|  |  | 
| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস | 
গত চার বছরে নয়া দিল্লির দেয়া প্রতিশ্রুতি বাস্তবায়ন না হওয়ায় ভারতের ডেপুটি হাইকমিশনারের সামনেই ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের। 
বন্ধুত্ব একপাক্ষিক হয় না: ভারতকে ওবায়দুল কাদের  
“ভারতকে মনে রাখতে হবে, আমাদেরকেও আমাদের জনগণের কাছে জবাবদিহি করতে হয়। বন্ধুত্ব ওয়ান সাইডেড (একপাক্ষিক) হয় না।”
বুধবার রাজধানীর পলাশী মোড়ে জন্মাষ্টমীর শোভাযাত্রার উদ্বোধন অনুষ্ঠানে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য কাদেরর এই বক্তব্যের সময় উপস্থিত ছিলেন ডেপুটি হাইকমিশনার সন্দ্বীপ চক্রবর্তী।
তিস্তা চুক্তি এবং স্থল সীমান্ত চুক্তি কার্যকর না হওয়ায় ওবায়দুল কাদের এই ক্ষোভ প্রকাশ করেন।
তিনি বলেন, “শেখ হাসিনার নেতৃত্বে বর্তমান সরকার ভারতের প্রতি বন্ধুত্বের উদার হস্ত প্রসারিত করেছেন। তাদের কাছ থেকেও আমরা সৎ প্রতিবেশীমূলক আচরণ আশা করব।”
তিস্তা ও স্থল সীমান্ত চুক্তির ক্ষেত্রে বাংলাভাষী পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আচরণে হতাশা প্রকাশ করেন ওবায়দুল কাদের।  
“হিন্দীভাষী অঞ্চল থেকে এই বাধা এলে একটা কথা ছিল। আমরা এভাবে ব্যথা পেতাম না। কিন্তু আমাদের নায্য হিস্যা আদায়ের এই বাধা এসেছে বাংলাভাষী অঞ্চল থেকে।”
“এপার বাংলা-ওপার বাংলা বলে যখন আমরা শান্তি পাই, সাবেক পূর্ব বাংলা আর পশ্চিম বাংলা বলে যখন আমরা অনুপ্রেরণা লাভ করি। তখন পশ্চিম বাংলার এই আচরণ প্রত্যাশিত নয়।”
মমতা বন্দ্যোপাধ্যায়ের্ উদ্দেশে আওয়ামী লীগ নেতা বলেন, “আপনি মা মাটি ও মানুষের নেত্রী বলে দাবি করেন। তাই আশা করব, অগণিত বাঙালির চাওয়া বুঝিয়ে দেয়ার ব্যাপারে কেন্দ্রীয় সরকারকে আন্তরিকভাবে সহযোগিতা করবেন।” ....................
>.>
ধন্যবাদ মান্যবর মন্ত্রী। আপনি বাংলাদেশের মানুষের মনের কথাটি মূখ ফুটে বলেছেন। কিন্তু আমরাতো ঘড় পোড়া গরু-সিদূরে মেঘ দেখে ভয় পাই!
আপনার দলেই না আপনার শত্রু তৈরী হয়ে যায়! 
কিন্তু এটা সত্য সত্য বলে সকলের হৃদয়ে যে আসন পাওয়া যায়- হাজার বছর শাসকের চেয়ার বসে তা মেলে না। আপনার সত্য বলায় সাধুবাদ।
ভাল থাকুন। ভাল থাকুক বাংলাদেশ।
 ১৪ টি
    	১৪ টি    	 +০/-০
    	+০/-০  ২৮ শে আগস্ট, ২০১৩  রাত ১০:৫৯
২৮ শে আগস্ট, ২০১৩  রাত ১০:৫৯
বিদ্রোহী ভৃগু বলেছেন: ধন্যবাদ।
দারুন রিপোর্টিং!
কিন্তু তারাতো ক্ষমতার রঙিন চশমায় সব রঙিন দেখছে! 
২|  ২৮ শে আগস্ট, ২০১৩  রাত ৯:১৫
২৮ শে আগস্ট, ২০১৩  রাত ৯:১৫
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: ভাল থাকুক বাংলাদেশ।
  ২৮ শে আগস্ট, ২০১৩  রাত ১১:০০
২৮ শে আগস্ট, ২০১৩  রাত ১১:০০
বিদ্রোহী ভৃগু বলেছেন: সেটাই।
সবশেষে ভাল থাকুক বাংলাদেশ।
৩|  ২৮ শে আগস্ট, ২০১৩  রাত ১০:১১
২৮ শে আগস্ট, ২০১৩  রাত ১০:১১
ভালোরনি বলেছেন: কুপা সামছু
  ২৯ শে আগস্ট, ২০১৩  সকাল ১১:০৭
২৯ শে আগস্ট, ২০১৩  সকাল ১১:০৭
বিদ্রোহী ভৃগু বলেছেন: কুপা...কুপা
সবশেষে ভাল থাকুক বাংলাদেশ। 
৪|  ২৮ শে আগস্ট, ২০১৩  রাত ১১:০৫
২৮ শে আগস্ট, ২০১৩  রাত ১১:০৫
ম্যানিলা নিশি বলেছেন:  
বন্ধুত্ব একপাক্ষিক হয় না- আওয়ামী নেতার মুখে আজ এই কথা শুনে বেশ খুশী হয়েছেন মনে হচ্ছে! অবাক হইলাম।
এরকম আরও অনেক মিষ্টি মিষ্টি কথা শুনবেন,কারণ নির্বাচন এসে গিয়েছে কিন্তু বুবু জানের পায়ের তলায় এখন আর মাটি নাই। যদি থাকত তবে সেই উপদেষ্টার মুখে আজ খই ফুটত,যিনি একসময় বলেছিলেন....
"সভ্য জাতি হিসেবে ট্রানজিটের জন্য আমরা ফি চাইতে পারিনা" 
  ২৯ শে আগস্ট, ২০১৩  সকাল ১১:১০
২৯ শে আগস্ট, ২০১৩  সকাল ১১:১০
বিদ্রোহী ভৃগু বলেছেন: খুশী !!!!!
At least they realize the truth, though that only for election- but realization is need.
 বুবু জানের পায়ের তলায় এখন আর মাটি নাই। যদি থাকত তবে সেই উপদেষ্টার মুখে আজ খই ফুটত....
+++
৫|  ২৯ শে আগস্ট, ২০১৩  দুপুর ১২:০৫
২৯ শে আগস্ট, ২০১৩  দুপুর ১২:০৫
জাহাজ ব্যাপারী বলেছেন: স্বার্থপর ও হীনচেতা ইন্ডিয়া বন্ধুত্ব ও মৈত্রীর নতুন সংজ্ঞা শিখিয়েছে বাংলাদেশকে। এদেশীয় দালালেরা জাতীয় স্বার্থ বিকিয়ে দিয়ে ওদের পদলেহন করতে পেরে যারপরনাই আত্মতৃপ্ত।
দেখুন ওদের বন্ধুত্বের নমুনা - Click This Link
  ২৯ শে আগস্ট, ২০১৩  বিকাল ৪:৪১
২৯ শে আগস্ট, ২০১৩  বিকাল ৪:৪১
বিদ্রোহী ভৃগু বলেছেন: এতো জানা কথা!
হ্য , পদচিহ্ন রাখা আছে! 
ভূতের মূখে রামনামের মতো তবুও যে সাহস করে বলেছে, তাই সাধূবাদ!
কারণ তারাতো স্বীখারই করতে চায়না, আজ এই উক্তির মাধ্যমে তাদের অতীথ চাপাবাজির অসারতা প্রমাণ হল।
ভারত যার বন্ধু তার শত্রুর দরকার নেই।।
৬|  ২৯ শে আগস্ট, ২০১৩  রাত ১০:০৪
২৯ শে আগস্ট, ২০১৩  রাত ১০:০৪
প্রিন্স অফ পার্সিয়া বলেছেন: চুক্তি / ঐক্যমত তখনই প্রতিষ্ঠা হয় যখন দ্বিপাক্ষিক লাভ লোকসানের ব্যাপারটি উইন উইন সিচুয়েশনে থাকে। ভারত বরাবরই তা এড়িয়ে চলেছে! তবে আওয়ামীলীগ বলেন বা বিএনপি, দেশের স্বার্থে সব কাজ কোন দলই করে নি করছে না।
  ৩১ শে আগস্ট, ২০১৩  বিকাল ৪:৫০
৩১ শে আগস্ট, ২০১৩  বিকাল ৪:৫০
বিদ্রোহী ভৃগু বলেছেন: এক অদ্ভুত অবস্থা!
তারা কি দেশপ্রেমিক নন?
নাকি তারা বোঝেন না কোনটা দেশের জণ্য ভাল?
নাকি শুধূ ব্যখ্তিগত কমিশনেরই জাতীয় বিপর্যয়কে চোখ বুজৈ তারা বারবার টেনে আনছেন????
তবে এবারের হাম্বাদের আনুগত্য আর দান কি পরিমাণ হয়েছে- তা বুঝতে এই ডায়ালগটাই যথেষ্ট! কারণ শেষ পর্য়ন্ত সইতে না পেরে তাদের মূখ থেকেই বেরুল 
ধন্যবাদ।
৭|  ০৩ রা সেপ্টেম্বর, ২০১৩  বিকাল ৫:৩২
০৩ রা সেপ্টেম্বর, ২০১৩  বিকাল ৫:৩২
দুঃস্বপ্০০৭ বলেছেন: বন্ধুত্ব একপাক্ষিক হয় না তাইতোঃ 
১) সুন্দরবন ভারতের স্বার্থে ধ্বংষ  করা হল 
২)টিপাইমুখ বাঁধ দিয়ে বাংলাদেশকে মরুভূমি বানাতে রাজি হলেন উনারা। 
৩) তিতাস নদীকে দুভাগ করে বন্ধুর জন্য রাস্তা বানানো হল । 
৪) বন্ধুর কাছে ট্রানজিট ফি চেয়ে অসভ্যতামি করতে বিবেকে লাগে উনাদের। 
৫) বন্ধু কতৃক সীমান্তে মানুষ হত্যা নিয়ে উনারা মোটেও চিন্তিত নন । 
ওবাইদুল সাব বলে ছিলেন পদ্মা সেতুর উপর দাঁড়িয়ে আমরা জ্যোৎস্না দেখব  
  
আর কত বিনুদন দিবেন    
   
 
  ০৩ রা সেপ্টেম্বর, ২০১৩  বিকাল ৫:৫২
০৩ রা সেপ্টেম্বর, ২০১৩  বিকাল ৫:৫২
বিদ্রোহী ভৃগু বলেছেন: সাফ্যের বিলবোর্ড বিনোদনে পুরা জাতি কাইত 
©somewhere in net ltd.
১| ২৮ শে আগস্ট, ২০১৩  রাত ৯:১২
২৮ শে আগস্ট, ২০১৩  রাত ৯:১২
কাজী হান্নান বলেছেন: কথা বলা আর ভোটে জেতা এক কথা নয়। অবস্থা টা কি দেখুনঃ- এখানে