|  |  | 
| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস | 
 নারী দিবসের আগের দিন একজন নারী সংসদ সদস্যের প্রতি পুলিশের আচরন! নীরব স্পীকার! নীরব নারী বাদীরা!!!
নারী প্রধানমন্ত্রীর গ!ণতান্ত্রিক উপহার!!!!!!!!!
‘‘মনে হচ্ছিল আমার মাথাটা গুড়িয়ে দিয়ে যাবে তারা, গাড়ির চাকা মাথাটা পিষ্ট করে দেবে। ওদের পুলিশটা আমার সঙ্গে না পড়লে তারা হয়তো আমাকে মেরেই ফেলতো’’- বলছিলেন বিএনপির নির্বাহী কমিটির সদস্য শাম্মী আখতার এমপি।
 
বৃহস্পতিবারের হরতালে নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আটক হওয়ার সময় পুলিশের গাড়ি থেকে পড়ে গিয়ে আহত হন তিনি।
আর শনিবার ইউনাইটেড হাসপাতালে চিকিৎসারত অবস্থায় সেদিনের স্মৃতিই বাংলানিউজকে জানানোর চেষ্টা করেন শাম্মী।
তিনি বলেন, ‘‘খুব যন্ত্রণায় পড়েছি। নিজের কষ্ট, বাচ্চাদের কষ্ট, স্বামীর ভোগান্তি! আমার বাচ্চারা টিভিতে দৃশ্যটি দেখেছে, ভুলতে পারছে না। খুব কষ্ট পাচ্ছে। আমিতো তাদের মা।
 
শাম্মী সে দিনের প্রসঙ্গে বলেন, ‘‘গাড়িতে ওঠার পরে কেউ আমার কোমরে জোরে ধাক্কা দিলো। এরপর পড়ে গেলাম। দেখলাম, চোখের খুব কাছ দিয়ে গাড়ির চাকাটি চলে গেল। মনে হচ্ছিল, এবার বুঝি মারাই যাচ্ছি।’’
 
শাম্মী বলেন, ‘‘প্রচণ্ড ব্যথায় আকুতি জানালাম, আমাকে হাসপাতালে নিয়ে যেতে। কারণ আমার হাত পা থেকে রক্ত পড়ছিলো। কিন্তু ওরা(পুলিশ) আমাকে হাসপাতালে না নিয়ে ডিসি অফিসে আটকে রাখলো।’’
 
শাম্মীর ক্ষোভ প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ সরকারের নারী সদস্যদের প্রতি। তিনি বলেন, ‘‘নারী দিবসে বড় বড় কথা বলে তারা। আর তার আগের দিনই একজন নারী এমপির ওপর এভাবে হামলা!’’
 
তিনি বলেন, ‘‘যে সরকার একজন নারী এমপি’র সঙ্গে এই দুর্ব্যবহার করতে পারে, তারা অন্য আট-দশটা সাধারণ মেয়ের সঙ্গে কী ব্যবহার করতে পারে তা সহজেই বোঝা যায়।’’
তার অভিযোগ ঢাকা মহানগর পুলিশের মতিঝিল অঞ্চলের অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) মেহেদী হাসানের প্রতিও।
 
তিনি বলেন, ‘‘মেহেদী অতি উৎসাহী হয়ে এসব আচরণ করেছেন। আমাদের কেন আটক করবেন তিনি? আমাদের কার্যালয়ে আমরা ঢুকতে পারবো না?’’
 
আরও বলেন, ‘‘আমাদের পুলিশ দিয়ে ঘিরে রাখতে পারতেন তারা। স্লোগান দিতে দিতে এক সময় আমরা ক্লান্ত হয়ে পড়তাম। শুধু শুধু এভাবে আটক করার মানে কী?’’
দলের নির্বাহী কমিটির আরেক সদস্য রাশেদা বেগম হীরা এমপি’কে আটকের প্রসঙ্গও আনেন শাম্মী।
তিনি বলেন, ‘‘হীরা আপা কতো সিনিয়র! তাকে যেভাবে গাড়িতে ওঠালো, সেটা খুবই অপমানজনক। একজন সম্মানিত নারী এমপি’র সঙ্গে এমন আচরণ জাতির জন্য খুবই লজ্জার।’’
 
স্পিকারের সমালোচনা করে শাম্মী বলেন, ‘‘একজন এমপি পুলিশি হামলায় আহত। জাতীয় সংসদের অভিভাবক হিসেবে মাননীয় স্পিকার সাহেব একবার দেখতে আসতে পারতেন। তিনি তা করেন নি, এটা খুবই দুঃখজনক।’’
 
নিজের বর্তমান অবস্থা সম্পর্কে বলেন, ‘‘বাম হাতের মাংস কনুইয়ের আশপাশ দিয়ে ভয়ংকরভাবে থেতলে গেছে। ডান হাতের চামড়া ছিলে গেছে। আর পায়ের চামড়াও ছিলে গেছে হাঁটুর কাছে।’’
 
এ সময় শাম্মীর পাশে ছিলেন তার স্বামী মোশাররফ সবুজ। তিনি বলেন, ‘‘আমার বাচ্চাদের স্কুল চলছে। এরমধ্যে তাদের মায়ের এই অবস্থা। ওদের মানসিক কষ্ট দেখতে পারছি না। তাদের ঘুম পাড়িয়ে আসতে আসতে কখনো আমার রাত ২টা বেজে যায়।’’
 
কর্তব্যরত চিকিৎসক জানান, শাম্মীর পুরোপুরি সুস্থ হতে আরো কিছু সময় লাগবে। কোথাও ‘ফ্র্যাকচার’ হয়নি, তবে মাংস ও চামড়ার অবস্থা দেখে কবে নাগাদ তিনি পুরো সুস্থ হবেন, তা বলা মুশকিল।’’
উল্লেখ্য, বৃহস্পতিবার সকাল সাড়ে দশটার দিকে হরতাল চলাকালে বিএনপি অফিসের সামনে থেকে সংরক্ষিত আসনের চার এমপিকে আটক করা হয়। প্রত্যক্ষদর্শীরা জানায়, সোয়া দশটার পর সাংসদ আশিফা আশরাফী পাপিয়া, রেহেনা আক্তার রানু, শাম্মী আক্তার ও রাশেদা বেগম হীরা পার্টি অফিসের দিকে আসেন। এ সময় তাদের আটকের চেষ্টা করলে তারা পার্টি অফিসের তালাবদ্ধ প্রবেশ পথের কাছে রাস্তায় বসে পড়েন।
একপর্যায়ে টানাহেঁচড়া করে তাদের পুলিশের একটি মাইক্রোবাসে (ঢাকা মেট্রো-চ-১৩৮০৫৪) তোলা হয়। গাড়িটি ডিবি অফিসের উদ্দেশে চলতে শুরু করলে গাড়ির শোরুম হকস বে এর কাছে পুলিশের সঙ্গে ধস্তাধস্তিতে রাস্তায় পড়ে যান শাম্মী আক্তার। তার পেছনে পাপিয়াও জোর করে নেমে আসেন। এ সময় তারা দু’জন ছাড়াও শরীফা নামে এক নারী কনস্টেবলও গাড়ি থেকে পড়ে আহত হন। 
সূত্র  
 ৩০ টি
    	৩০ টি    	 +২/-০
    	+২/-০  ০৯ ই মার্চ, ২০১৩  রাত ৯:৫৫
০৯ ই মার্চ, ২০১৩  রাত ৯:৫৫
বিদ্রোহী ভৃগু বলেছেন: সত্যি ভয়ংকর!
সংসদ সদস্যার এই অবস্থা আজ যারা মেনে নিচ্ছে- তারা যেন কাল হইচই না করে!
আর যদি সত্যি আইন আর বিধানের প্রতি শ্রদ্ধাশীল হয়- প্রত্যেকের উচিত এই অন্যায়ের প্রতিবাদ করা।
একজন সংসদ সদস্যকে আইন প্রণেতাকে, আইন প্রয়োগকারী যদি এইরকম যাচ্ছেতাই হেনস্তা করে - সাধারন মানুষের ভরসা তখন কোথায়?
২|  ০৯ ই মার্চ, ২০১৩  রাত ৯:৫৫
০৯ ই মার্চ, ২০১৩  রাত ৯:৫৫
মাজহারুল হুসাইন বলেছেন: শকুনের কবলে বাংলাদেশ ।
  ০৯ ই মার্চ, ২০১৩  রাত ১০:০০
০৯ ই মার্চ, ২০১৩  রাত ১০:০০
বিদ্রোহী ভৃগু বলেছেন: খুবলে খাচ্ছে স্বৈরাচারী, স্বেচ্ছাচারী কায়দায়!!!!!
রুখতে হবে শকুন!!!!!!!
৩|  ০৯ ই মার্চ, ২০১৩  রাত ১০:০৬
০৯ ই মার্চ, ২০১৩  রাত ১০:০৬
কৃষি এবং কৃষক বলেছেন: যুদ্ধাপরাধীদের পক্ষে আন্দোলনে নামলে পাবলিকই কদিন পরে বি এন পি নেতাদের মারবে। আর ইহিহাসে "মীর জাফর" উপাধীতে তাদের জন্য ফ্রি থাকছেই ...
  ১০ ই মার্চ, ২০১৩  দুপুর ২:৩২
১০ ই মার্চ, ২০১৩  দুপুর ২:৩২
বিদ্রোহী ভৃগু বলেছেন: মুখস্ত বুলি আর কত দিনরে ভাই!!!!
যুদ্ধাপরাধির দোহাই দিয়া ৪ বছরের অসংখ্য ব্যর্থতা আড়াল করছে আম্লীগ!!!!
লেবু বেশী কচলাইলে তিতা হয়।
বিষয়টার রিলেটেড আপনার মন্তব্য কাম্য।
১৯৮৬র জাতীয় বেঈমানকে জাতি চেনে।
সুতরাং মীরজাফর উপাধী যে কার জন্য বরাদ্ধ হয়-তাতো ইতিহাসই নির্ণয় করবে।
৪|  ০৯ ই মার্চ, ২০১৩  রাত ১০:০৭
০৯ ই মার্চ, ২০১৩  রাত ১০:০৭
কাজী মামুনহোসেন বলেছেন: পক্ষপাতিত্ব নয় নিরপেক্ষতা
  ১০ ই মার্চ, ২০১৩  দুপুর ২:৩৫
১০ ই মার্চ, ২০১৩  দুপুর ২:৩৫
বিদ্রোহী ভৃগু বলেছেন: একজন সংসদ সদস্যকে আটকের জন্য যে সাংবিধানিক বিবিবদ্ধতা রয়েছে- তাও কি ভুলে গেল আম্বীলীগ!!!!
আর পুলিশ কি ভাবছে চিরকাল তারাই ক্ষমতায় থাকবে?
আওয়ামী নিরপেক্ষতার ডিজিটাল রেকর্ড রয়েই গেল!!!!!!!
৫|  ০৯ ই মার্চ, ২০১৩  রাত ১০:০৯
০৯ ই মার্চ, ২০১৩  রাত ১০:০৯
কাজী মামুনহোসেন বলেছেন: উনি ধাক্কা দিয়া পুলিশরে ফালাইছে এত কোন সন্দেহ নাই....
আর ঐছবি গুলা নেয়া হইছে এফএনএস থেকে : http://www.fairnews24.com/gallery.php
  ১০ ই মার্চ, ২০১৩  দুপুর ২:৩৯
১০ ই মার্চ, ২০১৩  দুপুর ২:৩৯
বিদ্রোহী ভৃগু বলেছেন: আপনি কি নির্দেশ দাতা?
না প্রত্যক্ষদর্শী!!!
না দালালীর অন্ধগলির অন্ধ টোকাই!!!!!
৬|  ০৯ ই মার্চ, ২০১৩  রাত ১০:২৭
০৯ ই মার্চ, ২০১৩  রাত ১০:২৭
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: Dalal buddhi jibider ami noto lingo buddhi jibi boli,dalal naribadi der noto ki bolbo bujtecina.Tinara ekhon kothay?nijeder gupto kesher ukun marcen naki ?
  ১০ ই মার্চ, ২০১৩  দুপুর ২:৪১
১০ ই মার্চ, ২০১৩  দুপুর ২:৪১
বিদ্রোহী ভৃগু বলেছেন: তিনারা পরবর্তী আদেশের অপেক্ষায় আছেন! তিনাদের চক্ষু অন্ধ! তিনাদের বিবেক বন্ধ!!
তিনাদের শুধু তু তু শোনার কান আছে! 
আর বাকী সব কিছুতে বধির, বোবা, কালা!
করুনা হয় তাদের জন্য!!!
৭|  ০৯ ই মার্চ, ২০১৩  রাত ১১:১২
০৯ ই মার্চ, ২০১৩  রাত ১১:১২
রাজীব বলেছেন: কাজী মামুনহোসেন বলেছেন: উনি ধাক্কা দিয়া পুলিশরে ফালাইছে এত কোন সন্দেহ নাই...
কিন্তু উনি নিজে পরেছেন আগে আরে পুলিশ পড়েছে পরে। ধাক্কা দিলেন  তারপর নিজে লাফ দিয়ে পরলেন তার পর সেই পুলিশ(যাকে ধাক্কা দেয়া হয়েছে) পড়ল।
কি আশ্চের্য।
  ১০ ই মার্চ, ২০১৩  বিকাল ৪:১৫
১০ ই মার্চ, ২০১৩  বিকাল ৪:১৫
বিদ্রোহী ভৃগু বলেছেন: হ্যাঁ, ইনারা পৃথিবীর অষ্টম আশ্চর্য বটে!!!!
৮|  ১০ ই মার্চ, ২০১৩  রাত ১২:৫২
১০ ই মার্চ, ২০১৩  রাত ১২:৫২
সাগর হাসি বলেছেন:   
   
   
 
  ১০ ই মার্চ, ২০১৩  বিকাল ৪:১৬
১০ ই মার্চ, ২০১৩  বিকাল ৪:১৬
বিদ্রোহী ভৃগু বলেছেন: হ্যা হাসি থেমে কান্নার মতো ঘটনাই বটে!!
মূখে গণতন্ত্রের বুলি
আচরনে ফ্যাসিবাদী, স্বৈরাচারী....
আর গ্যাড়াকলে ১৬ কোটি আমজনতা!!!
৯|  ১০ ই মার্চ, ২০১৩  রাত ১২:৫৩
১০ ই মার্চ, ২০১৩  রাত ১২:৫৩
কাজী মামুনহোসেন বলেছেন: @রাজীব ভাই তাইলে কি পুলিশ ইচ্ছা কইরা পইড়া, নিজের শরিরের চামড়া কুরবানী দিল ? 
পোস্টে আছে 
-------------------------------------------------------------------------------
‘‘মনে হচ্ছিল আমার মাথাটা গুড়িয়ে দিয়ে যাবে তারা, গাড়ির চাকা মাথাটা পিষ্ট করে দেবে। ওদের পুলিশটা আমার সঙ্গে না পড়লে তারা হয়তো আমাকে মেরেই ফেলতো’’
-----------------------------------------------------------------------------
উনিই বলেছেন পুলিশটা আমার সাথে পড়েছে।
আর যদি উনি আগে পড়ে থাকেন, তাইলে বুঝতে হবে আমাদের দেশের পুলিশ এত্ত ভাল যে, সংসদ সদস্যের জীবন বাঁচাতে নিজের জীবন বাজি ধরছে।
ওই মহিলা পুলিশরে ত পুরুস্কার দেয়া উচিৎ..........
১০|  ১০ ই মার্চ, ২০১৩  রাত ২:৪৯
১০ ই মার্চ, ২০১৩  রাত ২:৪৯
গেস্টাপো বলেছেন: অরা মানুষ না অরা আম্লিগ   
   
 
  ১০ ই মার্চ, ২০১৩  বিকাল ৪:৩৬
১০ ই মার্চ, ২০১৩  বিকাল ৪:৩৬
বিদ্রোহী ভৃগু বলেছেন: এটাই দিনে দিনে দৃঢ় হতে চলছে!!!!!
তাদের আচরনে 
তাদের ফ্যাসিবাদে
তাদের স্বেচ্ছাচারে
তাদের স্বৈরাচারে
----
১১|  ১০ ই মার্চ, ২০১৩  রাত ২:৫১
১০ ই মার্চ, ২০১৩  রাত ২:৫১
গেস্টাপো বলেছেন: তাই বুঝাইয়া লাভ নাই 
১ বছর ওয়েট করেন খালি ।তারপর দেখুম্নে আম্লিগ্রে  
   
 
  ১০ ই মার্চ, ২০১৩  বিকাল ৫:৫৩
১০ ই মার্চ, ২০১৩  বিকাল ৫:৫৩
বিদ্রোহী ভৃগু বলেছেন: চোরের সাথে আপনেও চোর হইবেন  
 
তুমি স্বৈরাচার বলে আমি তেমন হবো না
তুমি অধম বলে আমি কি উত্তম হবো না 
১২|  ১০ ই মার্চ, ২০১৩  ভোর ৫:০১
১০ ই মার্চ, ২০১৩  ভোর ৫:০১
স্বাধীকার বলেছেন: নারীবাদী বাম, নারীবাদী আম্লীগ, নারীবাদী সুশীল, নারীবাদী নেত্রী, নারীবাদী এনজিও-সব শুয়োরবৎ ভূমিকা পালন করছে। এরা আটই মার্চ নারী দিবস পালন করে ফান্ড কালেকশন করার জন্য এবং সারা বছর সেই ফান্ডের মাধ্যমে দেশব্যাপী আস্ফালন আর মায়া কান্না করে বেড়ায়। নারী নীতি প্রণয়ন, নারীবান্ধব সরকার-এখানে এসে মুখ থুবরে পড়ে। ভন্ডামী আর কাকে বলে। মাত্র ৪ জন নারী এমপি তাদের পার্টি অফিসের সিড়িতে বসে শ্লোগান দিচ্ছে। শতশত পুলিশ গোয়েন্দা এতেও সহনশীলতা দেখাতে ব্যর্থ হয়। আমরা দেখেছি এই নারীরা কোনো গাড়ীতে ঢিল ছুড়েনি, বোমাবাজী করেননি। তাহলে কেন তাদের বলপ্রয়োগে গ্রেফতার করতে হবে। বাকশালী স্বৈরাচারী এই প্রজন্ম নতুন করে দেখছে। সবই ইতিহাস হয়ে থাকছে, সময়ে সব সুশীলের মুখে, নারীবাদীদের মুখে জুতা পড়া দরকার। গণতন্ত্র, সুশাসন-এসব শুনলে বমি আসে।
  ১০ ই মার্চ, ২০১৩  সন্ধ্যা  ৬:৩৩
১০ ই মার্চ, ২০১৩  সন্ধ্যা  ৬:৩৩
বিদ্রোহী ভৃগু বলেছেন: বাকশালী স্বৈরাচারী এই প্রজন্ম নতুন করে দেখছে। সবই ইতিহাস হয়ে থাকছে, সময়ে সব সুশীলের মুখে, নারীবাদীদের মুখে জুতা পড়া দরকার। গণতন্ত্র, সুশাসন-এসব শুনলে বমি আসে।  
এই ভন্ডরাই আবার পালা বদলে তারস্বরে চিৎকার করবে- সব গেল সব গেল বলে!!!!
এদের হিপোক্রেসি দেখলে হিপোক্রেট শব্দটাই হয়তো আত্ম হত্যা করতো!!!!
১৩|  ১০ ই মার্চ, ২০১৩  ভোর ৫:৩৬
১০ ই মার্চ, ২০১৩  ভোর ৫:৩৬
স্টেনটোরিয়ান বলেছেন: নাটকটাও ঠিকমত করতে পারেনা!
  ১০ ই মার্চ, ২০১৩  সন্ধ্যা  ৬:৫৯
১০ ই মার্চ, ২০১৩  সন্ধ্যা  ৬:৫৯
বিদ্রোহী ভৃগু বলেছেন: নাটক যারা করে বেড়ায় তারা সত্যকেও নাটকই ভাবে!!!!
শেষে আবার সেই বাঘ রাখালের গল্পের মতো একদিন নাটক ভাবতে ভাবতেই তাদের পতনও হয় ইতিহাসের নিকৃষ্টতায়!!!
১৪|  ১০ ই মার্চ, ২০১৩  দুপুর ২:৫১
১০ ই মার্চ, ২০১৩  দুপুর ২:৫১
মনিরা সুলতানা বলেছেন: মাত্র ৪ জন নারী এমপি তাদের পার্টি অফিসের সিড়িতে বসে শ্লোগান দিচ্ছে। শতশত পুলিশ গোয়েন্দা এতেও সহনশীলতা দেখাতে ব্যর্থ হয়। আমরা দেখেছি এই নারীরা কোনো গাড়ীতে ঢিল ছুড়েনি, বোমাবাজী করেননি। তাহলে কেন তাদের বলপ্রয়োগে গ্রেফতার করতে হবে ?
মানবতা ,নারীবাদী আজ সব সুধু  নির্দিষ্ট কিছু গোষ্ঠীর জন্য  বরাদ্দ 
১৯৯০-৯২  সময়ে  জাতীয় বিতর্ক প্রতিযোগিতা গুল তে  পাপিয়া আপা কে দেখে আনুপ্রানিত হয়েছি , হল এ এসে দেখছি রেহানা আক্তার রানু আপা কে, দল মত নির্বিশেষ এ একজন জনপ্রিয় নেত্রী , আর  শাম্মী তো  সহপাঠী । 
এই লজ্জা আমার  ।
  ১০ ই মার্চ, ২০১৩  রাত ৮:১২
১০ ই মার্চ, ২০১৩  রাত ৮:১২
বিদ্রোহী ভৃগু বলেছেন: কি প্রচন্ড ভয় তাদের মনে!
কি প্রচন্ড ব্যর্থতার ভারে নূজ্ব্য!
কি প্রচন্ড রকম জনবিচ্ছিন্নতায় আতংকিত!!
সাধারন সভা, প্রতিবাদ, মিছিলেও শংকিত হয়ে উঠে!!!!
আর সংবিধান এবং আইনের বিরুদ্ধে খড়গ তুলে স্বৈরাচারী কায়দায় ভিন্নমত দমনে সচেষ্ট!!!!!!!!!!!!!!!!!!!!!
কিন্তু মিথ্যা, আবেগ আর প্রহসন দিয়েতো দীর্ঘমেয়াদী ভাল কিছু হয়নি হবেও না!
মানবতা ,নারীবাদী আজ সব সুধু নির্দিষ্ট কিছু গোষ্ঠীর জন্য বরাদ্দ  
 
লজ্জাজনক। দু:খজনক।
অথচ তারাই গলাফাটায় গনতন্ত্রের কথা বলে! জনগণের কথা বলে!!!!!
ছি:
১৫|  ১০ ই মার্চ, ২০১৩  সন্ধ্যা  ৬:০২
১০ ই মার্চ, ২০১৩  সন্ধ্যা  ৬:০২
রিফাত হোসেন বলেছেন: মহিলা    কে বলছে    এইভাবে নিজে সমস্যায় পরতে?  ফাউল মহিলা,  যদি হাজবেন্ড আর বাচ্চা নিয়ে ভাল থাক্তে চাইত তাহলে ঝামেলায় জড়াইত না
ওয়ামী বিম্পিরা নারী কাউন্ট করে না,  করে কর্মী! 
  ১৪ ই মার্চ, ২০১৩  বিকাল ৫:৩৪
১৪ ই মার্চ, ২০১৩  বিকাল ৫:৩৪
বিদ্রোহী ভৃগু বলেছেন: আপনি নিশ্চয়ই কোন নারীর গর্ভে হন নি!!!
নারী সব দেশে সব কালে যুগে যুগে দেশ-সমাজ নির্মানে অগ্রনী।
মা মাটি দেশ নিয়ে শ্রদ্ধার সাথে কথা বলুন- যদি না ওয়ামীলীগ হয়ে থাকেন! 
পুলিশের অতি বাড়াবাড়ির ফলও পুলিশকেই ভোগ করতে হবে! 
একজন সংসদ সদস্যকে গ্রেফতারের আইন ও বিধান আছে, জানেন কি?
স্পীকার কি করে নীরব থাকেন? স্রেফ দলান্ধতার জন্য!
একজন নারী প্রধানমন্ত্রী কি করে নিরব থাকেন? তার সংসদের একজন নারী সদস্যতো তিনি ; নয় কি?
তাহলে কি দাড়াল -আওয়ামী আনগত্যো একজন কনস্টেবল/সাধারন পুলীশ একজন আইন প্রণেতা রাস্তায় টেনে হিচরে াপমান করে নির্যাতন করার লাইসেন্স পেয়ে গেল!!!!!!
এই আওয়ামী মাৎসানায়ে চীফ হুইপকে নির্যাতন কারী পুলীশ নামক জানোয়ারকে প্রেসিডেন্ট পদক দিয়ে যে ভয়ংকর খেলাকে উস্কে দিল লীগ- তার দায় তাদের গায়েও পড়বে!!!!!
তখন আবার হায় হায় বলে কাঁদবেন না যেন!!!!!
ঢিলটি দিলে পাটকেলটি যে খেতেই হবে।
এখও সময় আছে সভ্য হবার।
১৬|  ১৫ ই মার্চ, ২০১৩  রাত ৯:০৯
১৫ ই মার্চ, ২০১৩  রাত ৯:০৯
আলতামাশ বলেছেন: আপনার ফেবু আইডিতে ফ্রেন্ড রিকুয়েস্ট পাঠাতে চাই, লিঙ্কটা দিবেন?
©somewhere in net ltd.
১| ০৯ ই মার্চ, ২০১৩  রাত ৯:৫০
০৯ ই মার্চ, ২০১৩  রাত ৯:৫০
তানজিদ_রূপক বলেছেন: পত্রিকা তো শুধু পুলিশ আপারে কোলে নিয়ে দৌড়াদৌড়ির ছবি ছাপাল, আংশিক সত্যি বড়ই ভয়ঙ্কর।