নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
১. মামুনুল হক কোন সময় ৫০১-এ ধরা পড়েছিলেন? যে সময় অনেক মাদ্রাসা ছাত্র রাজনৈতিক হত্যাকান্ডের শিকার হয়েছিল। দেশ তখন উত্তাল। ঐ সময় তার মত পরিচিত একজন লোকের কীভাবে মাথায় আসলো বৈধ হোক আর অবৈধ হোক স্ত্রী নিয়ে নিজ কর্মস্থল/জেলা থেকে দূরে অন্য জায়গায় রিসোর্টে সময় কাটানোর?
২. ধরা খাওয়ার পর সবাই জানতে পারল, তিনি নাকি বন্ধুর বউকে 'মানবিক বিয়ে' করেছিলেন (মুরীদ দের বয়ান)। ইসলামে ৪ স্ত্রী রাখা জায়েজ আছে, তবে অবশ্যই সবার সাথে ইনসাফ করতে হবে। মাওলানা হওয়াতে এ ব্যপারে তেনার চেয়ে ভাল কেউ জানার কথা নয়। তো, সেই তিনি যদি ১ম স্ত্রীর কাছে অন্য বিয়ের কথা গোপন রাখেন বা দুই স্ত্রীর সাথে অর্থনৈতিক ও শারিরীক অসমতা করেন তাহলে সেটা কি ’ইনসাফ’ হল?
৩. মামুনুল হকের মুক্তিতে অনেকেই দেখলাম আলহামদুলিল্লাহ বলছে। অবশ্য বিশাল সংখ্যক ভক্তের কাছে তেনার ঐ কান্ড (৫০১) ইসলামের দৃষ্টিতে কোন অপরাধ নয়। তাদের আর দোষ দিয়ে কী হবে? আমাদের দেশে কাদিয়ানীর যেমন অনুসারী আছে, ভন্ড দেওয়ানবাগীরও ভক্ত আছে অনেক, জাকির নায়েকের বিরোধীও আছে লাখ লাখ, আবার ডিজে তাহেরী কিংবা জোকার আফসারীরও অনেক ভক্ত আছে…
৪. শিরক ছাড়া যে কোন গুনাহ আল্লাহ মাফ করতে পারেন। মামুনুল হকও ক্ষমা চাইলে আল্লাহ মাফ করবেন। তবে এই কেলেংকারির পর তেনার আর উচিত হবে না ইসলামী রাজনীতি করা। কারণ, এসব লোক ইসলামী রাজনীতির জন্য ক্ষতিকর…
০৩ রা মে, ২০২৪ বিকাল ৩:১৫
বিচার মানি তালগাছ আমার বলেছেন: তওবা করে ভালও হয়ে যেতে পারেন...
২| ০৩ রা মে, ২০২৪ বিকাল ৩:১৮
শূন্য সারমর্ম বলেছেন:
সে এখন থেকে বাংলাদেশে রাজনৈতিক নেতা হওয়ার জন্য কোয়ালিফাই করলো।
০৩ রা মে, ২০২৪ বিকাল ৩:২১
বিচার মানি তালগাছ আমার বলেছেন: নন ইসলামী দলগুলোর ক্ষেত্রে এ কথা প্রযোজ্য...
৩| ০৩ রা মে, ২০২৪ বিকাল ৩:৪৪
মহাজাগতিক চিন্তা বলেছেন: দেখা যাক সে নিজেকে সংশোধন করতে পারে কিনা।
০৩ রা মে, ২০২৪ বিকাল ৩:৪৭
বিচার মানি তালগাছ আমার বলেছেন: এরকম ভক্তকুল থাকলে সহজেই আগের রাজনৈতিক ইমেজ ফেরত পাবে...
৪| ০৩ রা মে, ২০২৪ বিকাল ৪:১৯
আমি নই বলেছেন: এনার উচিৎ সরকারী দলে যোগ দেয়া।
অফটপিকঃ ব্লগার মিশু মিলন পোষ্ট দিয়েছেন হুজুররা প্রেম করলে নাকি বাংলাদেশের পরিবর্তন হয়ে যাবে, সেই হিসাবে এনাকে বাংলাদেশ পরিবর্তনের অগ্রদুত হিসেবে ২-৪টা পদক দেয়া উচিৎ।
০৩ রা মে, ২০২৪ বিকাল ৪:৩৭
বিচার মানি তালগাছ আমার বলেছেন: মন্তব্যর জন্য ধন্যবাদ...
৫| ০৩ রা মে, ২০২৪ বিকাল ৫:৫১
এস.এম.সাগর বলেছেন: মামুনুল হক নিজেকে হক পন্থী হিসেবে পরিচয় দেয়, কিন্তু কিভাবে?
বর্তমান দেশ ও সমগ্র পৃথিবীতে যে অবস্থা বিরাজ করছে, এমতাবস্থায় কোন আলেম অর্জিনাল স্ত্রীকে নিয়েও কি ভাবে রিসোর্টে ঘুরতে যায়? আর সব থেকে বড় কথা হচ্ছে- বাংলাদশে যতগুলি ইসলামের নামে দল আছে ( যাহারা গণতন্ত্রকে প্রধান্য দেয় ) সকল দলই ধর্ম ব্যবশায়ী।
০৩ রা মে, ২০২৪ রাত ৯:০৮
বিচার মানি তালগাছ আমার বলেছেন: ঐ ঘটনার পর তেনার আর ইসলামী রাজনীতি করাই উচিত না...
৬| ০৩ রা মে, ২০২৪ সন্ধ্যা ৭:৪৭
হাসান কালবৈশাখী বলেছেন:
বিএনপি যখন আন্দোলনে হালে পানি পাচ্ছিল না। কোনভাবেই আন্দোলন জমাতে পারছে না, তখন মামুনুল বঙ্গবন্ধুর বিরুদ্ধে একটি ঘৃণা সূচক উক্তি করে বিএনপিপন্থীদের নবীতে পরিণত হয়েছিলেন। একপর্যায়ে ঢাকা রণক্ষেত্রে পরিণত হয়েছিল মামুনুলদের তাণ্ডবে।
সোনারগাঁর স্থানীয় দু একজন ছাত্রলীগ নেতা জীবনের ঝুঁকি নিয়ে তখন মামুনুলকে চ্যালেঞ্জ করেছিলেন, বোকা মামুনুল বারবার আল্লাহর কসম কেটে বলছিল উনি আমার বিবাহিত স্ত্রী।
মামুনুল যদি প্রকৃতই ব্যক্তিত্বসম্পন্ন বুদ্ধিমান লোক হতো, তাহলে বলতো "উনি কে সেটা আপনাকে বলতে বাধ্য নই, উনি কে জানতে চাইলে হোটেল কর্তৃপক্ষকে জিজ্ঞাসা করো, রেজিস্টারেই লেখা আছে। আমাকে বারবার ডিস্টার্ব করা হলে আমি পুলিশ ডাকবো।"
কিন্তু এ কথা বলার ব্যক্তিত্ব মামুনুলের ছিল না। পুলিশে ফোন না করে নারায়ণগঞ্জে সমর্থকদের ফোন করেছিল মামুনুর সমর্থকরা এসে ছাত্রলীগ নেতাদের পিটিয়ে বের করে দেয়। পরে তাদের বাসা বাড়িতেও ভাঙচুর হয়। মামুনুল কে অপমানের বিরুদ্ধে ঢাকা ও চট্টগ্রামে অনেক অনেক মিছিল হয়েছিল। বিবিসি ও বলছিল যে মামুনুলকে অপমানের পরিণতি ভয়াবহ হবে। সরকার পর্যন্ত মামুনুলকে গ্রেপ্তারে ভয় পাচ্ছিল।
ততদিনে ক্ষতি যা হওয়ার হয়ে গেছে। অজুহাত দিতে দিতে মামুনুলের গলার স্বর ক্ষীন হয়ে যাচ্ছিল দিন দিন। মামুনুল সমর্থকদের নৈতিকভাবে দুর্বল হওয়া পর্যন্ত অপেক্ষা করেছিল সরকার। ঘটনার প্রায় তিন মাস পরে গ্রেফতার হয় মামুনুল। এই গ্রেপ্তারে তখন আর কোন বিরোধিতা দৃশ্যমান ছিল না।
সেই ছাত্রলীগের কতিপয় এরপরে কোন পুরস্কৃত হয়নি। আসলে তৃণমূল আওয়ামী লীগ কর্মীরা কখনো পুরস্কারের আশায় কাজ করে না।
০৩ রা মে, ২০২৪ রাত ৯:১৭
বিচার মানি তালগাছ আমার বলেছেন: লাখ লাখ সমর্থক এই ঘটনাকে অপরাধ মনে করেনা, তেনারা আজকে শো ডাউন করেছে...
৭| ০৩ রা মে, ২০২৪ রাত ৯:৪৬
রানার ব্লগ বলেছেন: এই আলহামদুলিল্লাহ থেকেই বুঝতে হবে ওয়ালিউল্লাহ এর লাল শালু লেখা স্বার্থক । বাংগালির ধর্ম চিন্তায় শুদ্ধতার স্থান নাই আছে অন্ধত্বের অবস্থান ।
০৪ ঠা মে, ২০২৪ সকাল ১১:০৯
বিচার মানি তালগাছ আমার বলেছেন: মন্তব্যর জন্য ধন্যবাদ...
৮| ০৩ রা মে, ২০২৪ রাত ১০:৫৬
অনিকেত বৈরাগী তূর্য্য বলেছেন: মানবিক বিয়ের জনকের রুহানিপুত্রের অভাব নেই।
০৪ ঠা মে, ২০২৪ সকাল ১১:০৯
বিচার মানি তালগাছ আমার বলেছেন: সেটাই দেখা যাচ্ছে...
৯| ০৪ ঠা মে, ২০২৪ দুপুর ১২:৪১
অর্ক বলেছেন: আপনার মতো মামুনুলের ফ্যান মুরিদ আন্ধ্যা শুভানুধ্যায়ীর সঙ্গে ব্লগিং করা সত্যি বিরাট ভাগ্যের ব্যাপার। আপনারা যতোদিন আছেন, ততোদিন বাংলাদেশের আর চিন্তা নেই। মুমিন মামুনুল, তালগাছ, নারকেলগাছরাই আজকের বাংলাদেশের বাস্তবতা। বিরাট ছোঁয়াবের কাজ করছেন পোস্ট দিয়ে। ধন্য হেফাজতি।
০৪ ঠা মে, ২০২৪ দুপুর ১:০১
বিচার মানি তালগাছ আমার বলেছেন: পোস্ট পড়ে মন্তব্য করেছেন?
১০| ১৫ ই মে, ২০২৪ রাত ১১:৩৮
মুসাফির নামা বলেছেন: অনাচার যখন আচারে পরণিত হয় তখন মানুষ সঠিক ও বেঠিক এর ব্যবধান বুঝতে পারে না।
১৯ শে মে, ২০২৪ সকাল ১১:৩৭
বিচার মানি তালগাছ আমার বলেছেন: মন্তব্যর জন্য ধন্যবাদ...
©somewhere in net ltd.
১| ০৩ রা মে, ২০২৪ বিকাল ৩:১২
জ্যাক স্মিথ বলেছেন: এই লোকটি এখন আরও না জানি কত মেয়ের জীবন নষ্ট করবে!!
কারাগার থেকে বের হবার পর, বিশিষ্ট ধর্ষক আল্লামা মামুনুল হক।