নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

https://www.facebook.com/bicharmani

বিচার মানি তালগাছ আমার

বিচার মানি তালগাছ আমার › বিস্তারিত পোস্টঃ

সব জায়গায় দাদাগিরি দেখাতে নেই…

০৯ ই ফেব্রুয়ারি, ২০২৪ দুপুর ১:১৭



ঘটনা – ১ - বিমানবন্দর রেল স্টেশনে কমলাপুর যাওযার জন্য লাইনে দাঁড়িয়ে আছি সবাই। এক মহিলা পরিচ্ছন্নতাকর্মী ঝাড়ু দেয়া শুর করল। এক লোক বলল, এখন সবাই দাঁড়িয়ে আছে, এখন কেন ঝাড়ু দিচ্ছেন? মহিলা ত্যাড়া ভাবে জবাব দিল, এতক্ষণ সুযোগ পাইনি (সম্ভবত গাড়ী পার্কিং এর কারণে), এখনই ঝাড়ু দিতে হবে। ঐ লোক আবারও মহিলাকে কিছু বলতে লাগল। মহিলা এবার বলল, ‘ছাগলডা কয় কী?’ সবাই ঐ লোকরে থামাল, ভাই এদের সাথে এসব বলে নিজের ইজ্জত খোয়ানোর দরকার নেই…
ঘটনা – ২ – ‘রাইদা’ বাসে উত্তরা যাচ্ছি এক কাজে। এক বয়স্ক ভদ্রলোকের সাথে কন্ডাক্টরের ঝগড়া বাধল ভাড়া নিয়ে। ভদ্র(!)লোক ১০ টাকা দিবে না, কন্ডাক্টর বার বার বলছে দিয়ে দিতে। নিজেকে ওভারস্মার্ট ভাবা ভদ্রলোক কন্ডাক্টরকে (তরুণ) গালি দিচ্ছে, হুমকি দিচ্ছে, নীচে নামিয়ে মারবে, পুলিশে দিবে বলছে। এসব পরিস্থিতিতে অন্য যাত্রীরা বয়স্ক লোকের পাশে থাকার কথা। কিন্তু তেনার মুখের ভাষা বা আমার মত ‘সব ইগনোর’ করা টাইপ যাত্রী বেশী থাকার কারণে কেউ কিছু বলল না। লোকটি নামার সময়ও তর্ক করতে করতে এক পর্যায়ে কন্ডাক্টরের কলার ধরল আর সাথে সাথে কন্ডাক্টরও লোকটির কলার ধরল। এবারও যাত্রীরা কন্ডাক্টরকে মারার বদলে ঐ যাত্রীকে ঝাড়ি দিল বাড়াবাড়ি করার জন্য। শেষমেষ লোকটির কলার ধরা অবস্থায় গাড়ি থেকে অন্যরা জোর করে নামিয়ে দিল…
ঘটনা – ৩ – গুলিস্তানে নারায়ণগঞ্জগামী বাসের জন্য বিশাল লম্বা লাইন। কারণ, বাসগুলো জিরো পয়েন্ট ঘুরে আসতে পারছিল না জ্যামের কারণে। ৪/৫ বাসের যাত্রী লাইনে দাঁড়িয়ে। একটা বাস আসতেই সবাই লাইন ধরে উঠছে। এর মধ্যে এক কোট পরা ভদ্রলোক সাইড দিয়ে উঠতে যাচ্ছে। সুপারভাইজার অনেকবার তেনাকে সর্তক করল এভাবে না উঠার জন্য। কিন্তু তিনি লাইনের পেছনে যাবেন না। দাঁড়িয়ে রইলেন। পরের বাসে আবারও তিনি সাইড দিয়ে চেষ্টা করলেন বাসে উঠার জন্য। সুপারভাইজার এবার তেনাকে চিৎকার করে ধাক্কা দিয়ে দূরে সরিয়ে দিল, বলল, অনেক সম্মান করেছি নিজের সম্মান রাখলেন না…
আমাদের সমাজে কিছু লোক আছে সব পরিবেশে সব পরিস্থিতিতে ’দাদা’ হতে চায়। ছোটখাটো বিষয় নিয়ে প্রতিবাদী হতে চায়। সমাজে দিন দিন খারাপ লোকের সংখ্যা বাড়ছে। একটা সময় রিক্সাওয়ালাদের মানুষ ধমক দিত, কিন্তু এখন এদের ধমক দিলে পাল্টা জবাব শুনতে হয়। তাছাড়া কিছু একটা হলেই এদের (রিক্সা/সিএনজি) গ্যাং চলে আসে। যে দেশের পুরো সিস্টেমেই গলদ, অনিয়মই নিয়ম। সেখানে কিছু বিষয়ে না দেখার ভান করে এড়িয়ে চলা উচিত। কারণ, মধ্যবিত্তের কাছে নিজের সম্মান আগে…

মন্তব্য ১৮ টি রেটিং +৪/-০

মন্তব্য (১৮) মন্তব্য লিখুন

১| ০৯ ই ফেব্রুয়ারি, ২০২৪ দুপুর ১:৪৫

এম ডি মুসা বলেছেন: ২ নং ঘটনা জন্য সে নিজে দায়ী বেশি পাকনামি করতে গেলে এমনি হবে ।

০৯ ই ফেব্রুয়ারি, ২০২৪ দুপুর ২:২২

বিচার মানি তালগাছ আমার বলেছেন: ভাড়া নিয়ে সমস্যা হলে আশে পাশের যাত্রীকে জিজ্ঞেস করে সমাধান করা যায়। কিন্তু গায়ের জোরে কম দিতে গেলে এভাবে অপমানিত হতে হয়...

২| ০৯ ই ফেব্রুয়ারি, ২০২৪ দুপুর ২:২৯

অনিকেত বৈরাগী তূর্য্য বলেছেন: উল্লিখিত ঘটনায় ৩ জনই পাকনা। বেইজ্জতি হওয়ার দরকার ছিল।

০৯ ই ফেব্রুয়ারি, ২০২৪ বিকাল ৩:০৬

বিচার মানি তালগাছ আমার বলেছেন: জ্বি। সেটাই হয়েছে...

৩| ০৯ ই ফেব্রুয়ারি, ২০২৪ বিকাল ৩:৩৮

অর্ক বলেছেন: পড়লাম। এগুলো মানুষের সমস্যা। এর জন্য হাসিনা রাজনীতি আওয়ামী লীগ দেশ সিস্টেম সব একাকার করে বসা হাস্যকর। পৃথিবীর সবখানেই বিভিন্ন রূপে অল্পবিস্তর এরকম ঘটনা ঘটে থাকে। এ দেশে মানুষ বেশি, তাই স্বাভাবিকভাবে অন্য দেশের তুলনায় বেশি চোখে পড়বে। ব্যাক্তিগত নানান চিন্তা, মানসিক চাপ, হতাশা থেকেও অনেকসময় একজন সুস্থ স্বাভাবিক মানুষও নিজের ওপর নিয়ন্ত্রণ রাখতে পারে না। এ ধরণের বাড়াবাড়ি করে বসে। কিছু তো আছেই ফল্টি। এখানে আপনি নিজেই তুচ্ছ বিষয় নিয়ে বেশি উত্তেজনা প্রকাশ করে বসলেন এ লেখা ছেড়ে। এগুলো পনেরো বিশ বছর আগে আরও কয়েক গুণ বেশি হতো। বাসে সড়কে হাটবাজারে চার দোকান সর্বত্র এসব ঝগড়া অশান্তি লেগে থাকতো। এখন তুলনামূলক অনেক সিস্টেমেটিক সব। মানুষও নিঃসন্দেহেই আগের থেকে আরও সভ্য, উন্নত হয়ে উঠেছে। এ সুযোগে সম্ভব হলে আয়নায় নিজের চেহারা দেখে নিবেন। আমি দেখে এসে মন্তব্য করলাম।

ধন্যবাদ।

০৯ ই ফেব্রুয়ারি, ২০২৪ বিকাল ৩:৫৯

বিচার মানি তালগাছ আমার বলেছেন: বিচার মানি তালগাছ আমার...

৪| ০৯ ই ফেব্রুয়ারি, ২০২৪ সন্ধ্যা ৬:১৭

সোনাগাজী বলেছেন:



আপনি বিদেশে থাকাতে এগুলো বড় আকারে চোখে পড়ছে।

১০ ই ফেব্রুয়ারি, ২০২৪ ভোর ৬:৪৪

বিচার মানি তালগাছ আমার বলেছেন: আমি ছোটবেলা থেকেই শান্তি প্রিয়। এমন কি জুতা চোর, পকেটমার ধরা পড়লেও তাকে গণপিটুনির বিপক্ষে...

৫| ০৯ ই ফেব্রুয়ারি, ২০২৪ সন্ধ্যা ৬:২৩

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:



এরকম বিষয়ে আমি নিজেও অনেক লক্ষ করেছি ।
পোস্টে প্লাস।

১০ ই ফেব্রুয়ারি, ২০২৪ ভোর ৬:৪৪

বিচার মানি তালগাছ আমার বলেছেন: তুচ্ছ বিষয় নিয়ে বাড়াবাড়ি...

৬| ০৯ ই ফেব্রুয়ারি, ২০২৪ সন্ধ্যা ৬:২৮

নয়ন বড়ুয়া বলেছেন: আমার সাথে হরহামেশাই এমন হয়...
যেটার ন্যায্য ভাড়া সেটাই দিই, ন্যায্য ভাড়া থেকে বেশি নিলে, ছাড় দিই না। কে আমাকে সাপোর্ট দিলো, না দিলো পাত্তা দিই না...
প্রতিবাদ না করতে করতে আমরা পঙ্গু হয়ে গেছি এক প্রকার...
এত অনিয়মের মধ্যে এই ভাড়ার নিয়মটাও মেনে নিই, তাহলে সেখানে বিপদ আমাদেরই...
মধ্যবিত্তদের যত সমস্যার সৃষ্টি হয় মূলত গাড়ি ভাড়া থেকেই...

১০ ই ফেব্রুয়ারি, ২০২৪ ভোর ৬:৪৭

বিচার মানি তালগাছ আমার বলেছেন: হেল্পার দের সাথে বাদানুবাদে জড়ালে অনেক সময় ব্যাক্তিত্ব নষ্ট হয়। মন্তব্যর জন্য ধন্যবাদ...

৭| ০৯ ই ফেব্রুয়ারি, ২০২৪ সন্ধ্যা ৭:০৮

রাজীব নুর বলেছেন: এগুলো ঢাকার প্রতিদিনের চিত্র।
আমি সারা ঢাকা শহর ঘুরে বেড়াই। এরকম ঘটনা প্রতিদিনই দেখছি।

১০ ই ফেব্রুয়ারি, ২০২৪ ভোর ৬:৪৭

বিচার মানি তালগাছ আমার বলেছেন: এরকম না ঘটলেই অবাক লাগে...

৮| ১০ ই ফেব্রুয়ারি, ২০২৪ সকাল ১১:৫৭

রুহ রুহদার বলেছেন: আপনার শেষ প্যারাটি ভাল লাগল। আসলে রাস্তায় নামলে বোঝা যায়, সবাই অসহিঞ্চু হয়ে আছে,কেউ কাউকে ছাড় দিতে রাজি না কোন বিষয়ে।আর গণপরিবহনের চালকরাতো তো সবসময় আক্রমণাত্বক অবস্থাতেই থাকে,দাদা রা দুধভাত ওদের কাছে।

১০ ই ফেব্রুয়ারি, ২০২৪ দুপুর ১:৩৩

বিচার মানি তালগাছ আমার বলেছেন: তারা যে প্রেসারে গাড়ি চালায় তাতে তাদের মাথা ঠিক থাকার কথা নয়। তাদের উস্কানি দেয়া ভদ্রলোকের উচিত নয়...

৯| ১১ ই ফেব্রুয়ারি, ২০২৪ দুপুর ২:২৯

ফয়সাল রকি বলেছেন: আপনি তো নিজেই- বিচার মানি তালগাছ আমার!

১২ ই ফেব্রুয়ারি, ২০২৪ বিকাল ৫:১৪

বিচার মানি তালগাছ আমার বলেছেন: আমি ঝামেলামুক্ত থাকতে চাই...

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.