নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

https://www.facebook.com/bicharmani

বিচার মানি তালগাছ আমার

বিচার মানি তালগাছ আমার › বিস্তারিত পোস্টঃ

ডিসিসি নির্বাচন : প্রতিশ্রুতি - আওয়ামী লীগ vs বিএনপি

২৫ শে জানুয়ারি, ২০২০ দুপুর ১২:৫২



ঢাকা উত্তর সিটি কর্পোরেশন নির্বাচনী প্রচারণা -
প্রতিশ্রুতি -
আতিকুল ইসলাম - অসমাপ্ত কাজ শেষ করতে চাই। যানজট কমাতে চাই। ব্লা ব্লা ব্লা...
তাবিথ আউয়াল - এই সরকারের বিরুদ্ধে জনগণ ভোট দিবে। বিএনপি'র গণজোয়ার বইছে। ব্লা ব্লা ব্লা...

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন নির্বাচনী প্রচারণা -
প্রতিশ্রুতি -
ফজলে নূর তাপস - ঢাকা নিয়ে ৩০ বছরের মাস্টারপ্ল্যান করব। বাসযোগ্য করব। ব্লা ব্লা ব্লা...
ইশরাক হোসেন - আমার বাবা মেয়র ছিল। আমাকেও আপনারা ভালবাসা দিবেন। ব্লা ব্লা ব্লা...

ঢাকা উত্তর সিটি কর্পোরেশন নির্বাচনী প্রচারণা -
প্রতিশ্রুতি -
আতিকুল ইসলাম - ক্লিন ঢাকা করব। মাঠ করব, গণপরিবহনে শৃঙ্খলা আনব। ব্লা ব্লা ব্লা...
তাবিথ আউয়াল - এটা আন্দোলনের অংশ। খালেদা জিয়াকে মুক্ত করব। ব্লা ব্লা ব্লা...

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন নির্বাচনী প্রচারণা -
প্রতিশ্রুতি -
ফজলে নূর তাপস - অবৈধ খাল দখলমু্ক্ত করব, খেলার মাঠ করব। । ব্লা ব্লা ব্লা...
ইশরাক হোসেন - ষড়যন্ত্র হচ্ছে। আওয়ামী লীগের দুঃশাসনের বিরুদ্ধে সবাই রায় দিবে। খালেদা জিয়াকে মুক্ত করব। ব্লা ব্লা ব্লা...

হায়রে বিএনপি! Grow up man...

মন্তব্য ৩০ টি রেটিং +০/-০

মন্তব্য (৩০) মন্তব্য লিখুন

১| ২৫ শে জানুয়ারি, ২০২০ দুপুর ১:০১

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: নির্বাচনী প্রচারণা ও প্রতিশ্রুতি কে কতটুকু পালন করে তা দেখার বিষয়,
.............................................................................................
আমরা জানি নির্বাচনের পর সকল প্রার্থী তার ওয়াদা ভঙ্গ করে বা ভুলে যায় ।

২৫ শে জানুয়ারি, ২০২০ দুপুর ১:০৬

বিচার মানি তালগাছ আমার বলেছেন: আমার বিষয়টা ছিল বিএনপি'র প্রার্থীদের ঢাকা নিয়ে কোন প্ল্যানের কথা শুনলাম না। খালি খালেদা জিয়া আর আওয়ামী দুঃশাসনের ব্যপারে। হারার আগেই হেরে গেলে আর ভোটে যাওয়ার দরকার কি?

২| ২৫ শে জানুয়ারি, ২০২০ দুপুর ১:১৩

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: নির্বাচনী কৌশল, প্রচারণা ও প্রতিশ্রুতি এই তিনের মধ্যে সততা না থাকলে
......................................................................................................
নৈতিকতা থাকে না, জনগন ভোট দিয়ে কোন দিন প্রকৃত গনতন্ত্রের স্বাদ
পাবেনা ।

২৫ শে জানুয়ারি, ২০২০ দুপুর ১:৪৭

বিচার মানি তালগাছ আমার বলেছেন: সেটা তো পাচ্ছেই না। বলা বাহুল্য, ৫ বছরে ১ বার যে সুযোগ থাকত, তাও নেই আজ অনেক বছর...

৩| ২৫ শে জানুয়ারি, ২০২০ দুপুর ১:২৬

নূর আলম হিরণ বলেছেন: খালেদা জিয়ার মুক্তি দিয়ে ঢাকার ভোটাররা কি করবে? উনাকে কি নারী কাউন্সিলর বানানো হবে?

২৫ শে জানুয়ারি, ২০২০ দুপুর ১:৪৮

বিচার মানি তালগাছ আমার বলেছেন: এখানেই বার বার বিএনপি মার খাচ্ছে। সঠিক রাজনীতি করতে পারছে না, জানেও না...

৪| ২৫ শে জানুয়ারি, ২০২০ দুপুর ১:৫১

হাসান কালবৈশাখী বলেছেন:

আতিকুল আওয়ামীলীগের কেউ না। অযোগ্য। টাকাদিয়ে ঢুকেছে।
তাবিদ ডাকাইত। তার বাপেও ডাকাইত। সেও টাকা দিয়ে নমিনেশান নিছে। এছাড়া বিদেশে সবচে বেশী টাকা পাচার করেছে।

এরপরেও তাবিদকে আতিকুলের চেয়ে ডায়নামিক ও যোগ্য বলে মনে হয়।
এছাড়া তবিদের জনসেবা করার একটা মানসিকতা আছে, সে ফুটবল ফেডারেশনে শ্রম দেয়, পাবলিকের সাথে যোগাযোগ আছে। অন্তত আতিকুলের চেয়ে অনেক বেশী। তাবিদ জিতলে খুসি হব।

২৫ শে জানুয়ারি, ২০২০ দুপুর ২:১৫

বিচার মানি তালগাছ আমার বলেছেন: আওয়ামী লীগ 'বলি' দিলে আতিকুলকেই দিতে পারে। আওয়ামী লীগের কেউ না বলেই দলান্ধ না হয়ে কাজ করতে পারার কথা। আর তাবিথ সরকারের সহায়তা না পেলে মেয়র হিসেবে তেমন কিছু করতে পারবে না...

৫| ২৫ শে জানুয়ারি, ২০২০ দুপুর ২:২০

হাসান কালবৈশাখী বলেছেন:
তাবিদ জিতলে সে হাসিনার সবচেয়ে বড় চামচা হবে

২৫ শে জানুয়ারি, ২০২০ দুপুর ২:২৬

বিচার মানি তালগাছ আমার বলেছেন: আফটার অল - ভিপি নূর, আজহারী সহ অন্য অনেকের মত শেখ হাসিনা উনার মায়ের মত...

৬| ২৫ শে জানুয়ারি, ২০২০ বিকাল ৪:০১

চাঁদগাজী বলেছেন:


"খালেদা জিয়াকে মুক্ত করবো", এটা যখন প্রতিশ্রুতিতে আছে, জিততে হলে বেগম জিয়ার ভোটটা পেতে হবে।

২৫ শে জানুয়ারি, ২০২০ বিকাল ৪:০৭

বিচার মানি তালগাছ আমার বলেছেন: সিটি নির্বাচনের সাথে খালেদা জিয়া মুক্তির কী সম্পর্ক মাথায় ঢোকেনা...

৭| ২৫ শে জানুয়ারি, ২০২০ বিকাল ৪:৩৮

একাল-সেকাল বলেছেন:
ঢাকার মেয়রকে উন্নয়ন কর্মকাণ্ড পরিচালনা করতে ওয়াসা, ডেসা, রোডস এন্ড হাইওায়ে, সড়ক পরিবহন সংস্থা সহ ৭/৮টি মন্ত্রণালয় ও ৫৬টি সংস্থার কার্যক্রম জড়িত। যাদের ওপর ‘মেয়র’ বা সিটি কর্পোরেশনের কোনো কর্তৃত্ব নেই। এসব মন্ত্রণালয় ও সংস্থার সাথে সমন্বয় না করতে পারলে সিটি মেয়র কোনো কাজই করতে পারবেন না। শুধু ময়লা অবর্জনা পরিষ্কার, রাস্তার লাইটিং আর মশা তাড়ানোর মত কয়েকটি কাজই থাকে ‘মেয়র’র হাতে।

অতএব, মেয়র প্রার্থীদের নির্বাচনী প্রতিশ্রুতি হচ্ছে, অন্ধকে সিনেমা দেখানোর প্রতিশ্রুতি তুল্য!

২৫ শে জানুয়ারি, ২০২০ বিকাল ৫:০৩

বিচার মানি তালগাছ আমার বলেছেন: আনিসুল হক অনেক চেষ্টা করেছিলেন পরিবর্তন আনতে। তাঁর দেখানো পথেই অন্যরা চেষ্টা করে যাচ্ছে...

৮| ২৫ শে জানুয়ারি, ২০২০ বিকাল ৪:৪০

করুণাধারা বলেছেন: যে ঢাকার রাস্তাজুড়ে, ফুটপাত জুড়ে নির্মীয়মান বাড়ির বালু, পাথর রড ইত্যাদি নির্মীয়মান বাড়ির সীমানার ভেতর ঢেকে রাখার ব্যবস্থা করতে পারবে, তাকে ভোট দেব।

২৫ শে জানুয়ারি, ২০২০ বিকাল ৫:০৪

বিচার মানি তালগাছ আমার বলেছেন: ভোট এসব দেখে হয় না আসলে। আমরা এখনো মার্কা দেখেই ভোট দেই...

৯| ২৫ শে জানুয়ারি, ২০২০ বিকাল ৫:২৬

একাল-সেকাল বলেছেন: আনিসুল হক অনেক চেষ্টা করেছিলেন
উল্লেখ্য, মরহুম আনিসুল হকের পিছনে রাষ্ট্রীয় সমর্থন।
* প্রধানমন্ত্রীর প্রত্যক্ষ সমর্থন,
** সেনাপ্রধান ভাইয়ের সহযোগিতা
*** নিজ দায়িত্তে অনড় থাকা
তেজগাঁয়ের সাত রাস্তার ট্রাক স্ট্যান্ড উচ্ছেদে সরাসরি পিএম কর্তৃক প্রশাসনিক সহায়তা, এবং গাবতলি থেকে সেনাবাহিনী উনাকে উদ্ধার করেছিল।
বর্তমান ৪ জনের যিনি ই এই ক্রাইটেরিয়া গুলু ফুলফিল করতে সমর্থ হবেন, তিনিই কেবলমাত্র চেষ্টা করতে পারেন।

২৫ শে জানুয়ারি, ২০২০ বিকাল ৫:৫৩

বিচার মানি তালগাছ আমার বলেছেন: সহমত...

১০| ২৫ শে জানুয়ারি, ২০২০ বিকাল ৫:৪২

নূর মোহাম্মদ নূরু বলেছেন:

২৫ শে জানুয়ারি, ২০২০ বিকাল ৫:৫৫

বিচার মানি তালগাছ আমার বলেছেন: শোনা কথা - মশা না মারতে পেরেই সাঈদ খোকন নমিনেশন হারিয়েছেন...

১১| ২৫ শে জানুয়ারি, ২০২০ রাত ৯:৩৯

ঢাবিয়ান বলেছেন: নির্বাচন / ভোট এগুলো আবার কি জিনিষ? নতুন প্রজন্মের অনেকেই এই শব্দগুলো কেবল শুনেছে, কিন্ত কোনদিন চোখে দেখেনি।

২৬ শে জানুয়ারি, ২০২০ সকাল ৯:০৩

বিচার মানি তালগাছ আমার বলেছেন: চরম সত্য। তবে এই পোস্টে আসলে বিএনপি আর আওয়ামী লীগের প্রতিশ্রুতির ফারাক সম্পর্কে বলা হয়েছে...

১২| ২৫ শে জানুয়ারি, ২০২০ রাত ৯:৪১

রাজীব নুর বলেছেন: ফলাফল হবে শূন্য।

২৬ শে জানুয়ারি, ২০২০ সকাল ৯:০৩

বিচার মানি তালগাছ আমার বলেছেন: সেটা সবাই জানে...

১৩| ২৫ শে জানুয়ারি, ২০২০ রাত ১০:০৪

রাজীব নুর বলেছেন: আমাদের ঢাকার সত্যিকারের উন্নয়নের জন্য যোগ্য ও দক্ষ লোক দরকার।

২৬ শে জানুয়ারি, ২০২০ সকাল ৯:০৪

বিচার মানি তালগাছ আমার বলেছেন: দক্ষ লোক আছে। তবে রাষ্ট্রযন্ত্র, রাজনীতিবিদ ও আমলারা বাধা দেয়...

১৪| ২৬ শে জানুয়ারি, ২০২০ সকাল ৯:১৯

রাজীব নুর বলেছেন: লেখক বলেছেন: দক্ষ লোক আছে। তবে রাষ্ট্রযন্ত্র, রাজনীতিবিদ ও আমলারা বাধা দেয়...


এই আমলারাই দেশের বারোটা বাজাচ্ছে।

২৬ শে জানুয়ারি, ২০২০ সকাল ৯:৩২

বিচার মানি তালগাছ আমার বলেছেন: এদের হাত থেকে মুক্তি নেই। তাই আমি চাই, 'উনারা' দায়িত্ব নেক দেশটার। কিন্তু চাঁদগাজী ভাই সেটা পছন্দ করেন না...

১৫| ২৯ শে জানুয়ারি, ২০২০ রাত ৯:৩১

ঠাকুরমাহমুদ বলেছেন: আপাতত গান বাজনা মাইক কিভাবে বন্ধ করা যায় এই অত্যাচার তো আর সহ্য হচ্ছে না।

৩০ শে জানুয়ারি, ২০২০ বিকাল ৩:৩৪

বিচার মানি তালগাছ আমার বলেছেন: স্থিতিশীল সমাজ/রাজনীতি থাকলে সব কিছুই করা যেত একে একে। কিন্তু আমাদের তো রক্ত গরম। যুদ্ধ করে স্বাধীন হয়েছি। এক দল, আরেক দলের কথা শুনতে নারাজ...

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.