নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি সেই দিন হব শান্ত....

বিদ্রোহী ভৃগু

সকল অনাচার আর অনিয়ম জাগায় দ্রোহ.....

বিদ্রোহী ভৃগু › বিস্তারিত পোস্টঃ

বিজ্ঞাপনে প্রধানমন্ত্রী-প্রধানমন্ত্রীর বিজ্ঞাপন!!!!!

০৫ ই আগস্ট, ২০১৩ বিকাল ৪:১৮

অকস্মাৎইতো।



রাতারাতি আলিফ লায়লার জিনির মতো- সব বিজ্ঞাপন, মনোলোভা, সেক্সি, অড সব বিলকুল গায়েব!!!

একসাথে সবার চুক্তি শেষ হয়েছে, না কোন যাদুর পরশে এমন অসম্ভব সম্ভব হল-

সব বিলবোর্ড রাতারাতি বদলে গেল।



আমাদের মান্যবর প্রধানমন্ত্রী প্রতিস্থাপিত হলেন সেখানে। তাঁর দাবীকৃত সাফল্য আর সরকারের গুনাবলীর ফিরিস্তি দিয়ে পুরা ঢাকা (বাহিরের খবর জানি না) ছেয়ে ফেলা হল।



মজার জিনিষ হল বিজ্ঞাপন হয় পণ্যের। কর্পোরেট বানিজ্যে সত্য নয়, কিছু সত্য, কিছু উন্মাদনা, কিছু গোলক ধাধা, কিছু ষ্টান্ট, জিনিষ যাই হোক উপস্থানা চাই মনোলোভা, আকর্ষনীয়... সেই সুত্রে সরকারের সাফল্য এখন পণ্যের মর্যাদা পেয়েছে অথবা পণ্যে অধোপতিত হয়ৈছে!!!



পৃথিবীর আর কোন দেশে এমন গণ-পাবলিক বিজ্ঞাপনের নজির আছে কিনা- প্রবাষী ভাইয়েরা জানলে জানাবেন। না থাকলে সেই ক্ষেত্রেও আমরা বিশ্বে এক নজর নজীর স্থাপনের স্বার্ণালী দ্বারপ্রান্তে ;)



এখন দেখা যাক- জনতার রায়!

তারা লাক্স, ম্যাগি, লিজান মেহেদীর মতো বিজ্ঞাপনের মডেল দেখে কিংবা বিজ্ঞাপনের মনোলোভা উপস্থাপনায় মুগ্ধ হয় কিনা? তবেই হয়তো ভোটের বাজারে এই কর্পোরেট উপস্থাপনা সফল বলে বিবেচিত হবে।



বাসে আসতে আসতে এই নিয়ে রসালো আলোচনায়- একদন ফোড়ন কাটলো বেরসিকের মতো। ভাই- শাস্ত্রে বলৈ খালি কলসি বাজে বেশি !

আর তাগোর এতই সফলতা যে বিজ্ঞাপন কইরা জানাইতে হয়????



পড়েন নাই ছোটবেলায়-

শৈবাল দিঘীরে বলি উচ্চ করি শির

লিখে রেখৌ একফোটা দিলেম শিশির!!!



আরেকজন কড় ধরে বসলো ভাই এইটার সাথে এইটা মিললোনাতে!

বক্তা বেশ একগাল হেসে আয়েশ করে বললেন অবশ্যই মিলবে। মিলবেনা কেন? মিলাতে চাইলেই মিলবে। দেখেন না তিনারা যেমন সকল ব্যর্থতায়- মায় পরীক্ষায় ছাত্র ফেল করায়ও বিরোধি দলের দোষ খুজে পায় (এ পর্যায়ে সকলে হো হো করে হেসে উঠল) ...

তেমনি সরকারের স্বাভাবিক কাজ, রুটিন কাজ যা তা যদি বিজ্ঞাপনে উঠে আসে তবে আর রইল কি ভাই?

ঘরে গিয়ে যদি শোনেন গিন্নি আঙুলের কর গুনে বলা শুরু করে- আমি ঘুম থেকে উঠেছি- বিছানা থেকে নেমেছি- ফ্রেশ হয়েছি- রান্না ঘরে গিয়েছি- হাড়িপাতিল ধুয়েছি- চূলা জা্বিলয়েছি, আটার কৌটা নামিয়েছি- আটা পানিতে ঢেলেছি...( আবার হাসির রোল) বক্তাও বিরতি নিয়ে..

আপনার হাল কি হবে?

সরাকারের রুটিন কাজের বাইরে- তাদের আলোচিত দূর্নীতির কোন শাস্তি বা জবাব না দিয়ে আপনি যখন এই ভাবে ঢোল পেটাবেন তখন তা কি হল?

শৈবালে সাধ্য নেই শিশির আটকে রাখে- তবুও তার াহমিকা বজায় রাখতে দীঘির কাছে সে দাতা সাজে- যার বুকে তার বসবাস!!!!



সরকার যদি জনগণরে আবুল ভেবে থাকে, ৫-০র পরও নিজেদের সংশোধন না করে উল্টো ঐ গিন্নির পর ঘ্যানর ঘ্যানর করে- তবে বুঝেন.. মিললো না কেম্নে......



নামতে নামতে আর বাকীটুকু শৌনা হয় নি।



তবে ভাবছি- আমজনতা যতোই আম আম করোনা কেন- খাস কিছু তাদের মধ্যে আছে। নইলো এত গভীরে তারা ভাবে এটা সরকার কি জানে????







মন্তব্য ৬০ টি রেটিং +৫/-০

মন্তব্য (৬০) মন্তব্য লিখুন

১| ০৫ ই আগস্ট, ২০১৩ বিকাল ৪:২৩

রাহুল বলেছেন: গিবত করা খাসলত হয়ে গেছে পচা জাতির।

০৫ ই আগস্ট, ২০১৩ বিকাল ৪:৩১

বিদ্রোহী ভৃগু বলেছেন: ভাইজান কি অন্য পোষ্টের কমনে্ট ইয়ানে লিখলেন নাকি????

২| ০৫ ই আগস্ট, ২০১৩ বিকাল ৪:২৬

মেলবোর্ন বলেছেন: শিশিন না দিলেও একখান কমেন্ট দিলাম যে লিখে রাখবেন নাকি। হে হে জটিল বাস্তবিক পোস্ট এই গুলার জন্যই তৈ আমাদের দেশে কেহ কৈতুক শো করার সাহস পায়না রাজনীতিবীদরাই তো আছেন না আমাদের হাসানোর জন্য।

০৫ ই আগস্ট, ২০১৩ বিকাল ৪:৩৯

বিদ্রোহী ভৃগু বলেছেন: মাশাল্লা এইবারতো কমেডয়ানে বাম্পার ফলন হইছে মন্ত্রী সভায়....

এক থেকে এক বড়!!!!

আপ্নেরে কমেন্টে পিলাচ ;)

৩| ০৫ ই আগস্ট, ২০১৩ বিকাল ৪:২৭

ফুরব বলেছেন: শেখ হাসিনার মাথায় এর থেকে বেশী বুদ্ধি আসা করা কি বোকামি নয় ???????????????????????????????????????????????

০৫ ই আগস্ট, ২০১৩ বিকাল ৪:৪১

বিদ্রোহী ভৃগু বলেছেন: আশা করা তো পুরা জাতিই ছাইড়া দিছে!!!!


এখন শূধু শো দেখে যাওয়া!!!!!

তবে এইটা ঠিক অভূতপূর্ব বহু জিনিষ তিনি আমদানি করার রেকর্ডে অনন্য হয়ে থাকবেন। বিশেষত ভাষনে, বচনে !

৪| ০৫ ই আগস্ট, ২০১৩ বিকাল ৪:২৭

মোঃ ইয়াহিয়া বারী বলেছেন: হাডডি পাইবো না জেনে কুত্তা পাগল হইয়া গেছে :#> :#> :-P

০৫ ই আগস্ট, ২০১৩ বিকাল ৪:৪২

বিদ্রোহী ভৃগু বলেছেন: :``>> :``>> :-P

৫| ০৫ ই আগস্ট, ২০১৩ বিকাল ৪:৩৩

জায়েদ ইকবাল বলেছেন: আওয়ামী লীগ বিরাট ভুল করছে কারণ গতবার তরুনদের ভোটেই সরকার গঠন করেছে অথচ ক্ষমতায় এসে তরুনদের জন্য তেমন কিছু করেছে ! ১.শেয়ার বাজার ঠিক না করলে
২.চাকরিতে চলমান কোটা সংস্কার না করলে
৩.চাকরিতে প্রবেশের বয়স ৩২ না করলে
৪.প্রশ্নফাঁস বন্ধ না করলে
তরুণদের বিশাল অংশের ভোট যে হারাবে তা নির্দিদায় বলা যায় ।
সরকার ভাল কিছু করলে জনগণই বলবে বিলবোর্ড দিয়ে প্রচার করতে হবেনা ।

০৫ ই আগস্ট, ২০১৩ বিকাল ৪:৪৬

বিদ্রোহী ভৃগু বলেছেন: সরকার ভাল কিছু করলে জনগণই বলবে বিলবোর্ড দিয়ে প্রচার করতে হবেনা । সেইটাই।

ধন্যবাদ।

৬| ০৫ ই আগস্ট, ২০১৩ বিকাল ৪:৩৩

নিয়ানডার্থাল বলেছেন: রাহুল বলেছেন: গিবত করা খাসলত হয়ে গেছে পচা জাতির।
-সহমত:

@ লেখকঃ দুনিয়ার বেশিরভাগ দেশেই এমন আছে। আছে মানে বেশ ভালো রকমেরই আছে।
আমিরাত,কাতার,মালয়েশিয়া,ব্রুনাই ইন্দোনেশিয়া, ভারত (শাইনিং ইন্ডিয়া),এমনকি খোদ মার্কিন মূলুকেও দেখেছি, রানিং সরকারের কর্মকান্ড সহ পর্বত সমান বিল্বোর্ড আর রাস্ট্র নায়কের ছবি।

০৫ ই আগস্ট, ২০১৩ বিকাল ৪:৫০

বিদ্রোহী ভৃগু বলেছেন: মূর্খতাকে কপি পেষ্ট করে সহমত জানালেন!!!!!!!!!!!!!!!!!!!!


গীবত কারে বলে? আলোচনা- সমালোচনা কারে বলে? পার্থক্যটা বুঝে পরে কমেন্ট করেন!

আর যেই সব দেশের উদাহরন দিয়েছেন- তারাতো বেশীরভাগ রাজতান্ত্রিক।

আর শাইনিং ইন্ডিয়া ছিল ইন্ডয়ার ব্রান্ডিং। কংগ্রেসের নয়।


নির্বাচনের সময় ছাড়া রেগুলার টাইমে এইরকম গণ বিলবোর্ডের ছবি থেকে থাকলে দয়া করে আপলোড দেন। আমিও জানব, সাথে সাথে সকলেও জানবে।

৭| ০৫ ই আগস্ট, ২০১৩ বিকাল ৪:৪৪

সেমিবস বলেছেন: হায়রে দেশ, সরকারকেই বিজ্ঞাপন দিতে হয়।

০৫ ই আগস্ট, ২০১৩ বিকাল ৪:৫৫

বিদ্রোহী ভৃগু বলেছেন: হায়রে দেশ...

এবং শুধু সরকারকেই!!!!!!!!!!!!!!!!

বিরোধীদল যদি চায় এবং টাকাও পে করে- তখন দেখবেন হাম্বা আর সমর্থকদের কত বহুরুপি চিৎকার!!!!!

আর তাদেরটা কে কি করেছে তারাও নাকি জানেনা, ডিসিসিও নাকি জানে না... বিলবোর্ড তবে কি ভুতেরা রিপ।লেস করে গেলো?????

৮| ০৫ ই আগস্ট, ২০১৩ বিকাল ৪:৫২

ঢাকাবাসী বলেছেন: সোনালী ব্যাংক পদ্মা সেতু, ডেসটিনি হলমার্ক বেসিক ব্যাক ইত্যাদি থেকে মারা টাকা দিয়েই এখন এসব বিজ্ঞাপনের খরচ যোগাচ্ছেন নাকি? এগুলোর অডিট হবে? কি বলেন বি.ভৃ.

০৫ ই আগস্ট, ২০১৩ বিকাল ৫:০১

বিদ্রোহী ভৃগু বলেছেন: ভুত ছাড়াবে শর্ষে, শর্ষে ছাড়াবে কে?

শর্ষের ভেতরইযে ভূত!!!

আবার হাম্বারা চাইলৈ এই যুক্তি দিতে পারে- কয়দিন আগেই রিপোর্ট ছিল
অশ্লীল বিলবোর্ডে ছেয়ে গেছৈ ঢাকা..
Click This Link

জাতিকে অশ্লীলতা থেকে মুক্তি দিতেই জাতির নেত্রী, জননেত্রী, বিশ্বনেত্রী, সৌরজতের নেত্রী থুক্কু...বিশেষন গুলো নিজ দায়িত্বে পড়ে নেবেন--
তিনি রমজানের মাহাত্ব বাড়াতে, জাতিকে বিলবোর্ডে এই প্রচার কাজ কর জাতিকে আরও একবার বাঁচিয়ে দিলেন!!!!!!!!!!!!!!!!!

৯| ০৫ ই আগস্ট, ২০১৩ বিকাল ৪:৫২

ফুরব বলেছেন: ওহ এই বুদ্ধি তাহলে নতুন সেনাপতির [জয়] মাথা থেকে বের হয়েছে?? এই সেনাপতির এক কথাতেই আওয়ামীলীগের পতন অনিবার্য করে তুলেছে।

বছরের সেরা জোকস --- আওয়ামিলিগ আবার ক্ষমতায় যাবে আমার কাছে তথ্য আছে।।

০৫ ই আগস্ট, ২০১৩ বিকাল ৫:৩৩

বিদ্রোহী ভৃগু বলেছেন: হতেও পারে!!

তারপরও দেখেন না.. তার চামচদের সকি নিলজ্র্জ সাফাই!!!

চারদলীয় জোটের ৪ টার্মে কিছু করে নাই তাই তারাও কিছু করে নাই!!! হাসতে হাসতে শ্যাষ!!!!

চারদলীয় জোট চুরি করেছে- তাই তারাও ডাকাতি করেছে.. বাহ কি আতেলীয় যুক্তি!!!!!

ধিক তাদের চেতনা আর ধান্ধাবাজিকে!!!!!

১০| ০৫ ই আগস্ট, ২০১৩ বিকাল ৫:০১

নীলতিমি বলেছেন: এটাই ভন্ডামির নমুনা - এত আত্মবিশ্বাস থাকলে তত্ত্বাবধায়ক সরকার নিয়া আসতো। আর তারাই তো প্রথম তত্ত্বাবধায়ক সরকারের জন্য আন্দোলন করে।


আসলে তত্ত্বাবধায়ক ইস্যুটা হলো - তাদের আবার ক্ষমতায় আসার বন্দোবস্তো পাকা করার জন্য । আর কিছু না। ;)

০৫ ই আগস্ট, ২০১৩ বিকাল ৫:৩৬

বিদ্রোহী ভৃগু বলেছেন: আত্মঘাতি বাঙালী লিখেছিলেন বদরুদ্দিন উমর...

এখন হলে হয়তো লিখতেন আত্মঘাতি আওয়ামীলীগ!!!

প্রচন্ড আত্মশ্লাঘা, প্রতিহিংসা আর নির্বোধ পর্যায়ের আত্মবিশ্বাস সবে ভরপুর...

আমজনতার নামে আমজনতাকে বিন্দুমাত্র কেয়ার না করে চলে তারা- নইলে ৫-০ ম্যাসেজের পর অন্তত কথাতো বদলাতো!!!
কিন্তু যাহা পূর্ব তাই পর....

১১| ০৫ ই আগস্ট, ২০১৩ বিকাল ৫:০৩

কান্টি টুটুল বলেছেন:

এই মহিলার মাথা পুরাই ফেলনা হয়ে গেছে।

০৫ ই আগস্ট, ২০১৩ বিকাল ৫:৩৭

বিদ্রোহী ভৃগু বলেছেন: গতটার্মে আদালত রং হেডেড কইছিল!

তাই এইবার পুরা আদলতরেই ঐটা বানাই ছাইড়া দিছে!!!!

এখন কে কারে ট্যাগিং দিব ;)

১২| ০৫ ই আগস্ট, ২০১৩ বিকাল ৫:০৩

রাহুল বলেছেন: @ লেখক
আপনে যে কতো বড় আতেল তা তো পোষ্টে প্রমান।বিলবোর্ডে শুধু উণ্ণয়ন থাকলে আপণার জলতোণা সাথে যে কমপেয়ার দিলো যা জাতির মনে পড়ে গেছে মোরা কি আছিনু চার দলিয় জোটের আমলে।নিজের গায়ের গু মুছেন আগে পরে অন্যের গন্ধ খুজেন। চার টার্ম তো দেখলাম,কার দৌড় কতো দেখা হইছে। আপণার পুষ্ট কার জয়গান গায়?

০৫ ই আগস্ট, ২০১৩ বিকাল ৫:৪১

বিদ্রোহী ভৃগু বলেছেন: আর আপনে যে কত বড় দলকানা তাও সকলেই বোঝে!!!

তাদের গায়ে গু দেইখাইতো আপ্নেগোরে পাবলিক ক্ষমতা দিসিল!!!

কি করছেন?

এখন নিজের ঢোল নিজেই পিটান লাগে হাস্যকর ভাবে?

শৈয়ার বাজার হলমার্ক পদ্মাসেতু কুইক-রেন্টাল, বিডিআর, গুম, খুন ধর্ষন, শিক্ষাঙ্গনে নৈরাজ্য, টেন্ডারের সাম্প্রতিক জ্বলজ্বলে ঘা তো মিল্কি-তারকে হথ্যা-ক্রস...

তারপরও অন্যের গায়ে গু না খুজে নিজেনা বুড়িগঙ্গায় স্নান করে আসুন!!!

আমার পোষ্টে কারও জয়গান নেই। আছে একটা অদ্ভুত বিষয় নিয়ে আলোচনা। মাথার সাথে সাথে কি চোখ দুইটাও গেছে নাকি??

১৩| ০৫ ই আগস্ট, ২০১৩ বিকাল ৫:৪৭

মো: আজিজ মোর্শেদ বলেছেন: যদি যোগামন্ত্রীর তথ্য অনুসারে এখন কোন ড্রাইভার এই বিলবোর্ডের প্রতি আকৃষ্ট হয়ে একসিডেন্ট করে ফেলে তাহলে দোষ কার হবে।

০৫ ই আগস্ট, ২০১৩ সন্ধ্যা ৬:০৩

বিদ্রোহী ভৃগু বলেছেন: কি বলেন?

যোগাযোগ মন্ত্রী নতুন তত্ত্ব বের করে ফেলবে না? বিলবোর্ডে এখন একসিডেন্ট করলৈ তা পথচারির দুষ হয়ে যাবে ;)

ড্রাইভার বেকসুর খালাস :):)

১৪| ০৫ ই আগস্ট, ২০১৩ বিকাল ৫:৫৭

রাহুল বলেছেন: @ হাও্য়া ভবনের কথা আপনে ভুলে এখন ফোফর দালালী করতে পারেন আমিতো কাউয়া না যে চোখ বন্ধ করে অন্যের মাথায় হাগু করবো।নিজের ঢোল নিজে পিটাতে হয় নয়তো আবালের হাতে পড়লে সর্বনাষ হয়।

০৫ ই আগস্ট, ২০১৩ সন্ধ্যা ৬:০১

বিদ্রোহী ভৃগু বলেছেন: @ হাও্য়া ভবনের বদলে এখনতো মাঝরাতে গাড়িতে করেই টাকা চলে ;)

এখন সাড়ে চার হাজার কোটি টাকা মেরে খেয়েও আবার বড় গলায় কথা বলে!!!

ঐ যে কথায় বলে না- এককান কাটা রাস্তার পাশ দিয়ে চলে দুই কানকাটা বুক ফুলিয়ে রাস্তার মাঝখান দিয়ে চলে....

আপনারা মাঝখানে বুকফুলিযে চলা লোকতো... তাই এই অবস্থা!!!

১৫| ০৫ ই আগস্ট, ২০১৩ সন্ধ্যা ৬:১৪

বিদ্রোহী ভৃগু বলেছেন: @রাহুল ..... দেখুন বিডিনিউজ কি বলছে..

শহরের মুখঢাকা আওয়ামী বিজ্ঞাপন
নিয়মতান্ত্রিকভাবে ভাড়া নিয়ে এগুলো বসানো হয়েছে কি না- সে বিষয়ে দলের নেতাদের কোনো বক্তব্য যেমন পাওয়া যায়নি; তেমনি বিষয়টি ‘অজানা’ বিজ্ঞাপনী সংস্থাগুলোর নেতাদেরও।

একজন প্রচারণা বিশেষজ্ঞ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “এই ধরনের প্রচারণা হিতে বিপরীত হবে। যাদের উদ্দেশ্য করে এই তথ্যগুলি প্রচার করা হয়েছে তারা এরকম দাপ্তরিক ভাষা বোঝেন না। তাছাড়া এসব বিজ্ঞাপনের নকশা অতি নিচু মানের। উৎসাহের বদলে মানুষের বিরক্তি উদ্রেক করছে।”

“অক্ষর, ছবি ও রংয়ের ব্যবহারও চরম অপেশাদারি। সমস্যা হচ্ছে বিষয়টি নিয়ে কেউ কথা বলছেন না”- নাম প্রকাশ করতে চাননি এই বিশেষজ্ঞও।

ঢাকায় সিটি কর্পোরেশনসহ সরকারি বিভিন্ন সংস্থার পাশাপাশি ব্যক্তি মালিকানাধীন অনেক বিলবোর্ড রয়েছে। বিভিন্ন বিজ্ঞাপনী সংস্থা ইজারা নিয়ে বিজ্ঞাপনের জন্য এগুলো ভাড়া নিয়ে থাকে।

আওয়ামী লীগের বিজ্ঞাপনের কারণে নতুন পণ্য বাজারে ছেড়ে বিজ্ঞাপনের জন্য বিলবোর্ড ভাড়া নেয়া অনেক কোম্পানিরই মাথায় হাত পড়েছে।

দেশের শীর্ষস্থানীয় একটি বিজ্ঞাপনী সংস্থার কর্ণধার নাম প্রকাশ না করার শর্তে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “উন্নয়নের প্রচারণা তো ঈদের পরও করা যেত। এখন সবাই ঈদ উপলক্ষে পণ্য ডিসপ্লে করবে, সেটা বন্ধ হয়ে গেল।

“আচ্ছা দিল, আমাদেরকে একবার জিজ্ঞেসও করল না। আমরা তো সরকারকে ট্যাক্স দিই।”

কি বোঝলেন????

০৬ ই আগস্ট, ২০১৩ বিকাল ৪:০৩

বিদ্রোহী ভৃগু বলেছেন: শৈষ বেলায়ও নিজের ভাল ঢোল পিটাতে গিয়েও খারাপের আশ্রয়ই নিল!!
অণ্যায়ের মাধ্যেম জানিয়ে দিতে চায় পুরা জাতিকে আমি কত ভাল!!!!!

বিলবোর্ডের কর্তৃপক্ষকে না জানিয়ে...
বিল পরিশোধের ঠেকা কার?
মালিকদের সাথে কোন কনসার্ন না করে--


বাহ বেশ বেশ। হেই জনতা চিনে রেখো এবং এই ভাল দেরকো কখনো ভুলৌ না ;)

১৬| ০৫ ই আগস্ট, ২০১৩ সন্ধ্যা ৭:৩৬

ঢাকাবাসী বলেছেন: আওয়ামী গুন্ডামী এখন বিলবোর্ডের উপর?

০৫ ই আগস্ট, ২০১৩ রাত ১১:৪৩

বিদ্রোহী ভৃগু বলেছেন: আবার জিগস.......

১৭| ০৫ ই আগস্ট, ২০১৩ রাত ৮:০৫

ভবঘুরে তানিম বলেছেন: বিজ্ঞাপন না দিয়ে যদি বিলবোর্ড গুলো অপসারণ করত, তাহলে এঁর ছেয়ে বেশি লাইক পাইত। !:#P !:#P !:#P

০৫ ই আগস্ট, ২০১৩ রাত ১১:৪৭

বিদ্রোহী ভৃগু বলেছেন: আহারে.. এই বোধোদয়র কাজটা যদি ৪ বছর করত... খালি বিরোধী দলের দোষ ..শেষ পর্যন্ত পুলাপাইন পাস করতে পারে নাই তাতেও বিরোধী দলের দোষ.. এইসব কমেডি বাদ দীয়া যদি সৃজনশীল কাজ করত-- বিনা কথায় আবার নির্বাচিত হত--৫-০ হতে হতনা অন্তত!!!!!

১৮| ০৫ ই আগস্ট, ২০১৩ রাত ৯:১১

ই এইচ মানিক বলেছেন: বাংলাদেশের মানুষ সব অন্ধ হয়ে গেছে যে সরকারের উন্নয়ন মানুষের চোখে পড়ে না তাই বিজ্ঞাপন দিয়া বুঝাতে হচ্ছে। জনগন ভোদাই না সরকার ভোদাই বুঝতে পারছিনা। তবে আওয়ামীলীগ কে আমার কাছে শুয়োরের দল মনে হয়।

০৫ ই আগস্ট, ২০১৩ রাত ১১:৪৮

বিদ্রোহী ভৃগু বলেছেন: ভাই এখানওতো ভুল করলো... অন্ধর কাছে বিলবোডই কি আর টেলিভীশনই কি ;)

আগে তাগো চোখের অপারেশনের ব্যবস্থা করলে না বুঝতাম ঘটে কিছু আছৈ;)


আমার মনে হওয়া টা অনেকেরই !!!

১৯| ০৫ ই আগস্ট, ২০১৩ রাত ১০:১৪

মেহেদী_বিএনসিসি বলেছেন: বিলবোর্ডেই শুধু না.....প্রত্যেক নাগরিকের পাছার উপ্রেই তাদের বিজ্ঞাপন দেওয়া হোক..........কোন সমস্যা নাই........কিন্তু আমার টেনশন হলো........টাকাটা কি সরকারের পকেট থেকে নেয়া হচ্ছে নাকি দলের কোষাগার থেকে যাচ্ছে ?

০৬ ই আগস্ট, ২০১৩ সকাল ১০:৫৯

বিদ্রোহী ভৃগু বলেছেন: ..প্রত্যেক নাগরিকের পাছার উপ্রেই তাদের বিজ্ঞাপন দেওয়া হোক....... ;)

আইডিয়া খানা দিয়ে দেখতে পারেন-- খাইলে খঅইতেও পার।

নির্বাহী আদেশ জারি করে দেবে?

ব্যাস সবার পশ্টচাৎ দেশে হাম্বা বিলবোর্ড!!!! দেখতে খঅরাপ লাগবেনা মুনে হয়;) নাকি বলেন?

২০| ০৬ ই আগস্ট, ২০১৩ রাত ১:১৭

সিলেটি জামান বলেছেন: সবাই শুধু বিলবোর্ড নিয়া চিন্তা করে, কেউ ঢাকাবাসীকে নিয়া চিন্তা করেনা । পাওয়ার পয়েন্ট বিজ্ঞানীকৃত নাজিল হওয়া এইসব বিলবোর্ডে প্রচার হওয়া উন্নয়নের জোয়ারে যদি ঢাকাবাসী ডুইব্বা মারা যায় তখন বিলবোর্ড দিয়া কি হইবো রে মমিন B:-) B:-)

০৬ ই আগস্ট, ২০১৩ সকাল ১১:৫৮

বিদ্রোহী ভৃগু বলেছেন: ছু.... আরে আরে করেন কি? কম্পু বিজ্ঞানীরে আপনেরা কি বলৈন??

জাতির মাতা মাইন্ড খাইপে শুনলে...

বিদেশীনী বউয়ে গরবিনী কয়জন এমন আছে?

তা জব্বর বলেছেন! বিলবোর্ড প্লাবনে অসহায় নগরবাসী হাবুডুবতো খাচ্ছেই!!!

উন্নয়ন আর উন্নয়ন, কাজীর গাই কেতাবে আছে গোয়ালে নাই - উন্নয়ন ;)

২১| ০৬ ই আগস্ট, ২০১৩ দুপুর ১২:৫২

আল ইফরান বলেছেন: হে হে হে, লাভ নাই। B-)
বিলবোর্ডের ঠেক দিয়েও নৌকার ভরাডুবি মনে হয় ঠেকানো যাবে না। B-))

০৬ ই আগস্ট, ২০১৩ বিকাল ৫:১১

বিদ্রোহী ভৃগু বলেছেন: যেখানে দেখিবে ছাই
উড়াইয়া দেখৌ তাই
পাইলেও পাইতে পার
মানিক রতন... (বিজ্ঞাপনের মানিক রতন হইলেতো কথাই নাই ;) )
:):):)

২২| ০৭ ই আগস্ট, ২০১৩ রাত ৩:৫০

স্বাধীকার বলেছেন:

সালাম নিবেন।

ডুবন্ত নৌকার মাঝিরা, খড়কুটো ধরে ভাসার শেষ চেষ্টা করছে---এতে আপত্তির কিছু নাই, এরকম চেষ্টাই সঙ্গত। কিন্তু সরকারী ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে নাগরিকের ব্যক্তিগত সম্পত্তিতে হস্তক্ষেপ-শুয়োরেরা সমর্থন করলেও সচেতন মানুষ এই বিবেকহীন কুশাসনকে সমর্থন দিতে পারেনা।


------------------
৥লেখক: লিখতে থাকুন, সাথে আছি।

০৭ ই আগস্ট, ২০১৩ সকাল ১১:২৪

বিদ্রোহী ভৃগু বলেছেন: ওয়ালাইকুম সালাম।

দারুন বলেছেন। অবশ্যই এই কুশাসন এবং শেষ বেলার জবর দখলের কথাও মানুষ ভুলবেনা।

আর ভন্ড নেতারা বিএনপিকে পরামর্শ দেয়- বিলবোর্ড দিতে!!! য়ারা অন্যের পেইড বিলবোর্ড বিনা নোটিশে দখল করে নেয়- রাজস্ব দেয়া ব্যবসায়ীদের একটা আলোচনা দূরে থাক জানানোর সভ্যতা জ্ঞানটুকু পয়ন্ত নেই- তাদের পরামর্শ সেই ধূর্ত শেয়ালের মতো কুমিরকে দেয়া পরামর্শ বৈতো নয়!!!!

আমরা মুক্তি চাই। গণতন্ত্রের নূন্য স্বাভাবিক চর্চা চাই । মিনিমাম সভ্যতা বোধ টুকুর চর্চা চাই।
বাকশাল কখনোই ভাল ফল আনে না। যদিও তখনো চামচা নেতার সামনে জ্বি হুজুর জ্বি হুজুর করেছিল!!!!!

আমরা কি নিজে সামথ্যে ভাবতে শিখব না?

ধন্যবাদ। ঈদ মোবারক।

২৩| ০৭ ই আগস্ট, ২০১৩ দুপুর ২:২২

নিকষ বলেছেন: "আওয়ামী সেবা (নিজের টাকা পয়সা লুট, বিনা টিকেটে গুম হয়ে যাওয়া, চাপাতি কোপের আনন্দ, ইত্যাদি ইত্যাদি) পুনরায় চাইলে নিকটস্থ ভোট কেন্দ্রে যোগাযোগ করুন"; খালি এই লাইনটা দিলেই বিলবোর্ড কমপ্লিট হইত।

০৮ ই আগস্ট, ২০১৩ রাত ১২:২২

বিদ্রোহী ভৃগু বলেছেন: দারুন বলেছেন। জবাব নেই!!!!

কিন্তু চোরা না শূনে ধর্মের কাহিণী!!!

৭২-৭৫ আর ০৯-১৩ শুধূ মাত্রা আর ডাইমেনশনে ব্যাতিক্রম! চরিত্র সেই একই!!!!!

২৪| ০৮ ই আগস্ট, ২০১৩ রাত ১২:৫৬

মনুমনু বলেছেন: একটি চিত্র খেয়াল করা যায় কি ?--

সেটি হল,- যেভাবে অবলীলায় অন্যের উপর হামলা করে নিজ ক্ষমতার ব্যবহার করে বা্ঁশ মারা হল, এত বড় বড় কোম্পানিরাও সাহস করছে না, নিরবে বাঁশ হজম করে যাচ্ছে---
--ঠিক একই ভাবে এদের পূরো সময়কালে সাধারণ মানুষের অন্ন উৎসকে পুটু মেরেছে --পুরো দেশেই- প্রতিটি অলিগলিতেই।---অবলীলায় ---

০৮ ই আগস্ট, ২০১৩ রাত ১:৪৭

বিদ্রোহী ভৃগু বলেছেন: শুধূ বাঁশ???

আনক্লিন বেম্বু!!!!

আর তাদের কিছূ বেকুব যুক্তি দেয় সিটি কর্পরোশনের অনেক বিলবোর্ড অবৈধ- সেটা নিয়ে কেউ কিসু বলে না, তারা ব্যভহার করছে দেখে এত কথা কেন?
বোঝেন কি হাস্যকর অবস্থানে চলে গেছে!!!!!!

তাদের পুটু মারার জবাব ৫-০তে পেয়েই মাথা আউলাইয়া গেছে!!!

সামনে রাবন বধও হবে অবলীলায় তারা জানে বলেই পাগলপ্রায়!!!

২৫| ০৮ ই আগস্ট, ২০১৩ রাত ১:০৯

সরকার৮৪ বলেছেন: @ রাহুল ভাইজান,
আরো ঢোল পিটান......


যুদ্ধাপরাধীদের বিচার


সামরিক শাসন-রাজাকার বিরুধী


ঢাকা শহর "ফকিন্নির পুত" মুক্তকরণ


মুচাই এ কম্প্রেসার স্থাপনে ৫ মিলিয়ন ডলার কমিশনের দুর্নীতি হয়নাই

০৮ ই আগস্ট, ২০১৩ রাত ১:৪৯

বিদ্রোহী ভৃগু বলেছেন: এরা জেনেশুনে করে বিষপান!
এরা জ্ঞানপাপী!
এরা হাম্বানুসারী!!!!!

সত্য বললেই আপনাকে ট্যাগিং করবে!! আর গালভরা গৎবাধা প্রমানহীন প‌্যাচাল পারবে। আর তাদের প্রমান সহ রিপোর্ট করলে বাকশাল কায়েম করবে!!!!

এই হল হাম্বা গণতন্ত্র!!!!

২৬| ০৮ ই আগস্ট, ২০১৩ রাত ১:৫৪

রসায়ন বলেছেন: সরকারের এই কাজটা আরো আগেই করা উচিত ছিল !!

বাংলাদেশে কেউই ধোয়া তুলসি পাতা না ।

যদি আপেক্ষিক তুলনা করেন তবে AWAMI LEAGUE ই জিতবে !

kemne ??

২১ আগস্টের গ্রেনেড হামলা, মিঃ টেন পার্সেন্ট খাম্বা মিয়া, আলু-ফালু-খালু পিন্টুদের দৌরাত্ন্য ,JMB, দুর্নীতিতে ফার্স্ট, হাওয়া ভবন, বিদ্যুত আর খাদ্য ঘাটতি , বাল ছাল.......infinity


আর যেই ছাগলগুলা বলতেছে, সরকার যদি ভালোই হৈত তবে বিলবোর্ড টানানো লাগতোনা! শুধুই তাদের উদ্দ্যেশে, "তাইলে মিয়া ভাই, samsung, nokia, toyota, APPLE, uniliver, lg, ইত্যাদি ওয়ার্ল্ড ফেমাস ব্রান্ড থেকে বাংলাদেশে সেন্টু গেঞ্জির এড টিভিতে দেখেন নাই ! ক্যান এগো প্রোডাক্ট কি ভালা না ?? নাকি এড না দেইখাই আপনি এদের গুণাগুণ জানতে পারবেন ??? "


আরও বড় ব্যাপার হৈল, BNP-JAMAT যেমনে মিথ্যা প্রচার শুরু করেছে তাতে এভাবেই জবাব দেয়া সরকারের দায়িত্ব !

০৮ ই আগস্ট, ২০১৩ সকাল ১০:৩৩

বিদ্রোহী ভৃগু বলেছেন: যখন প্রকৃত কাজ হয় তখন বিজ্ঞাপন লাগে না।

৪ বছর মিডিয়ায় একচ্ছত্র প্রচারের পরও যখন ৫-০তে গুহারা হারল তখনই তাদের বোধ জাগল- আর তাই স্বপ্ন, কল্পনা আর পরিকল্পনাকেও উন্নয়ন হিসাবে জোর করে, বিল-বোর্ড অন্যয় ভাবে দখল করে তুলে ধরতে হল!???

আপেক্ষিক তুলনার পূর্বাভাস সিটিতে দেখেও যারা চোখ বন্ধ করে একই গীত গায় তারা হয় নেশায় আক্রান্ত অথবা উদভ্রান্ত!!!

আরে পাগলের দল - এই কথাইতো বলা হইছে পোষ্ট- যে আজকে রাজনীতির যে পণ্যায়ন হল - এটাই ভাল হল ? না মন্দ হল??

বি্নেপি জামাত মিথ্যা প্রচার করছে? পতত্রিকা টিভি চ্যানের সব বন্ধ করছ কারা? আর অভিযোগ যায় কার দিকে????

২৭| ০৮ ই আগস্ট, ২০১৩ রাত ১:৫৮

অনিক রহমান বলেছেন: বিলবোর্ড রকযযযযযযযযযযয।ক্লাস এইট পাসের চামচাদের ুটু তে জ্বলুনি কি শান্তি? B-)) B-)) B-)) B-))

০৮ ই আগস্ট, ২০১৩ সকাল ১০:৪৬

বিদ্রোহী ভৃগু বলেছেন: আহা পুটু মারা নিজে খেয়ে অন্যের জ্বলছে ভেবে বেকুবের কি খুশি!!!!


রকযেযযযযযযযযযর পুটু সিটিতে মেরে দিয়েছে জনতা ;)

১০ ই আগস্ট, ২০১৩ রাত ৯:১৭

বিদ্রোহী ভৃগু বলেছেন: এরা জেনেশুনে করে বিষপান!
এরা জ্ঞানপাপী!
এরা হাম্বানুসারী!!!!!

সত্য বললেই আপনাকে ট্যাগিং করবে!! আর গালভরা গৎবাধা প্রমানহীন প‌্যাচাল পারবে। আর তাদের প্রমান সহ রিপোর্ট করলে বাকশাল কায়েম করবে!!!!

এই হল হাম্বা গণতন্ত্র!!!!

২৮| ০৮ ই আগস্ট, ২০১৩ রাত ২:০৭

ইকবাল পারভেজ বলেছেন:
পোস্টারের নাম হবে " রূপ কি রানী চোর কী রাজা"|

কম্বল চোরা আর তার লুটেরা মাইয়ার ছবিতে মানুষ থুতু ছিটানোর যায়গা খুইজা পাইবো|

০৮ ই আগস্ট, ২০১৩ সকাল ১০:৪৯

বিদ্রোহী ভৃগু বলেছেন: দারুন বলেছেন ভায়া!!!

কম্বল চোরা আর হলমার্ক, শেয়ার বাজার সহ সব অপকর্মে লুটেরা মাইয়ার ছবিতে মানুষ থুতু ছিটানোর যায়গা খুইজা পাইবো|

২৯| ০৮ ই আগস্ট, ২০১৩ রাত ৩:৩০

কামাল উদ্দিন ফারুকী জুয়েল বলেছেন: আওয়ামী লীগ একের পর এক নিজের ভোট নিজেই কমানের ব্যবস্থা নিতাছে, এইটাই ব্যাপক আনন্দের বিষয়!

০৮ ই আগস্ট, ২০১৩ সকাল ১১:৪৫

বিদ্রোহী ভৃগু বলেছেন: এইটাই ব্যাপক আনন্দের বিষয়! :):)

আত্মঘাতি আওয়ামীলীগ!!!!

১১ ই আগস্ট, ২০১৩ সকাল ১০:১০

বিদ্রোহী ভৃগু বলেছেন: এরা জ্ঞানপাপী!
এরা হাম্বানুসারী!!!!!

সত্য বললেই আপনাকে ট্যাগিং করবে!! আর গালভরা গৎবাধা প্রমানহীন প‌্যাচাল পারবে। আর তাদের প্রমান সহ রিপোর্ট করলে বাকশাল কায়েম করবে!!!!

এই হল হাম্বাতন্ত্র!!!!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.