![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
১. ইশরাককে মেয়র ঘোষণা করা হলে, খালেদা জিয়াকেও আগের নির্বাচন গুলোর ফল বাতিল করে প্রধানমন্ত্রী ঘোষণা করতে হবে। কারণ, ২০০৮ সালে বিএনপি হারলেও পরের ৩ বার হারার মত দল নয়। আওয়ামী লীগ যে কারচুপি আর ইঞ্জিনিয়ারিং করে ৩ টা নির্বাচন করেছিল সেটা সবাই জানে...
২. আর এই মুহূর্তে নির্বাচন হলে বিএনপি-ই জিতবে। এনসিপি বা জামায়াতের পক্ষে ১৫১ সিট পাওয়া সম্ভব নয়। তাই, ড. ইউনুসেরও আর নির্বাচন দেয়ার দরকার নেই। কারণ, ইশরাক যদি 'জনতার মেয়র' হয়, তাহলে খালেদা জিয়া হবেন’জনতার প্রধানমন্ত্রী’। তখন নির্বাচন আয়োজন করতে গিয়ে হাগার হাগার কোটি টাকা নষ্ট হওয়া থেকে বেঁচে যাবে। এমনিতে বিদেশী বিনিয়োগ নেই...
৩. শেখ সাহেব ৯ মাস ছিলেন বন্দী। দেশ কত মৃত্যু, ত্যাগ, তিতীক্ষার পর স্বাধীন হয়েছিল তা তেনার জেলখানা থেকে বোঝার উপায় ছিল না। তিনি এসে রেডিমেইড দেশ পেয়েছিলেন। বিএনপি ১৬ বছরে ৩ নির্বাচনে শেখ হাসিনার বিজয় মেনে নিয়েছে। এবারও ছাত্ররা প্রাণ না দিলে ২০২৯ পর্যন্ত আওয়ামী লীগকে মেনে নিত। তারা কী বুঝবে স্বাধীনতার মূল্য? তারা রেডিমেইড দেশ পেয়ে এখন সব কিছু ভুলে গিয়েছেন। এক নেতা তো বলে দিয়েছেন, ১৭ বছর খাইনি, এখন খাব...
৪. দেশের যদি এখন ক্রাইসিস হয় তার জন্য একমাত্র দায়ী থাকবে বিএনপি। বড় দল হিসেবে তাদের আরও দায়িত্বশীল আচরণ করা উচিত ছিল। নো ইফ, নো বাট...
২২ শে মে, ২০২৫ দুপুর ১২:০২
বিচার মানি তালগাছ আমার বলেছেন: তাদের নেতৃত্বেই আওয়ামী লীগের পতন ঘটেছিল। সাথে ছিল জনগণ। নো ইফ, নো বাট। এখন গর্তজীবিরা যাই বলুক...
২| ২১ শে মে, ২০২৫ সন্ধ্যা ৭:২২
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: আপ্নিও বুঝি কাঠাল পাতা গ্রুপ?
২২ শে মে, ২০২৫ দুপুর ১২:০৪
বিচার মানি তালগাছ আমার বলেছেন: বিবেকবান বিএনপি সমর্থকরা এখন বিএনপি'র আচরণে ক্ষুব্দ...
৩| ২১ শে মে, ২০২৫ রাত ৮:৩৬
কামাল১৮ বলেছেন: ‘বিচার মানি তালগাছ আমার’ কথাটাই ঠিক।
২২ শে মে, ২০২৫ দুপুর ১২:০৪
বিচার মানি তালগাছ আমার বলেছেন: ধন্যবাদ...
৪| ২১ শে মে, ২০২৫ রাত ৯:১৮
মেঠোপথ২৩ বলেছেন: ভারত ও আওয়ামিলীগের মুল উদ্দেশ্য যে কোন মূল্যে ডঃ ইউনুসকে সরানো। বিএনপি এদের হয়ে কাজ করছে। ডক্টর ইউনুসের এবার একটু কঠোর হওয়া প্রয়োজন । দুদকের উচিত বিএনপি নেতাদের অর্থ, সম্পদ, টাকা পাচার ইত্যাদি বিষয়ে তদন্ত করা।
২২ শে মে, ২০২৫ দুপুর ১২:০৫
বিচার মানি তালগাছ আমার বলেছেন: যেহেতু, এই সরকার নিরপেক্ষ। তাই বিএনপি'র অসৎ নেতাদের ব্যপারেও কঠোর হওয়া উচিত ছিল। কিন্তু তারা অনেকটা নীরব বিএনপি নেতাদের ব্যপারে...
৫| ২২ শে মে, ২০২৫ সকাল ৯:৫১
রাজীব নুর বলেছেন: দিন দিন আপনার বুদ্ধি কমে যাচ্ছে।
২২ শে মে, ২০২৫ দুপুর ১২:০৬
বিচার মানি তালগাছ আমার বলেছেন: এত বড় সুযোগ যে জাতি নষ্ট করতে পারে, সে জাতির বুদ্ধি তো কমবেই...
৬| ২২ শে মে, ২০২৫ দুপুর ১২:০৮
রাসেল বলেছেন: মহামান্য আদালত
২২ শে মে, ২০২৫ দুপুর ১২:১৩
বিচার মানি তালগাছ আমার বলেছেন: চট্টগ্রামেরটা দিয়ে এখন সবার মাথা খারাপ করে দিয়েছে। ভোট ছাড়াই সবাই পদে বসতে চায়...
©somewhere in net ltd.
১|
২১ শে মে, ২০২৫ সন্ধ্যা ৭:০২
সৈয়দ কুতুব বলেছেন: এনসিপির লোকজন এত কম কেন ? তারা না একক ভাবে আওয়ামী লীগ সরকারের পতন ঘটিয়েছে ?