|  |  | 
| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস | 
এই থামেন থামেন !
উত্তেজনা হার্টের জন্য ক্ষতিকর। উত্তেজিত হবার আগে নিউজটাতো ভাল করে পড়েন.......
জাতীয় সংসদে প্রতিনিধিত্ব আছে এমন অন্য সব দলকে সঙ্গে নিয়ে নিজেদের সরকারের অধীনে নির্বাচনের ছক করেছে আওয়ামী লীগ। ছক অনুযায়ী বিএনপি নেতৃত্বাধীন ১৮-দলীয় জোটের প্রধান শরিক জামায়াতে ইসলামীকে একতরফা নির্বাচনে জোটের বাইরে পৃথকভাবে অংশগ্রহণ করানোর আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছে সরকার। এ প্রক্রিয়া অনেক দূর এগিয়েছে অত্যন্ত গোপনীয়তার সঙ্গে। চূড়ান্ত সমঝোতা হয়ে গেলে যে কোনো মুহূর্তে জামায়াতে ইসলামীর দীর্ঘ দুই বছর ধরে বন্ধ থাকা কেন্দ্রীয় কার্যালয়ের দরজা খুলে যাবে। শুরু হবে দেশব্যাপী জামায়াত-শিবিরের স্বাভাবিক রাজনৈতিক কর্মতৎপরতা। নির্বাচনেও অংশ নেবে তারা। তবে তা ১৮-দলীয় জোটের অধীনে নয়। ক্ষমতাসীন আওয়ামী লীগের ছক অনুযায়ী আলাদাভাবে। বিনিময়ে সারা দেশে সরকারের জুলুম-নির্যাতন ও হামলা-মামলার খড়গ থেকে রেহাই পাবেন জামায়াত-শিবিরের নেতা-কর্মীরা। এমনকি যুদ্ধাপরাধের দায়ে কারান্তরীণ নেতাদের বিচার প্রক্রিয়ার উপরও ইতিবাচক একটা প্রভাব পড়তে পারে এই সমঝোতার পর। 
জয় বাংলা!!!!!!!!!!!!!!!!!!!!!!
কই গেল সব চেতনার হুক্কা হুয়ার দল!!!!!! 
আজ স্বাধীনতার চেতনার এইরুপও দেখতে হয়!!! এইসব খবরও জাতিকে সইতে হয়!!!!!
তবে কি সবই গড়ল!!
সবই সেই ক্ষমতার নেশা!!!
কেন জাতির সাথে ৪২ বছর ধরে প্রতারণা!!!!
কে জানে ভবিষ্যতে কোন জামাতি যদি বঙ্গবন।দুর কন্যার হাত থেকে স্বাধীনতা পদকও নেয়- হয়তো অবাক হবার কিছু থাকবে না!!
- See more at: Click This Link 
 ৮ টি
    	৮ টি    	 +১/-০
    	+১/-০  ১২ ই সেপ্টেম্বর, ২০১৩  সন্ধ্যা  ৭:০৮
১২ ই সেপ্টেম্বর, ২০১৩  সন্ধ্যা  ৭:০৮
বিদ্রোহী ভৃগু বলেছেন: তাই!!!
কিন্তু কিছু কিছু ষড়যন্ত্র যে বুমেরাং হয়- তাও তো মনে রাখতে হবে নাকি????
বউরে শীক্ষা দিতে যদি দেহপসারিনীর সাথে ভাব জমান- পলাফল তি হবে বুঝেন!!!!!
পুরা জাতির সাথে এই জামাত জুজু দেখাইয়া - আজ কি এমন ঠেকা পড়লো- জামাতরে কোলে নিয়া বিএনপি ঠেকাইতে হইব!!!
রাজণীতিতে এতই ঠুনকো অবস্থা তাদের; বলতে চান???
সত্যতা টা কি জাতিরে জানায়া আম।বস্থ করেন, জনাব।
২|  ১২ ই সেপ্টেম্বর, ২০১৩  সন্ধ্যা  ৭:৪১
১২ ই সেপ্টেম্বর, ২০১৩  সন্ধ্যা  ৭:৪১
গারো হিল বলেছেন: হারুইন্না ভাই বলে বাহ বাহ  
  ১২ ই সেপ্টেম্বর, ২০১৩  রাত ৮:৩৪
১২ ই সেপ্টেম্বর, ২০১৩  রাত ৮:৩৪
বিদ্রোহী ভৃগু বলেছেন: কি চমেৎকার দেখা গেল!!!!!!!!!!!!!!!!!!
৩|  ১২ ই সেপ্টেম্বর, ২০১৩  রাত ৯:২৫
১২ ই সেপ্টেম্বর, ২০১৩  রাত ৯:২৫
চিকন আলি বলেছেন: ভাই, মনে হয় আপনি আমার কথাটা বুঝেন নাই.......।
  ১২ ই সেপ্টেম্বর, ২০১৩  রাত ৯:৩৫
১২ ই সেপ্টেম্বর, ২০১৩  রাত ৯:৩৫
বিদ্রোহী ভৃগু বলেছেন: তারার ভাষায় আপনি কইছুন!???
ব্যাপার না।
গোয়বলসের শিস্যগোতো আর কু-যুক্তির অভাব নাই।
কিন্তু দেখেন না , জায়গা মত সব গায়েব হয়ে যায় কেমন???
৪|  ১২ ই সেপ্টেম্বর, ২০১৩  রাত ৯:৩৯
১২ ই সেপ্টেম্বর, ২০১৩  রাত ৯:৩৯
চিকন আলি বলেছেন: নারে ভাই, তারার ভাষা আমি জানিনা .. কমু কেমনে..? তয় আপনে মনে হয় তারার ভাষায় আমারা কথাটা পড়ছুইন..।
৫|  ১২ ই সেপ্টেম্বর, ২০১৩  রাত ৯:৪২
১২ ই সেপ্টেম্বর, ২০১৩  রাত ৯:৪২
উড়নচন্ডী ডটকম বলেছেন: গারো হিল বলেছেন: হারুইন্না ভাই বলে বাহ বাহ   
হাসতে হাসতে পেট ব্যাথা হয়ে গেল কমেন্টটা পড়ে   
   
   
   
   
   
   
 
©somewhere in net ltd.
১| ১২ ই সেপ্টেম্বর, ২০১৩  সন্ধ্যা  ৭:০৩
১২ ই সেপ্টেম্বর, ২০১৩  সন্ধ্যা  ৭:০৩
চিকন আলি বলেছেন: ১৮ দলিয় জোটের মধ্যে ভাঙ্গন ধরাতে.. এই সব নিউজ ......
এর কোনো কোনো সত্যতা নাই.....