|  |  | 
| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস | 
আমাদের মাহামান্য মন্ত্রী মহোদয়রা এবার ৫ বছর জুড়েই নানা মন্তব্যে বাজার দ্রব্যমূল্য নিয়ন্ত্রন করতে না পারলেও কমেডিয়ানদের অভাব দূর করেছেন
...সেই রুলস অব বিজনেসকে বানিজ্য বলা থেকে শুরু করে সাম্প্রতিক 
রানা প্লাজার ঝাকি তত্ত্বের প্রবক্তা জনাব মখা আলমগীর এবারের ভোটার বিহীন ভোট কেন্দ্রের বাস্তবতা লুকাতে নতুন তত্ত্ব হাজির করেছেন!
শৈত্য প্রবাহের কারণে ভোটার কম
সকাল থেকে দেশজুড়ে শৈত্য প্রবাহের কারণে ভোটকেন্দ্রগুলোতে ভোটার কম বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের নির্বাচন পরিচালনা উপকমিটির আহ্বায়ক ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মহীউদ্দীন খান আলমগীর।
তিনি বলেন, সারাদেশে সকাল থেকেই শৈত্য প্রবাহ চলছে, এ কারণে ভোটকেন্দ্রে ভোটাররা কম গেছেন। রোদ বাড়ার সঙ্গে কেন্দ্রে কেন্দ্রে ভোটারের সংখ্যা বাড়বে।
রোববার আওয়ামী লীগের পক্ষে নির্বাচন কমিশন সচিবালয়ে এসে তিনি এসব কথা বলেন।
বিএনপি-জামায়াত নির্বাচন প্রতিহতের যে ষড়যন্ত্র করেছিলো তা সফল হয়নি বলেও দাবি করেন তিনি ।
Click This Link
যদিও আবহাওয়ার পূর্বাভাসে এ্রইরুপ কোনরকম উল্লেখ যোগ্য শৈত্যপ্রবাহের ঘোষনা নাই- কিন্তু জনগণের প্রত্যাখাণের বাস্তবতাকে শৈত্যের আড়ালে কতক্ষন লুকিয়ে রাখতে পারেন দেখা যাক!!!
এবারের আন্দোলনে মানুষের সবচে বড় বদল হয়েছে মানুষ সহিংসতা বদলে নিরব প্রতিবাদ জানিয়েছে।
শাপলা ঘটনায় যে যাই বলেছে- জনগন নিরব থেকে সিটিতে সুযোগ পেয়ে নিরবে রায় দিয়ে গেছে।।
১৮ দলের ডাকে ঢাকায় লাখো লোকের আগমন হলেও স্বৈরাচারী আর জুলুমের ভয়ংকর রুপ দেখে তারা নিরবেই তাদের অস্ত্র প্রয়োগের সিদ্ধান্ত নেয়-এবং নেত্রীও জানমাল রক্ষায় এবং আসন্ন গৃহযুদ্ধ প্রতিরোধে অহিংস ভোটাধিকার অস্ত্রের মাধ্যমে জবাব দেয়া। 
যে জবাব আজ ১৬ কোটি জনতা দিয়েছে। ভোট প্রত্যাখ্যান করেছে। দলীয় কর্মদের আনাগোনা মিডিয়ায় বারংবার দেখীয়েও এই শূণ্যতা ঢাকা যাচ্ছে না। অবশেষে শৈত্য প্রবাহ তত্ত্ব!!!!
মানুষকে মানুষ ভাবুন। আপনাদের ভাল কাজকে ভাল বলার লোকের যেমন অভাব নেই- তেমনি মন্দ কাজকে নিরবে সয়ে গেলে প্রতিবাদ প্রতিরোধ হীন যাবে ভাবাটাও ভুল।।
আজ জনতা নিরবে ঘরে বসে থেকে আওয়ামীলিগের সকল স্বৈর সিদ্ধান্তে তাদের আপত্তি জানিয়ে দিয়েছে।
একনও সময় আছে। জাতিকে সুষ্ঠ নির্বাচনের পথে নিয়ে যেতে পদত্যাগের মাধ্যমে নিজেও উত্তম হোন, জাতিকেও মুক্তি দিন। আজ ১৮-২৮জনের জীবন গেছে!
২৮০০০ বা তারচে বেশি জীবন নিয়েও যদি ক্ষমতায় থাকলেনও- ইতিহাসে কি আপনি নন্দিত হবেন?
নাকি নিন্দিত হবেন???
এই বোধটুকুনের উপরই জাতির শেষ ক্ষীন আশা!!!! 
 ২৮ টি
    	২৮ টি    	 +১/-০
    	+১/-০  ০৫ ই জানুয়ারি, ২০১৪  বিকাল ৪:১৬
০৫ ই জানুয়ারি, ২০১৪  বিকাল ৪:১৬
বিদ্রোহী ভৃগু বলেছেন: এত কম শাস্তি!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
জনগণেরে প্রত্যাখােনর যেই জাতার বাড়ী খাইলো- শরম থাকলে রাজনীতি থেকে আনুষ্ঠানিক পদত্যাগ করা উচিত!!!!!!!!
২|  ০৫ ই জানুয়ারি, ২০১৪  বিকাল ৩:৪৬
০৫ ই জানুয়ারি, ২০১৪  বিকাল ৩:৪৬
মদন বলেছেন: মানসিক ভারসাম্যহীনদের সকল কথায় কান দিতে নাই 
  ০৫ ই জানুয়ারি, ২০১৪  বিকাল ৪:১৭
০৫ ই জানুয়ারি, ২০১৪  বিকাল ৪:১৭
বিদ্রোহী ভৃগু বলেছেন: ভালা কইছেন!
কিন্তু সমস্য হইল-ভারসাম্যহীন গুলাযে জাতির ভারসাম্য নিয়া টানাটানি করতেছে......
৩|  ০৫ ই জানুয়ারি, ২০১৪  বিকাল ৩:৫১
০৫ ই জানুয়ারি, ২০১৪  বিকাল ৩:৫১
পরিবেশ বন্ধু বলেছেন: ধর্মের ডোল আপনাতেই বাজে 
সুবিধা ভোগীরা থাকে রন সাজে 
  ০৫ ই জানুয়ারি, ২০১৪  বিকাল ৪:১৮
০৫ ই জানুয়ারি, ২০১৪  বিকাল ৪:১৮
বিদ্রোহী ভৃগু বলেছেন: ধন্যবাদ। 
ধর্মের কল বাতাসেই নড়ে!!!!!!! 
নিরস্ত্র আমজনতা নিরবে ভোট না প্রদান করিয়া সরকারকে সমুচিত জবাব দিয়াছে।
৪|  ০৫ ই জানুয়ারি, ২০১৪  বিকাল ৪:০৩
০৫ ই জানুয়ারি, ২০১৪  বিকাল ৪:০৩
মোঃ আনারুল ইসলাম বলেছেন: ম খা  এর মহামূল্যবান বানী  উপলক্ষে মাননীয় রাষ্ঠ্র পতি ও প্রধানমন্ত্রী দেশ বাসীকে অভিন্নদন জানিয়েছেন?  
 
  ০৫ ই জানুয়ারি, ২০১৪  বিকাল ৫:১৬
০৫ ই জানুয়ারি, ২০১৪  বিকাল ৫:১৬
বিদ্রোহী ভৃগু বলেছেন: ন্যাংটার আবার লজ্জা!!!!!
আজ প্রমাণ হল যুদ্ধাস্ত্রের চেয়ে ভোটাস্ত্রের জোর কত বেশি।
আমজনতা জিন্দাবাদ।
গণতন্ত্র জিন্দাবাদ।
৫|  ০৫ ই জানুয়ারি, ২০১৪  বিকাল ৪:০৬
০৫ ই জানুয়ারি, ২০১৪  বিকাল ৪:০৬
ম্যাংগো পিপল বলেছেন:   
  
  
  
 
  ০৫ ই জানুয়ারি, ২০১৪  বিকাল ৫:১৮
০৫ ই জানুয়ারি, ২০১৪  বিকাল ৫:১৮
বিদ্রোহী ভৃগু বলেছেন: আজ স্বৈরাচারের স্বৈরতন্ত্রের বিরুদ্ধ আমজনতার গণতন্ত্রের দাবী জয়যুক্ত হয়েছে।
ভোটার বিহীন ভোট করে আওয়ামীলীগ তাদের রাজনৈতিক দেউলিয়াত্ব প্রমাণ করেছে।
আপনার হাসি আজ ভোটাধিকার বঞ্চিত কোটি ভোটারের হাসি 
৬|  ০৫ ই জানুয়ারি, ২০১৪  বিকাল ৪:২৬
০৫ ই জানুয়ারি, ২০১৪  বিকাল ৪:২৬
মোহাম্মদ মজিবর রহমান বলেছেন: ক্ষমতাসীনদের যদি নুন্যতম লজ্জাসরম থাকে তবে জাতির কাছে ক্ষমা চেয়ে বিদায় নেয়া উচিৎ।
  ০৫ ই জানুয়ারি, ২০১৪  বিকাল ৫:৫১
০৫ ই জানুয়ারি, ২০১৪  বিকাল ৫:৫১
বিদ্রোহী ভৃগু বলেছেন: ন্যাংটা আবার লজ্জা!!
তারা অবলিলায় মিথ্যা বলে যেভাবে-তাতে সত্যই বরং লজ্জায় লুকায়
আজ যদি দৃশ্যপট উল্টা হতো -তার প্রগলভতায় চ্যানেল মূখর থাকত 
এখানেই মৌলিক পার্থক্য।
৭|  ০৫ ই জানুয়ারি, ২০১৪  বিকাল ৫:১৭
০৫ ই জানুয়ারি, ২০১৪  বিকাল ৫:১৭
হাদী নয়ন বলেছেন:   
   
   
   
   
   
 
  ০৫ ই জানুয়ারি, ২০১৪  সন্ধ্যা  ৭:৩৪
০৫ ই জানুয়ারি, ২০১৪  সন্ধ্যা  ৭:৩৪
বিদ্রোহী ভৃগু বলেছেন: কান্দেন ক্যা????
প্রহসনের ভোট দেইখ্যা  না জাতির ভাগ্য দেইখ্যা!!!!!!
 না জাতির ভাগ্য দেইখ্যা!!!!!!
৮|  ০৫ ই জানুয়ারি, ২০১৪  রাত ৯:৪৭
০৫ ই জানুয়ারি, ২০১৪  রাত ৯:৪৭
অনিকেত রহমান বলেছেন: 
‘শৈত্যপ্রবাহের কারণেই ভোটার উপস্থিতি কম
 শ তে শীত তুই রাজাকার, তুই রাজাকার
বিশিষ্ট (অ)পদার্থবিদ মখা আলমগীর
এবারের আন্দোলনে মানুষের সবচে বড় বদল হয়েছে মানুষ সহিংসতা বদলে নিরব প্রতিবাদ জানিয়েছে ।।  ভালো বলেছেন।। 
  ০৬ ই জানুয়ারি, ২০১৪  সন্ধ্যা  ৬:১৭
০৬ ই জানুয়ারি, ২০১৪  সন্ধ্যা  ৬:১৭
বিদ্রোহী ভৃগু বলেছেন: ধন্যবাদ।
এই নীরব প্রতিবাদকে যদি রাষ্ট্রের বিবেকবান, বুদ্ধিজীবি এবং মিডিয়া মিস ইউজ করে- তবে সকলেই এ সময়ের রাজাকার বা মীরজাফর বলে চিহ্নিত হয়ে থাকবেন।
আজ বাংলাদেশের রাষ্ট্রীয় সশস্ত্র সন্ত্রাসের বিরুদ্ধে নিরস্ত্র নাগরিক সমাজ নিরবে ভোটাস্ত্রের মাধ্যমে জবাব দিয়েছে। 
তাই দেশকে রক্ষায় বাকীদের এখন দ্রুত এগিয়ে যেতে হবে।
সাহসের সাথে
দেশকে ভালবেসে
আমজনতাকে রক্ষা করতে
গনতন্ত্রকে বাঁচাতে
৯|  ০৫ ই জানুয়ারি, ২০১৪  রাত ৯:৫৬
০৫ ই জানুয়ারি, ২০১৪  রাত ৯:৫৬
আশাফ আনিস বলেছেন: আমজনতা জিন্দাবাদ।
  ০৬ ই জানুয়ারি, ২০১৪  সন্ধ্যা  ৭:২৬
০৬ ই জানুয়ারি, ২০১৪  সন্ধ্যা  ৭:২৬
বিদ্রোহী ভৃগু বলেছেন: আমজনতার সমস্যা হইল তাদের নেতা নাই..
আর যারাই নেতা সাজে তারাই ধান্ধা আর লোভে ডুবে যায়!!!
নইলে ১৭৫৭ থেকে ৭১-৯০, ১৩ আমজনতা সঠিক রায়ই দিয়েছে।
১০|  ০৬ ই জানুয়ারি, ২০১৪  সন্ধ্যা  ৬:২৪
০৬ ই জানুয়ারি, ২০১৪  সন্ধ্যা  ৬:২৪
মুদ্দাকির বলেছেন: যাই বলেন তত্ত্ব গুলাতো অসাধারন   
   
   
   
 
  ০৭ ই জানুয়ারি, ২০১৪  বিকাল ৫:৩৪
০৭ ই জানুয়ারি, ২০১৪  বিকাল ৫:৩৪
বিদ্রোহী ভৃগু বলেছেন: অসাধারণতো বটেই- সে নিজেইতো এক বিশাল অসাধারন- রাজাকার হয়েও চেতনার সরকারের মন্ত্রী হয়ে গেছে-এ অসাধারন নয়!!!!!!!!!!!!!!
বাহ চেতনা! বাহ রাজাকারীর ইস্যুর রাজনৈতিক বেচাকেনা!!! সই অসাধারন!!!
১১|  ০৬ ই জানুয়ারি, ২০১৪  সন্ধ্যা  ৬:৩১
০৬ ই জানুয়ারি, ২০১৪  সন্ধ্যা  ৬:৩১
সাইবার ডাঃ ডেভিলস ডুম বলেছেন: জটিল   
   
   
   
 
  ০৭ ই জানুয়ারি, ২০১৪  বিকাল ৫:৫৩
০৭ ই জানুয়ারি, ২০১৪  বিকাল ৫:৫৩
বিদ্রোহী ভৃগু বলেছেন:  যে নির্বাচনে ৫ ভাগ ভোট পড়ে সেই নির্বাচনকে নিয়ে সন্তোষ প্রকাশ করার নির্লজ্জতা যারা করতে পারে তাদের কাছে কি আশা করা যায়। ঐ 
...
ধন্যবাদ।
১২|  ০৭ ই জানুয়ারি, ২০১৪  সন্ধ্যা  ৬:০১
০৭ ই জানুয়ারি, ২০১৪  সন্ধ্যা  ৬:০১
বিদ্রোহী ভৃগু বলেছেন:  যে নির্বাচনে ৫ ভাগ ভোট পড়ে সেই নির্বাচনকে নিয়ে সন্তোষ প্রকাশ করার নির্লজ্জতা যারা করতে পারে তাদের কাছে কি আশা করা যায়।
জাতীয় মিথাচার প্রতিযোগীতায় হাম্বা এবং সমর্থকরা বরাবরই চ্যাম্পিয়ান!!
বিনা ভোটে ১৫৩র মতো! জনগণের ভোট ভাতের অধিকারের কথা বলে ৫৪% এর ভোটাধিকার কেড়ে নেবার  মতো! 
শত শত ভোট কেন্দ্র ভোট শূণ্য স্টীল ভিসূয়াল প্রমাণ থাকার পরও জাতীয় নেতারাই যখন অবলীলায় মিথ্যা বলে - তাদের সমর্থকরাতো মিথ্য অজুহাত দেখাবেই!!!!!
যেখানে মন্ত্রী বলে ভোট থাকলে জাল থাকবেই-সেখানে কিভাবে বিরোধী দল মিনিমা সুষ্ঠু নির্বাচনের আশা করতে পারে?
আজ প্রমাণ হয়েছে জাল জালিয়াতি আর ক্ষমতার মোহেই আওয়াশীলীগ যুদ্ধপরাধ জুজুর ভয় সামনে দেখিয়ে নিজেদের কোটি অপরাধ আড়াল করতে চেয়েছিল!!
শাপলার পর যেমন আমজনতা তাদের আবেগী মিথ্যা গ্রহন করেনি- সিটিতে তাদের রায় ৫-০ তে হোয়াইট ওয়াশ করে দিয়ে দিয়েছে!!
আর এই প্রহসনের নির্বাচনেও জনগন ঘরে বসে থেকে আওয়ামীলীগের নীতির প্রতি তাদের ষ্পষ্ট প্রতিবাদ জানিয়ে দিয়েছে।
মিথ্যা দিয়ে আর জুজুর ভয় দেখিয়ে আর লাভ হবে না।
  ০৮ ই জানুয়ারি, ২০১৪  সন্ধ্যা  ৭:০৪
০৮ ই জানুয়ারি, ২০১৪  সন্ধ্যা  ৭:০৪
বিদ্রোহী ভৃগু বলেছেন: জাতীয় মিথাচার প্রতিযোগীতায় হাম্বা এবং সমর্থকরা বরাবরই চ্যাম্পিয়ান!!
বিনা ভোটে ১৫৩র মতো! জনগণের ভোট ভাতের অধিকারের কথা বলে ৫৪% এর ভোটাধিকার কেড়ে নেবার মতো!
শত শত ভোট কেন্দ্র ভোট শূণ্য স্টীল ভিসূয়াল প্রমাণ থাকার পরও জাতীয় নেতারাই যখন অবলীলায় মিথ্যা বলে - তাদের সমর্থকরাতো মিথ্য অজুহাত দেখাবেই!!!!!
১৩|  ০৮ ই জানুয়ারি, ২০১৪  সন্ধ্যা  ৭:০৪
০৮ ই জানুয়ারি, ২০১৪  সন্ধ্যা  ৭:০৪
টয়ম্যান বলেছেন:   
   
 
  ০৮ ই জানুয়ারি, ২০১৪  রাত ৮:১৪
০৮ ই জানুয়ারি, ২০১৪  রাত ৮:১৪
বিদ্রোহী ভৃগু বলেছেন: এরাই আমাদের জাতীয় নীতি নির্ধারক!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
১৪|  ০৮ ই জানুয়ারি, ২০১৪  সন্ধ্যা  ৭:১৪
০৮ ই জানুয়ারি, ২০১৪  সন্ধ্যা  ৭:১৪
গোল্ডেন গ্লাইডার বলেছেন: জটিল  
 
  ১৩ ই জানুয়ারি, ২০১৪  বিকাল ৫:৪৩
১৩ ই জানুয়ারি, ২০১৪  বিকাল ৫:৪৩
বিদ্রোহী ভৃগু বলেছেন: জটিল ! নয়তো কি?
৫% এর শতভাগ!! ভোট পেয়ে নির্বাচিত হওয়া কি চাট্টিখানি কতা  
 
সেইরাম জটিল   
  
  
  
 
©somewhere in net ltd.
১| ০৫ ই জানুয়ারি, ২০১৪  বিকাল ৩:৪৪
০৫ ই জানুয়ারি, ২০১৪  বিকাল ৩:৪৪
ইউরো-বাংলা বলেছেন: এই প্রহশনের নির্বাচনের সাথে মখা সহ যারা জড়িত সকলকে ৩০০ আসনের পক্ষ থেকে ৩০০ জুতার বাড়ি।