নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

https://www.facebook.com/bicharmani

বিচার মানি তালগাছ আমার

বিচার মানি তালগাছ আমার › বিস্তারিত পোস্টঃ

শেখ হাসিনা বা আওয়ামী লীগ হেরে গেলে কি আওয়ামী লীগারদের দুঃখ পাওয়া উচিত?

১৯ শে নভেম্বর, ২০১৮ রাত ১১:৫০



১. অবশ্যই না। ক্ষমতায় কি কেউ চিরদিন থাকে? টানা ১০ বছর বিশেষ করে গত ৫ বছর(বিনা প্রতিদ্বন্দ্বিতায়) পার করাটাই তো তাদের জন্য সবচেয়ে সুখের স্মৃতি হওয়ার কথা। শেখ হাসিনার জন্য আরো কিছু বিষয় আছে তৃপ্তি নিয়ে অবসরে যাওয়ার -

* মুক্তিযুদ্ধে নেতৃত্ব দানকারী যে আওয়ামী লীগ ২১ বছর ক্ষমতায় আসতে পারেনি সে আওয়ামী লীগকে সর্বশেষ ২২ বছরের মধ্যে ১৫ বছর ক্ষমতায় রাখা
* পিতার খুনীদের বিচার সম্পন্ন ও বাস্তবায়ন করা
* প্রধান আদর্শিক প্রতিপক্ষ জামায়াত নেতাদের বিচার সম্পন্ন ও বাস্তবায়ন করা
* তেনার সবচেয়ে বিব্রতকর রাজনৈতিক ও পারিবারিক প্রতিদ্বন্দ্বী সালাউদ্দিন কাদের চৌধুরীর বিচার সম্পন্ন ও বাস্তবায়ন করা
* নিজের আমলে খালেদা জিয়াকে জেলের ভাত খাওয়ানো
* নিজের প্রধান রাজনৈতিক প্রতিপক্ষ তারেক রহমানকে ১০ বছর মাঠে নামতে না দেয়া

২. একজন রাজনীতিবিদের জন্য এক জীবনে যা যা অর্জন করা যায় তার সবকিছুই শেখ হাসিনা অর্জন করেছেন। তেনার আর কোন অতৃপ্তবোধ থাকার কথা নয়। তিনি হাসিমুখেই বিদায় নেয়ার মত মানসিক অবস্থায় থাকার কথা। অথচ, তিনি তবুও ক্ষমতা ছাড়তে চান না। হারতে চান না। অথচ এই তিনিই ৫৭ বছরে অবসরে যাওয়ার কথা বলেছিলেন। যাই হোক, জনগণ ভোট দিলে আবারও ক্ষমতায় তিনি আসবেন হয়ত বা...

৩. তো, সংখ্যাগরিষ্ঠ জনগণ যদি পুঁটি মাছের মত ঐক্য ফ্রন্টকে ভোট দেয় উনার এত চিন্তা কেন? উনি না হয় খালেদা জিয়ার মত মিথ্যা মামলায় জেল খাটবেন, উনার কিছু নেতা কর্মী না হয় জেলে থাকবে, উনার কিছু সন্ত্রাসী না হয় প্রতিশোধের বলি হয়ে খুন হবে - এই তো! এর চেয়ে বেশী কিছু আর কি হবে?! যেনার পরিবারের এক বোন ছাড়া বাকী সবাইকে হত্যা করা হয়েছে, যিনি এত বড় ট্রমা থেকে বের হয়ে এসে ৩ বার ক্ষমতায় ছিলেন তিনি কেন এত লোভ করবেন ক্ষমতায় থাকার?

৪. স্বাভাবিক গণতন্ত্রের চরিত্র অনুযায়ী বাংলাদেশে কখনো ডানপন্থী, কখনো বামপন্থী, কখনো মধ্যপন্থী সরকার থাকবে। বাংলাদেশের মানুষকে শেখ সাহেবের দল আজীবন করে যেতে হবে এমন কোন দসখত দিতে হয়নি। শেখ সাহেব নিজেও ভোটের মাধ্যমে জিতে ক্ষমতায় যেতে চেয়েছিলেন(যদিও পাকিরা রাজি হয়নি)। তাহলে তেনার কন্যা হয়ে শেখ হাসিনা কেন ভোটের ফলাফল মেনে নিবেন না? তিনি কি গণতন্ত্রের মানসকন্যা নন?

৫. অতএব, মন কে বোঝান। চোরের মন পুলিশ পুলিশ করবেন না। সুষ্ঠু ভোট হতে দিন। জিতলে তো অভিনন্দন। আর হারলেও হারানোর কিছু নেই। 'এন্টি আওয়ামী লীগার' জনগণ যদি ১০ বছর শেখ হাসিনার শাসনে চলতে পারে, তাহলে আপনারা কেন ১০ বছর কামাল হোসেন/খালেদা জিয়া/তারেক রহমান - এর শাসনে চলতে পারবেন না?

মন্তব্য ২৪ টি রেটিং +২/-০

মন্তব্য (২৪) মন্তব্য লিখুন

১| ২০ শে নভেম্বর, ২০১৮ রাত ১২:২৮

পাঠকের প্রতিক্রিয়া ! বলেছেন: আপনার পোস্টগুলো একটু রুঢ় হয়ে যায়। সমালোচনা গুলো আরো বিচক্ষণতার সাথে হওয়া দরকার।


মন্তব্য:
দেশবাসী ১০বছর একদলের ডলা খেয়েছে। তারা যদি রুচির পরিবর্তন করতে চায়, করবে। ইংরেজ, পাকি, দুই পরিবার.... চলছে, চলুক...

২০ শে নভেম্বর, ২০১৮ রাত ১২:৩১

বিচার মানি তালগাছ আমার বলেছেন: তেমন বেশী রুঢ় তো হইনি! হাসান কালবৈশাখী, কলাবাগান বা চাঁদগাজী ভাইয়ের মত তো না!
দেশবাসীর যারে খুশী তারেই আনুক। চলছে, চলুক...

২| ২০ শে নভেম্বর, ২০১৮ রাত ১২:৫৮

শাহিন-৯৯ বলেছেন:



বঙ্গবন্ধু সারাজীবন গনতন্ত্রের কথা বলে এসেছিলেন শেষে এসে বাকশাল করলেন, কবর দিলেন গনতন্ত্রের। শেখ হাসিনা সারাজীবন বলে আসলেন- "আমি কাউকে ভোটের অধিকার কেড়ে নিতে দেব না" আবার তিনি ৫ই জানুয়ারী মার্কা নির্বাচন করে পাঁচ বছর ক্ষমতায় থেকে গেলেন- গনন্ত্রের মানসকন্যা!!!

ক্ষমতার মোহ অনেক ভাল অর্জন নষ্ট করে দেয়, আমাদের রাজনীতিবিদরা বোধ তা ভুলে যায়।

২০ শে নভেম্বর, ২০১৮ রাত ১:২৩

বিচার মানি তালগাছ আমার বলেছেন: আল্লাহ যদি মানুষের হায়াত ২০০ বছর দিতেন তাহলে এই রাজনীতিবিদরা যে আরও কত ভয়ানক হত...

৩| ২০ শে নভেম্বর, ২০১৮ রাত ১:২৯

বলেছেন: দেশবাসীর যারে খুশী তারেই আনুক। চলছে, চলুক.

২০ শে নভেম্বর, ২০১৮ রাত ১:৩৯

বিচার মানি তালগাছ আমার বলেছেন: যেহেতু আমরা গণতান্ত্রিক দেশ...

৪| ২০ শে নভেম্বর, ২০১৮ রাত ১:৩৫

শাহিন-৯৯ বলেছেন:



এখনো পর্যন্ত ড. কামাল সাহেবের কাজ-কাম দেখে আমার যা মনে হচ্ছে উনি চাচ্ছে পরিবার মুক্ত রাজনীতি চালু হোক শুরুটা এখনই হোক। উনি খুব বুদ্ধি করে ধীরে ধীরে এমন কিছু মানুষ গনফোরামে মাধ্যমে নির্বাচনে আনছে আর তাঁরা যদি নির্বাচিত হয়ে আসে তাহলে বিএনপি খুব বেশি তাদেরকে নিয়ে মনগড়া খেলা খেলতে পারবে না আবার ভবিষ্যতের কথা চিন্তা করে খুব বেশি খারাপ আচরণও করবে না এতে দেখা যাবে ধীরে ধীরে একটা সুন্দর রাজনীতি পরিবেশ আসবে। আর বিএনপির মধ্যে এটা আনা গেলে লীগ তা করবে নিজের ইচ্ছাতেই কারণ প্রতিযোগিতায় টিকে থাকতে হলে তা করতে হবে।

২০ শে নভেম্বর, ২০১৮ রাত ১:৪১

বিচার মানি তালগাছ আমার বলেছেন: যদি ঐক্যফ্রন্ট জিতে যায় তাহলে রাজনীতি গুণগত পরিবর্তন আসবে কিনা এখনই বলা যাচ্ছে না। কারণ, উনি নিজে প্রধানমন্ত্রী হচ্ছেন না। আর বিএনপি'র কাছে ক্ষমতা থাকলে তারাও কী রকম আচরণ করবে বোঝা যাচ্ছে না। তবে, আগে সুষ্ঠু ভোট হোক...

৫| ২০ শে নভেম্বর, ২০১৮ রাত ১:৪৩

চাঁদগাজী বলেছেন:


শেখ হাসিনার ১টা কাজ বাকী আছে, বিএনপি দলটাকে বিলুপ্ত করা, এই দলের বর্তমান নেতারা কেহ বাংলাদেশ চাহেনি, এরা "বৃহত্তর" পাকিস্তানের সাপোর্টার।

২০ শে নভেম্বর, ২০১৮ রাত ১:৫৩

বিচার মানি তালগাছ আমার বলেছেন: আইনের মাধ্যমে খালেদা জিয়াকে বাড়ি থেকে বের করেছেন। আইনের মাধ্যমে জিয়াউর রহমানকে ঠান্ডা মাথার খুনী বানিয়েছেন। আইনের মাধ্যমে মিডিয়াতে তারেক রহমানের বক্তব্য প্রচার বন্ধ করেছেন, তাহলে আইনের মাধ্যমে বিএনপি-কেও বিলুপ্ত করুক...

৬| ২০ শে নভেম্বর, ২০১৮ রাত ২:১৩

চাঁদগাজী বলেছেন:


শেখ হাসিনা জানেন, আইনীভাবে রিট করলে, বিএনপি যে, সামরিক শাসনের ফল, সেটা প্রমাণিত হবে, ও বিলুপ্ত হবে; কিন্তু উহাকে তিনি খাঁচায় রাখে পালন করছেন।

২০ শে নভেম্বর, ২০১৮ রাত ২:৫২

বিচার মানি তালগাছ আমার বলেছেন: ও, তাহলে এখানেও একটা রাজনীতির প্যাঁচ আছে...

৭| ২০ শে নভেম্বর, ২০১৮ সকাল ৮:১১

নজসু বলেছেন:



খেলোয়াড় রেফারি হতে পারেন না।
রেফারি কি কোন টিমের পক্ষ হয়ে খেলতে পারবেন? :D

২০ শে নভেম্বর, ২০১৮ সকাল ৮:২৩

বিচার মানি তালগাছ আমার বলেছেন: রেফা‌রির কাজ তো খেলা প‌রিচালনা করা! তি‌নি খেল‌তে গে‌লেই তো সমস্যা...

৮| ২০ শে নভেম্বর, ২০১৮ সকাল ৮:৪৩

রাজীব নুর বলেছেন: আওয়ামীলীগ ক্ষমতায় আসবে।

২০ শে নভেম্বর, ২০১৮ সকাল ৮:৫০

বিচার মানি তালগাছ আমার বলেছেন: কিছুই বোঝা যা‌চ্ছে না...

৯| ২০ শে নভেম্বর, ২০১৮ সকাল ৯:২৯

খাঁজা বাবা বলেছেন: এবারো আপনারা ভোট দিতে পারবেন না।
আবারো তেনারা আসছেন।
আর ক্ষমতা এমন অমৃত যে এর স্বাদ কেউ স্বেচ্ছায় ছাড়তে পারে না, তা ৫৭ হোক বা ৯৭।

২০ শে নভেম্বর, ২০১৮ রাত ৮:১৮

বিচার মানি তালগাছ আমার বলেছেন: এখনই উপসংহার টানা যাচ্ছে না। বিদেশীরা চাপে রেখেছে। সিইসি বলেছেন, এবারের সাফল্যের উপর নির্ভর করছে দলীয় সরকারের অধীনে নির্বাচন সামনে আর হবে কিনা...

১০| ২০ শে নভেম্বর, ২০১৮ সকাল ৯:৩৯

নীল আকাশ বলেছেন: বাকশালীদের কাছে গনতন্ত্র চান? মধ্য রাতে দিবা স্বপ্ন দেখতে চান? দেখুন? কোন অসুবিধা নেই!
ভোট এবারো আপনারা দিতে পারবেন না...........
সুষ্ঠু ভোট হলে সংসদে ১৫ ভাগ সিটও বাকশালীরা পাবে না........

২০ শে নভেম্বর, ২০১৮ রাত ৮:২০

বিচার মানি তালগাছ আমার বলেছেন: ভয়টা তো ঐ জায়গাতেই। দলটা যে আওয়ামী লীগ। আর শেখ হাসিনা তো জেনে শুনে তত্ত্বাবধায়ক সরকার বাতিল করে দেশে আজকে এই অবস্থা করেছে। তবে এবারে বিদেশীরা চাপে রেখেছে। দেখা যাক...

১১| ২০ শে নভেম্বর, ২০১৮ রাত ১১:৫৮

হাবিব বলেছেন: এরকম কিছু হবে কি??

২১ শে নভেম্বর, ২০১৮ রাত ১২:২২

বিচার মানি তালগাছ আমার বলেছেন: এখনো বলা যাচ্ছে না...

১২| ২১ শে নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:১২

প্রামানিক বলেছেন: দুঃখ পাওয়ার সম্ভাবনা খুব কম।

২১ শে নভেম্বর, ২০১৮ রাত ৯:১৯

বিচার মানি তালগাছ আমার বলেছেন: তাও ঠিক...

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.