নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি সেই দিন হব শান্ত....

বিদ্রোহী ভৃগু

সকল অনাচার আর অনিয়ম জাগায় দ্রোহ.....

বিদ্রোহী ভৃগু › বিস্তারিত পোস্টঃ

ঐশির দৃষ্টান্ত মূলক শাস্তি চাই- যাতে আর কোন বাবা-মাকে সন্তানের হাতে! নৃশংস ভাবে নিহত হতে না হয়!!!

২৫ শে আগস্ট, ২০১৩ বিকাল ৫:০৭

একজন খুনির জন্য আপনার কি মায়া হয়?



একজন পিতৃ-মাতৃ হন্তারকের জন্য আপনার অধিকারবোধ আপনাকে কতটা তাড়িত করে?



একজন খুনি কি মানব পর্যায় ভুক্ত? যে তার জন্য মানবাধিকারের কথা উঠবে? সেতো খুনি। শুধু খুনি নয়- কুল ব্রেইন মার্ডারার!

যে হত্যার পর নিশ্চিতে, গুছিয়ে, সবাইকে নিয়ে বাড়ী ছড়ে এবং দু'দিন আত্ম-গোপনে থাকে!!!!



হ্যা, ঐশির কথাই বলছি।

যে তার জন্মদাতা- পিতা-মাতাকে একাই হত্যা করে !

আলোচিত এই বিভৎস হত্যা এবং অভূতপূর্ব নৃশংস এই খুনের পর দেশজুড়ে মানুষ স্তম্ভিত হয়ে পড়ে!

পিতা-মাতা ফ্যাল ফ্যাল করে তাকায় তার সন্তানের দিকে!

এর মাঝে কোন ।ৈশী লুকানো নেইতো!!!!



সন্তানেরা পড়ে যায় অদ্ভুত শূন্যতায়! পিতা-মাতার দিকে তাকাতে যেন লজ্জ্বা ভয় কুড়ে কুড়ে খায়!

বাবা - মা কি ভাবছে কে জানে?

এই মহা সংকটপূর্ন ঘটনায় জেগে উঠে নানা ধারার সুশীল-কুশীল গণ!!



অন্যতম মানবাধিকার কমিশনের মিজান! তিনি একজন হত্যাকারীর পক্ষে শিশুঅধীকারের হাস্যকর দাবী তোলেন? তাকে রিমান্ডে নেয়া যাবে কি যাবে না ব্লা ব্লা..

যে মেয়ে ফ্রি লাইভ লিভে অভ্যস্ত!



যার ১৫ জনের অধীক বয়ফ্রেন্ড আছে!!!!



যে উচ্ছৃংখল বেপরোয়া লিভ টুগেদার লাইফে অভ্যস্ত!!



যে পিতা-মাতাকে খুন করতে এতটুকু কাপেনি!!! সে নাকি শিশু!!!!



ধরনী দ্বিধা হও!!!!



এই কথিত অধিকারের সুবিধাবাদী বেপারীরা কিন্তু অসহায় ফেলানী কিংবা সাম্প্রতিক সীমান্তে অসহায় নারী ধর্ষিত হলে, নিহত হলে তাদের চেতনা জাগে না ঘুমিয়ে থাকে...



গোল টেবিল বৈঠক করে, তার সংবাদ প্রকাশে মিডিয়াকে তুলোধুনা করে!!!! এরা কি তবে খুনির পক্ষে?

এরা কি খুনের সাফাই গাইছে?

এরা কি খূনকে না খুনি জাস্টিফাই করছে?

নাকি এর আড়ালে অন্য কিছূকে লুকাতে চাইছে?



কেউ আওয়াজ তুলছে না বার, ডিসকো, ডিজে বন্ধ কর!!

কেউ আওয়াজ তুলছে না মাদক নির্মূলে সাড়াশি অভীযান চাই!

কেউ বলছেনা এই অফিসারের পরিণতি থেকে শিক্ষা নিতে যাতে আর কারো এমন ভাগ্য বরণ করতে না হয়?



কেউ বলছে না দৃষ্টান্ত মূলক শাস্তি চাই।



হ্যা।

অবশ্যই ঐশীর দৃষ্টান্তমূলক শাস্তি চাই। যাতে আর কোন পিতা-মাতাকে এমন নৃশংসতার শিকার হেত না হয়।



যাতে আর কোন কন্যা এইভাবে ভুল পথে হাটবারও স্বপ্নএ না দেখে!



যাতে আর কোন বখাটে কিশোরী ঐশি হবার মাঝে মর্ডানিজম খুজতে না চায়



যাতে আর কোন মেয়ে- মাদকে সোসাইটি ষ্ট্যটাস খুজতে না চায়!



অথচ কি অদ্ভুত আচরন! জবানবন্দীর পর কারাগের পাঠানো হলেও ঐশী ও গৃহকর্মী সুমিকে শনিবার রাতে ঢাকা কারাগার এই কোণাবাড়ির কিশোরী উন্নয়ন কেন্দ্রে স্থানান্তর করা হয়। !!!!!!!!!!!!!!!!!!!!!!!!!



খূন করার পুরস্কার কি এমব্রয়ডারী প্রশিক্ষন!!!!!!!!!!!!!!!!!!!!!!!



এখণ থেকে খুনিরা যদি ট্রেন্ড চেঞ্জ করে! যদি কিশৌর কিশৌরী দিয়ে খুন করায়- শাস্তিতো নাই- প্রশিক্ষন কেন্দ্রে সংশোধনেই পাঠাবে মনে করে????????



আর অবাধ্য বেয়াড়া সন্তানেরাও যদি উজ্জিবীত হয়-

আরে বাবা-মারে মারলে কি হয়?

আমিতো শিশু!

কিশোর সংশোধনাগারে পাঠাবে-এইতো!!!!



কোন বাবা-মা কি শান্তিতে ঘুমাতে পারবে?



সন্তানের দেয়া প্রিয় খাবার, কি বিশ্বাসের সাথে তৃপ্তিতে খেতে পারবে? এতে বিষ বা ঘুমের ঔষধ নেই মনে করে!!!!!!!



তাই খুনিকে খূনি হিসেবে ট্রিট করে তার দৃষ্টান্তমূলক শাস্তি চাই।

যাতে কোন সন্তান স্বপ্নেও এমন দুষ্কর্ম না দেখে!

যাতে ভবিষ্যতে কোন বেয়ারা কিশৌরী নীতিহীন জীবনে আগ্রহী না হয়!

যাতে মাদকের পরিণতির ভয়াবহতা প্রতিষ্ঠিত হয়- এবং মাদক গ্রহনের আগে শতবার ভাবে অনাগত সন্তানেরা!







মন্তব্য ৩৪ টি রেটিং +১/-০

মন্তব্য (৩৪) মন্তব্য লিখুন

১| ২৫ শে আগস্ট, ২০১৩ বিকাল ৫:২৫

বিদ্রোহী ভৃগু বলেছেন: এরা কি তবে খুনির পক্ষে?
এরা কি খুনের সাফাই গাইছে?
এরা কি খূনকে না খুনি জাস্টিফাই করছে?
নাকি এর আড়ালে অন্য কিছূকে লুকাতে চাইছে?

কেউ আওয়াজ তুলছে না বার, ডিসকো, ডিজে বন্ধ কর!!
কেউ আওয়াজ তুলছে না মাদক নির্মূলে সাড়াশি অভীযান চাই!
কেউ বলছেনা এই অফিসারের পরিণতি থেকে শিক্ষা নিতে যাতে আর কারো এমন ভাগ্য বরণ করতে না হয়?

কেউ বলছে না দৃষ্টান্ত মূলক শাস্তি চাই। !!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!

২৫ শে আগস্ট, ২০১৩ বিকাল ৫:৩৮

বিদ্রোহী ভৃগু বলেছেন: তাই খুনিকে খূনি হিসেবে ট্রিট করে তার দৃষ্টান্তমূলক শাস্তি চাই।
যাতে কোন সন্তান স্বপ্নেও এমন দুষ্কর্ম না দেখে!
যাতে ভবিষ্যতে কোন বেয়ারা কিশৌরী নীতিহীন জীবনে আগ্রহী না হয়!

২৫ শে আগস্ট, ২০১৩ সন্ধ্যা ৬:৫৪

বিদ্রোহী ভৃগু বলেছেন: একজন খুনি কি মানব পর্যায় ভুক্ত? যে তার জন্য মানবাধিকারের কথা উঠবে? সেতো খুনি। শুধু খুনি নয়- কুল ব্রেইন মার্ডারার!

২| ২৫ শে আগস্ট, ২০১৩ বিকাল ৫:২৭

পরাজিত মধ্যবিত্তের একজন বলেছেন: ঐশীর মানসিকতা বিকৃত হলে-তাঁর দায়ও সমাজ এবং পরিবারের ওপরই বর্তায়। কাজেই শাস্তির দাবি জানানো এখানে অবান্তর। দরকার সংশোধন। অদ্ভূত ব্যাপার হলো, বাঙালী সংশোধন দাবি করে না। দাবি করে শাস্তির । এটা কোনো সভ্য জাতির লক্ষণ নয়। পৃথিবীর কোনো সভ্য দেশেই কারাগার শাস্তির জায়গা নয়, সংশোধনের জায়গা।

২৫ শে আগস্ট, ২০১৩ বিকাল ৫:৩৭

বিদ্রোহী ভৃগু বলেছেন: সেই বিকৃত মানসিকতা যারা তৈরি করে, করছে তাদের শাস্তির দাবীওতো উঠছে না!!!!

আর সংশোধন হয় ছোট খাট অপরাধে! খুনের দায়েও সংশোধনী দিয়ে সভ্য সাজতে হবে?

তার আপনা পিতা-মাতাকে খুন?

এটা কি কেবল ঐশী বলেই?

এরশাদ শিকদারের খূন যেমন ঘৃন্য, ঐশির কোন তেমনি কোনভাবেই জাস্টিফাইড হয় না! খুন খুনই!

কই এই সমাজে আরও কোটি ঐশির বয়সি মেয়ে আছে, তারাতো খুন করেনা, মাদক নেয়না!!!!
তাহলে শূধূ সমাজের কাধে বন্ধুক রেখে অপরাধীর পক্ষে সাফাই গাওয়াও নিশ্চয়ই নৈতিকতা নয়, সভ্যতা নয়?

আর ভবিষ্যতে যাতে অন্যরা বেপরোয়া না হয়- সেই জন্যই ঐশির দৃষ্টান্তমূলক শাস্তি প্রয়োজন।

যাতে অন্যরা শিক্ষা পায়।

এই আপনাদেরই কিন্তু দেখেছি পরিমল বা অন্য ধর্ষকদের জন্য কি ভয়ানক সব শাস্তির প্রস্তাব দিতে! সেখানে মৃত্যুতো ছাড়! তারচে ভয়ানক সে সব প্রস্তাব!

অথচ আজ খুন তবে ধর্ষনের চেয়ে ছোট অপরাধ হয়ে গেল?

আজব সুশীলতা বটে!

২৮ শে আগস্ট, ২০১৩ সকাল ১০:২৬

বিদ্রোহী ভৃগু বলেছেন: কোন বাবা-মা কি শান্তিতে ঘুমাতে পারবে?

সন্তানের দেয়া প্রিয় খাবার, কি বিশ্বাসের সাথে তৃপ্তিতে খেতে পারবে? এতে বিষ বা ঘুমের ঔষধ নেই মনে করে!!!!!!!

৩| ২৫ শে আগস্ট, ২০১৩ বিকাল ৫:৩২

ঢাকাবাসী বলেছেন: ঐ ব্যাটা মিজানের চেতনা এখন জেগে উঠল!! লেখকের সাথে একমত। ঐশীর পক্ষে কথা বললে পেশাদার খুনীদের উৎসাহিত করা হয়। মাইনর দিয়ে এর পরের খুনগুলো করা হবে।

২৫ শে আগস্ট, ২০১৩ সন্ধ্যা ৬:০৭

বিদ্রোহী ভৃগু বলেছেন: ধন্যবাদ।

আর পুরা ঘটনায় দেখুন- তার উচ্ছৃংখল চলাফেরা, তার ১৫ বয়ফ্রেন্ড- আবার তারেই আদালতে আনলো বোরকায় আবৃত করে!!!!!!!!! আজিব নয়?

আর তার মাঝে বিন্দুমাত্র অনুশোচনা থাকলে-নিজেই তো মরে যেতে চাইত-- হায় হায়, আমি কি করেছি? মা তুমি কই, ও বাবা আমারে মাফ কইরা দাও...

কিন্তু! প্রফেশনাল কিলার রা কি এমন হয়?

নির্লিপ্ত! ভালেষহীন.....
কেন্দ্রের সহকারী তত্বাবধায়ক (সুপারিনটেনডেন্ট) তাসলিমা বেগম জানান, শনিবার রাত ৯টার দিকে পুলিশ হেফাজতে তাদের ঢাকা থেকে এ কেন্দ্রে নিয়ে আসা হয়। এ সময় ঐশীকে অনেকটাই স্বাভাবিক মনে হয়েছে।!!!!!!!!!!!!!!!!!!!!!!!!

তবে কি অন্য কোন রহস্য আছৈ এর পিছনে?????

যাকে আড়াল করতে ঐশী নাটক!!!! নয়তো এমন হয় কি করে?

৪| ২৫ শে আগস্ট, ২০১৩ সন্ধ্যা ৭:৫২

অর্থনীতিবিদ বলেছেন: বাংলাদেশের সমাজ ব্যবস্থার অন্ধকার অংশের এক চিত্র এই ঐশি যা হঠাৎ করে তার বাবা-মাকে পৈশাচিকভাবে হত্যা করার মাধ্যমে সকলের সামনে চলে এসেছে। সমাজের অন্ধকার অংশ বলতে এখানে একটি মুসলিম দেশের জন্য বেমানান ডিজে, ডিসকো, ক্লাব, মদ জাতীয় নেশাকারক পানীয়, ইয়াবা, ধনীক শ্রেণীর বখে যাওয়া সন্তান, এক শ্রেনীর ছেলেমেয়েদের অবাধ যৌনাচার ইত্যাদিকে নির্দেশ করে।

আমাদের আগামী প্রজন্মকে একটি সুস্থ সমাজ কাঠামো দিতে হলে এগুলোকে রূখতে হবে। এজন্য শাস্তির কোন বিকল্প নেই। কারন উপযুক্ত শাস্তি পাবে এমন ভয় থাকলে অপরাধী নেশা করার পর ঢুলু ঢুলু চোখেও শাস্তির ভয়ে ভীত থাকবে। বা শাস্তি হলে তাদেরকে দেখে অন্যরা অপরাধ থেকে দূরে থাকতে চেষ্টা করবে। ঐশিকে এভাবে ছাড় দেওয়াটা উচিত হয়নি। তাকে চরম শাস্তি দেওয়াটাই উচিত কাজ হতো। একই সাথে এই ডিজে, ডিসকো, ক্লাব ও নেশাকারক দ্রব্যের বিরুদ্ধে সর্বাত্মক ব্যবস্থা নেওয়াটাও উচিতের পর্যায়ে পড়তো।

ঐশিকে চরম শাস্তি না দিয়ে ও ঐশির নষ্ট হওয়ার পিছনের কারণগুলোকে চিহ্নিত করে দমন করার ব্যবস্থা না নেওয়ায় আমাদের ভবিষ্যত প্রজন্মকে ও তাদের পিতা-মাতাকে এজন্য যে ভুগতে হবে এটা নিশ্চিত করেই বলা যায়।

২৫ শে আগস্ট, ২০১৩ রাত ৮:০৫

বিদ্রোহী ভৃগু বলেছেন: ধন্যবাদ।

জ্বি এই সত্যটুকুই বলা হচ্ছে।

অদ্ভুত নাটক যেন চলছে! মূল বিষয়কে আউট অব ফোকাস রেখে অর্বাচিন ইস্যুকে সামনে রেখে চলছে স্বেচ্ছাচার!!!

০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ১২:৪২

বিদ্রোহী ভৃগু বলেছেন: কেউ আওয়াজ তুলছে না বার, ডিসকো, ডিজে বন্ধ কর!!
কেউ আওয়াজ তুলছে না মাদক নির্মূলে সাড়াশি অভীযান চাই!
কেউ বলছেনা এই অফিসারের পরিণতি থেকে শিক্ষা নিতে যাতে আর কারো এমন ভাগ্য বরণ করতে না হয়?

কেউ বলছে না দৃষ্টান্ত মূলক শাস্তি চাই। !!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!

৫| ২৫ শে আগস্ট, ২০১৩ সন্ধ্যা ৭:৫৬

যুবাইরআজাদ বলেছেন: আসলে সমস্যা অন্যখানে, শিশুর সংগা পল্টানো হয়েছে, শিশু কে তা আগে বুঝতে হবে। যার তিনটা বাচ্চা জন্মদেবার বয়স হয়েছে তাকে শিশু বললে তো সমস্যা হবেই তাইনা? যার ১৫টা বয় ফ্রেন্ড থাকে তাদের সাথে সেক্স করে (পত্রিকায় পড়েছি, ভুল হলে আল্লাহ মাফ করুণ) তাকে শিশু বলা কি ঠিক?
কোন শিশু যদি না বুঝে যে ছুরি দিয়ে কোপ দিলে কি হবে তাহলে তাকে সংশোধনের সুযোগ দেয়াটাই মানবিক, কারণ সে না বুঝেই করেছে। অনেক সময় শিশুরা খেলা করতে করতে ও একজন অন্য জনকে খুন করে ফেলে, আর মরে যাবার পরে উঠানোর জন্য ডাকতে থাকে তাদের জন্য বানানো আইনকে এখানে প্রয়োগ করাটা মাথা মোটার কাজ বলেই মনে করি।
ধন্যবাদ।
ভাল থাকবেন।

২৬ শে আগস্ট, ২০১৩ সকাল ৯:৪৯

বিদ্রোহী ভৃগু বলেছেন: বাংলঅয় প্রচলিত প্রবাদ আছৈ কুড়িতে বুড়ি ..
সে না হয় বাদ থাকুক...

কিন্তু প্রশ্ন সেটাই যে ১৫টা বয়ফ্রেন্ড এবং শুধূ কথিত ফ্রেন্ড নয়- লিভ টুগেদার ফ্রান্ড হ্যান্ডল করে- সে নাকি শিশু!!!!

কালকে আবার দেখলাম তার আইনজীবিরা তাকে পাগল বানিয়ে বাচানোর চেষ্টায় লিপ্ত!!!!!

আজকের এই অপরাধ যদি বিনা বিচারে পার পেয়ে যায়- কালকে যে আরও ঐশীরা উৎসাহিত হবেনা তাদের মতের বিরুদ্ধে গেলেই পিতা-মাতাকে হত্যার তার নিশ্চয়তা কি কথিত সুশিল, মানবাধিকারবাদীরা দিতে পারবে????????

২৬ শে আগস্ট, ২০১৩ সকাল ১০:০০

বিদ্রোহী ভৃগু বলেছেন: কেউ আওয়াজ তুলছে না বার, ডিসকো, ডিজে বন্ধ কর!!
কেউ আওয়াজ তুলছে না মাদক নির্মূলে সাড়াশি অভীযান চাই!
কেউ বলছেনা এই অফিসারের পরিণতি থেকে শিক্ষা নিতে যাতে আর কারো এমন ভাগ্য বরণ করতে না হয়?

কেউ বলছে না দৃষ্টান্ত মূলক শাস্তি চাই। !!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!

৬| ২৬ শে আগস্ট, ২০১৩ সকাল ১০:০৪

সাইবার অভিযত্রী বলেছেন:


ঐশির দৃষ্টান্ত মূলক শাস্তি চাই- যাতে আর কোন বাবা-মাকে সন্তানের হাতে! নৃশংস ভাবে নিহত হতে না হয়!!!

২৬ শে আগস্ট, ২০১৩ সকাল ১০:৩৮

বিদ্রোহী ভৃগু বলেছেন: ধন্যবাদ।

একজন ঠান্ডা মাথার খুনি যদি আজ পার পেয়ে যায়-কালকে অনাগত খুনির সম্ভাবনা বেড়ে যায়!


৭| ২৬ শে আগস্ট, ২০১৩ সকাল ১০:১২

নতুন বলেছেন: সমাজের দোষ ঢাকতে ঐশীর দৃস্টান্তমুলক শাস্তি দাবি?

আমাদের সমাজ মাদক লালন করছে.....

আমাদের সমাজ ডিজে পাটি আয়োজন করছে.....

ঐশীর যেই বয়স তাতে মাদকের নেশায়.... বাবা মা কে খুন করার সিদ্ধান্ত নিয়েছে...

যেই পুলিশের কাজ মাদক নিয়ন্ত্রন.... তিনি যদি মাদকের ব্যবসায়ীদের কাছ থেকে টাকা খায় তবে এই রকমের ঘটনা ঘটবেই....

ঐশী সমাজের সৃস্টি.... এতে ঐশীর দোষ ৫% আর সমাজের ৯৫%

২৬ শে আগস্ট, ২০১৩ দুপুর ১২:২৮

বিদ্রোহী ভৃগু বলেছেন: আপনার মূল উত্তর নীচে ফয়সল রেজার কমেন্টে দেখুন।

তারপরও কথা থেকে যায়.. ডিজে পার্টিতে কারা যায়? তাদের আয়ের উৎস কি?
কিভাবে ২৭-৩৫ হাজার টাকার বেতনের এক সরকারী চাকুরে সপ্তাহে ১ লাখ টাকা শুধূ মেয়ের হাত খরচ দেয়?

সমাজেতো ১ লাখা টাকায় হাজারো পরিবারের মাসিক খরচ মেটে!

যেই পুলীশ নিয়ন্ত্রা হবার কথা তা না হয়ে ঘুষ খেয়ে মেয়েকে লাখ টাকা হাত খরচ দেবার পরিণতি অবশ্যই তার! ব্যক্তিগত- সমাজের নয় অবশ্যই!

সমাজে ঐশির বয়সী আরো কোটি তরুনী আছে!

সবাইকি বাবা-মার প্রতি সহিংস?

তাহলে এটা সমাজের দায় নয়। অবশ্যই ব্যখ্তির দায়! সর্বোচ্চ পরিবারের দায়!

ঐশি ঘুষ, দূর্নীতি, অন্যায়, কথিত আধুনিকতার, সুশীলতার, সৃষ্টি!

৮| ২৬ শে আগস্ট, ২০১৩ সকাল ১০:৫৯

সৈয়দ ফয়সল রেজা বলেছেন: সমাজের দোষ আছে মানলাম তাই বলে ঐশীর কি কোন দোষ নাই?? কই আমরাওতো এই সমাজে বাস করছি, কখনওতো মনে হয়নি বাবা মাকে খুন করার কথা।সমাজে ভালো খারাপ থাকবেই, এইটা আমাদের উপর নির্ভর করে আমরা কোনটা গ্রহন করব। ঐশী খারাপটা গ্রহন করেছে কাজেই তার দায় তাকেই নিতে হবে।ঐশীর কঠিন দৃস্টান্তমুলক শাস্তি হওয়া দরকার।

২৬ শে আগস্ট, ২০১৩ দুপুর ১২:৪৩

বিদ্রোহী ভৃগু বলেছেন: ধন্যবাদ।

সমাজকে সুষ্থ রাখতেই, এই ধরনের অপরাধ যাতে ভবিষ্যতে না বাড়ে সে জন্যই দৃষ্টান্তমূলক শাস্তি দরকার!

২৯ শে আগস্ট, ২০১৩ বিকাল ৪:৪৬

বিদ্রোহী ভৃগু বলেছেন: কিভাবে ২৭-৩৫ হাজার টাকার বেতনের এক সরকারী চাকুরে সপ্তাহে ১ লাখ টাকা শুধূ মেয়ের হাত খরচ দেয়?

সমাজেতো ১ লাখা টাকায় হাজারো পরিবারের মাসিক খরচ মেটে!

যেই পুলীশ নিয়ন্ত্রা হবার কথা তা না হয়ে ঘুষ খেয়ে মেয়েকে লাখ টাকা হাত খরচ দেবার পরিণতি অবশ্যই তার! ব্যক্তিগত- সমাজের নয় অবশ্যই!

সমাজে ঐশির বয়সী আরো কোটি তরুনী আছে!

সবাইকি বাবা-মার প্রতি সহিংস?

তাহলে এটা সমাজের দায় নয়। অবশ্যই ব্যখ্তির দায়! সর্বোচ্চ পরিবারের দায়!

ঐশি ঘুষ, দূর্নীতি, অন্যায়, কথিত আধুনিকতার, সুশীলতার, সৃষ্টি!

৯| ২৬ শে আগস্ট, ২০১৩ বিকাল ৩:৫৯

পরাজিত মধ্যবিত্তের একজন বলেছেন: যার বোঝার মতো মগজ নেই, তার নিয়ে এসব আলোচনা অর্থহীন। বিকৃত মস্তকের অধিকারীকে আপনি কি শাস্তি দিবেন। তাঁকে আগে ঠিক করতে হবে। সমাজটা ঠিক করতে হবে। সাজার মাধ্যমে অপরাধকে চিরন্তন করা হয়-------বারট্রান্ড রাসেল।

২৬ শে আগস্ট, ২০১৩ বিকাল ৫:৪২

বিদ্রোহী ভৃগু বলেছেন: আপনি কি করে বলছেন তার বোঝার মতো মগজ নেই!

তাকে বাঁচাতে তার উকিল যে কাগজ পত্র ম্যাডিক্যাল ডকুমেন্টস দিয়েছে- সবকিছূতেই সে সুস্থ!!!
যে জন্য তার এই কথিত উন্মাদ বানানোর আবেদন আদালত খারিজ করে দেয়!

আপনিও কি আদালত অবমাননায় নেমে গেলেন!!!! (আদালতের উল্টো বলে)

আবার শাস্তি না হলে্ যে অপরাধ প্রবণতা বেড়ে যায় এই সামান্য বোধটুকু নিশ্চয়ই আপনার আছে!!!! নাকি নাই বলবেন!!!

১০| ২৬ শে আগস্ট, ২০১৩ সন্ধ্যা ৭:০০

পরাজিত মধ্যবিত্তের একজন বলেছেন: আবারও আবালের মতো কথা বলেন কেন? ঐশিকে না দিলে সবাই বাপ-মা কে হত্যা করা শুরু করে দেবে? ঐশির মতো মনোবিকার কারও যেন না ঘটে সেটার জন্য শাস্তি নয়, প্রয়োজন সমাজ সংস্কার।

২৬ শে আগস্ট, ২০১৩ সন্ধ্যা ৭:১৮

বিদ্রোহী ভৃগু বলেছেন: অবস্থা দৃষ্টেতো মনে হচ্ছে আবলামী পুরাই ভর করছে আপনার মাঝে!!!

নইলে সহজ কথা সহজে না বুঝে তালগাছবাদী হয়ে যাচ্ছেন কেন???

আচ্ছা সুমির জন্য একবারও বিবৃতি দিয়েছেন? তার মুক্তির জন্য। তার উপর জেল জুলুম না হবার জন্য।

দেন নি! তাইনা।
এই ইস্যুতে ঘুরে আসুন্

ঐশী ইয়াবা খায়, সুমি খায় না। এটাই সুমির অপরাধ
Click This Link
লিপিস্টিকধারী সচেতন নারী মানবাধিকার ব্যবসায়ী হলে কুন কথাই নেই-

ঐশির মনোবিকার, তার বাবার দূর্নীতি, একজন সরকারে চাকুরে সপ্তাহান্তে কিভঅবে লাখ টাকা শুধূ মেয়েকে দিত!
আয়ের উৎস!
এইব ধরেই টান দেবার কথা, কিন্তু দেবেটা কে?

বরং এই শিশু শিশু খেলায় বরং সব কিছূকে ঢেকে দেয়া যাচ্ছে সহজে।
আপনাদের মতো অন্ধ সমর্থকেরও অভাব নেই-যারা খুনিকে বাঁচাতে মরিয়া!!!

সকল খুনিরই কোন না কোন মনোবিকার থাকে!
তা এরশাদ শিকদার হোক, বা ফারুক রশিদ হোক,।

আপনি কি তবে তাঁদেরও বাঁচাতে চান???

কোন ভাবেই কোন সুস্থ মানুষ খুন এবং খুনির পক্ষে সাফাই দিতে পারেনা।
যে বা যারা দেয় তাদের মনোবিকার যে মাত্রাতিরিক্ত তাতে সন্দেহ নেই।

০৩ রা সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৪:৩০

বিদ্রোহী ভৃগু বলেছেন: আচ্ছা বলেন তো, কিভাবে ২৭-৩৫ হাজার টাকার বেতনের এক সরকারী চাকুরে সপ্তাহে ১ লাখ টাকা শুধূ মেয়ের হাত খরচ দেয়?

এই সমাজেতো ১ লাখ টাকায় হাজারো পরিবারের মাসিক খরচ মেটে!

যেই পুলীশ নিয়ন্ত্রা হবার কথা তা না হয়ে ঘুষ খেয়ে মেয়েকে লাখ টাকা হাত খরচ দেবার পরিণতি অবশ্যই তার! ব্যক্তিগত- সমাজের নয় অবশ্যই!

সমাজে ঐশির বয়সী আরো কোটি তরুনী আছে!

সবাইকি বাবা-মার প্রতি সহিংস?

তাহলে এটা সমাজের দায় নয়। অবশ্যই ব্যক্তির দায়! সর্বোচ্চ পরিবারের দায়!

ঐশি ঘুষ, দূর্নীতি, অন্যায়, কথিত আধুনিকতার, সুশীলতার, সৃষ্টি!

১১| ০৩ রা সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৪:৫৬

নষ্ট ছেলে বলেছেন: ঐশীর মত জীবন-যাপনে যারা অভ্যস্থ, ঐশীর শাস্তি তাদের কাছে মানবাধিকার লঙ্ঘন তো হবেই।
এইসব ধনীর দুলালেরা সব সুযোগ সুবিধা ভোগ করে মা-বাবাকে খুন করলেও তাদের রক্ষার জন্য মানবাধিকারের প্রশ্ন উঠে। এদের জন্য সুশীল নামধারী কিছু নেড়ী কুত্তা সমাজের দোষ, এই দোষ, ঐ দোষ নিয়ে ঘেউ ঘেউ করতে থাকে। ঐশীদের পাঠানো হয় সংশোধনী কেন্দ্রে। অথচ কোন দোষ না করেও সুমি থাকে কারাগারে।

০৩ রা সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৫:১৯

বিদ্রোহী ভৃগু বলেছেন: ধন্যবদ।


সুশীল নামধারী কিছু নেড়ী কুত্তা সমাজের দোষ, এই দোষ, ঐ দোষ নিয়ে ঘেউ ঘেউ করতে থাকে। ঐশীদের পাঠানো হয় সংশোধনী কেন্দ্রে। !!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!

বর্তমানে অবশ্য কারাগারেই পাঠানো হয়েছে।

দেখা যাক বিচার কি হয়????

১২| ০৯ ই সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৫:৪১

পরাজিত মধ্যবিত্তের একজন বলেছেন: না বুঝলে চুপ করে থাকেন। শাস্তি নয় সব অপরাধীকেই আমি সংশোধনের দাবি জানাই। খামাখা আচুদা কথা বলে লাভ আছে?

০৯ ই সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৫:৫৯

বিদ্রোহী ভৃগু বলেছেন: আপ্নের ভাল না লাগলে আপনে অফ যান। কি যে বুঝেন তা সকলেরই বোঝা হয়ে গেছে।

হাম্বা মানসিকতা আর আচুদা কথা কইলেই বড় ভাব লওয়া যায় না। বুঝে গেছে?

শাস্তি নয় সংশোধণী- আপনের পুরানা পোষ্টে নিজেই মন্থন করে দেখুনতো ধর্ষনের বিরুদ্ধে কত শ্লীল অশ্লীল কঠোর শাস্তির কথা সমর্থন করেছিলেন?

আর এখানে পিতা-মাতার হত্যার বিষয় জড়িত!

খুন নিশ্চয়ই ধর্ষনের চেয়ে ছোট অপরাধ নয়!!!!
--
আবারও বলি- ভাল না লাগলে অফ যান!
হাম্বা মানসিকতা আর আচুদা কথা কইলেই বড় হামবড়া ভাব লওয়া যায় না। বুঝা গেছে?

১৩| ১০ ই সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ১২:৪২

পরাজিত মধ্যবিত্তের একজন বলেছেন: কবে কোথায় সমর্থন করেছিলাম বলবেন কি??

১১ ই সেপ্টেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:১৮

বিদ্রোহী ভৃগু বলেছেন: তারমানে ধর্ষকের শাস্তিকে আপনি সমর্থন করেন না করেন নি!!!

ভাই.. কবে কোথায় এইগুলা আবালীয় কথা। আমিকি জানতাম আপনের সাথে আমার এই বিষয়ে কথা হবে- আর তাই দিনের পর দিন আপনার সব কমেন্টের শট নিয়ে রাখবো!!!

এটা ণ্যাচারাল। সকলেই ধর্ষনের বিরুদ্ধে এবং ধর্ষকের কঠোর শাস্তি চায়। আমিও চাই। এখন আপনি যদি বলেন আপনি ধর্ষকেরও শাস্তি চান না, বা ধর্ষনের পক্ষে.... তবেতো সেটা আরও ভিন্ন বিষয়।

আপনার দ্বারাই খুনীর পক্ষে ওকালতি সম্ভব।
ক্যারি অন।

১৪| ১২ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১২:৪১

পরাজিত মধ্যবিত্তের একজন বলেছেন: না বুঝলে চুপ থাকবেন। আপনি বুঝে গেলেন আমি ওকলাতি করবো খুনের পক্ষে? আপনি তো আমার কথাই বোঝেন না। আমি বলেছি, শাস্তি নয়, আমি সংশোধনে বিশ্বাসী। আর আপনি এই কথাটা বুঝতে পারেননি এখনো। আপনার মতো আবাল আমাকে চেনার যোগ্যতা রাখে না।

১৫ ই সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ১২:১২

বিদ্রোহী ভৃগু বলেছেন: না বুঝলে চুপ থাকবেন আপনিও। আমি কিছুই বুঝে যাইনি।
আপনি বারবার দৃষ্টান্তমূলক শাস্তির বিপক্ষে দাড়াচ্ছেন- তো এটাকি পরোক্ষে খুনির পক্ষে ওকালতি হল না!!!!!!

বারবারই আপনি একটা খুনিকে সংশোধনের কথা বরছেন। আর আমরা বলছি দৃষ্টান্তমূলক শাস্তির কথা। কারণ সংশোধন হয় ছোট খাট অপরাধে। খুনের মতো সর্বোচ্চ নৃশংস অপরাধের সংশোধনের দাবী অগ্রহনযোগ্য।

আপনার মতো আবালরে আমার চেনারও দরকার নাই।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.