নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
১. বঙ্গবন্ধু মারা যাওয়ার পর আওয়ামী লীগ নেতা মালেক উকিল নাকি বলেছিলেন, 'ফেরাউনের শাসনের পতন হয়েছে।' সেই মালেক উকিল যখন যুক্তরাষ্ট্র নাকি যুক্তরাজ্যে মারা যান শেখ হাসিনা শোক প্রকাশ করেছিলেন...
২. সাকা চৌধুরীকে যখন বহিস্কার করা হয়, তখন তিনি খালেদা জিয়াকে কুকুরের সাথে তুলনা করেছিলেন। সেই খালেদা জিয়া পরে উনাকে দলে নেন ও স্থায়ী কমিটিতে স্থান দেন...
৩. এটা বহুল প্রচলিত। মতিয়া চৌধুরী শেখ মুজিবের চামড়া দিয়ে ডুগডুগি বাজাতে চেয়েছিলেন। সেই মতিয়া চৌধুরী শেখ হাসিনার সবচেয়ে কাছের লোকদের একজন। সবচেয়ে প্রভাবশালী মন্ত্রীদের অন্যতম...
৪. হাসানুল হক ইনু বলেছিলেন, শেখ মুজিব দেশ চালানোর মত যোগ্য নেতা ছিলেন না। তিনি শুধু জ্বালাময়ী ভাষণই দিতে জানেন।(ইউটিউবে আছে এখনো) ইনু-র নেতা কর্নেল তাহের বলেছিলেন, শেখ মুজিবের মৃতদেহ কেন সাগরে ভাসিয়ে দেয়া হল না? সেই ইনু-কে শেখ হাসিনা সম্মানিত করেছেন এমপি/মন্ত্রী বানিয়ে...
৫. শমসের মবিন চৌধুরী যুদ্ধ করতে গিয়ে পায়ে গুলি খান। সেই গুলি মেরেছিল মেজর মান্নান। বর্তমানের সবচেয়ে নিরপেক্ষ রাজনৈতিক গবেষক মহিউদ্দিন আহমদ এই তথ্য দিয়েছেন। সেই মেজর মান্নান যে দলের মহাসচিব সে দলে যোগ দিয়েছেন শমসের মবিন চৌধুরী। বি চৌধুরী মারা গেলে হয়ত মাহী বি চৌধুরী প্রেসিডেন্ট হবেন যদিও পদাধিকার বলে মহাসচিব-ও দল চালাতে পারেন। তখন কি শমসের মবিন মেজর মান্নানকে বস মানবেন?
৬. 'রাজনীতি-তে শেষ কথা বলে কিছু নেই'- এই কথাটা বারবার প্রমাণিত হচ্ছে বাংলাদেশের রাজনীতিতে। এটা আসলে কার কথা? অনেক বছর আগে এক লেখায় পড়েছিলাম এই কথাটা প্রথম বলেছিলেন, আনোয়ার হোসেন মঞ্জু যিনি নিজেও জাতীয় পার্টি, ২০ দলীয় জোট ঘুরে এখন আওয়ামী লীগের আমলে মন্ত্রী...
৩১ শে অক্টোবর, ২০১৮ রাত ৮:৫১
বিচার মানি তালগাছ আমার বলেছেন: সমস্যা নাই। তবে তেনারা দোষ স্বীকার করেছেন বলে জানা যায় না...
২| ৩১ শে অক্টোবর, ২০১৮ রাত ৮:৪৭
নজসু বলেছেন: ছবির ক্যাপশনঃ (ভিডিওতে দেখেছিলাম) আল্লাহ তোমার কাছে বিচার দিলাম.......
৩১ শে অক্টোবর, ২০১৮ রাত ৮:৫২
বিচার মানি তালগাছ আমার বলেছেন: হ্যাঁ। মন্তব্যর জন্য ধন্যবাদ...
৩| ৩১ শে অক্টোবর, ২০১৮ রাত ৮:৫৯
ঢাবিয়ান বলেছেন: বৈবাহিক সুত্রেও এরা অনেকেই একে অপরের আত্মীয়।
৩১ শে অক্টোবর, ২০১৮ রাত ৯:১৬
বিচার মানি তালগাছ আমার বলেছেন: তাতো বটেই। দুই নেত্রী ছাড়া আর সবাই এক সাথে নিয়মিত কথা বলে ও খাওয়া দাওয়াও করে...
৪| ৩১ শে অক্টোবর, ২০১৮ রাত ৯:৫১
আবু তালেব শেখ বলেছেন: বাংলার রাজনীতি পাচাটা নীতির থেকেও জগন্য
৩১ শে অক্টোবর, ২০১৮ রাত ৯:৫৭
বিচার মানি তালগাছ আমার বলেছেন: মেজর আখতারুজ্জামানকে দেখতাম খালেদা জিয়ার বিরোধীতা করতে। ২/৩ বার দল থেকেও বহিস্কার হন। পরে আবার দেখি খালেদা বন্দনা করতে...
৫| ৩১ শে অক্টোবর, ২০১৮ রাত ১০:০৬
আবু তালেব শেখ বলেছেন: সব বুবুরাই সমান। ক্ষমতা ধরে রাখতে দু দলই ভাজা মাছ কড়াই থেকে জ্যান্ত করে। স্বাধীনতা বিরোধী জামাত কে দুদলই ব্যবহার করেছে ক্ষমতা আকড়ে ধরতে।
৩১ শে অক্টোবর, ২০১৮ রাত ১০:১২
বিচার মানি তালগাছ আমার বলেছেন: শুধু জামায়াত কেন, এরশাদকে নিয়ে তো দুই দলই টানাটানি করে। এখন গালি দিলেও কালকে এরশাদ বিএনপি জোটে গেলে শুরু হবে প্রশংসা...
৬| ৩১ শে অক্টোবর, ২০১৮ রাত ১০:১৮
পদ্মপুকুর বলেছেন: এ দেশে রাজনীতি এখন সবচেয়ে লাভজনক ব্যবসা। ব্যবসায়ীরা যেমন বিভিন্ন পণ্য নিয়ে ব্যবসা করেন, একটা ব্যবসায় লস খেলে অন্য ব্যবসা ধরেন, রাজনীতিতেও তাই হচ্ছে..
৩১ শে অক্টোবর, ২০১৮ রাত ১০:২৪
বিচার মানি তালগাছ আমার বলেছেন: সেটা তো অবশ্যই। ব্যবসা না হলে এত বছর কেউ এক পদ আঁকড়ে থাকে?
৭| ৩১ শে অক্টোবর, ২০১৮ রাত ১০:২০
রূপক বিধৌত সাধু বলেছেন: মতিয়া, ইনু মনে হয় তাঁদের পূর্ববর্তী কর্মকান্ডে বিব্রত ও লজ্জিত। বাদল, ইনু কয়েকবার বলেছেন, আমরা যে ভুল করেছি এখন তার কাফফারা দিচ্ছি। শমসের মবিন এর ব্যাপারটা আমার কাছে বেশি অবাক লেগেছে, যদিও বিএনপির অনেক বিতর্কিত সিদ্ধান্তের পরামর্শাদাতা তিনি।
৩১ শে অক্টোবর, ২০১৮ রাত ১০:২৫
বিচার মানি তালগাছ আমার বলেছেন: আমার মনে হয় বিব্রত ও লজ্জিত হলেই দলে নেয়া ঠিক নয়। যারা এ ধরনের আচরণ করবে তাদের জন্য দরজা চিরতরে বন্ধ করা উচিত...
৮| ৩১ শে অক্টোবর, ২০১৮ রাত ১১:০১
পদাতিক চৌধুরি বলেছেন: ইহাকেই রাজনীতি বলে। হা হা হা, আজ শত্রু কাল বন্ধু । কাজেই রাজনীতিতে চিরশত্রু বলে কোন শব্দ নাই ।
শুভকামনা প্রিয় তালগাছ ভাইকে।
৩১ শে অক্টোবর, ২০১৮ রাত ১১:০৫
বিচার মানি তালগাছ আমার বলেছেন: শত্রু-বন্ধু সমস্যা না, এত খারাপ মন্তব্য করেও আবার সেই দলে আদর পাওয়া আমি সমর্থন করি না। ভালো থাকবেন...
৯| ০১ লা নভেম্বর, ২০১৮ রাত ১২:১৫
শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন: ক্ষমতার জন্য রাজনৈতিক নেতারা শয়তানের সাথেও সহবাস করতে রাজি।
০১ লা নভেম্বর, ২০১৮ রাত ১২:২৩
বিচার মানি তালগাছ আমার বলেছেন: মন্দ বলেননি...
১০| ০১ লা নভেম্বর, ২০১৮ রাত ১২:২৩
সাইন বোর্ড বলেছেন: এরা প্রায় সবাই সুযোগ সন্ধানী, স্বার্থের জন্যে বড্ড বেশি চরিত্রহীন ।
০১ লা নভেম্বর, ২০১৮ রাত ১২:২৪
বিচার মানি তালগাছ আমার বলেছেন: এদের কারণে রাজনীতির পরিবর্তন হচ্ছে না...
১১| ০১ লা নভেম্বর, ২০১৮ রাত ২:১১
শাহিন-৯৯ বলেছেন:
মেজর মান্নানের কারণেই বিকল্প ধারা ঐক্যফ্রন্টে যোগ দেয় নাই, মাঝ-খানে বলির পাঠা মাহি বি। অবশ্য এখন মনে হচ্ছে ঐক্যফ্রন্টে যোগ না দিয়ে বিকল্প ধারা লাভই হয়েছে।
শুক্রবারে সম্ভবত শেখ হাসিনা- মাহি বি জন্য একটি মন্ত্রী পোস্ট খালি রাখবে (যদি আগামীতে ক্ষমতা আবার ছিনিয়ে নিতে পারে)
রাজনীতিবিদের মধ্যে- বিএনপির সাবেক বরখাস্ত মহাসচিব মান্নান ভুঁইয়ার একটি কথা আমার খুব ভাল লাগে- উনি যখন একটি কৃষক সংগঠন করেছিলেন (বিএনপি থেকে বরখাস্ত হওয়ার পরে) তখন বলেছিলেন-
"আওয়ামলীগ আর বিএনপি মাল এক, শুধু বোতল ভিন্ন। বিএনপির নেতারা দূর্ণীতির জন্য হন্নে হয় আর লীগের নেতারা তা করতে সিদ্ধহস্ত" (অবিকল মনে নাই তবে কথার অর্থ এই রকম ছিল)
০১ লা নভেম্বর, ২০১৮ রাত ২:২৩
বিচার মানি তালগাছ আমার বলেছেন: মান্নানের চেয়ে মাহী'র দোষ বেশী বলে বিভিন্ন ফোরামে আলোচিত হচ্ছে। তবে বাপ-বেটা একা কিছু করতে পারবে না। আর যদি জিয়ার সুনাম করে আওয়ামী লীগের মন্ত্রী সভায় যায় তাহলে আরো বদনাম হবে তাদের...
১২| ০১ লা নভেম্বর, ২০১৮ রাত ৩:২৩
অনল চৌধুরী বলেছেন: নষ্টদের কাছে যেকোনভাবে স্বার্থ উদ্ধার ছাড়া অার কোন চিন্তা নাই।
০১ লা নভেম্বর, ২০১৮ রাত ৩:৪২
বিচার মানি তালগাছ আমার বলেছেন: ওদের ভাবখানা এমন যেন ২০০ বছর বাঁচবে...
১৩| ০১ লা নভেম্বর, ২০১৮ রাত ১০:০১
অপু দ্যা গ্রেট বলেছেন: কর্নেল তাহের এই উক্তিটি আমি কোথাও পাইনি । যদি সুত্র দিতেন তবে ভাল লাগত ।
আর বাকি গুলোর সাথে আমি একমত । তারচেয়ে আরো বলব এরা সবাই তো প্যাচানো আত্মীয় । তাই এরা পুরানো কতাহ মনে রাখে না ।
তাছাড়া রাজনীতিতে শেষ বলে কিছু নেই ।
০১ লা নভেম্বর, ২০১৮ রাত ১০:০৭
বিচার মানি তালগাছ আমার বলেছেন: কর্নেল তাহেরের এই উক্তিটি জানা যায়, মহিউদ্দিন আহমদ রচিত 'জাসদের উত্থান পতন : অস্থির সময়ের রাজনীতি' নামক বই থেকে...
১৪| ০১ লা নভেম্বর, ২০১৮ রাত ১০:১২
অপু দ্যা গ্রেট বলেছেন: ধন্যবাদ
১৫| ০২ রা নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:৪৮
স্বপ্নীল ফিরোজ বলেছেন:
বাংলাদেশের রাজনীতিক রা খারাপ।
তারা খারাপ মানুষ।
০২ রা নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:৫৬
বিচার মানি তালগাছ আমার বলেছেন: ভাল মানুষের সংখ্যা খুবই কম। ভাল হলে তো দেশের আজ এ অবস্থা হত না...
১৬| ০২ রা নভেম্বর, ২০১৮ রাত ৯:৪৭
মাহমুদুর রহমান বলেছেন: পড়লাম,জানলাম।
০২ রা নভেম্বর, ২০১৮ রাত ১০:৩২
বিচার মানি তালগাছ আমার বলেছেন: ধন্যবাদ আপনাকে...
©somewhere in net ltd.
১| ৩১ শে অক্টোবর, ২০১৮ রাত ৮:৪৪
রাজীব নুর বলেছেন: মানুষ 'মানুষ' বলেই ভুল করে। ভুল করে বুঝতে পারে। পরে নিজেকে সংশোধন করে নেয়।
আর নিজের ভুল বুঝতে পেরে, নিজেকে শুধরে নিলে- সমস্যা কোথায়?