নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
১. বেশিরভাগ ক্ষেত্রে বাংলাদেশে ভদ্র কেউ নেতা হতে পারে না। আপনি সৎ হয়ে যদি বলেন, রাজনীতি করতে চাই আপনি নেতা হতে পারবেন না। নেতা হতে হলে অনেক টাকা থাকতে হবে, এলাকা দখলে থাকতে হবে, এলাকা দখলে রাখতে হলে সন্ত্রাসী পুষতে হবে, দলের জন্য অনেক টাকা খরচ করতে হবে, খুন খারাবী, টেন্ডার বাজি না করলে সন্ত্রাসীরাও নেতার পক্ষে থাকবে না, সন্ত্রাসীরা না থাকলে বিপক্ষ দল এলাকায় টিকে থাকতে দিবে না, যেহেতু দল ক্ষমতায় না থাকলে এলাকায় থাকা কঠিন হয়ে যাবে তাই ব্যাক আপ প্ল্যান হিসাবে বিদেশেও লাইন রাখতে হবে...
২. মোট কথা, ভদ্র ও সৎ কারো নেতা হওয়া এক রকম অসম্ভব। যদি শেখ পরিবার বা জিয়া পরিবার হয় তাহলে তারা সৎ থেকে এবং বিনা বাধায় নেতা, এম পি, মন্ত্রী হতে পারেন। অন্যদের জন্য দাপট দেখানো ছাড়া নেতা হওয়া কঠিন। ব্যতিক্রম কখনো উদাহরণ হতে পারে না...
৩. ছবির ব্যক্তির নামেই পরিচয়। ইনিও এক সময় নিশ্চয়ই খুন খারাবী, টেন্ডারবাজি, মারামারি, আধিপত্য বিস্তার, সন্ত্রাসী লালন, দখলবাজি করেই নেতা হয়েছেন। আর এক ধাপ পেরুলেই এম পি হয়ে যেতেন। এরপর হয়তো মন্ত্রী। আপাতত ২য় সারির নেতা হয়ে(অবশ্যই নিন্দিত) রাজনৈতিক ক্যারিয়ার শেষ হতে যাচ্ছে বলেই মনে হয়। কেননা, এখন সব কিছুর রেকর্ড থেকে যায়। আগের মত অপপ্রচার বলে এড়িয়ে যাওয়ার সুযোগ নেই। ভবিষ্যতে কী হয় কে জানে...
৪. এই ছবি, এই মুখাবয়ব ভবিষ্যৎ নেতাদের জন্য প্রতীকি ও শিক্ষা স্বরূপ। যারা ইতিমধ্যেই পাতি নেতা হয়ে গিয়েছেন(বলা বাহুল্য খুন খারাবী, টেন্ডারবাজি, মারামারি, দখলবাজি করে) তাদের জন্য এখনও সময় আছে সব ছেড়ে দিয়ে সৎ ভাবে রাজনীতি করা। একবার ভাবুন সম্রাটের স্ত্রী, সন্তান, মা-য়ের কথা। নিজের পরিবারের সদস্যদের দিকে তাকান। আর আপনি যদি মনে করেন, 'আর ফেরার পথ নেই, যা হওয়ার হবে, তাহলে অপেক্ষা করেন পরিণতির জন্য। যদিও তেনাদের কেউ এই ব্লগ পড়বেনও না...
১৬ ই অক্টোবর, ২০১৯ বিকাল ৫:০৪
বিচার মানি তালগাছ আমার বলেছেন: এটাকে নিয়মে পরিণত করেছেন তেনারা...
২| ১৬ ই অক্টোবর, ২০১৯ সন্ধ্যা ৭:০০
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: লুটপাটকারিদের কোটি কোটি টাকা তাদের পেছেনে ফেরার পথকে রুদ্ধ করে দেয়।
১৬ ই অক্টোবর, ২০১৯ সন্ধ্যা ৭:৩২
বিচার মানি তালগাছ আমার বলেছেন: আল্লাহ তাদের অন্তরে মোহর লাগিয়ে দেয়...
৩| ১৬ ই অক্টোবর, ২০১৯ সন্ধ্যা ৭:৫৪
রাজীব নুর বলেছেন: এরকম আরো অসহায় মানুষ দেখতে চাই।
১৭ ই অক্টোবর, ২০১৯ সকাল ৯:০৪
বিচার মানি তালগাছ আমার বলেছেন: এদের মত অসহায় মানুষ বাড়লে সমাজের লাভ...
৪| ১৬ ই অক্টোবর, ২০১৯ রাত ৯:৩৬
ঢাবিয়ান বলেছেন: এত টেনশন করার কিছু নাই। আবার যখন নতুন করে ক্যাসিনো বানিজ্য শুরু হবে, এই সম্রাট আগের সব কিছু ফেরত পাবে। এখন একটা নাটকে সাময়িক অভিনয় করতে হচ্ছে আরকি
১৭ ই অক্টোবর, ২০১৯ সকাল ৯:১০
বিচার মানি তালগাছ আমার বলেছেন: মিডিয়া অনেক শক্তিশালী। গুডউইল(!) আবার ফেরত পাওয়া কষ্ট হবে। আওয়ামী লীগ-ও জেনে শুনে কোরবানী দিচ্ছে সোনার ডিম পাড়া হাঁসটির...
৫| ১৭ ই অক্টোবর, ২০১৯ রাত ২:১৩
ল বলেছেন: মিথ্যার পতন অবশ্যম্ভাবী।।।
১৭ ই অক্টোবর, ২০১৯ সকাল ৯:১৭
বিচার মানি তালগাছ আমার বলেছেন: নো ডাউট...
৬| ১৭ ই অক্টোবর, ২০১৯ বিকাল ৩:৫৬
জুনায়েদ বি রাহমান বলেছেন: জনগণের টাকা লুটেপুটে রাজনীতির সাঙ্গপাঙ্গ পালতেন তিনি, স্ত্রীর বক্তব্য শুনে এটাই বুজলাম।
১৭ ই অক্টোবর, ২০১৯ বিকাল ৫:১২
বিচার মানি তালগাছ আমার বলেছেন: এগুলো না করলে উপরে উঠতে পারবে না বাংলাদেশী রাজনীতিতে...
৭| ২০ শে অক্টোবর, ২০১৯ বিকাল ৪:৩৩
রায়হান চৌঃ বলেছেন:
২০ শে অক্টোবর, ২০১৯ বিকাল ৫:০৬
বিচার মানি তালগাছ আমার বলেছেন: LOL
৮| ২৪ শে অক্টোবর, ২০১৯ সকাল ১০:৪৯
খায়রুল আহসান বলেছেন: তবুও আমি বিশ্বাস করি, সততাই সর্বোৎকৃষ্ট পন্থা!
মন্দ মন্দই, ভাল ভালই।
২৪ শে অক্টোবর, ২০১৯ দুপুর ১:০৫
বিচার মানি তালগাছ আমার বলেছেন: সততা যেদিন থাকবে না, সেদিন পৃথিবী আর বসবাসযোগ্য হবে না...
৯| ২৬ শে অক্টোবর, ২০১৯ সন্ধ্যা ৭:১৩
ঠাকুরমাহমুদ বলেছেন: বাংলাদেশের নিয়তি।
২৬ শে অক্টোবর, ২০১৯ সন্ধ্যা ৭:১৭
বিচার মানি তালগাছ আমার বলেছেন: দুর্ভাগ্য যে সশস্ত্র সংগ্রামের পর বিজয়ী একটা দেশের(খুব কম দেশ এভাবে স্বাধীন হয়েছে) এমন পরিণতি। আরো ভাল চলতে পারত...
©somewhere in net ltd.
১| ১৬ ই অক্টোবর, ২০১৯ বিকাল ৪:০৬
চাঁদগাজী বলেছেন:
৩য় বিশ্বে সম্পদ এভাবেই দখল হয়।