|  |  | 
| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস | 
একটা ছোট্ট খবর! 
জাতীয় পতাকাসহ দর্জি আটক
চমকে ওঠার মতো নয়?
জাতীয় পতাকা বানানো কি কোন অবৈধ কাজ? 
এটা কি সংবিধান বিরোধী?
এটা কি সাংবিধঅনিক নাগরিক অধিকারের প্রতি, পতাকার প্রতি, দেশের প্রতি সরাসরি আঘাত নয়!
অথচ এই কাজটিই অবলীলায় করলো কথিত মুক্তিযুদ্ধের চেতনার দাবীদার দল!!! দলের প্রশাসন!!!!
বিরোধীতা করতে করতে জাতীয় পতাকা বানানোরও বিরোধীতা!!?? জাতীয় পতাকা কি তাদের দলীয় সম্পত্তি???
 
খবর-
ফরিদপুরের বোয়ালমারীতে বিএনপির মার্চ ফর ডেমোক্রেসির জন্য জাতীয় পতাকা বানানোর সময় গতকাল অলোক সেন নামের এক দর্জিকে আটক করেছে পুলিশ। স্থানীয়রা জানান, বোয়ালমারীর বানা বাজারের দর্জি অলোক সেন বিএনপির নেতাদের কাছ থেকে জাতীয় পতাকা বানানোর অর্ডার পান। খবর পেয়ে সন্ধ্যায় বোয়ালমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রুহুল আমিন দোকানে হানা দিয়ে সেখান থেকে ২৬টি জাতীয় পতাকা এবং পতাকার কাপড়সহ অলোককে গ্রেফতার করেন। এদিকে, জাতীয় পতাকাসহ দর্জিকে আটকের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন ফরিদপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য শাহ মোহাম্মদ আবু জাফর।
সূত্র: http://www.bd-pratidin.com/2013/12/27/34358
 ৩০ টি
    	৩০ টি    	 +০/-০
    	+০/-০  ২৭ শে ডিসেম্বর, ২০১৩  সকাল ১০:৫১
২৭ শে ডিসেম্বর, ২০১৩  সকাল ১০:৫১
বিদ্রোহী ভৃগু বলেছেন: আওয়ামীলীগের এ স্রেফ রাজনৈতিক আত্মহত্যা!!!!!!!!!!
চেতনা চেতনা করতে করতে চেতনা হারিয়ে ফেলেছে!!!!!!
২|  ২৭ শে ডিসেম্বর, ২০১৩  সকাল ১০:৪১
২৭ শে ডিসেম্বর, ২০১৩  সকাল ১০:৪১
হাসিব০৭ বলেছেন: হায়রে রংহেডেড আর কত কি যে দেখমু
  ২৭ শে ডিসেম্বর, ২০১৩  সকাল ১১:১৬
২৭ শে ডিসেম্বর, ২০১৩  সকাল ১১:১৬
বিদ্রোহী ভৃগু বলেছেন: সত্যি! ব্লগার ভাই! কি বিচিত্র এই দেশ!!!!!!
৩|  ২৭ শে ডিসেম্বর, ২০১৩  সকাল ১০:৪৩
২৭ শে ডিসেম্বর, ২০১৩  সকাল ১০:৪৩
বিশ্বাস করি 1971-এ বলেছেন: 
  ২৭ শে ডিসেম্বর, ২০১৩  সকাল ১১:১৭
২৭ শে ডিসেম্বর, ২০১৩  সকাল ১১:১৭
বিদ্রোহী ভৃগু বলেছেন: সত্য আর তথ্যের ভেজাল যেদিন ক্লিয়ার হয়ে যাবে- সেদিন কি হবরে মনা!!!!!!!!!!!!!! ভেবে পাইনা!!!!!!!
৪|  ২৭ শে ডিসেম্বর, ২০১৩  সকাল ১০:৫৫
২৭ শে ডিসেম্বর, ২০১৩  সকাল ১০:৫৫
ঢাকাবাসী বলেছেন: পুলিশ, প্রশাসন, রেব টেব যা আছে সবই তো হাতে সো, জোরে হাচি দিলেও এরেস্ট হতে পারেন।
  ২৮ শে ডিসেম্বর, ২০১৩  রাত ১২:২৩
২৮ শে ডিসেম্বর, ২০১৩  রাত ১২:২৩
বিদ্রোহী ভৃগু বলেছেন: হ!
৫|  ২৭ শে ডিসেম্বর, ২০১৩  সকাল ১১:৩৯
২৭ শে ডিসেম্বর, ২০১৩  সকাল ১১:৩৯
মাজহারুল হুসাইন বলেছেন: ভাগ্যিস ১৬ ডিসেম্বর বিএনপি মার্চ ফর ডেমোক্রেসির ডাক দেয় নাই । দিলে রবির স্পন্সরে এক সঙ্গে সবচেয়ে বেশি মানুষ গ্রেফতার হওয়ার রেকর্ড গ্রিনিজ বুকে উঠত   
 
  ২৮ শে ডিসেম্বর, ২০১৩  রাত ১২:২৫
২৮ শে ডিসেম্বর, ২০১৩  রাত ১২:২৫
বিদ্রোহী ভৃগু বলেছেন: অসম্ভব কিছু ছিলনা !!!!!
কিন্তু মিডিয়া এবং সেনা বাহিনী যারা ১/১১এ সামান্য চিঠির অজুহাতে ক্ষমতা দখল করল- আজ দেশে শহ শহ মানুষের জীবনও কি তাদের দেশপ্রেম জাগায় না!!!
তবে কি বিদেশে চাকুরী দেশ এবং জনতার চেয়ে বেশী দামী!!!!
কি জানি? 
৬|  ২৭ শে ডিসেম্বর, ২০১৩  সকাল ১১:৪০
২৭ শে ডিসেম্বর, ২০১৩  সকাল ১১:৪০
জনাব মাহাবুব বলেছেন: আমার বাড়ীতেও যদি হানা দিয়ে হানাদার বাহিনী (যৌথ বাহিনী) জাতীয় পতাকা পায়, তাহলে তো আমাকে গ্রেফতার করা হবে।   
   
   
 
এখন আমি জাতীয় পতাকা নিয়ে কোথায় যাই   
   
   
   
 
  ২৮ শে ডিসেম্বর, ২০১৩  রাত ১২:২৬
২৮ শে ডিসেম্বর, ২০১৩  রাত ১২:২৬
বিদ্রোহী ভৃগু বলেছেন: আবার এরদেরই গলাবাজিতে তিষ্টানো দায়!
পতাকা, স্বাধীনতা, মুক্তিযুদ্ধ সব যেন তাদের দলীয় সম্পত্তি!!!!!
আজব মানসিকতা!
বাকশালের ডিজিটাল ভার্সন। 
যারা দেখে নাই এবং শূনেও বিশ্বাস করতে চায় নাই- তাদের জন্য উপমা হয়ে থাকল এই সময়!!!!!!
৭|  ২৭ শে ডিসেম্বর, ২০১৩  দুপুর ১২:২৩
২৭ শে ডিসেম্বর, ২০১৩  দুপুর ১২:২৩
বিডি আইডল বলেছেন: 
  ২৮ শে ডিসেম্বর, ২০১৩  রাত ১২:২৭
২৮ শে ডিসেম্বর, ২০১৩  রাত ১২:২৭
বিদ্রোহী ভৃগু বলেছেন: চেতনার ঠিকাদারী শূধূ তাদের যে- !!!!
জহির রায়হানের কথাই তবে ঠিক!!!
৮|  ২৭ শে ডিসেম্বর, ২০১৩  দুপুর ২:১৬
২৭ শে ডিসেম্বর, ২০১৩  দুপুর ২:১৬
ইন্ড্রাস্ট্রিয়াল জয় বলেছেন: জামাতী, রাজাকার, আলবদরদের জাতীয় পতাকা হাতে ঢাকা আসার আহবান নিয়ে আপনার প্রতিক্রিয়া কী জনাব ?
  ২৮ শে ডিসেম্বর, ২০১৩  রাত ১২:৩১
২৮ শে ডিসেম্বর, ২০১৩  রাত ১২:৩১
বিদ্রোহী ভৃগু বলেছেন: আর কত বিভাজনের বুলী কপচাবেন!!
দেশটা যখন তরতর করে এগিয়ে যাচ্ছিল- শত্রুরা আবারও বিভাজিত করল সফল ভাবে-একদল দলকানা আর জ্ঞান কানার কারণে!!
রাজাকারের ফাসি চাই। আসেনতো আওয়ামীলীগের বিএনপি জামাত সহ সকল রাজাকারের দাবী নিয়ে শাহবাগে!!!
পাকি এম্বেসি যেতে গিয়ে দেখেন নাই সরকারের রুপ!
কিংবা হেফাজত উৎখাতকে ব্যালেন্স করতে ভোররাতে শাহবাগ সার্ফ এক্সেল ক্লিয়ার করা!!
পতাকা এই দেশের সকল নাগরিকের। সেই দর্জি কি রাজাকার ছিল? কেন তাকে গ্রেফতার করা হল!!!!
একটু দলান্ধতা ছেড়ে মানুষ হয়ে ভাবুন।
৯|  ২৭ শে ডিসেম্বর, ২০১৩  দুপুর ২:৪২
২৭ শে ডিসেম্বর, ২০১৩  দুপুর ২:৪২
সুমন কর বলেছেন:   
   
   
 
  ২৮ শে ডিসেম্বর, ২০১৩  রাত ১২:৩৮
২৮ শে ডিসেম্বর, ২০১৩  রাত ১২:৩৮
বিদ্রোহী ভৃগু বলেছেন:  অক্ষম আমজনতার এই  ক্রোধ খড়ের গাদায় স্ফূলীংগের মতো!!
যখন জ্বলে উঠবে - সব ছারখার করে দেবে। সত্যের জন্য। মু্ক্তির জন্য যুগে যুগে আমজনতার এই ক্রোধই শক্তি হিসেবে নিয়ামক ভূমিকা পালন করেছে!
১০|  ২৮ শে ডিসেম্বর, ২০১৩  রাত ১২:৫৪
২৮ শে ডিসেম্বর, ২০১৩  রাত ১২:৫৪
উদাস কিশোর বলেছেন: শেখের বেটির মাথা এক্কারে গেছে ! :@
  ২৮ শে ডিসেম্বর, ২০১৩  বিকাল ৫:৫৯
২৮ শে ডিসেম্বর, ২০১৩  বিকাল ৫:৫৯
বিদ্রোহী ভৃগু বলেছেন: আরতো সন্দেহের অবকাশ থাকছেনা বলেই মনে হয়!!!!
১১|  ২৮ শে ডিসেম্বর, ২০১৩  রাত ১:২৪
২৮ শে ডিসেম্বর, ২০১৩  রাত ১:২৪
ইনফা_অল বলেছেন: ১৬ই ডিসেম্বর উপলক্ষে আমার বারান্দায় উড়ানো দুইটি পতাকা এখনো উড়ছে। নামায় ফেলবো নাকি?
  ২৮ শে ডিসেম্বর, ২০১৩  সন্ধ্যা  ৬:০১
২৮ শে ডিসেম্বর, ২০১৩  সন্ধ্যা  ৬:০১
বিদ্রোহী ভৃগু বলেছেন: তাদের ভাবসাবেতো মনে হয় তাদের স্বেচ্ছাচার সকলে মেনে নিলেই সব ঠিকাছে!
কি আর বলব? ট্যাগিং দিয়ে জাতিকে বিভক্ত করা দালালেতো অভা নেই!!
ভেবে চিন্তেই কাজ করেন।
১২|  ২৮ শে ডিসেম্বর, ২০১৩  দুপুর ২:৩৬
২৮ শে ডিসেম্বর, ২০১৩  দুপুর ২:৩৬
হাসান কালবৈশাখী বলেছেন: 
পাকিস্তান পার্লামেন্টে এদেশী জামাতি নেতাদের অখন্ড পাকিস্তান রক্ষার (মানে বাংলাদেশ ধ্বংশের) নিষ্ঠাবান সৈনিক বলা হয়েছে।
পাকি সার্টিফাইড রাজাকার ও রাজাকারদের আন্ডা বাচ্চাদের আমাদের জাতীয় পতাকায় হাত দেয়ার কোন অধিকার নেই।
  ২৮ শে ডিসেম্বর, ২০১৩  সন্ধ্যা  ৬:০৪
২৮ শে ডিসেম্বর, ২০১৩  সন্ধ্যা  ৬:০৪
বিদ্রোহী ভৃগু বলেছেন: যেই দর্জি কে গ্রেফতার করা হয়েছে সেকি জামাত করে?
সে কি রাজাকার?
অত রাজাকার রাজাকার করেন কেন? নিজেগো উত্তরাধীকারীতো রাজাকারেরই রক্ত!!! জাতির নাতি পয়দা করলেন রাজাকারের রক্তে!!
সেই জ্বালায়ই কি সাধারন সবাইরে ট্যাগিং শুরু করলেন!!!!
যে বাংলাদেশের আনুগত্য স্বীকার করেছে, বাংলাদেশের নাগরিক হিসেবে স্বীকৃত সকলের অধীকার আছে জাতীয় পতাকা ধারন করার। না করলেই বরং দেশদ্রোহী হিসাবে ভাবতে হবে।
একদলীয় প্রহসনের নির্বাচনের যারা পক্ষে তাদের বোধ বুদ্ধিতো হাটুর নীচেই বৈকি। তাদের কি আর বোঝানো যাব! ??? তারাযে বুঝেই বুঝবেনা বলে পণ করেছে  
 
১৩|  ২৮ শে ডিসেম্বর, ২০১৩  দুপুর ২:৪০
২৮ শে ডিসেম্বর, ২০১৩  দুপুর ২:৪০
আশমএরশাদ বলেছেন: জাতীয় পতাকা সমস্যা না সমস্যা হলো পতাকার সাথে যে গজরী লাঠি নিয়ে আসতে কইলো সেটাই সমস্যা।
পতাকা নিয়ে আসার অর্থ কিন্তু পতাকাকে সম্মান নয় -পতাকার সাথে লাঠি আনা যাবে সেটাই হলো মুল কথা।
  ২৮ শে ডিসেম্বর, ২০১৩  সন্ধ্যা  ৬:০৮
২৮ শে ডিসেম্বর, ২০১৩  সন্ধ্যা  ৬:০৮
বিদ্রোহী ভৃগু বলেছেন: বাহ! বেশ বেশ!
তা ঐ কথাগুলো কোন সফটওয়ারে ফিল্টার করে জানলেন জনাব।!!!
এত কিছু বুঝলেন- সারা বিশ্ব থেকে বাংলাদেশকে একঘরে করা হল তা বুঝলেন না?
এক দলীয় নির্বাচন যে প্রহসন তা বুঝছেন না!
স্বৈরাচারী কাজ গণতন্ত্রের নামে কললেই যে তা গণতান্ত্রিক হয়না তা বুঝেন না!
সরকারী হরতালরে মতো প্রহসনের রাজনীতি দেখেও নিশ্চুপ থাকেন!
শুধূ এক দলের নীতি তো গণতন্ত্র হতে পারে না- এটা বুঝেও অন্ধ সমর্থন করেন?!
তাই আপনার পক্ষেই সাধারন সরল সত্যের বাইরে আরোপিত ধারনা পোষন করা ন্যায় সংগত বটে। ধন্যবাদ।
১৪|  ২৮ শে ডিসেম্বর, ২০১৩  রাত ৯:২৭
২৮ শে ডিসেম্বর, ২০১৩  রাত ৯:২৭
ইউরো-বাংলা বলেছেন: গণতন্ত্র ও বাকশাল একসাথে চলতে পারে না।
  ২৫ শে সেপ্টেম্বর, ২০১৪  বিকাল ৪:৪৮
২৫ শে সেপ্টেম্বর, ২০১৪  বিকাল ৪:৪৮
বিদ্রোহী ভৃগু বলেছেন: তারাতো এক্কেবারে ওরস্যালাইন বানায়া বসে আছে!! 
একচামচ ডিজিটাল বাকশাল, এক চামচ ডোমেস্টিক সরকারী বিরোধীদল আর এক মুঠো জেল,জুলুম গ্রেফতার.... ব্যাস হয়ে গেল আওয়ামী স্বৈরাচারের স্যালাইন!!!! 
১৫|  ২৮ শে ডিসেম্বর, ২০১৩  রাত ১১:০৯
২৮ শে ডিসেম্বর, ২০১৩  রাত ১১:০৯
মতিউর রহমান মিঠু বলেছেন: এবার তাইলে ভারতের আর ফাকিস্তানের পতাকা বানানো হোক।
আগে ছিল "জাতীর মানচিত্র খামচে ধরেছে কতিপয় শকুন" এখন "দেশের পতাকা লুটে নিচ্ছে কতিপয় আওয়ামী লীগার"।
ভাল তো ভালো না খুব ভালো.............
  ২৫ শে সেপ্টেম্বর, ২০১৪  বিকাল ৪:৫০
২৫ শে সেপ্টেম্বর, ২০১৪  বিকাল ৪:৫০
বিদ্রোহী ভৃগু বলেছেন: নয়তো কি!!! দেখেন না অনির্বাচিত সং-সদে সংবিধঅন সংশোধন হয়!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
কথিত সুশীল, বুদ্ধিজীবি, জাতির কথিত বিবেক মিডিয়া.. সব শ্লা দেখেন না কেমন গিরগিটি হয়ে বসে আছে!!!!!!!!!!!!!!!!!!!!!!! 
ভাল তো ভালো না খুব ভালো............. 
©somewhere in net ltd.
১| ২৭ শে ডিসেম্বর, ২০১৩  সকাল ১০:২৮
২৭ শে ডিসেম্বর, ২০১৩  সকাল ১০:২৮
মোঃ আনারুল ইসলাম বলেছেন: নোংরা রাজনীতি আরকি 
   
   
  