নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি সেই দিন হব শান্ত....

বিদ্রোহী ভৃগু

সকল অনাচার আর অনিয়ম জাগায় দ্রোহ.....

বিদ্রোহী ভৃগু › বিস্তারিত পোস্টঃ

জঙ্গীবাদ-আওয়ামীলীগ-বাংলাদেশ!!!!! প্রোপাগান্ডা আর মিডিয়ার এই গোলক ধাধা সময়ে সঠিক সিদ্ধান্ত নেয়া বড়ই দুরুহ বটে!!!!!

২৬ শে আগস্ট, ২০১৩ দুপুর ১:৫৮

জঙ্গীবাদ!

বিশ্বজুড়ে এক আতংক!

রাজৈনৈতিক মারনাস্ত্র! বিশ্ব নিয়ন্ত্রনে এক জুজু! এক সাম্রাজ্যবাদী নতুন অস্ত্র!



যে কোন হিংসা দ্বেষ ক্ষতিকর। জঙ্গীবাদ -যার সর্বোচ্চ রুপ তাকে প্রাতিষ্ঠানিক রুপ দিয়ে শক্তি, ক্ষমতা, অস্ত্র কৌশল দিয়ে প্রতিপক্ষের উপর বিজয়ী হওয়া।

সেই হিসেবে বিশ্বের একনম্বর জঙ্গীবাদী রাষ্ট্র আমেরিকা বটে! সারা বিশ্বে সাম্রাজ্যবাদী বিস্তার আর বিকাশে তার সমকক্ষ কেউ নেই! সহযোগী আছে বটে!সসে আন্র্তজাতিক ইস্যু।



সে থাকুক। কিন্তু আমাদের দেশেও এটা এখন বার্নিং কুশ্চেন!



জঙ্গিবাদ নিয়ে আওয়ামীলীগ সর্বদাই গলা উচু করে! সোচ্চার বক্তৃতা বিবৃতিতে। তা চাই দেশের পক্ষে যাক বা বিপক্ষে!!! নাকি ইচ্ছাকৃত সে- জনতা রায় দেবে!

যার শুরু ১৭ই আগষ্ট ২০০৫ এ।

২০০৫ সালে জঙ্গিদের মদদদাতা তৎকালীন চারদলীয় জোট সরকারের সময় এ দিনে দেশের ৬৩ জেলায় (মুন্সীগঞ্জ বাদে) সিরিজ বোমা হামলা চালায় জামায়াতুল মুজাহিদীন বাংলাদেশ (জেএমবি)র জঙ্গিরা।



রাজধানীসহ সারাদেশে প্রায় সকাল ১১টায় একযোগে হামলা চালানো হয়। দেশের ৩শ’টি স্থানে মাত্র আধ ঘণ্টার ব্যবধানে একযোগে ৫শ’ বোমা বিস্ফোরণ ঘটানো হয়। এতে দু’জন নিহত ও দু’শতাধিক লোক আহত হয়।



সিরিজ বোমা হামলার স্থান হিসাবে জঙ্গিরা হাইকোর্ট, সুপ্রিমকোর্ট, জেলা আদালত, বিমানবন্দর, জেলা প্রসাশক, জেলা পুলিশ সুপারের কার্যালয়, প্রেসক্লাব এবং বিভিন্ন সরকারি-আধা-সরকারি গুরুত্বপূর্ণ স্থাপনা বেছে নেয়। হামলার স্থানসমূহে জেএমবির লিফলেট পাওয়া যায়।

সিরিজ বোমা হামলার ঘটনায় সারাদেশের বিভিন্ন থানায় শতাধিক মামলা দায়ের করে পুলিশ।

এসব মামলায় শায়খ আব্দুর রহমান, বাংলাভাই, আতাউর রহমান সানি, জাভেদ ইকবাল, আবু জহর, জাহেদুল ইসলাম সুমন, শাহাদাত হোসেন ও লাল্টুকে আসামি করা হয়।





মানুষ স্তম্ভিত হয়। ভীত হয়। এ নিয়ে চলতে থাকে রাজনীতি। কথার চালাচালি। র্যাবের বীর অফিসার গুলজার যখন সফল ভাবে মূলকে গ্রেফতার করে- জাতি আরও স্থিম্ভিত হয়ে জানে- শায়খ আব্দুর রহমান, কঠিন কট্টর আওয়ামী ঘরানার লোক। আওয়ামী নীতিনির্ধারক মহলের বড় নেতার দুলাভাই!

>>>>

আবার যখন আম্রিকার প্রেসিডেন্ট বাংলাদেশ সফরে আসলেন- আওয়ামীলীগ তখন সরকারে।

যে কোন সরকার তার উপর আরোপিত অভিযোগ খন্ডন এবং মোচনের জন্য অন্দতপ্রান থাকে। কারন বিষয়টির সাথে শুধু সরকারের ভাবমূর্তি নয়- দেশ এবং জনগণের ভঅগ্যও জড়িত।

কিন্তু বিস্ময়কর ভাবে দেখা গেল সরকারী উদ্যোগে এই দেশ ভয়াবহ জঙ্গীর আস্তানা জাতীয় আত্মঘাতি তথ্য ক্লিনটনের কাছে দেয়া হলো! তাঁর সফরকে সরকারী উদ্যোগে বাতিল করা হলো!!!

ক্লিনটনের হাতে বাংলাদেশে কথিত ‘ইসলামী জঙ্গিবাদের বিস্তার' নিয়ে বুকলেট তুলে দিয়েছিল আওয়ামী লীগ



এদিকে বাজারে একথাও চালু আছে বিডিআরে জনাব গুলজারকে ট্রান্সফার এবং হত্যার পিছনে দুলাভাইকে গ্রেফতার এবং ফাসির প্রতিশোধের প্রবৃত্তিও নাকি ক্রিয়াশীল ছিল..সে গবেষনা এবং প্রমাণের বিষয়।



কিন্তু এদিকে নিত্য বলা হচ্ছে...বিএনপি-জামায়াতের আমল মানেই জঙ্গিবাদ খুন সন্ত্রাস হামলা ও দুর্নীতি!!



আর মানুষ কি দেখছে?



বগুড়ায় জঙ্গি সম্পৃক্ততার অভিযোগে আ.লীগ নেতা আটক



বগুড়ায় জঙ্গিদের বাড়ি ভাড়া দেওয়া ও তাদের সঙ্গে সম্পৃক্ততার অভিযোগে বগুড়া শহরের ১২ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক দুলাল হোসেনকে আটক করেছে পুলিশ।





শাস্ত্রে বলে চোরের মার বড় গলা। আওয়ামীলীগকি তবে তেমনই নিজেদের জঙ্গীবিরোধী সাজাতে চাইছে নাকি আত্মঘাতি হয়ে দেশকে ইরাক, সিরিয়া বা মিশরের পরিণতির দিকে ধাবিত করতে চাইছে?

যেখানে বিশ্ব মোড়লরা এই ইস্যতে একপায়ে খাড়া- সেখানে আমাদের মান্যবর জয়- প্রন্ধ লিখে একটা জাতি এবং তার গর্ব, তার রক্ষা কবচ সেনাবাহিনীর বিরুদ্ধে প্রবন্ধ লিখলেন তা নাকি ক্রমেই জঙ্গীতে ভরে যাচ্ছে!!!!



কোথায় যাবে বাঙালী?



সত্য আর মিথ্যার পৃথকীকরণই, প্রমাণই তাদের বাঁচার একমাত্র পথ।

নইলে প্রোপাগান্ডা আর মিডিয়ার এই গোলক ধাধা সময়ে সঠিক সিদ্ধান্ত নেয়া বড়ই দুরুহ বটে!!!!!











মন্তব্য ১৪ টি রেটিং +০/-০

মন্তব্য (১৪) মন্তব্য লিখুন

১| ২৬ শে আগস্ট, ২০১৩ দুপুর ২:২৯

মাজহারুল হুসাইন বলেছেন: পহেলা বৈশাখে হামলাও বলে বিএনপির আমলে হইছে =p~

হে তে দের নাটক টো ক্ষমতার চেতনা, মুক্তিযুদ্ধ সব তো আসলে ব্যবসার পন্য, জনগণের জন্য চেতনানাশক ।

২৬ শে আগস্ট, ২০১৩ বিকাল ৪:৫২

বিদ্রোহী ভৃগু বলেছেন: হে তে দের নাটক টো ক্ষমতার চেতনা, মুক্তিযুদ্ধ সব তো আসলে ব্যবসার পন্য, জনগণের জন্য চেতনানাশক ।

মানুষ এখন বেশ বুঝে গেছে!!!!

আর মনে হয় কাজ করবেনা এই ইস্যু!!!

ধন্যবাদ।

২| ২৬ শে আগস্ট, ২০১৩ দুপুর ২:৩৮

পরিবেশ বন্ধু বলেছেন: সত্য কথা , লাদেন কে এরাই জঙ্গি বানিয়ে আবার এরাই নির্মম খেলা
খেলে সন্ত্রাসবাদ আখ্যা দিয়ে মুসলিম শক্তিকে কব্জা এবং অন্যায়ভাবে
ভুমি দখল করার সাম্ন্রাজ্যবাদি নীতি তে অটল ।। এরাই দুদল সৃষ্টি
করে কোন্দল ঘটায় ।। আবার উভয় দলে অস্ত্র বিক্রি করে ইরাক , আফগান , সিরিয়া মিশর এর ভয়াবহ গৃহযুদ্ধ বাধায় ।। এবং শেষ পরিনতি মুসলিম দের ধ্বংসাবশেষ ও তাদের নিকট দেশ কব্জা ।।
এটাই মুসলিম রাস্ট গুলু বুঝেনা ।।
পোষ্টে ধন্যাবাদ বিদ্রোহী ভিগু ।। প্রিয় ব্লগার ।।

২৬ শে আগস্ট, ২০১৩ বিকাল ৪:৫৫

বিদ্রোহী ভৃগু বলেছেন: ধন্যবাদ আপনাকেও।

আমাদের বিশ্ব মুসলিম নেতারা এবং দেশের নেতারা যদি দয়া করে এই আত্মঘাতি গেমপ্লের ভয়াবহতাটা বুঝেন তবেই আমরা আমজনতার শান্তি স্বস্তি!

স্বাকীয়তা ভাস্বর হয়ে জেগে উঠ বাংলার চে, ম্যাভেজ বা মাহাথির। পুরা জাতি অপেক্ষায়।

৩| ২৬ শে আগস্ট, ২০১৩ দুপুর ২:৩৮

ঢাকাবাসী বলেছেন: আম্লীর মত ভয়ংকর সাম্প্রদায়িক অর্থলোভী রাজনৈতিক দল দুনিয়াতে নেই্।আমাদের দুর্ভাগ্য যে সরকারের শিক্ষানীতির মাধ্যমে আমাদের ৮০% মানুষকে অশিক্ষিত করে রাখা হয়েছে! ফলে এরা যাখুশী তাই করছে করবে!

২৬ শে আগস্ট, ২০১৩ সন্ধ্যা ৬:০৩

বিদ্রোহী ভৃগু বলেছেন: আমাদের দুর্ভাগ্য ! সত্যিই বলেছেন।

ধন্যবাদ।

৪| ২৬ শে আগস্ট, ২০১৩ বিকাল ৫:২৩

বাবু>বাবুয়া>বাবুই বলেছেন: বাংলা হবে আফগান, হাসিনা হবে হামিদ কারজা্য়ী।
বুশ যেমন তালেবান তালেবান খেলে,
হাসিনা তেমনি জঙ্গি জঙ্গি খেলছে।

২৬ শে আগস্ট, ২০১৩ সন্ধ্যা ৬:৩১

বিদ্রোহী ভৃগু বলেছেন: এই জঙ্গি জঙ্গি খেলা বুমেরাং হলে পরে!!!!!

এই দেশ এই আমজনতা খুব সহজ সরল। আল্লাহ নিশ্চয়ই তাদের হেফাজত করবেন।

দেশ বাঁচাও, মানুষ বাঁচাও বিষয়টা খুব দূরদর্শী ছিল। কিন্তু সবে বুঝতে দেরী করল এই যা।

৫| ২৭ শে আগস্ট, ২০১৩ দুপুর ১২:০৩

তানজিব বলেছেন: +

নির্বাচনের সময় যেভাবে আগায় আসতেছে, সাথে সাথে দেশে জঙ্গি ধারার পরিমান ও বাড়তেছে। মাঝখানে এতদিন কিন্তু কিছু হয় নাই।

এই সব কিছুতেই চিন্তাশীল ব্যাক্তিদের জন্য চিন্তার অনেক কিছু আছে

২৭ শে আগস্ট, ২০১৩ বিকাল ৫:৪৮

বিদ্রোহী ভৃগু বলেছেন: এই সব কিছুতেই চিন্তাশীল ব্যাক্তিদের জন্য চিন্তার অনেক কিছু আছে ++++

ধন্যবাদ।

৬| ২৮ শে আগস্ট, ২০১৩ দুপুর ১:৩৪

উড়োজাহাজ বলেছেন: আমরা এত কিছু জানি, নেতা-নেত্রীদের হাড়গোর পর্যন্ত চিনি। বলতে পারেন তার পরেও কেন তাদের ভোট দেই! এটা একটা প্যারাডক্স নয়?

২৮ শে আগস্ট, ২০১৩ দুপুর ১:৩৭

বিদ্রোহী ভৃগু বলেছেন: নিরুপায় প‌্যারাডক্স!

বিকল্প কেউ তৈরী হচ্ছে না, হতে পারছে না!!!!

যখন বিকল্প না থাকে-আপনি কি করবেন? হয় ১ নয় ২!!!!! ৩ যখনএলোওবা-তারা সেই একই পথে হাটল!!!!!!

দেশতো আর এমনি এমনি চলতে পারেনা। কাউকে না কাউকে লাগবেই।

আমাদের নতুন ধারার শীঘ্রই জ্নম হোক।

৭| ২৮ শে আগস্ট, ২০১৩ দুপুর ১:৫২

উড়োজাহাজ বলেছেন: সে সময়ের ইতি ঘটলো বলে।

২৯ শে আগস্ট, ২০১৩ বিকাল ৪:৪৩

বিদ্রোহী ভৃগু বলেছেন: সকল মন্দ সময় শেষ হোক। মঙ্গল ময় সময়ের হোক শুভ যাত্রা অন্তহীন..

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.