|  |  | 
| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস | 
আমজনতার কপাল পোড়া। সব গচ্চা তাদেরই দিতে হয়্ । 
সরকারের ভুল বা বিরোধিদলের ভুল! ডলা সব আমজনতার!
গাড়ী ভাঙ্গে আমজনতা!  মানুষ মরে আমজনতা!
কষ্ট করে আম জনতা!  পরীক্ষা দিতে পারেনা আমজনতার পুলাপাইন! চাকুরী রাখতে কষ্ট করে আমজনতা!
জিনিষপত্রের দাম বাড়ে কষ্ট করে আমজনতা!!
তাই..বর্তমানে নির্বচান কালিন সরকার পদ্ধতি নিয়ে যা ঘটছে কোন সভ্য দেশে সভ্য বেশে এইসব বলা, করা সম্ভব তা বোধকরি বাংলাদেশ ব্যতিত কোথাও নেই।
সরকারের একগুয়েমি, বিরোধীদলের হরতাল সবই ক্ষতি করছে আম জনতার। দিনে দিনে হরতালে জাতির যে জাতীয় ক্ষতি একদিনের নির্বাচনী ব্যায় তারচে বহু কম হবে। এবং হানাহানি জীবন হানী ও অনিশ্চয়তা থেকে জাতি মুক্তি পাবে। কারও কোন ইগো প্রবলেমও থাকবে না। আমি হেরে গেলাম বা জিতে গেলাম জাতীয়! বরং জনরায়ে সকলেই উইন উইন কন্ডিশনে থাকবেন।
তাই আমজনতার পক্ষ থেকে স্পষ্ট দাবী:
নির্বাচনকালীন সরকার পদ্ধতি নিয়ে গণভোট করা হোক।
যা সকলে মেনে নেবেন। এবং নির্বাচন কমিশনকে ভবিষ্যতে পূর্ণ স্বায়ত্বশাসন এবং শক্তিশালী করণের পূর্ব পর্যন্ত এই পদ্ধতিই প্রচলিত থাকবে। তাতে কেউ আপত্তি করতে পারবে না।
ব্যলটে অপশন দুটো থাকবে। হা / না ভোট করে আপনারা দেশ ও জাতির অর্থনৈতিক ক্ষতি সহ আন্তর্জতািক বিশ্বে যে ভাবমুর্তি ক্ষুন্ন হচ্ছে তা থেকে দেশ ও জাতিকে রক্ষা করুন। 
এবং প্রমাণ করুন আপনারা দেশকে সত্যিই ভালবাসেন।
সকল শহীদ মুক্তিযোদ্ধাদের দোহাই
মুক্তিযুদ্ধের চেতনার দোহাই
১৬ কোটি মানুষের দোহাই
স্ব-স্ব ধর্মের প্রতিপালকের দোহাই- আপনার দেশটাকে নিয়ে ছিনিমিন খেলবেন না। আপনাদের পরিকল্পনা এর্ক বাস্তবায়ন দিয়ে প্রমাণ করুন কে যোগ্য! জনগণ আস্থা ও বিশ্বাসের সাথে তাকেই বেঁছে নেবে।
 ২২ টি
    	২২ টি    	 +০/-০
    	+০/-০  ১৪ ই নভেম্বর, ২০১৩  সন্ধ্যা  ৬:৪৫
১৪ ই নভেম্বর, ২০১৩  সন্ধ্যা  ৬:৪৫
বিদ্রোহী ভৃগু বলেছেন: প্রমাণ করুন আপনারা দেশকে সত্যিই ভালবাসেন।
২|  ১৪ ই নভেম্বর, ২০১৩  সন্ধ্যা  ৬:১১
১৪ ই নভেম্বর, ২০১৩  সন্ধ্যা  ৬:১১
ইউরো-বাংলা বলেছেন:  
আমাদের অবস্থা উপরের ফটোটির মতো 
  ১৪ ই নভেম্বর, ২০১৩  সন্ধ্যা  ৬:৪৬
১৪ ই নভেম্বর, ২০১৩  সন্ধ্যা  ৬:৪৬
বিদ্রোহী ভৃগু বলেছেন: আমাদেরই বেরিয়ে আসতে হবে এই চক্র থেকে!
সচেতনতায়
জ্ঞানে
ঐক্যে
আমাদের মুক্তির পথ আমাদেরই বের করতে হবে।
৩|  ১৪ ই নভেম্বর, ২০১৩  সন্ধ্যা  ৬:২০
১৪ ই নভেম্বর, ২০১৩  সন্ধ্যা  ৬:২০
নষ্ট ছেলে বলেছেন: জনগণ কি চায় এটা হাসিনা ভাল ভাবেই জানে। আর জানে বলেই তত্ত্ববধায়ক দিবে না। নিজের অধীনে নির্বাচন দিয়ে ক্ষমতা ধরে রাখতে চাইছে।
আওয়ামী লীগের নির্যাতনের মাত্র যত বেশি হবে তাদের শেষ পরিনতিও তত ভয়াবহ হবে। সেটা দেখায় অপেক্ষায় আছি ......
  ১৪ ই নভেম্বর, ২০১৩  সন্ধ্যা  ৭:৩৮
১৪ ই নভেম্বর, ২০১৩  সন্ধ্যা  ৭:৩৮
বিদ্রোহী ভৃগু বলেছেন: আওয়ামী লীগের নির্যাতনের মাত্র যত বেশি হবে তাদের শেষ পরিনতিও তত ভয়াবহ হবে। সেটা দেখায় অপেক্ষায় আছি ......  
ঠিক বলেছেন।
এবং সারা পৃথিবীর স্বৈরাচারের ইতিহাসও তাই বলে ।কিন্তু দুষক. .  ইতিহাসের সবচে বড় ট্যাজিক শিক্ষা ইতিহাস থেকে কেউ শিক্ষা নেয়না।
৪|  ১৪ ই নভেম্বর, ২০১৩  রাত ৮:২২
১৪ ই নভেম্বর, ২০১৩  রাত ৮:২২
সেতু আশরাফুল হক বলেছেন: আওয়ামী লীগ যখন জনগণ বলে তখন বুঝি জনগন মানে আওয়ামী লীগ, আবার বিএনপি যখন জনগণ বলে তখন বুঝি যে জনগণ মানে হৈল বিএনপি, আর এখন বুঝলাম আপনার নাম তাইলে আমজনতা?
ভালই পারেন আপনারা।
  ১৪ ই নভেম্বর, ২০১৩  রাত ৮:৪৯
১৪ ই নভেম্বর, ২০১৩  রাত ৮:৪৯
বিদ্রোহী ভৃগু বলেছেন: ও! আপনি তাইলে আমজনতার বাইরের কেউ 
আপনারা কেমন পারেন-বুঝতে আপনার পরিচয়টা দিয়া বাধিত করেন জনাব। 
মূল বিষয়টা ফোকাস করবেন কি?
এই সরকারের একগুয়েমি, রাস্ট্র নিয়ে ছেলেখেলা, পদত্যাগ নিয়া পুতুল খেলা
বিরোধীদের আমজনতার নাভীশ্বাস উঠা হরতাল, জান-মালের ঝুকি পূর্ন কর্মসূচী, জাতীয় অর্থনীতির ক্ষতি 
এসব থেকে বাঁচতে আপনার মতে পথ কোনটা?
৫|  ১৪ ই নভেম্বর, ২০১৩  রাত ৮:২৩
১৪ ই নভেম্বর, ২০১৩  রাত ৮:২৩
পরিবেশ বন্ধু বলেছেন: আমজনতার মগের মুল্লুক 
বাঘ দেখে কয়  গর্জে উল্লুক ।। 
  ১৪ ই নভেম্বর, ২০১৩  রাত ৯:১৩
১৪ ই নভেম্বর, ২০১৩  রাত ৯:১৩
বিদ্রোহী ভৃগু বলেছেন: হাম্বার মুল্লুক!!!!
স্বেচ্ছাচার আর স্বৈরাচারের ডিজিটাল ভার্সন।
মূল বিষয়টা ফোকাস করবেন কি?
এই সরকারের একগুয়েমি, রাস্ট্র নিয়ে ছেলেখেলা, পদত্যাগ নিয়া পুতুল খেলা
বিরোধীদের আমজনতার নাভীশ্বাস উঠা হরতাল, জান-মালের ঝুকি পূর্ন কর্মসূচী, জাতীয় অর্থনীতির ক্ষতি
এসব থেকে বাঁচতে আপনার মতে পথ কোনটা?  
গণভোট কি আপনার কাছে একটা সুন্দর সমাধান মনে হয়?
৬|  ১৪ ই নভেম্বর, ২০১৩  রাত ১০:৫৯
১৪ ই নভেম্বর, ২০১৩  রাত ১০:৫৯
ম্যাংগো পিপল বলেছেন: দাবী-র সাথে সহমত।
নির্বাচনকালীন সরকার পদ্ধতি নিয়ে গণভোট করা হোক। তবে ক্যাচাল লাগবো....... এই গনভোট কার আন্ডারে হবে ? হাসিনা ? না কি ........?
  ১৬ ই নভেম্বর, ২০১৩  বিকাল ৪:৩২
১৬ ই নভেম্বর, ২০১৩  বিকাল ৪:৩২
বিদ্রোহী ভৃগু বলেছেন: ধন্যবাদ।
হা হা হা, তা যা বলেছেন! 
অগ্নেয়গিরির মূখে বসে আমরা!!!!!
৭|  ১৪ ই নভেম্বর, ২০১৩  রাত ১১:০৯
১৪ ই নভেম্বর, ২০১৩  রাত ১১:০৯
ল্যাটিচুড বলেছেন: আম জনতার দিন শেষ, 
সজিব ওয়াজেদের বাংলাদেশ ...
  ১৬ ই নভেম্বর, ২০১৩  বিকাল ৪:৩৪
১৬ ই নভেম্বর, ২০১৩  বিকাল ৪:৩৪
বিদ্রোহী ভৃগু বলেছেন: গুড, ভেরি গুড...
এনালগ বাকশালের দিন গেল
ডিজিটালের দিন ফিরে এল!!!!!!! 
সেই সামন্তবাদী সময়ের মতো-পরিবারের বৃত্তে আটকে সোনার স্বদেশ!!!!!!!!!!!!!!!!
৮|  ১৪ ই নভেম্বর, ২০১৩  রাত ১১:১৬
১৪ ই নভেম্বর, ২০১৩  রাত ১১:১৬
সেলিম আনোয়ার বলেছেন: নির্বাচনকালীন সরকার পদ্ধতি নিয়ে গণভোট করা হোক। সহমত। আওয়ামীলীগ তা চাবে না গো হারা হারার চান্স তাদের বাকশাল ব্যবস্থার।
  ১৬ ই নভেম্বর, ২০১৩  বিকাল ৪:৩৬
১৬ ই নভেম্বর, ২০১৩  বিকাল ৪:৩৬
বিদ্রোহী ভৃগু বলেছেন: সকল সমস্যাতো সেই ভয় থেকেই শূরু!!
সিটি ফলাফলের পরই তাদের টনক নড়ে গেছে!!
তবে কি এভাবেই চলবে??????? একটা শেষতো চাই! নাকি?
৯|  ১৫ ই নভেম্বর, ২০১৩  বিকাল ৩:২১
১৫ ই নভেম্বর, ২০১৩  বিকাল ৩:২১
পরিবেশ বন্ধু বলেছেন: বিদ্রোহী বন্ধু , আপনার জিজ্ঞাসা যেখানে '''''' আমারও তাই  ।। 
একটা গ্লাস বা কাফ , তার পরিধি যেমন পানি বা দুধ আয়াতনে এক 
বিন্দু কমতি বা বাড়তি  হবেনা ।। 
মিষ্টি বা মধু দেন যতটুকু পানির পরিমাপ ততটুকুই ধরবে ।। 
তেমনি আমাদের বাংলাদেশ এর রাজনৈতিক  অবকাটামো এবং 
সামাজিক অবক্ষয় দর্পণের মত স্পষ্ট ।। 
যে দলই আসুক বা যারাই ক্ষমতা পাক ''''''  তাদের ক্ষমতার কাটগড়ায় 
দিন দিন সাধারন আমজনতার দুর্ভোগ লেগেই থাকবে ।। 
এ সমস্যা  সমাধান একমাত্র চিন , রাশিয়ার  যে সমাজ তন্ত্র বা সব মানুষের সমান অধিকার  , তা যদি 
কায়েম করা যায় , তাহলেই গনমানুষের অধিকার আদায় ও মুক্তি 
সম্ভব ।। 
  ১৬ ই নভেম্বর, ২০১৩  বিকাল ৪:৫৫
১৬ ই নভেম্বর, ২০১৩  বিকাল ৪:৫৫
বিদ্রোহী ভৃগু বলেছেন: নতুন গ্লা বাটিতো নাই।
এখণ কি করবেন?
একট পরিপূর্ণ বিপ্লবের পূর্বাবস্থা বিরাজমান দীঘূ সময় ধরে। কিন্তু নেই দল। নেই নেতা। সো... এভাবেই চলছে ৪০ বছর! সামনে আরো কতদিন কে জানে?
একজন খোমেনি, একজন মাও সেতুং একজন মাহাথিরের অপেক্ষায় সকলে....
১০|  ১৭ ই নভেম্বর, ২০১৩  সকাল ১১:০৪
১৭ ই নভেম্বর, ২০১৩  সকাল ১১:০৪
হারান সত্য বলেছেন: "একজন খোমেনি, একজন মাও সেতুং একজন মাহাথিরের অপেক্ষায় সকলে..."
শুধুমাত্র অপেক্ষায় থাকলেই কি হবে?
নিজেদের ঐ রকম হয়ে ওঠার চেস্টাও কি করা উচতি নয়?
হাজার জনে চেস্টা করলে হয়ত একজনকে আল্লাহ কবুল করবেন - আর কেউ চেস্টা না করে শুধুই আল্লাহর দয়ার অপেক্ষায় থাকলে বর্তমান অবস্থা সহ্য করে যেতেই হবে - তাই না?
  ১৭ ই নভেম্বর, ২০১৩  বিকাল ৩:২০
১৭ ই নভেম্বর, ২০১৩  বিকাল ৩:২০
বিদ্রোহী ভৃগু বলেছেন: শতভাগ সহমত।
কিন্তু সেই চেষ্টা থেকে বিরত রাখতেইতো ডিজুস সহ এ জাতীয় সকল প্ররোচনা!!!
জ্ঞান এবং বোধের গভীরে যাতে না যেতে পারে- তাই দেখেন না.... শিক্ষাকে নিয়ে কি ছীনিমিনি খেলছে তারা!!!
তারপরও এরই মাঝ থৈকেই বেরিয়ে আসতে হবে। তৈরী হতে হবে। তার দয়া ও অনুমোদন কামনা করে-চেষ্টা করে যেতে হবে।
আল্লাহ আমাদের থেকে যাকে খূশি পছন্দ করে নিন এবং আমাদের ভাগ্যকে সু-প্রসন্ন করুন।
১১|  ১৯ শে নভেম্বর, ২০১৩  বিকাল ৫:৫৪
১৯ শে নভেম্বর, ২০১৩  বিকাল ৫:৫৪
বিদ্রোহী ভৃগু বলেছেন: সংবিধান বিশেষজ্ঞরা কই?
কোন জাতীয় সমস্যা সমাধানে গণভোট বিষয়ে সংবিধঅনে কি আছে দয়া করে বলূন।
জাতিকে ভঅলবাসলে জাতির সাথে প্রতারণা না করে-সংবিধান থেকেই সমাধান নিন!!
সংবিধানকে নিয়ে যাচ্ছে তাই করা কি সংবিধানের অপমান নয়???
  ২১ শে নভেম্বর, ২০১৩  রাত ১০:৫৮
২১ শে নভেম্বর, ২০১৩  রাত ১০:৫৮
বিদ্রোহী ভৃগু বলেছেন: কুতাও কেউ নেই!!!!!!!!!!!!!!
হায়রে সুশীলপনা!!
হায়রে মিডিয়া!!!
হায়রে অন্ধত্ব!!!
©somewhere in net ltd.
১| ১৪ ই নভেম্বর, ২০১৩  বিকাল ৫:৪০
১৪ ই নভেম্বর, ২০১৩  বিকাল ৫:৪০
বিদ্রোহী ভৃগু বলেছেন: আমজনতার পক্ষ থেকে স্পষ্ট দাবী:
নির্বাচনকালীন সরকার পদ্ধতি নিয়ে গণভোট করা হোক।
হা / না ভোট করে আপনারা দেশ ও জাতির অর্থনৈতিক ক্ষতি রক্ষা সহ আন্তর্জাতিক বিশ্বে যে ভাবমুর্তি ক্ষুন্ন হচ্ছে তা থেকে দেশ ও জাতিকে রক্ষা করুন।
এবং প্রমাণ করুন আপনারা দেশকে সত্যিই ভালবাসেন।