|  |  | 
| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস | 
জাল ভোট, কলঙ্কিত নির্বাচন
নিজস্ব প্রতিবেদক | আপডেট: ০৪:৫৩, জানুয়ারি ০৬, ২০১৪ |
গ্রহণযোগ্য নির্বাচন করতে ব্যর্থ ইসি
নিজস্ব প্রতিবেদক | আপডেট: ০৪:৩৪, জানুয়ারি ০৬, ২০১৪ | প্রিন্ট সংস্করণ 
সরকারের মুখে সন্তুষ্টি, ভেতরে হতাশা
বিশেষ প্রতিনিধি | আপডেট: ০৪:৩০, জানুয়ারি ০৬, ২০১৪ | প্রিন্ট সংস্করণ 
১১ জেলায় ১৯ জন নিহত
প্রথম আলো ডেস্ক | আপডেট: ০৪:৩১, জানুয়ারি ০৬, ২০১৪ | প্রিন্ট সংস্করণ 
তবু কেন্দ্র দখল, ব্যালট ছিনতাই
প্রথম আলো ডেস্ক | আপডেট: ০৪:২৯, জানুয়ারি ০৬, ২০১৪ | প্রিন্ট সংস্করণ 
আফিলের দেখানো পথেই ভোটকাণ্ড
কামরুল হাসান | আপডেট: ০৯:২০, জানুয়ারি ০৬, ২০১৪ | প্রিন্ট সংস্করণ 
-আপনে তো চারবার আইলেন আবার ক্যান?
-ভাই আসছি, গণতন্ত্র রক্ষা করতে, একটু সুযোগ দেন। 
-রাখেন আপনার গণতন্ত্র, ওই দেখেন সাংবাদিকেরা দাঁড়িয়ে আছেন।
জাল ভোট দিতে আসা এক যুবকের সঙ্গে এভাবেই কথা বলছিলেন গুলশান মডেল স্কুল ও কলেজ কেন্দ্রের পোলিং অফিসার আমজাদ হোসেন। ভোট দেওয়া থেকে তিনি কোনোভাবেই যুবককে বিরত করতে পারছিলেন না। শেষ পর্যন্ত প্রথম আলো প্রতিনিধিকে দেখিয়ে তাঁকে নিবৃত করেন।
ভোট জালিয়াতির ঘোষণা আ.লীগ সাংসদের!
৩৯ কেন্দ্রে কোনো ভোটই পড়েনি
প্রথম আলো ডেস্ক | আপডেট: ০৩:১২, জানুয়ারি ০৬, ২০১৪ | প্রিন্ট সংস্করণ 
ঢাকার ৮ আসনে ১৯ কেন্দ্রে নিবিড় পর্যবেক্ষণ
১৯ কেন্দ্রে ২৫.৫৫% ভোট
ভারতের সাবেক কূটনীতিকদের অভিমত
বীণা সিক্রির ধারণা, বিএনপির ভোটবিরোধিতা ও জামায়াতের মানবতাবিরোধী অপরাধীদের বিচারের বিরোধিতাকে একই আলোয় দেখতে হবে। জামায়াতের প্রভাব থেকে বিএনপিকে মুক্ত করাই বাংলাদেশের মানুষের কাছে বড় চ্যালেঞ্জ। প্রায় একই মনোভাব দেব মুখার্জির। তিনি বলেন, দুঃখের বিষয়, জামায়াতিদের সুবিধা করে দিতে বাংলাদেশের প্রধান বিরোধী দল ভোটে অংশ না নেওয়ার অনমনীয় মনোভাব নিয়েছে।
সাবেক কূটনীতিকেরা মনে করেন, অধিকাংশের অংশগ্রহণের মাধ্যমে ভোট করার ক্ষেত্রে ভারত তার সাধ্যমতো চেষ্টা করেছে। লাভ হয়নি। এটা দুর্ভাগ্যজনক। কিন্তু অশান্ত বাংলাদেশ ভারতের কাম্য নয়। একমাত্র গণতন্ত্রী, উন্নয়নশীল ও শান্তিপূর্ণ বাংলাদেশই ভারতকে দুশ্চিন্তামুক্ত রাখতে পারে।
আন্তর্জাতিক গণমাধ্যমে নির্বাচন
সহিংস নির্বাচনে ভোটার উপস্থিতি খুবই কম
প্রথম আলো ডেস্ক | আপডেট: ০৪:১০, জানুয়ারি ০৬, ২০১৪ | প্রিন্ট সংস্করণ 
ঢাকা-৬ আসন
ভোটার-খরা কাটালেন ছাত্রলীগ কর্মীরা
সন্ত্রস্ত গাইবান্ধা অর্ধেক কেন্দ্রেই ভোট হয়নি
শরিফুল হাসান ও শাহাবুল শাহীন গাইবান্ধা থেকে | আপডেট: ০৪:০১, জানুয়ারি ০৬, ২০১৪ 
বগুড়ায় ৪৬ কেন্দ্রে ভোট স্থগিত
সুজয় মহাজন, মিলন রহমান ও আনোয়ার পারভেজ, বগুড়া থেকে | আপডেট: ০৩:৫৯, জানুয়ারি ০৬, ২০১৪ | প্রিন্ট সংস্করণ 
সরেজমিন ঢাকা-৫
জাল ভোটের পরও ভোট কম
রাজধানীতে ভোটের চালচিত্র
ঢাকা-১৮-তে মিনিটে ১৮ ভোট!
সি রা জ গ ঞ্জ - ৫
ভোট কারচুপির অভিযোগ
রাজশাহী-৬ (বাঘা-চারঘাট) আসনের দুটি কেন্দ্র
ভোট পড়ল ১৩ ভাগ
রাজশাহী অফিস | আপডেট: ০২:২২, জানুয়ারি ০৬, ২০১৪ 
চাঁ পা ই ন বা ব গ ঞ্জ - ২
ভোটার ২৬২৪ দিলেন ২ জন!
কমল জোহা খান ও আনোয়ার হোসেন, চাঁপাইনবাবগঞ্জ থেকে | আপডেট: ০২:৩৪, জানুয়ারি ০৬, ২০১৪ 
১১টায়ও ভোটারের দেখা নেই
আক্কেলপুর (জয়পুরহাট) প্রতিনিধি | আপডেট: ০২:১৮, জানুয়ারি ০৬, ২০১৪ 
ভোট দিয়েছেন হাতে গোনা কজনা
নাটোর প্রতিনিধি | আপডেট: ০২:১৯, জানুয়ারি ০৬, ২০১৪ 
হামলা, ব্যালট বাক্স ছিনতাই
বিশাল বাংলা ডেস্ক | আপডেট: ০৩:১৪, জানুয়ারি ০৬, ২০১৪ 
হবিগঞ্জে ৯৬টি কেন্দ্র দখল? 
মিনিটে ৭.৬৬ ও ছয় ভোট
ফখরুল ইসলাম ও সাইফুল হক মোল্লা, করিমগঞ্জ থেকে | আপডেট: ০২:৩৬, জানুয়ারি ০৬, ২০১৪ 
বরগুনায় ব্যাপক জাল ভোট
বিশাল বাংলা ডেস্ক | আপডেট: ০২:১৬, জানুয়ারি ০৬, ২০১৪ | 
মতিয়ার বিরুদ্ধে জাল ভোটের অভিযোগ
শিশির মোড়ল, দেবাশীষ সাহা রায় ও আব্দুল মান্নান, শেরপুর থেকে | আপডেট: ০২:১৬, জানুয়ারি ০৬, ২০১৪ | 
ঢাকা-১ আসন
এক কেন্দ্রে এক ঘণ্টায় পড়েছে ২০৭ ভোট!
অরূপ দত্ত ও আজহারুল হক | আপডেট: ০২:১৫, জানুয়ারি ০৬, ২০১৪ 
সহিংসতার আশঙ্কায় বরিশাল পিরোজপুরে উপস্থিতি কম
বরিশাল অফিস ও পিরোজপুর প্রতিনিধি | আপডেট: ০২:১৫, জানুয়ারি ০৬, ২০১৪ | 
সংসদ নির্বাচন ২০১৪: খুলনা বিভাগ
হামলা আগুন ব্যালট বাক্স ছিনতাই
বিশাল বাংলা ডেস্ক | আপডেট: ০২:১৩, জানুয়ারি ০৬, ২০১৪ | 
মনিরামপুরে ৬০ কেন্দ্রে ভোট স্থগিত
রাজীব নূর ও মনিরুল ইসলাম, যশোর থেকে | আপডেট: ০২:১২, জানুয়ারি ০৬, ২০১৪ | 
রূপগঞ্জে প্রধান বৈশিষ্ট্য জাল ভোট
আনোয়ার হোসেন ও আসিফ হোসেন | আপডেট: ০২:৩৬, জানুয়ারি ০৬, ২০১৪ 
ব্যাপক নিরাপত্তায়ও আতঙ্ক
ইফতেখার মাহমুদ, তালা (সাতক্ষীরা) থেকে | আপডেট: ০২:১০, জানুয়ারি ০৬, ২০১৪ 
ময়মনসিংহ-৩
কেন্দ্রে কেন্দ্রে ছিল আ.লীগ প্রার্থীর নিয়ন্ত্রণ
ময়মনসিংহ প্রতিনিধি | আপডেট: ০২:১১, জানুয়ারি ০৬, ২০১৪ 
সাতক্ষীরায় ভোটারবিহীন ভোট
নিজস্ব প্রতিবেদক, সাতক্ষীরা | আপডেট: ০২:১০, জানুয়ারি ০৬, ২০১৪ 
সংসদ নির্বাচন ২০১৪: রংপুর বিভাগ
সহিংসতা, ভাঙচুরের মধ্যেই ভোট
বিশাল বাংলা ডেস্ক | আপডেট: ০২:১০, জানুয়ারি ০৬, ২০১৪
কুড়িগ্রামে ভোটারদের উপস্থিতি ছিল কম
নিজস্ব প্রতিবেদক, কুড়িগ্রাম | আপডেট: ০২:০৯, জানুয়ারি ০৬, ২০১৪ 
খুলনায় আতঙ্কে ভোট দিতে যাননি অনেকে
খুলনা অফিস | আপডেট: ০২:০৯, জানুয়ারি ০৬, ২০১৪ 
রংপুর-৩ আসন
কোথাও উৎসবমুখর পরিবেশ ছিল না
নিজস্ব প্রতিবেদক, রংপুর | আপডেট: ০২:০৮, জানুয়ারি ০৬, ২০১৪ 
সময় শেষ, তবু ভোট গ্রহণ
মেহেরপুর প্রতিনিধি | আপডেট: ০২:০৮, জানুয়ারি ০৬, ২০১৪ 
নির্বাচন পর্যবেক্ষণে ‘হঠাৎ সাংবাদিক’
চুয়াডাঙ্গা প্রতিনিধি | আপডেট: ০২:০৭, জানুয়ারি ০৬, ২০১৪ 
লক্ষ্মীপুর-৪ আসন
কেন্দ্র ফাঁকা, তবু ৪৩ শতাংশ ভোট!
গোলাম মর্তুজা ও শাজাহান তালাসী, লক্ষ্মীপুর থেকে | আপডেট: ০২:৩৯, জানুয়ারি ০৬, ২০১৪ 
ফাঁকা কেন্দ্রে জাল ভোটের উৎসব
জাহাঙ্গীর শাহ, শাহাদৎ হোসেন ও দুলাল ঘোষ, ব্রাহ্মণবাড়িয়া থেকে | আপডেট: ০২:০১, জানুয়ারি ০৬, ২০১৪
চট্টগ্রামে নির্বাচনে উৎকণ্ঠার সঙ্গে ছিল বিড়ম্বনাও
নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম | আপডেট: ০২:০০, জানুয়ারি ০৬, ২০১৪
ভোটারের আকাল ও বোমাতঙ্ক
নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম | আপডেট: ০১:৫৮, জানুয়ারি ০৬, ২০১৪ 
পাবনা-১ আলোচনার কেন্দ্রে
ভোটকেন্দ্রে ভোটারের দেখা নেই
আশীষ-উর-রহমান ও সরোয়ার মোর্শেদ, পাবনা থেকে | আপডেট: ০২:০২, জানুয়ারি ০৬, ২০১৪ 
সংসদ নির্বাচন ২০১৪
যা হলো তা মুখ রক্ষার নির্বাচন
বদিউল আলম মজুমদার | আপডেট: ০০:৫৩, জানুয়ারি ০৬, ২০১৪ 
অনেক বিরোধিতা সত্ত্বেও শেষ পর্যন্ত দশম জাতীয় সংসদ নির্বাচন সম্পন্ন হয়ে গেল। নির্বাচনের পরদিন এটাই বলার আছে যে অপারেশন সাকসেসফুল, বাট পেশেন্ট ইজ ডেড। নির্বাচনের নামে গণতন্ত্রের দেহে যে অস্ত্রোপচার হলো, তা আইনত ঠিক থাকলেও গণতন্ত্র নামক রোগীর জীবন আরও বিপন্নই হলো। বিএনপির বর্জনের মুখে প্রধানমন্ত্রীর ভাষায় খালি মাঠে গোল দেওয়ার সুবাদে নৌকা প্রতীক নিয়ে আওয়ামী লীগ ও তার সহযোগীরা প্রয়োজনের চেয়েও অনেক বেশি আসনে বিজয়ী হয়েছে। ১৫৩টি আসনে প্রতিদ্বন্দ্বিতাই ছিল না। সাংবিধানিক ধারাবাহিকতার নামে এ নির্বাচন করা হলো। এর মাধ্যমে আসলেই কি সংবিধান সমুন্নত থাকবে? এই নির্বাচন কি আমাদের গণতান্ত্রিক ব্যবস্থাকে শক্ত করবে, নাকি আরও সংকটে ফেলে দেবে?
এরপরও এ নিয়ে তর্জন গর্জন অনেক। বিবেক, সুস্থ চেতনা সব বাদ দিয়ে স্বৈরতন্ত্রের ভাষার সাময়িক দেশ চালানো গেলেও স্থায়ী স্বৈরতন্ত্রের তকমা কোনদিও মুছবেনা। 
সবশেষেও আমরা আশাই করতে চাই।
৯৫ ভাগ ভোটার নীরব প্রত্যাখােনর মাধ্যমে যে রায় দিয়েছে -তার প্রতি সম্মান দেখালেই বরং হারানো সম্মান উদ্ধার সম্ভব।
সূত্র: Click This Link
 ২৮ টি
    	২৮ টি    	 +০/-০
    	+০/-০  ০৮ ই জানুয়ারি, ২০১৪  সন্ধ্যা  ৬:২২
০৮ ই জানুয়ারি, ২০১৪  সন্ধ্যা  ৬:২২
বিদ্রোহী ভৃগু বলেছেন: এই যে একটা কমন ডায়ালগ বিরোধীদল মানুষের উপর বোমা মারে- কেন মারে?
তা কেউ কয় না!!!
তাদের গণতান্ত্রিক মিনিমাম অধিকারটুবকু ৫ বছরে দিয়েছে?
তাদের অফিসে তালা আর পুলীশ বেরিকেড কোন গণতন্ত্র?
তাদের মানব বন্ধনে কেন লাঠিচার্জ?
তাদের সভা সমাবেশের অধিকার সরকার কেড়ে নেয় কোন অধিকারে?
তাদের কথা বলার অধিকার কেড়ে নেবেন?
তাদের ভিন্নমত প্রকাশেও লাঠী হাতে সুপ্রিম কোর্টে ঝাপাইয়া পড়বেন?
প্রেসক্লাবে ইট পাটকেল মারবেন???
তারপরও তারা চুপচাপ বসে আযুল চুষবে-এটাই কি ন্যায় সংগত!!!
গ্রেফতার আর জেল জুলুমের খড়গ চালাবেন নিত্য
তারা বসে বসে তামাশা দেখবে?
যত বোমা যত মৃত্যু যত সহিংসতা সব কিছুর দায় সরকারের। 
কারণ সরকারের ক্রিয়ার প্রতিক্রিয়া ছিল বাকী সব কাজ। 
খালি ৫ বছরতো কম- এর আগের বারের আওয়ামী স্বৈরতন্ত্রেতো শুনেছি আজিবনের ঘোষনা দিয়া নগদে মঞ্চ বানাইয়া শপথ নিছিল!!!
বাঙালির অভিজ্ঞতা আছে- তারা ধৈর্য্যও ধরতে জানে।
২|  ০৮ ই জানুয়ারি, ২০১৪  সন্ধ্যা  ৬:২১
০৮ ই জানুয়ারি, ২০১৪  সন্ধ্যা  ৬:২১
হাসান কালবৈশাখী বলেছেন: 
এই নির্বাচন জালিয়াতের দায়ে পুরোটা বাতিল হলেও সমস্যা নেই। এই নির্বাচন না করলেও তেমন কোন আইনি সমস্যা হত না।
এরা নির্বাচনের আগেই ১৫৩ টা সিট বিনা প্রতিদ্বন্ধিতায় পেয়েগেছিল।
ঐ ১৫৩ টা ১০০% বৈধ।
১৫৩ টা সিট নিয়ে সরকার গঠন ১০০% বৈধ।
এ ধরনের অথর্ব, জামাতি লেজুরবৃত্ত্বি করা বিরোধীদল থাকলে এরকমই হবে।
নির্বাচন পিছিয়েও কোন লাভ হতনা। এমনকি তত্তাবধয়ক পদ্ধতি রাখা হলেও কোন লাভ হতনা, তত্তাবধয়ক সরকার প্রধান সিলেক্সান নিয়ে এইরকমই দির্ঘ অচলাবস্থা থাকতো।
 জামাত কখনোই বিএনপিকে  জামাত বিহীন নির্বাচনে আসতে দিত না।
  ০৮ ই জানুয়ারি, ২০১৪  সন্ধ্যা  ৬:২৫
০৮ ই জানুয়ারি, ২০১৪  সন্ধ্যা  ৬:২৫
বিদ্রোহী ভৃগু বলেছেন: তা বটে!
স্বৈরতন্ত্রে আর জনমতের কি দরকার!!!
ভোট ভাতের অধিকারের নেত্রী ৫৩% নাগরিকের  ভোটাধিকারই কেড়ে নিয়েছে- তারপরও তা বৈধ!!!!!!
বাহ চেতনার লেজুরবৃত্তি করা দলের এইই নীতি!!!!
৩|  ০৮ ই জানুয়ারি, ২০১৪  সন্ধ্যা  ৬:৪২
০৮ ই জানুয়ারি, ২০১৪  সন্ধ্যা  ৬:৪২
হেডস্যার বলেছেন: 
এই কমন ডায়ালগের এইটা কেমন আনকমন উত্তর দিলেন?
জবাব তো দেন ই নাই উলটা একগাদা প্রশ্ন কইরা রাখছেন?
যাই হোক, যেইসব প্রশ্ন করলেন সেগুলার উত্তর কি আমাগো উপ্রে বোমা মারলে পাইবেন?
ক্যাচাল সরকার আর বিরোধী দলে এর মধ্যে পাব্লিকের উপ্রে বোমা মারামারি ক্যান?
আসলে যারা এই দুই দলের রাজনীতির ষ্টাইল সমর্থন করে তাদের জন্ম রাস্তা ঘাটে। 
  ০৮ ই জানুয়ারি, ২০১৪  সন্ধ্যা  ৭:০৯
০৮ ই জানুয়ারি, ২০১৪  সন্ধ্যা  ৭:০৯
বিদ্রোহী ভৃগু বলেছেন: বাহ বাহ বেশতো । 
পুরাই আওয়ামী ষ্টাইলে চালাইলেন!!!
ক্রিয়া ঘটাইলেন আপ্নে-একটা এভারেজ নোংরা ধারনা দিয়া- আসলে যারা এই দুই দলের রাজনীতির ষ্টাইল সমর্থন করে তাদের জন্ম রাস্তা ঘাটে। বইলা!!
এখন উত্তরে যদি কেউ বলে- আপনি কোন খানের জন্মা!!! কি াল ছিড়ছেন ৪২ বছরে!!! আবার তো হাম্বা সমর্থনওতো জোর গলায়ই করেন!
তা আপনের কথায়ই আপনিও রাস্তা ঘাটেই জন্মা!!
তাহলে কি হবে- বিরোধ চলতেই থাকবে।
সিম্পল দেখুন আমাদের মত বিনিময়ে আমার যৌক্তিক কিচু প্রশ্নের উত্তরে আপনার আপনার সমর্থক দলের বলা কিছূ নাই দেখে -সাৎ করে কথাকে ঘুরিযে দিলেন- নেগেটিভ সেনশেসনাল পয়েন্টে!!!
হয় কি এসব দিয়ে ক্ষনিক বিভ্রান্ত করা যায়। সব সময় নয়।
এই নির্বাচন এবং নির্বাচন পদ্ধতি যারা সমর্থন করবে- তাদেরও যদি আপনার মতো ট্যাগিং করে দেয় কেউ!!!!
না বিএনপি ভদ্র দল বলেই -আজো ভদ্র ভাষা, ভদ্র আচরন আর জনস্বার্থেই ভেবে এসেছে। 
আপনারা চালিয়ে যান। 
উত্তর যখন দিতে পারবেন না- ট্যাগিংবাজি চালীযে যান।
৪|  ০৮ ই জানুয়ারি, ২০১৪  সন্ধ্যা  ৭:৩৬
০৮ ই জানুয়ারি, ২০১৪  সন্ধ্যা  ৭:৩৬
হেডস্যার বলেছেন: 
ভালো ভালো...আপনি ছাগু সমর্থক কি না সেইটা নিয়া কোন মন্তব্য নাই। তবে ছাগুদের মতই পিছলান। 
আমি তাইলে আওয়ামীলীগ সমর্থক!! আইচ্ছা জানলাম।   
 
আর এই নির্বাচন পদ্ধতি আমি সমর্থন কখন করলাম??   
 
বিঃদ্রঃ
প্রশ্নের জবাবখান পাইলাম না। 
(আশা ও করি না)   
 
  ০৮ ই জানুয়ারি, ২০১৪  সন্ধ্যা  ৭:৫৫
০৮ ই জানুয়ারি, ২০১৪  সন্ধ্যা  ৭:৫৫
বিদ্রোহী ভৃগু বলেছেন: আগে নিজে উত্তর দেোয়া শিখেন! 
নিজে আগে পিছলাইয়া অন্যরে পিছলানীর অভিযোগ দেওয়া মিথ্যার নামান্ত! আপনি ছাগু কিনা তা নিয়া ভাবার মতো সময়ও নাই 
বৃক্ষ তোমার নাম কি ফলেন পরিচয় 
 
আগে উত্তর গুলান দেন। নিশ্চয়ই উত্তর পাইবেন।
আমি আশবাদী 
৫|  ০৮ ই জানুয়ারি, ২০১৪  সন্ধ্যা  ৭:৫০
০৮ ই জানুয়ারি, ২০১৪  সন্ধ্যা  ৭:৫০
আমি লিখতে চাই না বলেছেন: পুরোন ব্লগার হেডস্যার ও বিদ্রোহী ভৃগু কমেন্ট গুলোতে প্লাস ।দুই সেয়ান যখন আলোচনা করেন তখন তা দৃষ্টি নন্দন হয় বৈকি! বিদ্রোহী ভৃগু পোস্টটির জন্য প্রচুর খেটেছেন ।কিন্ত এর যথাযথ মূল্যয়ন পাননি ।নির্বাচনের সপ্তাহ খানেক পর এসব নিয়ে আলোচনা করে কি হবে বলুন? নতুন সরকার এত যাত্রা পালা দেখানোর পরও শপথ নিতে যাচ্ছে ।এ কলঙ্ক নিয়ে যে আমাদের বর্হিবিশ্বে মুখ দেখানো কঠিন হয়ে পড়ছে ।
  ০৮ ই জানুয়ারি, ২০১৪  রাত ৮:১১
০৮ ই জানুয়ারি, ২০১৪  রাত ৮:১১
বিদ্রোহী ভৃগু বলেছেন: না ভাই সেয়ানা না। পুরানা কইতে পারেন 
সময় কোন ফ্যক্টর না। তথ্য সন্নিবেশিত থাকা ভাল ...ইতিহাস লিখতেও কাজে লাগে।
আর গায়ের জোরে যারা সত্যকে দাবিয়ে রাখতে চায়-ইতিহাসে তারাই আস্তাকুড়ে নিক্ষিপ্ত হয়।
মুক্তিযুদ্ধের চেতনা আর পতাকার মতো পবিত্র জিনিষকে তারা দলিয় সম্পত্তি বানাতে গিয়েই নিজেরাই একসময় সাইডলাইনে চলে যাবে।
আজ সময়এই বাধ্য করেছে রবকে এই প্রশ্ন তুলতে হাসিনা কোন সেক্টরে যুদ্ধ করেছেন???
কারণ অতি কচলানোতে তিতা করে ফেলেছেন !! সত্যকে দলীয় ট্রান্ডে রেখে ট্যাগিং করতে গিয়ে নিজেও ট্যাগিংয়ে পরে যাচ্ছেন!!!
সবই প্রকৃতির নিত্যতা। এমন করলে এমনই হয়- হবার কথা।
এই কলংক নিয়েও তাদের কি বড়াই!!! বলি বোধ বুদ্ধি কি হারিয়ে গেছে? চামচা, তোষামুদিদের কথা না হয় ভিন্ন!!
বাকী সব!!!!!!!!!!!!!!!!!!
৬|  ০৮ ই জানুয়ারি, ২০১৪  রাত ৮:২৭
০৮ ই জানুয়ারি, ২০১৪  রাত ৮:২৭
মিতক্ষরা বলেছেন: "তারা যে অলরেডি ঘোষনা দিয়া ফালাইছে "জনগন নাকি আবার ৫ বছরের জন্য তাদেরকে নির্বাচিত করছে"" 
জনগন তাদের ভোট দেয় নাই। তাইলে বিরোধী দল কেন জনগনকে জিম্মি করবে? জনগনের অবস্থান তো বিরোধী দলের পক্ষে।  বিরোধী দলের এসব কার্যক্রম যে জন সাধারনের বিরুদ্ধে যায় সেটা কি তারা বোঝে না। 
  ০৮ ই জানুয়ারি, ২০১৪  রাত ৯:১৪
০৮ ই জানুয়ারি, ২০১৪  রাত ৯:১৪
বিদ্রোহী ভৃগু বলেছেন: আচ্ছা ভাই আপনি দেশের একজন সু-নাগরিক হিসাবে বলেন কি করা উচিত?
একদলরে স্বচ্ছাচারিতার বিরুদ্ধে ১৬ কোটির ৯৫% সমর্থন নিরব সমর্থন দিয়েছে।
এখন ৫% সমর্ধন লইয়া আরেকজন চূড়ান্ত স্বৈরাচারী কায়দায় সব দখলে রাখতে চাইছে- তাতে সারা বিশ্ব থেকে দেশকে একা করে দিয়ে হরেও-
এখন আপনি দায়িত্ব প্রাপ্ত ব্যক্তি হিসাবে বলেন কি করা উচিত?
  ১৫ ই জানুয়ারি, ২০১৪  সন্ধ্যা  ৭:৫৭
১৫ ই জানুয়ারি, ২০১৪  সন্ধ্যা  ৭:৫৭
বিদ্রোহী ভৃগু বলেছেন: তায় দেখুন কি লেজেগোবরে অবস্থা!!!
সরকারই বিরোধী দল বিরোধী দলই সরকার!!!!
রাষ্ট্রবিজ্ঞান, সংবিধঅন সকল কিছূকে দুমড়ে মুচড়ে যা খূশি তাই চলছে তাদেরই দোহাই দিয়ে!!!!!!!!!!!!!!!!!!!!
৭|  ০৮ ই জানুয়ারি, ২০১৪  রাত ৮:৩৩
০৮ ই জানুয়ারি, ২০১৪  রাত ৮:৩৩
শাহরিয়ার খান রোজেন বলেছেন: আপনে আমি ঝগড়া করব ভালো কথা, তাতে নিরপরাধ মানুষের ক্ষতি কেন করব।
  ০৮ ই জানুয়ারি, ২০১৪  রাত ৯:১৮
০৮ ই জানুয়ারি, ২০১৪  রাত ৯:১৮
বিদ্রোহী ভৃগু বলেছেন: বাহ বেশ বেড়ে বললেন তো।
দেশের এইরকম ক্রাইসিস আপনার কাছে আমার তোমার ঝগড়া হয়ে গেল!!!
আশা করি দৃশটা জাষ্ট উল্টা হলে আপনাদের কলম কিবোর্ড দিয়ে প্রতিবাদের রক্ত ঝড়তো!!!! নয় কি?
অন্ধ সমর্থন কি কল্যান আনে?
আপনিও বলুন- এই স্বৈরাচারীতা আর স্বেচ্ছাচারিতায় খালেদা জিয়াকি করবে?
১৬ কোটি জনতা তার আহবানে সাড়া দিয়ে নির্বাচন বর্জন করেছে।
৫ % সমর্থনে এবকজন জোর জুলুম চালাচ্ছে...
একন এটা কি স্রেফ ২ জনের ঝগড়া?
নাকি ৯৫ ভাগ জনতার অধিকার আদায়ের সংগ্রাম!
এটাকি কেবলই ব্যক্তির বিরোধ- নাকি সারা দেশজুড়ে উত্তাল নাগরিকদের- যারা জীবন দিয়েও প্রতিরোধ চালীয়ে যাচ্ছে- পিছূ হটচৈ না-তাদের অধিকার সুরক্ষার লড়াই। এবং তাদের স্ংখ্যা ৯৫ ভাগ।
৮|  ০৮ ই জানুয়ারি, ২০১৪  রাত ৮:৪৩
০৮ ই জানুয়ারি, ২০১৪  রাত ৮:৪৩
পদ্মা_েমঘনা বলেছেন: পোষ্টে +++।                                      
বান কি মুন হতাশ! আমেরিকা বলছে অগ্রহণযোগ্য, অষ্ট্রেলিয়া বলেছে আবার নির্বাচন করতে, জার্মানী বলেছে নির্বাচনে জনআকাঙ্খার প্রতিফলন ঘটেনি, জাপান, ইউকে অসন্তুষ্টি জানিয়ে বিবৃতি দিয়েছে।এরা সবাই ভুল? একমাত্র বন্ধু (!) রাষ্ট্রটি সঠিক? সংখালঘুদের অত্যাচার করে বার-বার দোষ চাপাতে গিয়ে ধরা খেয়েছে (দেখুন মানবজমিন, ৮-১-১৪)। 
এরা আর কত দালালী করবে? এরা এতই মানবতাবাদী গতকাল ফেলানী হত্যা দিবসে এদের বিবেক এতটুকুও সাড়া দেয়নি! ভয়াবহ জাল ভোটের সব ভিডিওতে ইউটিউব সয়লাব! তারপরও  এই ব্লগেও দেখেছি কি নির্ল জ্জ সব পোষ্ট! আগে না হয় এত মিডিয়া ছিল না, দেশের সিংহভাগ মিডিয়া নিয়ন্ত্রণ করেও কি শেষ রক্ষা হল! জনগণ কি এত বোকা!
  ০৯ ই জানুয়ারি, ২০১৪  বিকাল ৫:২৬
০৯ ই জানুয়ারি, ২০১৪  বিকাল ৫:২৬
বিদ্রোহী ভৃগু বলেছেন: এরা আর কত দালালী করবে? এরা এতই মানবতাবাদী গতকাল ফেলানী হত্যা দিবসে এদের বিবেক এতটুকুও সাড়া দেয়নি! ভয়াবহ জাল ভোটের সব ভিডিওতে ইউটিউব সয়লাব! তারপরও এই ব্লগেও দেখেছি কি নির্ল জ্জ সব পোষ্ট! আগে না হয় এত মিডিয়া ছিল না, দেশের সিংহভাগ মিডিয়া নিয়ন্ত্রণ করেও কি শেষ রক্ষা হল! জনগণ কি এত বোকা!  
তারা তাই ভাবে। শাস্ত্রে আছে অতি চালাকের গলায় দড়ি!!!!
৯|  ০৮ ই জানুয়ারি, ২০১৪  রাত ৯:২২
০৮ ই জানুয়ারি, ২০১৪  রাত ৯:২২
ইশাতের দুনিয়া বলেছেন: পদ্মা_েমঘনা বলেছেন: পোষ্টে +++।
বান কি মুন হতাশ! আমেরিকা বলছে অগ্রহণযোগ্য, অষ্ট্রেলিয়া বলেছে আবার নির্বাচন করতে, জার্মানী বলেছে নির্বাচনে জনআকাঙ্খার প্রতিফলন ঘটেনি, জাপান, ইউকে অসন্তুষ্টি জানিয়ে বিবৃতি দিয়েছে।এরা সবাই ভুল? একমাত্র বন্ধু (!) রাষ্ট্রটি সঠিক? সংখালঘুদের অত্যাচার করে বার-বার দোষ চাপাতে গিয়ে ধরা খেয়েছে (দেখুন মানবজমিন, ৮-১-১৪)।
এরা আর কত দালালী করবে? এরা এতই মানবতাবাদী গতকাল ফেলানী হত্যা দিবসে এদের বিবেক এতটুকুও সাড়া দেয়নি! ভয়াবহ জাল ভোটের সব ভিডিওতে ইউটিউব সয়লাব! তারপরও এই ব্লগেও দেখেছি কি নির্ল জ্জ সব পোষ্ট! আগে না হয় এত মিডিয়া ছিল না, দেশের সিংহভাগ মিডিয়া নিয়ন্ত্রণ করেও কি শেষ রক্ষা হল! জনগণ কি এত বোকা! 
  ০৯ ই জানুয়ারি, ২০১৪  বিকাল ৫:৫২
০৯ ই জানুয়ারি, ২০১৪  বিকাল ৫:৫২
বিদ্রোহী ভৃগু বলেছেন: ধন্যবাদ!
এরা এতই মানবতাবাদী গতকাল ফেলানী হত্যা দিবসে এদের বিবেক এতটুকুও সাড়া দেয়নি! ভয়াবহ জাল ভোটের সব ভিডিওতে ইউটিউব সয়লাব! তারপরও এই ব্লগেও দেখেছি কি নির্ল জ্জ সব পোষ্ট! আগে না হয় এত মিডিয়া ছিল না, দেশের সিংহভাগ মিডিয়া নিয়ন্ত্রণ করেও কি শেষ রক্ষা হল! 
তাদের ভাষায় হল ভৈকি!! দেশে এখন ৬৪০ এমপি!!!!
রাষ্ট্রবিজ্ঞান এবং জ্ঞানের সভ্যাতার মূলে কুঠারাঘাত করে তারা তাদের মতে বাকশালী স্বৈরাচারে চলছে- দেশকে চালাচ্ছে!! ব্যাস!
ঠেকাচ্ছে কে?
১/১১ এ কত ঠুনকো অজুহাতে সামরিক বাহিনী এসেছিল!!
দেশের চেয়ে তাদের জাতিসংঘে চাকুলী বড় হয়ে দেখা দিয়েছিল!!
আর আজ দেশের সংবিধানের, সার্বভৌমত্বের উপর এত এত স্বেচ্ছাচার দেখেও তারা কুম্ভকর্ণের নিদ্রায় ডুবে আছে!!
১০|  ০৮ ই জানুয়ারি, ২০১৪  রাত ৯:২২
০৮ ই জানুয়ারি, ২০১৪  রাত ৯:২২
মিতক্ষরা বলেছেন: "নাকি ৯৫ ভাগ জনতার অধিকার আদায়ের সংগ্রাম" 
সেই সংগ্রাম তো হবে সরকারের বিরুদ্ধে। সাধারন জনতা তো বিরোধী দলের পক্ষে। তারা কেন মাশুল গুনবে? সরকারের বিরুদ্ধে বিরোধী দল কি করছে? 
  ০৮ ই জানুয়ারি, ২০১৪  রাত ৯:৪১
০৮ ই জানুয়ারি, ২০১৪  রাত ৯:৪১
বিদ্রোহী ভৃগু বলেছেন: সেই সংগ্রাম তো হবে সরকারের বিরুদ্ধে ....
তাইতো। এখানে জনতার বিরুদ্ধে বা কথিত অতি মানবতাবাদীতার কুম্ভীরাশ্রুতো বইয়ে দিচ্ছে দালাল মিডিয়া গং..
৭১এ সংগ্রামওতো ছিল সরকারেরই বিরুদ্ধে। তাদের অন্যায়ের বিরুদ্ধে। কিন্তু পুরা দেশই তাতে ভুক্তভুগি হয়েছিল। অবশেষে সকলের রক্ত ত্যাগ আর কষ্টের বিনিময়ে এসেছে স্বাধীনতা।
আজ যেই কষ্ট যেই ত্যাগ জনতা স্বৈরাচারের বিরুদ্ধে করছে তার ফলও আসবে বিজয়ে গণতন্ত্র ,সার্বভোমত্ব সুরক্ষায় যেদিন সফল হবে। 
আপনি ফলটা খাবেন, গাছে চড়বেননা তাতো হয়না, আর গাছৈ চড়বেন গা ছিলবেনা তাও হয় না।
আর না হলে বসে বসে জুলামবাজ আপনার গাছ কেটে নেবে তা চেয়ে চেয় দেখুন।
সারা বিশ্ব থেকে বিচ্ছিন্ন এক দ্বীপ হয়ে বেঁচে থাকুন। শুধূ এক পড়শীর ছলনায় নিজের উন্ণয়নের চাকাকে থামিয়ে বসে পিকনিক করুন।
আওয়ামীলিগের মিথ্য প্রতিশ্রুতি তাদের মিত্র ভারতের ছলনাময় প্রতিশ্রুতির মতোই।
ট্রানজিট দিয়ে সিংগাপুর বানানোর স্বপ্ন দেখীয়েছিল ভূলে গেছেন?
কই? এখন কি সিঙ্গুপারু আচেন???
নাকি আপনার সার্বভৌমত্বকে বৃদ্ধঙ্গুলি দেখিয়ে তারা ৫ বছরে এত খেযেছে এত খেয়েছে যে ঢেকুর তুলে কুটনৈতিক শিস্টাচার বূলে বন্ধূ বিপদে পড়বে তাও ভুলে - তারাই বলছে স্বাধীনতার পর এত বেশি সুযোগ সুবিধা তারা পায় নি।!!!!!!!!!!
ে্িবার আপনার দৃষ্টিকোন থেকে ভাবুন- স্বাধীনতার পর থেকে এত বেশি দেশের ক্ষতি আর কখনো হয় নি।
তো এই ক্ষতির পর কি আর কার গায়ে ব্যাথা লাগলো কে নুন আনতে পারলো না বলে খেতে পারলো না বাছলে হবে? নাকি গণপ্রতিরোধ করতে হবে- ভবিস্যতে যাতে ব্যাথা না পেতে হয়। নুনের অভাব না হয়।
  ০৯ ই জানুয়ারি, ২০১৪  সন্ধ্যা  ৬:৪৫
০৯ ই জানুয়ারি, ২০১৪  সন্ধ্যা  ৬:৪৫
বিদ্রোহী ভৃগু বলেছেন: আর জনতার যে মাশূল গুনতে হচ্ছে-তার দায় শতভাগ সরকারের। কারণ এই নিরবিচ্ছিন্ন সমর্থন দেখার পরও সরকার একগুয়েমি করে স্বৈরাচারী কায়দায় ক্ষমতায় থাকতে চাইছে।
সরকারের জুলুম, দমন-পীড়ন নীতির কারণেই জনতার ভোগান্তি!
প্রশাসন ন্যায় পক্ষে না গিয়ে সরকারের দলীয় বাহিনীর বূমিকা পালন করছে। 
পুলীশ র্যাবের পোষাকে লীগের কর্মীরা যথেচ্ছ গুলি করছে!
গাড়ীতে আগুনে সরকারের কর্শী ধরা খাচ্ছে!
মন্দিরে হামলায় সরকারী দলের লোক ধরা পড়ছে!
তারপরও কি বুঝে আসেনা জনভোগান্তি কাদের জন্য। বিরোধী দলতো আর মানুষ মারতে নামেনি। বরং তাদের ডাকে মানুষ আসতে চাইলে সরকার মারতে যাচ্ছে! গাড়ী ট্রেন লঞ্চ বন্ধ করে দিচ্ছে- এই ক্রিয়ার প্রতিক্রিয়ায় যে ভোগান্তি তাতো বিরোধী দলের জন্য নয়- জনতার বিপক্ষে সরকারের আগ্রাসী ভূমিকার জন্য।
১১|  ০৯ ই জানুয়ারি, ২০১৪  সকাল ৯:০৫
০৯ ই জানুয়ারি, ২০১৪  সকাল ৯:০৫
ডি এম শফিক তাসলিম বলেছেন: ভাই ?? ঝেড়ে কাশেন !! আগে বলেন !! বাথরুমে বসে কে নাশকতার প্লান করল !! এটা পুলিশ জানতে পারে ,, তয় শাহবাগ,মালিবাগ এর মত ব্যাস্ত সড়কে আগুন দিয়ে ম্যাসাকার করল এটা কেন জানতে পারল না?? কেন পুলিশের গাড়িতে আগুন দেয়ার মত দু:সাহশী কে চিনতেই পারল না???
...........................
আরেকখান প্রশ্ন ! হিন্দু পাড়াতে পটকা ফাটলেই পুলিশের রাবার বুলেটের বাজনা শোনা যায়,,,,কোনো মিস নাই । এতো একটিভ ,,,,!! তয় আগুন,ভাংচুর লুটপাট ঘন্টা ধরে চলার পর,,,পুলিশ বাংলা সিনেমার মত শেষে আইসা উপস্থিত হয় কেন??/
........................
 ভাই দায় তো সব বিরোধীদের তয় ধরা তো খায় বা আল পোলাপান ?? ক্যান?
ও বুইজ্জা হালছি !! "ধরা পরলে "পাগল ছেলে" মোর আর ধরা না খাইলে সব দোষ তোর !! তাই না??
  ০৯ ই জানুয়ারি, ২০১৪  সন্ধ্যা  ৭:৩৯
০৯ ই জানুয়ারি, ২০১৪  সন্ধ্যা  ৭:৩৯
বিদ্রোহী ভৃগু বলেছেন: .......................
ভাই দায় তো সব বিরোধীদের তয় ধরা তো খায় বা আল পোলাপান ?? ক্যান?
ও বুইজ্জা হালছি !! "ধরা পরলে "পাগল ছেলে" মোর আর ধরা না খাইলে সব দোষ তোর !! তাই না??  
এইতো চলছে সোনার বাংলায়!!
যা খুশি তাই- বলার কেহ নাই!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
১২|  ১৫ ই জানুয়ারি, ২০১৪  রাত ৮:২১
১৫ ই জানুয়ারি, ২০১৪  রাত ৮:২১
একজন ঘূণপোকা বলেছেন: যারা এটাকে দুই জনের ঝগড়া বলেন তারা হয় জ্ঞানপাপি না হয় ডাবল স্টান্ডার্ড ফলো করে নয় বাল ফেলানো চুচিল। 
এটা ১৬ কোটি মানুষের সাথে কিছু সুবিধাবাদীদের দ্বন্দ ঠিক একাত্তরের মত। আজকাল জ্ঞানীগুনী মানুষ দেখলে অবাক হয়ে যাই এত স্বার্থপর তারা কেমনে হয়?????জেনে শুনে গু কেম্নে খায়।
তাদের বোঝা উচিত তাদের কাজটাই বিরোধী করছে। তারা ভীত হতে পারে বাট খালেদা জিয়া না। তার বয়স হতে পারে কিন্তু অন্যায় কে তিনি অন্যায় বলেই জানেন। 
সবার মনে রাখা উচিত, বিরোধীদল পরাজিত হলে ১৬ কোটি মানুষ পরাজিত হবে, বাংলাদেশ পরাজিত হবে। 
  ১৬ ই জানুয়ারি, ২০১৪  সন্ধ্যা  ৬:০০
১৬ ই জানুয়ারি, ২০১৪  সন্ধ্যা  ৬:০০
বিদ্রোহী ভৃগু বলেছেন: "এটা ১৬ কোটি মানুষের সাথে কিছু সুবিধাবাদীদের দ্বন্দ ঠিক একাত্তরের মত। আজকাল জ্ঞানীগুনী মানুষ দেখলে অবাক হয়ে যাই এত স্বার্থপর তারা কেমনে হয়?????জেনে শুনে গু কেম্নে খায়।"
ঠিক বলেছেন ঘুনপোকা। তারা জেনেশূনেই খায়! বিবেক বিক্রি করে খায়! তারচে ভয়ংকর হলো জাতীয়তাবাদে মূখোশ পরা নেতা নামের কিছূ কলংক- শোনা যায় নির্বাচন বিরোধী আন্দোলন ব্যর্থ করতে ৩-৩০০ কোটি টাকাও নাকি তারা খেয়ে ঢাকাকে নিরব করে রেখেছিল!!!!!!!!!!!!
অতচ পুরা বাংলাদেশ যেখানে দুর্বার আন্দোলনে কাঁপছে-সেখানে ঢাকা ছিল নিরব!!
আর মিডিয়ার কথা কি বলবেন? বারবণিতারও একটা নীতি থাকে-তারা যেন তাও ভূলে গেছে!!!!!!!!!!!!!!!!
১৩|  ১৬ ই জানুয়ারি, ২০১৪  সন্ধ্যা  ৬:২৪
১৬ ই জানুয়ারি, ২০১৪  সন্ধ্যা  ৬:২৪
একজন ঘূণপোকা বলেছেন: ভাই বি এন পির কিছু নেতার উপর আমি চরম বিল্লা। 
  ২৯ শে জানুয়ারি, ২০১৪  সন্ধ্যা  ৬:৪৮
২৯ শে জানুয়ারি, ২০১৪  সন্ধ্যা  ৬:৪৮
বিদ্রোহী ভৃগু বলেছেন: শুধু আপনি না- বহু জনতাই বিলা!! কিন্তু কি করবে? নেতৃত্ব যখন সিদ্ধান্ত শূন্য!!!
!!!
©somewhere in net ltd.
১| ০৮ ই জানুয়ারি, ২০১৪  সন্ধ্যা  ৬:০২
০৮ ই জানুয়ারি, ২০১৪  সন্ধ্যা  ৬:০২
হেডস্যার বলেছেন:
সুষ্ঠ হোক না হোক, প্রহসন হোক না হোক.....তারা যে অলরেডি ঘোষনা দিয়া ফালাইছে "জনগন নাকি আবার ৫ বছরের জন্য তাদেরকে নির্বাচিত করছে"
তো এই বিরুদ্ধে বিরোধী দল কি করতে পারে, আমরা সাধারন মানুষের উপর বোমা, ককটেল আর পেট্রোল বোম মারা ছাড়া???