নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
১. সত্যি কথা বলতে কী, ২০১৪ সালের নির্বাচনে আওয়ামী লীগের জেতার কোন সুযোগ ছিল না। তার আগে সব কটি সিটি কর্পোরেশনে পরাজয়, খালেদাকে বাড়ি থেকে বের করা, খায়রুল হকের বিতর্কিত রায়, শাপলা চত্বর-এর কারণে এমনিতেই আওয়ামীলীগ ছিল কোণঠাসা। তার উপর শেখ হাসিনার 'নিয়ম রক্ষার নির্বাচন, একাদশ নিয়ে কথা হবে' তত্ত্বের পর অনেকে ভেবেছিল এই সরকার বেশীদিন থাকবে না(পড়ুন টিকবে না)...
২. ঝানু (অপ)রাজনীতিবিদ শেখ হাসিনা ও তার টিম সব প্রতিকূলতা সত্ত্বেও ৫ বছর টিকে গেল! সময় হলো আরেকটা নির্বাচনের। সচেতন জনগণ জানে, ক্ষমতাসীন সরকারের অধীনে নিরপেক্ষ নির্বাচন করার মত মানসিকতা আমাদের নেই। তার উপর আর্মিও থাকবে না। তাই অবধারিতভাবে বলা যায় এবারও আওয়ামী লীগ ক্ষমতায় আসবে(পড়ুন থেকে যাবে)...
৩. এবারেও আওয়ামীলীগের অবস্থা ভালো নয়। অনেক উন্নয়ন করলেও আভ্যন্তরীন অনেক সমস্যা(সবাই কম বেশী জানে) নিয়ে আওয়ামী লীগ এবারও কোণঠাসা। পত্রিকাগুলোর প্রতিদিনের জরিপ, টক শো, ফেসবুক, বাস, ট্রেন, চায়ের দোকানের আলোচনায় এসব স্পষ্ট। সময় হলেই জনবিস্ফোরণ হবে। এটা আওয়ামী লীগার রাও জানে। যে কারণে প্রায় সময়ই নেতাদের দেখা যায় কর্মীদের সতর্ক করতে, বিএনপি আসলে এটা হবে ঐটা হবে। কেউ কেউ তো মারা যাওয়ার ভয়ও করছেন বিএনপি ক্ষমতায় আসলে!
৪. এই প্রেক্ষাপটে গত কিছুদিন নতুন একটা বিষয় নিয়ে আলোচনা শুরু হয়েছে ফেসবুক ও ব্লগে। সেলিব্রিটি আওয়ামী পন্থী ফেসবুকার, সামু'র কয়েকজন ব্লগারও এই বিষয়ে লিখেছেন। সেটা হল, আওয়ামী লীগ তো ভালো না। তাহলে কাকে চান? বিএনপি কী আওয়ামী লীগের চেয়ে দেশ ভালো চালাবে? বিএনপি তো মৌলবাদীদের ক্ষমতায় বসাবে, খাম্বা দুর্নীতি করবে, তারেক রহমানের মত চোর ফেরত আসবে, উন্নয়ন বাধাগ্রস্থ হবে ইত্যাদি বিষয় এসব আলোচনায় স্থান পাচ্ছে। মূল কথা হল, বিএনপি আওয়ামী লীগ-এর চেয়ে খারাপ ছিল বা খারাপ হবে তাই বিএনপি-কে আসতে দেয়া যাবে না বা দেয়া উচিত না!
৫. দেশের গণতন্ত্রকে কবরে পাঠানোর এ আরেক নতুন ওষুধ যা কৌশলে জনগণকে খাওয়ানো হচ্ছে। এই চিন্তা দেশকে আরো সংঘাতের দিকে নিয়ে যাবে। সবচেয়ে বড় কথা যদি পরবর্তী সরকারও একই চিন্তা করে তাহলে আমরা এক রাজা থেকে আরেক রাজার হাতেই পড়ব। কে আসলে কী হবে এগুলো ভেবে একটা গণতান্ত্রিক পদ্ধতিকে ধ্বংস করা যায় না। কারণ, একটু পর কী হবে সেটাই তো আমরা জানি না। সুষ্ঠ ভোটে যেই আসুক সেই দেশ চালাবে...
১২ ই আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৬:৪০
বিচার মানি তালগাছ আমার বলেছেন: ছাড়তেও পারছি না। পাপের শাস্তি বয়ে বেড়াতে হচ্ছে...
২| ১২ ই আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৬:২৮
সাহাদাত উদরাজী বলেছেন: আমি নিশ্চিত এরা আরো আগামী ৫ বছর ক্ষমতায় থাকবে!
১২ ই আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৬:৪০
বিচার মানি তালগাছ আমার বলেছেন: এরা স্বাভাবিক উপায়ে আর ক্ষমতা ছাড়বে বলে মনে হয় না...
৩| ১২ ই আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৬:৪২
ভ্রমরের ডানা বলেছেন:
গান কেমন লাগল....
১২ ই আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৬:৪৮
বিচার মানি তালগাছ আমার বলেছেন: এই গানটার যে বাংলা ভার্সান ছিল জানতাম না। উর্দুর মাদকতা বাংলাতে পাওয়া যায়নি...
৪| ১২ ই আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৬:৪৫
ভীতু সিংহ বলেছেন: আরো ৫ বছর এই দানব(পড়ুন সরকার) আমাদেরকে শাসন করে যাবে।
১২ ই আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৬:৪৯
বিচার মানি তালগাছ আমার বলেছেন: কোন পাপের শাস্তি জানি না...
৫| ১২ ই আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৬:৪৮
রাজীব নুর বলেছেন: বিয়ের অনুষ্টান শেষ। ‘অতঃপর তাহারা সুখে-শান্তিতে বসবাস করিতে লাগিলো’- গল্পের মতোন জীবনের কাহিনীর সমাপ্তি ঘটে না ।
১২ ই আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৬:৫০
বিচার মানি তালগাছ আমার বলেছেন: ঘটে মাঝে মাঝে। তবে অনেক চড়াই উৎরাই পার হয়ে। হয়তো শেষ জীবনে গ্রামে...
৬| ১২ ই আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৬:৫২
১২ ই আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৬:৫৭
বিচার মানি তালগাছ আমার বলেছেন: হাহাহা! নষ্ট রাজনীতির সময়ে একটু ভালো লাগা...
৭| ১২ ই আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৬:৫৯
ভ্রমরের ডানা বলেছেন:
নষ্ট আমরা, রাজনীতি ঠিকই আছে.... গানের মজা নিয়া ধন্য করিলেন!
১২ ই আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৭:১১
বিচার মানি তালগাছ আমার বলেছেন: ধন্যবাদ মন্তব্যর জন্য...
৮| ১২ ই আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৭:০৮
শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন: মেয়াদ উত্তীর্ণ বড়ির সাইড ইফেক্ট প্রথম পর্রযায়ে শহনশীল হয়। পরে যখন ইফেক্ট সারা বডিতে ক্রিয়া করে তখন হায় হুতাশ করে বড়ি গিলার জন্য আফসোস করে। হয়ত আফসোসের সময় ঘনিয়ে আইছে।
১২ ই আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৭:১০
বিচার মানি তালগাছ আমার বলেছেন: দেখা যাক, আফসোসের সময় বাড়ে না শেষ হয়...
৯| ১২ ই আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৭:১১
ভ্রমরের ডানা বলেছেন: গোবরের সারে দেশ ভরে গেছে!
১২ ই আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৭:২৫
বিচার মানি তালগাছ আমার বলেছেন: তবুও আশায় থাকি...
১০| ১২ ই আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৭:১৯
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: জামাই বেড়াতে এসে স্থায়ী হয়ে গেছে, ঝাটু পিটা ছাড়া বিদায় সম্ভব নয়।
১২ ই আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৭:২৬
বিচার মানি তালগাছ আমার বলেছেন: ঝাড়ু পিটানির আগেই তেনারা কে কোন জায়গা দখল করবেন সেই স্বপ্ন দেখা শুরু করে দেন। যত্তসব লোভী রাজনীতিবিদ...
১১| ১২ ই আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৭:২০
চাঁদগাজী বলেছেন:
আওয়ামী লীগ জিয়ার আদর্শ অনুসরণ করে চলছে; তারা যদি মানুষের স্বপ্ন ও মানুষের আশা পুরণে সামান্যও কাজ করতো, মানুষ তাদের সাথেই থাকতো।
যদি বিএনপি-জামাত ভোটে জয়ী হওয়ার সম্ভাবনা দেখা দেয়, আওয়ামী লীগের উচিত হবে বিনা ঘোষণায় ভোট পিছিয়ে দেয়া
১২ ই আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৭:২৮
বিচার মানি তালগাছ আমার বলেছেন: কারণটা কি? আপনি গণতান্ত্রিক পদ্ধতিকে পছন্দ করছেন না?
১২| ১২ ই আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৭:২৩
সাইন বোর্ড বলেছেন: মিথ্যাকে প্রতিদিন প্রচার করলে সত্য হিসাবে যদি সেটা গেলানো যায়, মন্দ কি ? যদিও ক্ষমতাকে ধরে রাখতে এসব প্রয়োজন বলে অামি মনে করিনা ।
১২ ই আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৭:৩০
বিচার মানি তালগাছ আমার বলেছেন: আওয়ামী লীগ এখন উন্মাদ হয়ে গিয়েছে ক্ষমতা হারানোর ভয়ে...
১৩| ১২ ই আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৭:২৬
যুক্তি না নিলে যুক্তি দাও বলেছেন: ওসব বাদ, আমরা ম্যাংগো পিপুল এটা খাইতে দোষ নেই।
১২ ই আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৭:৩৩
বিচার মানি তালগাছ আমার বলেছেন: কোন দোষ নেই। দিন শেষে তো আমরা ভালো থাকার অভিনয় করেই চলেছি...
১৪| ১২ ই আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৭:৩২
ভ্রমরের ডানা বলেছেন:
বিএম্পির কি মরার সময় মকরধ্বজ লাগিবে নাকি?
১২ ই আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৭:৩৫
বিচার মানি তালগাছ আমার বলেছেন: সময় কখন কার জন্য লাগাবে বলা যায় না...
১৫| ১২ ই আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৭:৩৮
চাঁদগাজী বলেছেন:
লেখক বলেছেন, " কারণটা কি? আপনি গণতান্ত্রিক পদ্ধতিকে পছন্দ করছেন না? "
-আমি অবশ্যই গণতন্ত্রে বিশ্বাসী মানুষ; বিএনপি ও জাপা বেআইনী দল, জামাত ১৯৭১ সালে গণহত্যা চালানোর কারণে ভোটে অংশ নিতে পারবে না।
১২ ই আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৭:৫৪
বিচার মানি তালগাছ আমার বলেছেন: ঠিক আছে। জামায়াত, বিএনপি, জাপা সব নতুন দল করে নতুন নাম নিয়ে ক্ষমতায় আসবে। তারপর তো কোন সমস্যা থাকার কথা নয়...
১৬| ১২ ই আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৭:৫৪
চাঁদগাজী বলেছেন:
জেনারেল আইয়ুব খান, টিক্কা খান, জেনারেল জিয়াউল হক, জেনারেল পারভেজ মোশারফের প্রেসিডেন্ট হওয়া ও তাদের দল গঠনকে আপনি কিভাবে দেখেন?
১২ ই আগস্ট, ২০১৮ রাত ৮:০৮
বিচার মানি তালগাছ আমার বলেছেন: যদি আইন বাধা না দেয় যে কোন নাগরিক দল গঠন করতে পারে। কোন বিশেষ ব্যক্তি দল গঠন না করার কোন আইন নেই।
১৭| ১২ ই আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৭:৫৮
আবু হাসান লাবলু বলেছেন: ভাই যত কিছুই বলেন বাদামী লেবুর বাম্পার ফলন--------------------------------------
১২ ই আগস্ট, ২০১৮ রাত ৮:০৯
বিচার মানি তালগাছ আমার বলেছেন: প্রতি বছরই হয়...
১৮| ১২ ই আগস্ট, ২০১৮ রাত ৮:০৬
ভ্রমরের ডানা বলেছেন:
অন্ধকারে আছি মশাই!
১২ ই আগস্ট, ২০১৮ রাত ৮:০৯
বিচার মানি তালগাছ আমার বলেছেন: আলো আসবেই...
১৯| ১২ ই আগস্ট, ২০১৮ রাত ৮:৪৪
চাঁদগাজী বলেছেন:
লেখক বলেছেন, " ঠিক আছে। জামায়াত, বিএনপি, জাপা সব নতুন দল করে নতুন নাম নিয়ে ক্ষমতায় আসবে। তারপর তো কোন সমস্যা থাকার কথা নয়.. "
-ভালো, তারা নতুন নামে, নতুন বাই-ল'সহ রেজিষ্ট্রেশন করুক; আপনি তা সাপোর্ট করেন তো?
১২ ই আগস্ট, ২০১৮ রাত ৮:৪৬
বিচার মানি তালগাছ আমার বলেছেন: অবশ্যই।
২০| ১২ ই আগস্ট, ২০১৮ রাত ৮:৪৮
পাঠকের প্রতিক্রিয়া ! বলেছেন: কী দরকার নির্বাচনের নামে কোটি কোটি টাকা নষ্ট করার। তার চেয়ে লীগই দেশ চালাক।
পরিবারতন্ত্রের কফিনে পেরেক মারার কাজ চালু হয়েছে। আমি টেকনিক্যালি অনেক তরুণের সাথে কথা বলেছি, ওদের বেশীরভাগই জাশি, জাপা , লীগ, দল কাউকেও বিশ্বাস/পছন্দ করে না। দু-এক দশকের মধ্যে এই দলগুলো দেউলিয়া হয়ে যাবে।।
১২ ই আগস্ট, ২০১৮ রাত ৯:০১
বিচার মানি তালগাছ আমার বলেছেন: সেটা হলে তো ভালোই হয়। কিন্তু সমস্যা হচ্ছে চামচারা তরুণদের হাতে ক্ষমতা দিতে চায় না। যার কারণে পরিবারতন্ত্রও বিলুপ্ত হয় না...
২১| ১২ ই আগস্ট, ২০১৮ রাত ৮:৫৮
শাহিন-৯৯ বলেছেন:
মন্তব্যগুলো পড়ে বুঝলাম লীগ মশাইদের খুঁটির জোর ধীরে ধীরে কমছে, তাই শেষ চেষ্টা হিসাবে চেতনা ব্যাবহার হবে খুব শ্রীঘ্রই সাথে চোখের পানি ফ্রি।
১২ ই আগস্ট, ২০১৮ রাত ৯:০২
বিচার মানি তালগাছ আমার বলেছেন: চোখের পানির ব্যবহার ইতোমধ্যেই শুরু হয়ে গিয়েছে। সোশাল মিডিয়ায় কেউ কেউ বলছে, স্বাধীনতার স্বপক্ষের(!) লোকেরা আরও লুটপাট করলেও রাজাকারদের হাতে ক্ষমতা যাক সেটা তেনারা চান না...
২২| ১২ ই আগস্ট, ২০১৮ রাত ৮:৫৯
ঢাবিয়ান বলেছেন: এত কিছু হয়ে যাবার পরও যারা মনে করে শেখ হাসিনা আবারো ৫ই জানুয়ারী মার্কা নির্বাচন করবে আর জনগন বসে বসে কলাবাগানের কলা খাবে, তবে কিছু বলার নাই। এইবার শেখ হাসিনাকে হয় সুষ্ঠু নির্বাচন দিতে হবে, নতুবা আবারো দেশে আন্দোলনের মত পরিস্থিতি হবে। এদের পতন এবার নিশ্চিত।
১২ ই আগস্ট, ২০১৮ রাত ৯:০৩
বিচার মানি তালগাছ আমার বলেছেন: কেউ তো মনে করছে না। কিন্তু তিনি তো অনেক লোভী ও হিংসুক। তিনি কি এত সহজে ছাড়তে চাইবেন ক্ষমতা?
২৩| ১২ ই আগস্ট, ২০১৮ রাত ৯:০৫
চাঁদগাজী বলেছেন:
বেআইনী দলগুলোকে ভোট করতে দেয়া ভুল হবে।
১২ ই আগস্ট, ২০১৮ রাত ৯:১২
বিচার মানি তালগাছ আমার বলেছেন: বেআইনী সেটা আদালত দ্বারা প্রমাণিত হতে হবে। আইনের প্রতি সবাই শ্রদ্ধাশীল। বিশেষ করে বড় দলগুলো!
২৪| ১২ ই আগস্ট, ২০১৮ রাত ৯:০৭
শাহিন-৯৯ বলেছেন:
আমার প্রচুর লীগ বন্ধু আছে তাদের কথা শুনে মনে হয় শুধু মাদক ব্যাবসায়ীরা ছাড়া কোন লীগ সমর্থক চাই না যে ৫ই জানুয়ারী মার্কা নির্বাচন হোক। ছাত্র রাজনীতির পর আর কোনদিন রাজনীতির করার শখ আমার হয় নাই কিন্তু ঐ যে নেশা। আর নেশার কারণেই মাঝে মাঝে লীগ ও দলের সর্মথকদের সাথে একটু ক্যাচাল করি।
১২ ই আগস্ট, ২০১৮ রাত ৯:১৫
বিচার মানি তালগাছ আমার বলেছেন: আমি প্রবাসে আছি। ২/১ জন অন্ধ সমর্থক ছাড়া ৯৯% মানুষ এই সরকারের পরিবর্তন চায়। ঠিক একই অবস্থা পত্রিকার জরিপ, চা দোকানের আড্ডাতেও। তাহলে আওয়ামী লীগকে চায় কারা? কিছু চেতনাজীবি আর লুটপাট জারি রাখাওয়ালারা ছাড়া আর কেউ এই সরকারকে চায় না...
২৫| ১২ ই আগস্ট, ২০১৮ রাত ৯:০৯
শাহিন-৯৯ বলেছেন:
@চাঁদগাজীর কাছে আমার প্রশ্ন- বঙ্গবন্ধু বাকশাল করার পর কি আওয়ামলীগ নামে কোন দল তখন ছিল?
১২ ই আগস্ট, ২০১৮ রাত ৯:১৬
বিচার মানি তালগাছ আমার বলেছেন: চাঁদগাজীর মতে বাকশাল ব্যবস্থা বর্তমান শেখ হাসিনার শাসনের চেয়ে ভালো ছিল...
২৬| ১২ ই আগস্ট, ২০১৮ রাত ৯:৫৮
চাঁদগাজী বলেছেন:
@শাহিন-৯৯ ,
"@চাঁদগাজীর কাছে আমার প্রশ্ন- বঙ্গবন্ধু বাকশাল করার পর কি আওয়ামলীগ নামে কোন দল তখন ছিল? "
-আওয়ামী লীগের নাম ৪ বার বদল হয়েছে; বিএনপি'র নাম ২ বার বদল হয়েছে; আওয়ামী লীগ নিশ্চয় আপনি গঠন করেননি, যারা গঠন করেছেন, তারাই সেখানে আছেন।
১২ ই আগস্ট, ২০১৮ রাত ১১:০৫
বিচার মানি তালগাছ আমার বলেছেন: নাম বদল হলেও বিএনপি, জামায়াত, জাপার নীতি বদল হবে বলে মনে হয় না...
২৭| ১২ ই আগস্ট, ২০১৮ রাত ৯:৫৯
ভবিষ্যত বলেছেন: চাদগাজী আংকেল . পচা আম কে আর চিইপেন না......আপনাদের সমস্যা হল আপনারা নতুন কিছুর পক্ষে না...আপনারা পুরান...
[চাঁদগাজী বলেছেন:
আওয়ামী লীগ জিয়ার আদর্শ অনুসরণ করে চলছে; তারা যদি মানুষের স্বপ্ন ও মানুষের আশা পুরণে সামান্যও কাজ করতো, মানুষ তাদের সাথেই থাকতো।
যদি বিএনপি-জামাত ভোটে জয়ী হওয়ার সম্ভাবনা দেখা দেয়, আওয়ামী লীগের উচিত হবে বিনা ঘোষণায় ভোট পিছিয়ে দেয়া ]
১২ ই আগস্ট, ২০১৮ রাত ১১:০১
বিচার মানি তালগাছ আমার বলেছেন: উনাদের কথা হল, বিএনপি খারাপ। তাই আওয়ামী লীগ অন্যায় করলেও বিএনপিকে আসতে দেয়া যায় না...
২৮| ১২ ই আগস্ট, ২০১৮ রাত ১০:২২
রাকু হাসান বলেছেন:
ভাল লিখেছেন । ++ এমন টা ভাবা স্বাভাবিক । আওয়ামী লীগ শুধু উন্নয়ন দিয়ে জনগনে কে খুশি করতে পারবে না ,পারেও নি । বাকি বিষয়গুলো ঠিক ভাবে করা উচিত ছিল ।এখন এমন হচ্ছে আওয়ামী লীগ ক্ষমতা ছাড়তে ভয় । এরা সহজে যাবে না ,মনে হয় । শেষ পর্যন্ত স্বৈরাচারী অপবাদ নিয়ে গেলে ,দীর্ঘমেয়াদী ক্ষতি করবে । বিম্পি আসলে আবার যদি মার মার কাট কাট করে তাহলে সেই বলির পাঠা আপনি আমি । করবেও অতীত যা বলে ,
১২ ই আগস্ট, ২০১৮ রাত ১০:৫৯
বিচার মানি তালগাছ আমার বলেছেন: বিএনপি'র সেই অবরোধের আমি একজন চরম ভূক্তভোগী। আমি হরতাল, অবরোধ করে সরকার পতনের পক্ষপাতী না। তবে এগুলো করা ছাড়া স্বৈরাচার হটেও না। আর বিএনপি যে পারবে না সেটা ৫ বছরেই বোঝা হয়ে গিয়েছে। এখন শুধু ঐ পাড়ার লোকেরা কিংবা প্রাকৃতিক কোন কারণ ছাড়া তেনার সরার আর কোন উপায় দেখি না...
২৯| ১২ ই আগস্ট, ২০১৮ রাত ১১:০৬
রাকু হাসান বলেছেন:
‘‘ এখন শুধু ঐ পাড়ার লোকেরা কিংবা প্রাকৃতিক কোন কারণ ছাড়া তেনার সরার আর কোন উপায় দেখি না...’’ যথার্থ বলেছেন । আমার ও তেমন টা মনে হয় ।
ভাল থাকবেন । শুভরাত্রি ।
১২ ই আগস্ট, ২০১৮ রাত ১১:৪৪
বিচার মানি তালগাছ আমার বলেছেন: শুভরাত্রি...
৩০| ১২ ই আগস্ট, ২০১৮ রাত ১১:৩১
আরণ্যক রাখাল বলেছেন: মানুষ আওয়ামীলীগের আগের সরকার গুলোকেও তো দেখেছে। আমার পূর্নিমা ধর্ষণের কথাটা মনে পড়ে খুব। আর কিছুই বলব না। অন্তত ওমন আর এখন হচ্ছে না
১২ ই আগস্ট, ২০১৮ রাত ১১:৪৬
বিচার মানি তালগাছ আমার বলেছেন: সবই একই পুকুরের মাছ। তাই বলে একজন আজীবন থাকতে পারে না...
৩১| ১২ ই আগস্ট, ২০১৮ রাত ১১:৪৫
চাঁদগাজী বলেছেন:
আপনি বলেছেন, " যদি আইন বাধা না দেয় যে কোন নাগরিক দল গঠন করতে পারে। কোন বিশেষ ব্যক্তি দল গঠন না করার কোন আইন নেই। "
-দেশের সামরিক ব্যক্তিত্ব ও প্রশাসনিক ব্যক্তি চাকুরীতে থাকাকালীন দল গঠন করতে পারবেন না।
১২ ই আগস্ট, ২০১৮ রাত ১১:৪৮
বিচার মানি তালগাছ আমার বলেছেন: সহসা আর কেউ এই সাহস করবে না...
৩২| ১২ ই আগস্ট, ২০১৮ রাত ১১:৫২
শাহারিয়ার ইমন বলেছেন: সুষ্ঠ ভোট হলে আওয়ামিলীগ জিততে পারবেন আ, সুষ্ঠ ভোট হওয়ার কোন সম্ভাবনা নাই
১২ ই আগস্ট, ২০১৮ রাত ১১:৫৪
বিচার মানি তালগাছ আমার বলেছেন: আওয়ামী লীগ নিজে কি বিএনপি-কে বিশ্বাস করবে?
৩৩| ১৩ ই আগস্ট, ২০১৮ রাত ১২:০০
শাহারিয়ার ইমন বলেছেন: কখনই না <
১৩ ই আগস্ট, ২০১৮ রাত ১২:০৪
বিচার মানি তালগাছ আমার বলেছেন: যে আকাম করছে একবার ক্ষমতা বদলে গেলে যে দৌড়ের উপরে থাকতে হবে সেটা তেনারাও জানে...
৩৪| ১৩ ই আগস্ট, ২০১৮ রাত ৩:৫৯
হাসান কালবৈশাখী বলেছেন:
বিএনপি কি ক্ষমতায় এসে গনতন্ত্র প্রতিষ্ঠা করবে?
বাক স্বাধীনতা বর্তমানে যা আছে তারচেয়ে বেশি দিবে?
বেশি না দেক না দেক বর্তমানে যা আছে এটুকু দিলেও বিম্পি আওয়ামী োোদনে ৬ মাসও টিকতে পারবে না।
তাই বিম্পি-জামাটকে এরদোগান স্টাইল শৈরাচারি রেজিম করতে হবে।
১৩ ই আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৬:৩৫
বিচার মানি তালগাছ আমার বলেছেন: আপনার সাথে একমত। আওয়ামী লীগ বিরোধী দলে থাকলে বিএনপিকে এরদোয়ান টাইপ হতেই হবে। কারণ, আওয়ামীলীগের কর্মীরা বিএনপি-দের মত জামায়াত-হেফাজতের উপর নির্ভর করে না...
৩৫| ১৩ ই আগস্ট, ২০১৮ ভোর ৪:৩৫
ঠাকুরমাহমুদ বলেছেন: বাংলাদেশের প্রতিটি রাজনৈতিক দল ডাষ্টবিনে ময়লার কীট - একমাত্র রাজনৈতিক দল “ঝামাতে এসলাম” বাদে “তারা ধর্মের কল বাতাসে নড়বে হেলবে দুলবে নাচবে - সঙ্গী হবে হুর অথবা লেজকাটা একটি কুকুর !!!
১৩ ই আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৬:৩৬
বিচার মানি তালগাছ আমার বলেছেন: খুব কমই আছে সৎ ও দেশপ্রেমিক...
৩৬| ১৩ ই আগস্ট, ২০১৮ সকাল ১১:০০
মোঃ মাইদুল সরকার বলেছেন:
রাজনীতির নামে এখন পেটনীতি শুরু করেছে.................
১৩ ই আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৬:৩৬
বিচার মানি তালগাছ আমার বলেছেন: এতো অনেক আগে থেকেই শুরু হয়েছে। বলা যায় স্বাধীনতার পরপরই...
৩৭| ১৩ ই আগস্ট, ২০১৮ দুপুর ১২:০৮
রাফা বলেছেন: আমি খাইতে না পারলে তোরেও খাইতে দিমুনা এই আদর্শের রাজনীতি যারা করে তাদের'কে এনে ক্ষমতায় বসিয়ে দিলে যদি গণতন্ত্র কায়েম হইয়া যাইতো।তাইলেতো জিয়া ,এরশাদ আর খালেদার আমলের শণৈ শণৈ উন্নতিতে দেশে এত অপদার্থের বিস্তার ঘটিতোনা।আওয়ামি লীগকে হারিয়া প্রমাণ করিতে হইবেক বাংলাদেশে গণতন্ত্রের নহর বহিয়া চলিয়াছে।
একজন রাজাকার আজিবন রাজাকারই থাকিবে।একজন মুক্তিযোদ্ধা সেটা নাও থাকিতে পারে ।সেইরুপে লেন্জা ইজ ভেরি ডিফিকাল্ট টু হাইড।সেটা দেশে থাকলে যা বিদেশে থাকলেও তা।সময় মত বের হয়েই যায়.
১৩ ই আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৬:৪০
বিচার মানি তালগাছ আমার বলেছেন: জনপ্রিয়তা যদি আওয়ামীলীগের কম হয় তাহলে তো অবশ্যই হারিতে হইবে। কিন্তু নিজের অধীনে নির্বাচন করিয়া রাজাকারকে নিষিদ্ধ না করিয়া রাজাকারকে ক্ষমতায় আসতে দিব না বলাটা কোন ধরনের গণতন্ত্র?
৩৮| ১৩ ই আগস্ট, ২০১৮ দুপুর ১২:৫০
তারেক ফাহিম বলেছেন: নির্বাচনকে কেন্দ্র করে দেশের ও জনগণের অনেক সম্পদ নষ্ট হবে।
১৩ ই আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৬:৪১
বিচার মানি তালগাছ আমার বলেছেন: শুধু নষ্ট না, লুটপাট ও লেনদেনও চলবে...
৩৯| ১৩ ই আগস্ট, ২০১৮ দুপুর ১:০০
বিজন রয় বলেছেন: কাদের আর ফকরুলের মধ্যে পার্থক্য কি কি ?
১৩ ই আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৬:৪১
বিচার মানি তালগাছ আমার বলেছেন: একজন সাদা বললে আরেকজন সেটাকে কালো বলবে...
৪০| ১৩ ই আগস্ট, ২০১৮ দুপুর ১:২৫
সনেট কবি বলেছেন: উচিৎ কথা বলেছেন। কিন্তু এদেশের রাজনীতি এ সামান্য কথাটুকুই বিশ্বাস করেনা। তারা বুঝে শুধু তাদের ভাগেরটা।
১৩ ই আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৬:৪২
বিচার মানি তালগাছ আমার বলেছেন: এভাবে চললে আমাদের কপালে আরো বেশী দুঃখ অপেক্ষা করছে। এক সময় তো এসব বন্ধ করতেই হবে...
৪১| ১৩ ই আগস্ট, ২০১৮ বিকাল ৩:৫১
কিশোর মাইনু বলেছেন: আমি ব্যাক্তিগত ভাবে মনে করি দুই খারাপের মধ্যে অপেক্ষাকৃত কম খারাপটায় আমাদের গ্রহণ করা উচিত।
আর মনে হয় না এই ব্যাপারে কোন সন্দেহ আছে, হাসিনা খালেদার থেকে বেটার।
১৩ ই আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৬:৪৪
বিচার মানি তালগাছ আমার বলেছেন: যাই হোক সেটা নির্ধারিত হবে সঠিক গণতান্ত্রিক পদ্ধতিতে...
৪২| ১৩ ই আগস্ট, ২০১৮ বিকাল ৪:৩৭
হাসান জাকির ৭১৭১ বলেছেন: আসলেই কি বেটার কেউ আছে?
১৩ ই আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৬:৪৫
বিচার মানি তালগাছ আমার বলেছেন: আপেক্ষিক ব্যপার। সেটা সুযোগ না দিলে কীভাবে বুঝবেন বা জানবেন?
৪৩| ১৩ ই আগস্ট, ২০১৮ বিকাল ৫:৩৪
জাহিদ হাসান বলেছেন: আওমীলীগ খারাপ না। আওমীলীগ খুবই ভালো দল। কিন্তু আওমীলীগের নেতারা ভালো না। মন্ত্রী- এমপিরা অধিকাংশই জনগনের ঘৃণার পাত্র হয়ে উঠেছে। কোন ছাত্রের সামনে যদি বলেন ‘আমাদের শিক্ষামন্ত্রী খুবই ভালো’ আপনার বেদম মাইর খাওয়ার সম্ভাবনা আছে !
১৩ ই আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৬:৪৯
বিচার মানি তালগাছ আমার বলেছেন: ভাই দল হিসেবে কারো আদর্শই দেশবিরোধী না। সবাই দেশপ্রেমকে ধারণ করে। কিন্তু কিছু লোকের কারণে দলের বদনাম হয়। শুধু শিক্ষামন্ত্রী না, অর্থমন্ত্রী ভালো কইলেও মাইর খাওয়ার ১০০% সম্ভাবনা আছে...
৪৪| ১৩ ই আগস্ট, ২০১৮ রাত ৮:১৬
ল বলেছেন: জালিমরা ক্ষমতায় থাকলে
দেশের সম্মানিত লোকেরা অপমান অপদস্থ হয়
এগুলোই আল্লাহর কঠিন পরিক্ষা
১৩ ই আগস্ট, ২০১৮ রাত ৮:৪৭
বিচার মানি তালগাছ আমার বলেছেন: সেই আল্লাহর কাছেই তো তাদের ফেরত যেতে হবে - সেই খেয়াল তো তাদের নেই...
৪৫| ১৩ ই আগস্ট, ২০১৮ রাত ৮:৩৯
রাজীব নুর বলেছেন: শুধুমাত্র একটি খাবার রয়েছে পৃথিবীতে যেটি পঁচে যায় না। বলুন তো সেটি কী?
১৩ ই আগস্ট, ২০১৮ রাত ৮:৪৯
বিচার মানি তালগাছ আমার বলেছেন: মধু...
৪৬| ১৩ ই আগস্ট, ২০১৮ রাত ১০:৪৪
ঠাকুরমাহমুদ বলেছেন: জাহিদ হাসান বলেছেন: - - -- কোন ছাত্রের সামনে যদি বলেন ‘আমাদের শিক্ষামন্ত্রী খুবই ভালো’ আপনার বেদম মাইর খাওয়ার সম্ভাবনা আছে
বাংলাদেশে শিক্ষামন্ত্রী ও শিক্ষার অব্যাবস্থাপণার জন্য আপনার মতো ছাত্র ও কলেজে আছে !!! তা না হলে এই দেশে ৩০% - ৪৫ % ছাত্র এস এস সি পাশ করার কথা না । আর কওমী মাদ্রসা, আলিয়া মাদ্রাসা, আয়েমী জাহেলিয়া মাদ্রাসা অনেক অনেক আগে ব্যান করে দখলকৃত সরকারী খাস জমীতে খেলার মাঠ না হোক অন্তত আবর্জনার স্তুপ হতো না ।
বুকের পাটা থাকলে মন্ত্রীদের সামনে গিয়ে গালি দেবেন, ব্লগে কাউকে মারবে বলে নিজেকে হাসির ছোট পাত্র/ডিব্বা বানাবেন না ।।
১৩ ই আগস্ট, ২০১৮ রাত ১১:১২
বিচার মানি তালগাছ আমার বলেছেন: মন্তব্যর জন্য ধন্যবাদ...
৪৭| ১৪ ই আগস্ট, ২০১৮ রাত ১২:১৪
রাফা বলেছেন: আসলেই বাংলাদেশিদের মেমোরি যে গোল্ডফিস মেমোরি আপনি তাহা আরো একবার প্রমাণ করিতে পারিয়াছেন।রাজাকাররা নিষিদ্ধই ছিলো আজিবনের জন্য।ইহাতে নাকি বহু দলিয় গণতন্ত্র ব্যহত হইতেছিলো জনৈক জেনারেলের দ্বষ্টিতে।এক ঝটকায় উহা বিতারিত করিয়া আমাদেরকে ভুতের মত উল্টা পায়ে কিভাবে হাটিতে হয় তাহা শিক্ষা দিলেন। তো আপনি আবার চাহিতেছেন আমরা বার বার তথাকথিত ঝাতিয়তাবাদিদের সাথে হা ডু ডু খেলিতে থাকি।আর তাদের হাতে ব্ল্যাংক চেক দিয়ে রাখি।আপনাদের জন্য রাজাকার তোষণ নীতি জায়েজ।
কি বলেন,জনাব?
১৪ ই আগস্ট, ২০১৮ রাত ১:০৭
বিচার মানি তালগাছ আমার বলেছেন: যখন কোন যুক্তি দিবেন তখন আইন ও সংবিধান অনুযায়ী দিবেন। তা না হলে অন্ধ সমর্থক বলে স্বীকৃতি পাবেন। ধন্যবাদ।
৪৮| ১৪ ই আগস্ট, ২০১৮ রাত ১২:২৯
আলআমিন১২৩ বলেছেন: আওয়ামী লীগ জিতবে। জিতার জন্য প্রয়োজনীয় ফেক্টরগুলি প্রোপারলি হ্যান্ডল করার বুদ্ধি ও ক্ষমতায় থেকে নির্বাচন করার সুবিধাগুলি তাদের রয়েছে।এছাড়া আমলা ও পুলিশ যে কোন ভাবেই আওয়ামী লীগেকে তাদের চাকরী ও পদ পদবী টিকিয়ে রাখার স্বার্থেই জিতাবে।কেউ রিস্ক নিবেনা। পক্ষান্তরে বিএনপি র একমাত্র যোগ্যতা হলো বেগম খালেদা জিয়ার ব্যাক্তিগত জনপ্রিয়তা। তবে নি্বাচনে জনগনের ভোট দেয়ার সূযোগের উপর এটা নির্ভর করবে। এছাড়া নির্বাচনের মুহুর্তে খালেদার জনপ্রিয়তা কতটুকু থাকবে তাও একটি বিরাট প্রশ্ন।
দেখা যাক কি হয়? যেই আসুক আমরা চাই ভাল সরকার আসুক- যাতে সবাই মিলে ভালো থাকি।
১৪ ই আগস্ট, ২০১৮ রাত ১:০৯
বিচার মানি তালগাছ আমার বলেছেন: আওয়ামীলীগ নির্দলীয় সরকারের অধীনে জিতলে কারো কিছু বলার নেই। এটাই গণতন্ত্রের নিয়ম। আজকেই নজরুল ইসলাম খান বলেছেন, খালেদাকে গ্রেফতারের সময়ের চেয়ে মুক্তির জনপ্রিয়তা আরো বেশী হবে। সেটা আওয়ামী লীগ কীভাবে ঠেকাবে?
৪৯| ১৪ ই আগস্ট, ২০১৮ রাত ২:৩৭
রাফা বলেছেন: আমি যে কমেন্ট করেছি সেটা কোথা হইতে করলাম!! আপনি কি ভাবছেন উহা আল্লহ প্রেরিত ওহি? একেবারে আদি ও অক্বত্তিম সংবিধানের আলোকেই বলিয়াছি।নাকি আপনি জিয়ার সংবিধানের আলোকে বলিতে চাহিয়াছেন,খোলশা করিয়া বলুন।না জানিলে লজ্জার কিছু নাই ,কিন্ত ভুল তথ্য দিয়ে মানুষকে বিভ্রান্ত করবেননা দ্য়া করে।
১৪ ই আগস্ট, ২০১৮ রাত ২:৪৩
বিচার মানি তালগাছ আমার বলেছেন: আপনার নেতা বঙ্গবন্ধু ৪টি অপরাধ ছাড়া আর সবাইকে সাধারণ ক্ষমা ঘোষণা করেছিলেন। আর 'দালাল আইন' ছিল সেটা আমার জেনারেল বাদ করে দিয়েছেন। তারপর আর এসব নিয়ে কোন কথা হয়নি। ব্যবসা শুরু হয়েছে ২১ বছর পর আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর। তবে এই ব্যবসার বাজার এখন পড়তির দিকে...
৫০| ১৪ ই আগস্ট, ২০১৮ রাত ৩:২০
রাফা বলেছেন: আপনি আংশিক সত্য বলিয়াছেন যাহা মিথ্যা হইতেও ভ্য়ংকর। নাম ধরে ধরে জামাত / মুসলিম লীগ/ নেজামি ইসলাম ও ধর্ম নিয়ে রাজনীতি নিষিদ্ধ ছিলো বাংলাদেশের সংবিধানে।যুদ্ধাপরাধিরা নিষিদ্ধ ছিলো নির্বাচনে ও সরকারি নিয়োগে। আরো একটু পড়িুন তারপর লিখুন।
১৪ ই আগস্ট, ২০১৮ রাত ৩:২৯
বিচার মানি তালগাছ আমার বলেছেন: এখনকার কথা বলেন। অতীত নিয়ে আর কত পড়ে থাকবেন? ব্যবসা তো আর জমছে না...
৫১| ১৪ ই আগস্ট, ২০১৮ রাত ৩:৩৯
রাফা বলেছেন: এবার আর সংযত থাকা গেলোনা। আপনার মা অতিত,আপনার দাদা অতিত আমাদের মুক্তিযুদ্ধ অতীত সব ভুলে যান। শুধু আপনি আর আপনার আদর্শ নতুন সেটা নিয়ে থাকেন।
১৪ ই আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৬:৩০
বিচার মানি তালগাছ আমার বলেছেন: মন্তব্য ও আলোচনার জন্য ধন্যবাদ...
৫২| ১৪ ই আগস্ট, ২০১৮ বিকাল ৪:০৯
কাউয়ার জাত বলেছেন:
রাফা আপা, এই ছবিটা কি চিনতে পারেন? নাকি ৯৬ তে নিজামীরা রাজাকার ছিলোনা?
১৪ ই আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৬:৩১
বিচার মানি তালগাছ আমার বলেছেন: থাক, আর লজ্জা দিয়েন না। উনাদের ব্যবসা বন্ধ হয়ে যাওয়ার পথে...
©somewhere in net ltd.
১| ১২ ই আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৬:২৭
ভ্রমরের ডানা বলেছেন: গান শোনেন.....
রাজনীতি অনেক হল! এসব আমাদের জমানো পাপ! না সয়ে উপায় কি!