|  |  | 
| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস | 
আজ মরণের ভয় কী? তাই আত্মার তাগিদেই কথাগুলো বলছি। শুধু পশুর মতো বেঁচে থাকার জন্য ঈমান আমান সবকিছু কেন বিসর্জন দেব। ১৪ তারিখ টুঙ্গিপাড়া গিয়েছিলাম। মাওয়ার ওপারে ফেরি ঘাটে নামতেই ৩-৪ জন বৃদ্ধ বড় উদ্বেগ নিয়ে জিজ্ঞেস করেছিল, ‘বাবা, নামাজ পড়তে মসজিদে নাকি যেতে পারব না!’ আমি থমকে গিয়েছিলাম। বুক ফেটে চৌচির হয়ে গিয়েছিল। কিন্তু মানুষের এই শঙ্কা নিয়ে কারও কোনো মাথা ব্যথা নেই। আওয়াজ উঠেছে, ইসলামী দল বাতিল করতে হবে। কিন্তু হিন্দুর দল থাকবে, খ্রিস্টানদের দল থাকবে—মুসলমানের দেশে মুসলমানের দল থাকবে না—কেমন সব আজব কথা! যারা ধর্মকর্ম মানে না, তারা তাদের মতো থাকুন। যাদের আল্লাহ আছে, রাসুল আছে তাদের কেন এত গালাগাল। ব্লগার রাজীব মারা গেছে, তার জানাজার যদি দরকার হয় তাহলে কেন একটা পবিত্র স্থানে জানাজা করা হলো না, শাহবাগ চত্বরে কেন? এক নাগাড়ে ১২ দিন জনসমাগম হলে পায়খানা, পেশাব, থু থু ফেলে জায়গা কি নোংরা করা হয়নি? নোংরা জায়গায় নামাজ চলে না। জানাজা কোনো মশকারি নয়, জানাজা নামাজ ফরজে কেফায়া, চার তকবিরের সঙ্গে অনুষ্ঠিত হয়। কোন সে টেডি ইমাম তিন তকবিরে নামাজ শেষ করল? নামাজ পড়বেন অজু করবেন না, ক’জন ওখানে অজু করতে পেরেছিল? নারী-পুরুষ, হিন্দু, মুসলমান একসঙ্গে জানাজা হয়? হয় না। কেন অমন হলো? আপনাদের এত সামর্থ্য, এত ক্ষমতা—জায়গাটা একটু ঝাড়পোছ করে নিতেন, দয়া করে সবাই অজু করে নিতেন। হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টানদের জানাজা থেকে আলাদা করতেন। যত আধুনিকই হন পবিত্র ইসলামে পুরুষের পাশে কোনো নারীর অবস্থান অনুমোদন করে না। তুমুল জোয়ার চলছে, তাই কেউ কথা বলে না। অনেক মুসলমানেরও কেবলা ঠিক নেই, ইমান দুর্বল হয়ে পড়েছে। আমার রাজনৈতিক পিতা বঙ্গবন্ধুর বাড়ির মসজিদের কেবলাও ভুল—উত্তর-পশ্চিমে। যতক্ষণ বেঁচে আছি কেবলা নিয়ে বাঁচব, একচুল নড়চড় হতে দেব না। মুক্তিযুদ্ধের সময় শিয়ালের মতো পালাইনি। বঙ্গবন্ধুর হত্যার পর ইঁদুরের গর্তে লুকাইনি। এত বছর বলে এসেছি, যা খুশি তাই করবেন তা হতে পারে না। আজ জনতা জেগেছে, বাচ্চা ছেলেগুলোকে নষ্ট করতে চাচ্ছেন কেন? ভ্রষ্ট কমিউনিস্টের বাংলাদেশে ঠাঁই হবে না। মাঝেসাজে তারা চমক দেখাতে পারেন। আল্লাহ-রসুলে বিশ্বাস করেন না আবার জানাজা পড়তে গেলেন কেন? তাও আবার চার তকবিরের জানাজা তিন তকবিরে পড়াতে গেলেন? এজন্য আর কেউ যদি প্রতিবাদ না করে না করুক, আমি প্রতিবাদ করছি, নিন্দা করছি। এত বড় একটা জাগরণ, কিছু লোক তাদের স্বার্থে পরিচালিত করতে চাচ্ছে—এটা হতে দেয়া যায় না। শাহবাগ থেকে কেন কথা উঠবে আসিফ নজরুল, পিয়াস করীম, মাহমুদুর রহমানকে হত্যা করা হবে—তারা এমন কী করেছেন? সত্য কথা বললে কেন এত আঁতে ঘা লাগবে? ’৭১-এর রাজাকার ও তার দোসররা হত্যা করেছিল, আজও তার বিচারের দাবিতে জনতা সোচ্চার। আপনারা কাউকে সঙ্ঘবদ্ধভাবে হত্যা করলে তার বিচার হবে না? নিশ্চয়ই হবে।
(বঙ্গবীর কাদের সিদ্দিকি) 
 ৪১ টি
    	৪১ টি    	 +১/-০
    	+১/-০  ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৩  দুপুর ১২:৪১
২৪ শে ফেব্রুয়ারি, ২০১৩  দুপুর ১২:৪১
বিদ্রোহী ভৃগু বলেছেন: উনাকে ফালতু বললে- বঙ্গবন্ধুর উপরও সেই অপমান খানিকটা যায় নাকি!!!!
কারণ উনি তার সময়ের সহযোদ্ধা।
ভিন্ন মতকে সম্মান করাই গণতন্ত্র।
"আর আমার এইটাই চাই"- হল স্বৈরতন্ত্রের প্রকাশ!!
একজন মুক্তিযোদ্ধা এবং বঙ্গবন্ধুর সহযাত্রীকে নিয়ে শালীনতা রক্ষা করা সভ্যতার মিনিমাম চাহিদা। এবং স্বাধীনতার চেতনার নামধারী প্রজন্ম চত্তরের সৈনিকদের জন্যতো অবশ্য স্বীকার্য--
নইলে কালের কাঠগড়ায় আপনি যে ভিলেন হবেন না। তার নিষ্চয়তা কোথায়???? 
২|  ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৩  দুপুর ১২:২৩
২৪ শে ফেব্রুয়ারি, ২০১৩  দুপুর ১২:২৩
হাসান মাহবুব বলেছেন: ৩-৪ জন বৃদ্ধ বড় উদ্বেগ নিয়ে জিজ্ঞেস করেছিল, ‘বাবা, নামাজ পড়তে মসজিদে নাকি যেতে পারব না!’ আমি থমকে গিয়েছিলাম। বুক ফেটে চৌচির হয়ে গিয়েছিল।  
এরকম পরিস্থিতি তৈরি হয়নাই সেইটা তিনি ভালো কৈরাই জানেন। আর কারা প্রপাগান্ডা চালাচ্ছে সেই মাহমুদুর গং এর কথাও ভালো মতই জানেন। তিনি কেন বৃদ্ধদের ভুল ভাঙাইলেন না? কেন মাহমুদুর এর বিরুদ্ধে কথা বললেন না? 
শাহবাগ থেকে কেন কথা উঠবে আসিফ নজরুল, পিয়াস করীম, মাহমুদুর রহমানকে হত্যা করা হবে  
শাহবাগ থেকে কখনও তাদেরকে হত্যার হুমকি দেয়া হয়নাই।  মাহমুদুর নামক উষ্কানিদাতা হলুত সাংবাদিকতার সর্দারটারে গ্রেপ্তারের দাবী জানানো হৈসে। বঙ্গবীর বেশ বীরত্বের সাথেই অপপ্রচারে নেমেছেন এক বিশেষ গোষ্ঠীর স্বার্থে। দুঃখজনক। 
  ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৩  দুপুর ১২:৫৯
২৪ শে ফেব্রুয়ারি, ২০১৩  দুপুর ১২:৫৯
বিদ্রোহী ভৃগু বলেছেন: ধন্যবাদ।
এই বিশেষ গোষ্ঠি কারা? 
আজকে শাহবাগ কেন ৮০ ভাগ সাধারন বিশ্বাসীর বিরুদ্ধ পক্ষ হয়ে গেল?
কেন সরকারের দুধভাত খেলোয়ারের জার্সি গায় দিল!!!!
এই সরকারতো এই কালও যে রুদ্রমূর্তি ধারন করেছে প্রতিবাদ মিছিলের উপর- কই ১৬ দিন কিসের ভিত্তিতে নিরাপত্তা দিচ্ছে???
এই দেশে ১৬ জন ব্লগার বিশেষ নিরাপত্তা পেল আম জনতার কথা বাদ সংসদের স্পিকারও যেখানে মৌলিক অধিকার থেকে বঞ্চিত!!!!
এই সহজ বিষয়গুলো জটিল রাজনীতি না বোঝা সাধারন জনগন বোঝে। শাহবাগের নেতারা কি বোঝে না?
এই দেশে ৪০ জন জামাতি যুদ্ধাপরাধিদের ঝুলাইয়া দিতে কি আওয়ামীলীগের কলিজা কাঁপে?
তবে এত প্রহসন কেন? এত বিপুল সংখ্যাগরিষ্ঠতা যার জোরে এক দিনে তত্ত্ববধায়ক বিল বাদ করে দিতে পারে- তারা কেন ষ্ট্রেইট ঝুলাইয়া দিতে পারে না?
এই নাটক, এর ফলাফলও জনতা বোঝে-
শাহবাগের তরুনদের ঘাড়ে উঠে কমিউনিষ্ট দাবী কেন হাইলাইটস হয়?
যে কমিউনিষ্টরা ৪০ বছরে ৪টি সিটও পায় না!!!!
তাই ভাবতে হয় বৈকি- তবে কি সেই বিশেষ গোষ্ঠি ৮০ ভাগ সাধারন জনতা!!!!
৩|  ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৩  দুপুর ১২:৩০
২৪ শে ফেব্রুয়ারি, ২০১৩  দুপুর ১২:৩০
প্যাপিলন বলেছেন: জামাতের ভবিষ্যত আমিরের পদ নিয়া উনি খুব টেনশনে আছেন। যোগ্যতার পরীক্ষায় ব্যস্ত আছেন।
  ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৩  দুপুর ১:০২
২৪ শে ফেব্রুয়ারি, ২০১৩  দুপুর ১:০২
বিদ্রোহী ভৃগু বলেছেন: বীর মুক্তিযোদ্ধা হবে জামাতের আমির!!!!!
তবেতো কয়দিন পর জামাত হয়ে যাবে মুক্তিযুদ্ধের সব সাফল্যের দাবীদার।
জোকস অব দা ইয়ার 
৪|  ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৩  দুপুর ১২:৩০
২৪ শে ফেব্রুয়ারি, ২০১৩  দুপুর ১২:৩০
ওই চোরা বলেছেন: ++++++++++++
  ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৩  দুপুর ১:০৫
২৪ শে ফেব্রুয়ারি, ২০১৩  দুপুর ১:০৫
বিদ্রোহী ভৃগু বলেছেন: ধন্যবাদ।
"আমার রাজনৈতিক পিতা বঙ্গবন্ধুর বাড়ির মসজিদের কেবলাও ভুল—উত্তর-পশ্চিমে। যতক্ষণ বেঁচে আছি কেবলা নিয়ে বাঁচব, একচুল নড়চড় হতে দেব না। মুক্তিযুদ্ধের সময় শিয়ালের মতো পালাইনি। বঙ্গবন্ধুর হত্যার পর ইঁদুরের গর্তে লুকাইনি। এত বছর বলে এসেছি, যা খুশি তাই করবেন তা হতে পারে না।"
আমাদের রাজনীতিবিদদের কেবলা কবে যে ঠিক হবে????
দেশ, মানুষ আর সত্যকে কেবলা মেনে তারা কাজ করবে কবে?????
৫|  ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৩  দুপুর ১২:৩৩
২৪ শে ফেব্রুয়ারি, ২০১৩  দুপুর ১২:৩৩
ওই চোরা বলেছেন: মাহমুদুর আজ সত্য বলছে বলেই তাকে হত্যার হুমকি দেয়া হচ্ছে, বঙ্গবীর কাদের সিদ্দীকির মত একজন মুক্তিযোদ্ধা যখন আওয়ামী পা চাটাদের দলে থাকেনা তখনি তাঁকেও যুদ্ধাপরাধী বলা হয়, এই হচ্ছে আওয়ামীদের মুক্তিযুদ্ধ ব্যাবসা। যারাই আওয়ামী বিরুধী তারাই রাজাকার, দেশ দ্রোহী।
  ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৩  দুপুর ১:১৬
২৪ শে ফেব্রুয়ারি, ২০১৩  দুপুর ১:১৬
বিদ্রোহী ভৃগু বলেছেন: সত্য বিষয়টাও কিন্তু আপেক্ষিক। যার যার মত এবং বাদের পক্ষে গেলে মিথ্যাও প্রিয়। কিন্তু বিরুদ্ধে গেলেই ত্রাহি চিৎকার!!!!!
এই দেশের আপামর মানুষের বিশ্বাসের বিরুদ্ধে শুরু থেকে আঘাত চলছে- রাজাকারি কি ত্রিদিব রায়, সন্তু লারমা গং করেনি? কিন্তু সিম্বল বানানো হয়েছে -দাড়ি-টুপি!!!!
আপামর মানুষ সাধারন মুসলিম- কিন্তু চার মূলনীতিতে গেছে ধর্মনিরপেক্ষতা!
যে জন্য অন্য যে কেউ ইসলামের নামে সাধারন কোন ইস্যুকে কাজে লাগালে গণ সমর্থন পেয়েছে দ্বীধাহীন।
অথচ রাজনিতিবিদরা ভোগবাদ আর পূজির দালালী করে ৪০টা বছর এই আম জনতাকেই উপেক্ষা করে, ব্যবহার করে গেল মাত্র!!!!!
আজ তরুন প্রজন্ম যখন নতুন করে জাগলো সবাই আশাবাদী হয়ে উঠেছিল! কিন্তু তাদের ঘাড়ে সিন্দাবাদের ভুতের মতো বাম, রাম আর নাস্তিকতা সুশীলপনা, মুক্তমনা আর আধুনিকতার নামে চেপে বসল!
সাথে রইল সরকারী আতাত! 
ফলে যা হবার তাই হলো- সরকারের তল্পীবাহক আয়োজনে পরিণত হল_
এক্ষনে এর পক্ষে বললেই চেতনাধারী, সুশীল, মুক্তিযোদ্ধা,
ভিন্ন সত্য বললেই রাজাকার!!! 
তাদের ট্রেইন্ডেই ব্যানার ঝুলছে- পক্ষ নিলে রক্ষা নাই- জোর করে চাপিয়ে দেয়ার অপচেষ্টা!
জামাতের পক্ষে যেমন এই দেশের ১৫ ভাগ লোকও  নাই;
তেমনি জামাত দমনের নামে ইসলামের উপর ক্ষীন আঘাত এলেও ৮৫ ভাগ জনতা ছাড় দেবার নয়।
এখন জনতা আছে রাজনীতিবিদদের সাজানো গ্যড়াকলের মাইনকা চিপায়!
একদিকে হৃদয়ের গভীরের আল্লাহ রাসূলের, ধর্মের বিশ্বাস; অন্যদিকে প্রশাসন!
ফলে সংঘাত ক্রমশ অনিবার্যতার দিকেই যেন যাচ্ছে!!! 
আল্লাহ আমাদের হেফাজত করুন্
৬|  ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৩  দুপুর ১২:৩৪
২৪ শে ফেব্রুয়ারি, ২০১৩  দুপুর ১২:৩৪
পক্ষপাতদুষ্ট বলেছেন: কাদের সিদ্দিকী বীর মুক্তিযোদ্ধা এটা মনেহয় বানোয়াট প্রচারণা। কিভাবে যে, বঙ্গবীর এবং বীরোত্তম খেতাব পেলো বুঝতে পারিনা।
  ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৩  দুপুর ১:১৭
২৪ শে ফেব্রুয়ারি, ২০১৩  দুপুর ১:১৭
বিদ্রোহী ভৃগু বলেছেন: আপনার নামের সাথে মন্তব্যটা দারুন গেছে  
 
নতুন করে আবার লিষ্ট করা যায় কিনা দেখেনতো !!!!!!!
৭|  ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৩  দুপুর ১২:৩৮
২৪ শে ফেব্রুয়ারি, ২০১৩  দুপুর ১২:৩৮
জ্ঞাতিবৈর বলেছেন: আমার অফিস, এই বঙ্গবীর কাদের সিদ্দীকির এলাকার খুব কাছেই। আমার অফিসের বেশীর ভাগ লোকই টাংগাইলের। দুইদিন আগে চায়ের দোকানের একটা ঘটনা বলি-
আমরা দুই ইঞ্জিনিয়ার সামনের চায়ের দোকানে চা খাচ্ছি, এমন সময় দোকানে বসা এক লোক একটা পোষ্টার দেখে কাদের সিদ্দিকির ব্যাপারে প্রসংশা করছিলেন। এর এক পর্যায়ে দোকান দারকে তার ব্যাপারে জিজ্ঞাসা করলে বলেছিল, ৭১ সালে কি করসে জানিনা তবে তাদের অনেক টাকা পয়সা আছে। কিন্তু তারা খুবই অহঙ্কারী। আমাদের সাথে হাত মিলাইলে সাবান দিয়ে হাত ধুতে হয়। মানুষ তাকে ভালো যানে না। ভোটে দাঁড়ায়, কেউ ভোট দেয় না।
এই হোল তার বর্তমান সম্পর্কে মানুষের বর্তমান perception।
  ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৩  দুপুর ১:২০
২৪ শে ফেব্রুয়ারি, ২০১৩  দুপুর ১:২০
বিদ্রোহী ভৃগু বলেছেন: জ্ঞাতী বৈর- আপনার আত্মীয় স্বজনদের মাঝে যারা আপনার সাথে একটু সমস্যা আছে তাদের কাছে যদি জানতে চাই- আশাকরি এরচে মন্দ বই ভাল বলবে না।
আশা করি বুঝতে পেরেছেন।
আর শাস্ত্রে বলে- যুক্তিতে না পারলেই নাকি ব্যক্তিক আক্রমন করা হয়!!! 
৮|  ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৩  দুপুর ১২:৪৪
২৪ শে ফেব্রুয়ারি, ২০১৩  দুপুর ১২:৪৪
আহলান বলেছেন: নোংরা রাজনীতি ...
  ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৩  দুপুর ১:৩২
২৪ শে ফেব্রুয়ারি, ২০১৩  দুপুর ১:৩২
বিদ্রোহী ভৃগু বলেছেন: স্রেফ ক্ষমতা আর লোভে আম জনতার সাথে ৪০ বছর ধরে বেঈমানী চলছে!!!!!!
৯|  ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৩  দুপুর ১২:৫০
২৪ শে ফেব্রুয়ারি, ২০১৩  দুপুর ১২:৫০
হ্যারিয়ার টু বলেছেন:  ‘বাবা, নামাজ পড়তে মসজিদে নাকি যেতে পারব না!’
মতলব্বাজ ...... মিথুক!
মসজিদ বন্ধ কোথায়?   শালা মিথ্যুক রাজাকার।
  ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৩  দুপুর ১:৪১
২৪ শে ফেব্রুয়ারি, ২০১৩  দুপুর ১:৪১
বিদ্রোহী ভৃগু বলেছেন: আপনার বোধের সংকীর্ণতা দেখে অবাক হচ্ছি!!!! 
মসজিদ বন্ধ এই কথা বলল কোথায়?
মতলববাজ এবং অবোধ তো দেখছি আপনি নিজেই!!!!!
নাকি- শব্দটার মানেও বোঝাতে হবে নাকি?!!!
১০|  ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৩  দুপুর ১২:৫১
২৪ শে ফেব্রুয়ারি, ২০১৩  দুপুর ১২:৫১
মাসরুর প্রধান বলেছেন: ৩-৪ জন বৃদ্ধ বড় উদ্বেগ নিয়ে জিজ্ঞেস করেছিল, ‘বাবা, নামাজ পড়তে মসজিদে নাকি যেতে পারব না!’ আমি থমকে গিয়েছিলাম। বুক ফেটে চৌচির হয়ে গিয়েছিল। 
এইসব বললে দেশে গৃহযুদ্ধ লাগতে বাধ্য। 
  ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৩  দুপুর ১:৪২
২৪ শে ফেব্রুয়ারি, ২০১৩  দুপুর ১:৪২
বিদ্রোহী ভৃগু বলেছেন: আচ্ছা - এই সব বললে গৃহযুদ্ধ লেগে যেতে পারে!!!!!
তো এইসব বলার কাজগুলা না করলেইতো হয়। ল্যঠা চুকে গেল!!!!!
১১|  ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৩  দুপুর ১:০৩
২৪ শে ফেব্রুয়ারি, ২০১৩  দুপুর ১:০৩
েজরী মামুন বলেছেন:  
শাহাবাগ চত্তরে শহীদ জননী জাহানারা ইমামের ছবি আছে, বঙ্গবন্ধুর ছবি নাই কেন? বঙ্গবন্ধু ছাড়া কিসের মুক্তিযুদ্ধের চেতনা? না ভন্ডামী? বঙ্গবীর কাদের সিদ্দীকির সমন্ধে বাজে মন্তব্য করার আগে জানুন সে কে? মুক্তিযুদ্ধে তাঁর আবদান ? বঙ্গবন্ধুকে হত্যাকরার পর আওয়ামীলীগের নেতারা যখন লুকিয়ে তখন আবার হাতিয়ার তুলে নিয়ে ছিলেন । আগে সমান্য পরিমান ইিতহাস জানুন আর সত্য বলার সৎ শাহস তৈরী করুন। বঙ্গবীর কাদের সিদ্দীকির হাটুর সমান যাদের যোগ্যতা নাই তারাই আজ প্রলাপ বকছে, তার স্বাধীনতার বিরধী শক্তি।  
  ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৩  দুপুর ১:৪৯
২৪ শে ফেব্রুয়ারি, ২০১৩  দুপুর ১:৪৯
বিদ্রোহী ভৃগু বলেছেন: বঙ্গবীর কাদের সিদ্দীকির হাটুর সমান যাদের যোগ্যতা নাই তারাই আজ প্রলাপ বকছে, তার স্বাধীনতার বিরধী শক্তি। 
..
ভাই শাস্ত্রে আছ না- 
আইলো দেশে কলিকাল
শেয়ালে চাটে বাঘের গাল!!
সেই দশা আর কি!
১২|  ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৩  দুপুর ১:১৪
২৪ শে ফেব্রুয়ারি, ২০১৩  দুপুর ১:১৪
েজরী মামুন বলেছেন: বঙ্গবীর কাদের সিদ্দীকির হাটুর সমান যাদের যোগ্যতা নাই তারাই আজ প্রলাপ বকছে, তারাই স্বাধীনতার বিরোধী শক্তি।
১৩|  ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৩  দুপুর ১:২৬
২৪ শে ফেব্রুয়ারি, ২০১৩  দুপুর ১:২৬
মোঃ রিয়াজুল ইসলাম (রিয়াজ) বলেছেন: ato kothin korer kicu nai, ankota onek shohoj. Q = Apni awoamileg koren?
ans= yes
result = apni muktijodha, apni chushil, apni muktijudher pokher lok. 
if ur ans = no
result = tui rajakar tui rajakar tui...............
awoamilig = chushil, muktijudher dol
exept awoamilig = rajakar + shadhinota birodhi. 
                               (it`s proved)
  ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৩  বিকাল ৪:৪৫
২৪ শে ফেব্রুয়ারি, ২০১৩  বিকাল ৪:৪৫
বিদ্রোহী ভৃগু বলেছেন:  এই এভারেজ সরলীকরণের সমস্যাও আছে!!!
যেই ফাঁদে তারা নিজেরাও অলরেডি পড়ে গেছে।
১৪|  ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৩  দুপুর ১:৩৩
২৪ শে ফেব্রুয়ারি, ২০১৩  দুপুর ১:৩৩
অজানাবন্ধু বলেছেন: ৩-৪ জন বৃদ্ধ বড় উদ্বেগ নিয়ে জিজ্ঞেস করেছিল, ‘বাবা, নামাজ পড়তে মসজিদে নাকি যেতে পারব না!’ আমি থমকে গিয়েছিলাম। বুক ফেটে চৌচির হয়ে গিয়েছিল। 
বৃদ্ধদের মনে এই প্রশ্ন জাগিয়েছে কারা? জামাত, শিবির এবং তাদের দালালরা।
তাদের সবার বিচার হওয়া উচিত।
আমারা সবাই জানি বর্তমান সরকারে আছে এদেশের সবচেয়ে জনপ্রিয় দুটি দলের একটি। এদলের ৯০ ভাগ সর্মথক মুসলমান।
তারপর ও বৃদ্ধদের মনে এই প্রশ্ন কেন? কারন একটাই মিথ্যা অপপ্রচার।
  ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৩  বিকাল ৪:৫০
২৪ শে ফেব্রুয়ারি, ২০১৩  বিকাল ৪:৫০
বিদ্রোহী ভৃগু বলেছেন: ভাই মিথ্যা কখনোই টিকে নাই টিকবে না।
এই প্রশ্ন কেন জাগছে- আপনার বোধে কি কিছুই অনুভূত হয় না???
৪ বছরের মহা ব্যর্থতা বিলোপনে 
 ওয়াশিংপ্লান্ট মুভমেন্ট চলছে....নাতো!!!!
২/৪টা কমিউনিষ্টের কথায় , তাল হারিয়ে শাহবাগী নেতারা নিজেরাই কি বিভ্রান্ত!!!!
১৫|  ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৩  দুপুর ২:০৭
২৪ শে ফেব্রুয়ারি, ২০১৩  দুপুর ২:০৭
শিপু ভাই বলেছেন: 
উনি কি অন্ধ হয়ে গেছেন?
ওনার বিবেক বুদ্ধি কি লোপ পেয়েছে???
সন্দেহ হয় খুব!!!
  ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৩  বিকাল ৪:৫৫
২৪ শে ফেব্রুয়ারি, ২০১৩  বিকাল ৪:৫৫
বিদ্রোহী ভৃগু বলেছেন: মনে হয় না।
বরং আরো আগেই বঙ্গবন্ধুর শিষ্য হিসেবে পদেক্ষেপ নেয়া দরকার ছিল।
সেই শক্ত কান্ডারীর ভূমিকা নেননি বলেই বরং কৈফিয়াত তলব, বিচার চাইতে পারি!
কিন্তু প্রমান ছাড়া শুধূ মতের বিপরীতে বলে নোংরা আক্রমন, মন্তব্য করতে পারি না।
করা উচিত নয়।
১৬|  ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৩  দুপুর ২:২৬
২৪ শে ফেব্রুয়ারি, ২০১৩  দুপুর ২:২৬
জ্ঞাতিবৈর বলেছেন: আপনার কাছ থেকে এই কথাই আশা করেছিলাম।
শোনেন, কেউ যখন একটা কথা বলে তখন সে কথাটার মানে ব্যক্তির উপর (অর্থাৎ তার প্রকৃতি বা তার ইতিহাসও বলতে পারেন) এবং কাল (প্রেক্ষাপট) এর উপর নির্ভর করে। এটা সব সময়ই সত্য। ধরুন, "বাংলাদেশ একটি ঢর্ম নিরোপেক্ষ দেশ হবে"-এই কথাটা যদি ১-হাসিনা, ২-খালেদা,৩-বাইতুল মোকাররমের ইমাম, ৪- বারাক ওবামা বলে, তাহলে ৪টা কথা ৪ধরনের মানে প্রকাশ করবে। তাই ব্যক্তির এবং সময়ের ব্যাপার খুবি গুরুত্বপূর্ন। এজন্যই আপনাকে এই কথাটা বলেছিলাম।
আপনাকে একটা উদাহরন দিলাম মাত্র, কিন্তু আমার দেখা সকল স্থানীয়ই তাদের ব্যাপারে একটু নেগেটিভ, আর ওই বুড়া চা ওয়ালা শুধু তারই একটা প্রতিনিধিত্ব করে। টাঙ্গাইলের এখানে চাকুরী করার আগে পর্যন্ত আপনার মতো ধারনাই ছিলো আমার। আগে পেপারে যখন দেখতাম কাদের সিদ্দীকির প্রতিষ্ঠানের দুর্নীতি, চাদাবাজী ও সন্ত্রাসের কথা তখন ভাবতাম সবাইত করে শুধু শুধু ওনার রেপুটেশন খারাপ করার চেষ্টা করতেছে রাজনৈতিক কারনে। কিন্তু বাস্তবতা আসলেই খারাপ। এখানে আপনার এই তথা কথিত -"আপনার আত্মীয় স্বজনদের মাঝে যারা আপনার সাথে একটু সমস্যা আছে তাদের কাছে যদি জানতে চাই- আশাকরি এরচে মন্দ বই ভাল বলবে না"-খাটে না।
  ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৩  বিকাল ৫:০০
২৪ শে ফেব্রুয়ারি, ২০১৩  বিকাল ৫:০০
বিদ্রোহী ভৃগু বলেছেন: হতে পারে যা বলছেন তা সত্যি।
কিন্তু আপনার কথায়ই সময় আর কালের-প্রেক্ষিতে তাঁকে তির্যক গালী দেয়া, অপমান করা কতটা শোভন?! 
শেখ হাসিনা যেভাবে ড. কামাল, কাদের সিদ্দিকী.. আর একজন .. নামটা মনে নাই..তিনজনকে ব্যঙ্গ করেছিল কাকের কা কা র সাথে!!!!!!
যে জন্য আওয়ামী সমর্থকরাও যেন ভিন্নমত পেলেই তেমনী ভূমিকা শুরু করে!!!!!  
১৭|  ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৩  বিকাল ৩:২৭
২৪ শে ফেব্রুয়ারি, ২০১৩  বিকাল ৩:২৭
ওই চোরা বলেছেন: ব্লগে, ফেবুতে যারা নাস্তিকতার নামে ইসলামকে গনহারে গালাগালি করেছে, আল্লাহ ও তাঁর রাসুলকে (সা: ) অবিরাম বিছ্রিভাবে অপমান করেছে সেটা অপরাধ নয়, কিন্তু সেইসব সবার সামনে তুলে ধরাটাই অপারাধ। কোন দেশে আছি আমরা???
  ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৩  বিকাল ৫:২৪
২৪ শে ফেব্রুয়ারি, ২০১৩  বিকাল ৫:২৪
বিদ্রোহী ভৃগু বলেছেন: অনেক আবাল প্রশ্ন করে লিখছে ২০১২তে তখন কেন রাজিবের কিছু হল না!!!!
হাসতে হাসতে মরে যাই।
ব্লগে যারা নিয়মিত সবাই জানে- এই কুলাঙ্গার গং কয়দিন পরপরই ইসলামকে নিয়া খুচাখুচি করে- ফাইট হয় রেগুলার, কিন্তু তাদের প্রতি সহিংস হয়না কেউ; ইগনোর করে, পাগল মস্তিস্ক বিকৃত ভেবে সাইড লাইনে রাখে।
কিন্তু সীমা অতিক্রম করলে যা হয় -আসিফের ক্ষেত্রেও তাই হয়েছে; আর রাজিব ইস্যুতো পুরাই পলিটিকাল হইয়া গেছে।
আওয়ামী মাৎসানায়ের দেশে আছি!!!!!
১৮|  ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৩  বিকাল ৩:২৯
২৪ শে ফেব্রুয়ারি, ২০১৩  বিকাল ৩:২৯
ওই চোরা বলেছেন: ২ নং কমেন্টের রিপ্লাইটা জুতার বারির মত হইছে
১৯|  ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৩  বিকাল ৩:৪৫
২৪ শে ফেব্রুয়ারি, ২০১৩  বিকাল ৩:৪৫
আমি তুমি আমরা বলেছেন: এদেশের রাজনীতি দিন দিন নোংরা থেকে নোংরাতর হচ্ছে 
  ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৩  বিকাল ৫:৩২
২৪ শে ফেব্রুয়ারি, ২০১৩  বিকাল ৫:৩২
বিদ্রোহী ভৃগু বলেছেন: শুধু নোংরা বললে মনে হয় কম বলা হয়; 
স্বার্থ, লোভ, স্বেচ্ছাচারের চূড়ান্তে যাচ্ছে; 
শেষ কোথায় কে জানে? 
২০|  ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৩  বিকাল ৪:৪৯
২৪ শে ফেব্রুয়ারি, ২০১৩  বিকাল ৪:৪৯
কেনজিয়া বলেছেন: সত্য কথা বললেই যেকাউকে রাজাকার বানিয়ে দেয় আওয়ামী মন্সকরা-এটা আওয়ামী স্টাইল।
২১|  ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৩  বিকাল ৫:২৬
২৪ শে ফেব্রুয়ারি, ২০১৩  বিকাল ৫:২৬
পাব্লিক বলেছেন: সহমত জানাই।
২২|  ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৩  রাত ১২:৩৮
২৫ শে ফেব্রুয়ারি, ২০১৩  রাত ১২:৩৮
আশফাক সুমন বলেছেন:  কাদের সিদ্দিকির সমালোচনা করার অধিকার  যারা ৭১-এর  মুক্তিযু(দ্ধ   সরাসরি অংশ  গ্রহন করেনি তাদের নাই। 
বিশেষ করে সরকারি দলের  দুর্নীতিবাজ নোংরা রাজনীতিকদের তো চুপ থাকাই শ্রেয় ।
 
 আমি কাদের সিদ্দিকির  লিখার  সাথে  সহমত ।
২৩|  ০১ লা মার্চ, ২০১৩  রাত ১২:১৯
০১ লা মার্চ, ২০১৩  রাত ১২:১৯
গেস্টাপো বলেছেন: কাদের সিদ্দিকি একজন বীর মুক্তিযোদ্ধা এবং এটাই সত্য
২৪|  ২৭ শে মার্চ, ২০১৩  রাত ৮:৩০
২৭ শে মার্চ, ২০১৩  রাত ৮:৩০
বিজ্ঞানী সিমুল বলেছেন: Salute to Kader Siddiki.
©somewhere in net ltd.
১| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৩  দুপুর ১২:২২
২৪ শে ফেব্রুয়ারি, ২০১৩  দুপুর ১২:২২
জোছনা কন্যা বলেছেন: falto