বলে গিয়েছিলেন; ব্যাধিই সংক্রামক, স্বাস্থ্য নহে।

৩০ শে ডিসেম্বর, ২০১৭ রাত ৮:৩৬

বিচার মানি তালগাছ আমার বলেছেন: সেজন্যই উদাহরণ টানা। আমরা লাইবেরিয়া কিংবা অন্য অনেক দেশ থেকে উন্নত। তবে আমাদের রাজনৈতিক সংস্কৃতি খুবই নিম্নমানের...

১৮| ৩০ শে ডিসেম্বর, ২০১৭ বিকাল ৩:২৬

সাইন বোর্ড বলেছেন: এসব বিষয় নিয়ে ভাবলে কেবল মন খারাপ হয় কারন রাগ হলেও অামরা অসহায় ।

৩০ শে ডিসেম্বর, ২০১৭ রাত ৮:৩৭

বিচার মানি তালগাছ আমার বলেছেন: হ্যাঁ। আমরা অসহায়। তবু আশায় থাকি সুদিন আসবে...

১৯| ৩০ শে ডিসেম্বর, ২০১৭ বিকাল ৫:১২

সৈয়দ ইসলাম বলেছেন: বাংলাদেশের অপরাজনীতিকে আপনি রাজনীতি বলে অসম্মান করতে পারেন না, এই অপমান কেবন আমরা নয় আমাদের বিপক্ষ দলও সহ্য করবে না। আমাদেরকে বেশি অপমানিত করলে আমরা ইউজারদের তথ্য প্রকাশ করে দেব(আমরা ছাড়া)।

৩০ শে ডিসেম্বর, ২০১৭ রাত ৮:৩৮

বিচার মানি তালগাছ আমার বলেছেন: চোরে চোরে মাশতুতো ভাই। তেনারা তেনারা একই প্রজাতির...

২০| ৩০ শে ডিসেম্বর, ২০১৭ রাত ৮:০১

মোঃ মাইদুল সরকার বলেছেন: আমাদের রাজনৈতিক সংস্কৃতি কেন দিন দিন রসাতলে যাচ্ছে বুঝিনা। কবে এর সমাধান হবে তাও জানিনা।

সুন্দর বিষয় ফুটিয়ে তুলেছেন।

৩০ শে ডিসেম্বর, ২০১৭ রাত ৮:৩৯

বিচার মানি তালগাছ আমার বলেছেন: দুই পরিবার মুক্ত দেশ হলে সমাধান হলেও হতে পারে...

২১| ৩০ শে ডিসেম্বর, ২০১৭ রাত ১১:১৮

অর্ধ চন্দ্র বলেছেন: আমিনুল এখন হাতেকলমে পাকাপোক্ত অভিজ্ঞতা সঞ্চার করছে এবং বিএনপির আগামীতে বড় নেতা হবে দেশবাসী জানলো।

৩০ শে ডিসেম্বর, ২০১৭ রাত ১১:৩৫

বিচার মানি তালগাছ আমার বলেছেন: হুমম। এটাও বড় নেতা হওয়ার একটা যোগ্যতা কে কত মারামারি করেছে বা কত জেল খেটেছে। অপরাজনীতিতে যা হয় আরকি!

২২| ০১ লা জানুয়ারি, ২০১৮ বিকাল ৫:১৪

আটলান্টিক বলেছেন: একনায়কতন্ত্র দরকার একনায়কতন্ত্র।

০১ লা জানুয়ারি, ২০১৮ রাত ৮:৩৯

বিচার মানি তালগাছ আমার বলেছেন: আপাতত যিনি আছেন তিনিও অনেকটা একনায়ক। তবে সেটারও সুফল দিচ্ছেন না তিনি...

২৩| ০১ লা জানুয়ারি, ২০১৮ বিকাল ৫:১৬

বিজন রয় বলেছেন: এই জন্য তো অামরা অামাদের মতো জঘণ্য।

০১ লা জানুয়ারি, ২০১৮ রাত ৮:৪০

বিচার মানি তালগাছ আমার বলেছেন: আমরা "আমাদের নিজস্ব গণতন্ত্র" প্রতিষ্ঠা করেছি...

২৪| ০২ রা জানুয়ারি, ২০১৮ সকাল ১১:২৭

খাঁজা বাবা বলেছেন: রাজনৈতিকরা যখন নৈতিক ভাবে দূর্বল হয় তখন রাজনীতি দূর্বৃৃৃৃত্তদের হাতে চলে যায়। আমাদের দেশের রাজনীতিও এখন রাজনীতিবিদেরা করছেন না। তারা সামনে থেকে দূর্বৃৃৃৃত্তদের আড়াল করছেন মাত্র।

০২ রা জানুয়ারি, ২০১৮ রাত ৮:৩৯

বিচার মানি তালগাছ আমার বলেছেন: সহমত। এই রাজনীতিবিদরা আশ্চর্যজনক ভাবে দুই দলেই সমান তালে বিরাজমান...

২৫| ০৩ রা জানুয়ারি, ২০১৮ ভোর ৬:৫৮

অনিকেত বৈরাগী তূর্য্য বলেছেন: আম্লীগ খারাপ কিন্তু এর বিকল্প বিম্পি না। তারেকের মতো একটা বদমাশ আবার ক্ষমতার কেন্দ্রবিন্দুতে এলে দেশের কী অবস্থা হবে বলাই বাহুল্য! গুণীদের কথা বণছেন যাঁরা রাজনীতিতে এসে সব ময়লা পরিষ্কার করে দেবেন? মান্নান ভূঁইয়া এর মতো ব্যক্তিকে হাওয়া ভবনে দাঁড়িয়ে দাঁড়িয়ে বাপজানের লেকচার শুনতে হতো, বি. চৌধুরীর রেললাইন ধরে দৌড়ানোর ইতিহাস নিশ্চয়ই অজানা নয়? এসব কালপ্রিটদের ধোলাই দেওয়া উচিত ঠিকমতো।
আর গণতন্ত্র বলতে শুধু নির্বাচনই বোঝায় না, আরও অনেককিছু আছে। আর যদি নির্বাচনই বোঝানো হয়, গত নির্বাচনে বিম্পি আসে নি কেন? হারার ভয়ে? ক্ষমতা কেউ স্বেচ্ছায় ছাড়তে চায় না। '৯৬ এর ১৫ ফেব্রুয়ারির ইতিহাস নিশ্চয়ই বিস্মৃত নয়?
'২১ আগস্ট এর মতো ঘটনা ঘটেছে, যেখানে সরাসরি তারেকের নাম জড়িত; তানপরও শেখ হাসিনার কাছে আর কী চান? ওনার জায়গায় অন্য কেউ হলে, বিশেষ করে কোন পুরুষ মানুষ, বিম্পিকে শিক্ষা দিতো।
নির্বাচনে অংশ গ্রহণের জন্য খালেদা জিয়াকে ফোন দিয়ে গালি-গালাজ সহ্য করে কিংবা কোকো মারা যাওয়ার পর সান্ত্বনা দিতে গিয়ে অপদস্থ হয়েও শেখ হাসিনা খারাপ?

০৩ রা জানুয়ারি, ২০১৮ রাত ৮:৪৩

বিচার মানি তালগাছ আমার বলেছেন: কেউই কারো বিকল্প নয়। বরং একে অন্যজনের থেকে আরো বেশী খারাপ। ৯১ থেকে এমনটাই হয়ে আসছে। এখন বি এন পি আসলে যে আওয়ামীলীগের নেতা কর্মীদের উপর অনেক বেশী অত্যাচার আর অনেক বেশী দখল, টেন্ডারবাজি করতে পারে সেটা সবাই জানে। তবে কথা তো সেটা নয়। বিএনপি ক্ষমতায় আসলে আওয়ামীলীগের চাইতে খারাপ আচরণ করবে, আওয়ামীলীগের চেয়ে বেশী দুর্নীতি করবে এই জন্য বিএনপি-কে আসতে দেয়া হবে না? এটা গণতন্ত্রের যুক্তি হতে পারে না। বিএনপি ক্ষমতায় আসার সম্ভাবনা আছে বলেই তো আদালতের রায় ও জনমত উপেক্ষা করে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করেছে আওয়ামীলীগ। এ্টা তো আর ব্যাখ্যা করে বলা লাগে না...

২৬| ০৪ ঠা জানুয়ারি, ২০১৮ দুপুর ১:১৬

আটলান্টিক বলেছেন: ইরাক নিয়ে আপনার কি মত?

০৪ ঠা জানুয়ারি, ২০১৮ রাত ৮:৪২

বিচার মানি তালগাছ আমার বলেছেন: ইরাক, ইরান, সিরিয়া সব আভ্যন্তরীন সমস্যা। একতা না থাকলে বাইরের দেশ ফায়দা নিবে...

২৭| ০৫ ই জানুয়ারি, ২০১৮ রাত ২:৩৯

চাঁদগাজী বলেছেন:



ফুটবলার আমিনুল কেন বেগম জিয়াকে নিয়ে ব্যস্ত হলো? বেগম জিয়ার আশেপাশে যাওয়া মানে বিপদ ডেকে আনা

০৫ ই জানুয়ারি, ২০১৮ রাত ৩:২০

বিচার মানি তালগাছ আমার বলেছেন: শেখ হাসিনা থেকে ভালো হবে মনে করে...

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.