|  |  | 
| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস | 
রামপাল প্রকল্প নিয়ে সরকার একগুয়ে মনোভাবে এগিয়ে যাচ্ছে!
পরিবেশবাদী সহ দেশের স্বার্থে সংশ্লিষ্ট যারা বিরোধীতা করছেন- তাদের পয়েন্ট গুলো প্রচন্ড শক্তিশালী।
সরকারের যারা উত্তর দিচ্ছেন- তারা ভাসা ভাসা বা হেয়ালি উত্তরে পাশ কাটাতে চাইছেন।
এ নিয়ে বস্তুনিষ্ঠ, যুক্তিপূর্ণ এবং সত্য, সঠিক তথ্য ভিত্তিক যাচাই বাছাই প্রয়োজন!  -------------------------------------------------------------------
আপডেট-৫:
রামপাল বিদ্যুৎ কেন্দ্রের ভিত্তিস্থাপনের প্রতিবাদ  
বাগেরহাটের রামপাল উপজেলায় কয়লাভিত্তিক তাপ বিদ্যুৎ কেন্দ্রের ভিত্তিফলক কুষ্টিয়ায় উন্মোচনের পর বাগেরহাটে বিক্ষোভ মিছিল ও পথসভা করেছে তেল-গ্যাস-খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটি
সুন্দরবনের ক্ষতি যেন না হয়: মনমোহন  
সুন্দরবনের কাছে রামপালে কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের ক্ষেত্রে পরিবেশগত ক্ষতি এড়াতে বলেছেন ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিং। 
>> তার মানে কি এই নয়- তারাও জানেন এবং মানেন এই প্রকল্পে ক্ষতি হবার সম্ভাবনা আছে- তাই তা এড়ানোর প্রসংগ আসছে-নয় কি? আমাদের কেউ কেউ শূধূ এই সত্যটুকুও বুঝতে রাজি নয়!!!! আফসোস!!
রামপালে বিদ্যুত কেন্দ্র হতে দেওয়া হবে না  
খালেদা জিয়া (সিলেট সমাবেশে) 
আজ একদিকে কুষ্টিয়ায় শেখ হাসিনা রামপাল প্রকল্পের উদ্বোধন করলেন-মনমোহনের সাথে টেলি কনফারেন্সের মাধ্যমে! 
অন্যদিকে সিলেটের সমাবেশে বেগম খালেদা জিয়া বিদ্যুতকেন্দ্র স্থাপন প্রতিহতের ঘোষনা দিয়েছেন।
তিনি বলেছেন-বিদ্যুত আমাদের দরকার। কিন্তু রামপালে নয়। বিদ্যুত কেন্দ্র অন্য কোন জায়গায় হবে। বিদ্যুৎ আমাদের প্রয়োজন। সুন্দরবন আমাদের আরও প্রয়োজন।
রামপালে বিদ্যুৎ কেন্দ্র হলে সুন্দরবন ধ্বংস হবে: খালেদা  
সুন্দরবন ধ্বংস করে রামপালে বিদ্যুৎ কেন্দ্র করতে দেয়া হবে না বলে ঘোষণা দিয়েছেন বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া।
তিনি বলেন, “রামপালে  কয়লাভিক্তিক বিদ্যুৎ কেন্দ্র হলে সুন্দবন ধ্বংস হয়ে যাবে। জলবায় পরিবর্তন হয়ে যাবে। পানির লবণাক্ততা বৃদ্ধি পাবে। নদী নষ্ট হয়ে যাবে, পরিবেশ বিপর্যয় ঘটবে। বাঘ-হরিণ-কুমিরসহ জীববৈচিত্র্য ধ্বংস হয়ে যাবে।.......
‘সুন্দরবনের কোনো ক্ষতি শেখ হাসিনা করবে না’  
রামপাল বিদ্যুৎ কেন্দ্রের বিরোধিতার পেছনে অন্য উদ্দেশ্য রয়েছে দাবি করে শেখ হাসিনা বলেছেন, তার সরকার পরিবেশের জন্য ক্ষতিকর কিছু করবে না।
শেখ হাসিনা বলেন, “কয়লাভিত্তিক বিদ্যুৎ প্রকল্পের জন্য অনেকে আন্দোলন করছে, চিৎকার করছে। এটা যারা করছে তাদের বলছি, বড়পুকুরিয়ায় কয়লাভিত্তিক বিদ্যুৎ প্রকল্প হয়ে গেছে। সেখানে কি কোনো ক্ষতি হয়েছে?” 
“যারা রামপাল নিয়ে চেঁচামেচি করে মানুষকে বিভ্রান্ত করছে; তাদের বলছি, রামপালের জন্য সুন্দরবনের ক্ষতি হবে না। দেশের ক্ষতি করে কোনো কাজ শেখ হাসিনা করবে না।”......
---------------------------------------------------------
আপডেট-৪:
কুষ্টিয়ায় হচ্ছে রামপাল বিদ্যুৎকেন্দ্রের ভিত্তিফলক উন্মোচন  
শনিবার কুষ্টিয়া সফরকালে ভারত থেকে ৫০০ মেগাওয়াট বিদ্যুৎ আমদানির জন্য ভেড়ামারায় নির্মিত বিদ্যুৎ উপকেন্দ্রের সঙ্গেই প্রধানমন্ত্রী রামপাল বিদ্যুৎকেন্দ্রের ভিত্তি ফলক উদ্বোধন করবেন বলে জানা গেছে।
ইতিমধ্যেই ভেড়ামারার ৫০০ মেগাওয়াট বিদুৎ উপকেন্দ্রে ও ‘মৈত্রী সুপার থারমাল পাওয়ার প্রকল্প’ নামের রামপাল বিদুৎকেন্দ্রের ভিত্তিপ্রস্তর ফলক উদ্বোধনের যাবতীয় প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।
-------------------------------------------------------------------
আপডেট-৩:
রামপালের রিটে বিব্রত বিচারক  
রামপাল তাপ বিদ্যুত প্রকল্পে স্থিতাবস্থা বজায় রাখার নির্দেশনা চেয়ে করা রিটের শুনানিতে বিব্রতবোধ করেছেন হাইকোর্ট বেঞ্চের এক বিচারক।
আবেদনটি বুধবার বিচারপতি নাঈমা হায়দার ও বিচারপতি জাফর আহমদের বেঞ্চে শুনানির জন্য উঠলে কনিষ্ঠ বিচারপতি বিব্রতবোধ করেন।.........
---------------------------------------------------------------------------
আপডেট-২:
রামপাল নিয়ে রিটের শুনানি মুলতবি  
রামপাল তাপ বিদ্যুত প্রকল্পে স্থিতাবস্থা বজায় রাখার নির্দেশনা চেয়ে করা রিটের শুনানি আগামী বুধবার পর্যন্ত মুলতবি করেছে হাই কোর্ট। 
Stop coal-based Rampal power plant and save Sundarban.   (অনলাইন ক্যাম্পেইন) 
-----------------------------------------------------------------------------
প্রকল্প এলাকা থেকে সুন্দরবন কেউ বলছেন ১৪ কিমি কেউ বলছেন ২২ কিমি!! তথ্যের যেমন খুশি তেমন উপস্থাপনা চলছে!!! 
আর বেশীর ভাগই শুধূ সুন্দরবন নিয়ে হাইলাইটস করছেন! এটা যেমন গুরুত্বপূর্ণ তেমনি গুরুত্বপূর্ন চুক্তির অসম শর্ত গুলো আড়ালে থেকে যাচ্ছে!!!
চুক্তির শর্ত সরকার তরফ থেকে জানানো জরুরী। তথ্য অধীকার আইনের বলেই সকলের জানার অধিকার আছে তারা এত ষ্পর্শকাতর একটা সেক্টরে কি কি শর্তে চুক্তিবদ্ধ হচ্ছে।
তাতে দেশের লাভ না ক্ষতি হচ্ছে।
চলুন এক নজরে দেখি এ নিয়ে প্রকাশিত কিছূ পোষ্ট
সুন্দরবনের কাছে রামপাল কয়লা বিদ্যুৎ কেন্দ্রের পরিবেশগত প্রভাব নিরুপন বা ইআইএ বিশ্লেষণ-১   
দিনমজুর  **
সুন্দরবনের কাছে রামপাল কয়লা বিদ্যুৎ কেন্দ্রের পরিবেশগত প্রভাব নিরুপন বা ইআইএ বিশ্লেষণ-২  
দিনমজুর  ***
সুন্দরবন এতদিন আমাদের বাচিয়েছে কিন্তু এখন সুন্দরবনকে কে বাচাবে?   
দিনমজুর
সুন্দরবনকে বাঁচতে দিন   দিনমজুর
রামপাল বিদ্যুৎ কেন্দ্র নিয়ে হাই কোর্ট এর রুল জারি ও লাভ-ক্ষতি নিয়ে একটি আলোচনা।  
banglar_hasan 
“সুন্দরবন” ও “রামপাল বিদ্যুৎ কেন্দ্র”   banglar_hasan 
সুন্দরবন ধ্বংস করে রামপাল বিদ্যুৎ প্রকল্প বাংলাদেশের জন্য আত্মঘাতী।।   
রেজা ঘটক 
।। সুন্দরবন রক্ষা করা প্রতিটি বাঙালির পবিত্র দায়িত্ব ।।  
রেজা ঘটক 
সুন্দরবন ধ্বংসের পেছনে যাদের স্বার্থ আছে!!  
রেজা ঘটক 
“ রামপাল বিদ্যুৎ প্রকল্প চুক্তি বাতিল কর, সুন্দরবন রক্ষা কর” ঃ অবিলম্বে “সুন্দরবন রক্ষামঞ্চ” করতে হবে  
বিবাগী বাউল 
তবু কেন রামপাল?  
সোলায়মান হোসেন পলাশ
রামপাল বিদ্যুৎকেন্দ্র বিরুদ্ধে জনমত যাচাইয়ে 'অনলাইন সিগনেচার ক্যাম্পেইন '। আপনিও যোগ দিন।  
লুব্ধক০১
রামপাল কয়লা ভিত্তিক বিদ্যুৎ প্রকল্প কাদের স্বার্থে ? সুন্দরবন কাদের হাতে তুলে দিচ্ছি ?? লাইন বাই লাইন রেফারেন্স এভিডেন্স সহ.........  
হিসলা সিবা
সাভার ট্রাজেডির মত আর একটি জাতীয় ট্রাজেডি রামপাল চুক্তি  
mahbubsujon
সুন্দরবন , রামপাল আর আনু স্যার!!!  
নিঃশব্দ শিশির!
রামপাল বিদ্যুৎকেন্দ্রের লাভ-ক্ষতি  
মুনযুর-ই-মুর্শিদ
সুন্দরবন এবং এর আশেপাশের এলাকায় রামপাল কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রের পরিবেশগত প্রভাব*  
লুব্ধক০১
খোদ সরকারের বন অধিদপ্তরের "রামপাল" নিয়ে আপত্তি, প্রমাণ সহকারেঃ  
হিসলা সিবা
রামপাল বিদ্যুত কেন্দ্র, এর উপযোগিতা, ভয়াবহতা এবং নির্মম বাস্তবতা  
নীল_সুপ্ত
রামপাল তাপবিদ্যুৎকেন্দ্র বিষয়ক   অচিন্ত্য
"রামপাল বিদ্যুৎকেন্দ্র" আসল উদ্দেশ্য কি ?  
বিলিভ ইট অর নট (শ্যামল বিশ্বাস)
সুন্দরবন বাচাও ! বন্ধ কর বাংলাদেশ-ভারত যৌথ উদ্যোগে রামপাল কয়লাভিত্তিক তাপবিদ্যুৎ প্রকল্প   
াগলা শান্তু
রামপাল বিদু্যৎ কেন্দ্র কেন চাই না?  
নজরুল মিন্টো
রামপাল কয়লাভিত্তিক তাপ-বিদ্যুৎকেন্দ্র নির্মাণের সিদ্ধান্ত, সুন্দরবনকে ধ্বংস করার অপচেষ্টা মাত্র।  
রাজনীতি বিশ্লেষণ
সুন্দরবনকে বাঁচাতে হলে রামপাল কয়লা বিদ্যুৎ প্রকল্প বন্ধের বিকল্প নেই : অধ্যাপক ড. আব্দুল্লাহ হারুন চৌধুরী  
লুব্ধক০১
সুপারক্রিটিক্যাল প্রযুক্তি কি আদৌ রক্ষা করতে পারবে আমাদের সুন্দরবনকে? ড. আঞ্জুমান ইসলামের কিছু বিভ্রান্তির জবাব  
লুব্ধক০১
প্রসঙ্গঃ রামপাল বিদ্যুৎকেন্দ্র। পৃথিবীর সবচেয়ে হাস্যকর, উদ্ভট ও গাঁজাখোরি চুক্তি।  
ঢাকা থেকে
“ রামপাল বিদ্যুৎ প্রকল্প চুক্তি বাতিল কর, সুন্দরবন রক্ষা কর”-এ স্টিকি পোস্টের জন্য সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ  
কাউসার আলম
সুন্দরবন ধংসের রামপাল বিদ্যুৎ প্রকল্প চলছেই !!!!  
আহসান ০০১
বিএনপি ক্ষমতায় গেলে রামপাল তাপ-বিদ্যুত্ কেন্দ্র বন্ধ করবে: ড. মঈন খান  
কষ্টবিলাসী
আরো শত শত পোষ্ট আছে এই নিয়ে। সব গুলা পর্যায় ক্রমে আপডেট করার বাসনা রইল।
যা দেওয়া ঞয়নি কেউ দিতে চাইলে মন্তব্যে এড করে দিতে পারেন।
রামপাল বিদ্যুৎকেন্দ্রটি যেভাবে সুন্দরবন ধ্বংশ করবে, যেভাবে আর্থিক ক্ষতি করবে এবং বিদ্যুতের সম্ভাব্য নিরাপদ ও লাভজনক উৎস যা হতে পারে  **
ও.জামান
ভারতীয় দাসত্বের আরেক নমুনাঃ রামপাল বিদ্যুৎকেন্দ্র লাভের কর দিতে হবে না ভারতীয় কোম্পানিকে  
কাউন্টার হেজিমনি
রামপাল বিদ্যুৎ কেন্দ্র -একটি আত্মঘাতী সিদ্ধান্ত   ......ছন্নছাড়া ছেলেটি
রামপাল বিদ্যুৎ কেন্দ্র, যে আলোতে পুড়বে অস্তিত্ব   
উড়ন্ত আত্মা
সাইফাই গল্পঃ রামপাল টকশো  
  
  
অপু তানভীর 
ছোট্ট একটা গল্প এবং একটি সুন্দরবন  
অপু তানভীর
রামপাল   নেক্সাস
রামপালে বাংলাদেশের আত্মহত্যা !  
অসীম মুহূর্ত
রামপালে কয়লাভিত্তিক তাপবিদ্যুৎ কেন্দ্র, মাত্র ১৫ ভাগ বিনিয়োগ করে এদেশের সুন্দরবন,অর্থনীতি ধ্বংস করে ভারত মালিকানা পাবে ৫০ ভাগ!!!-১  
ছািব্বর
জেগে উঠুন, রামপালের কয়লাভিত্তিক তাপবিদ্যুৎ কেন্দ্র থেকে সুন্দরবনকে বাচান ।  
জুবায়ের বিন লিয়াকত
সুন্দরবন মারা যাচ্চে, চল্লিশার অগ্রীম দাওয়াত নেন।  
রওনক
সুন্দরবন বাঁচাও, নিজে বাঁচ, দেশের সম্পদকে রক্ষা কর।  
আত্মকেন্দ্রিক
কোথায় আজ ভারত তোষণকারী আওয়ামী দালালগন? সুন্দরবন বিক্রি হয়ে গেল, কিছু বলেন  
রোদের ক্রোধ
কোনটি সঠিক, জানি কি ?    নুসরাতসুলতানা
খুব নিরবে বাংলাদেশ আর একবার ধর্ষিত হোল।  
টি-ভাইরাস
রামপালে সুন্দরবন বিধ্বংসী বিদ্যুৎকেন্দ্র প্রকল্পঃ ভারতীয় কোম্পানির অবাধ লুণ্ঠনের পথই প্রশস্ত হবে  
বিবাগী বাউল 
সুন্দরবন যদি আজ ধ্বংস হয়ে যায়-১   
ত্রিশোনকু 
সুন্দরবন যদি আজ ধ্বংস হয়ে যায়-২  
ত্রিশোনকু 
বিশ্ব ঠিকই জানছে কি হচ্ছে সুন্দরবনে  । -হ য ব র ল ৩২৭
বিশ্ব ঐতিহ্যের প্রতীক সুন্দরবন আজ কি ধ্বংসের মুখোমুখি ? (ছবি ব্লগ)  
জুন
সুন্দরবন নাকি অসুন্দর ভবিষ্যত ?  
মুরশীদ 
বায়োনিক    .
কান্ডারী অথর্ব 
লং মার্চ !  
সিরাজ সাঁই 
সুন্দরবন বাঁচাতে রামপাল অভিমুখে লংমার্চে প্রথম দিনের সম্মতি জ্ঞাপন।  
নীলমেঘ আমি
ঢাকা-সুন্দরবন লং মার্চ কী এবং কেন?  
ইন্টারনেট 
সুন্দরবন নিয়ে বন অধিদপ্তরের না সূচক অভিমতের একটি কপি এবং তওফিক ই ইলাহীর প্রেসনোট   
এইচ আর খান
আমাদের সুন্দরবন আর একটি কোম্পানীর বিদ্যুৎকেন্দ্র  
টয়  
“ইন্ডিয়া তুই ফিরে যা ... সুন্দরবন আমার মা”   
টয়  
গল্পঃ এক যে ছিল সুন্দরবন !  
অপু তানভীর
দু:খ নিওনা সুন্দরবন ,আমাদের দেশপ্রেম এমনই !  
সিয়ন খান
সুন্দরবন ধ্বংস করে রামপাল বিদ্যুৎকেন্দ্র চাই ন....  
সহীদুল হক মাণইক
আগামী পাঁচ বছর পর সুন্দরবন হবে ঢাকা বুড়িগঙ্গা খালের মত অতীত  
সাইফুল ইসলাম নিপ
রামপাল, রূপপুর কোন সমাধান নয়! একমাত্র সমাধান সৌর প্রকল্প  
পাঠক লাল গোলদার 
সুন্দর-বন। একদল বিকৃত মস্তিষ্ক সম্পন্ন মানুষের নোংরা পরিকল্পনা!  
শাহজাহান আহমেদ
রামপালে ১৩২০ মেগাওয়াট , উন্নয়নের জোয়ার এবং আমার রাম ছাগল বনে যাওয়া :   
এস বাসার 
"সুন্দরবনের পশু সমাজের মিটিং এর সম্প্রচার"  
Iluminity
বাঁচাও মানুষ বাঁচাও সুন্দরবন   
সেলিম আনোয়ার 
রামপাল বিদ্যুৎ কেন্দ্র নিয়ে আওয়ামি লিগের গোয়ার্তুমি আসল কারণ প্রকাশ?  
ধীবর
কী কী কারণে রামপালে বিদ্যুৎ প্রকল্প বাতিল করা অত্যাবশ্যকঃ  
অনিক 
রামপাল বিদ্যুৎ প্রকল্প বাংলাদেশের স্বার্থবিরোধী  
পিনাকী ভট্টাচার্য 
রামপাল vs রামছাগল: ছবি কথা বলে  
সামু মামু 
সোনাগাজী থেকে রামপাল ----- বিদ্যুৎ কেন্দ্রের কান্না .... বিদ্যুৎ কেন্দ্রের জন্য মায়াকান্না !!!  
নেক্সাস  
ভারতীয় বিদ্যুৎ আগ্রাসনের নয়া কৌশল // পোস্ট - ০১  
ম্যাড ইন বাংলাদেশ 
মাননীয় প্রধানমন্ত্রী,ভোট কিন্তু জনগন দিবে ভারতের কেউ দিবে না।  
বিভ্রান্ত _পথিক
প্রসঙ্গ রামপালঃ আসুন কিছু লজিক ছাড়া কথা বার্তা কই !!    
 
অপু তানভীর
রামপাল বিদ্যুত প্রকল্প উদ্বোধন প্রতিরোধ করুন  
আমারও বলার ছিল  
সভ্যতার জন্য আমরা আত্মহত্যা করতে পারি না- সুন্দরবন বাঁচাতে হবেই  
েমারতাজা
সম্রাজ্ঞী (রামপাল ভিত্তিপ্রস্তর স্থাপনের প্রতিবাদ স্বরূপ লেখা)  
পাগলা জাঈদ
আমার ডর কিসের, আমি তো বাঘ না ***  
অন্যমনস্ক শরৎ
রামপাল নিয়ে সরকারী বিবৃতি, অন্ধ সাফাই- এর দাতভাঙ্গা তথ্যভিত্তিক জবাব  
বিদ্রোহী ভৃগু
আবার ভিন্নমতও রয়েছে। যারা সরকার এবং বিদ্যুতকেন্দ্র স্থাপনের পক্ষে তাদের যুক্তি তুলে ধরছেন- দেখুন তাঁদের যুক্তিসমূহ...
রামপালে বিদ্যুৎ কেন্দ্র, সুন্দরবন ধ্বংশ হবে না   
হাসান কালবৈশাখী 
দেশপ্রেমিক বাঙালী আর পরিবেশ প্রেমিক দালালেরা  
মাননীয় মন্ত্রী মহোদয় 
আসলে "রামপাল"এর পুড়োটাই রাজনীতি আর "সুন্দরবন" হচ্ছে একটা বাহানা মাত্রঃ  
সুকান্ত কুমার সাহা
দেশবিরোধী চক্র দেশের উন্নতি চায় না বলেই রামপাল ঠেকাতে চায়! তাদের ফাঁদেই পড়ছেনা তো আপনার সুন্দরবন প্রেম?  
দিকভ্রান্ত*পথিক 
 Rampal Power Plant – A Devil in disguise   
   
ব্লগের পাশাপাশী ফেসবুক সহ অন্যান্য সোশাল মিডিয়াও সরব এই ইস্যুতে 
সুন্দরবনে বাঘের বাস, অটুট থাকুক, সাবাশ  
Say ‘no’ to Rampal power plant  
by AKM Wahiduzzaman and Mohammed Tawsif Salam  
রাম পাল নিয়ে বিভিন্ন দেশী বিদেশী মিডিয়ার লিংক
Rampal Coal-Fired Power Plant -Who gains, who loses?  
The Daily Star
Rampal power plant: A ticking bomb for Sundarbans  
The pakobserver 
Rampal power plant to doom Sundarban: Study  
দি ইন্ডপেন্ডেন্ট
Bangladesh Power Plant Struggle Calls for International Solidarity   
Chaitanya Kumar, South Asia campaigns coordinator, 
huffingtonpost 
How Not to Love Nature: Shove a Coal Plant Next to Earth’s Biggest Mangrove Forest  
world.time 
-----------------------------------------------------------------
আপডেট-১:
রামপাল প্রকল্পে স্থিতাবস্থা চেয়ে রিট, শুনানি সোমবার  
দেশটিভি
আর দুঃখজনক খবর হচ্ছে- এই ক্রিটিকাল পরিসস্থিতিতেও সরকার আরো নতুন করে ৫টি তাপ বিদ্যুত প্রকল্প অনুমোদন দিয়েছেন!!!!!!!!!!!!!!!!!!!!!!??????? রামপাল নিয়ে সমালোচনার মধ্যেই মোট ১৫০০ থেকে ২৫০০ মেগাওয়াট উৎপাদন ক্ষমতার আরো পাঁচটি কয়লাভিত্তিক বিদ্যুত কেন্দ্র স্থাপনের প্রস্তাব অনুমোদন  করেছে ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি। 
আরো ৫ কয়লাভিত্তিক বিদ্যুত কেন্দ্রের অনুমোদন  
----------------------------------------------------------------------
সরকার কি জনতার পালস বুঝতে পারছেন না? নাকি চাইছৈন না?? 
আমরা হতাশ হতে চাইনা। আশাবাদী হতে চাই। !!!!!!!!!!!!!!!
প্রয়োজনীয় লিংক সমূহ:
Rampal Power Station  
 উইকি 
Rampal power plant: A project of deception and mass destruction -    Anu Muhammad
EIA report on coal-fired power plant near Sundarbans rejected  
Final Report on Environmental Impact Assessment of 2x (500-660) MW Coal Based Thermal Power Plant    
বিপিডিবি  
NTPC  
Environmental impact of the coal industry   
EFFECTS OF THERMAL POWER PLANT ON ENVIRONMENT  
Stop coal-based Rampal power plant and save Sundarban.   (অনলাইন ক্যাম্পেইন) 
Bangladesh Power Plant Struggle Calls for International Solidarity   
Why the EIA study is not acceptable  
 
 ২২৩ টি
    	২২৩ টি    	 +৯/-০
    	+৯/-০  ২৯ শে সেপ্টেম্বর, ২০১৩  দুপুর ১:১১
২৯ শে সেপ্টেম্বর, ২০১৩  দুপুর ১:১১
বিদ্রোহী ভৃগু বলেছেন: আপনারাও লিংক দিয়ে সহায়তার হাত বাড়িয়ে দিন!!
আমরা ডিজিটাল অইলসা হয়ে যাচ্ছি কিনা লাইফটা ফাস্টফুড টাইপ হয়ে যাচ্ছে
 লাইফটা ফাস্টফুড টাইপ হয়ে যাচ্ছে 
ঐক্যই শক্তি, শক্তিতেই বিজয় 
ঐক্যের জয় হোক। জনতার ঐক্য জিন্দাবাদ।
২|  ২৯ শে সেপ্টেম্বর, ২০১৩  দুপুর ১২:৫২
২৯ শে সেপ্টেম্বর, ২০১৩  দুপুর ১২:৫২
শফিক১৯৪৮ বলেছেন: সাথে আছি, তবে কাজ হবে বলে মনে হচ্ছেনা্। কোটি কোটি টাকার কমিশন তো ছেড়ে দেয়া যায়না আর আর প্রেশার তো আছেই!
  ২৯ শে সেপ্টেম্বর, ২০১৩  দুপুর ১:১৯
২৯ শে সেপ্টেম্বর, ২০১৩  দুপুর ১:১৯
বিদ্রোহী ভৃগু বলেছেন: সবচে বড় কমিশন বেঁচে থাকা!!!
ঠিকমতো যদি লৌড়ানি দিতে পারেন- কসম দেখবেন জানের কমিশনটা ঠিক রাখতেই পেরশান থাকবে।
লোভী আর কমিশন খোররা ভীতু হয়!!!
তাদের উপমা বার্কিং ডগ....
আচ্ছামতো লাঠি -পাথর লইয়া তাড়ান- দেখবেন লেজ গুটিয়ে পালাবে!! দুই চারটা খেকুর তো দেবেই -তাতে দমলে চলবে না...
এয়ারপোর্ট দেখেন নাই বিলের জলে কেমনে কমিশন সহ  হারায় গেছে!! 
জনতার ঐক্য জিন্দাবাদ।
৩|  ২৯ শে সেপ্টেম্বর, ২০১৩  দুপুর ১:৪৯
২৯ শে সেপ্টেম্বর, ২০১৩  দুপুর ১:৪৯
 আমিনুর রহমান বলেছেন: 
আমিও একটা দিয়া গেলাম।
Click This Link
তবে আমার মনে হয় রামপালের পক্ষে যারা পোষ্ট দিয়েছিলো তাহলে হয়ত আরো ভালো হত।
  ২৯ শে সেপ্টেম্বর, ২০১৩  দুপুর ১:৫৪
২৯ শে সেপ্টেম্বর, ২০১৩  দুপুর ১:৫৪
বিদ্রোহী ভৃগু বলেছেন: ধন্যবাদ।
যুক্ত করে দিলাম। দারুন তথ্য নির্ভর পোষ্ট!
৪|  ২৯ শে সেপ্টেম্বর, ২০১৩  বিকাল ৩:১১
২৯ শে সেপ্টেম্বর, ২০১৩  বিকাল ৩:১১
মাঈনউদ্দিন মইনুল বলেছেন: “যদি থাকে সুন্দর মন
এসো বাঁচাও সুন্দরবন! ”
সংগ্রহটি ‘সুন্দরবন বাঁচাও’ আন্দোলনের জন্য গুরুত্বপূর্ণ।
  ২৯ শে সেপ্টেম্বর, ২০১৩  বিকাল ৩:৪৯
২৯ শে সেপ্টেম্বর, ২০১৩  বিকাল ৩:৪৯
বিদ্রোহী ভৃগু বলেছেন:  “যদি থাকে সুন্দর মন
এসো বাঁচাও সুন্দরবন! ” 
খাঁটি কথা। যারা এর বাইরে বলবে তাদের মন অসুন্দর!
ধন্যবাদ।
৫|  ২৯ শে সেপ্টেম্বর, ২০১৩  বিকাল ৩:২৪
২৯ শে সেপ্টেম্বর, ২০১৩  বিকাল ৩:২৪
আম্মানসুরা বলেছেন: অনেক গুলো পোষ্ট একসাথে করেছেন, তথ্য পেতে সুবিধা হবে। ধন্যবাদ।
  ২৯ শে সেপ্টেম্বর, ২০১৩  বিকাল ৪:০৯
২৯ শে সেপ্টেম্বর, ২০১৩  বিকাল ৪:০৯
বিদ্রোহী ভৃগু বলেছেন: অনেক অনেক ধণ্যবাদ। 
কারও তথ্যে গবেষনা, রেফারেন্সে কাজে লাগলেই পরিশ্রম সার্থক।
৬|  ২৯ শে সেপ্টেম্বর, ২০১৩  সন্ধ্যা  ৬:০৩
২৯ শে সেপ্টেম্বর, ২০১৩  সন্ধ্যা  ৬:০৩
হেডস্যার বলেছেন: 
অনেকগুলা পোষ্ট একসাথে ষ্টিকি হইয়া গেল।
একটা ভালো কাজ করছেন। + 
  ২৯ শে সেপ্টেম্বর, ২০১৩  সন্ধ্যা  ৬:২০
২৯ শে সেপ্টেম্বর, ২০১৩  সন্ধ্যা  ৬:২০
বিদ্রোহী ভৃগু বলেছেন: তাইতো!!!!!!!!!!!!!!!!
টাসকিত ইমো...
অনেকগুলা পোষ্ট একসাথে ষ্টিকি হইয়া গেল। 
ধন্যবাদ।
৭|  ২৯ শে সেপ্টেম্বর, ২০১৩  সন্ধ্যা  ৬:০৪
২৯ শে সেপ্টেম্বর, ২০১৩  সন্ধ্যা  ৬:০৪
আমাবর্ষার চাঁদ বলেছেন: সুন্দর........ ধন্যবাদ...
  ২৯ শে সেপ্টেম্বর, ২০১৩  সন্ধ্যা  ৬:২৪
২৯ শে সেপ্টেম্বর, ২০১৩  সন্ধ্যা  ৬:২৪
বিদ্রোহী ভৃগু বলেছেন: ধন্যবাদ।
৮|  ২৯ শে সেপ্টেম্বর, ২০১৩  সন্ধ্যা  ৬:০৫
২৯ শে সেপ্টেম্বর, ২০১৩  সন্ধ্যা  ৬:০৫
স্নিগ্ধ শোভন বলেছেন: 
সুন্দরবন বাঁচাও !!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
পোষ্টের সংকলন করার জন্য ধন্যবাদ। 
বিদ্যুৎ কেন্দ্রের পক্ষের ও বিপক্ষের পোষ্ট দুটোই দিলে আর ভাল হত। 
  ২৯ শে সেপ্টেম্বর, ২০১৩  সন্ধ্যা  ৬:২৬
২৯ শে সেপ্টেম্বর, ২০১৩  সন্ধ্যা  ৬:২৬
বিদ্রোহী ভৃগু বলেছেন: সুন্দরবন বাঁচাও !!!!!!!!!!!!!!!!!!!!!!!!! 
ভিন্নমতের পোষ্টগুলিও খুজেছি.....এখনও খুজছি.. পেলেই এড করে দেব।
শুধু আলোতেও বড় জ্বালা, অন্ধকারও চাই আলোর মূল্য বুঝতেই
৯|  ২৯ শে সেপ্টেম্বর, ২০১৩  সন্ধ্যা  ৬:০৯
২৯ শে সেপ্টেম্বর, ২০১৩  সন্ধ্যা  ৬:০৯
সুদীপ্ত শর্মা বলেছেন: ধন্যবাদ 
  ২৯ শে সেপ্টেম্বর, ২০১৩  সন্ধ্যা  ৬:২৯
২৯ শে সেপ্টেম্বর, ২০১৩  সন্ধ্যা  ৬:২৯
বিদ্রোহী ভৃগু বলেছেন: 
বেঁচে থাকুক সুন্দরবন
আমাদের স্বপ্নও হোক পূরণ
হেথা নয় হোথা নয়
অন্য কোথাও ...
শর্তগুলো হোক সমানে সমান
কেউ হারে কেউ জেতে নয় এমন,
বন্ধুত্ব হোক সততার
বানিজ্য হোক বিশ্বাসের।
১০|  ২৯ শে সেপ্টেম্বর, ২০১৩  সন্ধ্যা  ৬:১৮
২৯ শে সেপ্টেম্বর, ২০১৩  সন্ধ্যা  ৬:১৮
ধুম্রজ্বাল বলেছেন: বিদ্রোহী.......
আমি তোর সাথে আছি।
দেশ কে ভালোবাসা'র জন্য আমি আমার সারাজীবনের অর্জন বিসর্জন দিতে প্রস্তুত।
  ২৯ শে সেপ্টেম্বর, ২০১৩  সন্ধ্যা  ৬:৪২
২৯ শে সেপ্টেম্বর, ২০১৩  সন্ধ্যা  ৬:৪২
বিদ্রোহী ভৃগু বলেছেন: আমি নয় তুমি নয়
আমরাই সব 
থাকুন সত্যের সাথে
আমি যদি কখনো মিথ্যে হই
আমাকে ছেড়ে যেও
কিন্তু সত্যকে কখনোই নয় 
দেশ কে ভালোবাসা'র জন্য আমি আমার সারাজীবনের অর্জন বিসর্জন দিতে প্রস্তুত- এটাইতো দেশ প্রেম।
যেই দেশে এমন দেশপ্রেমিক আছে-সেই দেশের কো ভয় নেই।
দু,চারজন পথহারা কোন ক্ষতি করতে পারবেনা সেই দেশের 
ধন্যবাদ।
দেশকে ভালবাসতে থাকুন নিরন্তর সকলের সাথে।
১১|  ২৯ শে সেপ্টেম্বর, ২০১৩  সন্ধ্যা  ৬:১৮
২৯ শে সেপ্টেম্বর, ২০১৩  সন্ধ্যা  ৬:১৮
দুঃস্বপ্০০৭ বলেছেন: অবশেষে রামপাল বিদ্যুৎ নিয়ে পোস্ট স্টিকি করা হল । কতৃপক্ষকে ধন্যবাদ জানাচ্ছি বিদ্রোহী ভৃন্ড ভাইয়ের এই সময় উপযোগী পোস্টটি স্টিকি করার জন্য ।
  ২৯ শে সেপ্টেম্বর, ২০১৩  সন্ধ্যা  ৬:৫৪
২৯ শে সেপ্টেম্বর, ২০১৩  সন্ধ্যা  ৬:৫৪
বিদ্রোহী ভৃগু বলেছেন: শুধু ধন্যবাদ। আমিতো বিস্মিত রীতিমতো!!  আমার মতো অখ্যাত একজনকে রীতিমত ঝুলাইয়া দিসে....  না না আমারে না..
 না না আমারে না..
সবার সাথে সাথে আমিও ঝুইলা গেছি আরকি... 
ধণ্যবাদ সকল পোষ্ট লেখক ও সামুকে। 
১২|  ২৯ শে সেপ্টেম্বর, ২০১৩  সন্ধ্যা  ৬:৩৮
২৯ শে সেপ্টেম্বর, ২০১৩  সন্ধ্যা  ৬:৩৮
নিকষ বলেছেন: সেইম টার্মস এন্ড কন্ডিশন দিয়া যদি বাংলাদেশ যদি এই বিদ্যুত প্রকল্প সুন্দরবনের ভারতীয় অংশের পাশ দিয়া করার প্রপোজাল দিত, ভারতের পাবলিক সরকাররে বাঁশ দিয়া খাড়া করাইরা রাখত - ফলশ্রুতিতে ভারত সরকার, আওয়ামী সরকারকে ইলেকট্রিক খাম্বার উপরে বসাইয়া দিত। 
আর কতিপয় দেশপ্রেমী থুক্কু দলপ্রেমী বাঙ্গালি এই চুক্তির গুনগান গাইয়া চোখের পানি, নাকের পানি সব এক কইরা ফেলতেসে। 
পোস্টে +++
  ২৯ শে সেপ্টেম্বর, ২০১৩  সন্ধ্যা  ৬:৫৬
২৯ শে সেপ্টেম্বর, ২০১৩  সন্ধ্যা  ৬:৫৬
বিদ্রোহী ভৃগু বলেছেন: অলরেডি সেই বাঁশ ভারতে খাইয়াই এই দিকে দৌড় দিছে!!!
দিনমজুর ভাইয়ের পোষ্টে ভারতের ডিটেইল রিপোর্ট লিংক দেওয়া আছে। 
তাদের নাকে চোখে পানি বেশি জমছে- নয়তো নাটকের অভ্যেস সবখানেই খাটায়  
 
ধন্যবাদ।
১৩|  ২৯ শে সেপ্টেম্বর, ২০১৩  সন্ধ্যা  ৬:৪৩
২৯ শে সেপ্টেম্বর, ২০১৩  সন্ধ্যা  ৬:৪৩
হাসান কালবৈশাখী বলেছেন: 
আমি জানতাম বিদ্রোহী ভৃগুর নির্বাচনে আমার পোষ্টটি থাকতে পারে না।
  ২৯ শে সেপ্টেম্বর, ২০১৩  সন্ধ্যা  ৬:৪৭
২৯ শে সেপ্টেম্বর, ২০১৩  সন্ধ্যা  ৬:৪৭
বিদ্রোহী ভৃগু বলেছেন: আপনার জানাটা ভুল
চোখ রগড়ে আবার উপরে তাকান, ভাল করে দেখুন....
এবং যদি পারেন এই মতের আরে কিছূ লিংক কমেন্টে যুক্ত করে দিন। 
১৪|  ২৯ শে সেপ্টেম্বর, ২০১৩  সন্ধ্যা  ৬:৪৫
২৯ শে সেপ্টেম্বর, ২০১৩  সন্ধ্যা  ৬:৪৫
জুন বলেছেন: Click This Link   
আমার স্বামীর লেখা পোষ্ট এটা বিদ্রোহী ভৃগু 
  ২৯ শে সেপ্টেম্বর, ২০১৩  সন্ধ্যা  ৬:৫৯
২৯ শে সেপ্টেম্বর, ২০১৩  সন্ধ্যা  ৬:৫৯
বিদ্রোহী ভৃগু বলেছেন: আমার স্বামীর লেখা পোষ্ট থুরি..  আপনার স্বামীর লেখা পোষ্ট যুক্ত করে দিয়েছি।
 আপনার স্বামীর লেখা পোষ্ট যুক্ত করে দিয়েছি। 
সুন্দরবন বেঁচে থাকুক সকলের আন্তরিকতায়। 
বেঁচে থাকুক সুন্দরবন
আমাদের স্বপ্নও হোক পূরণ
হেথা নয় হোথা নয়
অন্য কোথাও ...
ধন্যবাদ। 
১৫|  ২৯ শে সেপ্টেম্বর, ২০১৩  সন্ধ্যা  ৬:৪৬
২৯ শে সেপ্টেম্বর, ২০১৩  সন্ধ্যা  ৬:৪৬
মামুন রশিদ বলেছেন: রামপাল নিয়ে দুটি পোস্ট,
View this link   
View this link  
  ২৯ শে সেপ্টেম্বর, ২০১৩  রাত ৮:০০
২৯ শে সেপ্টেম্বর, ২০১৩  রাত ৮:০০
বিদ্রোহী ভৃগু বলেছেন: ধন্যবাদ মামুন ভাই। 
যুক্ত করে দিয়েছি। সাইফাইটা আগেই পড়েছি.. প্রতিবাদের অনন্য প্রকাশ..
১৬|  ২৯ শে সেপ্টেম্বর, ২০১৩  সন্ধ্যা  ৬:৪৭
২৯ শে সেপ্টেম্বর, ২০১৩  সন্ধ্যা  ৬:৪৭
জুন বলেছেন: আপনাকে অনেক ধন্যবাদ পোষ্টটি সংযুক্ত করার জন্য বিদ্রোহী ভৃগু 
নীচে আমার স্বামীর লেখা এ বিষয়ে ১টি পোষ্ট 
Click This Link   
  ২৯ শে সেপ্টেম্বর, ২০১৩  রাত ৮:০৩
২৯ শে সেপ্টেম্বর, ২০১৩  রাত ৮:০৩
বিদ্রোহী ভৃগু বলেছেন: পোষ্ট যুক্ত করে দিয়েছি।
সুন্দরবন বেঁচে থাকুক সকলের আন্তরিকতায়।
বেঁচে থাকুক সুন্দরবন
আমাদের স্বপ্নও হোক পূরণ
হেথা নয় হোথা নয়
অন্য কোথাও ...
ধন্যবাদ। 
১৭|  ২৯ শে সেপ্টেম্বর, ২০১৩  সন্ধ্যা  ৭:১৬
২৯ শে সেপ্টেম্বর, ২০১৩  সন্ধ্যা  ৭:১৬
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: সময়োপযোগী চমৎকার পোস্ট । লিখকের পরিশ্রমের সাফল্য কামনা করছি । প্রিয়তে নিলাম ।
  ২৯ শে সেপ্টেম্বর, ২০১৩  রাত ৯:২২
২৯ শে সেপ্টেম্বর, ২০১৩  রাত ৯:২২
বিদ্রোহী ভৃগু বলেছেন: অনেক অনেক ধন্যবাদ। 
আপনার শোক কাটিয়ে উঠুন। শোককে শক্তি করে আসুন সুন্দরবন রক্ষায় বিজয়ী হই।
১৮|  ২৯ শে সেপ্টেম্বর, ২০১৩  সন্ধ্যা  ৭:২২
২৯ শে সেপ্টেম্বর, ২০১৩  সন্ধ্যা  ৭:২২
খাটাস বলেছেন: vrigu vai osdharon kaj korechen, sob post ak sathe diye. ami o amoni akti post khujsilam. sobar mot porte cai.
plas. suvo kamona. 
  
   
   
 
  ২৯ শে সেপ্টেম্বর, ২০১৩  রাত ৯:২৫
২৯ শে সেপ্টেম্বর, ২০১৩  রাত ৯:২৫
বিদ্রোহী ভৃগু বলেছেন: ধন্যবাদ ভাই। 
আপনাদের আমাদের সকলের কাজে আসলেই পরিশ্রম স্বার্থক।
সবচে বেশি স্বার্থক আমাদের সুন্দরবন রক্ষা পেলে।
জেগে উঠ স্বদেশ
জেগে উঠ প্রাণ
আজকের অচেতনায়
হারাবে অমূল্য ধন।।
১৯|  ২৯ শে সেপ্টেম্বর, ২০১৩  সন্ধ্যা  ৭:৩০
২৯ শে সেপ্টেম্বর, ২০১৩  সন্ধ্যা  ৭:৩০
আন্ধার রাত বলেছেন: 
"বিদ্যুৎ চাই না মা, সুন্দরবন সামলা"
কত্ত পরিমাণ পাহাড়সম স্বার্থ জড়িত থাকলে দেশকে উপেক্ষা করা যায়-- আমার স্বল্প জ্ঞানে বুঝ আসেনা। 
  ২৯ শে সেপ্টেম্বর, ২০১৩  রাত ৯:২৭
২৯ শে সেপ্টেম্বর, ২০১৩  রাত ৯:২৭
বিদ্রোহী ভৃগু বলেছেন: "বিদ্যুৎ চাই না মা, সুন্দরবন সামলা"  
অন্য কোথাও যদি হয়...
তবুও কথা থেকে যায়.....
শর্তগুলো হোক সমানে সমান
কেউ হারে কেউ জেতে নয় এমন,
বন্ধুত্ব হোক সততার
বানিজ্য হোক বিশ্বাসের। 
২০|  ২৯ শে সেপ্টেম্বর, ২০১৩  সন্ধ্যা  ৭:৪২
২৯ শে সেপ্টেম্বর, ২০১৩  সন্ধ্যা  ৭:৪২
কষ্টবিলাসী বলেছেন: বিদ্যুৎ চাই তবে
১. দেশের স্বার্থ বিকিয়ে দিয়ে নয়
২. সুন্দরবন ধ্বংস করে নয়।
  ২৯ শে সেপ্টেম্বর, ২০১৩  রাত ৯:৩০
২৯ শে সেপ্টেম্বর, ২০১৩  রাত ৯:৩০
বিদ্রোহী ভৃগু বলেছেন: কোটিবার সহমত। 
আমাদের স্ব-ঘোষিত, দেশপ্রেমে স্ব-সনদ প্রাপ্ত সরকার, তার সহযোগী, সমর্থক এবং স্বার্থবাদী সকলেরই সাধারন জ্ঞান, দেশপ্রেম, বোধ-বুদ্ধি সবই কি একযোগে লুপ্ত হয়ে গেল???????!!!!!!
সব শিয়ালের এক রা'র মতো নইলে কি করে অন্ধ হয়ে থাকে।
তবে তারা ভুলে গেছে
অন্ধ হলেই প্রলয় বন্ধ হয়না।
২১|  ২৯ শে সেপ্টেম্বর, ২০১৩  রাত ৮:১৯
২৯ শে সেপ্টেম্বর, ২০১৩  রাত ৮:১৯
টুম্পা মনি বলেছেন: অনেকগুলো পোষ্ট একসাথে করেছেন। গুড জব। অভিনন্দন স্টিকি পোষ্টের জন্য। আপনার পরিশ্রম সফল হোক।
  ২৯ শে সেপ্টেম্বর, ২০১৩  রাত ৯:৩১
২৯ শে সেপ্টেম্বর, ২০১৩  রাত ৯:৩১
বিদ্রোহী ভৃগু বলেছেন: ধন্যবাদ অনেক অনেক। 
২২|  ২৯ শে সেপ্টেম্বর, ২০১৩  রাত ৮:১৯
২৯ শে সেপ্টেম্বর, ২০১৩  রাত ৮:১৯
দুরন্ত-পথিক বলেছেন: ধন্যবাদ সামু কর্তৃপক্ষকে, এই সমসাময়িক স্টিকি পোষ্ট রাখার জন্য । আমরা সবাই আসুন দেশের স্বার্থে একসাথে মিলে কাজ করি আর পরের প্রজন্মকে সুস্থ ও সুন্দর রাখতে এই সবুজ কে ধরে রাখার অঙ্গীকার করি ।
  ৩০ শে সেপ্টেম্বর, ২০১৩  সকাল ৯:৪৪
৩০ শে সেপ্টেম্বর, ২০১৩  সকাল ৯:৪৪
বিদ্রোহী ভৃগু বলেছেন: আমরা সবাই আসুন দেশের স্বার্থে একসাথে মিলে কাজ করি আর পরের প্রজন্মকে সুস্থ ও সুন্দর রাখতে এই সবুজ কে ধরে রাখার অঙ্গীকার করি ।  
এই অঙ্গীকার হোক দল-মত নির্বিশেষে সকলের।
++
২৩|  ২৯ শে সেপ্টেম্বর, ২০১৩  রাত ৮:৩৫
২৯ শে সেপ্টেম্বর, ২০১৩  রাত ৮:৩৫
তাহিতি তাবাসুম বলেছেন: অনেক দিন পর লগইন করলাম আপনাকে ধন্যবাদ জানাতে এবং স্টিকি করার জন্য সামু কে ও ধন্যবাদ।
  ৩০ শে সেপ্টেম্বর, ২০১৩  সকাল ৯:৪৭
৩০ শে সেপ্টেম্বর, ২০১৩  সকাল ৯:৪৭
বিদ্রোহী ভৃগু বলেছেন: ধন্যবাদ আপনাকেও। 
সকল জাতীয় ইস্যুতে সকলেই যদি ঐক্যবদ্ধ থাকতে পারি -আমাদের কেউ ঠৈকীয়ে রাখতে পারবে না। 
আবারও আপনাকে ধন্যবাদ। সামুকেতো অবশ্যই।
২৪|  ২৯ শে সেপ্টেম্বর, ২০১৩  রাত ৮:৩৫
২৯ শে সেপ্টেম্বর, ২০১৩  রাত ৮:৩৫
মোমেরমানুষ৭১ বলেছেন: সুন্দরবনকে বাচার জন্য প্রয়োজনে রক্তও ঢেলে দিতে প্রস্তুত.....।
  ৩০ শে সেপ্টেম্বর, ২০১৩  সকাল ৯:৪৯
৩০ শে সেপ্টেম্বর, ২০১৩  সকাল ৯:৪৯
বিদ্রোহী ভৃগু বলেছেন: আমাদের ইতিহাস তাই বলে। আমরা কখনোই পিছপা হইনি-বাংলা মায়ের ডাকে।
৫২-৬৯-৭১ গর্জে উঠেছে সময়ের আহবানে। দেশের স্বার্থবিরোধী চুক্তি, বিশ্বের বিস্ময় সুন্দরবন রক্ষা সময়ের দাবী। 
২৫|  ২৯ শে সেপ্টেম্বর, ২০১৩  রাত ৮:৪৩
২৯ শে সেপ্টেম্বর, ২০১৩  রাত ৮:৪৩
বোধহীন স্বপ্ন বলেছেন: অবশেষে একটা পোস্ট স্টিকি হল
  ৩০ শে সেপ্টেম্বর, ২০১৩  সকাল ৯:৫৩
৩০ শে সেপ্টেম্বর, ২০১৩  সকাল ৯:৫৩
বিদ্রোহী ভৃগু বলেছেন: একের মাঝৈ অনেক নিয়ে  
 
২৬|  ২৯ শে সেপ্টেম্বর, ২০১৩  রাত ৮:৪৪
২৯ শে সেপ্টেম্বর, ২০১৩  রাত ৮:৪৪
হ য ব র ল ৩২৭ বলেছেন: ধন্যবাদ সব পোস্ট সংকলনের জন্য।
  ৩০ শে সেপ্টেম্বর, ২০১৩  সকাল ৯:৫৫
৩০ শে সেপ্টেম্বর, ২০১৩  সকাল ৯:৫৫
বিদ্রোহী ভৃগু বলেছেন: ধন্যবাদ। 
আপনারা লিখেছেন বলৈই না সংকলন হল 
ধন্যবাদ সব আপনাদেরই প্রাপ্য।
২৭|  ২৯ শে সেপ্টেম্বর, ২০১৩  রাত ৮:৪৮
২৯ শে সেপ্টেম্বর, ২০১৩  রাত ৮:৪৮
কাল্পনিক_ভালোবাসা বলেছেন: গ্রেট! খুবই ভালো কাজ করছেন। আপনাকে আন্তরিক সাধুবাদ জানাই। পাশাপাশি সামুকে ধন্যবাদ এই পোষ্টটা স্টিকি করার জন্য।
  ৩০ শে সেপ্টেম্বর, ২০১৩  সকাল ৯:৫৬
৩০ শে সেপ্টেম্বর, ২০১৩  সকাল ৯:৫৬
বিদ্রোহী ভৃগু বলেছেন: অনেক অনেক কৃতজ্ঞতা। আপনাদের সকলের প্রতি। এবং সামুর প্রতি। 
সকলের সকল পোষ্ট একসাথৈ ষ্টিকি করার জন্য। 
২৮|  ২৯ শে সেপ্টেম্বর, ২০১৩  রাত ৯:০৭
২৯ শে সেপ্টেম্বর, ২০১৩  রাত ৯:০৭
শিশিরের দুঃখ বলেছেন: অনেক অনেক ধন্যবাদ আপনাকে, খুবই ভালো কাজ করছেন। সুন্দরবন বাচুক, সবুজ বাচুক, বেচে থাকুক সব ঐতিহ্য আর স্বপ্ন । সামুকে ধন্যবাদ এই পোষ্টটা স্টিকি করার জন্য। 
শুভেচ্ছা নিরন্তর,
ভালো থাকুন ।
  ৩০ শে সেপ্টেম্বর, ২০১৩  সকাল ৯:৫৯
৩০ শে সেপ্টেম্বর, ২০১৩  সকাল ৯:৫৯
বিদ্রোহী ভৃগু বলেছেন: সুন্দরবন বাচুক, সবুজ বাচুক, বেচে থাকুক সব ঐতিহ্য আর স্বপ্ন ।  
আমাদের উন্নয়নে ঐতিহ্যকে বিসর্জন দিতে চাইনা।
যারা চায় তারা দেশের শত্রু, ঐতিহ্যর শত্রু।
সুষম চুক্তি আর সবচে কম ক্ষয়ক্ষতির মাধ্যমে বাস্তবায়িত হোক উন্নয়নের ভিত।
২৯|  ২৯ শে সেপ্টেম্বর, ২০১৩  রাত ৯:৫৯
২৯ শে সেপ্টেম্বর, ২০১৩  রাত ৯:৫৯
রাখালছেলে বলেছেন: সরকারের একগুয়েমির কারনও আছে । তারা ভারতের কাছে প্রতিজ্ঞাবদ্ধ । জীবন দিয়ে হলেও তারা তাদের প্রতিজ্ঞা রাখবে । আমরা এতে অবাক হব না । কারন আমাদের রাজনীতিতে দুটি ধারা বিদ্যমান । একজন পাকিস্তানপন্থী আরেকজন ভারতপন্থী । কিন্তু কষ্ট হল আরেক জায়গায় । ছোটকালে শোনতাম পাগলও নিজের ভাল বোঝে । তাহলে কি রাজনীতি যারা করে তারা কি পাগলের অধম । নাকি স্বার্থরক্ষার জন্য বা পকেট ভরার জন্য যা ইচ্ছা তাই করার নাম রাজনীতি । 
   বন্ধ করুন আপনাদের র্কীতিনাশা আক্রমন। 
  ৩০ শে সেপ্টেম্বর, ২০১৩  সকাল ১০:০১
৩০ শে সেপ্টেম্বর, ২০১৩  সকাল ১০:০১
বিদ্রোহী ভৃগু বলেছেন:  ছোটকালে শোনতাম পাগলও নিজের ভাল বোঝে । তাহলে কি রাজনীতি যারা করে তারা কি পাগলের অধম । নাকি স্বার্থরক্ষার জন্য বা পকেট ভরার জন্য যা ইচ্ছা তাই করার নাম রাজনীতি ।
বন্ধ করুন আপনাদের র্কীতিনাশা আক্রমন।  
সেই কীর্তিনাশার লেটেষ্ট খবর দেখুন
রামপাল নিয়ে সমালোচনার মধ্যেই মোট ১৫০০ থেকে ২৫০০ মেগাওয়াট উৎপাদন ক্ষমতার আরো পাঁচটি কয়লাভিত্তিক বিদ্যুত কেন্দ্র স্থাপনের প্রস্তাব অনুমোদন  করেছে ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি।-বিডিনিউজে। 
৩০|  ২৯ শে সেপ্টেম্বর, ২০১৩  রাত ১০:১২
২৯ শে সেপ্টেম্বর, ২০১৩  রাত ১০:১২
অপু তানভীর বলেছেন: আরে সর্বনাশ ! আমার গল্প গুলোর খোজ পেলেন কিভাবে ?? 
 ধন্যবাদ !!
কোন ক্রমেই রামপালে বিদ্যুৎ কেন্দ্র চাই না !  
  ৩০ শে সেপ্টেম্বর, ২০১৩  সকাল ১০:০৩
৩০ শে সেপ্টেম্বর, ২০১৩  সকাল ১০:০৩
বিদ্রোহী ভৃগু বলেছেন: সেকি! বিস্ময় কেন?
না পেলেই না বরং বিস্ময়ের ছিল
অনেক সময় চুপে চুপেই পড়ে যাই... আজ কাজে লেগে গেল। 
ধন্যবাদ সুন্দর সুন্দর গল্পে বলিষ্ট প্রতিবাদের। 
কোন ক্রমেই রামপালে বিদ্যুৎ কেন্দ্র চাই না !  
৩১|  ২৯ শে সেপ্টেম্বর, ২০১৩  রাত ১০:২৫
২৯ শে সেপ্টেম্বর, ২০১৩  রাত ১০:২৫
সাইবার অভিযত্রী বলেছেন: রামপাল প্রকল্প নিয়ে সরকার একগুয়ে মনোভাবে এগিয়ে যাচ্ছে!
  ৩০ শে সেপ্টেম্বর, ২০১৩  সকাল ১০:০৫
৩০ শে সেপ্টেম্বর, ২০১৩  সকাল ১০:০৫
বিদ্রোহী ভৃগু বলেছেন: শুধূ একগুয়ে......
আন্দোলনের প্রতি তথা জনমতের প্রতি বৃদ্ধঙ্গুলি দেখাতেই যেন......
রামপাল নিয়ে সমালোচনার মধ্যেই মোট ১৫০০ থেকে ২৫০০ মেগাওয়াট উৎপাদন ক্ষমতার আরো পাঁচটি কয়লাভিত্তিক বিদ্যুত কেন্দ্র স্থাপনের প্রস্তাব অনুমোদন করেছে ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি।-বিডিনিউজে।!!!!!!!!!!!!!!!!!!
ভাবা যায়। কোন সুস্থ মানুষ, বিম্বের কোন দেশে এরকম স্বৈর ভাবের উদাহরন মিলবে  কি? 
৩২|  ২৯ শে সেপ্টেম্বর, ২০১৩  রাত ১০:৩৪
২৯ শে সেপ্টেম্বর, ২০১৩  রাত ১০:৩৪
নীলতিমি বলেছেন: যেকোনো মূল্যেই সুন্দরবন বিধ্বংসী পরিকল্পনা পরিহার করতে হবে!   
   
 
  ৩০ শে সেপ্টেম্বর, ২০১৩  সকাল ১০:১২
৩০ শে সেপ্টেম্বর, ২০১৩  সকাল ১০:১২
বিদ্রোহী ভৃগু বলেছেন: কোটিবার সহমত।
৩৩|  ২৯ শে সেপ্টেম্বর, ২০১৩  রাত ১০:৪৯
২৯ শে সেপ্টেম্বর, ২০১৩  রাত ১০:৪৯
মুরশীদ বলেছেন: বিদ্রোহী ভৃগু সুন্দরবন রক্ষার আন্দোলনে আপনার ব্লগ মার্চে অংশ নিতে পেরে খুব ভালোলাগছে। কার্যকর এবং প্রশংসনীয় উদ্যোগ। ব্লগ মার্চ সফল হোক ।
  ৩০ শে সেপ্টেম্বর, ২০১৩  সকাল ১০:১৯
৩০ শে সেপ্টেম্বর, ২০১৩  সকাল ১০:১৯
বিদ্রোহী ভৃগু বলেছেন: দারুন বলেছেন।
সত্যিই লং মার্চে প্রতিমুহুর্তে যেন সাথে ছিলাম মনে মনে! 
আপনারা লিখেছৈন বলৈই না এই উদ্যোগ নেয়া গেল। 
সুতরাং সকল প্রশংসা সকল লেখকের!
ধন্যবাদ।
৩৪|  ২৯ শে সেপ্টেম্বর, ২০১৩  রাত ১০:৫৩
২৯ শে সেপ্টেম্বর, ২০১৩  রাত ১০:৫৩
এহসান সাবির বলেছেন: অনেকগুলো পোষ্ট একসাথে, সামুকে ধন্যবাদ এই পোষ্টটা স্টিকি করার জন্য। সুন্দরবন ধ্বংস করে কোন কিছু চাই না।
  ৩০ শে সেপ্টেম্বর, ২০১৩  সকাল ১০:২০
৩০ শে সেপ্টেম্বর, ২০১৩  সকাল ১০:২০
বিদ্রোহী ভৃগু বলেছেন: সামুকে ধন্যবাদ অনেকগুলো পোষ্ট একসাথে  স্টিকি করার জন্য। 
সুন্দরবন ধ্বংস করে কোন কিছু চাই না। 
৩৫|  ২৯ শে সেপ্টেম্বর, ২০১৩  রাত ১১:০২
২৯ শে সেপ্টেম্বর, ২০১৩  রাত ১১:০২
স্বপ্নবাজ অভি বলেছেন:  পক্ষে - বিপক্ষে দুটি সাইডের ই যুক্তিগুলো নিয়ে পর্যালোচনা করলে আসলে কিছু একটা স্থির অবস্থায় আসা যায় ! 
আমাদের বিদ্যুৎ দরকার , অন্য দিকে সুন্দরবনের ও কোন ক্ষতি করা যাবেনা ! 
এক্ষেত্রে বিকল্প ভ্যেনুর প্রস্তাব নিয়েও ভাবা উচিৎ ! আর সুন্দরবনের কিভাবে ক্ষতি হবেনা , ব্যাপারটা পরিস্কার না , কেননা সুন্দরবন পুরোটাই একটা ব্যালেন্সের উপর দাঁড়িয়ে ! সরকারকেই দায়িত্বশীল ভুমিকায় আসা উচিৎ ব্যাপারটা নিয়ে ! 
এখানে সবচেয়ে বড় সমস্যা হচ্ছে ভারতের সাথে কোন চুক্তি কিংবা প্রজেক্টেই বাংলাদেশ কিছু পায়নি , তাই সাধারণ মানুষের আস্থা টাও নেই ! 
  ৩০ শে সেপ্টেম্বর, ২০১৩  সকাল ১০:৩৪
৩০ শে সেপ্টেম্বর, ২০১৩  সকাল ১০:৩৪
বিদ্রোহী ভৃগু বলেছেন: বিষয়টায় আপত্তিও প্রবল সেখানেই। ! সরকারকেই দায়িত্বশীল ভুমিকায় আসা উচিৎ ব্যাপারটা নিয়ে ! 
কিন্তু তারা সে ভূমিকায় না এসে- আমি বলেছীতো বলেছি এই টাইপের একগুয়েমিতে আক্রান্ত!!!
অনেকে বলে মিশন বানিজ্যের কথা
আর চুক্তির শর্ত সমূহ সবই বাংলাদেশের স্বার্থের বিপক্ষে যায়!
এরকম অসম চুক্তি এইরকম স্পর্শকাতর সেক্টরে কিভাবে করে???
তার উপর এমন এক দেশের সাথে যারা আজ পর্যণ্ত কুনো চুক্তি যথাযথ বাস্তবায়ন করেনি..তিনবিঘা বেরুবাড়ী, ফারাক্কা, তিস্তা, বানিজ্যে অসমতা, বেরিয়ার, স্যাটেলাইট বানিজ্যে, একমূখিতা সহ বহু বহু বিষয়ে তারা বন্ধুত্বের প্রমাণ দিতে ব্যর্ত হয়েছে।
সেখানে এই সেনসেটিভ সেক্টরের নিয়ন্ত্রন তাদের হাতে দেওয়া আত্মহত্যার শামিল। 
৩৬|  ২৯ শে সেপ্টেম্বর, ২০১৩  রাত ১১:০৫
২৯ শে সেপ্টেম্বর, ২০১৩  রাত ১১:০৫
হায়দার সুমন বলেছেন: এতো প্রতিবাদ, তবু কেন রামপাল বিদ্যুৎ কেন্দ্র। বাংলাদেশে কি আর জায়গা নেই?
পোষ্টে +++++++++++++++++++++++ 
বাঁচাও সুন্দরবন 
  ৩০ শে সেপ্টেম্বর, ২০১৩  সকাল ১০:৩৮
৩০ শে সেপ্টেম্বর, ২০১৩  সকাল ১০:৩৮
বিদ্রোহী ভৃগু বলেছেন: হায়দার সুমন বলেছেন: এতো প্রতিবাদ, তবু কেন রামপাল বিদ্যুৎ কেন্দ্র ?????
সুন্দরবন ধ্বংসে তাদের চক্রান্ত কিনা কথিয়ে দেখা যেতে পারে। কারণ তারা দীর্ঘমেয়াদে খেলে।
আর চুক্তির অসম শর্তও অদ্ভুত হাস্যকর এবং বাংলাদেশের স্বার্থবিরোধী।
৩৭|  ২৯ শে সেপ্টেম্বর, ২০১৩  রাত ১১:১৭
২৯ শে সেপ্টেম্বর, ২০১৩  রাত ১১:১৭
কান্ডারি অথর্ব বলেছেন: 
সুন্দরবন বেঁচে থাকুক সুন্দর ভাবে আমাদের মাঝে 
  ৩০ শে সেপ্টেম্বর, ২০১৩  সকাল ১০:৪০
৩০ শে সেপ্টেম্বর, ২০১৩  সকাল ১০:৪০
বিদ্রোহী ভৃগু বলেছেন: আমরা থাকব না কিন্তু সুন্দরবন থাকবে- যেমন আছে অতীত থেকে আজব্দি!!! 
ধন্যবাদ।
৩৮|  ২৯ শে সেপ্টেম্বর, ২০১৩  রাত ১১:২০
২৯ শে সেপ্টেম্বর, ২০১৩  রাত ১১:২০
শাবালক ফায়েক বলেছেন: ধন্যবাদ
  ৩০ শে সেপ্টেম্বর, ২০১৩  সকাল ১০:৪০
৩০ শে সেপ্টেম্বর, ২০১৩  সকাল ১০:৪০
বিদ্রোহী ভৃগু বলেছেন: সেইম টু ইউ 
৩৯|  ২৯ শে সেপ্টেম্বর, ২০১৩  রাত ১১:২৩
২৯ শে সেপ্টেম্বর, ২০১৩  রাত ১১:২৩
তন্দ্রা বিলাস বলেছেন: কান্ডারী অথর্ব বলেছেন:
সুন্দরবন বেঁচে থাকুক সুন্দর ভাবে আমাদের মাঝে 
  ৩০ শে সেপ্টেম্বর, ২০১৩  সকাল ১০:৪২
৩০ শে সেপ্টেম্বর, ২০১৩  সকাল ১০:৪২
বিদ্রোহী ভৃগু বলেছেন:  আমরা থাকব না কিন্তু সুন্দরবন থাকবে- যেমন আছে অতীত থেকে আজব্দি!!!
ধন্যবাদ।  
৪০|  ২৯ শে সেপ্টেম্বর, ২০১৩  রাত ১১:২৩
২৯ শে সেপ্টেম্বর, ২০১৩  রাত ১১:২৩
ঢাকাবাসী বলেছেন: চমৎকার! আমারা এখনো বলছি বলব সুন্দরবন বাঁচাও পরিবেশ বাঁচাও দেশ বাঁচাও। একদল ভীতু কমিশনখোরদের কাছে আমরা হারতে পারিনা। স্টিকি করার জন্য সামুকে ধন্যবাদ। পোষ্টে ++++++++++++++++++।
  ৩০ শে সেপ্টেম্বর, ২০১৩  সকাল ১০:৪৩
৩০ শে সেপ্টেম্বর, ২০১৩  সকাল ১০:৪৩
বিদ্রোহী ভৃগু বলেছেন:  সবচে বড় কমিশন বেঁচে থাকা!!!
ঠিকমতো যদি লৌড়ানি দিতে পারেন- কসম দেখবেন জানের কমিশনটা ঠিক রাখতেই পেরশান থাকবে।
লোভী আর কমিশন খোররা ভীতু হয়!!!
তাদের উপমা বার্কিং ডগ....
আচ্ছামতো লাঠি -পাথর লইয়া তাড়ান- দেখবেন লেজ গুটিয়ে পালাবে!! দুই চারটা খেকুর তো দেবেই -তাতে দমলে চলবে না...
এয়ারপোর্ট দেখেন নাই বিলের জলে কেমনে কমিশন সহ হারায় গেছে!! 
জনতার ঐক্য জিন্দাবাদ।  
৪১|  ২৯ শে সেপ্টেম্বর, ২০১৩  রাত ১১:২৯
২৯ শে সেপ্টেম্বর, ২০১৩  রাত ১১:২৯
এইচ আর খান বলেছেন: অন্তর থেকে ধন্যবাদ আপনাকে । পোষ্টটি খুব কাজের হয়েছে । সবার একক প্রয়াসকে আপনি একত্রিত করেছেন। আমাদের প্রচেষ্টা সফল হোক । সুন্দরবন বেচে থাকুক পৃখিবী ধ্বংসের দিন পর্যন্ত ।
  ৩০ শে সেপ্টেম্বর, ২০১৩  সকাল ১০:৪৫
৩০ শে সেপ্টেম্বর, ২০১৩  সকাল ১০:৪৫
বিদ্রোহী ভৃগু বলেছেন: অনেক কৃতজ্ঞতা আপনার প্রতিও। 
সকলের প্রচেষ্টা সফল হোক। সকলের লেখনি হয়ে উঠুক সমাজ বদল দেশ রক্ষা আর ভালবাসার হাতিয়ার।
৪২|  ২৯ শে সেপ্টেম্বর, ২০১৩  রাত ১১:৩৯
২৯ শে সেপ্টেম্বর, ২০১৩  রাত ১১:৩৯
বাংলার তৌহিদ বলেছেন: কিছুই কমু না শুধু এই কথাটা বলবো যে পাগলেও নিজের ভালো বুঝে কিন্তু আমাদের সরকার গুলো এই পাগলদের কাতারেও পড়ে না।কারন সবাই জানে রামপাল সুন্দরবনকে ধংশ করবে এটা জানার জন্য কোন পরিবেশবিদ হওয়া লাগে না কমন সেন্স থাকলেই হয়।তারপরেও কোন কোন দায়িত্বশীল ব্যাক্তি এই সুন্দরবন ধংস করার জন্য যেনো উঠে পড়ে লেগেছে কারন তাদের ব্যাংক একাউন্ট এ টাকা টা এসেছে ডলার হয়ে নয় রুপি হয়ে।
-------------------------------------------------------------------------------
বাংলাদেশে নেতা হওয়া খুব সহজ কিন্তু দেশ প্রেমিক নেতা হওয়া খুব খুব কঠিন।
  ৩০ শে সেপ্টেম্বর, ২০১৩  সকাল ১১:০৯
৩০ শে সেপ্টেম্বর, ২০১৩  সকাল ১১:০৯
বিদ্রোহী ভৃগু বলেছেন: বাংলাদেশে নেতা হওয়া খুব সহজ কিন্তু দেশ প্রেমিক নেতা হওয়া খুব খুব কঠিন।  
কঠিন ভাবে সহমত।
কিন্তু আমাদের এখন প্রয়োজন কঠিন একদল দেশপ্রেমিক নেতা...
৪৩|  ২৯ শে সেপ্টেম্বর, ২০১৩  রাত ১১:৫১
২৯ শে সেপ্টেম্বর, ২০১৩  রাত ১১:৫১
নুসরাতসুলতানা বলেছেন: এ্যাড মনজিল মোরশেদ হাইকোর্টে রীট করেছেন আজ রামপাল প্রকল্পের স্হগিতাদেশ চেয়ে। এবার আমরা আশা করতে পারি একটা পজেটিভ রেজাল্ট আসবে। তথ্যটা পোষ্টে এড করা যায় কি ?????
  ৩০ শে সেপ্টেম্বর, ২০১৩  সকাল ১১:০৯
৩০ শে সেপ্টেম্বর, ২০১৩  সকাল ১১:০৯
বিদ্রোহী ভৃগু বলেছেন: জ্বি। যুক্ত করে দিয়েছি। 
ধন্যবাদ।
৪৪|  ৩০ শে সেপ্টেম্বর, ২০১৩  রাত ১২:২৯
৩০ শে সেপ্টেম্বর, ২০১৩  রাত ১২:২৯
জানা বলেছেন: 
হাইকোর্টে রীট করা হয়েছে রামপাল প্রকল্পের স্থগিতাদেশ চেয়ে।
Click This Link
  ৩০ শে সেপ্টেম্বর, ২০১৩  সকাল ১০:১৭
৩০ শে সেপ্টেম্বর, ২০১৩  সকাল ১০:১৭
বিদ্রোহী ভৃগু বলেছেন: আপডেট হিসেবে যুক্ত করে দিয়েছি।
অনেক অনেক ধন্যবাদ। 
সামু সময়ের সাথে সময়ের প্রয়োজনে সবসময় এভাবেই থাকুক দেশ এবং জনতার পাশে।
৪৫|  ৩০ শে সেপ্টেম্বর, ২০১৩  রাত ১২:৪৯
৩০ শে সেপ্টেম্বর, ২০১৩  রাত ১২:৪৯
 আমিনুর রহমান বলেছেন: 
রামপাল প্রকল্পে স্থিতাবস্থা চেয়ে রিট, শুনানি সোমবার  
পোষ্টে আপডেট করে দিতে পারেন এই নিউজটা।
  ৩০ শে সেপ্টেম্বর, ২০১৩  সকাল ১১:১০
৩০ শে সেপ্টেম্বর, ২০১৩  সকাল ১১:১০
বিদ্রোহী ভৃগু বলেছেন: অনেক ধন্যবাদ।
আপডেট করা হয়েছে।
৪৬|  ৩০ শে সেপ্টেম্বর, ২০১৩  রাত ১:৩০
৩০ শে সেপ্টেম্বর, ২০১৩  রাত ১:৩০
ইরফান আহমেদ বর্ষণ বলেছেন: সংগ্রহে রাখলাম।
  ৩০ শে সেপ্টেম্বর, ২০১৩  সকাল ১১:১১
৩০ শে সেপ্টেম্বর, ২০১৩  সকাল ১১:১১
বিদ্রোহী ভৃগু বলেছেন: অনেক ধন্যবাদ।
৪৭|  ৩০ শে সেপ্টেম্বর, ২০১৩  রাত ১:৪৯
৩০ শে সেপ্টেম্বর, ২০১৩  রাত ১:৪৯
শান্তির দেবদূত বলেছেন: ভাল একটা কাজ করেছেন। 
আমি মাঝেমাঝে ভাবি কারা এই সব দেশপ্রেমিকের দল যাদের কাছে মনে হয়, টিপাইমুখ বাধ হলে বাংলাদেশ লাভবান হবে, ট্রানজিট ফি নিলে দেশের জন্য লজ্জা, ইন্ডিয়া থেকে আনা শিশুদের টীকায় ভেজাল ছিল না, সীমান্ত হত্যা কোন ব্যাপার না, রামপাল বিদ্যুৎ কেন্দ্র হলে সুন্দরবনের কোন ক্ষতি হবে না! এরা আসলেই কি দেশপ্রেমিক? লজ্জা লাগছে বলতে একসময় এই দেশপ্রেমিকের দলের ছাত্রসংগঠনে আমিও ছিলাম!
অবস্থা দেখে মনে হচ্ছে "যেহেতু সরকার বলছে এটা দেশের মঙ্গলের জন্য প্রয়োজন, চোখ বন্ধ করে বলে দেওয়া যায় এটা দেশের জন্য ক্ষতিকর"  
 
  ৩০ শে সেপ্টেম্বর, ২০১৩  সকাল ১১:১২
৩০ শে সেপ্টেম্বর, ২০১৩  সকাল ১১:১২
বিদ্রোহী ভৃগু বলেছেন: মাঝেমাঝে ভাবি কারা এই সব দেশপ্রেমিকের দল যাদের কাছে মনে হয়, টিপাইমুখ বাধ হলে বাংলাদেশ লাভবান হবে, ট্রানজিট ফি নিলে দেশের জন্য লজ্জা, ইন্ডিয়া থেকে আনা শিশুদের টীকায় ভেজাল ছিল না, সীমান্ত হত্যা কোন ব্যাপার না, রামপাল বিদ্যুৎ কেন্দ্র হলে সুন্দরবনের কোন ক্ষতি হবে না! এরা আসলেই কি দেশপ্রেমিক? ?????
আমারতো মনে হয় এদের নূন্যতম বোধটুকুনও আছে কিনা??
শেয়ালের হুক্কাহুয়ার মতো এদের আচরণ। দুঃখজনক।
৪৮|  ৩০ শে সেপ্টেম্বর, ২০১৩  রাত ২:২৯
৩০ শে সেপ্টেম্বর, ২০১৩  রাত ২:২৯
*কুনোব্যাঙ* বলেছেন: রামপাল ইস্যু ভিত্তিক পক্ষ বিপক্ষের পোষ্ট মিলিয়ে চমৎকার এবং সময়োপযোগী সংকলন। বিদ্যুৎ আমাদের প্রয়োজন তবে সেটা আমাদের ভালোবাসার ধন সুন্দরবনের বিনিময়ে নয়।
  ৩০ শে সেপ্টেম্বর, ২০১৩  সকাল ১১:১৫
৩০ শে সেপ্টেম্বর, ২০১৩  সকাল ১১:১৫
বিদ্রোহী ভৃগু বলেছেন: বিদ্যুৎ আমাদের প্রয়োজন তবে সেটা আমাদের ভালোবাসার ধন সুন্দরবনের বিনিময়ে নয়।  
এবং আন্তদেশীয় চুক্তিতে মিনিমাম যে ক্লজ টুকু থাকার তাও নেই এতে! ৯০ ভাগই তাদের অনুকুলে!!অথচ দায় ক্ষতি সব বাংলাদেশের!!!
স্ব-ঘোষিত বিশ্ব সেরা দেশপ্রেমিকের দলের একি উপহার!!!!!!!
৪৯|  ৩০ শে সেপ্টেম্বর, ২০১৩  রাত ২:৩৭
৩০ শে সেপ্টেম্বর, ২০১৩  রাত ২:৩৭
নিহন বলেছেন: sob post share hobe...asa kori page ta dekben...
Click This Link 
  ৩০ শে সেপ্টেম্বর, ২০১৩  সকাল ১১:১৬
৩০ শে সেপ্টেম্বর, ২০১৩  সকাল ১১:১৬
বিদ্রোহী ভৃগু বলেছেন: ধন্যবাদ।
যুক্ত করে দিয়েছি। 
  ৩০ শে সেপ্টেম্বর, ২০১৩  সকাল ১১:২১
৩০ শে সেপ্টেম্বর, ২০১৩  সকাল ১১:২১
বিদ্রোহী ভৃগু বলেছেন: আরো লিংক থাকলে যুক্ত করে দেবেন প্লিজ
৫০|  ৩০ শে সেপ্টেম্বর, ২০১৩  ভোর ৬:০৭
৩০ শে সেপ্টেম্বর, ২০১৩  ভোর ৬:০৭
পাঠক লাল গোলদার বলেছেন: আমার পোষ্টটা যুক্ত করতে পারেন।
Click This Link
  ৩০ শে সেপ্টেম্বর, ২০১৩  সকাল ১১:১৮
৩০ শে সেপ্টেম্বর, ২০১৩  সকাল ১১:১৮
বিদ্রোহী ভৃগু বলেছেন: লিংকের জন্য ধন্যবাদ।
যুক্ত হয়েছে। একবারে চোখে না পড়ায় দুঃখিত 
৫১|  ৩০ শে সেপ্টেম্বর, ২০১৩  ভোর ৬:৫৬
৩০ শে সেপ্টেম্বর, ২০১৩  ভোর ৬:৫৬
টি-ভাইরাস বলেছেন: 
  ৩০ শে সেপ্টেম্বর, ২০১৩  সকাল ১১:২৫
৩০ শে সেপ্টেম্বর, ২০১৩  সকাল ১১:২৫
বিদ্রোহী ভৃগু বলেছেন: না না না!!!!!!!!!!!!!!!! বাঘ মামা যাবেন না প্লিজ। 
এ দেশে এখনো দেশপ্রেমিক, পরিবেশ প্রমিক মানুষ আছে।
সুন্দরবন যেমন আছে তেমনই রবে। ইনশাল্লাহ।
  ০৪ ঠা অক্টোবর, ২০১৩  রাত ৯:১৭
০৪ ঠা অক্টোবর, ২০১৩  রাত ৯:১৭
বিদ্রোহী ভৃগু বলেছেন: সুন্দরবন, তুমি আমার বাংলাদেশের বাইরের কিছু না। ভালোবাসি সুন্দরবনকে ঠিক যতটা ভালোবাসি বাংলাদেশকে।
এর বাইরে যারা শুধূ দলান্ধতায় সত্য মিথ্যের প্রভেদ ভুলে যায়
যারা ভুলের পক্ষে সাফাই গায় তাদের নিয়ে শুধু ঐ কবিতা খানি পরিবর্ততিত রুপে মনে পড়ে-
সে সব বঙ্গে জন্মি হিংসে সুন্দরবন
সে সব কাহার জন্ম নির্ণয়ে কোনজন!!!!!! 
৫২|  ৩০ শে সেপ্টেম্বর, ২০১৩  সকাল ৯:৫৩
৩০ শে সেপ্টেম্বর, ২০১৩  সকাল ৯:৫৩
বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন: কি করছেন ভাই ? সব পোস্ট এক সাথে অনেক পোস্ট পড়া হয় নাই এবার পড়তে পারব। ধন্যবাদ ভাই।
  ৩০ শে সেপ্টেম্বর, ২০১৩  দুপুর ১:১৬
৩০ শে সেপ্টেম্বর, ২০১৩  দুপুর ১:১৬
বিদ্রোহী ভৃগু বলেছেন: ধন্যবাদ। 
এবার পড়তে পারব..আপনাদের কাজে আসল তবেই পরিশ্রম সার্থক।
নিন তো পড়া শুরু করে দিন 
৫৩|  ৩০ শে সেপ্টেম্বর, ২০১৩  সকাল ৯:৫৭
৩০ শে সেপ্টেম্বর, ২০১৩  সকাল ৯:৫৭
চারু এবং আমি বলেছেন: +++++++++++++++++++++++++++++++
অপেক্ষায় ছিলাম এমন একটি পোস্টের জন্য.................................।।
  ৩০ শে সেপ্টেম্বর, ২০১৩  দুপুর ১:১৭
৩০ শে সেপ্টেম্বর, ২০১৩  দুপুর ১:১৭
বিদ্রোহী ভৃগু বলেছেন: আপনার অপেক্ষার প্রহর শেস হলো তবে  
 
অনেক অনেক ধন্যবাদ। 
সুন্দরবন বেঁচে গেলে তবেই না আমাদের সকল অপেক্ষা পূর্ণ হয়।
৫৪|  ৩০ শে সেপ্টেম্বর, ২০১৩  সকাল ১১:১৬
৩০ শে সেপ্টেম্বর, ২০১৩  সকাল ১১:১৬
মনিরা সুলতানা বলেছেন:  অনেক অনেক ধন্যবাদ জানবেন । 
এই পোস্ট এর জন্য ...
  ৩০ শে সেপ্টেম্বর, ২০১৩  দুপুর ১:৪১
৩০ শে সেপ্টেম্বর, ২০১৩  দুপুর ১:৪১
বিদ্রোহী ভৃগু বলেছেন: অনেক অনেক কৃতজ্ঞতা । 
সুন্দরবন বাঁচলে আমরা বাঁচব, এটি একটি বিশ্ব সম্পদ, বিশ্বে অনন্য এক বন।
প্রতিরক্ষা, অর্থ, বিদ্যুত এগুলৌ সবচে স্পর্শকাতর বিষয়। এগুলো সব সময়ই নিজেদের নিয়ন্ত্রনে রাখতে হয়।
অথচ কি বোকার মতো ভীষন রকম অসম শর্তে আমাদের সরকার চুক্তি করেছে!!!
এবং নিজেদের নিরাপদ ভবিষ্যতের রিমোট অন্যের হাতে তুলে দিতে চাইছৈ!!!!!!
রামপাল প্রকল্প বন্ধ কর।
সুন্দরবন বাঁচাও, দেশ বাঁচাও।
৫৫|  ৩০ শে সেপ্টেম্বর, ২০১৩  সকাল ১১:২৮
৩০ শে সেপ্টেম্বর, ২০১৩  সকাল ১১:২৮
অদৃশ্য বলেছেন: 
আজকের রসআলোর কভার ফটোটা দুর্দান্ত... 
৯০ এর জনগন আর আজকের জনগনের মাঝে অনেক পার্থক্য... 
শুভকামনা...
  ৩০ শে সেপ্টেম্বর, ২০১৩  বিকাল ৪:৩২
৩০ শে সেপ্টেম্বর, ২০১৩  বিকাল ৪:৩২
বিদ্রোহী ভৃগু বলেছেন: আপ করে দিননা...
সকলেই শেয়ার করুক দুর্দান্ত ভাবনাটুকু.....
নাহ পার্থক্য বো:করি খুব একটা ব্যবধান না। যতটা ব্যভধান উপস্থাপনায়। সরকার তার ব্যর্থতাকে যেভাবে রিকভারি দিতে ইন্টেলেকচুয়ালিটি ইউ করছে- বিরোধীরা পায়ে পায়ে ইস্যু পেয়েও তা উপস্থাপনে ব্যর্থ হয়েছে।
আজ শুধূ রিভার্স পজিশনে নিয়ে এই রামপাল ইষ্যু নিয়েই ভাবেন!!
তুলকালাম করে ফেলতা তারা!! এটা বিরোধীদের ব্যর্থতাও বটে।
ধন্যবাদ
৫৬|  ৩০ শে সেপ্টেম্বর, ২০১৩  দুপুর ১:১৭
৩০ শে সেপ্টেম্বর, ২০১৩  দুপুর ১:১৭
বাংলার আকাশ বলেছেন: দশ এর লাঠিতে কাজ হবে ইনশাল্লাহ , ধন্যবাদ ভাই।
  ৩০ শে সেপ্টেম্বর, ২০১৩  বিকাল ৪:৩৩
৩০ শে সেপ্টেম্বর, ২০১৩  বিকাল ৪:৩৩
বিদ্রোহী ভৃগু বলেছেন: দশে মিলি করি কাজ
হারি জিতি নাহি লাজ....
কিন্তু দশে মিলটাই যে করতে পারি না ...
বিরোধী দলের আরও এক্টিভ ভুমিকা দরকার ছিল রামপাল নিয়ে....
কারণ এটা ব্যক্তি কেন্দ্রিক কিছূ না পুরো দেশের দশের ভবিষ্যতের প্রশ্ন। 
৫৭|  ৩০ শে সেপ্টেম্বর, ২০১৩  দুপুর ১:৩৮
৩০ শে সেপ্টেম্বর, ২০১৩  দুপুর ১:৩৮
সোহানী বলেছেন: সরকারের টনক কিভাবে নড়বে আমি বুঝি না কারন এক আবুলের জন্য পদ্মা সেতু হারালাম এবার কোন আবুলের জন্য সুন্দরবন হারাবো.... ব্যাক্তিগত পার্সেন্টেজ কি দেশ থেকেও বড়?????
চাই না বিদ্যুৎ সুন্দরবনের বিনিময়ে..............
  ৩০ শে সেপ্টেম্বর, ২০১৩  বিকাল ৪:৫৪
৩০ শে সেপ্টেম্বর, ২০১৩  বিকাল ৪:৫৪
বিদ্রোহী ভৃগু বলেছেন: এই শান্ত কথা বোধকরি তাহাদের নিদ্রা টুটিবে না।
ওরে সবুজ ওরে আমার কাঁচা...
রবিঠাকুরের আধ মরাদের ঘা মেরে তুই বাঁচা ..
সূত্রানুসারে যদি তাহা সম্ভব হয়!! 
কথা হইল...বিড়ালের গলায় ঘন্টা বাধীবার মতো 
আধমরাদের মস্তকে ঘাটি মারিবে কে??? 
৫৮|  ৩০ শে সেপ্টেম্বর, ২০১৩  বিকাল ৩:২৯
৩০ শে সেপ্টেম্বর, ২০১৩  বিকাল ৩:২৯
ভোরের সূর্য বলেছেন: সুন্দর বন নিয়ে এত প্রপাগান্ডা যে আসল সত্যটাকে খুঁজে বের করাটাই কঠিন। ভাল কথা আমাদের বিদ্যুত লাগবে।এর জন্য সীমান্তের কাছে জমি লাগবে তাহলে সেটা কি দেশের অন্য কোথাও পাওয়া যেতনা? আবার সাথে সাথে এটাও মনে হয় যে সুন্দরবন ধ্বংসের সাথে ভারতের কি লাভ বা বাংলাদেশ সরকারের কি লাভ।কারন আওয়ামীলিগের ভারত প্রীতি আছে বুঝলাম আবার ভারত বাংলাদেশের সাথে ব্যাবসা করে তারা নিজেদের লাভ নিয়ে যাবে।আওয়ামী সরকারের লোকেরা লাভের ভাগ পাবে কিন্তু সেটা তো যশোর,রাজশাহী,দিনাজপুর,পঞ্চগর সীমান্তে এই কেন্দ্রটি হলেও এক ব্যাপার হত।ভারতের কাজ যতটা পারা যায় পারলে বাংলাদেশ কে ১% দিয়ে বাকি ৯৯% লাভ নিজের দেশে নিয়ে যাওয়া।সেটা তো দেশের যেকোন জায়গায় জমি দিলেও ঘটবে।পরিবেশবিদ দের যুক্তিগুলো শক্ত কিন্তু আসলে কিছু নিশ্চিত হতে পারছিনা। 
আরেকটা কথা সুন্দরবনের ধ্বংসের কথা যখন বলা হলই তখন বলি।আরো অনেকভাবেই তিলে তিলে সুন্দর বন ধ্বংস হচ্ছে সে খবর কি আমরা রাখি বা সেসব নিয়ে কেন আন্দোলন করিনা।গড়ে প্রতি মাসেই খবর বেড় হয় হরিণের মাংস বিক্রি নিয়ে,পশুপাখি পাচার নিয়ে,বনদশ্যূ নিয়ে বা যারা বনে পারমিট নিয়ে যায় তারা বনের ক্ষতি করছে এরকম অনেক কিছু।আচ্ছা কিছুদিন আগে বাঘের ৩টি বাচ্ছা ধরা পড়েছিল।বলা হয়ে থাকে যে বাঘিনী কে হত্যা না করে বাঘের বাচ্চা ধরা নাকি সম্ভব না। সেখানে ৩টী বাচ্চা ধরা পড়লো। যেখানে সারা সুন্দরবনে বাঘ আছে ৪০০টির মতন সেখানে একটি বাঘকে মেরে ফেলা বা ৩টি বাচ্চা ধরা পরা বিশাল ব্যাপার।অনেক আছে যেগুলো তো ধরাই পরছেনা আইনশৃংখলা বাহিনীর কাছে।সেগুলোর খবর কে রাখে।তো সেই সময় পাচারকারী কি ধরা পরেছে?শাস্তি হইয়েছে বা এটা নিয়ে আন্দোলন হয়েছে বলে শুনিনি।  
  ৩০ শে সেপ্টেম্বর, ২০১৩  রাত ৮:৩১
৩০ শে সেপ্টেম্বর, ২০১৩  রাত ৮:৩১
বিদ্রোহী ভৃগু বলেছেন:  আপনার যুক্তিগুলো অনেকটা একটা অন্যায় দিয়ে আরেকটা অন্যায়কে জাস্টিফাই করার চেষ্টার মতো!
ধরুন সুন্দরবন ঘিরে যে চক্র তারা অপরাধী। অবশ্যই তারা প্রচলিত আনিের আওতায় শাস্তিযোগ্য। কিন্তু তার মানে এই না- এক চোরে চুরি করছে বইলা আমি ঘরের দরজা খুইলা দেব- আয় সব নিয়ে যা!!!!!বলে??
ঐ ক্ষতিটাও যেমন বন্ধ করতে হবে,  আর এই ক্ষতিটা হতেই দেয়া যাবে না। কারণ ঐটা রিকভারি সম্ভব। অভয়ারণ্য বাস্তবায়নে দৃঢ় হলেই হরিণ অসংক্য বেড়ে যাবে; বাঘও ৪০০ থেকে হাজার হয়ে যাবে বলেই আশঅ করা যায়!!!!
আসুন এই বড় ধ্বংস প্রতিরোধ করি আর ছোট অন্যায়কেও বন্ধ করি।
সকলে সম্মিলিত ভাবে।।
৫৯|  ৩০ শে সেপ্টেম্বর, ২০১৩  বিকাল ৩:৫২
৩০ শে সেপ্টেম্বর, ২০১৩  বিকাল ৩:৫২
দীপ্তপন বলেছেন: এই চুক্তি বাস্তবায়ন না হোক আর দেশবিরোধী দালাদের খায়েশ পুরন না হোক। আমি,আমরা,সুন্দরবন এবং আমার এই বাংলাদেশ একদিন আপনাকে এবং পোষ্টের সকল লেখকে স্বরন করবে। তবে সুন্দরবনকে রক্ষা করে যেন সকলের মনে সকল লেখকের লেখনি স্বার্থক হোক।
  ০১ লা অক্টোবর, ২০১৩  সকাল ৯:৪৫
০১ লা অক্টোবর, ২০১৩  সকাল ৯:৪৫
বিদ্রোহী ভৃগু বলেছেন: ইউনেস্কো ঘোষিত ওয়ার্লড হেরিটেজ এর অন্র্তভূক্ত দেশের এবং বিশ্বের একমাত্র ম্যানগ্রোভ বন সুন্দরবন।
তবেকি এটাই সত্যি নেতা-নীতিনির্ধারকরা সব আত্মঘাতি !!! ব্যক্তি স্বার্থের কাছৈ দেশ এবং দশের চেয়ে বড় হয়ে গেল!!!
ধ্বংসহোক স্বার্থবাদীদের চক্রান্ত!
ধ্বংসহোক তাদের গোপন পরিকল্পনা।
ধ্বংস হোক দেশবিরোধী সকল কুচক্র!!!
৬০|  ৩০ শে সেপ্টেম্বর, ২০১৩  বিকাল ৪:৫০
৩০ শে সেপ্টেম্বর, ২০১৩  বিকাল ৪:৫০
এস এইচ খান বলেছেন: শেষ প্যারায় যাহা বলিলেন তাহাতে নিশ্চিত ভাবে বলা যায়, উনারা আরও একবার পাগল হইয়া গিয়াছে  
 
পোস্টে +
  ০১ লা অক্টোবর, ২০১৩  সকাল ৯:৪৮
০১ লা অক্টোবর, ২০১৩  সকাল ৯:৪৮
বিদ্রোহী ভৃগু বলেছেন: আর কুন স্দেহ নাই  
 
পদ্মা নিয়াও এইরাম করছিল মনে আছে-- ১টাই যখন যায় যায় তখন ২য়টার টেন্ডার আহবান করে!!!!!
উন্মাদনার কুন স্তরে পরে তা ভাবার মতো বিষয় বটে!!!
ধন্যবাদ।
৬১|  ৩০ শে সেপ্টেম্বর, ২০১৩  বিকাল ৫:২১
৩০ শে সেপ্টেম্বর, ২০১৩  বিকাল ৫:২১
রোদ বৃিষ্ট মেঘের দেশে বলেছেন: পৄথিবীর প্রতিটি স্বাধীন দেশের নাগরিকদের একটা স্বতন্ত্র পরিচয় থাকে।আর থাকে গর্ব করার মত স্বতন্ত্র ঐতিহ্য।তেমনি আমাদের পরিচয় আমরা বাংলাদেশি।সুন্দরবন আমাদের জাতীয় ঐতিহ্য।কোনক্রমেই এই বিশ্ব আইকনকে আমরা ধংশ হতে দিতে পারিনা।সুন্দরবনকে ধংশের হাত রক্ষা করা প্রতিটি দেশপ্রেমিক নাগরিকের পবিত্র দায়িত্ব।বিদ্যুত উৎপাদনের বহু বিকল্প রয়েছে।আত্মঘাতী বিদ্যুত প্রজেক্টের কোন দরকার নাই আমাদের। আমি সেই সকল বীরসেনানীদেরকে অন্তরের  অন্তরস্থল থেকে সালাম জানাই যারা  দেশপ্রেম ঊজ্জীবিত হয়ে সুন্দরবন রক্ষায় প্রতিনিয়ত অনলাইণে-অফলাইনে কাজ করে যাচ্ছেন।
ব্লগার বিদ্রোহী ভৃগু ভাইকে অসংখ্য ধণ্যবাদ একটি জাতীয় গুরুত্বপুর্ন বিষয়ে সময় উপযোগী পোষ্ট  দেবার জন্য।একই সাথে ধন্যবাদ জানাই সামুকে পোষ্টটি স্টিকি করার জন্য।
  ০১ লা অক্টোবর, ২০১৩  সকাল ৯:৫২
০১ লা অক্টোবর, ২০১৩  সকাল ৯:৫২
বিদ্রোহী ভৃগু বলেছেন: সুন্দরবনকে ধংশের হাত রক্ষা করা প্রতিটি দেশপ্রেমিক নাগরিকের পবিত্র দায়িত্ব।বিদ্যুত উৎপাদনের বহু বিকল্প রয়েছে।আত্মঘাতী বিদ্যুত প্রজেক্টের কোন দরকার নাই আমাদের। 
অক্ষরে অক্ষরে সহমত। 
ধন্যবাদ। 
সকলের চেতনা দেখুন কেমন সত্যের প্রতি একাত্ব! হাজারে লাখো ভীরে ভিন্নতা মাত্র ২-৪ জনে!!
গণমানুষের মনেও একই চেতনা। 
সরকার আশা করি জনমতকে সম্মান করে, দেশ এবং বিশ্বের গর্বেকে রক্ষা করবেন।
রামপাল স্থগিত করে, পুন: স্থান নির্বাচনে গণ বিজ্ঞপ্তি দিতে পারেন,
এবং অবশ্যই শর্ত সমূহ পুন: পারস্পারিক সাম্যতার ভিত্তিক করে নতুন চিক্তি করে দেশ এবং জনতার স্বার্থ রক্ষা করবেন।
৬২|  ৩০ শে সেপ্টেম্বর, ২০১৩  সন্ধ্যা  ৭:২৮
৩০ শে সেপ্টেম্বর, ২০১৩  সন্ধ্যা  ৭:২৮
তাসনুভা সাখাওয়াত বীথি বলেছেন: আমরা বিদ্যিৎ চাই কিন্তু সুন্দরবনের ক্ষতি করে নয় । বিদ্রোহী ভৃগু আপনাকে ধন্যবাদ ।
  ০১ লা অক্টোবর, ২০১৩  সকাল ১০:০৭
০১ লা অক্টোবর, ২০১৩  সকাল ১০:০৭
বিদ্রোহী ভৃগু বলেছেন: মেঘ বৃষ্টি রোদের প্রতিটি অক্ষরে সহমত...
সুন্দরবনকে ধংশের হাত রক্ষা করা প্রতিটি দেশপ্রেমিক নাগরিকের পবিত্র দায়িত্ব।বিদ্যুত উৎপাদনের বহু বিকল্প রয়েছে।আত্মঘাতী বিদ্যুত প্রজেক্টের কোন দরকার নাই আমাদের। 
আমরা বিদ্যুত চাই, কিন্তু সুন্দরবন ধ্বংস করে নয়।
ধন্যবাদ আপনাকেও। 
৬৩|  ৩০ শে সেপ্টেম্বর, ২০১৩  রাত ৮:১২
৩০ শে সেপ্টেম্বর, ২০১৩  রাত ৮:১২
অনিক বলেছেন: নীচের লিংকটাও সংযোজন করুন। 
Click This Link
  ০১ লা অক্টোবর, ২০১৩  সকাল ১০:১১
০১ লা অক্টোবর, ২০১৩  সকাল ১০:১১
বিদ্রোহী ভৃগু বলেছেন: অনেক ধন্যবাদ ,
লীংকটি যুক্তকরা হয়েছে। 
সাথে থাকুন সুন্দরবনের
দায় মিটে যাক দেশ ও মনের
যাক ফিরে যাক বেনিয়ারা
স্বার্থপর আর দশ দ্রোহীরা!
৬৪|  ৩০ শে সেপ্টেম্বর, ২০১৩  রাত ৯:১৩
৩০ শে সেপ্টেম্বর, ২০১৩  রাত ৯:১৩
ভোরের সূর্য বলেছেন: ভাই, একটা অন্যায় দিয়ে আরেকটা অন্যায়কে জাস্টিফাই করার চেষ্টা করিনি।রামপালে বিদ্যৎ কেন্দ্র হলেও বাঘের সংখা বাড়বে না আবার আবার না হলেও বাঘের সংখ্যা বাড়বেনা।কিন্তু আমি সুন্দর বন নিয়ে যে সমস্যার কথা বলেছি সেগুলো যদি রোধ করা না যায় তাহলে আজ থেকে ১০০ বছর পর সুন্দর বন বাঁচবেনা।আজ থেকে ৫০বছর আগে সুন্দরবনের আয়তন কত ছিল আর এখন কত সেটা নিশ্চয় জানেন। অনেক কমে গেছে।আবার তার মানে এই না যে সুন্দরবন যখন এক সময় নিঃচিহ্ন হয়ে যাবেই তখন বিদ্যত কেন্দ্র করলে সমস্যা কোথায় সেটাতেও বিশ্বাসি না। আমার মুল পয়েন্ট টা হচ্ছে খালি এই রামপাল নিয়েই আন্দোলন করে থেকে গেলাম এটাই শেষ নয়।সবভাবেই আমাদেরকে সুন্দরবন কে রক্ষা করতে হবে আসলেই যদি আমি সুন্দরবন কে রক্ষা করতে চাই।গাজিপুর ভাওয়ালের গজারি বন বা দেশের উত্তরের শালবন কিন্তু এখন প্রায় নিঃশেষের দিকে।আমরা রক্ষা করতে পারনি। গত ১০০বছরে বাঘের সংখ্যা হাজার থেকে ৪০০ তে নেমে এসেছে।১০০বছর আগে থেকে কি আমরা সাবধান হতে পেরেছি?এরকম লংমারচ বা আন্দোলন করেছি?সচেতন হয়েছি? ১০০ বছর আগে তো রামপাল ছিলনা কিন্তু দিনে দিনে সবকিছুই কমে গেছে আমরা কি রক্ষা করার চেস্টা করেছি?হ্যা, ৫০বছর আগে বিদ্যূত কেন্দ্র হলে হয়তো আরো আগেই সুন্দরবন শেষ হয়ে যেত।এই যা পার্থক্য।আজকে সরকার যদি দাবি মেনে নেয় তাহলে কালকেই আমরা এই আন্দোলন থেকে চলে যাবে আর আমরা সুন্দরবন ভুলে যাব। আবার সেই একই অবস্থা হবে।রামপালে কেন্দ্র হলে ৫০ বছরের মধ্যে বন শেষ হবে আর না হলে ১০০ বছরের মধ্যে। সরকারের বিরুদ্ধে কিছু বল্লেই তো আবার খারাপ।তারপরেও বলি। বঙ্গবন্ধু সাফারি পার্ক হচ্ছে শত কোটি টাকা খরচ করে কেন? আমাদের যে বনভুমি আছে সেস্ব কি উন্নয়ন করা যেতনা? শুধু রাজনৈতিক ফায়দা লোটার জন্যেই কি সাফারি পার্ক তৈরি।  
আবার একটু অপ্রাসঙ্গিক কথা বলতে হচ্ছে। আচ্ছা আমরা কি এক হতে পারিনা? ঐক্য হতে পারেনা।আমরা শাহবাগে বিচার চেয়েছি রাজাকারদের।ফাঁসি চেয়েছি কিন্তু একই সাথে কি এটাও আন্দোলন করতে পারতাম না যে সন্ত্রাস এবং করাপশ ফ্রী দেশ চাই?এত দরকারি পদ্মা সেতু হল না। দেশের দক্ষিনের ৪কোটি মানুষের দাবি পদ্মা সেতু কিন্তু আমরা তো এক হতে পারলাম না যে আবুল হোসেন পদত্যাগ করলেই যদি ৮কোটি মানুষের দাবি পদ্মা সেতুটা হয় তাহলে আসেন তার পদত্যাগের দাবি নিয়ে আমরা শাহবাগে এক হই।তাজরিণ গার্মেন্টস এ ১২০জন পুড়ে মারা গেল কিন্তু আমরা কি একসাথে আন্দোলন করতে পেরেছি যে ঐ মালিক কে ধর, ফাঁসি চাই।এই তো রানা প্লাজায় ১২০০মানুষ মারা গেল আমরা কি শাহবাগে এটা তুলে ধরতে পেরেছি?এক হতে পেরেছি?সেই ২গারমেন্টস মালিক এবং রানা প্লাজার মালিকের ফাসির জন্য শাহবাগে জমায়েত হতে পেরেছি বা করেছি?এখন কি কেউ খোজ রাখে সেই রানার কি অবস্থা বা বিচার কি হল? ১২০০লোক মারা গেল,কত আহত হয়েছে তাদের জীবন এখন আরো কস্টের কিন্তু আমরা মনে রেখেছি? খুব তারাতারি ভুলে যাই আমরা। বিএনপির আমলেও স্পেক্ট্রাম গার্মেন্টস  এ ৫৫জন মারা গেছিলো।পুলিশ দিনাজপুরে ইয়াসমিন কে নিরযাতন করে মেরে ফেল্লো আমরা সেগুলোর বিচার চেয়েছি?কিন্তু এগুলো কি বড় অপরাধ না?এগুলো কি জেনোসাইড না?কেন আমরা এত তারাতারি সব ভুলে যাই।আমাদেরকে এসব আন্দোলন ধরে রাখতে হবে শুধু একটা হুজুগ শেষ আর আমরা সব ভুলে গেলাম সেটা যেন না হয়। আশা করি আমার পয়েন্ট অফ ভিউ টা বুঝেছেন।
  ০১ লা অক্টোবর, ২০১৩  সকাল ১০:২১
০১ লা অক্টোবর, ২০১৩  সকাল ১০:২১
বিদ্রোহী ভৃগু বলেছেন: জ্বি। 
এটা আমাদের জাতীয় দুর্বলতা হয়তো। আমরা ঐক্যর ভিতটা দীর্ঘসময় ধরে রাখথে পারিনা। ফলৈ যেমন দুর্বার গতিতে ঐক্য হয়, তেমনি দ্রততায় আবার বহুধা বিভখ্ত হয়ে পড়ি।
এখানে আমাদের জাতীয় এবং আর্ন্তজাতিক স্বার্থ সমূহ চিহ্নিত করে-সে সকল বিষয়ে দল মত নির্বিশেষ সীসা ঢালা ঐক্য গড়ে তুলতে হবে।
অভ্যন্তরীন বিসয়ে আমরা হাজারো মতভেদ করবো।
দোষ ত্রুটি ধরে ফালাফালা করে ফেলবো।
কিন্তু এই আমরাই জাতীয় এভং আর্ন্কজাতিক স্বাসংশ্লীষ্টতায় সকলে দেশের জন্য একাট্রা!!!
যেমন আচে আম্রিকা, ইসরাইল, ভারত সহ বিম্বের সকল সচেতন দেশসমূহ।
তবেই বেনিয়ারা কুটচাল চালার আগেই সটকে পড়বে!!
এখানে হাত দিলে হাত পুড়বে ভয়ে!!! 
আমাদের জাতীয় ঐক্য দ্রুত গড়ে উঠূক এবং দীর্ঘস্থায়ী হোক।
৬৫|  ৩০ শে সেপ্টেম্বর, ২০১৩  রাত ১১:২০
৩০ শে সেপ্টেম্বর, ২০১৩  রাত ১১:২০
নিরব বাংলাদেশী বলেছেন: ১১৬ এর সাথে পুরোপুরি একমত। কিন্তু দুধে ফরমালিনতো প্রধানমন্ত্রী মিলায় না, যাই হোক সুন্দর বন বাচুক হাজার বছর, আমি অন্তত আমার সন্তানের জন্য সুন্দর বন রেখে যেতে চাই
  ০১ লা অক্টোবর, ২০১৩  সকাল ১০:২৩
০১ লা অক্টোবর, ২০১৩  সকাল ১০:২৩
বিদ্রোহী ভৃগু বলেছেন: হা হা হা
দুধৈ ফরমালীন প্রধানমন্ত্রী মেশায় না যেমন সত্য,
তেমনি ফরমালীন রোধী প্রতিষ্ঠানকে কার্যকর করতে না পারার দায়ও প্রধানমন্ত্রীরই বটে,
সুন্দর বন বাচুক হাজার বছর, আমি অন্তত আমার সন্তানের জন্য সুন্দর বন রেখে যেতে চাই -
সহমত
৬৬|  ০১ লা অক্টোবর, ২০১৩  রাত ১:২৫
০১ লা অক্টোবর, ২০১৩  রাত ১:২৫
পিনাকী ভট্টাচার্য বলেছেন: সুন্দর উদ্যোগ। আমার এই লেখাটার লিঙ্ক আপনার লেখায় যুক্ত করতে পারেন। Click This Link
  ০১ লা অক্টোবর, ২০১৩  সকাল ১০:২৫
০১ লা অক্টোবর, ২০১৩  সকাল ১০:২৫
বিদ্রোহী ভৃগু বলেছেন: অনেক ধন্যবাদ লিংক শেয়ারের জন্য।
অনুগ্রহ করে দেখবেন- পেইজ নট ফাউন্ড দেখাচ্ছে!!!!!!!!!!!!!!!!!!
৬৭|  ০১ লা অক্টোবর, ২০১৩  রাত ১:৫২
০১ লা অক্টোবর, ২০১৩  রাত ১:৫২
তওসীফ সাদাত বলেছেন: ভাল কাজ। একসাথে সবগুলো পাওয়ায় বেশ ভালই হয়েছে। ধন্যবাদ আপনাকে।
  ০১ লা অক্টোবর, ২০১৩  দুপুর ১:১১
০১ লা অক্টোবর, ২০১৩  দুপুর ১:১১
বিদ্রোহী ভৃগু বলেছেন: আপনাদের সকলের ভাল লাগাই স্বার্থকতা।
একসাথে সব রামপাল পোষ্ট ষ্ঠীকি হয়ে আছে। 
চাই এ চেতনার দৃঢ়তা আরো দৃঢ় হোক। তথ্যের ঘাটতি যেন না থাকে। সূত্র উল্লেখে যেন দেরী না হয়। সব তথ্য চাই এক ক্লীকে। 
আপনাদের জানা কোন সহায়ক লিংক, নেফারেন্স, তথ্য থাকলে যুক্ত করুন প্লিজ। আরও সমৃদ্ধ হোক রামপাল প্রতিরোধ আন্দোলন।
৬৮|  ০১ লা অক্টোবর, ২০১৩  সকাল ৭:৩৯
০১ লা অক্টোবর, ২০১৩  সকাল ৭:৩৯
আমি অপদার্থ বলেছেন: সুন্দরবন চাই । এটাই শেষ কথা।
  ০১ লা অক্টোবর, ২০১৩  বিকাল ৫:১৬
০১ লা অক্টোবর, ২০১৩  বিকাল ৫:১৬
বিদ্রোহী ভৃগু বলেছেন: সুন্দরবন বাঁচলে আমরা বাঁচব, এটি একটি বিশ্ব সম্পদ, বিশ্বে অনন্য এক বন।
প্রতিরক্ষা, অর্থ, বিদ্যুত এগুলৌ সবচে স্পর্শকাতর বিষয়। এগুলো সব সময়ই নিজেদের নিয়ন্ত্রনে রাখতে হয়।
অথচ কি বোকার মতো ভীষন রকম অসম শর্তে আমাদের সরকার চুক্তি করেছে!!!
এবং নিজেদের নিরাপদ ভবিষ্যতের রিমোট অন্যের হাতে তুলে দিতে চাইছৈ!!!!!!
রামপাল প্রকল্প বন্ধ কর।
সুন্দরবন বাঁচাও, দেশ বাঁচাও।
৬৯|  ০১ লা অক্টোবর, ২০১৩  সকাল ৯:২৭
০১ লা অক্টোবর, ২০১৩  সকাল ৯:২৭
মোস্তফা কামাল পলাশ বলেছেন: দারুন একটা কাজ করেছেন। আপনাকে অশেষ ধন্যবাদ।
  ০১ লা অক্টোবর, ২০১৩  বিকাল ৫:৪৫
০১ লা অক্টোবর, ২০১৩  বিকাল ৫:৪৫
বিদ্রোহী ভৃগু বলেছেন: দারুন আর হল কই?
হত- যদি আলাদিনের চেরাগ পেতাম! 
আর ৩টি উইশেন ৩ টিই করতাম রামপাল প্রকল্প সংশ্লিষ্টদের সহ উড়িয়ে সকলকে বঙ্গোপসাগরে ডুবাতে... বারবার.. বারবার....
তবেই না হত কাজের কাজ!!!
৭০|  ০১ লা অক্টোবর, ২০১৩  দুপুর ১২:১৪
০১ লা অক্টোবর, ২০১৩  দুপুর ১২:১৪
পিনাকী ভট্টাচার্য বলেছেন: আবার দিলাম লিঙ্ক Click This Link
  ০১ লা অক্টোবর, ২০১৩  রাত ৯:৩১
০১ লা অক্টোবর, ২০১৩  রাত ৯:৩১
বিদ্রোহী ভৃগু বলেছেন: Thnaks
৭১|  ০১ লা অক্টোবর, ২০১৩  দুপুর ১২:১৬
০১ লা অক্টোবর, ২০১৩  দুপুর ১২:১৬
অসামাজিক ০০৭০০৭ বলেছেন: মায়ের নোলক বিকিয়ে দিয়ে
আলোর সন্ধানে কোন নরাধম?
সুন্দরী গরানের দেশে ঠাঁই নাই তার
সে যে ঘৃণিত, হিংস্র জানোয়ার সম।
আমি বলি জ্বলবে চিতা, জ্বলবে রামপাল
কয়লা নয়, পুড়বে সেথা নির্লজ্জ সব দালাল।
অসাধারন কালেকশন ভৃগু ভাই  
 
হ্যাটস অফ ..
জীবন দিবো তবু সুন্দরবন দিবো নাহ,,,
  ০১ লা অক্টোবর, ২০১৩  বিকাল ৫:৫২
০১ লা অক্টোবর, ২০১৩  বিকাল ৫:৫২
বিদ্রোহী ভৃগু বলেছেন: আলোর নামে কোন নরাধম?
সুন্দরী গরানের দেশে ঠাঁই নাই তার
সে যে ঘৃণিত, হিংস্র জানোয়ার সম।
আমি বলি জ্বলবে চিতা, জ্বলবে রামপাল
কয়লা নয়, পুড়বে সেথা নির্লজ্জ সব দালাল।
+++
অসাধারন জ্বালাময়ী আপনার কবিতা...
পুড়ে যাক সব নির্জজ্জ দালালেরা ভস্ম হয়ে যাক চিরতরে
মুক্তি পাক বাংলা মা আমার।
হ্যাটস অফ ..
জীবন দিবো তবু সুন্দরবন দিবো নাহ,,, 
৭২|  ০১ লা অক্টোবর, ২০১৩  দুপুর ১২:১৭
০১ লা অক্টোবর, ২০১৩  দুপুর ১২:১৭
পিনাকী ভট্টাচার্য বলেছেন: আমি বুঝতে পারছি না বি ডি নিউজের লিঙ্কটা আসলেই কাজ করছে না। আমার ফেসবুকে একটা নোট আছে সেটার লিঙ্ক দিলাম। একই লেখা। Click This Link
  ০১ লা অক্টোবর, ২০১৩  সন্ধ্যা  ৭:২২
০১ লা অক্টোবর, ২০১৩  সন্ধ্যা  ৭:২২
বিদ্রোহী ভৃগু বলেছেন: অনেক অনেক ধন্যবাদ। অনেক কষ্ট করে সহযোগীতা করলেন বলে।
৭৩|  ০১ লা অক্টোবর, ২০১৩  দুপুর ১২:১৭
০১ লা অক্টোবর, ২০১৩  দুপুর ১২:১৭
পিনাকী ভট্টাচার্য বলেছেন: অথবা এই লিঙ্ক তা ট্রাই করতে পারেন Click This Link
  ০১ লা অক্টোবর, ২০১৩  বিকাল ৫:৫৭
০১ লা অক্টোবর, ২০১৩  বিকাল ৫:৫৭
বিদ্রোহী ভৃগু বলেছেন: এটা কাজ করছে!
অনেক অনেক ধন্যবাদ। অনেক কষ্ট করে সহযোগীতা করলেন বলে।
আপনার শিরোনাম সত্য হোক।
৭৪|  ০১ লা অক্টোবর, ২০১৩  দুপুর ১:৫২
০১ লা অক্টোবর, ২০১৩  দুপুর ১:৫২
কসমিক- ট্রাভেলার বলেছেন: 
সম্প্রতি দেখতে গিয়েছিলাম প্রায় ১৪ কিলোমিটার পায়ে হেটে।
উদ্দ্যেশ্য ভালো হলে ও ভবিষ্যতের কথা চিন্তা করে মনটা খারাপ হয়ে গেল ।
সেখানে যে বিস্তৃত কর্মকান্ড শুরু হয়ে গেছে তাতে এটি বন্ধ করা যাবে বলে মনে হয়না ।
ভাবছিলাম এটি নিয়ে আমি একটি বিস্তারিত লেখা দিব , আপনাদের লেখা দেখে প্রেরণা পাচ্ছি ।
  ০২ রা অক্টোবর, ২০১৩  সকাল ৯:৫০
০২ রা অক্টোবর, ২০১৩  সকাল ৯:৫০
বিদ্রোহী ভৃগু বলেছেন:  বিস্তারিত লেখা অবশ্যই দিন. জলদি দিন! 
শাস্ত্রে কথা আছৈ না -সময় গেলে সাধন হবে না!!!!! 
সুন্দরবন যেমন ওয়ার্ল্ড হেরিটেজ, একমাত্র ম্যানগ্রোভ ফরেষ্ট,
তেমনি এর শর্তাবলীও বাংলাদেশের স্বার্থের হানিকর!!!
তবে আর উদ্দেশ্য ভালর মূল্য রইল কই??????
আপনার লেখার অপেক্ষায়...
৭৫|  ০১ লা অক্টোবর, ২০১৩  রাত ৮:৫৬
০১ লা অক্টোবর, ২০১৩  রাত ৮:৫৬
সামু মামু বলেছেন: এক কথায়ে অসাধারণ। 
কষ্টের জন্য ধন্যবাদ 
  ০২ রা অক্টোবর, ২০১৩  দুপুর ১২:৪০
০২ রা অক্টোবর, ২০১৩  দুপুর ১২:৪০
বিদ্রোহী ভৃগু বলেছেন: ধন্যবাদ আপনাকেও।
আমাদের সকলের কষ্ট স্বার্থক হোক সুন্দরবনের সুরক্ষার নিশ্চয়তায়।।
৭৬|  ০১ লা অক্টোবর, ২০১৩  রাত ১০:২৯
০১ লা অক্টোবর, ২০১৩  রাত ১০:২৯
রাজীব হোসাইন সরকার বলেছেন: এই বিশাল কল্যানমুখী কাজটির জন্য জাতি আপনাকে চির জীবন মনে রাখবে। হ্যাটস অফ
  ০২ রা অক্টোবর, ২০১৩  সকাল ৯:৫৩
০২ রা অক্টোবর, ২০১৩  সকাল ৯:৫৩
বিদ্রোহী ভৃগু বলেছেন: ধন্যবাদ। 
প্রকৃত কল্যানটি সাধিত হোক। বাঁচুক সুন্দরবন।
কাহারেও কেউ মনে না রাখুক, তবুও বাঁচুক সুন্দরবন। 
অনেক কৃতজ্ঞতা।।
৭৭|  ০১ লা অক্টোবর, ২০১৩  রাত ১০:৩০
০১ লা অক্টোবর, ২০১৩  রাত ১০:৩০
রাজীব হোসাইন সরকার বলেছেন: এই বিশাল কল্যানমুখী কাজটির জন্য জাতি আপনাকে চির জীবন মনে রাখবে। হ্যাটস অফ
  ০২ রা অক্টোবর, ২০১৩  সন্ধ্যা  ৭:৫৯
০২ রা অক্টোবর, ২০১৩  সন্ধ্যা  ৭:৫৯
বিদ্রোহী ভৃগু বলেছেন: প্রকৃত কল্যানটি সাধিত হোক। বাঁচুক সুন্দরবন।
কাহারেও কেউ মনে না রাখুক, তবুও বাঁচুক সুন্দরবন।
অনেক কৃতজ্ঞতা।।  
  ০৪ ঠা অক্টোবর, ২০১৩  রাত ৯:১৮
০৪ ঠা অক্টোবর, ২০১৩  রাত ৯:১৮
বিদ্রোহী ভৃগু বলেছেন:  শুধূ দলান্ধতায় সত্য মিথ্যের প্রভেদ ভুলে যায়
যারা ভুলের পক্ষে সাফাই গায় তাদের নিয়ে শুধু ঐ কবিতা খানি পরিবর্ততিত রুপে মনে পড়ে-
যে সব বঙ্গে জন্মি হিংসে সুন্দরবন
সে সব কাহার জন্ম নির্ণয়ে কোনজন!!!!!! 
৭৮|  ০১ লা অক্টোবর, ২০১৩  রাত ১১:০১
০১ লা অক্টোবর, ২০১৩  রাত ১১:০১
আলোর পরী বলেছেন: আমি করব না ক্ষমা , যারা ভাঙতে চাইবে ফড়িঙের ডানা , 
কাঠ বিড়ালী কিবা কুমিরের ঘর ।
আমি আবার করছি হুঁশিয়ার 
ভীতু হরিণের লেজ দেখেছিস শুধু ।
দেখিস নি রয়েল বেঙ্গল টাইগার ...
রাম পাল বন্ধ কর ।
  ০২ রা অক্টোবর, ২০১৩  রাত ৮:০০
০২ রা অক্টোবর, ২০১৩  রাত ৮:০০
বিদ্রোহী ভৃগু বলেছেন: চমৎকার!
আমি আবার করছি হুঁশিয়ার
ভীতু হরিণের লেজ দেখেছিস শুধু ।
দেখিস নি রয়েল বেঙ্গল টাইগার ...
রাম পাল বন্ধ কর । 
৭৯|  ০১ লা অক্টোবর, ২০১৩  রাত ১১:৫২
০১ লা অক্টোবর, ২০১৩  রাত ১১:৫২
বাংলাদেশ জিন্দাবাদ বলেছেন: ১/১১টা ঘটানোই হইছিল ভারতকে ব্ল্যাঙ্ক চেক দেওয়ার জন্য। তাই ২০০৮ এর সাজানো নির্বাচনে ভূমিধ্বস বিজয়। তাই হাসিনা কাউকে পরোয়া করে না। যথেষ্ঠ হইছে এবার বিএনপি আন্তরিক ভাবে কঠোর আন্দোলন না করলে কিছুই হবে না। এবার শক্ত প্রতিরোধ গড়তে হবে।
  ০২ রা অক্টোবর, ২০১৩  রাত ৮:০৫
০২ রা অক্টোবর, ২০১৩  রাত ৮:০৫
বিদ্রোহী ভৃগু বলেছেন: কিন্তু পায় পায় হাজারো জনস্বার্থ, জাতীয় স্বার্থ সংশ্লীষ্ট ইস্যু থাকার পরও বিএনপি পুরাই ব্যর্থ- 
ভীতি না ধৈর্য্য! 
ভীরুতা না কৌশল তা গবেষনার বিষয়- মোটা দাগে মোটা মাথায় দ্রব্যমূল্য, বিদ্যুত, শেয়ার বাজার, হলমার্ক, ট্রানজিট, রামপাল নিয়ে খুব শক্ত অবস্থান সাধারন মানুষ প্রত্যাশা করেছিল।
হয়নি। একনো কি হবে?
চানক্য কৌশলের পাশে সুশীল আন্দোলন কতটা ফলপ্রসু ভাবার বিষয়!
যে মুগরে বোঝে তারে আদরে বোঝাবে কি করে?????
৮০|  ০২ রা অক্টোবর, ২০১৩  সকাল ৮:০৬
০২ রা অক্টোবর, ২০১৩  সকাল ৮:০৬
উপপাদ্য বলেছেন: অতি উত্তম একটা কাজ হয়েছে।
ধন্যবাদ বিদ্রোহী ভৃগু ভাই
  ০৩ রা অক্টোবর, ২০১৩  সকাল ৯:২০
০৩ রা অক্টোবর, ২০১৩  সকাল ৯:২০
বিদ্রোহী ভৃগু বলেছেন: অতি উত্তম হবে তখন
যখন থাকবে না আর রামপাল নিয়ে পেরশানি
সুন্দরবন হারাবার শংকা
করবেনা তাড়িত কোটি নাগরিকের মন!!!
ধন্যবাদ আপনাদের সকলকে, যারা নিয়ত লিখে আমার এই সংগ্রহ সংকলন করার রসদ যুগিয়েছেন্।
ধন্যবাদ্
৮১|  ০২ রা অক্টোবর, ২০১৩  বিকাল ৩:০৩
০২ রা অক্টোবর, ২০১৩  বিকাল ৩:০৩
শহুরে আগন্তুক বলেছেন: পরবর্তী কর্মসূচী কী ?
  ০৩ রা অক্টোবর, ২০১৩  সকাল ৯:২৬
০৩ রা অক্টোবর, ২০১৩  সকাল ৯:২৬
বিদ্রোহী ভৃগু বলেছেন: রিট নিয়েতো বিব্রত হলেন বিচারক!!!!
এক ভাল রোগ হয়েছে!!
যদি দেখে যে সরকারের জন্য বিব্রতকর-বিচারকরাও বিব্রত হয়ে বসে থাকে!!!
অথচ বিচার বিভাগটাই হলো সরকারকে রাশ টেনে ভ্যালেন্স অব পাওয়ার এর একটা বাহু!!!!!
একন সেও যদি সরকারের অানুগত্য দেখায়- জনতার আর যাবার, ভরসার কোন স্থান থঅকল না!!!!
দেখা যাক-দেশপ্রমিক, সাহসী নিজের প্রতি, আইন ও বিচার ব্যবস্থার প্রতি শ্রদ্ধাশীল কোন বিচারপতি পাওয়া যা কিনা- যে সংবিধানের প্রতি বিশ্বসস্ত থেকে- নিজের দেশপ্রেমের প্রতি বিশ্বস্ত থৈকে, আত্মার প্রতি বিশ্বস্ত থৈকে...
সত্যকে দৃঢ় কন্ঠে, উচ্চ স্বরে বলবে- থামুন। এটা জনস্বার্থ বিরোধী। এটা সংবিধানের সাথৈ সাংঘর্ষিক! এটা দেশি এবং আন্তর্জাতিক পরিবেশ আইনে আপত্তিকর। অত্্রব এটা বন্ধ করা হল।
সেই সুদিনের সু-মানবের অপেক্ষায়।
৮২|  ০২ রা অক্টোবর, ২০১৩  বিকাল ৪:৫৫
০২ রা অক্টোবর, ২০১৩  বিকাল ৪:৫৫
বিদ্রোহী ভৃগু বলেছেন: 
রামপাল তাপ বিদ্যুত প্রকল্পে স্থিতাবস্থা বজায় রাখার নির্দেশনা চেয়ে করা রিটের শুনানিতে বিব্রতবোধ করেছেন হাইকোর্ট বেঞ্চের এক বিচারক। 
আবেদনটি বুধবার বিচারপতি নাঈমা হায়দার ও বিচারপতি জাফর আহমদের বেঞ্চে শুনানির জন্য উঠলে কনিষ্ঠ বিচারপতি বিব্রতবোধ করেন।
রামপালের রিটে বিব্রত বিচারক  
  ০৪ ঠা অক্টোবর, ২০১৩  দুপুর ২:৩৭
০৪ ঠা অক্টোবর, ২০১৩  দুপুর ২:৩৭
বিদ্রোহী ভৃগু বলেছেন: আশাকরি জাতীয় স্বার্থ মহামান্য বিচারকদের কাছে বড় হয়ে দেখা দেবে। 
সরকারের বিব্রত হবার ভয়ে নিজে বিব্রত হবার মতো ক্ষুদ্রতা কাটিয়ে উঠে বিবেক এবং ইতিহাসে তাঁরা সঠিক ভূমিকা পালনকারী হিসেবে ঠাই করে নেবেন।
সময় চিরদিন একরকম যায় না। কিন্তু ইতিহাসে ঘটনা লিপিবদ্ধ থেকে যায়।
৮৩|  ০২ রা অক্টোবর, ২০১৩  সন্ধ্যা  ৭:৩৯
০২ রা অক্টোবর, ২০১৩  সন্ধ্যা  ৭:৩৯
অন্য কথা বলেছেন: 
1. As we are aware 25% land of a country should be under forest cover for sound environmental balance but government claims (in the book "Tree plantation for a green Bangladesh" published by Ministry of Foreign Affairs in 2006) that we have 17.49 % green land without considering tea garden land. However there may be controversy over natural forest land and green land but we know that we may have less than 10% land under natural forest now which is just not enough for us to live well. [http://archive.thedailystar.net/newDesign/news-details.php?nid=85452]
The EIA (Environmental Impact Assessment) of physical, biological, social and economic environment indicates that most of the impacts of the coal-fired power plant are negative and irreversible, which can’t be mitigated in any way.  So the climate, topography, land use pattern, air and water (surface and ground both) quality, wetlands, floral and faunal diversity, capture fisheries and tourism in the Sundarbans will be affected permanently due to the proposed coal-fired power plant.  [http://www.clickittefaq.com/featured-area/study-rampal-power-plant-to-doom-sundarbans/]
So we need to save Sundarban for our own.
2. The memorandum of understanding was signed in Dhaka on February 20, 2010 between the Bangladesh energy secretary and his Indian counterpart. In line with the memorandum, the National Thermal Power Company of India and the Power Development Board of Bangladesh were to set up the Bagerhat coal-based power plant at Rampal. It was initially proposed that Indian coal would be used for the plant. However, the proposal was dropped because of the poor quality of Indian coal. Now, there are talks about importing high-quality coal from either Indonesia or Australia. This environmentally devastating project is to be financed with costly buyer’s credit (Financial Express, November 22, 2012) and India will own half of it with almost no direct investment. A joint venture, styled the Bangladesh-India Friendship Power Company Limited, is likely to start the project on Bangladesh soil, apparently in India’s interest.  [http://newagebd.com/detail.php?date=2013-03-06&nid=41989#.Ukwecz8qpRw]
So we need to save Bangladesh from India.
  ০৩ রা অক্টোবর, ২০১৩  সকাল ৯:৩৬
০৩ রা অক্টোবর, ২০১৩  সকাল ৯:৩৬
বিদ্রোহী ভৃগু বলেছেন: মাথা বিক্র করে দেয়া আওয়ামীলীগ ভারতকে দিতে দিতে পারলে দেশটাই দিয়ে দেয়---
ট্রানজিটের সপ্ন দেখাতে গিয়ে আয়ে সিঙ্গাপুর বানিয়ে ফেললো!!
>পরে বলে ট্রাজিট ফি চাওয়া নাকি অসভ্যতা!!!! (কুন স্তরের উন্মাদ)
বানিজ্য ঘাটতি অসমতা আরো বাড়ছেই!!!
পদ্মার জলতো মরিচিক!
তিস্তা নিয়ে কত বাগাড়ম্বর!!! বাস্তবে শূন্য!!
সীমান্ত হত্যা, চুক্তি সব কিছূতে স্পিকটি নট!!!!
একতরফা মিডিয়া/টিভি বানিজ্য!!!
৫৪টি অভীন্ন নদী থেকে জল প্রত্যাহার!!!
টিপাই বাঁধ!!!!
তিনবিঘা-বেরুবাড়ী করিডোর সহ ছিটমহল সমাধান...
স্বার্থপরের মতো ভারতের একচেটিয়া বানিজ্যিক মোড়লিপনার বিরুদ্ধে শক্ত কোন মতই প্রতিষ্ঠিত করতে পারেনি উল।টা- যা চাই তারচে বেশী দিয়ে যেন আনুগত্য প্রকাশের এক অন্ধ প্রতিযোগীতা!!!!!!!!!!!!!!!!!!
জাতি হিসেবে আমাদের  মাথা অনেক নীচু করে দেয়....
৮৪|  ০২ রা অক্টোবর, ২০১৩  রাত ৮:০৩
০২ রা অক্টোবর, ২০১৩  রাত ৮:০৩
নেক্সাস বলেছেন: ভারতের স্বার্থে রামপাল.মানিনা.।
নাহি দেব সুচাগ্র মেদীনি
  ০৩ রা অক্টোবর, ২০১৩  সন্ধ্যা  ৬:৪৩
০৩ রা অক্টোবর, ২০১৩  সন্ধ্যা  ৬:৪৩
বিদ্রোহী ভৃগু বলেছেন: 
বিনা যুদ্ধে নাহি দেব...
নাহি দেব সুচাগ্র মেদীনি 
কষ্টটা হলো শুরুটা নিজের সাথৈই করতে হবে!!! দালাল এবং আত্ম বিক্রিতরা সামনের সারিতে যে!!!!
বঙ্গবন্ধু বোধকরি আজ বেঁচে থাকলে আরেকটা আক্ষেপ করতেন- 
সবাই পায় সব কিছূ, আমি পেয়েছি-চাটারের মোসাহেবের দল!!!!!!!
আজ দলে কেউ সত্য বললে জেল খাটতে হয়!
আজ দলে কেউ নীতি নিষ্ট চললে মন্ত্রনালয় ছাড়তে হয়!!!!!
তবে আর আশা কোথায়?
৮৫|  ০২ রা অক্টোবর, ২০১৩  রাত ৮:১৫
০২ রা অক্টোবর, ২০১৩  রাত ৮:১৫
শ্যামল জাহির বলেছেন: অসংখ্য ধন্যবাদ বিদ্রোহী ভৃগু রামপাল আর সুন্দরবন নিয়ে অনেক পোষ্ট একত্রীকরণের জন্য। সুন্দরবন ধ্বংস করে বিদ্যুৎ চাইনা!
  ০৩ রা অক্টোবর, ২০১৩  সন্ধ্যা  ৬:৪৫
০৩ রা অক্টোবর, ২০১৩  সন্ধ্যা  ৬:৪৫
বিদ্রোহী ভৃগু বলেছেন: সুন্দরবন ধ্বংস করে বিদ্যুৎ চাইনা!  
কিন্তু তারাতো মনে হয় গান্ধীজির মন্ত্রে উদ্বুদ্ধ!!!  
কিছূই শুনছে না, কিছূই দেখছে, কিছূই বলছে না!!!!!
এ অচলাবস্থা চলতে পারে না।
সাদাকে সাদা বলার ফাইটাররাও দেখি স্রেফ দলীয় অন্ধত্বে সত্যের বিপরীতে দাড়ায়!!!!!!
আফসোস!!!
৮৬|  ০৩ রা অক্টোবর, ২০১৩  রাত ১২:২১
০৩ রা অক্টোবর, ২০১৩  রাত ১২:২১
মহামহোপাধ্যায় বলেছেন: এত জন মানুষের এত আকুতি তার পরও কি এই মোটা চামড়ার লোকগুলোর কোন ভ্রুক্ষেপ নেই !! আল্লাহ এদের কি দিয়ে বানাইছেন !!
যাই হোক, প্রিয় ব্লগার আপনার প্রচেষ্টাকে সাধুবাদ জানাই। ভালো থাকুন। শুভ কামনা রইল।
  ০৩ রা অক্টোবর, ২০১৩  সন্ধ্যা  ৬:৪৬
০৩ রা অক্টোবর, ২০১৩  সন্ধ্যা  ৬:৪৬
বিদ্রোহী ভৃগু বলেছেন: অনেক ধন্যবাদ।
শুভ কামনা সব জমা থাকুক সুন্দরবনের জন্য।
মোটা চামড়া ভেদ করে সত্য পৌছাক তাদের হৃদয়ে!!!!
বাচুক সুন্দরবন।
৮৭|  ০৩ রা অক্টোবর, ২০১৩  সকাল ৭:১৮
০৩ রা অক্টোবর, ২০১৩  সকাল ৭:১৮
তুহিন সরকার বলেছেন: আমাদের সব দিক বিবেচনা করে এগিয়ে যাওয়া উচিত।
ধন্যবাদ বিদ্রোহী। ভাল থাকুন, শুভকামনা রইল।
  ০৩ রা অক্টোবর, ২০১৩  সন্ধ্যা  ৬:৪৯
০৩ রা অক্টোবর, ২০১৩  সন্ধ্যা  ৬:৪৯
বিদ্রোহী ভৃগু বলেছেন: সব দিকটা সকলে ভাবলেই আজ দেশ কত দ্রুতই না এগিয়ে যেত।
শূধূ দল নয় , ব্যখ্তি স্বার্থ কুড়ে কুড়ে খাচ্ছে দেশটাকে!!!
অসহায় অামজনতা শুধূ হাহাকার করে গুমড়ে মরছে!!!
যাও একদিনের ক্ষমতা-তাও প্রয়োগ অনিশ্চিতে!!!
চে, শ্যাভেজ আর মাহাথির মনে হয় মাতৃগর্ভে!!!!!!!
তবে কি এভাবেই দিন যাবে!! গুমোট, একগুয়ে, স্বৈরতান্ত্রিকতায় হাসফাস!!!
৮৮|  ০৩ রা অক্টোবর, ২০১৩  সকাল ৯:৩৪
০৩ রা অক্টোবর, ২০১৩  সকাল ৯:৩৪
দিকভ্রান্ত*পথিক বলেছেন: "যত পোস্ট" লিখেছেন যেহেতু তাই এটাও যুক্ত করে দেবার অনুরোধ করলাম।
  ০৩ রা অক্টোবর, ২০১৩  সন্ধ্যা  ৬:৫১
০৩ রা অক্টোবর, ২০১৩  সন্ধ্যা  ৬:৫১
বিদ্রোহী ভৃগু বলেছেন: অবশ্যই। যুক্ত করে দেয়া হয়েছে। সকল মত সামনে এলেই না সত্য আর মিথ্যা পৃথক করা সহজ হয়।
গণতন্ত্রের সূত্রানুসারে দেখূন- অনুপাতিক হারটা কত ব্যবধান! 
সুন্দরবনের পক্ষে আর বিপক্ষে গণতন্্রতের জয় হোক।
৮৯|  ০৩ রা অক্টোবর, ২০১৩  দুপুর ১২:০৮
০৩ রা অক্টোবর, ২০১৩  দুপুর ১২:০৮
আরুশা বলেছেন: তথ্য অধীকার আইনের বলেই সকলের জানার অধিকার আছে কি হচ্ছে সুন্দরবনে। ++++++্
  ০৪ ঠা অক্টোবর, ২০১৩  সকাল ১১:০৯
০৪ ঠা অক্টোবর, ২০১৩  সকাল ১১:০৯
বিদ্রোহী ভৃগু বলেছেন: আরুশা বলেছেন: তথ্য অধীকার আইনের বলেই সকলের জানার অধিকার আছে কি হচ্ছে সুন্দরবনে।  
সকলেই জানতে চাই কি হচ্ছে সেখানে।
প্রেসনোটের একমূখী বক্তব্য নয়- তথ্য চাই পরিপূর্ণ।। 
৯০|  ০৩ রা অক্টোবর, ২০১৩  দুপুর ১:৫৭
০৩ রা অক্টোবর, ২০১৩  দুপুর ১:৫৭
টিনটিন` বলেছেন: সবুজ দেশে, 
লাল টকটকে সূর্য ওঠে,
দোয়েল কোয়েলের গানের সুরে,
ধন্য আমার জন্ম কেশ
বাংলাদেশ....................
সুন্দরবন, তুমি আমার বাংলাদেশের বাইরের কিছু না। ভালোবাসি সুন্দরবনকে ঠিক যতটা ভালোবাসি বাংলাদেশকে।
  ০৪ ঠা অক্টোবর, ২০১৩  সকাল ১১:১২
০৪ ঠা অক্টোবর, ২০১৩  সকাল ১১:১২
বিদ্রোহী ভৃগু বলেছেন: সুন্দরবন, তুমি আমার বাংলাদেশের বাইরের কিছু না। ভালোবাসি সুন্দরবনকে ঠিক যতটা ভালোবাসি বাংলাদেশকে। 
এর বাইরে যারা শুধূ দলান্ধতায় সত্য মিথ্যের প্রভেদ ভুলে যায়
যারা ভুলের পক্ষে সাফাই গায় তাদের নিয়ে শুধু ঐ কবিতা খানি পরিবর্ততিত রুপে মনে পড়ে-
সে সব বঙ্গে জন্মি হিংসে সুন্দরবন
সে সব কাহার জন্ম নির্ণয়ে কোনজন!!!!!!
৯১|  ০৩ রা অক্টোবর, ২০১৩  দুপুর ২:০৬
০৩ রা অক্টোবর, ২০১৩  দুপুর ২:০৬
মোঃ মাহমুদুর রহমান বলেছেন: সুন্দর পোস্ট। এতদিনে এই নিয়ে আলোচনা হচ্ছে বলে ভাল লাগছে। কিন্তু আমরা কি রামপালে বিদ্যুৎ কেন্দ্র হওয়া ঠেকাতে পারবো?
  ০৪ ঠা অক্টোবর, ২০১৩  দুপুর ২:৩৫
০৪ ঠা অক্টোবর, ২০১৩  দুপুর ২:৩৫
বিদ্রোহী ভৃগু বলেছেন: ধন্যবাদ।
আলোচনাটাই মূল কথা। 
সত্য মিথ্যা প্রথক হয় এর মাধ্যমে। ঠেকানোর জন দরকার জনমত, তথ্য উপাত্ত এবং আইনি পদক্ষেপ।
সবগুলোই চলছে। যদিও বিব্রত হবার খেলা শুরু হয়েছে। তবুও এর একটা শেষতো হবেই। 
আমরা আশাবাদি।
৯২|  ০৪ ঠা অক্টোবর, ২০১৩  সকাল ৯:১৪
০৪ ঠা অক্টোবর, ২০১৩  সকাল ৯:১৪
ফেরদাউস আল আমিন বলেছেন: সরকার অধিকাংশ ইসুতেই তো একগুয়েমি করছে, জনগন ক্ষতিগ্রস্থ হচ্ছে, আরো হবে, তাতে তো মনে হয়না সরকারের কিছু আসে যায়!!!!
  ০৪ ঠা অক্টোবর, ২০১৩  রাত ৯:১৫
০৪ ঠা অক্টোবর, ২০১৩  রাত ৯:১৫
বিদ্রোহী ভৃগু বলেছেন: এই একগুয়েমির বুমেরাং হওয়ার সম্ভাবনা প্রবল।
কথায় আছৈনা অতিআত্মবিশ্বাস ক্ষতিকর। আর জনমানুষৈর দাবীকে সবসময় ক্ষমতা দিয়ে পাশ কাটানোর ফলও শূভ হয়না। 
ইউনেস্কোর ওয়ার্ল্ড হেরিটেজ, একমাত্র ম্যানগ্রোভ ফরেস্ট নিয়ে বিন্দু মাত্র টালবাহানা উচিত হচ্ছে না। 
চামচা আর অন্ধ দলীয় স্তাবক, জ্বিহুজুরীদের কথার বাইরেও যে ১৬ কোটির হৃদয়ের স্বপ্ন, চাওয়া, তাদের মত- তা জেনে বুঝে গুরুত্ব দেওয়াই কি উত্তম নয়।
৯৩|  ০৪ ঠা অক্টোবর, ২০১৩  সকাল ৯:১৬
০৪ ঠা অক্টোবর, ২০১৩  সকাল ৯:১৬
ফেরদাউস আল আমিন বলেছেন: সরকার অধিকাংশ ইসুতেই তো একগুয়েমি করছে, জনগন ক্ষতিগ্রস্থ হচ্ছে, আরো হবে, তাতে তো মনে হয়না সরকারের অনুভব আছে!!!!
  ০৪ ঠা অক্টোবর, ২০১৩  রাত ৯:১৬
০৪ ঠা অক্টোবর, ২০১৩  রাত ৯:১৬
বিদ্রোহী ভৃগু বলেছেন: সুন্দরবন, তুমি আমার বাংলাদেশের বাইরের কিছু না। ভালোবাসি সুন্দরবনকে ঠিক যতটা ভালোবাসি বাংলাদেশকে।
এর বাইরে যারা শুধূ দলান্ধতায় সত্য মিথ্যের প্রভেদ ভুলে যায়
যারা ভুলের পক্ষে সাফাই গায় তাদের নিয়ে শুধু ঐ কবিতা খানি পরিবর্ততিত রুপে মনে পড়ে-
সে সব বঙ্গে জন্মি হিংসে সুন্দরবন
সে সব কাহার জন্ম নির্ণয়ে কোনজন!!!!!! 
৯৪|  ০৪ ঠা অক্টোবর, ২০১৩  সকাল ৯:৫০
০৪ ঠা অক্টোবর, ২০১৩  সকাল ৯:৫০
রানার ব্লগ বলেছেন: বাংলাদেশে এত্ত জায়গা থাকতে রামপালেই ক্যানও করতে হবে সেইটাই বুজলাম না, আর দেখেন এই সুজুগে ছগুর দল আমাদের অহিংস আন্দলনে ঢুইকা পরছে, হেরাও নাকি আমাগ লগে আন্দলন করবে, জত্তশব, কন ছাগুর কন অধিকার নাই আমাদের দেশ নিয়া মাথা ঘামাবার, অগো দেশ ফাকিস্তান, ওরা অইখানে জাক
  ০৫ ই অক্টোবর, ২০১৩  সকাল ৯:৫৮
০৫ ই অক্টোবর, ২০১৩  সকাল ৯:৫৮
বিদ্রোহী ভৃগু বলেছেন: বাংলাদেশৈর ক্ষতি করতে চায় যারা-তাদের সাথে বাইরের শক্তির সম্মিলীত আয়োজন এই সিলেকশন!!
নয়তো কি?
মানুষ এতটা একগুয়ৈ হয় কিভাবে?
ঔষধে ভেজাল দিয়ে মেয়াদোত্তীন ঔষূধ বিক্রির দায়ে দোকাল সিলগালা এবং গ্রেফতার করার পর- সামান্য একদিনের ধর্মঘটে তাদের সকল দাবী মেনে নিল এবং দোকাল খূলে দিল, গ্রেফতার কৃতদের ছেড়ে দিল!!!!!! 
সরকার কি তবে শুধূ সকল অন্যায়ের সাথে???!!!!!
অথচ র্সন্দরবন এবং বাংলাদেশের স্বার্থে জড়িত বিষয়টা যেন ভ্রুক্ষেপহীন!!!!
হায় আমজনতা!!!!
৯৫|  ০৪ ঠা অক্টোবর, ২০১৩  বিকাল ৩:৪৫
০৪ ঠা অক্টোবর, ২০১৩  বিকাল ৩:৪৫
মোহাম্মাদ আবু সাইদ বলেছেন: লেখার জন্য অনেক অনেক ধন্যবাদ!!
দেশটা আসলে মগের মুল্লুক হিসেবে পরিচালনা করছে সরকার!! জনগনের কথার কোন মুল্যই নেই!! এরকম লেখার মাধ্যমে ব্যাপক সচেতনতা ছড়ানো দরকার!! 
  ০৫ ই অক্টোবর, ২০১৩  সকাল ১০:০৪
০৫ ই অক্টোবর, ২০১৩  সকাল ১০:০৪
বিদ্রোহী ভৃগু বলেছেন: দেশটা আসলে মগের মুল্লুক হিসেবে পরিচালনা করছে সরকার!! জনগনের কথার কোন মুল্যই নেই!! 
নইলে এমন হয় কি করে?
সকল ক্ষেত্রে যেন স্বেচ্ছঅচার আর নৈরাজ্যের ছড়াছড়ি..
ড্রাইভাররা মানুষ মারে- মন্ত্রী তাদের সুপারিশ করে!!!!
মন্ত্রী আইনমতো চললে মন্ত্রনালয় ছাড়তে হয়!!!
সৎ মানুষদের বোকা ভাবা হয়!!!!
সত্য কথা বললে দলীয় এমপিকেও জেলের ভাত খেতে হয়!!
বিরোধীদের রাস্তায় কুকুরপেটা করা হয়!!!
এগুলৌ কি কোন সভ্যতার চিহ্ন????!!!!
দেশ শুধূ নয় আন্তর্জাতিক একটা সম্পদ ধ্বংসের জন্য কোটি মানুষের আর্তনাদকে উপক্ষা করা হয়!!!
এই কি গণতন্ত্র!!!!!!!!!!!!!!!!!!
৯৬|  ০৪ ঠা অক্টোবর, ২০১৩  রাত ৯:৩২
০৪ ঠা অক্টোবর, ২০১৩  রাত ৯:৩২
মাটির দেহ বলেছেন: সুন্দরবন নিয়ে আরেকটি পোস্ট। পড়ে আসতে পাড়েন।  
Click This Link
  ০৫ ই অক্টোবর, ২০১৩  সকাল ১০:০৪
০৫ ই অক্টোবর, ২০১৩  সকাল ১০:০৪
বিদ্রোহী ভৃগু বলেছেন: ধন্যবাদ।
যুক্ত করা হয়েছে।
৯৭|  ০৫ ই অক্টোবর, ২০১৩  রাত ১২:০৪
০৫ ই অক্টোবর, ২০১৩  রাত ১২:০৪
আমারও বলার ছিল বলেছেন: Click This Link
  ০৫ ই অক্টোবর, ২০১৩  সকাল ১০:০৯
০৫ ই অক্টোবর, ২০১৩  সকাল ১০:০৯
বিদ্রোহী ভৃগু বলেছেন: দেশটা আসলে মগের মুল্লুক হিসেবে পরিচালনা করছে সরকার!! জনগনের কথার কোন মুল্যই নেই!! 
ধন্যবাদ।
যুক্ত করে দিচ্ছি!!!
৯৮|  ০৫ ই অক্টোবর, ২০১৩  রাত ২:৩২
০৫ ই অক্টোবর, ২০১৩  রাত ২:৩২
বিভ্রান্ত _পথিক বলেছেন: ভাল লাগলে আমার পোস্টটিও সংযুক্ত করুন।
Click This Link
  ০৫ ই অক্টোবর, ২০১৩  সকাল ১০:১৭
০৫ ই অক্টোবর, ২০১৩  সকাল ১০:১৭
বিদ্রোহী ভৃগু বলেছেন: খূবই ভাল লাগলো!
অবশ্যই । যুক্ত করে দিচ্ছি!!
তারা কি উন্মাদ!!
তারা কি নেশাগ্রস্থ!!শূধূই দলীয় আর ব্যক্তি স্বার্থে জলাঞ্জলী দেশৈর স্বার্থ!!!
জনগন এবং জনমতকে এভাবে দুপায়ে দলতো কোন গণতান্ত্রিক দলের পক্ষে সম্ভব না!!
শুধু বাকশাল আর স্বৈরাচারের উপমাই সমানে আসে!!!
  ২০ শে এপ্রিল, ২০১৪  বিকাল ৪:০৪
২০ শে এপ্রিল, ২০১৪  বিকাল ৪:০৪
বিদ্রোহী ভৃগু বলেছেন: দু:খিত।
লিংকে ক্লিক করতেই মেসেজ দিল এই ফোস্টটি লেখক নিজেই সরিয়ে ফেলেছেন!!!!!!!!!!!!!!!!!!!!!!!
৯৯|  ০৫ ই অক্টোবর, ২০১৩  সকাল ৯:৩১
০৫ ই অক্টোবর, ২০১৩  সকাল ৯:৩১
সুখী বাঙ্গালী বলেছেন: রুেখ দাড়াও বাংলাদেশ। 
সুন্দরবন বাচাও
বাংলাদেশেক বাচাও
  ০৫ ই অক্টোবর, ২০১৩  সকাল ১১:৩৯
০৫ ই অক্টোবর, ২০১৩  সকাল ১১:৩৯
বিদ্রোহী ভৃগু বলেছেন:  রুেখ দাড়াও বাংলাদেশ।
সুন্দরবন বাচাও
বাংলাদেশেক বাচাও  
  ০৫ ই অক্টোবর, ২০১৩  বিকাল ৪:৪০
০৫ ই অক্টোবর, ২০১৩  বিকাল ৪:৪০
বিদ্রোহী ভৃগু বলেছেন:  @মোরতাজা বলেছেন: ....যে দেশটির ফারাক্কার মত বাঁধ দেয়, আমাদের নদী মারে, আমাদের নদীর মাছ মারে, তারা আমাদের বিদ্যুতের নামে সুন্দরবন মারবে না, এটা কি আমরা বিশ্বাস করতে পারি। যারা আমাদের জাতীয় পশু রয়েল ব্যাঙ্গল টাইগারকে তাদের বলে প্যাটেন্ট করানোর আবেদন করেছে, তারা কি করে আমাদের সুন্দরবন রক্ষা হোক তা চাইবে। আমি অন্তত তাদের আস্থায় আনতে পারি না।
তাই আমি বরাবরই রামপালে বিদ্যুৎ কেন্দ্রের বিরোধী। এটা ভারত না করে যদি আমরা নিজেরা এককভাবেও করতাম, তাহলেও আমি এর বিরোধী। কারণ এটি আমাদের হাজার বছরের বর্ম সুন্দরবনকে ধ্বংশ করবেই।সভ্যতার জন্য আমি ঐতিহ্য বিসর্জন দিতে পারি না। আমি আত্মহত্যা করতে পারি না। কারণ আমার জীবন-জীবিকার জন্য সুন্দরবনকে দরকার।  । 
১০০|  ০৫ ই অক্টোবর, ২০১৩  সন্ধ্যা  ৭:৩৭
০৫ ই অক্টোবর, ২০১৩  সন্ধ্যা  ৭:৩৭
সাদা মনের মানুষ বলেছেন: লেখক বলেছেন: @মোরতাজা বলেছেন: ....যে দেশটির ফারাক্কার মত বাঁধ দেয়, আমাদের নদী মারে, আমাদের নদীর মাছ মারে, তারা আমাদের বিদ্যুতের নামে সুন্দরবন মারবে না, এটা কি আমরা বিশ্বাস করতে পারি। যারা আমাদের জাতীয় পশু রয়েল ব্যাঙ্গল টাইগারকে তাদের বলে প্যাটেন্ট করানোর আবেদন করেছে, তারা কি করে আমাদের সুন্দরবন রক্ষা হোক তা চাইবে। আমি অন্তত তাদের আস্থায় আনতে পারি না।
তাই আমি বরাবরই রামপালে বিদ্যুৎ কেন্দ্রের বিরোধী। এটা ভারত না করে যদি আমরা নিজেরা এককভাবেও করতাম, তাহলেও আমি এর বিরোধী। কারণ এটি আমাদের হাজার বছরের বর্ম সুন্দরবনকে ধ্বংশ করবেই।সভ্যতার জন্য আমি ঐতিহ্য বিসর্জন দিতে পারি না। আমি আত্মহত্যা করতে পারি না। কারণ আমার জীবন-জীবিকার জন্য সুন্দরবনকে দরকার। । 
  ০৫ ই অক্টোবর, ২০১৩  রাত ৮:০৯
০৫ ই অক্টোবর, ২০১৩  রাত ৮:০৯
বিদ্রোহী ভৃগু বলেছেন: অনেক ধন্যবাদ।
সাদা মনের মানুষের সাদা কথায়  
 
এটি আমাদের হাজার বছরের বর্ম সুন্দরবনকে ধ্বংশ করবেই।
সভ্যতার জন্য আমি ঐতিহ্য বিসর্জন দিতে পারি না। 
আমি আত্মহত্যা করতে পারি না। 
কারণ আমার জীবন-জীবিকার জন্য, বেঁচে থাকার জন্য, অস্তিত্বের জন্য সুন্দরবনকে দরকার। । 
১০১|  ০৫ ই অক্টোবর, ২০১৩  সন্ধ্যা  ৭:৪০
০৫ ই অক্টোবর, ২০১৩  সন্ধ্যা  ৭:৪০
বিদ্রোহী ভৃগু বলেছেন: সুন্দরবনের ক্ষতি যেন না হয়: মনমোহ  
সুন্দরবনের কাছে রামপালে কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের ক্ষেত্রে পরিবেশগত ক্ষতি এড়াতে বলেছেন ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিং।
>> উনি নিজদেশে না করে এই দেশে কৌশলে, ছলে বলে চাপিয়ে দিলেও স্বীকার করলেন কাজটাতে ক্ষতির সম্ভাবনা আছে। যতটা পারা যায় কমানোর চেষ্ট করতে বললেন!
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, রামপাল বিদ্যুৎ কেন্দ্র পরিবেশের ওপর নেতিবাচক প্রভাব ফেলবে না। অনেকেই ‘চেঁচামেচি’ করে মানুষকে ‘বিভ্রান্ত’ করছে।
>> কিন্তু আমাগো তিনি একি বল্লেন????
কোটি মানুষের লাখো যুক্তি, তথ্য, তত্ত্ব, উদাহরন, উপাত্ত সবই চেচামেচি!!!!!
সরকারের পক্ষ থেকে বলা হয়েছিল, ২২ অক্টোবর রামপালে এই প্রকল্পের ভিত্তিস্থাপন করা হবে।
কিন্তু মনমোহন সিং ওই দিন উপস্থিত থাকতে পারবেন না জানানোর পর শনিবারই রামপাল কেন্দ্রের ভিত্তিস্থাপন করা হয়েছে বলে সরকারের পক্ষ থেকে বলা হয়েছে 
>> ব্যবসা করবেন তিনারা। লাভ তিনাগো আর তিনারা নির্দিষ্ট দিনে উপস্থিতও থাকতে পারবেন না!!!! তাই আমাগো তিনি ডেট পিছাইলেন- নাকি প্রতিরোধ আন্দোলনের ভয়ে- ডিজাটল কৌশলে কুষ্টিয়ায় বসে রামপালের ডিজিটাল ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন!!!!!
নাকি নত হতে হতে এতই মূল্যহীন যে তিনি ডেট দিয়ে রাখার মতো ভদ্রতাও অন্ত:রাষ্ট্রীয় সম্র্পকেও কেয়ার করেন না!!!!!!! 
জাতি জানতে চায়!!! 
  ১০ ই অক্টোবর, ২০১৩  সন্ধ্যা  ৬:২৭
১০ ই অক্টোবর, ২০১৩  সন্ধ্যা  ৬:২৭
বিদ্রোহী ভৃগু বলেছেন: ব্যবসা করবেন তিনারা। লাভ তিনাগো আর তিনারা নির্দিষ্ট দিনে উপস্থিতও থাকতে পারবেন না!!!! তাই আমাগো তিনি ডেট পিছাইলেন- নাকি প্রতিরোধ আন্দোলনের ভয়ে- ডিজাটল কৌশলে কুষ্টিয়ায় বসে রামপালের ডিজিটাল ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন!!!!!
নাকি নত হতে হতে এতই মূল্যহীন যে তিনি ডেট দিয়ে রাখার মতো ভদ্রতাও অন্ত:রাষ্ট্রীয় সম্র্পকেও কেয়ার করেন না!!!!!!!
জাতি জানতে চায়!!! 
১০২|  ০৫ ই অক্টোবর, ২০১৩  রাত ৮:২৯
০৫ ই অক্টোবর, ২০১৩  রাত ৮:২৯
আল মামুনুর রশিদ বলেছেন: ki koitam ekhono bodhodoi hoi na
  ০৬ ই অক্টোবর, ২০১৩  সকাল ১১:১৫
০৬ ই অক্টোবর, ২০১৩  সকাল ১১:১৫
বিদ্রোহী ভৃগু বলেছেন: আর হবে বলেও মনে হয় না!!!!
যে জেগে ঘূমায় তাকে জাগানো যায় না!!!
তারা ইচ্ছা করে জনস্বার্থ বিরোধী কাজ করছে-তাকে আপনি হুশে আনবেন কি করে???
১০৩|  ০৫ ই অক্টোবর, ২০১৩  রাত ৯:০১
০৫ ই অক্টোবর, ২০১৩  রাত ৯:০১
আমজাদ েহােসন বলেছেন: আমার পোস্টটা (সুন্দরবনকে বাচাতে জোরে আওয়াজ দিন) আপনার লিষ্টে নেই কেন ভাই ?
  ০৬ ই অক্টোবর, ২০১৩  সকাল ১১:১৭
০৬ ই অক্টোবর, ২০১৩  সকাল ১১:১৭
বিদ্রোহী ভৃগু বলেছেন: এইটাইতো আপনার পোষ্ট! তাই না...
সুন্দরবনকে বাচাতে এগিয়ে আসুন
সুন্দরবনকে বাচাতে হবে, দয়া করে সবাই এক জোট হয়ে আওয়াজ তুলুন। সুন্দর বন আমাদের জাতীয় সম্পদ। বিদ্যুৎ আমাদের দরকার আছে, তবে ঘোড়া বেচে চাবুক কেনার মতো আহাম্মক আমরা নই। তাই বাংলাদেশের ঐতিয্যকে নষ্ট করার জন্য যারা ষড়যন্ত্র করছে সেই ভারতের পাতা ফাদে আমরা পা দেব না। যারা আমার সাথে একমত আছেন, জোরে আওয়াজ দিন। 
ধন্যবাদ।
১০৪|  ০৫ ই অক্টোবর, ২০১৩  রাত ১১:৩৬
০৫ ই অক্টোবর, ২০১৩  রাত ১১:৩৬
তানিয়া হাসান খান বলেছেন: 
  ০৬ ই অক্টোবর, ২০১৩  সকাল ১১:১৮
০৬ ই অক্টোবর, ২০১৩  সকাল ১১:১৮
বিদ্রোহী ভৃগু বলেছেন: ........পক্ষের লুকগুলারে মামার সামনে নিয়া ছাইড়া দিলে কেমন হইত?? !!!!!!!!!!!
১০৫|  ০৬ ই অক্টোবর, ২০১৩  রাত ২:২৩
০৬ ই অক্টোবর, ২০১৩  রাত ২:২৩
ঘুমন্ত মস্তকের অধিকারী বলেছেন: ছেলেবেলায় বই এ পড়েছি, জেনেছি পৃথিবীর সর্ববৃহৎ ম্যানগ্রোভ বন হলো সুন্দরবন। নিজের চোঁখে দেখেছি সিডর থেকে সুন্দরবন কিভাবে মাতৃভূমিকে রক্ষা করেছে। পিটিশানও সাইন করেছি অনলাইনে। কিন্তু বুঝিনি এত শীঘ্রই হারাবো সুন্দরবনকে   
 
আজ হাতে-কলমে বুঝলাম শুধু টেলিটক আর ওয়াল্টন মোবাইল ব্যবহার করলেই দেশের টাকা দেশে থাকে না, দেশের কল্যাণ করা যায় না!! দেশের কল্যাণ করতে হলে রাজনীতিতে জড়াতে হয়। অন্যথা সবই চেঁচামেচি   
 
আমার বয়স অনেক কম, এত কম বয়সে এ শিক্ষাটা নেওয়ার জন্য প্রস্তুত ছিলাম না.....
  ০৬ ই অক্টোবর, ২০১৩  সন্ধ্যা  ৬:০২
০৬ ই অক্টোবর, ২০১৩  সন্ধ্যা  ৬:০২
বিদ্রোহী ভৃগু বলেছেন: এটাইতো ভাল হল। হল নাকি?
আবার শঅস্ত্রও কথা আছে যার হয়না নয়ে তার ঞয়না নব্বইয়ে 
সুতরাং আপনার লব্ধ জ্ঞানকে কল্যান কাজে লাগান তবেই তা স্বার্থক।
সুন্দরবন বেঁচে থাকুক। 
সাম্রাজ্যবাদীরা ধ্ভংস হোক।
লোভীরা নিপাত যাক।
চক্রান্তকারীরা গহীনারন্যে মামার সমানে পড়ৃক 
 
১০৬|  ০৬ ই অক্টোবর, ২০১৩  সকাল ৭:৫৪
০৬ ই অক্টোবর, ২০১৩  সকাল ৭:৫৪
বিদ্রোহী বাঙাল বলেছেন: আমার নিজের বাড়ি খুলনা তে...আমি নিজের চোখে দেখেছি ফারাক্কার প্রভাবে কিভাবে আমার বাড়ির পাশের বিশাল বুড়িভদ্রা (এই নদীর কথা এক সময় স্কুল এর ভূগোল বইতে উল্লেখ ছিল যে বুড়িভদ্রা নদী লবনাক্ত পানির কুমির এর জন্য বিখ্যাত) নদী পুরোটাই মরে গিয়ে এখন সেখানে রাস্তা ঘাট, বসতবাড়ি তৈরী হয়েছে।..এই নদীর মৃত্যুর ফলে সেখানে এখন তেমন মাছ পাওয়া যায় না (আমার ছোটবেলায় যে সব মাছ দেখেছি তার তেমন কিছুই এখন আর নাই)...নদী নাই, মাছ নাই, কুমির নাই, শুশুক নাই, ইরাবতী ডলফিন বিলুপ্তপ্রায়, একটা নদীর উপর নির্ভরশীল পুরো Ecosystem ধংসপ্রাপ্ত....ফারাক্কার প্রভাব আমার নিজের চোখে দেখা, আমার নিজের জীবদ্দশায় ঘটে যাওয়া ঘটনা...এখন রামপাল বিদ্যুত কেন্দ্রের জন্য জীবন রক্ষাকারী সুন্দরবনের মৃত্যু দেখতে চাই না...
  ০৭ ই অক্টোবর, ২০১৩  দুপুর ১২:৪৩
০৭ ই অক্টোবর, ২০১৩  দুপুর ১২:৪৩
বিদ্রোহী ভৃগু বলেছেন:  বুড়িভদ্রা নদী লবনাক্ত পানির কুমির এর জন্য বিখ্যাত) নদী পুরোটাই মরে গিয়ে এখন সেখানে রাস্তা ঘাট, বসতবাড়ি তৈরী হয়েছে।..এই নদীর মৃত্যুর ফলে সেখানে এখন তেমন মাছ পাওয়া যায় না (আমার ছোটবেলায় যে সব মাছ দেখেছি তার তেমন কিছুই এখন আর নাই)...নদী নাই, মাছ নাই, কুমির নাই, শুশুক নাই, ইরাবতী ডলফিন বিলুপ্তপ্রায়, একটা নদীর উপর নির্ভরশীল পুরো Ecosystem ধংসপ্রাপ্ত....ফারাক্কার প্রভাব আমার নিজের চোখে দেখা, আমার নিজের জীবদ্দশায় ঘটে যাওয়া ঘটনা...
এখন রামপাল বিদ্যুত কেন্দ্রের জন্য জীবন রক্ষাকারী সুন্দরবনের মৃত্যু দেখতে চাই না...
১০৭|  ১২ ই নভেম্বর, ২০১৩  বিকাল ৪:২৬
১২ ই নভেম্বর, ২০১৩  বিকাল ৪:২৬
সপন সআথই বলেছেন: Rampal Power Plant – A Devil in disguise 
ei lekhati valo lagle list e add korte paren.
  ২০ শে এপ্রিল, ২০১৪  বিকাল ৪:২৭
২০ শে এপ্রিল, ২০১৪  বিকাল ৪:২৭
বিদ্রোহী ভৃগু বলেছেন: পোষ্টে যুক্ত করা হয়েছে। ভাল লাগার প্রশ্ন কোথায়? এতো দেশ মাতৃকার দাবী।
ধন্যবাদ।
১০৮|  ০২ রা ডিসেম্বর, ২০১৩  রাত ৮:০৭
০২ রা ডিসেম্বর, ২০১৩  রাত ৮:০৭
পিনাকী ভট্টাচার্য বলেছেন: আপনার তালিকায় এই লেখাটিও যুক্ত করে দিতে পারেন। Click This Link
  ২০ শে এপ্রিল, ২০১৪  বিকাল ৪:৩১
২০ শে এপ্রিল, ২০১৪  বিকাল ৪:৩১
বিদ্রোহী ভৃগু বলেছেন: আনন্দের সাথে যুক্ত করা হলো... 
আমরা কি আকাশের মতো? ক্ষনে ক্ষনে রং বদলাই.. ভুলে যাই..
ইস্যুর উপরে ইস্যু... ইস্যুর ভীরে চাপা পড়ে যায় কত গুরুত্বপূর্ণ ইস্যু!!!
©somewhere in net ltd.
১| ২৯ শে সেপ্টেম্বর, ২০১৩  দুপুর ১২:৩০
২৯ শে সেপ্টেম্বর, ২০১৩  দুপুর ১২:৩০
ক্লিকবাজ বলেছেন: পোষ্টগুলি একসাথে করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।
এগিয়ে যান, সাথে আছি, থাকবো।