|  |  | 
| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস | 
পাল্টিবাজ এরশাদের জন্য সিলেট বাসীর গরম গরম উপহার....
সিলেট: সর্বদলীয় সরকারের মন্ত্রিসভায় যোগ দেওয়ায় জাতীয় পার্টির চেয়ারম্যান ও সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের বিরুদ্ধে সিলেটে ঝাড়ু মিছিল করেছে 
স্বেচ্ছাসেক দল ও মহিলা দল।
মঙ্গলবার বিকেলে নগরীর মিরাবাজার এলাকা থেকে স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সহ-সভাপতি অ্যাডভোকেট সামছুজ্জামান জামানের নেতৃত্বে এ মিছিল বের করে সংগঠন দু’টির নেতাকর্মীরা।
মিছিলটি নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে নগরীর কোর্ট পয়েন্ট এলাকায় এসে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।
 
সমাবেশে বক্তারা সরকারের সঙ্গ না ছাড়লে এরশাদকে সিলেটে অবাঞ্ছিত ঘোষণা করার হুমকি দেন।
এ সময় বিএনপি নেতা-কর্মীদের হাতে ‘বিশ্ব বেহায়া এরশাদ’ ‘মহাচোর’ ‘বিশ্ববেইমান’ লেখা সম্বলিত বিভিন্ন ধরণের পোস্টার দেখা যায়।
Click This Link
 ১৬ টি
    	১৬ টি    	 +১/-০
    	+১/-০  ১৯ শে নভেম্বর, ২০১৩  রাত ৮:৩০
১৯ শে নভেম্বর, ২০১৩  রাত ৮:৩০
বিদ্রোহী ভৃগু বলেছেন: বাংলা একটা সিনেমায় মিঠুন সম্ভবত গেয়েছীল ভিলেনের জণ্য গানটি..
খেয়ে যে লাথি ল্যাং
ভেঙ্গে ঐ গেল ঠ্যাং
তবুও হলনা আক্কেল ও চাঁদুরে
দেখলে কেমন তুমি খেল!!!!!
এরশাদ সেই বেআক্কেল চাঁদু বৈতো নয়!!!
ঝাড়ু, থুথু, মুতু সবই বিসর্জণ শূরু হয়ে গেছে!!!!
২|  ১৯ শে নভেম্বর, ২০১৩  সন্ধ্যা  ৭:৩৬
১৯ শে নভেম্বর, ২০১৩  সন্ধ্যা  ৭:৩৬
ঢাকাবাসী বলেছেন: তিনি বলেন এই বয়সে আর জেলে বা রিমান্ডে যেতে চাইনা!
  ১৯ শে নভেম্বর, ২০১৩  রাত ৮:৪৬
১৯ শে নভেম্বর, ২০১৩  রাত ৮:৪৬
বিদ্রোহী ভৃগু বলেছেন: জেল ফেলের
আর নাই বেইল
তিনিযে পাল্টিবাজ
তাই হারালেন তাহ
শেষ বেলায় হয়ে দালাল
ক'টি টাকা করতে হালাল
হায়, !!!!!
মীরজাফরও ভ্রু-কুচকে চায়!!!
ভাবে আমিতো দালাল একবার
এ দেখি দালাল বারবার!!!! 
৩|  ১৯ শে নভেম্বর, ২০১৩  সন্ধ্যা  ৭:৪২
১৯ শে নভেম্বর, ২০১৩  সন্ধ্যা  ৭:৪২
অপরিচিত একটা মানুষ বলেছেন: সে একটা সুবিধাবাদী মানুষ
  ১৯ শে নভেম্বর, ২০১৩  রাত ৮:৪৯
১৯ শে নভেম্বর, ২০১৩  রাত ৮:৪৯
বিদ্রোহী ভৃগু বলেছেন: চরমতম!!!
বোধ, ব্যক্তিত্ব, হায়া, লজ্জ্বা, চেতনা, মনুষ্যত্ব, বিবেক, চক্ষুলজ্জ্বা, 
কোন কিছূই নেই-এমন জীবকে মানুষ বলা সমিচীন কিনা ভেবে দেখতে হবে!!!!!!!!!!!!!!!!!!!!!
৪|  ১৯ শে নভেম্বর, ২০১৩  সন্ধ্যা  ৭:৪৯
১৯ শে নভেম্বর, ২০১৩  সন্ধ্যা  ৭:৪৯
সেমিবস বলেছেন: চাচায় বুইড়া বয়সে চাচীরেও মন্ত্রীত্ব দিচে................ঝানু রাজনীতিবিদ............যা দেখাইচে
  ১৯ শে নভেম্বর, ২০১৩  রাত ৮:৫১
১৯ শে নভেম্বর, ২০১৩  রাত ৮:৫১
বিদ্রোহী ভৃগু বলেছেন: সাথে ঝাড়ু, থুতু, মুতু সবইতো দিছে, দিছেনা  
 
ঝানু না ঝাড়ু রাজনীতিবিদ!!!
৫|  ১৯ শে নভেম্বর, ২০১৩  সন্ধ্যা  ৭:৫৯
১৯ শে নভেম্বর, ২০১৩  সন্ধ্যা  ৭:৫৯
হেডস্যার বলেছেন: 
খালি ঝাড়ু মিছিল না...ওকে ঝাড়ু পেটা ও করা উচিত   
 
  ১৯ শে নভেম্বর, ২০১৩  রাত ৯:৪৫
১৯ শে নভেম্বর, ২০১৩  রাত ৯:৪৫
বিদ্রোহী ভৃগু বলেছেন: হে হে হে 
হেড স্যারের কথা বলে কথা!!
এই ছাত্ররা জলদি শূরু কর
ঝাড়ু দিয়ে বাংলা সাফ কর!!!
৬|  ১৯ শে নভেম্বর, ২০১৩  রাত ৮:৩১
১৯ শে নভেম্বর, ২০১৩  রাত ৮:৩১
হায়দার সুমন বলেছেন: ঝাড়ু নয়। এরশাদের চাহিদামত তাকে দেখিবা মাত্র থতু মারা উচিৎ
  ১৯ শে নভেম্বর, ২০১৩  রাত ৯:৪৬
১৯ শে নভেম্বর, ২০১৩  রাত ৯:৪৬
বিদ্রোহী ভৃগু বলেছেন: কারো চাহিদা অপূর্ণ রাখা উচিত নয়।
আর আইনতও আমরা মুক্ত থাকব; কারণ বক্তা বক্তব্য পূর্ন করা হয়েছে মাত্র-বলে  
 
কি বিশ্রি রকমের ব্যক্তিত্ব!!!!
৭|  ১৯ শে নভেম্বর, ২০১৩  রাত ১০:১৬
১৯ শে নভেম্বর, ২০১৩  রাত ১০:১৬
মামুন রশিদ বলেছেন: আশির দশকের শেষ দিকে, তখনো এরশাদ একজন দুর্দন্ড প্রতাপশালী প্রেসিডেন্ট । সিলেটের আলিয়া মাদ্রাসা ময়দানে জনসমাবেশে বক্তৃতা দেয়ার সময় কোন এক সিলেটবাসি স্টেজে জুতা ছুড়ে মেরেছিল । এই জুতা ছুড়ে মারার ঘটনাটি তখন সারাদেশে 'হট টক অব কান্ট্রি' হয়েছিল ।
  ২১ শে নভেম্বর, ২০১৩  দুপুর ১:৪৬
২১ শে নভেম্বর, ২০১৩  দুপুর ১:৪৬
বিদ্রোহী ভৃগু বলেছেন: বাংলার জাইদি 
 
সিলটি জিন্দাবাদ 
৮|  ২০ শে নভেম্বর, ২০১৩  ভোর ৪:২৮
২০ শে নভেম্বর, ২০১৩  ভোর ৪:২৮
পরিবেশ বন্ধু বলেছেন: গনতন্ত্রের মুক্তি আসলে এরশাদ সাহেব এর মাধ্যমে এসেছিল , তিনি
থানা ভেঙে উপজেলা এবং মহকুনা ভেঙ্গে জেলা করেছিল ।।
এবং ৯ বছরের শাসন আমলে সেনা বাহিনীকে আন্তর্জাতিক কমিশনে
তিনি দেশ গঠনে বেশ ভুমিকা রেখেছিল ।।
বঙ্গবন্ধু এবং জিয়া সাহেবের অসম্পূর্ণ কাজ তিনিই সম্পন্ন করেছিল ।।
আজকের সংসদ তিনির মাধ্যমে হল এবং জিয়ার নামে বর্তমান
শাহজালাল রা এর নামে বিমান বন্দর এর রুপকার , সিলেট এম এ জি
আতাউল গনি ওসমানি বিমান বন্দর তার সময়ে হয়েছিল ।।
ময়মন সিংহ কৃষি বিশ্ব বিদ্যালয় এবং ত্রিশাল কবি কাজী নজরুল
বিশ্ব বিদ্যালয় তিনিই সময়ে হয়েছিল ।।
আজ দেশের মানুষ আউলা বাউলা কথা কয় , বুঝিনা জগতে তাইলে
আর ভাল কে ? 
  ২৬ শে নভেম্বর, ২০১৩  সন্ধ্যা  ৬:২৮
২৬ শে নভেম্বর, ২০১৩  সন্ধ্যা  ৬:২৮
বিদ্রোহী ভৃগু বলেছেন: আউলা বাউলা কথা !!!???
কনফিউজড 
©somewhere in net ltd.
১| ১৯ শে নভেম্বর, ২০১৩  সন্ধ্যা  ৭:৩৩
১৯ শে নভেম্বর, ২০১৩  সন্ধ্যা  ৭:৩৩
বিদ্রোহী ভৃগু বলেছেন: পোষ্টে ছবি নিচ্ছেনা কেনু!!!!!!!!!!!
অনেকবার ট্রাই করেও আপলোডের পর হ্যাং হয়ে থাকছে!!!!!