|  |  | 
| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস | 
আজ শহীদ বুদ্ধিজীবি দিবস। 
সকলেই বিষয়টি অবহিত বিধায় মূলকথায় চলে যাই।
৭১ এ বুদ্ধিজীবিরা দেশের জন্য প্রাণ দিয়েছেন। তাদের আত্মদানে বিজয়ের গোলাপটা যেন শেষ মুহুর্তে আরও বেশী লাল রং ধারন করল।
কিন্তু আজ কি দেখছি?
বুদ্ধিজীবিরা দলীয় আনুগত্যে বৃত্তাবদ্ধ!!!
দেশের জন্য সেই উদাত্ত স্বর কই? গ্রেফতার জেল জুলুম তো সথ্যের পতে গেলে আসবেই। তাই সবাই যদি ভয়ে ঘরে বসে থাকে। সবাই যদি কন্ঠ নিরব করে থাকে তবে শহীদ বুদ্ধীজীবির আত্মাও চিৎকার করে উঠবে- তোমরা এই নাম ব্যবহারের উপযুক্ত নও।
অথবা আমাদের এই নামে যেকোনা আর। 
আমাদের বুদ্ধিজীবিরা কি জেগে উঠবেন দেশ, স্বাধীনতা স্বার্বভোমত্বের নামে। আত্মার ডাকে। দল,মত নির্বিশেষে সত্যের পক্ষে। আমজনতার পক্ষে।।
 
 ৮ টি
    	৮ টি    	 +০/-০
    	+০/-০  ১৪ ই ডিসেম্বর, ২০১৩  সন্ধ্যা  ৭:২৮
১৪ ই ডিসেম্বর, ২০১৩  সন্ধ্যা  ৭:২৮
বিদ্রোহী ভৃগু বলেছেন: বলেন কি? একি আপনার আবিস্কৃত তথ্য!!!
আমাদের বুদ্ধিজীবিরা কি জেগে উঠবেন দেশ, স্বাধীনতা স্বার্বভোমত্বের নামে। আত্মার ডাকে। দল,মত নির্বিশেষে সত্যের পক্ষে। আমজনতার পক্ষে।।
২|  ১৪ ই ডিসেম্বর, ২০১৩  রাত ৮:০৯
১৪ ই ডিসেম্বর, ২০১৩  রাত ৮:০৯
ঢাকাবাসী বলেছেন: জান হ্যায় তো জাহাঁ হ্যায়।
  ১৪ ই ডিসেম্বর, ২০১৩  রাত ৮:৫০
১৪ ই ডিসেম্বর, ২০১৩  রাত ৮:৫০
বিদ্রোহী ভৃগু বলেছেন: এই কর্পোরেট অনুভবেই কি আমরা ক্রমশ: তেলাপোকার টিকে থাকার তত্ত্বে নিজেকে ফিট করছি!!!
সত্যিই হতাশার!!!!!!!!!!!!!!!!!!!
ধন্যবাদ।
৩|  ১৪ ই ডিসেম্বর, ২০১৩  রাত ৯:৩৮
১৪ ই ডিসেম্বর, ২০১৩  রাত ৯:৩৮
অবুঝ পাঠক বলেছেন: চেতনার ব্যবসায় লাভ কেমন ?
  ১৫ ই ডিসেম্বর, ২০১৩  সকাল ১০:৩১
১৫ ই ডিসেম্বর, ২০১৩  সকাল ১০:৩১
বিদ্রোহী ভৃগু বলেছেন: জনাব আপনার চেতনা কি ওপারে ধার রেখে এয়েচেন
বলি ক্ষমতার ব্যবহার(অপ) দেখেও ধারনা করতে পারচেন না, দাদা!!!!
৪|  ১৪ ই ডিসেম্বর, ২০১৩  রাত ১১:০২
১৪ ই ডিসেম্বর, ২০১৩  রাত ১১:০২
সুমন কর বলেছেন: জয় বাংলা।
  ১৫ ই ডিসেম্বর, ২০১৩  সকাল ১০:৩৪
১৫ ই ডিসেম্বর, ২০১৩  সকাল ১০:৩৪
বিদ্রোহী ভৃগু বলেছেন: মীরজাফর, হিটলার, মুসোলিনি, কোরাজন একুইনো, ক্ষমতার দম্ভে মদমত্ততায় ধরাকে সরা জ্ঞান করেছীল!!!
আজ নামগুলো কেবলই ঘৃনার খাতায়
যার খুশি তার নাম লিখাক সে পাতায়- আমজনতার শুধু কালি(রক্ত) যোগাতেই যা কষ্ট !!!!!!!!!!!!!!!!!!!!!!
কিন্তু সে কালিতে শুধু কলংক আর ঘৃনার রং মেশানো থাকে!!!
©somewhere in net ltd.
১| ১৪ ই ডিসেম্বর, ২০১৩  সন্ধ্যা  ৭:১৭
১৪ ই ডিসেম্বর, ২০১৩  সন্ধ্যা  ৭:১৭
পাঠক১৯৭১ বলেছেন: ৭১ সালে ২২ হাজার মুক্তিযোদ্ধা প্রাণ দিয়েছেন, বুদ্ধিজীবিরা পাকিস্টান সরকারের চাকুরী করেছিল।