নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি সেই দিন হব শান্ত....

বিদ্রোহী ভৃগু

সকল অনাচার আর অনিয়ম জাগায় দ্রোহ.....

বিদ্রোহী ভৃগু › বিস্তারিত পোস্টঃ

জনমতকে অপমান করে, তাচ্ছিল্য করে -জনগণের গালে জুতা মারলেন শেখ হাসিনা!!!!!! পরাজয়ের ক্ষোভ না কেবলই অসংলগ্নতায়!!!!

১৪ ই জুলাই, ২০১৩ দুপুর ২:৪৯

আমাদের মান্যনীয় প্রধানমন্ত্রী। তিনি বলেন । যখন যা খুশী। যেভাবে খুশি!



আদালতের পুরানা কিচ্ছা বাদেও বলা যায়- এটা খোদ দলীয় বৃত্তেও সমালোচনাক্রান্ত। কিন্তু মূখে তালা সবার!



সিটি নির্বাচনোত্তর পরাজয়ের কারণ অনুসন্ধান অবশ্যই গুরুত্বপূর্ণ কাজ। কি কারণে এইরকম হোয়াইট ওয়াশ হতে হল- তা জানা, বের করা যেমন জরুরী- তেমনি সংশোধনি কোন পথে তাও জরুরী। এবং এই সকল কিছূই তাদের একান্ত দলীয় বিষয়।



কিন্তু তিনি যে হারে প্রকারান্তরে জনগনের গাল জুতা মারলেন- তা বিস্ময়েরও বি্সময়।!!!!

জিতেছে অসৎরা: হাসিনা

নিজস্ব প্রতিবেদক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published: 13 July 2013 04:40 PM GMT Updated: 13 July 2013 05:43 PM GMT



"তিনি বলেছেন, “যারা সৎ, যারা উন্নতি করেছে- তারা ভোট পায়নি। যারা দুর্নীতির সঙ্গে জড়িত, সন্ত্রাসের সঙ্গে জড়িত, আন্ডারগ্রাউন্ড পার্টি আর খুনের সঙ্গে জড়িত, তারা জিতে এল।”



কেন তা হল- এর উত্তর নিজে জানেন না জানিয়ে তা খুঁজতে সবার প্রতি আহ্বান জানান শেখ হাসিনা।



শনিবার গণভবনে ভারতীয় ঋণে কেনা ৮৮টি শীতাতপ নিয়ন্ত্রিত অশোক লিল্যান্ড বাসের উদ্বোধন অনুষ্ঠানে বক্তব্যে সাম্প্রতিক সিটি নির্বাচনের ফল নিয়েও কথা বলেন প্রধানমন্ত্রী।



গত এক মাসে রাজশাহী, খুলনা, বরিশাল, সিলেট ও গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থীরা বিপুল ভোটে হারে।



শেখ হাসিনা বলেন, “আমাদের একটা ক্যান্ডিডেটের বিরুদ্ধে তো কেউ কোনো দুর্নীতির অভিযোগ তুলতে পারেনি। যারা দুর্নীতি করেনি, যারা ক্লিন ইমেজের, তারা জিততে পারেনি।”



তার মানে কি হল?



জনগন যে মেসেজ তাঁদেরকে দিল তার উল্টোটাই তারা বুজল বা জাতিকে বোঝাতে চাইল?

জনগনের রায় ভুল ! এবং ভুলকে নির্বাচিত করে জনতা ভুল করেছে!!!! অসৎ, দূর্নিতীবাজদের নির্বাচিত করেছে!!!!!????



তিনি কি হুশ হারিয়ে ফেলেছেন?



যে গণজোয়ারে ৫-০তে ফলাফলের এমন ভয়াবহ বিপর্যয়- সেই জনগন ভুল করেছে- অসৎ দূর্নিতীবাজদের নির্বাচিত করেছে বলে মূলত জনগণকেও অন্ধকারের, অসৎের সহযোগী বানিয়ে ফেললেন?????



একি কেবলই পরাজয়ের জ্বালায়! নাকি চলমান াসংলগ্নতারই ধারাবাহিকতা !!!!

এবং তারপরও যত দোষ জনগনের এবং তাদের অর্বচিন সিদ্ধান্তের- উনার বক্তব্যগুলোতে সেই ভাবই ফোটে উঠে কিনা দেখুন....

সিটি নির্বাচনের এই ফলাফল অপ্রত্যাশিত বলেও আওয়ামী লীগ সভাপতির কথায় প্রকাশ পেয়েছে।



“তাহলে আমরা এই উন্নয়ন কেন করছি? কার জন্য করছি? যদি দুর্নীতিবাজরাই জিতে আসে। তাহলে এই জেতার রহস্যটা কী?”



“শুনলাম জাতীয় ইস্যুর জন্য হেরে গেছি। জাতীয় ইস্যু কী? আমরা খাদ্য নিরাপত্তা দিতে পারছি কি না?”



এই প্রসঙ্গে শিক্ষা, স্বাস্থ্য খাতসহ সামগ্রিক অর্থনৈতিক উন্নয়নের চিত্রও তুলে ধরেন প্রধানমন্ত্রী।



“জাতীয় ইস্যুর জন্যই যদি হারব; তাহলে, আমার প্রশ্ন জাতীয় ইস্যু হয়ে গেল দুর্নীতি? আমাদের সরকার নাকি দুর্নীতি করেছে। দুর্নীতি করে তো এত উন্নয়ন সম্ভব না।”



“বিদ্যুৎ উৎপাদন, স্বাস্থ্য সেবার মান, শিক্ষার মান কিছুই তো কমেনি, বেড়েছে। তাহলে, দুর্নীতি কোথায় হল,” প্রশ্ন রাখেন তিনি।

“হল-মার্ক আর ডেসটিনি আমরা ধরলাম। আর, চোর ধরে আমরা অপরাধী হয়ে গেলাম?”



সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থীদের বিবরণও তুলে ধরেন শেখ হাসিনা।



“গাজীপুর ইলেকশনে আমরা যাকে সাপোর্ট দিয়েছি সে তিনবারের পৌরসভা মেয়র। তার বিরুদ্ধে একটা দুর্নীতির কথা কেউ বলতে পারেনি। ক্লিন ইমেজের লোক। তাকে হারতে হল!”



“জিতল কে? ধর্ম প্রতিমন্ত্রী হিসাবে যে হজের টাকা লুটে খেল। ওই এলাকার ব্যবসায়ীরা আতঙ্কগ্রস্ত। টাকা নিয়ে বসে থাকতে হবে, তাকে চাঁদার টাকা দিতে হবে।”



খুলনা, বরিশাল, রাজশাহী এবং সিলেট সিটি কর্পোরেশনে ব্যাপক উন্নতির পরও বিদায়ী মেয়রদের হারে হতাশা প্রকাশ করেন তিনি।



শেখ হাসিনা বলেন, “খুলনার মেয়র নকশাল করত, আন্ডারগ্রাউন্ড পার্টি। খুনের মামলার আসামি ছিল। জিয়াউর রহমান ক্ষমতা দখল করে দল করতে যেয়ে খুনের মামলার আসামিকে জেলখানা থেকে বের করে দল করা শুরু করেন।”



“খুলনায় মানিক সাহা, সাংবাদিক বালু এবং মঞ্জুরুল ইমাম থেকে যত মার্ডার হয়েছে- এই আন্ডারগ্রাউন্ড পার্টি জড়িত। সে ভোট পায়। জিতে আসে!”





এই মানসিকতা নিয়ে আবারও জনগণের কাছেই যেতে হবে- তাও ভুলে গেছেন মনে হয়।

নাকি মনে করেছেন-পাবলিক সব ভুলে যাবে?

অতীতের ষ্টান্ট দিয়ে একের পর এক ঘটনা আড়ালের সাফল্যেই কি এখনও উজ্জিবীত!!!???

কিন্তু তার ফলাফলতো জনগন খুব ধীরে কিন্তু শক্ত ভাবেই দিয়েছে। এইভাবে জনমতকে অপমান করে, তাচ্ছিল্য করে সামনে জনতার রায় কতটুকু পাওয়া যাবে- তা জনতাই ভাল বরথে পারবে!!

মন্তব্য ২৬ টি রেটিং +২/-০

মন্তব্য (২৬) মন্তব্য লিখুন

১| ১৪ ই জুলাই, ২০১৩ দুপুর ২:৫৬

পাইলট ভয়েচ বলেছেন: বুঝি সবই কই না ডরে

১৪ ই জুলাই, ২০১৩ বিকাল ৩:০৮

বিদ্রোহী ভৃগু বলেছেন: বুঝে তো পার জাতিই।

ফলাফলং পরিচয় ;)

কিন্তু সেই জনতারেই আবার অপমান!!!!!!

২| ১৪ ই জুলাই, ২০১৩ বিকাল ৩:০১

মদন বলেছেন: যারা অসৎ তাদের ভোট দিয়েছে বাংলাদেশের অসৎ লোকেরা। বাংলাদেশে সৎ লোকের ঠিকাদার হলো আবুলরা আর বুবুরা।

১৪ ই জুলাই, ২০১৩ বিকাল ৩:১২

বিদ্রোহী ভৃগু বলেছেন: জ্বি! তাইতো মনে হল উনার ডায়ালগে!!!


কোটি কোটি জনতার বিশ্বাস, বোধ এবং সিদ্ধান্তকে তিনি অপমান করলেন!!!

শুনেছি - ব্যক্তির চেয়ে দল বড়, দলের চেয়ে দেশ বড়!!!!!

পদ্মায় এক আবুলের জন্য উল্টে গেল বাণী-
দেশের চেয়ে দল বড়! দলের চেয়ে ব্যক্তি বড়!!!!



৩| ১৪ ই জুলাই, ২০১৩ বিকাল ৩:০৪

অপর্না হালদার বলেছেন: মাননীয় প্রধানমন্ত্রী ঠিকই বলেছেন । আমরা উন্নত দেশে পরিনত হতে চাই । কিন্তু উন্নত দেশে পরিনত হতে হলে যা করা দরকার তা করতে চাই না ।

শেখ হাসিনা আবার ক্ষমতায় আসতেই হবে এমনটায় বিশ্বাসী নয় । এ দেশের জনগণের মঙ্গল তিনি সত্যিই চেয়েছিলেন । কিন্তু জনগণ না বুঝলে তিনি কি করবেন । ক্ষমতা ছেড়ে দিবেন । ক্ষমতার লোভে জনগণের অপ ইচ্ছা মাথা পেতে নিতে হবে এমনটা নয় ।
সত্যিই তো যারা ভালো কাজ করেছেন তারা নির্বাচনে জয়লাভ করেননি । বরিশালের শওকত হোসেন হিরন, গাজীপুরের আসমতউল্লা ইত্যাদি ।

জনগণ বেশি বোঝে । গোল্লায় যাক । শেখ হাসিনার দল কাজ করায় পছন্দ করেন তাই কাজ করেছেন । ভোট দিতে চায়নি জনগণ দিবেন । তাতে কিছু আসে যায় না ।

শেখ হাসিনা উচিত ছিল গ্রেনেড হামলা চালানো, জঙ্গীদের গালে চুম্বন দেয়া, উচিত ছিল দেশকে যারা পঞ্চাশ বছর পিছাতে চেয়েছে তাদের সাথে হাত মিলানো ।

প্রধনমন্ত্রীকে ধন্যবাদ সাহসী কথা বলার জন্য । আমরা সামান্য স্বার্থ ক্ষমতা ধরে রাখার জন্য অনেক মিথ্যার আশ্রয় নিয়ে অপশক্তির কাছে মাথা নত করি । তা আপনি করেননি । শুভ কামনা রইল ।

১৪ ই জুলাই, ২০১৩ বিকাল ৩:১৮

বিদ্রোহী ভৃগু বলেছেন: কোটি কোটি জনতার বিশ্বাস, বোধ এবং সিদ্ধান্তকে তিনি অপমান করা - সত্য বলা????

৫-০তে গণহারের পরও নিজের বিশ্বাসকে কেবল অতিধূর্ত বা নিরেট বোকারাই আকড়ে থাকে!!!

আর আপনি তারই সমর্থন করলেন!!!!!!

আপনিও যে জনমতকে অসম্মানকারী তা আপনার মন্তব্যেই পরিস্ফূট-
আপনি বলেছেন-
"জনগণ বেশি বোঝে । গোল্লায় যাক । শেখ হাসিনার দল কাজ করায় পছন্দ করেন তাই কাজ করেছেন । ভোট দিতে চায়নি জনগণ দিবেন । তাতে কিছু আসে যায় না । "

সো - নো কমেন্টস।

----- কে যে কোথায় আত্মসমর্পন করে আছে- জনগণ ভালই জানে- জানে বলেই তারা সচেতন ভাবেই জবাব দিয়েছে।

৪| ১৪ ই জুলাই, ২০১৩ বিকাল ৩:১৩

পরিবেশ বন্ধু বলেছেন: বাস্তব কঠিন হলেও সত্য
জনতার রায়
বেমানান নয়
তবে কেন> গালি দেন অকথ্য

১৪ ই জুলাই, ২০১৩ বিকাল ৩:২০

বিদ্রোহী ভৃগু বলেছেন: কে বোঝাবে কারে
গালিতে হার আরও বাড়ে

যার রায়ে তোমার মসনদ
তারেই যদি তুমি বলো বদ!

দেখো তবে-
শিকে ছিড়ে কার তরে!!!!!

ধন্যবাদ।

৫| ১৪ ই জুলাই, ২০১৩ বিকাল ৩:১৪

উবু বলেছেন: আপনাকে ধন্যবাদ।

১৪ ই জুলাই, ২০১৩ বিকাল ৩:২৮

বিদ্রোহী ভৃগু বলেছেন: আপনাকেও।

আপনিও অসৎ জনতা হয়ে গেলেন ;)

৬| ১৪ ই জুলাই, ২০১৩ বিকাল ৩:২৬

মদন বলেছেন: ২০০৮ এ এই জনগন ছিলো শিক্ষিত, স্মার্ট আর দূরদর্শী তাই তারা আওয়ামীলীগে ভোট দিসে ;)
২০১৩তে আইসা এই একই জনগন হইসে অশিক্ষিত, অগনতান্ত্রিক, নিজের অমঙ্গলকামনাকারী তাই তারা আওয়ামীলীগরে ভোট দেই নাই। :)

জয় বাংলা।

১৪ ই জুলাই, ২০১৩ বিকাল ৩:৫৫

বিদ্রোহী ভৃগু বলেছেন: তা আর বলতে :):)

আমি জিতলেই গণতন্ত্র! আমি হারলেই দূর্নিতীবাজদের বিজয়!! মায় জনতাভি দূর্নীতিবাজ! নইলে কি আর তারা জিতে ??? ;)


কথার পরতে পরতে হিংসা, জিঘাংসা, প্রতিহিংসাপরায়নতা!!!!!

আমাদের সবচে বড় শাস্তিতো এটাই!!!!!

৭| ১৪ ই জুলাই, ২০১৩ বিকাল ৩:৪১

মো ঃ আবু সাঈদ বলেছেন: বাংলাদেশে সৎ লোকের ঠিকাদার হলো আবুলরা আর বুবুরা।

১৪ ই জুলাই, ২০১৩ বিকাল ৪:৪০

বিদ্রোহী ভৃগু বলেছেন: আর আমজনতা হক্কলে দূর্নীতিবাজ!!!!!!!!!!!!

তাইতো তারা ৫ সিটিতে ...ই ধরাশায়ী করেছে কথিত সঅঅঅঅৎ লুকদের!!!!!

৮| ১৪ ই জুলাই, ২০১৩ বিকাল ৪:৩২

মোহাম্মদ সোহেল হাসান বলেছেন: ঈদের পর লোডশেডিং প্রাকটিস B-)

১৪ ই জুলাই, ২০১৩ বিকাল ৫:৩০

বিদ্রোহী ভৃগু বলেছেন: চিন্তা করা যায়!!!!!!!!!!!!!!


সরকার প্রধান কি কহিলেন?

কুইক রেন্টালের গলার ফাস দুই দিকে জনতার নাভীম।বাস উঠাইছে!

তেলের ভর্তুকিতেও পাবলিকের ট্যকা
বাড়তি দামে বিদ্যুতেও পাবলিকের ট্যাকা....

তারপরও তিনি বিশাল কিছূ কইরেছেন- তায় হুমকি দেয়- কারেন্ট দিমু না !!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!

মালিক, তুমি কুথায়য়য়য়য়য়য়য়য়য়য়য়য়য়য়য়য়য়!!!!!!!

৯| ১৪ ই জুলাই, ২০১৩ বিকাল ৫:০৩

সবখানে সবাই আছে বলেছেন: বালসাল পোস্ট। প্রথম আলোতে রাজশাহীর মেয়র নিজ মুখে খায়রুজ্জামানকে বলসে, ভাই উন্নয়ন করলে যে ভোট পাওয়া যায় না সেটাতো দেখলেন।
Click This Link
খবরের লিঙ্ক দিলাম পড়ে দেখেন। এরপরে মন্তব্য করবেন।
বরিশালে হিরন এর শত্রুও বলবে না যে সে কাজ করে নাই। সিলেট ছাড়া সব কয়টাতে জেতা উচিত ছিল লীগের।

১৪ ই জুলাই, ২০১৩ বিকাল ৫:৩৫

বিদ্রোহী ভৃগু বলেছেন: কইলাম কি? আর সারিন্দা বুঝল কি??????


এরইকি কয় হাম্বা সমর্থক!!!!!!!!!!!!!!!!!!!!!!!


আরে ভাই যেই সকল কারণে এই ভরাডুবি; এবং যেই জনতার হাতে ভরাডুবি- তাদেরই আপনি তাচ্ছিল্য করবেন? তাদের সিদ্ধান্ত কে কটুক্তি করবেন- তো আপনি কি তাদের খুব ভাল বাসলেন না!!!
????

স্থানীয় উন্নয়নের পরও যে পরাজয় তাতো জাতীয় কর্ম আর অবস্থানের কারণে- সেইটা বুইঝাও আপনি আম জনতারে গাইল দিবেন- তারা অসৎ, দূর্নীতিবাজ বইলা.....

আবার শাক দিয়া মাছ ঢাকতে চাইতেছেন!!!

উচিত ছিল অথচ জিতে নাই।

ফ্যাক্ট এন্ড ফ্যাক্টর কি না খুজে- নিজেদের ভুলের সংশোধন না করে-
আমজনতারে টিটকারি মারেন!!!!!
তাদের রায়কে কটাক্ষ করেন!!!

করেন করেন। বেশী বেশি করেন।

বহুত ফায়দা হবে ;)

১০| ১৪ ই জুলাই, ২০১৩ বিকাল ৫:২৩

ঢাকাবাসী বলেছেন: একজন সরকার প্রধান এরকম ডাহা মিথ্যেবাদি হয় জানা ছিলনা।

১৪ ই জুলাই, ২০১৩ সন্ধ্যা ৬:১৪

বিদ্রোহী ভৃগু বলেছেন: সেইজন্যইতো হাতেকলমে, কানে-চোখে মূখে.. প্রত্যক্ষ্য উদাহরন সহ আল্লাহ আপনাকে সেই সত্য জানার সুযোগ দিয়েছেন।

----------------

হে আল্লাহ আমাদের রক্ষা কর।

১৮ ই আগস্ট, ২০১৩ রাত ৮:৩৬

বিদ্রোহী ভৃগু বলেছেন: ৭২-৭৫ যারা বিশ্বাস করে নাই করতে চায় নাই, পারে নাই,

তাদের জন্য ডিজিটাল উদাহরন!!!!

১১| ১৪ ই জুলাই, ২০১৩ সন্ধ্যা ৬:০৯

তীর্থক বলেছেন: আমাদের নেতারা বরাবরই বিরোধী দলের ভুলগুলো পাবলিকের সামনে নিয়ে আসেন আর গলার জোরে প্রমান করতে চান তারা উন্নয়নের জোয়ারে দেশকে ভাসিয়ে নিয়ে যাচ্ছেন। তাদের লোকেরা কতোটা ভালো করছেন আর কতোটা খারাপ করছেন তা তাদের চোখে পরে না। তারা এক একজন যে ফেরেস্তা সেটাই প্রমান করার জন্য সর্ব শক্তি নিয়ে ঝাঁপিয়ে পরেন যদিও পাবলিক ব্যলট বাক্সে অন্য কিছু বলেন।

বিডিআর বিদ্রোহ দিয়ে আওয়ামিলীগে'র বর্তমান শাসন আমল শুরু হয়েছিল। তার পর একে একে শেয়ার বাজার কেলেংকারি, হলমার্ক আর ডেসটিনি কেলেংকারি, সোনালি ব্যাংক কেলেংকারি (বর্তমানে আরও কিছু ব্যাংক কেলেংকারির কথা শোনা যাচ্ছে), পদ্মা সেতু কেলেংকারি, সুরন্জিতের রেল কেলেংকারি চলেছে যেগুলো সারা দেশের মানুষ মিডিয়ার কল্যানে জেনে গেছে।

এইসব কেলেংকারি যদি বাদ দেই তাহলে আসে র‌্যাব কর্তৃক লিমন কে গুলি করে চিরতরে পঙ্গু করে দেয়া আর সরকারের তদন্ত না করে লিমনের নামেই মামলা ঠুকে দেয়া।

এরপর আসে ইলিয়াস আলী'র গুম। এই নাটকেরও কোনও সুরাহা হল না।

বিশ্বজিৎ হত্যার পর নেত্রী বললেন খুনিরা কেউ আওয়ামিলীগ বা ছাত্রলীগের সাথে যুক্ত নয়। নির্লজ্জ মিথ্যা কথা মিডিয়া প্রমান করে দিল আর সারাদেশ লজ্জা অবনত চোখে তা চেয়ে চেয়ে দেখল।

সাগর-রুনি'র হত্যাকারিকে খুজে বেড় করতে না পাড়া জাতীয় লজ্জা হয়ে গেল। সাধারন লোকজন ত ধরে নিয়েছে সাগর-রুনি হত্যায় সরকারের হাত আছে। সত্য-মিথ্যা সময়ই বলে দিবে।

এবার আসি শেখ মুজিব হত্যার রায়। এটাই মনে হয়েছে আওয়ামিলীগের একমাত্র সফল মিশন যেহেতু এর সঙ্গে আমাদের নেত্রী'র ব্যক্তিগত ইমোশান জড়িত ছিল। কিন্তু তিনি যদি দেশ নেত্রী হতেন তাহলে প্রথমে পিতৃহত্যার বিচার না করে যুদ্ধাপরাধীদের বিচার করতেন। সেইক্ষেত্রে বিচারের রায় কার্যকর করার জন্য পর্যাপ্ত সময় পেতেন। আর তা না করে উনি সর্বশক্তি নিয়োগ করলেন পিতৃ হত্যার বিচার করতে। দ্রুত বিচার সেরে ফাঁসি'র রায় কার্যকর করে হাত ঝেড়ে ফেললেন আর যুদ্ধাপরাধীদের বিচার শুরু করলেন এমন সময়ে যখন হাতে সময় একেবারেই নেই। ফলে যুদ্ধাপরাধীদের বিচার ঝুলে রইল পরবর্তী সরকারের অপেক্ষায়। আর সেই সরকার যদি বিএনপি হয় তাহলে যুদ্ধাপরাধীদের বিচার কি হবে তা মোটামুটি অগ্রিম ভেবে নেয়া যায়। তার মানে হচ্ছে নেত্রী যুদ্ধাপরাধীদের বিচার নিয়ে ভোটের নাটক করলেন।

যুদ্ধাপরাধীদের বিচার যদিও শেষ বেলায় এসে শুরু করলেন তাও আবার সেই বিচার শুরু করলেন বিতর্কিত ট্রাইবুন্যাল দিয়ে যার ফলে সৃষ্টি হল "গনজাগরন মন্চ্ঞ"। নেত্রী ঘোষনা করলেন "রাজীব" আমাদের দ্বিতীয় মুক্তিযুদ্ধের প্রথম শহীদ। অথচ মেধাবী ছাত্র ত্বকি হত্যার রহস্য আজও অনুৎঘাটিত রয়ে গেল। সে ব্যপারে নেত্রী কোনও কথা বললেন না। যে গনজাগরন মন্ঞ'র জন্ম হয়েছিল যুদ্ধাপরাধীদের সঠিক বিচার নিশ্চিত করার জন্য সেই গনজাগরন মন্ঞ'কে রাজনৈতিক মোড়কে এনে এর প্রকৃত উদ্দেশ্য বানচাল করা হল।

গনজাগরন মন্ঞ'কে ঠেকাতে জন্ম হল "হেফাজতে ইসলাম"। তারা ঢাকায় মহসমাবেশ করল আর দ্বিতীয় দফার মহাসামাবেশে দেশ দেখল তান্ডব কাকে বলে। সেই তান্ডবের শেষ হল রাতের আঁধারে আর দুটি টিভি চ্যানেল বন্ধের মাধ্যমে। দেশ জানল সরকার আলেমদের উপরে নির্বিচার গনহত্যা চালিয়েছে।

আওয়ামিলীগের ৫ বছরের শাসন আমলের সেরা ঘটনা ঘটল শেষ বছর এসে আর তা হল "সাভার ট্রাজেডি"। রানা প্লাজা ধ্বসের ঘটনায় প্রান হারাল হাজার হাজার শ্রমিক আর নেত্রী এবং তার সাঙ্গ-পাঙ্গরা বললেন "সোহেল রানা"র সঙ্গে আওয়ামিলীগের কোনও রিলেশান নেই। এ যে কত বড় মিথ্যাচার তা মিডিয়া ঠিকই প্রমান করে দিল। এই দুর্ঘটনা (হত্যাকান্ড) নিয়েও আওয়ামিলীগ রাজনীতি করেছে। রেশমা প্রসঙ্গ না হয় বাদ দিলাম। সত্য কি আর মিথ্যা কি তা নিয়ে মিডিয়া জগতে বেশ ভালোই ঝড় বইছে।

সবশেষে আসি আওয়ামিলীগের কিছু বিতর্কিত সিদ্ধান্ত নিয়ে।

নারায়নগন্জ সিটি করপোরেশান নির্বাচনে "আইভি রহমানে"র বদলে চিন্হিত গড ফাদার "শামিম ওসমান" কে নমিনেশান দিল আওয়ামিলীগ আর পাবলিক সেই সিদ্ধান্ত'কে "...... বাড়ি" দিয়ে বুঝিয়ে দিল সিদ্ধান্তটি ভুল ছিল। এতে আওয়ামিলীগের সবচেয়ে বড় ক্ষতি হল পাবলিক আওমিলীগের প্রকৃত চেহারা চিনে নিল।

গাজীপুরে "জাহাঙ্গীর" নাটক মন্ঞস্থ হল আওয়ামিলীগের নেতৃত্যে। ৫ দিন নিরুদ্দেশ থেকে জাহাঙ্গীর মিডিয়ার সামনে কাঁদতে কাঁদতে বললেন, "নেত্রী আমার মা, আওয়ামিলীগ আমার প্রান। আমি নেত্রী এবং দলের উপরে পুর্ণ বিশ্বাস রেখে স্বেচ্ছায় আমার নমিনেশান প্রত্যাহার করছি"। তিনি নমিনেশান প্রত্যাহার করলেন ঠিকই তবে পাবলিক যে সেই ফাকে তার দলকে প্রত্যাহার করেছে তা ঠেকিয়ে রাখতে পারলেন না।

শেয়ার বাজার ধ্বস নিয়ে মাল মুহিতের কটুক্তি, ম খা আলমগীরের হরতালে পিকেটার দেখা মাত্র গুলির নির্দেশ, মানিকগন্জে পুলিশ কর্তৃক গুলি করে মানুষ হত্যা কিংবা টপ টেরর "বিকাশ" কে লুকিয়ে জেল থেকে মুক্তি দেয়াও আওয়ামিলীগের এই ৫ বছরেরই উল্লেক্ষযোগ্য ঘটনা।

এরপরও যদি কেউ বলেন আওয়ামিলীগ দেশ পরিচালনায় সফল তাহলে আমার কিছু বলার নেই। বোবা সিগারেট কিনতে চাইলে হাত ইসারায় বলে আর অন্ধ বলে...........................

জয় বাংলা!

১৪ ই জুলাই, ২০১৩ সন্ধ্যা ৬:১৯

বিদ্রোহী ভৃগু বলেছেন: তিনি নমিনেশান প্রত্যাহার করলেন ঠিকই তবে পাবলিক যে সেই ফাকে তার দলকে প্রত্যাহার করেছে তা ঠেকিয়ে রাখতে পারলেন না।

+++

বোবা সিগারেট কিনতে চাইলে হাত ইসারায় বলে আর অন্ধ বলে...........................

জয় বাংলা!


ধন্যবাদ

১২| ১৪ ই জুলাই, ২০১৩ সন্ধ্যা ৬:২৭

একজন ঘূণপোকা বলেছেন: তিনার মাথায় যে খারাপ তা তো উচ্চ আদালত স্বীকৃত, তিনি তো এমন কথা বলবেনই । :P :P :P

১৫ ই জুলাই, ২০১৩ বিকাল ৩:৩৩

বিদ্রোহী ভৃগু বলেছেন: তিনি তো এমন কথা বলবেনই । :P :P :P

ক্ষমতার লোভে এদের বিবেক মরে গেছে।
----
ভন্ড ভন্ড ভন্ড...
সর্বকালে সর্বশ্রেষ্ঠ ভন্ড - হাম্বালীগ!!!!


একি প্রহসন?

চুনোপুটি সাইদির হল ফাসির রায়....

রাঘব বোয়াল কাদের মোললা পায় যাবজ্জীবন!!!!

রাজাকারের শীর্ষ নেতার জন্য জেল!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!

একি অগ্রীম ভেট!!! আওয়ামী জামাত জোট গঠনের!!!!
এবং পরবর্তীতে হয়তো তাদের চিরকালের মুক্তিযোদ্ধা বানানোর ঠিকাদারী্‌ও নিতে পারে X( X( X( X( X(

১৩| ১৮ ই আগস্ট, ২০১৩ রাত ৯:৪৬

ফাহিম আহমদ বলেছেন: প্রধান মন্ত্রী বলে কথা চরে ও নাও চলে :P তবে জুরে সুরে B:-/

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.