|  |  | 
| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস | 
ধন্যবাদ খালেদা জিয়া! শুভ মত প্রকাশে বরাবরের মতো আপনার সুবচন রাজনীতিতে পরিবর্তন আনবে বলেই বিশ্বাস করি! 
রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমানের মৃত্যুতে বিরোধীদলীয় নেতা, সাবেক প্রধানমন্ত্রী, বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার শোক জানিয়েছেন।
বুধবার রাতে এক শোকবার্তায় তিনি বলেন, “বিদেশে চিকিৎসাধীন অবস্থায় বাংলাদেশের রাষ্ট্রপতি, প্রবীণ রাজনীতিবিদ, স্বাধীনতা সংগ্রামী, আওয়ামী লীগের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি জিল্লুর রহমানের মৃত্যুর খবর সংবাদমাধ্যম মারফত জানতে পেরে আমি গভীরভাবে শোকাভিভূত।”
 
খালেদ জিয়া বলেন, “আমি আমার নিজের ও বিএনপির পক্ষ থেকে মরহুমের শোকার্ত স্বজনদের প্রতি আন্তরিক সমবেদনা জানাচ্ছি। মরহুমের রুহের মাগফিরাত কামনা করছি। দোয়া করি, আল্লাহ রাব্বুল আলামিন যেন তাঁকে বেহেশত নসিব করেন।”
 
বিএনপি চেয়ারপারসন বলেন, “দীর্ঘ রাজনৈতিক জীবনে জিল্লুর রহমান গুরুত্বপূর্ণ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক দায়িত্ব পালন করেছেন। বিভিন্ন ক্রান্তিলগ্নে তাঁর ইতিবাচক ভূমিকা আমাদের জাতীয় ইতিহাসের অংশ হয়ে থাকবে।”
তিনি বলেন, “জিল্লুর রহমান ছিলেন মিতবাক, ভদ্র, নম্র একজন ভালো মানুষ। তাঁর ইন্তেকালে বাংলাদেশ একজন অভিজ্ঞ, মননশীল ও সুবিবেচক রাজনৈতিক ব্যক্তিত্বকে হারালো। রুচি ও প্রজ্ঞার প্রকট অভাবের এই সময়ে তাঁর মৃত্যু যে শূন্যতা সৃষ্টি করলো তা সহজে পূরণ হবার নয়।” 
যদিও উনার অভিযোগ গুলো গুরুত্বপূর্ণ তবুও তা উহ্য রেখেই বলতে চাই- শুভ রাজনীতির সূচনা হোক সুবচনে, শুভ বিশ্বাসে, কথা কাজে।  শুরু হোক বক্তব্যে শালীনতা, শ্রদ্ধা আর ভব্যতায়। 
আপনি এগিয়ে এসেছেন- আশঅ করি মাননীয় প্রধানমন্ত্রীও এগিয়ে এসে এই জাতির প্রতি উনার প্রকৃত ভালবাসার প্রমাণ দেবেন। 
সংবাদ   
 ৩৩ টি
    	৩৩ টি    	 +৫/-০
    	+৫/-০  ২০ শে মার্চ, ২০১৩  রাত ৯:১৭
২০ শে মার্চ, ২০১৩  রাত ৯:১৭
বিদ্রোহী ভৃগু বলেছেন: আমাদের বিশ্বাস বিজয়ী হলেই আমজনতার শান্তি 
  ২১ শে মার্চ, ২০১৩  বিকাল ৫:০৯
২১ শে মার্চ, ২০১৩  বিকাল ৫:০৯
বিদ্রোহী ভৃগু বলেছেন: খালেদা জিয়া নিয়ত:ই এগিয়ে এসেছেন- আশা করি মাননীয় প্রধানমন্ত্রীও এগিয়ে এসে এই জাতির প্রতি উনার প্রকৃত ভালবাসার প্রমাণ দেবেন।
২|  ২০ শে মার্চ, ২০১৩  রাত ৮:৪৯
২০ শে মার্চ, ২০১৩  রাত ৮:৪৯
তাসবীর আহমাদ বলেছেন: খালেদা জিয়ার কাছ থেকে শেখ হাসিনা এবং আওয়ামী লীগাররা সৌজন্যবোধ শিখুক।
  ২০ শে মার্চ, ২০১৩  রাত ৯:২২
২০ শে মার্চ, ২০১৩  রাত ৯:২২
বিদ্রোহী ভৃগু বলেছেন: শুভ রাজনীতির সূচনা হোক সুবচনে, শুভ বিশ্বাসে, কথা কাজে। শুরু হোক বক্তব্যে শালীনতা, শ্রদ্ধা আর ভব্যতায়।
খালেদা জিয়া নিয়ত:ই এগিয়ে এসেছেন- আশা করি মাননীয় প্রধানমন্ত্রীও এগিয়ে এসে এই জাতির প্রতি উনার প্রকৃত ভালবাসার প্রমাণ দেবেন।  
৩|  ২০ শে মার্চ, ২০১৩  রাত ৮:৫৮
২০ শে মার্চ, ২০১৩  রাত ৮:৫৮
বোকামন বলেছেন: 
মাননীয় প্রধান বিরোধীদলীয় নেত্রী “বেগম খালেদা জিয়াকে” অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি .....
সম্মানিত লেখক,
আপনার কথাগুলোর সাথে তাল মিলিয়ে আমিও বলতে চাই -
“শুভ রাজনীতির সূচনা হোক সুবচনে, শুভ বিশ্বাসে, কথা কাজে। শুরু হোক বক্তব্যে শালীনতা, শ্রদ্ধা আর ভব্যতায়।”
আপনাকে ধন্যবাদ
  ২০ শে মার্চ, ২০১৩  রাত ৯:৫২
২০ শে মার্চ, ২০১৩  রাত ৯:৫২
বিদ্রোহী ভৃগু বলেছেন: আপনাকে ধন্যবাদ সম্মানীত বোকামন।
এই সামান্য শূভ সূচনায় মুক্তি পেতে পারে ১৬ কোটি মানুষ।
প্রতিষ্ঠিত হতে পারে স্বাধীনতার প্রকৃত চেতনা। 
৪|  ২০ শে মার্চ, ২০১৩  রাত ৯:২০
২০ শে মার্চ, ২০১৩  রাত ৯:২০
বিডি আমিনুর বলেছেন: শুভ রাজনীতির সূচনা হোক
  ২০ শে মার্চ, ২০১৩  রাত ১১:৩১
২০ শে মার্চ, ২০১৩  রাত ১১:৩১
বিদ্রোহী ভৃগু বলেছেন: আমজনতার স্বস্তি আর মুক্তির এটাই প্রথম ধাপ।
আমরা অপেক্ষায়  শুভস্য শীঘ্রমের।
৫|  ২০ শে মার্চ, ২০১৩  রাত ৯:৩২
২০ শে মার্চ, ২০১৩  রাত ৯:৩২
জাওয়াদ তাহমিদ বলেছেন: পড়ে ভাল লাগল।
শুভ রাজনীতির সূচনা হোক
  ২০ শে মার্চ, ২০১৩  রাত ১১:৩৪
২০ শে মার্চ, ২০১৩  রাত ১১:৩৪
বিদ্রোহী ভৃগু বলেছেন: ধন্যবাদ।
সারা দেশবাসী তাই চায়; 
খালেদা জিয়া এগিয়ে এসেছেন- আশা করি মাননীয় প্রধানমন্ত্রীও এগিয়ে এসে এই জাতির প্রতি উনার প্রকৃত ভালবাসার প্রমাণ দেবেন। 
৬|  ২০ শে মার্চ, ২০১৩  রাত ৯:৩৯
২০ শে মার্চ, ২০১৩  রাত ৯:৩৯
রাসেল ভাই বলেছেন: বেগম জিয়াকে ধন্যবাদ ।
  ২০ শে মার্চ, ২০১৩  রাত ১১:৩৫
২০ শে মার্চ, ২০১৩  রাত ১১:৩৫
বিদ্রোহী ভৃগু বলেছেন: অন্তর থেকে ধন্যবাদ।
গতানুগতিকার বাইরে এর আগেও উনি অনেকবারই গেছেন। ড. ওয়াজেদের মৃত্যুর পর ছাড়াও আরও বিভিন্ন উপলক্ষে ...
আশা করি মাননীয় প্রধানমন্ত্রীও এই শুভতার পথে এগিয়ে এসে এই জাতির প্রতি উনার প্রকৃত ভালবাসার প্রমাণ দেবেন। 
৭|  ২০ শে মার্চ, ২০১৩  রাত ১০:০৬
২০ শে মার্চ, ২০১৩  রাত ১০:০৬
পথ-হারা এক পথিক বলেছেন: ধন্যবাদ। শুভ রাজনীতির সূচনা হোক।
  ২১ শে মার্চ, ২০১৩  সকাল ১০:১৭
২১ শে মার্চ, ২০১৩  সকাল ১০:১৭
বিদ্রোহী ভৃগু বলেছেন: শুভ রাজনীতির সূচনা হোক।
এই কামনা এখণ সবার। ধন্যবাদ আপনাকেও।
৮|  ২০ শে মার্চ, ২০১৩  রাত ১০:৩৭
২০ শে মার্চ, ২০১৩  রাত ১০:৩৭
তানজিদ_রূপক বলেছেন: ভালো বক্তব্য দিয়েছেন তো, সব রাজনৈতিক নেতা নেত্রীর শুভদয় হোক।
  ২১ শে মার্চ, ২০১৩  সকাল ১০:১৯
২১ শে মার্চ, ২০১৩  সকাল ১০:১৯
বিদ্রোহী ভৃগু বলেছেন: এটা এখন সবার স্বপ্ন। শূভ ভাল এবং দেশ ও জনতার কল্যানের সাথে সাথে রাজনীতির সহবাস শুরু হোক।
আমজনতা মুক্তি পাবে। দেশ এগিয়ে যাবে।
৯|  ২০ শে মার্চ, ২০১৩  রাত ১০:৩৯
২০ শে মার্চ, ২০১৩  রাত ১০:৩৯
প্রচুর বলেছেন: সুস্থ রাজনৈতিক সংস্কৃতির উদয় হোক।
  ২১ শে মার্চ, ২০১৩  সকাল ১১:২১
২১ শে মার্চ, ২০১৩  সকাল ১১:২১
বিদ্রোহী ভৃগু বলেছেন: সকলেরই প্রত্যাশা। প্রধানমন্ত্রী যত দ্রুত বোঝেন ততই মঙ্গল।
১০|  ২০ শে মার্চ, ২০১৩  রাত ১১:২৫
২০ শে মার্চ, ২০১৩  রাত ১১:২৫
শিপন মোল্লা  বলেছেন:  আমরা এমনটাই আশা করি দেশের অভিবাবকদের কাছ থেকে সহনশীল আর সহমর্মিতা। মিলেমিশে দেশটা আগিয়ে নিয়ে জান, 
মাননীয় প্রধান বিরোধীদলীয় নেত্রী “বেগম খালেদা জিয়াকে” অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। এমন সুন্দর করে বানি দেওয়ার জন্য।
  ২১ শে মার্চ, ২০১৩  দুপুর ২:১১
২১ শে মার্চ, ২০১৩  দুপুর ২:১১
বিদ্রোহী ভৃগু বলেছেন: ধন্যবাদ আপনাকেও।
সত্য সুন্দরের লড়াই যারা করছেন, তাদের আরো বেশি উৎসাহিত করা উচিত এইরকম মানসিকতাকে।
আশা করি সরকারী দলও পরের কাধে দোষ চাপানোর মানসিকতা, মিথ্যা আর প্রগলভতা ছেড়ে সত্যের পথে আসবে। দেশের সার্থে, জনগণের স্বার্থে।।
১১|  ২১ শে মার্চ, ২০১৩  সকাল ১০:২৯
২১ শে মার্চ, ২০১৩  সকাল ১০:২৯
নেক্সাস বলেছেন: নেত্রীর প্রতি ভালবাসা আরো মজবুত হল
  ২১ শে মার্চ, ২০১৩  দুপুর ২:১৪
২১ শে মার্চ, ২০১৩  দুপুর ২:১৪
বিদ্রোহী ভৃগু বলেছেন: ধন্যবাদ।
সত্য বুঝতে দেরী হলেও সত্য সত্যই । মিথ্যা যতই জমকালো হোক মিথ্যাই। 
আশা করি সরকার প্রধানও পরের কাধে দোষ চাপানোর মানসিকতা, মিথ্যা আর প্রগলভতা ছেড়ে সত্যের পথে আসবে। দেশের সার্থে, জনগণের স্বার্থে।। 
আশা করি মাননীয় প্রধানমন্ত্রীও এই শুভতার পথে এগিয়ে এসে এই জাতির প্রতি উনার প্রকৃত ভালবাসার প্রমাণ দেবেন। 
১২|  ২১ শে মার্চ, ২০১৩  দুপুর ২:১৪
২১ শে মার্চ, ২০১৩  দুপুর ২:১৪
বৃষ্টি ভেজা সকাল ১১ বলেছেন: ভাল বলেছেন।
  ২১ শে মার্চ, ২০১৩  দুপুর ২:২৩
২১ শে মার্চ, ২০১৩  দুপুর ২:২৩
বিদ্রোহী ভৃগু বলেছেন: ধন্যবাদ। 
“শুভ রাজনীতির সূচনা হোক সুবচনে, শুভ বিশ্বাসে, কথা কাজে। শুরু হোক বক্তব্যে শালীনতা, শ্রদ্ধা আর ভব্যতায়।”
১৩|  ২১ শে মার্চ, ২০১৩  দুপুর ২:১৫
২১ শে মার্চ, ২০১৩  দুপুর ২:১৫
আই লাভ ইউ, ম্যান বলেছেন: নেক্সাস বলেছেন: নেত্রীর প্রতি ভালবাসা আরো মজবুত হল
  ২১ শে মার্চ, ২০১৩  বিকাল ৪:৪৩
২১ শে মার্চ, ২০১৩  বিকাল ৪:৪৩
বিদ্রোহী ভৃগু বলেছেন: “শুভ রাজনীতির সূচনা হোক সুবচনে, শুভ বিশ্বাসে, কথা কাজে। শুরু হোক বক্তব্যে শালীনতা, শ্রদ্ধা আর ভব্যতায়।”  
খালেদা জিয়া নিয়ত:ই এগিয়ে এসেছেন- আশা করি মাননীয় প্রধানমন্ত্রীও এগিয়ে এসে এই জাতির প্রতি উনার প্রকৃত ভালবাসার প্রমাণ দেবেন। 
১৪|  ২৩ শে মার্চ, ২০১৩  রাত ১০:৫২
২৩ শে মার্চ, ২০১৩  রাত ১০:৫২
এম হুসাইন বলেছেন: জাতি সত্যিকারের একজন রাজনিতিক কে হারালো।
পোস্টে ভাললাগা। 
শুভ রাজনীতির সূচনা হোক সুবচনে, শুভ বিশ্বাসে, কথা কাজে। শুরু হোক বক্তব্যে শালীনতা, শ্রদ্ধা আর ভব্যতায়।  
  ২৫ শে মার্চ, ২০১৩  বিকাল ৫:৪৫
২৫ শে মার্চ, ২০১৩  বিকাল ৫:৪৫
বিদ্রোহী ভৃগু বলেছেন: খালেদা জিয়া নিয়ত:ই এগিয়ে এসেছেন- আশা করি মাননীয় প্রধানমন্ত্রীও এগিয়ে এসে এই জাতির প্রতি উনার প্রকৃত ভালবাসার প্রমাণ দেবেন।
১৫|  ২৭ শে মার্চ, ২০১৩  রাত ৮:১৩
২৭ শে মার্চ, ২০১৩  রাত ৮:১৩
বিজ্ঞানী সিমুল বলেছেন: ২ নেত্রী অবসর নিলেই বাচি।
কবে যে এরা অবসর নেবে?
  ২৭ শে মার্চ, ২০১৩  রাত ৮:২৬
২৭ শে মার্চ, ২০১৩  রাত ৮:২৬
বিদ্রোহী ভৃগু বলেছেন: প্রাকৃতিক অবসর ছাড়া তো আর কোন সম্ভাবনা নেই!!!!!
এর আগে একজনতো ঘোষনা দিয়ে মনে হয় বিপদেই পড়েছিলেন- ২ বছর পর রিটায়ার করবেন!!! পরে আর কোন খবর নেই!!!
১৬|  ২৯ শে মার্চ, ২০১৩  রাত ১:৫৫
২৯ শে মার্চ, ২০১৩  রাত ১:৫৫
পরিবেশ বন্ধু বলেছেন: যোগ্য যারা তারা নড়েনা 
  ০১ লা এপ্রিল, ২০১৩  রাত ৮:১৩
০১ লা এপ্রিল, ২০১৩  রাত ৮:১৩
বিদ্রোহী ভৃগু বলেছেন: অযোগ্যরা তা বোঝে না!!!! 
©somewhere in net ltd.
১| ২০ শে মার্চ, ২০১৩  রাত ৮:৪৪
২০ শে মার্চ, ২০১৩  রাত ৮:৪৪
তোমোদাচি বলেছেন: শুভ মত প্রকাশে বরাবরের মতো আপনার সুবচন রাজনীতিতে পরিবর্তন আনবে বলেই বিশ্বাস করি!