নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
১. 'বিএনপি ক্ষমতায় আসলে দেশের ক্ষতি হবে'-এই কথার পাশাপাশি আরেকটা কথা আওয়ামী লীগের নেতারা(এবং শেখ হাসিনা) বলে থাকেন তা হল, 'উন্নয়নের ধারাবাহিকতার জন্য আওয়ামী লীগকে ক্ষমতায় থাকতে হবে অথবা উন্নয়ন অব্যাহত রাখার জন্য দীর্ঘকালীন সরকারের দরকার, মালয়েশিয়াতে মাহাতির ২২ বছর ছিল ব্লা ব্লা ব্লা...
২. হয়তো এই কথা বিএনপি বা অন্য দল ক্ষমতায় থাকলেও বলার কথা। কিন্তু এটা একটা হাস্যকর কথা। কারণ, কোন দল ১ টার্ম, ২ টার্ম, ৩ টার্ম হিসাব করে রাজনীতি করে না। যদি সেটাই হয় তাহলে কি আওয়ামী লীগ এবারের পর(অলরেডি টানা ১০ বছর ক্ষমতায়, এবার জিতলে ১৫ বছর হবে) ২০২৪ সালে নির্বাচন করবে না? তখন কি বাংলাদেশের আর উন্নয়নের দরকার হবে না? এবসার্ড...
৩. যেখানে আমাদের এক একজন সভাপতি ৩৫ বছরের মত দল চালাচ্ছেন, সেখানে আমরা কীভাবে ধরে নিব তেনারা বেঁচে থাকতে নির্বাচনে আর না দাঁড়ানোর ঘোষণা দিবেন। যদিও এরশাদ এবারের নির্বাচনকে শেষ নির্বাচন বলেছেন(হয়তো বয়স বিবেচনায়)। কিন্তু কোন দলই কখনো বলে না আমরা ২ মেয়াদ বা ৩ মেয়াদ পর অন্য দলকে ক্ষমতা দিয়ে দিব। এটা কখনোই হবে না...
৪. দলগুলোকে দেশের জন্য সেই রকম উন্নয়ন প্রকল্প হাতে নিতে হবে যা পরবর্তী সরকার বন্ধ করতে না পারে। এমন স্বচ্ছতার সাথে করতে হবে যেন কোন প্রকল্পে দুর্নীতির সংস্পর্শ পেয়ে পরবর্তী সরকার বন্ধ করতে না পারে। দেশ সবার। কোন এক দল বলতে পারে না যে, তারা না থাকলেই দেশের উন্নয়ন বাধাগ্রস্থ হবে। কারণ, অন্য দলকে তো যাচাই করার সুযোগই দেয়া হচ্ছে না...
৫. তর্কের খাতিরে ধরেই নিলাম আওয়ামী লীগ আসলেই চায় অনেক উন্নয়ন করে দেশকে সিঙ্গাপুর/মালয়েশিয়া বানাতে। তাহলে তারা ঘোষণা দেক, কখন তারা আর নির্বাচন করবে না। আসলে সেরকম হিম্মত নেই তাদের। একবার হরতাল নিয়ে বলে তাদের অনেক 'আক্কেল' হয়ে গিয়েছে...
০৩ রা সেপ্টেম্বর, ২০১৮ রাত ৯:৫৭
বিচার মানি তালগাছ আমার বলেছেন: এসব কথা বলে ভোট নেয়ার দিন শেষ...
২| ০৩ রা সেপ্টেম্বর, ২০১৮ রাত ৯:৫৬
চাঁদগাজী বলেছেন:
তোফায়েল ছাত্র রাজনীতিবিদ, দেশ ও জাতির সামগ্রিক উন্নয়নের মডেল ভাবার মতো মগজ নেই উনার।
০৩ রা সেপ্টেম্বর, ২০১৮ রাত ১০:০২
বিচার মানি তালগাছ আমার বলেছেন: তবুও তো ক্ষমতার আশে পাশে থেকেই জীবন পার করে দিল...
৩| ০৩ রা সেপ্টেম্বর, ২০১৮ রাত ৯:৫৯
চাঁদগাজী বলেছেন:
তবে, বিএনপি গঠিত না হলে, জাতি এত পেছনে পড়তো না; জেনারেল জিয়া যতদিন ছিল, ব্যুরোক্রেটরা ভয়ে ব্যস্ততা দেখায়েছে; উনার মৃত্যুর পর, উনাকে বউকে নিয়ে ব্যুরোক্রেটরা পুতুল খেলেছে
০৩ রা সেপ্টেম্বর, ২০১৮ রাত ১০:০৩
বিচার মানি তালগাছ আমার বলেছেন: জিয়া টিকে গেলে আপনিও তার দল করতেন। এক সময় আপনার চিন্তাধারা পরিবর্তিত হত...
৪| ০৩ রা সেপ্টেম্বর, ২০১৮ রাত ১০:০৪
ঢাবিয়ান বলেছেন: পড়লাম খবরটা।উনি বলেছেন যে আওয়ামী লীগ ক্ষমতায় না এলে প্রথম দিনেই এক লাখ লোককে হত্যা করা হবে। খুব একটা অসত্য বলেননি উনি। দীর্ঘদিন ধরে গুম, খুনের শিকার হওয়া বিএনপি নিশ্চই ক্ষমতায় গিয়ে চুপচাপ বসে থাকবে না।
০৩ রা সেপ্টেম্বর, ২০১৮ রাত ১০:১৬
বিচার মানি তালগাছ আমার বলেছেন: হ্যাঁ। প্রতিশোধের আশংকা থেকেই যাচ্ছে। এই ভয়ে আওয়ামী লীগও ক্ষমতা ছাড়তে চাইছে না...
৫| ০৩ রা সেপ্টেম্বর, ২০১৮ রাত ১০:০৯
অপু তানভীর বলেছেন: এই সরকারের আমলে যুক্তিযুক্ত কথা বার্তা বলা নিষেধ !
০৩ রা সেপ্টেম্বর, ২০১৮ রাত ১০:১৬
বিচার মানি তালগাছ আমার বলেছেন: তাইতো ছদ্মনামে বিদেশ থেকে এসব প্রসব করছি...
৬| ০৩ রা সেপ্টেম্বর, ২০১৮ রাত ১০:১১
চাঁদগাজী বলেছেন:
লেখক বলেছেন, " জিয়া টিকে গেলে আপনিও তার দল করতেন। এক সময় আপনার চিন্তাধারা পরিবর্তিত হত..."
-জিয়া টিকে থাকার প্রশ্নই ছিলো না; উনি যতটুকু টকে ছিলেন, সেটা হলো পাকিস্তান থেকে ফিরে আসা অফিসারদের সহযগীতা। শেখ সাহেব, তাজুদ্দিন সাহেব ও জেনারেল খালেদ মোশারফের মৃত্যুর পর, জিয়া বেঁচে থাকার কোন সম্ভাবনাই ছিলো না। উনার বেঁচের থাকার শেষ সুযোগ ছিলো, ৭ই নভেম্বরে খালেদ মোশারফের হাতে ছেড়ে দিয়ে শফি উল্লার মত সেনা বাহিনী ত্যাগ করা।
০৩ রা সেপ্টেম্বর, ২০১৮ রাত ১০:১৮
বিচার মানি তালগাছ আমার বলেছেন: ক্ষমতায় যাওয়ার এরকম সুযোগ হাতে পেলে কেউই ছাড়বে না। জিয়াও ছাড়েনি...
৭| ০৩ রা সেপ্টেম্বর, ২০১৮ রাত ১০:১৯
ইয়াকুবুল হাসান রুপম বলেছেন: বিকল্প নাই তাই বলে তো আমরা গণতন্ত্র হত্যা করতে পারি না! একটা গণতান্ত্রিক দল এসব কথা কেমনে বলে!!
০৩ রা সেপ্টেম্বর, ২০১৮ রাত ১০:২০
বিচার মানি তালগাছ আমার বলেছেন: এক্সেক্টলি এই কথাটাই গত কয়েক পোস্টে বলার চেষ্টা করছি...
৮| ০৩ রা সেপ্টেম্বর, ২০১৮ রাত ১০:২৪
চাঁদগাজী বলেছেন:
লেখক বলেছেন, " ক্ষমতায় যাওয়ার এরকম সুযোগ হাতে পেলে কেউই ছাড়বে না। জিয়াও ছাড়েনি... "
-সেটাই উনার চয়েস ছিলো: জীবন, অথবা ক্ষমতা; সেটাই ঘটেছে
০৩ রা সেপ্টেম্বর, ২০১৮ রাত ১০:২৯
বিচার মানি তালগাছ আমার বলেছেন: হুমম। ধন্যবাদ...
৯| ০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৮ রাত ১২:২১
প্রামানিক বলেছেন: বিপদের কথা।
০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৮ রাত ১২:৩৪
বিচার মানি তালগাছ আমার বলেছেন: আসলেই...
১০| ০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৮ সকাল ৮:০৩
:):):)(:(:(:হাসু মামা বলেছেন: বাফু আমি রাজনীতি মুক্ত ।
০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৮ রাত ৮:২৩
বিচার মানি তালগাছ আমার বলেছেন: বেশীরভাগ মানুষই এখন রাজনীতি থেকে দূরে। খা বাবারা, লুটেপুটে খা...
১১| ০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৮ সকাল ৯:৩১
সাইন বোর্ড বলেছেন: অামার পোস্টেও তোফায়েল অাহমেদের কৌশলী মন্তব্যটির ব্যাপারে বলতে চেয়েছি অনেকটা প্রতীকীভাবে, কারন দেশের মানুষ সবাই শংকায় অাছে, সত্য কথা সরাসরি বলতে ভয় পাচ্ছে ।
০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৮ রাত ৮:২৪
বিচার মানি তালগাছ আমার বলেছেন: সবাই যদি স্পেকুলেশানে ভর করে থাকে তাহলে এই জাতি এগুতে পারবে না। সিস্টেমকে ধ্বংস করা যাবে না...
১২| ০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৮ সকাল ৯:৩৪
রাজীব নুর বলেছেন: আমাদের দেশের রাজনীতিবিদরা অলস। তারা তাদের দায়িত্ব যথাযথভাবে পালন করেন না।
বলুন, রেলমন্ত্রী কি মকি ভালো কাজ করেছেন? শিল্পমন্ত্রী কি কি করেছেন? বিমান মন্ত্রী?? অথবা মেয়র সাঈদ খোকন?
০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৮ রাত ৮:২৫
বিচার মানি তালগাছ আমার বলেছেন: তেনারা ঠিক ভাবে দায়িত্ব পালন করলে আমাকে প্রবাসে থাকতে হত না, আপনাকে বেকার থাকতে হত না...
১৩| ০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১১:১৮
ব্লু হোয়েল বলেছেন: আফগান প্রেসিডেন্ট নজিবুল্লার কথা ভুলে গেলে চলবে না । তোফায়েলের কথাটা ২০ বছর পরে হলেও একই হতে পারে ।
০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৮ রাত ৮:২৭
বিচার মানি তালগাছ আমার বলেছেন: স্থানীয় ভাবে আধিপত্য বিস্তারের চেষ্টা নতুন কিছু নয়। আইন শৃঙ্খলা বাহিনী সজাগ থাকলে এটা কমানো যায়। কিন্তু তাই বলে ক্ষমতা জোর করে থাকা উদ্দেশ্য হতে পারে না...
১৪| ০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১১:৪৫
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: তোফায়েল রা এত বেশি আকাম করেছেন যে, তারা বুঝে গেছেন আওয়ামীলীগের অন্তত ১ লাখ লোক 'খুন হয়ে যাওয়ার মত' অপরাধ করেছে।
০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৮ রাত ৮:২৯
বিচার মানি তালগাছ আমার বলেছেন: আওয়ামী লীগ পুলিশ, সেনাবাহিনী, বিচার বিভাগের সাপোর্ট এমনভাবে পেয়েছে যে তারাও জানে একবার ক্ষমতা পাল্টে গেলে কী হাল হবে তাদের। তাই তারাও আর চাইছে না আওয়ামী লীগ হারুক...
১৫| ০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৮ রাত ১০:১২
আশাবাদী অধম বলেছেন: এই দেশের মানুষের চরিত্র বদল না হলে সরকার পরিবর্তনের দ্বারা তেমন ভালো কিছু আশা করা কঠিন।
০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৮ রাত ১০:১৯
বিচার মানি তালগাছ আমার বলেছেন: আবার এক সরকারের কাছেই দীর্ঘদিন সাজা খাটার কোন মানে হয় না...
©somewhere in net ltd.
১| ০৩ রা সেপ্টেম্বর, ২০১৮ রাত ৯:৫৪
ঢাবিয়ান বলেছেন: বানিজ্যমন্ত্রীর যুক্তিটাই বরং বেশী যৌক্তিক ঠেকছে।