|  |  | 
| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস | 
০৯ ই এপ্রিল, ২০১৩ সকাল ৯:২৮ লিখিত এ বাঙালীকে হাইকোর্ট প্রদর্শন পোষ্ট টি ষ্টীকি!!!!!!!!!!!!!!!!!!! করিয়া সামু/মডুগণ কি সমস্ত ব্লগারদের হাইকোর্ট নয় ,সুপ্রীমকোর্ট প্রদর্শন করাইলেন????????????
পুরো পোষ্টটাই...ষ্পষ্ট বিদ্বেষ প্রসূত, এক বিশেষ গোষ্ঠীর তল্পীবাহী মতকানা পোষ্ট! কোন নিরপেক্ষ তথ্য, সত্য কিছূই এতে উপস্থিত নেই।
এবং দেশে বিবদমান ইস্যুতে ঘি ঢালার মতো দালালী পোষ্টকে ষ্টীকি করে সামু কি স্পষ্ট করে দিল তারা ৯০ ভাগ আমজনতার আম ব্লগারের বিরোধী????????
.০০০১ ভাগ ধর্মদ্রোহীর পক্ষে গিয়ে কি সামু / মডু গণ সামুর অবশিষ্ট ব্লগারদিগকে সুপ্রীম কোর্ট দেখাইতে চাইলেন!!!!????
বাংলাদেশৈর ইতিহাসে জন সমাগমের ক্ষেত্রে রেকর্ড সৃষ্টি কারী শুধু নয় সরকারের ১০০০ ভাগ অসহযোগীতর হিসেব ধরলে (বাস, ট্রাক, লঞ্চ সহ সকল প্রকার যোগাযোগ বিচ্ছিন্ন করা সহ, দলীয় কর্মীদিয়ে পথে পথে প্রতিবন্ধকতার হিসাবে ধরলে) এটা আরো বৃহত্তর সফল সমাবেশ।
পোষ্টে লাইন টু লাইন বলতে গেলে দৃই পোষ্ট সমান হয়ে যাবে বিধায়- শুধু প্রথম এবং বড় মিথ্যাচারটা দিয়েই বল্লাম।
সামু আশা করি পোষ্টি ষ্টিকি থেকে সরিয়ে সাধারন ব্লগারদের পক্ষ নেবেন।
নাস্তিকতাকে সম্মান করি।
ধর্মনিয়ে উপহাস ঘৃণা করি।
আর মিথ্যাচার এবং দালালী ঘৃনা করি।
সামু কি শেষ পক্ষে থেকে আমব্লগারদের সুপ্রীমকোর্ট দেখাবে? অামরা অপেক্ষায়!
 ৪০ টি
    	৪০ টি    	 +৪/-০
    	+৪/-০  ০৯ ই এপ্রিল, ২০১৩  দুপুর ১২:৫১
০৯ ই এপ্রিল, ২০১৩  দুপুর ১২:৫১
বিদ্রোহী ভৃগু বলেছেন: সামু কি না জেনে না না বুঝে এইরকম পোষ্ট ষ্টীকি করছে জানতে মন চায়!
এবং যেহেতু ঐ পোষ্টে জানারও কমেন্ট আছে তাতে বোঝা যায় তাতে সামুর সম্মতি রয়েছে!!!!!
সামু কি চলমান বিদ্বেষে ঘি ঢালতে চাইছে?
নাকি ধর্মবিদ্বেষীদের পেট্রোনাইজার হিসেবে চিহ্নিত হতে চাইছে? 
শুধু ধর্ম বিদ্বেষেই যদি সুশীলতা হয়- আমি তা ঘৃণা করি।
শুধু ধর্মবিদ্বেষে যদি মুক্তমনা হয় আমি তা অবিশ্বাস করি!
যদি ধর্ম বিদ্বেষই আধূনিকতা হয় আমি তা প্রথ্যাখ্যান করি!!!
২|  ০৯ ই এপ্রিল, ২০১৩  দুপুর ১২:১৩
০৯ ই এপ্রিল, ২০১৩  দুপুর ১২:১৩
প্রকৌঃ মোঃ আতিকুর রহমান বলেছেন: এধরনের পোষ্ট ষ্টিকি করার ক্ষেত্রে নীতির পরিবর্তন হওয়া দরকার। এ সব পোষ্ট স্টিকি করে সামু ব্লগের মান কমবে তাতে সন্দেহ নাই।
  ০৯ ই এপ্রিল, ২০১৩  দুপুর ১২:৫২
০৯ ই এপ্রিল, ২০১৩  দুপুর ১২:৫২
বিদ্রোহী ভৃগু বলেছেন: যে বোঝার সেই যে অন্যমন্স্ক!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
৩|  ০৯ ই এপ্রিল, ২০১৩  দুপুর ১২:১৬
০৯ ই এপ্রিল, ২০১৩  দুপুর ১২:১৬
অগ্রপথিক... বলেছেন: সহমত
  ০৯ ই এপ্রিল, ২০১৩  দুপুর ১২:৫২
০৯ ই এপ্রিল, ২০১৩  দুপুর ১২:৫২
বিদ্রোহী ভৃগু বলেছেন: ধন্যবাদ।
৪|  ০৯ ই এপ্রিল, ২০১৩  দুপুর ১২:২২
০৯ ই এপ্রিল, ২০১৩  দুপুর ১২:২২
সবুজ সাথী বলেছেন: সহমত
  ০৯ ই এপ্রিল, ২০১৩  দুপুর ১২:৫৩
০৯ ই এপ্রিল, ২০১৩  দুপুর ১২:৫৩
বিদ্রোহী ভৃগু বলেছেন: ধন্যবাদ।
৫|  ০৯ ই এপ্রিল, ২০১৩  দুপুর ১২:২৩
০৯ ই এপ্রিল, ২০১৩  দুপুর ১২:২৩
ব্লাক উড বলেছেন: ব্লগ রক্ষার নামে ধর্ম বিদেস্বী ব্লগারদের পূণর্বাসন করতে কোনো ভাবেই ব্লগারদের স্বোচ্চার হওয়া উচিত নয়।
  ০৯ ই এপ্রিল, ২০১৩  দুপুর ১:৫২
০৯ ই এপ্রিল, ২০১৩  দুপুর ১:৫২
বিদ্রোহী ভৃগু বলেছেন: কিন্তু তারা কি জেগে ঘুমায়?
না ইচ্ছাকৃত খুচাখুচি করে? শুরু থেকে কমতো কাহিনী হয় নাই!!!!!
সরকারও যেখানে ঠেলায় পড়ে কুলাঙ্গারদের গ্রফতারে বাধ্য হয়েছে-সেখানে এই রকম আবালিয় ভুল ব্যাখ্যার পোষ্ট কি করে ষ্টীকি হয় কি করে!!!!!
কোরআনের আধা বোঝা আধা না বুঝে কিছূ লাইন/আয়াত কপি পেষ্ট করে দিলেই কি তা সত্য হয়ে গেল????
এই অপ-মতপ্রকাশে সামু ষ্টীকি করে কি মূর্খতাকে উৎসাহিত করছে? নাকি বিশেষ গোষ্ঠীকে!!!!!!!
৬|  ০৯ ই এপ্রিল, ২০১৩  দুপুর ১২:৩৩
০৯ ই এপ্রিল, ২০১৩  দুপুর ১২:৩৩
পুংটা বলেছেন: কথায় কথায় ৮০ভাগ/৯০ভাগ.... হালায় কই যাই। আমিতো কই এই দেশের ১০০ ভাগ চোর, ১০০ ভাগ মিথ্যাবাদি, ১০০ভাগ স্বার্থপর, ১০০ভাগ ইত্যাদি ইত্যাদি। 
এই দেশের মানুষ মদ খায় তবে শুয়োর খায় না। শুয়োর যে হারাম।   
 
  ০৯ ই এপ্রিল, ২০১৩  দুপুর ১:৫৪
০৯ ই এপ্রিল, ২০১৩  দুপুর ১:৫৪
বিদ্রোহী ভৃগু বলেছেন: যে যেমন সে অন্যরে ভাবে তেমন!!!!
তাই তার চোখে বাকী সবাই তেমন বলেই পতিভাত হয়!!!!
৭|  ০৯ ই এপ্রিল, ২০১৩  দুপুর ১২:৩৪
০৯ ই এপ্রিল, ২০১৩  দুপুর ১২:৩৪
বৃষ্টি ভেজা সকাল ১১ বলেছেন: বর্তমান সর্কার যেমন দিশেহারা হয়ে আজ কি করবেনা কি করবে অবস্থা, সেইম সামুরও একিই দশা
সার্কাসের উপ্রে সার্কাস, দেখতে মজাই লাগে   
 
  ০৯ ই এপ্রিল, ২০১৩  দুপুর ১:৫৫
০৯ ই এপ্রিল, ২০১৩  দুপুর ১:৫৫
বিদ্রোহী ভৃগু বলেছেন: শুধু মজা হলে দু:খ ছিল না
কিন্তু যেখানে এটি মানুষকে প্রভাবিত করে, এটা রেফারেন্স হিসেবে ব্যবহৃত হয়- সেখানে এটি ষ্ঠীকি করে যে শূধু মজা দিচ্ছে তা নয়- এটা বিভ্যান্তও করছে!
আশা করি সামু নিজের ভুল বুঝতে পারবে দ্রুতই।
৮|  ০৯ ই এপ্রিল, ২০১৩  দুপুর ১২:৩৬
০৯ ই এপ্রিল, ২০১৩  দুপুর ১২:৩৬
নিয়েল হিমু বলেছেন: তো স্টিকি পোষ্টে যদি দালালি এবং ভুল তথ্য থাকে তাহলে আপনি দিলেন না কেন সঠিক তথ্য ?   
  
ঠিকাছে আগে বলেন কওমিদের শরিরে মৌদুদির রক্ত মানে কি ?
আর কাদিয়ানী মতবাদের সাথে সাথে মৌদুদি মতবাদের নিষিদ্ধের দাবি কেন তুল্লনা ? কারন কওমিরাই বলে মৌদুদি বাদ একটা ভ্রান্ত এবং বাতিল মত বাদ ।
হে হেফাজতী জবাব চাই জবাব দাও ।
  ০৯ ই এপ্রিল, ২০১৩  দুপুর ১:৫৯
০৯ ই এপ্রিল, ২০১৩  দুপুর ১:৫৯
বিদ্রোহী ভৃগু বলেছেন: সঠিক তথ্য সকলেই জানে। 
যারা অন্য কোন পারপাস সার্ভ করতে চায় তারাই সত্যের সাথে মিথ্যা দালালী মিশিয়ে ফায়দা হাসিল করতে চায়।
কোমীদের শরীরে মোদুদীর রক্ত- এটা কি আপনার স্বপ্নে পাওয়া তত্ত্ব!
মোদুদীবাদের নিষিদ্ধের দাবী তোলা না তোলার সাথে এই পোষ্টের আপত্তিকর বিষয় কি প্রাসংগিক? 
হেফাজতি কাইকে পেলে আপনার প্রশ্ন পৌছে দেবার চেষ্টা করব।
আর আপনার যদি সত্যি জানার ইচ্ছে থাকে চলে যাননা, তাদের কাছে। জেনে আসুন। তারপর না হয় ্ক্সক্লুসিভ একটা ফিচার লিখে ফেলবেন। আমরাও উপকৃত হব।
শুধু অন্ধের ঢিলাঢিলি কেন? ঘোলা জলে মাছ শিকারের অপচেষ্টা!!!!!
৯|  ০৯ ই এপ্রিল, ২০১৩  দুপুর ১২:৩৮
০৯ ই এপ্রিল, ২০১৩  দুপুর ১২:৩৮
দায়িত্ববান নাগরিক বলেছেন: পুংটা বলেছেন: কথায় কথায় ৮০ভাগ/৯০ভাগ.... হালায় কই যাই। আমিতো কই এই দেশের ১০০ ভাগ চোর, ১০০ ভাগ মিথ্যাবাদি, ১০০ভাগ স্বার্থপর, ১০০ভাগ ইত্যাদি ইত্যাদি। 
এই দেশের মানুষ মদ খায় তবে শুয়োর খায় না। শুয়োর যে হারাম।   
  
কমেন্টে প্লাস !
  ০৯ ই এপ্রিল, ২০১৩  দুপুর ২:০০
০৯ ই এপ্রিল, ২০১৩  দুপুর ২:০০
বিদ্রোহী ভৃগু বলেছেন: পুংটার উত্তরও আপনার জণ্য।
আপনার স্বকীয়তা হীনতায়ও প্লাস 
১০|  ০৯ ই এপ্রিল, ২০১৩  দুপুর ১২:৪০
০৯ ই এপ্রিল, ২০১৩  দুপুর ১২:৪০
জহির উদদীন বলেছেন: ইসলাম বিদ্বেষি ও নাস্তিক ব্লগারদের পোষ্ট গুলি সামু এখন হট কেকের মতো বেশ গুরুত্ব দিয়ে ষ্টিকি করছে....
নিজেদের একটা পোষ্টে গদাম খেয়েও সামু'র শিক্ষা হলো না যে আসলে ব্লগার বা আমজনতারা কি চায়.......
  ০৯ ই এপ্রিল, ২০১৩  বিকাল ৫:১৯
০৯ ই এপ্রিল, ২০১৩  বিকাল ৫:১৯
বিদ্রোহী ভৃগু বলেছেন: খাস পোষ্যকে পুলিশে দিয়েও কি বুঝতে চাইছে না- আম মতামতের গুরুত্ব কতুটুকু!!!!!!
দিনের পর দিন বছেরর পর বছরে কুলাঙ্গার গুলো আল্লাহ কে নিয়ে ছ্যালেঞ্জ, রাষূল সা:কে নিয়ে অশ্লীলতা, মিথ্যাচার করেই গেছে, করেই গেছে!!! সামু শুধূ দর্শক হয়ে দেখেছে!!!!!!
এখন আবার কেলেংকারীতে ফাসা আম্পায়ার হেত গেল কুন দুঃখে কে জানে???????
১১|  ০৯ ই এপ্রিল, ২০১৩  দুপুর ১২:৪৩
০৯ ই এপ্রিল, ২০১৩  দুপুর ১২:৪৩
আহমাদ জাদীদ বলেছেন: এখানে-কিছূ সংখ্যক, অপারগ, তাকথিত, কে বা কারা শব্দ গুলো হয় লেখকের মূর্খতা প্রকাশ করে?
এটা আসলে প্রয়োজনমত জ্ঞান পাপের চিহ্ন বহন করে!!!!!!
এখানে ১৩ দফা সমর্থন করা হেফাজতি কেউ নাই মনে হয়, তাই হেফাজতি না হয়েও একটা কথা কই, ওইদিন মৌদুদি না মাওলানা মাদানী(সাইয়েদ আহমাদ মাদানী)র কথা কওয়া হইছিল, যারা মওদুদী শুনেছেন, ভুল শুনেছেন, কোন কওমী আলেমের মুখ থেকে মওদুদীর প্রশংসাসূচক কোন কথা আসে না, এটা জেনে রাখা ভালো ।
  ০৯ ই এপ্রিল, ২০১৩  বিকাল ৫:২০
০৯ ই এপ্রিল, ২০১৩  বিকাল ৫:২০
বিদ্রোহী ভৃগু বলেছেন: তারা জানেতো!
জেনেও মিথ্যাচার করে।
জেনেও শুধু স্বার্থের জন্য চোখ উল্টে বসে থাকে- ণয় নেড়ির মতো খেউ খেউ করে!!!!
১২|  ০৯ ই এপ্রিল, ২০১৩  দুপুর ১:০২
০৯ ই এপ্রিল, ২০১৩  দুপুর ১:০২
চোরাবালি- বলেছেন: বাঙ্গালীর হাইকোর্ট দেখাতে চাই সকলেই তাই সামুও চাই আরকি।
  ০৯ ই এপ্রিল, ২০১৩  বিকাল ৫:৩৪
০৯ ই এপ্রিল, ২০১৩  বিকাল ৫:৩৪
বিদ্রোহী ভৃগু বলেছেন: কিন্তু বড় অসময়ে চাইল!!!!
ব্লগ, দেশ, আমজনতার এই ক্রাইসিসের সময়টাতেই মনে চাইল!!!!! 
১৩|  ০৯ ই এপ্রিল, ২০১৩  দুপুর ১:১৩
০৯ ই এপ্রিল, ২০১৩  দুপুর ১:১৩
আহমেদ সাব্বির পল্লব বলেছেন: হুমমমম.....যা অবস্হা....কখন আবার কোন ক্যাচালে পইড়া যাই..... 
তাই গুগল ম্যাপ দিয়া আগেই সবরকম কোর্ট-কাচারি দেইখা রাখছি......নো টেনশন.... এইবার নাকে তেল দিয়ে ঘুমাই...
  ০৯ ই এপ্রিল, ২০১৩  বিকাল ৫:৩৫
০৯ ই এপ্রিল, ২০১৩  বিকাল ৫:৩৫
বিদ্রোহী ভৃগু বলেছেন: সুরেশ খাটি সরিষার তেল দিয়েন  
 


১৪|  ০৯ ই এপ্রিল, ২০১৩  বিকাল ৩:৫৫
০৯ ই এপ্রিল, ২০১৩  বিকাল ৩:৫৫
আল ইফরান বলেছেন: কপি-পেস্ট প্রোডাকশন সামুতে স্টিকি হওয়া অবশ্য নতুন কিছু না   
   
   
 
  ০৯ ই এপ্রিল, ২০১৩  সন্ধ্যা  ৭:৪৩
০৯ ই এপ্রিল, ২০১৩  সন্ধ্যা  ৭:৪৩
বিদ্রোহী ভৃগু বলেছেন: কপি-পেস্ট স্টিকি হওয়া অবশ্য নতুন কিছু না- মানলাম..
কিন্তু তাই লাখো কোটি মানুসৈর কাছে জ্বজ্্যল্যমান সত্য যে লাইভ দেখেছে কোটি কোটি মানুষ- তারে শুরুতেই হেয় করা লেখা .....!!!!
সামু কি কানা হইয়া গেল নাকি?????
১৫|  ০৯ ই এপ্রিল, ২০১৩  সন্ধ্যা  ৬:৪০
০৯ ই এপ্রিল, ২০১৩  সন্ধ্যা  ৬:৪০
আলতামাশ বলেছেন: +++++
  ০৯ ই এপ্রিল, ২০১৩  রাত ৮:২৩
০৯ ই এপ্রিল, ২০১৩  রাত ৮:২৩
বিদ্রোহী ভৃগু বলেছেন: ধন্যবাদ
১৬|  ০৯ ই এপ্রিল, ২০১৩  সন্ধ্যা  ৭:৫৩
০৯ ই এপ্রিল, ২০১৩  সন্ধ্যা  ৭:৫৩
অপরিচিত অতিথি বলেছেন:  পুংটা বলেছেন: কথায় কথায় ৮০ভাগ/৯০ভাগ.... হালায় কই যাই। আমিতো কই এই দেশের ১০০ ভাগ চোর, ১০০ ভাগ মিথ্যাবাদি, ১০০ভাগ স্বার্থপর, ১০০ভাগ ইত্যাদি ইত্যাদি।
এই দেশের মানুষ মদ খায় তবে শুয়োর খায় না। শুয়োর যে হারাম।
  ০৯ ই এপ্রিল, ২০১৩  রাত ৮:২১
০৯ ই এপ্রিল, ২০১৩  রাত ৮:২১
বিদ্রোহী ভৃগু বলেছেন: যে যেমন সে অন্যরে ভাবে তেমন!!!!
তাই তার চোখে বাকী সবাই তেমন বলেই পতিভাত হয়!!!! 
আপনি চোর, মিথ্যাবাদী, স্বার্থপর হলে বাকী ৯৯ ভাগরেও তাই মনে হবে!
আপনি ভাল, সত্যবাদী, নিস্বার্থ হলে ৯৯ ভাগরেও তাই মনে হবে!
আপনি ভাবুন আপনি কোন দলে?
১৭|  ০৯ ই এপ্রিল, ২০১৩  রাত ৮:২৮
০৯ ই এপ্রিল, ২০১৩  রাত ৮:২৮
পলপট বলেছেন:  ঐ স্টিকি পোষ্টটি একজন মডারেট ধর্মব্যবসায়ী এবং শিয়া জগাখিচুড়ি মার্কা লোক দ্বারা লেখানো হয়েছে.....।
এ কারনেই এটি স্টিকি পোষ্ট হয়েছে
অশান্তি দুর করতে চাইলে সামু যেন পোষ্টটি সরিয়ে নেন
এটাই কামনা করি...।
  ১০ ই এপ্রিল, ২০১৩  দুপুর ১২:৪৭
১০ ই এপ্রিল, ২০১৩  দুপুর ১২:৪৭
বিদ্রোহী ভৃগু বলেছেন: আজ সকালে দেখলাম সরিয়েছে।
তবুও ভাল- কথায় আছে না বেটার লেট দেন নেভার  
 

১৮|  ০৯ ই এপ্রিল, ২০১৩  রাত ৯:৪৮
০৯ ই এপ্রিল, ২০১৩  রাত ৯:৪৮
আশফাক সুমন বলেছেন:  আসসালাম  বিদ্রোহী ভৃগু
 আপনার    এই পোস্ট এর সাথে সহ মত।
+++++++++++
  ১০ ই এপ্রিল, ২০১৩  দুপুর ১২:৪৭
১০ ই এপ্রিল, ২০১৩  দুপুর ১২:৪৭
বিদ্রোহী ভৃগু বলেছেন: ধন্যবাদ।
১৯|  ০৯ ই এপ্রিল, ২০১৩  রাত ১০:০৭
০৯ ই এপ্রিল, ২০১৩  রাত ১০:০৭
মরু বালক বলেছেন: 
আপনার ক্যান মনে হল, সামু না বুঝেই এমন একটা পোস্ট লটকাইল ????
আরে বাবা আপ্নে না বুঝলে .............. 
আগামিতে "সামু চেতনা" বলে কিছু একটা বাইর হওয়ার আশঙ্কায় আছি ............... 
  ১০ ই এপ্রিল, ২০১৩  দুপুর ১২:৪৮
১০ ই এপ্রিল, ২০১৩  দুপুর ১২:৪৮
বিদ্রোহী ভৃগু বলেছেন: হা হা হা 
ভালই বলেছেন সামু চেতনা, শাহবাগী চেতনা, আরও কত কি আসবে???
২০|  ১৩ ই এপ্রিল, ২০১৩  সকাল ১১:২৮
১৩ ই এপ্রিল, ২০১৩  সকাল ১১:২৮
উযায়র বলেছেন: +++++++++++++++
  ১৩ ই এপ্রিল, ২০১৩  দুপুর ১:৩৭
১৩ ই এপ্রিল, ২০১৩  দুপুর ১:৩৭
বিদ্রোহী ভৃগু বলেছেন: ধন্যবাদ
©somewhere in net ltd.
১| ০৯ ই এপ্রিল, ২০১৩  দুপুর ১২:০৮
০৯ ই এপ্রিল, ২০১৩  দুপুর ১২:০৮
বিদ্রোহী ভৃগু বলেছেন: শাপলা চত্বরে কিছু সংখ্যাক কওমি মাদ্রাসার শিক্ষক এবং তাদের অধীনস্থ হাজার হাজার ‘অপারগ’ মাদ্রাসা-ছাত্ররা তথাকথিত ‘নাস্তিকদের’ বিরুদ্ধে একটি সমাবেশ করেন। সমাবেশের মূল বিষয় ছিল, কে বা কারা তাদের নিজেদের ব্লগে কয়েক বছর আগে মহানবী বিশ্বনবী হজরত মোহাম্মদ (স.)-এর প্রতি কটাক্ষ করে অপমানজনক কথাবার্তা লিখেছিল এদেরকে আইন পাশ করে শাস্তি দিতে হবে
এখানে-কিছূ সংখ্যক, অপারগ, তাকথিত, কে বা কারা শব্দ গুলো হয় লেখকের মূর্খতা প্রকাশ করে?
অথবা জ্ঞান পাপের চিহ্ন বহন করে!!!!!!