নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
প্রথমে ভেবেছিলাম মেয়ে বলেই এই কথাটা বলি যে, একটা মেয়ের হাতে এমন লেখা শোভা পায় না। পরে ভাবলাম একটা ছেলের হাতেও কি এই ধরনের লেখা শোভা পায়? যদিও ঘরোয়া বা বন্ধুমহলে এসব ভাষার ব্যবহার অল্প বয়স থেকেই শুরু হয়। কিন্তু প্রকাশ্যে এর আগে কখনো আসেনি এসব ভাষা।
স্কুলের ছেলে মেয়েরা কি এসব ভাষাকে শ্লীল ভাবছে? যদি তাই হয়, তাহলে আমি এ প্রজন্ম নিয়ে চিন্তিত...
০১ লা আগস্ট, ২০১৮ রাত ৮:৪৩
বিচার মানি তালগাছ আমার বলেছেন: ধন্যবাদ আপনাকে। আমাদের সমাজটা ক্ষয়ে গিয়েছে। বিশাল একটা শ্রেণী এগুলোকে স্বাভাবিক ভাবছে যা অশনী সংকেত...
২| ০১ লা আগস্ট, ২০১৮ রাত ৮:৪০
চাঁদগাজী বলেছেন:
বাচ্চাগুলো এগুলোকে ফান মনে করছে; ওদের পিতামাতাকে হুশিয়ার হতে হবে, প্রতিবাদ করতে গিয়ে যেন না মরে; বাংলাদেশে, বাচ্চা মরে গেলে ২দিনও কেন মনে রাখবে না, কেহ ২ দিনের জন্যও পাশে এসে দাঁড়াবে না।
০১ লা আগস্ট, ২০১৮ রাত ৮:৪৫
বিচার মানি তালগাছ আমার বলেছেন: ধন্যবাদ সহমত হওয়ার জন্য। বাংলাদেশে এত এত ঘটনা ঘটে কেউ তা আগের ঘটনা মনে রাখার মত অবস্থায় থাকে না। কাল, পরশু আরেকটা ঘটনা হবে তখন এই বাচ্চাদের কথা কারো মনে থাকবে না। অভিভাবকদের বাচ্চাদের নিয়ন্ত্রণে রাখতেই হবে...
৩| ০১ লা আগস্ট, ২০১৮ রাত ৮:৫৩
রাকু হাসান বলেছেন: এই সব অনেক আগে থেকে লক্ষ্য করছি ,এখন আরও বড় আকারে প্রকাশ করলো ,এ প্রজন্ম টা ভাষায় অশ্লীলতা অনেক ,যদিও তাদের সাম্প্রতিক আন্দোলন প্রশংসার দাবিদার ।
০১ লা আগস্ট, ২০১৮ রাত ৮:৫৫
বিচার মানি তালগাছ আমার বলেছেন: কিছু ভাষাকে প্রকাশ্যে আনা হয় না অশ্লীলতার কারণে। সেটা যত আধুনিক দেশই হোক না কেন...
৪| ০১ লা আগস্ট, ২০১৮ রাত ৮:৫৩
ইব্রাহীম আই কে বলেছেন: আমি নিজস্ব ভাবে এই ধরণের লেখার ব্যপারে একটা কথা বলবঃ গতকালকে পুলিশ আক্রমণ করেছিলো বলেই আজ ছাত্রছাত্রীরা এসব প্ল্যাকার্ড নিয়ে মাঠে নেমেছে।
আর একটা কথা ভেবে দেখুন, ওদের বয়স এখন টিনেজ বয়স, এই মুহূর্তে ভালো মন্দের পার্থক্য ঠিক মত করতে পারছেনা। ওদের দাবিগুলো মেনে নিলে এমন কি হয়ে যেত? তাছাড়া আজ ৪ দিন ধরে ওরা এই আন্দলনটা করে যাচ্ছে, যত দিন যাবে তত ওরা ভুল পথে চালিত হবে এটাই স্বাভাবিক, এটা প্রকৃতিগতভাবেই। এদের জন্য ওদেরকে দোষ দেওয়া যাবেনা বলেই আমি মনে করি।
একটি ছাত্র আন্দোলনঃ শান্তিপূর্ণ না অসহযোগ!? বিশ্লেষণ। আমার এই লেখাটা পড়বেন সময় করে।
০১ লা আগস্ট, ২০১৮ রাত ৮:৫৭
বিচার মানি তালগাছ আমার বলেছেন: আন্দোলন নিয়ে আমি মন্তব্য করতে চাইছি না। আমি এই বাচ্চাদের মনে এই ধরেনর অশ্লীল ঘৃণাবোধ চলে আসার ব্যপারে বলছি...
৫| ০১ লা আগস্ট, ২০১৮ রাত ৯:১০
ঢাবিয়ান বলেছেন: আপনি এর মাঝে অশ্লীলতা খুজে পাচ্ছেন আমি দেখতে পাচ্ছি চরম ক্ষোভ, ক্রোধ ও রাগের বহিঃপ্রকাশ। এরা বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রি নয়। এই বয়সের বাচ্চাদের উদ্দেশ্যে যে ভাষা ব্যবহার করা হচ্ছে, এর সেই ভাষাতেই উত্তর ফিরিয়ে দিচ্ছে।
এক ঠান্ডা মাথার খুনী পুলিশ, পরিবহন শ্রমিকদের লেলিয়ে দিয়েছে এই বাচ্চাদের প্রতিহত করতে। সেটা আপনার কাছে অশ্লীল লাগে না? অমানবিক লাগে না? কলমটা এইসব খুনীদের বিরুদ্ধে ধরুন।
০১ লা আগস্ট, ২০১৮ রাত ৯:১৪
বিচার মানি তালগাছ আমার বলেছেন: অবৈধ সরকার, লোভী অসৎ রাজনীতিবিদদের দায় কেন বাচ্চাদের উপর পড়বে? বাচ্চাদের এসব পরিস্থিতিতে নেয়ার দায় তো আমাদের...
৬| ০১ লা আগস্ট, ২০১৮ রাত ৯:১৭
সাদা মনের মানুষ বলেছেন: লেখাটা হয়তো দৃষ্টি কটু, কিন্তু ওদের সাথেই আমি আছি এবং থাকবো। আর সবারই থাকা উচিৎ। ওদের আন্দোলনে থাকার কথা নয় অথচ সরকার বিষয়টার প্রতি ভালো নজরই দিচ্ছে না।
০১ লা আগস্ট, ২০১৮ রাত ৯:১৯
বিচার মানি তালগাছ আমার বলেছেন: বাংলাদেশ বলেই ভয় হচ্ছে ওদের নিয়ে। কারণ, ওদের কিছু হলে কেউ থাকবে না পাশে। চাঁদগাজীর মন্তব্য দ্রষ্টব্য...
৭| ০১ লা আগস্ট, ২০১৮ রাত ৯:২১
ঢাবিয়ান বলেছেন: তাহলে কেন এদের সমালোচনা করছেন?াআমরাতো কীবোর্ড চালাচ্ছি আর খুনে স্বৈরাচারের বিরুদ্ধে কেমন হওয়া উচিৎ আমাদের প্রতিবাদ তা দেখিয়ে দিচ্ছে এই বাচ্চা ছেলেমেয়েগুলো।
০১ লা আগস্ট, ২০১৮ রাত ৯:৩৯
বিচার মানি তালগাছ আমার বলেছেন: তৌকিরের 'জয়যাত্রা' ছবিটা দেখেছেন? হুমায়ুন ফরিদীর একটা ডায়ালগ ছিল সবাইকে সব সময় হিরো হতে হয় না - এরকম টাইপ...
৮| ০১ লা আগস্ট, ২০১৮ রাত ৯:২৯
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
এরা বাধ্য হয়ে পথে নেমেছে।
আমি এদের সাথে আছি।
সেই জানোয়ারটার হাসি আপনার কাছে কি খুব শ্লিল লেগেছে?
০১ লা আগস্ট, ২০১৮ রাত ৯:৪০
বিচার মানি তালগাছ আমার বলেছেন: আন্দোলন নিয়ে আমি কোন পোস্ট করছি না। আমি বলতে চাইছি প্ল্যাকার্ডে এসব লেখা কতটুকু সঠিক হয়েছে। ওরা কি ওদের শিক্ষকের সামনে বা বাবা-মার সামনে এসব লিখে দাঁড়াতে পারবে?
৯| ০১ লা আগস্ট, ২০১৮ রাত ৯:২৯
আরণ্যক রাখাল বলেছেন: অশ্লীলতার সংজ্ঞা কী ভাই?
যেমন কুকুর তেমন মুগুর। এসব ছেলেরা দেখালে সমস্যা নাই, আর মেয়ে দেখালেই অশ্লীল? মধ্যযুগীয় মানসিকতাটা রেখে আসুন
০১ লা আগস্ট, ২০১৮ রাত ৯:৪০
বিচার মানি তালগাছ আমার বলেছেন: ছেলেরা দেখালেও সমস্যা। হয়তো আমি ব্যাকডেটেড...
১০| ০১ লা আগস্ট, ২০১৮ রাত ৯:৩৩
জগতারন বলেছেন:
আচমত খাঁ মোক্তারের ছাওয়াল
দানব শাজাহান খাঁ এবার লও ঠেলা।
ধমক আর অপমান কত প্রকার ও কি কি ?
খালুর বসত বাড়ী জবর দখল করেছো !
খালাতো ভাই বোনেরা আজ বাস্তুহারা !!
এ বার স্বেচ্ছাচারির মুখে চপেটাঘাত !!!
০১ লা আগস্ট, ২০১৮ রাত ৯:৪৮
বিচার মানি তালগাছ আমার বলেছেন: আন্দোলন অবধারিত ছিল...
১১| ০১ লা আগস্ট, ২০১৮ রাত ৯:৩৩
চাঁদগাজী বলেছেন:
@আরণ্যক রাখাল ,
বাচ্চারা ৪ দিন প্রতিবাদ করেছে; কারা কারা বাস ভেংগছে, বাস পোড়ায়েছে; শেখ হাসিনা অবস্হা অনুধাবন করেছে, আশ্বাস দিয়েছে; এখন কোন বাচ্চা মরলে, আপনি ওর মা-বাবাকে শান্ত্বনা দেবেন, ২ দিন মনে রাখবেন, মা-বাবার পাশে গিয়ে দাঁড়াবেন?
০১ লা আগস্ট, ২০১৮ রাত ৯:৪১
বিচার মানি তালগাছ আমার বলেছেন: রাশেদের মা এখন বলছে, মুক্তি পেলে আর আন্দোলন করতে দিবে না...
১২| ০১ লা আগস্ট, ২০১৮ রাত ৯:৩৭
প্রশ্নবোধক (?) বলেছেন: সরকার এত পাগল নয় যে, বাচ্চাগুলোকে মেরে পুরো দেশে আগুন লাগাবে। চাদগাজীর মন্তব্যগুলোই বেকুবের মত।
০১ লা আগস্ট, ২০১৮ রাত ৯:৫৫
বিচার মানি তালগাছ আমার বলেছেন: এখনও ছাত্রলীগ কে মাঠে দেখা যাচ্ছেনা এটাই শান্তি...
১৩| ০১ লা আগস্ট, ২০১৮ রাত ৯:৪৮
অর্ক বলেছেন: ছি ছি ছি এসব লেখাতে আন্দোলন বরং তার পবিত্রতা ও গ্রহণযোগ্যতা হারাচ্ছে। এগুলো ওদের হাতে দেয়া হয়েছে। নেহাতই অবুঝ স্কুলগার্ল! যারা এর পিছনে আছে, তাদের ধিক্কার জানাই।
আপনাকে আগে এক পোস্টে বলেছিলাম, মন্ত্রী শাহজাহান খন্দকার’র কাছ থেকে খেলার একটা পুরষ্কার নেবার সৌভাগ্য হয়েছিল আমার। যতক্ষণ ছিলেন অনুষ্ঠানে এক মুহূর্ত তাঁর হাসি ছাড়া মুখ দেখিনি। হাসির কারণে তাঁকে ভুল না বুঝলেই ভালো হতো। খুব সম্ভবত হাসি রোগগ্রস্ত একজন মানুষ। এমনিতে যারপরনাই অমায়িক, সহজসরল। কিছুক্ষণ তাঁর সঙ্গে থেকে মনে হয়েছে, এই মানুষের দ্বারা আর যাই হোক কারও কোনও ক্ষতি কখনওই হতে পারে না। সেই অনুষ্ঠানে আসার কথা ছিল তৎকালীন ক্রীড়া মন্ত্রী আহাদ আলি সরকার’র। শেষ মুহূর্তে তিনি আসতে অপারগতা প্রকাশ করেন। পরবর্তীতে অনেকের সঙ্গে যোগাযোগ করা হলেও একমাত্র শাহজাহান খন্দকারই সম্মতি দেন। ইচ্ছে করলে তিনি বাড়িতে শুয়ে বসে সেই সময়টা কাটাতে পারতেন।
ব্লগে এখানে ওখানে যাচ্ছে তাই ভাবে তাঁকে অসম্মানিত করা হচ্ছে দেখে আমি ব্যথিত। অনেকটাই হাসি রোগগ্রস্ত একজন মানুষ তিনি।
ধন্যবাদ।
০১ লা আগস্ট, ২০১৮ রাত ১১:১২
বিচার মানি তালগাছ আমার বলেছেন: রাজধানীর স্কুলের বাচ্চারা যদি এসব ভাষায় প্ল্যাকার্ড লিখে দাঁড়ায় তাহলে লজ্জার...
১৪| ০১ লা আগস্ট, ২০১৮ রাত ৯:৫০
শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন: এখানে অশ্লীলতা বলতে কিছু নেই। রাষ্ট্র যন্ত্রে, প্রশাসনে নষ্ট মানুষেরা ভরে গেছে, তাদের দিকে পাটকেল নিক্ষেপ করছে আমাদের ছাত্র/ছাত্রী ভাই বোনেরা, যাতে তাদের নষ্টামি ধরা পড়ে। ।। সাবাস।।।
০১ লা আগস্ট, ২০১৮ রাত ১১:১৪
বিচার মানি তালগাছ আমার বলেছেন: অন্য ভাষায়ও প্রতিবাদ করা যায়। প্রতিবাদ নিয়ে কোন প্রশ্ন করছি না...
১৫| ০১ লা আগস্ট, ২০১৮ রাত ১০:০০
কলাবাগান১ বলেছেন: আমরা সবাই এই আন্দোলনের পক্ষে....
কিছু ব্লগাররা গর্তে থাকে আর যেই একটা ইস্যুতে আন্দোলন আরম্ভ হয়, তখনই গর্ত থেকে বের হয়ে গুজব ছড়ায়ে আশায় থাকে কখন ....এই আন্দোলন কে নিজেদের স্বার্থে হাসিল করা যায়..
০১ লা আগস্ট, ২০১৮ রাত ১১:১৭
বিচার মানি তালগাছ আমার বলেছেন: সরকার নিজেই যে কোন ন্যায্য আন্দোলনকে সরকার বিরোধী আন্দোলন বলে ছাত্রলীগকে নামিয়ে দেয়...
১৬| ০১ লা আগস্ট, ২০১৮ রাত ১০:০৪
ঢাবিয়ান বলেছেন: @ চাদ্গাজী ''শেখ হাসিনা অবস্হা অনুধাবন করেছে, আশ্বাস দিয়েছে''----
উনার উপড় যদি জাবালে নুর বাস উঠিয়ে দেয়া হয় তবে আপনার সাথে একমত হয়ে বলব যে এইবার উনি অনুধাবন করতে পেরেছেন ।
০১ লা আগস্ট, ২০১৮ রাত ১১:১৭
বিচার মানি তালগাছ আমার বলেছেন: শেখ হাসিনা অনুধাবন করলে অনেক আগেই শাহজাহানকে মন্ত্রী থেকে বরখাস্ত করতেন...
১৭| ০১ লা আগস্ট, ২০১৮ রাত ১০:২০
প্রািন্ত বলেছেন: ছাত্র-ছাত্রীদের হাতের প্লেকার্ডের লেখায় যা লেখা হয়েছে আমি মনেকরি এইমূহুর্তে তা অশ্লীলতার পর্যায়ে নেই। এটা চরম ক্ষোভের বহিঃপ্রকাশ মাত্র এবং এই শব্দগুলো আসার কারণ পুলিশের অতি বাড়াবাড়ি। তাই তো সমস্বরে বলছি “ পুলিশ কোন চ্যাটের বাল”।
০১ লা আগস্ট, ২০১৮ রাত ১১:১৯
বিচার মানি তালগাছ আমার বলেছেন: পুলিশ অবশ্যই বাড়াবাড়ি করেছে। প্রতিবাদ টাও অবধারিত ছিল। আমার কাছে ছেলে মেয়েদের মুখে এসব শব্দ ভালো লাগছে না...
১৮| ০১ লা আগস্ট, ২০১৮ রাত ১০:২৩
ভিন্নচিন্তা ভিন্নমত ভিন্নপথ বলেছেন: @ বিচার মানি তাল গাছ আমার - এইসব অশ্লীল শ্লোগানের বদলে আপনি কিছু শান্তিনিকেতনী খাঁটি রবীন্দ্র ভাষার শ্লীল শ্লোগান sugeest করুন।
০১ লা আগস্ট, ২০১৮ রাত ১১:২০
বিচার মানি তালগাছ আমার বলেছেন: এভাবে বললেই যে দাবী আদায় হবে তাও তো কোন কথা নয়। আরো অনেক প্ল্যাকার্ড ছিল প্রতিবাদের ভাষায়...
১৯| ০১ লা আগস্ট, ২০১৮ রাত ১০:৫৮
যবড়জং বলেছেন: @ভিন্নচিন্তা ভিন্নমত ভিন্নপথ ওনার মন্তব্যের সাথে একমত ।
উপরে অনেকে মন্তব্যের সাথেও একমত
তবে যাদের মন্তব্যের সাথে একমত হতে পারিনি তাদের কাছে শ্লীল কিছু সবসময় আশা করি ।।
০১ লা আগস্ট, ২০১৮ রাত ১১:২১
বিচার মানি তালগাছ আমার বলেছেন: সবাই সব কিছুতে এক মত থাকে না...
২০| ০১ লা আগস্ট, ২০১৮ রাত ১১:১৮
মাথাবযাথা বলেছেন: এইখানে যদি অশ্লীলতা বলতে কিছু থেকে থাকে তাহলে সেটা ওদের দোষ নয়। সেটা এই ঘুনেধরা সমাজের আজকের চিত্র তুলে ধরে মাত্র। আপনি কি রাস্তায় এই শব্দগুলোর অহরহ ব্যবহার দেখেন না? ওরা তো ওই রাস্তা থেকেই বেশি শেখে।
০১ লা আগস্ট, ২০১৮ রাত ১১:২৪
বিচার মানি তালগাছ আমার বলেছেন: এটা আমার লেখাতেই এসেছে। ওরাও এ সমাজের অংশ। ফেসবুকে তো আরো ভয়াবহ। প্রথম আলো'র মত পত্রিকার ফেসবুক পেজ গালির অভয়ারন্য। কিন্তু তবুও যখন এগুলো এড়িয়ে প্রতিবাদ করা যেত...
২১| ০১ লা আগস্ট, ২০১৮ রাত ১১:৪০
চাঁদগাজী বলেছেন:
@ঢাবিয়ান ,
আপনার ভাইজানেরা উনার উপর জাবালে নুর তুলে দেয়নি, কিন্তু গ্রেনেড মেরেছেন! উনারও বিচিত্র অভিজ্ঞতা আছে
০১ লা আগস্ট, ২০১৮ রাত ১১:৪৪
বিচার মানি তালগাছ আমার বলেছেন: উনি অদক্ষ লোকদের মন্ত্রীত্ব থেকে বাদ দিলে ভাল হত...
২২| ০১ লা আগস্ট, ২০১৮ রাত ১১:৪৪
মোহেবুল্লাহ অয়ন বলেছেন: ওদের কি দোষ? অনেক আগে কোন পুলিশ জানি ছাত্র ছাত্রীদের বলছিল লেখাপড়া ভরে দিবে। আবার কে জানি চ্যাটের বাল নিয়া কি জানি বলছিল। পুলিশকে আগে কাউন্সিলিং করেন।
০১ লা আগস্ট, ২০১৮ রাত ১১:৪৮
বিচার মানি তালগাছ আমার বলেছেন: নষ্ট সমাজের অংশ আমরা সবাই। আশা করি পুলিশ ও সরকার আর বাড়াবাড়ি করবে না...
২৩| ০১ লা আগস্ট, ২০১৮ রাত ১১:৫০
মোহেবুল্লাহ অয়ন বলেছেন: তবে দুইটা মেজর আন্দোলন হল। কোটা আর এখন এইটা। কিসের আলামত !!!
০২ রা আগস্ট, ২০১৮ রাত ১২:০২
বিচার মানি তালগাছ আমার বলেছেন: আলামত তো স্পষ্ট। তবে 'উনি' এগুলো কেয়ার করেন না। বিশেষ করে শাপলা চত্বরের পর...
২৪| ০২ রা আগস্ট, ২০১৮ রাত ১২:০৪
মোহেবুল্লাহ অয়ন বলেছেন: উনি পাচ ঘন্টা ঘুমায়। তাতেই সোনা কয়লা ট্যাকা সব পাচার হয়ে যায়। বেশি ঘুমাইলে কি যে হইত !!!
০২ রা আগস্ট, ২০১৮ রাত ১২:০৮
বিচার মানি তালগাছ আমার বলেছেন: এটাও আমাদের সৌভাগ্য বটে...
২৫| ০২ রা আগস্ট, ২০১৮ রাত ১২:৩২
পাঠকের প্রতিক্রিয়া ! বলেছেন: সহমত।
০২ রা আগস্ট, ২০১৮ রাত ১২:৩৮
বিচার মানি তালগাছ আমার বলেছেন: ধন্যবাদ। সব কিছুর একটা নিয়ম আছে...
২৬| ০২ রা আগস্ট, ২০১৮ রাত ১২:৪১
তাওহিদ হিমু বলেছেন: ওঃ আপনারা তো খুব শ্লীল! শ্লীলভাবে সব রকম নষ্টামি মেনে নেন, অশ্লীল ভাষায় জনকল্যাণকর অভূতপূর্ব আন্দোলন হলেও চুলকানি শুরু হয়। ভাই, এগুলো ক্ষোভ, অশ্লীলতা নয়। তাছাড়া ব্যাপক জনাকীর্ণ আন্দোলনে এমন দুয়েকটা হয়েই থাকে৷ আপনারা সিলি কিছু বিষয়কে হাইলাইট করে বাচ্চাদের আন্দোলনকে নষ্ট করতে চাইছেন। এটা আপনাদের মানসিক দৈন্যতা। এমন ভাণ করছেন, যেন দেশটা শ্লীলতায় শ্লীলতায় ভরা।
০২ রা আগস্ট, ২০১৮ রাত ১২:৪৮
বিচার মানি তালগাছ আমার বলেছেন: দেশ অনেক অশ্লীলতায় ভরে গিয়েছে, অনেক পরকীয়া চলছে। বাচ্চারাও এর বাইরে নয়। সবাই জানে। তাই বলে, স্কুলের বাচ্চারা এসব ভাষায় প্রতিবাদ করবে? কারা লিখতে উৎসাহ দিচ্ছে এসব? বড় ভাই, শিক্ষক?
২৭| ০২ রা আগস্ট, ২০১৮ রাত ১২:৫৬
ব্লগ মাস্টার বলেছেন: মাথা নষ্ট হয়ে যাচ্ছে ভাষা দেখে ।
০২ রা আগস্ট, ২০১৮ রাত ১:১৭
বিচার মানি তালগাছ আমার বলেছেন: যাক, কয়েকজনের মন্তব্য দেখে ভেবেছিলাম এসব মনে হয় স্বাভাবিক...
২৮| ০২ রা আগস্ট, ২০১৮ রাত ১২:৫৮
কাওসার চৌধুরী বলেছেন:
স্কুল-কলেজের ছেলে মেয়েদের এমন ন্যায্য প্রতিবাদ ও অবরোধকে সমর্থন করি; তাদের আবেগ ও ক্ষোভ সরকারের মিনিস্টার না বুজলেও আমি বুঝি। এটা জাতি হিসাবে আমাদের দূরভাগ্য যে, এসব ছোট ছোট ছেলে মেয়েরা নিজেদের সড়ক নিরাপত্তার জন্য ক্লাস বাদ দিয়ে রাস্তায় নামতে হয়েছে।
তাই বলে, অশ্লীল ও নোংরা ভাষায় লেখা প্লেকার্ড!! কষ্ট পেলাম দেখে..........
০২ রা আগস্ট, ২০১৮ রাত ১:১৭
বিচার মানি তালগাছ আমার বলেছেন: কয়েক জনের বিরোধীতায় মনে হয়েছে আমি মনে হয় ভুল বলেছি...
২৯| ০২ রা আগস্ট, ২০১৮ রাত ১:১৫
হাসান কালবৈশাখী বলেছেন:
এই লেখাগুলো নিশ্চয়ই বাচ্চাটি লিখে নি।
কেউ একজন লিখে দিয়েছে, হয় বড়ভাই নামধারি, বা টিচার! সে কেমন টিচার বুঝেন?
অশ্লীল গালি, লিখিত গালি দেয়াটা কোন ভাল কিছু না।
পুলিশের হাতে মার খাওয়া নতুন কিছু না। এর আগে এরচেয়ে শতগুন মারখেয়েও খাস অসভ্য শিবিরও এরকম অশ্লিল বাক্য উচ্চারন করে নি।
৫২, ৭১, ৯০ কোন আন্দোলন কোন আশালিন গালাগালি দেখা যায় নি।
আর কোন অঘটন ঘটার আগেই তাদের ঘরে ফিরে যাওয়া উচিত।
০২ রা আগস্ট, ২০১৮ রাত ১:১৮
বিচার মানি তালগাছ আমার বলেছেন: সহমত। ওরা বাচ্চা। ওদের বাবা মাও হয়তো নেট থেকেই জানবে। এগুলো লজ্জার ভাষা...
৩০| ০২ রা আগস্ট, ২০১৮ রাত ১:৩০
আরণ্যক রাখাল বলেছেন: @চাঁদগাজী,
এটা ওদের আন্দোলনের বয়সই না। একটা স্কুলের বাচ্চা হয়তো ভাল মন্দের কিচ্ছু জানে না। কিন্তু সে এটুকু বোঝে গাড়ি চাপা দিয়ে যারা মারছে, তারা ঠিক করছে না।
আর এই বাচ্চারা মরবে কেন? শেখ হাসিনা এতোটা বোকা নন যে এদের মারার হুমকি দেবে। কেউ মরতে তার গদি থাকবে না।
০২ রা আগস্ট, ২০১৮ রাত ১:৪১
বিচার মানি তালগাছ আমার বলেছেন: শেখ হাসিনা এই রিস্ক নিবে না ঠিক আছে। তবে শেখ হাসিনা এর চেয়ে বড় ঝামেলাও পার করেছেন...
৩১| ০২ রা আগস্ট, ২০১৮ রাত ১:৩৮
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: অনেক গুলো মন্তব্য পড়লাম, মনে মনে একটা মুছকি হাসি দিলাম, খুশিতে না আফসোসে!
মেধাবী ছাত্রছাত্রী বলে কথা! তারা জেনে গেছে যেমন কুকুর তেমন মুগুর হা হা হা
অনেকেই বলে থাকেন বাকস্বাধীনতা নাই, যদি নাই থাকবে তবে কেমনে সরকারকে কুকুর বলতে পারে?? হা হা হা
আগামী প্রজন্ম খুউব মেধাবী হবে অাশা করতে পারি।
০২ রা আগস্ট, ২০১৮ রাত ১:৪৪
বিচার মানি তালগাছ আমার বলেছেন: আমি এই প্রজন্ম নিয়ে শংকিত...
৩২| ০২ রা আগস্ট, ২০১৮ রাত ৩:৪৯
ভ্রমরের ডানা বলেছেন:
০২ রা আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৬:৩০
বিচার মানি তালগাছ আমার বলেছেন: আমি স্তম্ভিত...
৩৩| ০২ রা আগস্ট, ২০১৮ রাত ৩:৫০
ভ্রমরের ডানা বলেছেন:
শ্রী দেখুন।
স্কুলে জালি বেত আইন করে চালু করা হউক।
০২ রা আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৬:৩০
বিচার মানি তালগাছ আমার বলেছেন: স্কুল তো দূরের কথা। তার বাপে যদি এটা দেখত তাহলেই হইত...
৩৪| ০২ রা আগস্ট, ২০১৮ ভোর ৫:৫৬
মোঃ নুরুজ্জামান (জামান) বলেছেন: Western culture এর গালি সমূহ আসলে কি কি? যদি মিলে যায় তাদে গালির সাথে তাহলে সংস্কৃতির আগ্রাসন।
০২ রা আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৬:৩১
বিচার মানি তালগাছ আমার বলেছেন: পশ্চিমে কথায় কথায় ফাকিং শব্দটা উচ্চারণ করে। যদিও কথাটা ওখানে সাধারণ রাগ প্রকাশ অর্থে ব্যবহৃত হয়। কিন্তু তবুও এই শব্দ মিডিয়াতে বা টক শো-তে, স্কুলে, লাইব্রেরীতে উচ্চারণ করলে অভদ্রতা হিসেবে গণ্য হয়...
৩৫| ০২ রা আগস্ট, ২০১৮ ভোর ৬:৪২
স্বামী বিশুদ্ধানন্দ বলেছেন: অশ্লীল ভাষা অবশ্যই অবশ্যই পরিত্যাজ্য | তবে অনেকে ছাত্রদের এই আন্দোলন চরম পন্থা হবে নাকি মধ্য পন্থা হওয়া উচিত এরকম প্রশ্ন তুলছেন | একটা কথা মনে রাখা উচিত, যে কোনো স্বতঃফূর্ত আন্দোলনের কোনো ফরমেট থাকে না | মানুষের গা যখন দেয়ালে ঠেকে যায় তখন ক্ষোভ বা প্রতিবাদের প্রকাশ ঘটে কোনো সুনির্দিষ্ট দিক নির্দেশনাবিহীনভাবে | ক্ষমতাসীনরা জনবিচ্ছিন্ন হয়ে পড়লে অনেক সময় বুঝে উঠতে পারে না কেন এধরণের গণবিক্ষোভ ঘন ঘন হচ্ছে | তাই তারা সবকিছুতেই খুঁজে বেড়ায় বিরোধী দলের সম্পৃক্ততার, এমনকি সেই বিরোধী দলও জনবিচ্ছিন্ন হয়ে পড়া সত্বেও | দুর্ভাগ্য আমাদের, যে বর্তমান সরকারি দলে সোহেল তাজের মতো শ্রদ্ধেয় নেতাদের চাইতে শাজাহানদের মতো ষণ্ডাগুন্ডাদেরই প্রভাব বেশি |
০২ রা আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৬:৩২
বিচার মানি তালগাছ আমার বলেছেন: আন্দোলন নিয়ে কোন প্রশ্ন তুলছি না। আমার আপত্তি এদের হাতে এরকম প্ল্যাকার্ডকে নরমাল ভাবাটা...
৩৬| ০২ রা আগস্ট, ২০১৮ সকাল ৮:৪৫
ইমরান আশফাক বলেছেন: সত্য কথা স্বীকার করে নেয়াই ভাল, এখানে ভাষার ব্যবহার খুবই আপত্তিজনক। এর কারনে মূল আন্দোলনটাই না ক্ষতিগ্রস্হ হয়ে যায়।
০২ রা আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৬:৩৩
বিচার মানি তালগাছ আমার বলেছেন: অলরেডি কথা শুরু হয়ে গিয়েছে। লাইসেন্স চেক করা, গাড়ি ভাঙা ছাত্রদের কাজ নয়...
৩৭| ০২ রা আগস্ট, ২০১৮ সকাল ৯:৫৫
বিষন্ন পথিক বলেছেন: খুবই আপত্তিকর ভাষা, মর্মাহত
০২ রা আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৬:৩৪
বিচার মানি তালগাছ আমার বলেছেন: আমি চিন্তিত আমার বাচ্চাকে নিয়ে। রাজধানীর স্কুলেই যদি এসব ভাষাকে নরমাল ভাবা হয় তাহলে...
৩৮| ০২ রা আগস্ট, ২০১৮ সকাল ১০:০২
কথার ফুলঝুরি! বলেছেন: দেশে যা হচ্ছে এবং এসব ছোট ছোট বাচ্চাগুলো যে বাবা মা এর কোল ছেড়ে রাজপথে আন্দোলনে নেমেছে অবশ্যই ওরা প্রশংসার দাবীদার, ওরা প্রতিবাদী ওরা সাহসী এবং ওরা ক্ষুব্ধ এবং হওয়াটাইতো স্বাভাবিক।
তবে আন্দোলন হোক আর যেখানে হোক এ ধরনের শব্দগুলো যে ব্যাবহার করা উচিত না এটা তাদেরকে বোঝাতে হবে, ওদের আর কতটুকু বিচার বুদ্ধি আছে।
একটা শিশুর কথা বলার ভাষা, আচার ব্যাবহার এসব কিছুর শিক্ষা দেওয়া হয় পরিবার থেকে আর শিক্ষক শিক্ষিকাদের কাছে থেকে । আমি বলবো এটা আমাদের ব্যর্থতা। আমরা আমাদের সন্তানদের এসব বিষয়ে সঠিক শিক্ষা দিতে ব্যর্থ ।
০২ রা আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৬:৩৫
বিচার মানি তালগাছ আমার বলেছেন: এসব শব্দের ব্যবহার আরো অল্প বয়স থেকে শুরু হয়। কিন্তু সভ্য সমাজে নয়। তবে এই ছেলে মেয়েদের প্ল্যাকার্ডে এরাই লিখেছে নাকি অন্যরা উৎসাহিত করা হয়েছে দেখার বিষয়...
৩৯| ০২ রা আগস্ট, ২০১৮ সকাল ১০:৩১
মোঃ মাইদুল সরকার বলেছেন: পিতা, মাতা, শিক্ষক, শিক্ষার্থ ী সবাই সচেতন নয়।
তা না হলে এমন পোস্টার, স্লোগান আসত না।
এর দায় ভার কার ?
০২ রা আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৬:৩৬
বিচার মানি তালগাছ আমার বলেছেন: বয়সের চেয়ে কিছু পাকনা ছেলে মেয়ে থাকে সব ক্লাসেই। কিন্তু বাচ্চাদেরকে বুঝতে হবে এসব কথা শোভা পায় না...
৪০| ০২ রা আগস্ট, ২০১৮ সকাল ১০:৫০
ভবিষ্যত বলেছেন: এ দায় ভার আপনার আমার মত বলদ জনগন এর..
এটা বাংলাদেশের শাসন ব্যবস্থার উপর অনস্থার বহি:প্রকাশ....
০২ রা আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৬:৩৬
বিচার মানি তালগাছ আমার বলেছেন: জাতি হিসেবে অধঃপতনের একটা নমুনা মাত্র...
৪১| ০২ রা আগস্ট, ২০১৮ সকাল ১১:১৫
খায়রুল আহসান বলেছেন: এসব ছেলেমেয়েদের মনে অনেক ক্ষোভ ও উষ্মা জমা হয়ে আছে, তা বুঝি। তার পরেও, সকল উস্কানির মুখেও, সমাজের দর্পণ হিসেবে তাদের কাছে সভ্য ও শালীন ভাষার প্রত্যাশী।
মুখ খারাপ করে ভাল কিছু অর্জন করা যায়না, করলেও সেটা ভাষার কারণে কলুষিত থেকে যায়।
০২ রা আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৬:৩৭
বিচার মানি তালগাছ আমার বলেছেন: আর যাই হোক স্কুলের বাচ্চাদের কাছে এরকম শ্লোগান আশা করিনি। যদিও সমাজে অনেক খারাপ ভাষার ব্যবহার চলছে...
৪২| ০২ রা আগস্ট, ২০১৮ সকাল ১১:১৯
মোগল সম্রাট বলেছেন: এর চাইতে বেশি অশ্রাব্য গালাগাল জাতীয় সংসদে শুনেছি; তারাতো মহান! নেতা হয়ে পবিত্র সংসদে বসে তা করছে।
০২ রা আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৬:৩৮
বিচার মানি তালগাছ আমার বলেছেন: তেনারা তো মহান। তাই বলে বাচ্চারাও এসব ভাষায় প্রতিবাদ জানাবে?
৪৩| ০২ রা আগস্ট, ২০১৮ সকাল ১১:২১
রাজীব নুর বলেছেন: সামান্য গাড়ীতে যে যদি অন্য গাড়ী ধাক্কা দেয় তখন এমন ভদ্রবেশী মানুসের মুখ দিয়ে কি ভাষা বের হয় আমরা সেতা জানি। আর এই কিশোররা ওদের বন্ধুকে পিষে মরতে দেখেছে,,, এখন ভাষা শিখানোর সময়? আপনার বাচ্চাদের একটু বেশি করে শিখান। আর হ্যা ওদের গায়ে আঘাত তোলা নিয়ে কথা বলবার অধিকার আপনাকে দিল! এমন মহৎ আন্দোলন শেষ হয়ে যায়, এমন সময় না বুঝে সমালোচনার জন্য। আসল কথা হলো সহানুভুতি দিয়ে নয় সমানুভুতি দিয়ে ওদের বুঝতে চেষ্টা করা।
০২ রা আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৬:৩৯
বিচার মানি তালগাছ আমার বলেছেন: আমাদের সমাজে এসব ভাষার ব্যবহার আরো অল্প বয়স থেকে শুরু হয়ে যায় আমি জানি। কিন্তু তবুও এগুলো প্রকাশ্যে বা মিডিয়াতে আনা হয় না। এভাবে সবার সামনে নিশ্চয়ই কেউ কথা বলে না...
৪৪| ০২ রা আগস্ট, ২০১৮ সকাল ১১:৪০
নাহিদ০৯ বলেছেন: এক বিন্দু সদিচ্ছাও তৈরি করতে পারেনি তোমাদের এই আন্দোলন।
০২ রা আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৬:৪২
বিচার মানি তালগাছ আমার বলেছেন: একটা গ্রুপ মিলে কিছু করলে সেটা আন্দোলন হয় না। ক্ষণিকের উত্তেজনা মাত্র...
৪৫| ০২ রা আগস্ট, ২০১৮ দুপুর ১২:০৫
টারজান০০০০৭ বলেছেন: আমাগো আমলে হইলে এমন প্ল্যাকার্ড দেখিয়া মাইয়ার স্কুল -কলেজে যাওয়া বন্ধ কইরা, ঘরের মধ্যে আচ্ছামতোন বানাইতো ! তাহার পর রিক্সাওয়ালার সাথে হইলেও যত তাড়াতাড়ি সম্ভব বিয়া দিয়া দিতো !
আর পোলারে স্কুল-কলেজে শিক্ষকেরা, বাসায় পিতাজী রিমান্ডে লইয়া ডিম্বথেরাপি ছাড়া সবগুলান রিমান্ড অস্ত্র প্রয়োগ করিত !
গালিতো আমরাও জানিতাম ! কিন্তু প্লাকার্ডে লেখা ও বহন করার মতন রুচি বিকৃতি হইলো কেন ? বিশেষ করিয়া ছাত্রীদের ? ইহা চিন্তার বিষয় বটে !
শিক্ষার্থীদের আন্দোলন যৌক্তিক ! আমিও সমর্থন করি ! কিন্তু এইটাতো নৈতিক অবক্ষয়ের চিহ্ন ! ইহাকে কিভাবে সমর্থন করা যায় , বুঝিতেছি না !
০২ রা আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৬:৪১
বিচার মানি তালগাছ আমার বলেছেন: একেবারে আমার পোস্টের সারাংশ। অশ্লীল কথা তো বন্ধুমহলে বা বস্তিতে ব্যবহার হয়ই। কিন্তু তাকে তো পোস্টারে স্থান দেয়া হয় না...
৪৬| ০২ রা আগস্ট, ২০১৮ বিকাল ৩:০০
কাজী আবু ইউসুফ (রিফাত) বলেছেন: ছবি গুলো 100% এডিট করা ভালভাবে খেয়াল করলে বুঝা যায়। যিনি ছবি গুলো দিয়েছেন তাকে বলব ক্লোজ শট নৃ দিয়ে মুল ছবি দেন।
০২ রা আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৬:৪৩
বিচার মানি তালগাছ আমার বলেছেন: ২/১ টা এডিট আমার কাছেও মনে হচ্ছে। তবে বেশীরভাগই অরিজিনাল...
৪৭| ০২ রা আগস্ট, ২০১৮ বিকাল ৩:১৩
লোনার বলেছেন: এই ভাষা আমাদের সন্তানদেরই - বরং, তারা হয়তো অনেক রেখে ঢেকে বলেছে - চক্ষুলজ্জায় তাদের হালনাগাদ জ্ঞানের সবটুকু জাহির করতে পারেনি! ৯ টাকায় ১ জিবি-র স্বাভাবিক পরিণতি!! দেখুন: view this link
০২ রা আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৬:৪৪
বিচার মানি তালগাছ আমার বলেছেন: আমার লেখাতেই বলেছি, এসব ভাষার ব্যবহার ঘরোয়া বা বন্ধুমহলে অনেক আগে থেকেই চর্চিত হচ্ছে। তবে পোস্টারে এমন ব্যবহার স্কুলের বাচ্চাদের কাছ থেকে আসলে শংকার বিষয়...
৪৮| ০২ রা আগস্ট, ২০১৮ বিকাল ৩:২২
কাজী আবু ইউসুফ (রিফাত) বলেছেন: @লোনার মূল কথা থেকে ভিন্নপথে গেছেন-গুপ্ত জিনিষের পক্ষে দুষ্ট হওয়াই স্বাভাবিক।
নিরাপদ সড়ক চাই; দাবী একটাই।
০২ রা আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৬:৪৪
বিচার মানি তালগাছ আমার বলেছেন: নিরাপদ সড়ক চাই। বাচ্চাদের সভ্য হিসেবে বড় করতে চাই...
৪৯| ০২ রা আগস্ট, ২০১৮ বিকাল ৩:৩৪
উদাসী স্বপ্ন বলেছেন: রক্ষনশীল চোখ থেকে দেখলে এগুলো অশ্লীলতা হলেও এদের আন্দোলনটাই হচ্ছে নিয়ম ভাঙ্গার আন্দোলন। যেদেশে অনিয়মটাই নিয়ম সেদেশে এটাকে চোখে আঙ্গুল দিয়ে না দেখালে হবে না। আর সে যদি কোনো সাধারন বাক্যও লেখতো তাহলে আপনি পোস্ট করতেন না। সমালোচনা হলেও এখানে তার মোটিভের প্রচার হচ্ছে।
অনেক প্রতিক্রিয়াশীল আন্দোলনে এসব শ্লীল অশ্লীলতার ব্যারিয়ার ভেঙ্গে ফেলছে মানুষ। এই ট্যান্ডেন্সী ব হু আগে থেকেই। যখন দেখা যায় সমাজে বড় বড় দুর্নীতি সব কাঠামো ধ্বংস করে অস্তিত্ব সংকটের মুখে ঠেলে দেয় তখন এই অশ্লীলতা বা এহেন চিন্তাভাবনা আসলে যে নির্দোষ সেটাই বোঝানোর মৌন চেস্টা। একটা দুর্বার শক্তিশালী এনটিটিকে নাড়াবার জন্য প্রতিক্রিয়াশীল ভাষা বা কর্মকান্ডের ব্যাব হার এই যুগে সাধারন একটা ব্যাপার
০২ রা আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৬:৪৬
বিচার মানি তালগাছ আমার বলেছেন: আমার মনে হয় না ওরা নিজেরা এসব লিখতে পারে। যদিও বলতেই পারে! কিন্তু এগুলো প্রকাশ্যে আনার মত ইন্ধন বড়রা কেউ দিয়েছে বলেই মনে হয়। আর যদি সত্যিই স্কুল পড়ুয়া ছেলে মেয়েরা এসব ভাষাকে সাধারণ ভাবে তাহলে আমি লজ্জিত...
৫০| ০২ রা আগস্ট, ২০১৮ বিকাল ৩:৫৭
সনেট কবি বলেছেন: প্রচন্ড ক্ষোভ থেকে এসব হয়। কিভাবে ক্ষোভ কমানো যায় সেটাও ভাবা দরকার।
০২ রা আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৬:৪৭
বিচার মানি তালগাছ আমার বলেছেন: সরকারের এসব ভাবার সময় নেই। তেনারা খালেদা জিয়ার জামিন আটকানোতে ব্যস্ত...
৫১| ০২ রা আগস্ট, ২০১৮ বিকাল ৪:০২
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
আমার বিশ্বাস এইসব ওদের নিজস্ব চিন্তা ভাবনার
বিপরীত !
কোমলমতি শিশুদের দিয়ে এমন অশ্লীল বাক্য
যারা ব্যবহার করাচ্ছে তাদের জন্য একদিন
এটা বুমেরাং হবে।
০২ রা আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৬:৪৮
বিচার মানি তালগাছ আমার বলেছেন: ধন্যবাদ। আমি এ্টাই বলতে চেয়েছি। এই বয়সেই এগুলোকে সাধারণ ভাবলেতো এরা সামনে আর কোন পাপ বা অশ্লীলতাকে গণ্যই করবে না...
৫২| ০২ রা আগস্ট, ২০১৮ বিকাল ৫:৫৬
যবড়জং বলেছেন: ইংরেজি fuck শব্দের মানে কেবল অশ্লীল নয়, অশ্লীলতার বাইরে গিয়েও নানা অনুভূতি প্রকাশে ব্যবহৃত হয় শব্দটি। এই যেমন :
He is doing all the fucking job
(সব বাজে কাজগুলোই সে করছে)
I don't give fuck what you say
(আপনি কি বলেন তাতে আমি মোটেই পাত্তা দেইনা)
I got fucked by the car dealer
(আমি গাড়ি বিক্রেতার দ্বারা প্রতারিত হয়েছি)
I guess I'm fucked now
(মনে হয় আমার বারোটা বেজে গেছে)
I don't understand this fucking question
(এত প্যাঁচওয়ালা প্রশ্ন বুঝতে পারি না)
একইভাবে who the fuck is Police বা 'পুলিশ কোন চ্যাটের বাল' মানে বলা যায় "হাতি-ঘোড়া গেল তল, পুলিশ বলে কত জল" !
আবার "পুলিশ চুদিনা" বাক্যের অন্তর্নিহিত মানে কিন্তু অশ্লীল কোনো ইংগিত নয়, বরং স্রেফ "পুলিশ মানিনা" বাক্যের শ্লেষাত্মক বহিঃপ্রকাশ।
ইংরেজিতে Urban dictionary আছে, আমাদের দেশে এমন ডিকশনারি নেই বলেই এই শব্দগুলিকে কেবল যৌনকাতর হিসেবেই বিবেচনা করে থাকি আমরা। 'আমি তোমাকে প্রত্যাখ্যান করি' বাক্যটি সুন্দর তবে এই বাক্যে ততটা ঘৃণাবোধ প্রকাশ পায়না যতটা পায় I don't fuck you অথবা 'আমি তোমাকে চুদিনা' বাক্যে।
ঠিক এভাবেই কার্টুনিস্ট রফিকুন্নবী যেদিন বলেছিলেন "ভাত দে হারামজাদা, নইলে মানচিত্র খাবো" সেদিন কিন্তু ভাষা নয়, আমরা ক্ষুধার আকুতিকেই বুঝে নিয়েছিলাম ৷ কবি হেলাল হাফিজ যখন বলেন, "আমিও গ্রামের পোলা, চুতমারানি গাইল দিবার পারি" তখন কিন্তু আমরা গালিটি নয়, কবির ক্রোধ অনুভব করে থাকি ! শুধু আমাদের দেশে নয়, এই snowflake generation এ বাকি বিশ্বের সব দেশেরই আধুনিক আন্দোলনের ভাষাই এমন ৷ আম্রিকার ট্রাম্প বিরোধী আন্দোলনেও তাই এমন অসংখ্য প্ল্যাকার্ড পাওয়া যায় যেখানে লেখা থাকে "Fuck trump" !
যাহোক, আন্দোলনের ভাষা নিয়া ত্যানা পেঁচানো বাদ দিয়ে আমাদের উচিৎ আন্দোলনের মূল বিষয়বস্তুর উপর ফোকাস করা
কার্টেসি Asif Soikot
০২ রা আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৬:৫২
বিচার মানি তালগাছ আমার বলেছেন: এসব উদাহরণ আমিও জানি। কিন্তু আমেরিকাতে এখনও স্কুলে এই শব্দটা উচ্চারণ করলে সতর্ক করা হয়। তাহলে বোঝা যায় এই শব্দ ব্যবহার করার একটা অলিখিত বয়স আছে। আর তাছাড়া এই অভিজ্ঞতা আমাদের নেই যে এসব ভাষার ব্যবহার কোন প্ল্যাকার্ডে বা পোস্টারে হতে পারে। হয়তো আপনার মত উদার এখনো হয়ে উঠতে পারিনি...
৫৩| ০২ রা আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৬:৩৯
:):):)(:(:(:হাসু মামা বলেছেন: কোনো ব্যাপার না ।
০২ রা আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৬:৫৩
বিচার মানি তালগাছ আমার বলেছেন: কিছু মানুষের কাছে এখনো কোন ব্যপার না। কিন্তু যদি বেশী মানুষের কাছে কোন ব্যপার না বলে মনে হয় তাহলে চিন্তার বিষয়...
৫৪| ০২ রা আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৬:৫৩
রানার ব্লগ বলেছেন: যখন একজন বাবার বয়সী ভদ্রলোক জিনি পুলিশে চাকুরি করেন তিনি যখন মেয়ে বা ছেলের বয়সী কোন শিশু কে বলে আন্দোলন হোগার মধ্যে ভরে দিবো তখন এদের দোষ দিয়ে কি লাভ আগে নিজের সমালোচনা করি তারপর ঘর সামলাই।
০২ রা আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৬:৫৫
বিচার মানি তালগাছ আমার বলেছেন: কথ্য ও লিখিত ভাষার মধ্যে একটু ব্যবধান তো রাখতে হবেই। আমি তো বলেছি, এসব ভাষার ব্যবহার আরো অল্প বয়স থেকেই কারো কারো শুরু হয়ে যায়...
৫৫| ০২ রা আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৭:০৬
রানার ব্লগ বলেছেন: আপনি কথ্য ও লিখিত ভাষার দিকে না যেয়ে দেখুন তারা আমার আপনার চোখে আঙ্গুল দিয়ে কিছু জিনিস দেখাচ্ছে , দোয়া করে তাই দেখুন মেয়েটার হাতে যে প্লাকার্ড দেখছেন এটা নোংরা শব্দের প্রতিবাদ আর কিছুই না।
০২ রা আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৭:২০
বিচার মানি তালগাছ আমার বলেছেন: আপনার মতামতের জন্য অনেক ধন্যবাদ...
৫৬| ০২ রা আগস্ট, ২০১৮ রাত ৮:০৮
জেকলেট বলেছেন: যার যেমন প্রপ্য। এখানে এত নীতি কথার কি দরকার। আর বাংলা সাহিত্যের নামকরা লেখকরা যদি এই ভাষা বা তার থেকে অশ্নীল ভাষায় বই লেখতে পারেন তাহলে এরা পারবেনা কেন ভাই??
রাজনীতি করেন ভালো কথা তাই বলে বিবেক ও বিক্রি করে দিতে হবে (আপনার অতীত লেখা দেখে মনে হল আপনি লীগের অন্ধ সাপোর্টার)???
০২ রা আগস্ট, ২০১৮ রাত ৮:২৫
বিচার মানি তালগাছ আমার বলেছেন: আপনার অতীত লেখা দেখে মনে হল আপনি লীগের অন্ধ সাপোর্টার - এই ব্লগের জোকস অফ দি ইয়ার...
লেখক, সাহিত্যিকরা আর স্কুলের বাচ্চারা এক না...
৫৭| ০২ রা আগস্ট, ২০১৮ রাত ৯:২৭
সিনথিয়া আফরিন বলেছেন: আমারও প্রথম খাড়া লেগেছিলো, পরে মনে হলো ওদের সমালোচনা করার অধিকার আমার নাই ।
পিঠ যখন দেয়ালে ঠেকে যায়, জীবনের প্রশ্ন যখন গৌণ তখন প্রতিবাদের ভাষা নিয়ে প্রশ্ন ওঠার অবকাশ নাই । আগামীকাল যে আপনার কন্যা কিংবা বোন হায়েনার দ্বারা ধর্ষিত হবে না এমন নিশ্চয়তা আর নাই ।
০২ রা আগস্ট, ২০১৮ রাত ১১:২৭
বিচার মানি তালগাছ আমার বলেছেন: তাই বলে এই ভাষায় কথা বলতে হবে? দাবী জানাতে হবে? আপনি এভাবে কথা বলেন রাগ উঠলে?
৫৮| ০২ রা আগস্ট, ২০১৮ রাত ১১:২২
নীলপরি বলেছেন: বাক স্বাধীনতা মানে যা ইচ্ছে তাই বলা নয় । ঠিকই বলেছেন ।
০২ রা আগস্ট, ২০১৮ রাত ১১:২৭
বিচার মানি তালগাছ আমার বলেছেন: ধন্যবাদ...
৫৯| ০২ রা আগস্ট, ২০১৮ রাত ১১:৪৬
মোঃ আল মামুন শাহ্ বলেছেন: নোংরা ভাষা গুলোই এখন বাঙ্গালীদের ভাষা হয়ে গিয়েছে। নোংরা এসব ভাষা আমরা আমাদের চারপাশের শুনতে পাই অনেক। কিন্তু বর্তমানে কিছু youtube channel এদের প্রচার-প্রসার আরো বৃদ্ধি করেছে।
০৩ রা আগস্ট, ২০১৮ রাত ১:১৫
বিচার মানি তালগাছ আমার বলেছেন: আমি তো অস্বীকার করছিনা যে এসব ভাষার ব্যবহার হয় না। আমি বলতে চাইছি পোস্টারে বা কোন দাবী দাওয়ার ক্ষেত্রে এসব ভাষা শোভনীয় নয়। তাও আবার বাচ্চাদের হাতে...
৬০| ০৩ রা আগস্ট, ২০১৮ রাত ১২:০২
আখেনাটেন বলেছেন: বাচ্চাদের এই ধরণের ভাষা খুবই খারাপ লক্ষণ। আমি নিজেও বিস্মিত ও লজ্জিত। হয়ত কিছু বিচ্ছিন্ন পোস্টার হিসেবে এগুলো এসেছে এবং সুস্থ মস্তিষ্কের মানুষের এগুলো সমর্থন করার কথাও না।
কিন্তু আমি আরো অাশ্চর্য হয়েছি আপনার এই পোস্ট দেখে। হাজারো ব্যানার ও পোস্টারের মধ্যে এই কয়েকটা পোস্টারই আপনার চোখে পড়ল। ভালো কথা। পড়েছে। আপনি ভালো পোস্টারগুলোসহ এগুলোর পোস্ট দিয়ে আন্দোলনের মূল থিমটাকে বজায় রাখতে পারতেন।
আপনি কি সচেতনভাবেই এই কাজটি করেছেন নাকি? যেখানে দেশের নানারকম অরাজকতার কোনো প্রকার প্রতিবাদ করার হিম্মত আমাদের মতো পালোয়ানদের হয় না তখন একটি যৌক্তিক শান্তিপূর্ণ অান্দোলনের কিছু বিচ্ছিন্ন ব্যাপার নিয়ে আপনারা উঠে পড়ে লেগেছেন। ভীষণ অবাক হয়েছি। ভীষণ।
এক মহাকবিকে তো সকাল থেকে লজ্জা-শরমের মাথা খেয়ে একই জিনিসের ত্যানা প্যাঁচাতে দেখে বিরক্তির চুড়ান্ত। এরাই আবার স্বঘোষিত দেশপ্রেমিক। অথচ তাঁর লেখাতে ও মন্তব্যেই দেখছি অশ্লীলতার সমুদ্র। গালি দিয়ে গালি থামাতে চায়। কী চমৎকার!
ক্ষোভের বহিঃপ্রকাশ হিসেবে ধরে নিয়েছে সবাই। এবং কেউ বলছে না যে ঐ পোস্টারগুলো ভালো লেগেছে। যদিও এখন দেখা যাচ্ছে কিছু পোস্টার পরিকল্পিতভাবে এডিট করা হয়েছে। কিন্তু আপনারা অান্দোলনের মূল সুর থেকে বিচ্ছিন্ন এক বিষয় নিয়ে মেতে রয়েছেন। আপসোস।
অথচ আপনি জানেন আজকে ঢাকা শহরে বহুমানুষ পাঁচ কিলো হেঁটে বাড়ি গেলেও সেটা খুশি মনেই মেনে নিয়েছে। তারপরও যদি এই নৈরাজ্য ও অরাজকতার অবসান হয়।
শুভবোধের উদয় হোক আমাদের সকলের। শুভকামানা।
০৩ রা আগস্ট, ২০১৮ রাত ১:১৭
বিচার মানি তালগাছ আমার বলেছেন: ধন্যবাদ মতামতের জন্য। চুলকানী পোস্ট আমি দেই না। অন্যরা একই বিষয় নিয়ে অনেক পোস্ট করেছে। আমার কাছে বাচ্চাদের এই ধরনের ভাষা দেখে অবাক লেগেছে। আন্দোলন নিয়ে এখানে কোন মন্তব্য করা হয়নি...
৬১| ০৩ রা আগস্ট, ২০১৮ রাত ১:৩১
মোহাম্মদ আলী আকন্দ বলেছেন:
ছবিগুলি ভাল করে লক্ষ্য করুন।
সবগুলি ছবি ফটোশপ করা।
বিশেষ করে হাতের আঙুলগুলি লক্ষ্য করুন।
পরিষ্কার বুঝতে পারবেন
০৩ রা আগস্ট, ২০১৮ রাত ১:৩৬
বিচার মানি তালগাছ আমার বলেছেন: কয়েকটা ছবি এডিট করা আমি বুঝেছি। তবে কয়েকটা আসলেই সত্যিকারের লেখা। ধন্যবাদ...
৬২| ০৩ রা আগস্ট, ২০১৮ রাত ১:৫২
ঠাকুরমাহমুদ বলেছেন: ছাত্রছাত্রীর মস্তিস্ক বিকৃত হচ্ছে - ভাষা ডানে বামে উপরে নিচে উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম যাই করা হোক নোংরা অর্থ নোংরা !!!
নোংরা অর্থ নোংরা
নোংরা অর্থ নোংরা
নোংরা অর্থ নোংরা
নোংরা অর্থ নোংরা
নোংরা অর্থ নোংরা
নোংরা অর্থ নোংরা
নোংরা অর্থ নোংরা
আশা করি ব্লগারগণ বুঝবেন তাঁর নিজ ছেলে মেয়ে যদি এই ভাষায় কথা বলে কেমন লাগবে, অন্যর ছেলে মেয়ে কি বলছে কি বকছে শুনতে তো মজাই মজা !!!
০৩ রা আগস্ট, ২০১৮ রাত ২:০২
বিচার মানি তালগাছ আমার বলেছেন: কারো কারো মন্তব্যে আমি নিজেই দ্বিধায় পড়ে গিয়েছিলাম আমি ঠিক আছি কিনা। আবার যখন আপনাদের সমর্থন পাই তখন মনে হয় ঠিক পথেই আছি...
৬৩| ০৩ রা আগস্ট, ২০১৮ রাত ২:২৪
ঠাকুরমাহমুদ বলেছেন: এরা ছোট কোমলমতি শিশু !!! শিশু কাকে বলে জানেন ব্লগারগণ ?
শিশু বয়ষ = ০০ - ০৩ বছর
বালক/বালিকা বয়ষ = ০৩ - ১২ বছর
কিশোর/কিশোরী/তরুণ/তরুনী বয়ষ = ১২ - ১৮ বছর
যুবক/যুবতী বয়ষ = ১৮ - ২৫ বছর
এরা শিশু ছাত্রছাত্রী ? এরা পর্ণহাব চেনে, এরা চু--- আর চে -- -- অর্থ ভালোভাবেই বোঝে কারণ তাদের স্মার্ট ফোন ভরে আছে পর্ণ !!! কোনো সন্দেহ - তাদের সেলফোন আর বাসায় লেপটপ/ডেক্সটপ সিজ করা হোক কি বার হয় দেখুন !!!!!!!!!!!
০৩ রা আগস্ট, ২০১৮ রাত ২:৩১
বিচার মানি তালগাছ আমার বলেছেন: বর্তমান ইন্টারনেটের যুগে এরা বয়সের চেয়ে বেশী জানে। কিন্তু ভাষার ব্যবহারে আরো সচেতন হওয়া জরুরী ছিল...
৬৪| ০৩ রা আগস্ট, ২০১৮ রাত ২:৪০
ঠাকুরমাহমুদ বলেছেন: এরা যেই ভাষা ব্যাবহার করছে তা জেনে শুনে বোঝে সচেতনতার সাথে ব্যাবহার করছে । তালগাছ ভাই এরা আমার আপনার চেয়ে অনেক অনেক গুন বেশী বোঝে - কোন বিষয়টি বেশী বোঝে - চু - - - আর চে - - - !!!
০৩ রা আগস্ট, ২০১৮ রাত ২:৪৭
বিচার মানি তালগাছ আমার বলেছেন: আমি শংকিত এদের নিয়ে...
৬৫| ০৩ রা আগস্ট, ২০১৮ রাত ২:৫১
ঠাকুরমাহমুদ বলেছেন: দেশে ভবিষ্যত প্রজন্ম আসছে পর্ণহাব পর্ণষ্টার এখন বর্তমানে তারা ইউটিউবার । ইউটিউব দেখলে বোঝা যায় এই দেশের প্রজন্ম কতোবড় বদমাশে পরিনত হচ্ছে - ভবিষ্যত আসলেই ভাবনার বিষয় !!!
০৩ রা আগস্ট, ২০১৮ রাত ৩:১১
বিচার মানি তালগাছ আমার বলেছেন: শুধু ইউটিউব না। ফেসবুক দেখলেই বোঝা যায় কতটা অধঃপতন হয়েছে এই প্রজন্মের। কয়েকদিন আগেই 'চুমু' নিয়ে কী ধরনের পক্ষপাতিত্ব করল কেউ কেউ...
৬৬| ০৩ রা আগস্ট, ২০১৮ রাত ৩:০৬
ঠাকুরমাহমুদ বলেছেন: ”ছাত্ররা যে রাস্তায় আন্দোলন করছে, এই রাস্তা কে তৈরী করে দিয়েছে?” এই ধরণের মন্তব্য কেউ করেননি। এটি একটি নিম্ন শ্রেণীর গুজব খবর - যা অনলাইন পত্রিকা/নিউজ/সামাজিক যোগাযোগ মাধ্যমে ফ্লাডিং/ফ্লটিং হচ্ছে, কোনো বিস্বস্ত সুত্রে পাওয়া গেছে এই খবর ???
- এতো বড় কথা আর বাংলাদেশের প্রধাণ কোনো দৈনিক পত্রিকায় আসেনি !!! এও সম্ভব !!! ???
০৩ রা আগস্ট, ২০১৮ রাত ৩:১৪
বিচার মানি তালগাছ আমার বলেছেন: ভাই, আমার কথা হল, এই বাচ্চাদের উৎসাহ দিতে গিয়ে না আরো বিপদের মধ্যে ঠেলে দিচ্ছি তাও ভাবতে হবে...
৬৭| ০৩ রা আগস্ট, ২০১৮ রাত ৩:২২
ঠাকুরমাহমুদ বলেছেন: যারা আন্দোলোনে উৎসাহ দিচ্ছেন তারা কি আন্দোলোনে একদিন এক ঘন্টার জন্য যোগ দিয়েছেন ? নাকি সামাজিক যোগাযোগ মাধ্যমে আর ব্লগে এগিয়ে যাও বাণী চিরন্তন দিচ্ছেন !!!
সড়ক দুর্ঘটনা সরকার বিরোধী বা প্রশাসণ বিরোধী আন্দোলোন হতে পারে না ।।
০৩ রা আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৭:৫৮
বিচার মানি তালগাছ আমার বলেছেন: ঘটনা অন্যদিকে মোড় নেয়ার আগেই বাচ্চাদের ঘরে ফেরা উচিৎ...
৬৮| ০৩ রা আগস্ট, ২০১৮ রাত ৮:০৯
উম্মু আবদুল্লাহ বলেছেন: নষ্ট হয়ে যাওয়ার এই যুগে সবাই নষ্টামি করবে। এটাই স্বাভাবিক। শিশুদের নৈতিকতা শেখানোর দায়ভার যাদের সেই রাষ্ট্র যন্ত্রই তো চলছে দানবীয় অসুরদের হাতে।
০৩ রা আগস্ট, ২০১৮ রাত ৯:১৮
বিচার মানি তালগাছ আমার বলেছেন: সহমত...
৬৯| ০৩ রা আগস্ট, ২০১৮ রাত ৮:৩৩
উদাসী স্বপ্ন বলেছেন: যেখানেই আইনপ্রণেতা এমপি মন্ত্রীরাই আইন ভাংছে সেখানে মুখ খারাপ কি খুব বড় কিছু? ইন্ধন যদি দেয়ও আমার মনে হয় তাতেও ঠিক কারন আজ হোক কাল হোক সরকারী লেঠেলবাহিনী এসব শিশুদের গায়ে হাত তুলবে। আজকে মিরপুর ১৩ নম্বরে পুলিশ আর ছাত্রলীগ তাদের মিছিল ভন্ডুল করেছে। আইনত ছাত্রলীগের বিরুদ্ধে কেস হওয়া উচিত। কিন্তু বঙ্গবন্ধুর স্বপ্নদোষের ছাত্রলীগের বিরুদ্ধে কথা বলা কবীরা গুনাহ।
উচিত ছিলো আপনাদের ইন্ধনকারী চিহ্নিত করা। বিটিআরসিতে কোটি কোটি টাকার সার্ভেইল্যান্স কিনে রাখছেন যা একটা আপডেটের পরই অকার্যকর হয়ে যায়, পুরো পুলিশ ডিজিএফআই আপনাদের পকেটে সেখানে আপনার কাছে শিশুদের কুকুরের মতো গায়ে হাত তোলা চোখে পড়লো না, চোখে পড়লো সামান্য কিছু শব্দ যার চাইতে খারাপ শহিদ রাস্তার নামটা টোকাইরা এবং টহলরত পুলিশ অবিরত খিস্তুি করে বেড়ায়।
ভালোই ছিদ্রান্বেষ করেছেন
০৩ রা আগস্ট, ২০১৮ রাত ৯:২২
বিচার মানি তালগাছ আমার বলেছেন: বাচ্চা বলেই শব্দ গুলো চোখে লাগলো। বড়রা করলে এই পোস্ট প্রসব হতনা...
©somewhere in net ltd.
১| ০১ লা আগস্ট, ২০১৮ রাত ৮:৩৯
পদাতিক চৌধুরি বলেছেন: ছি ছি ছি। ছোট ছোট বাচ্চা বাচ্চা ছেলেমেয়েদের হাতে প্রতিবাদের এমন পোষ্টার দেখে স্তম্ভিত হলাম। আন্দোলন নিশ্চয় হবে, তাবলে শালীনতা লঙ্ঘন বাচ্চাদের সুকুমার বৃত্তিগুলিকে নষ্ট করতে বাধ্য। বাবামায়েদের নিজের সন্তানদের এমন অন্ধকারে ঠেলে দেওয়ার বিরুদ্ধে যত দ্রত সম্ভব রুখে দাঁড়াতে হবে।
শুভেচ্চা নিয়েন তালগাছভাইয়া।