|  |  | 
| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস | 
মা গো ভাবনা কেন?
আমরা তোমার শান্তি প্রিয় শান্ত ছেলে
তবু শত্রু এলে অস্ত্র হাতে ধরতে জানি
তোমার ভয় নেই মা
আমরা প্রতিবাদ করতে জানি।
আমরা হারবো না হারবো না
তোমার মাটির একটি কণাও ছাড়বো না
আমরা পাঁজর দিয়ে দুর্গঘাঁটি গড়তে জানি
তোমার ভয় নেই মা
আমরা প্রতিবাদ করতে জানি।
আমরা পরাজয় মানবো না
দুর্বলতায় বাঁচতে শুধু জানবো না
আমরা চিরদিনই হাসিমুখে মরতে জানি
তোমার ভয় নেই মা
আমরা প্রতিবাদ করতে জানি।
আমরা অপমান সইবো না
ভীরুর মত ঘরের কোনে রইবো না
আমরা আকাশ থেকে বজ্র হয়ে ঝরতে জানি
তোমার ভয় নেই মা
আমরা প্রতিবাদ করতে জানি।
[দেশের অবর্ণণীয় হালে নিজেকেই নিজে সাহস দিতে গানটি শুনি। সাহস পাই। কর্পোরেটে যাতাকলে বদলে যাওয়া যৌবনে, তারুন্যে যেন নতুন প্রাণের জোয়ার আনে...মায়েরে অভয় দিতে গিয়ৈ যেন মায়ের অভয় পাই।]
 ২৩ টি
    	২৩ টি    	 +৩/-০
    	+৩/-০  ০৩ রা নভেম্বর, ২০১৩  বিকাল ৫:৪৩
০৩ রা নভেম্বর, ২০১৩  বিকাল ৫:৪৩
বিদ্রোহী ভৃগু বলেছেন: সত্যি।
এখন সাহসের খুব বেশী প্রয়োজন।
নিজেকেই নিজে প্রবোধ দিতে গুনগুনাই...
শূভ কামনা ১৫ কোটি আমজনতার জন্য!!!ৎ
ধন্যবাদ।
২|  ০৩ রা নভেম্বর, ২০১৩  বিকাল ৫:৩৪
০৩ রা নভেম্বর, ২০১৩  বিকাল ৫:৩৪
নেক্সাস বলেছেন: আমরা হারবোনা কমরেড.. জয় হবেই
  ০৩ রা নভেম্বর, ২০১৩  সন্ধ্যা  ৬:৪৯
০৩ রা নভেম্বর, ২০১৩  সন্ধ্যা  ৬:৪৯
বিদ্রোহী ভৃগু বলেছেন: আমরা হারবো না হারবো না
তোমার মাটির একটি কণাও ছাড়বো না
আমরা পাঁজর দিয়ে দুর্গঘাঁটি গড়তে জানি
তোমার ভয় নেই মা
আমরা প্রতিবাদ করতে জানি। 
জয় হবেই। ধণ্যবাদ কমরেড। আশাবাদি হবার জন্য। 
নিশ্চয়ই আঁধারের পরেই আলো আসে।
এই অমানিষা কেটে আলোয় আলোকিত হোক দেশ!
৩|  ০৩ রা নভেম্বর, ২০১৩  সন্ধ্যা  ৭:১৫
০৩ রা নভেম্বর, ২০১৩  সন্ধ্যা  ৭:১৫
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: 
আমরা হারবো না হারবো না
আমরা পরাজয় মানবো না
আমরা অপমান সইব না
আমরা প্রতিবাদ করতে জানি
  ০৩ রা নভেম্বর, ২০১৩  রাত ৮:০০
০৩ রা নভেম্বর, ২০১৩  রাত ৮:০০
বিদ্রোহী ভৃগু বলেছেন: 
তোমার মাটির একটি কণাও ছাড়বো না
দুর্বলতায় বাঁচতে শুধু জানবো না
ভীরুর মত ঘরের কোনে রইবো না
আমরা পাঁজর দিয়ে দুর্গঘাঁটি গড়তে জানি
আমরা চিরদিনই হাসিমুখে মরতে জানি
আমরা আকাশ থেকে বজ্র হয়ে ঝরতে জানি
তোমার ভয় নেই মা
আমরা প্রতিবাদ করতে জানি। 
ধন্যবাদ।
৪|  ০৩ রা নভেম্বর, ২০১৩  সন্ধ্যা  ৭:২৮
০৩ রা নভেম্বর, ২০১৩  সন্ধ্যা  ৭:২৮
মনিরা সুলতানা বলেছেন: চমৎকার সব লাইন ।
আমরা পাঁজর দিয়ে দুর্গ ঘাঁটি গড়তে জানি...।
তোমার ভয় নেই আমরা প্রতিবাদ করতে জানি ।
  ০৩ রা নভেম্বর, ২০১৩  রাত ৮:৩৭
০৩ রা নভেম্বর, ২০১৩  রাত ৮:৩৭
বিদ্রোহী ভৃগু বলেছেন: অনন্য। অনবদ্য। 
চেতনার শিকড় নাড়িয়ে দেওয়া। 
ধন্যবাদ আপনাকে। 
৫|  ০৪ ঠা নভেম্বর, ২০১৩  দুপুর ১:১২
০৪ ঠা নভেম্বর, ২০১৩  দুপুর ১:১২
সুমন কর বলেছেন: তোমার ভয় নেই মা
আমরা প্রতিবাদ করতে জানি। 
দুর্দান্ত হয়েছে।
  ০৪ ঠা নভেম্বর, ২০১৩  সন্ধ্যা  ৭:৪৪
০৪ ঠা নভেম্বর, ২০১৩  সন্ধ্যা  ৭:৪৪
বিদ্রোহী ভৃগু বলেছেন: সত্যিই খুব প্রেরণা পাই শুনে। মনে বল বাড়ে। সাহস বাড়ে।  যিনি লিখেছেন কি অসম্ভব গুনি ছিলেন বলাই বাহুল্য। গীতিকারের নামটা এই মুহুর্তে মনে পড়ছে না।..
ধন্যবাদ। 
৬|  ০৪ ঠা নভেম্বর, ২০১৩  রাত ১১:১১
০৪ ঠা নভেম্বর, ২০১৩  রাত ১১:১১
সাইফুর রহমান পায়েল বলেছেন: গানটি আসোলেই সাহস দেয়।
  ০৬ ই নভেম্বর, ২০১৩  বিকাল ৫:৪৭
০৬ ই নভেম্বর, ২০১৩  বিকাল ৫:৪৭
বিদ্রোহী ভৃগু বলেছেন: সত্যিই তাই....
ধন্যবাদ
৭|  ০৫ ই নভেম্বর, ২০১৩  রাত ২:০৭
০৫ ই নভেম্বর, ২০১৩  রাত ২:০৭
শান্তির দেবদূত বলেছেন: আমার অসম্ভব প্রিয় একটা গান, এখনও প্রায়ই শুনি। গায়ের সব লোম দাঁড়িয়ে যায় প্রতিটি লাইনে লাইনে !
  ০৬ ই নভেম্বর, ২০১৩  বিকাল ৫:৫১
০৬ ই নভেম্বর, ২০১৩  বিকাল ৫:৫১
বিদ্রোহী ভৃগু বলেছেন: সত্যিই তাই- গায়ের প্রতিটা লোমকুপ দাড়িয়ে যায়। প্রাণের পরতে পরতে সাহসের ঢেউ উঠে। 
কিন্তু এর চর্চা প্রায় হারাতে বসেছে। তাইকি আমরা এক ভীতু ভীতু টাইপড হয়ে যাচ্ছি!!!???
জেগে উঠ প্রাণ ! জেগে উঠ সুরে সুরে! 
৮|  ০৫ ই নভেম্বর, ২০১৩  রাত ৯:৫৪
০৫ ই নভেম্বর, ২০১৩  রাত ৯:৫৪
সামু মামু বলেছেন: ভালো পস্ট 
+++++++++++++++++++   
চালিয়ে যান   
  ০৭ ই নভেম্বর, ২০১৩  রাত ৯:১৩
০৭ ই নভেম্বর, ২০১৩  রাত ৯:১৩
বিদ্রোহী ভৃগু বলেছেন: ধন্যবাদ।
এর চর্চা চলুক প্রাণে প্রাণে, ঘরে ঘরে.. তবেই জেগে উঠবে ঘুমন্ত আগামীর বীর  সেনা......
৯|  ০৭ ই নভেম্বর, ২০১৩  রাত ৮:২১
০৭ ই নভেম্বর, ২০১৩  রাত ৮:২১
পরিবেশ বন্ধু বলেছেন: আমরা মুক্ত আমরা স্বাধীন 
আমরা মায়ের সূর্য সন্তান 
আমরা তোমার শান্তি বাগান 
হে মাতৃভূমি দাও সে চেতনা সাহস অম্লান ।। 
সুন্দর পোষ্ট ভ্রাতা 
ধন্যবাদ 
  ০৯ ই নভেম্বর, ২০১৩  বিকাল ৫:৫৮
০৯ ই নভেম্বর, ২০১৩  বিকাল ৫:৫৮
বিদ্রোহী ভৃগু বলেছেন: ধন্যবাদ পরিবেশ বন্ধু।
১০|  ১০ ই নভেম্বর, ২০১৩  সন্ধ্যা  ৬:৫৮
১০ ই নভেম্বর, ২০১৩  সন্ধ্যা  ৬:৫৮
কাগজের নৌকা (রাসেল হোসেন) বলেছেন: এই গানটা শুনলেই নিজেকে বাঙালি হিসাবে আরও বেশি গর্ববোধ করতে ইচ্ছে হয়
  ১১ ই নভেম্বর, ২০১৩  বিকাল ৫:৪০
১১ ই নভেম্বর, ২০১৩  বিকাল ৫:৪০
বিদ্রোহী ভৃগু বলেছেন: 
।।আজ আবার শুনে জেগে ওঠার বড় বেশি প্রয়োজন!! নয়?
আমাদের লক্ষ্যহীন এই রাষ্ট্রীয় চলার একটা দাড়ি দেওয়া সময়ের প্রয়োজন।
১১|  ৩০ শে নভেম্বর, ২০১৩  রাত ১২:২৭
৩০ শে নভেম্বর, ২০১৩  রাত ১২:২৭
অন্যসকাল বলেছেন: ছোটবেলায় এই গানটা যখন কোরাসে গাইতাম, সারাটা হল মাইক ছাড়াই গমগম করতো! আর গায়ের লোম দাঁড়িয়ে যেত। মনে করিয়ে দিলেন আবার...
  ০১ লা ডিসেম্বর, ২০১৩  রাত ৮:০৩
০১ লা ডিসেম্বর, ২০১৩  রাত ৮:০৩
বিদ্রোহী ভৃগু বলেছেন: সারাটা হল মাইক ছাড়াই গমগম করতো! আর গায়ের লোম দাঁড়িয়ে যেত। 
সকলের প্রাণেই একই অনুরনন.......সেই জন্যই এ কালজয়ী গান, শুধূ নয় চেতনার প্রাণ।
ধন্যবাদ।
১২|  ১৪ ই জুলাই, ২০১৪  দুপুর ১২:২৪
১৪ ই জুলাই, ২০১৪  দুপুর ১২:২৪
লিরিকস বলেছেন: +
©somewhere in net ltd.
১| ০৩ রা নভেম্বর, ২০১৩  দুপুর ১:৪৩
০৩ রা নভেম্বর, ২০১৩  দুপুর ১:৪৩
বোকামন বলেছেন:
আমরা অপমান সইবো না
ভীরুর মত ঘরের কোনে রইবো না
আমরা আকাশ থেকে বজ্র হয়ে ঝরতে জানি
তোমার ভয় নেই মা
আমরা প্রতিবাদ করতে জানি।
গানটি মনে সাহস যোগায়, দেশপ্রেম জাগ্রত করে ...
আপনার জন্য শুভকামনা ।