|  |  | 
| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস | 
বাংলাদেশতো উজার করে দিচ্ছে! দাদাবাবুরাও বলতে কার্পন্য করছে না। খোলাখুলি স্বীকার করছে স্বাধীনতার পর থেকে এবারের আওয়ামী সরকাররে মতো বন্ধু! বৎসল সরকার আর ভারত পায় নি।
ভারত তাদের স্বার্থে আমেরিকার সাথে লেগে-বাংলাদেশের জনতার বিরুদ্ধে ৫% ভোটের সমর্থনে আসা সরকারকে সবার আগে স্বীকৃতি দিয়ে তাদের চরিত্র প্রকাশ করেছে! তাও ভাল।
কিন্তু তাদের প্রতিদানটা কি?
ফেলানি?
শত শত বাংলাদেশীর লাশ! 
আর কাল উপহার দিল গণ ধর্ষন!!!!!!
এই বন্ধুত্বই কি চেয়েছে বাংলার জনগন? এই প্রতিদান!
খবর:
কাজের খোঁজে অবৈধভাবে সীমান্ত পাড়ি দিয়ে এসে গণধর্ষণের শিকার হয়েছে বাংলাদেশের দুই তরুণী।
পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনার গাইঘাটা এলাকায় নদীর তীরে একটি নৌকায় তাদের ধর্ষণ করার অভিযোগ পাওয়া গেছে। গাইঘাটা থানা পুলিশ জানিয়েছে, নৌকার দুই মাঝি এবং এক যুবক এ ঘটনা ঘটিয়েছে।
কলকাতার আনন্দবাজার পত্রিকায় প্রকাশিত প্রতিবেদন থেকে জানা যায়, ধর্ষিতা দুই তরুণী সম্পর্কে বোন।
রোববার ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) আংরাইল ক্যাম্পের সদস্যরা ধর্ষিতা দুই তরুণীকে উদ্ধার করে স্থানীয় পুলিশের কাছে হস্তান্তর করে। পরে তাদের বনগাঁও মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে দুজনের ডাক্তারি পরীক্ষাও হয়েছে।
বিএসএফ কর্মকর্তারা দাবি করেছেন, নির্যাতনের শিকার দুই তরুণীর বাড়ি বাংলাদেশের চট্টগ্রামে।
পুলিশ জানিয়েছে, স্থানীয় এক যুবক কলকাতার বিউটি পারলারে কাজ দেয়ার লোভ দেখিয়ে ১৮ থেকে ২০ বছর বয়সী দুই তরুণীকে অবৈধভাবে নদীপথে উত্তর ২৪ পরগনার গাইঘাটায় নিয়ে আসে।  
দৌলতপুর থেকে নৌকায় করে তারা কলকাতার উদ্দেশে রওনা হলেও ইছামতি নদী অতিক্রমের সময় নৌকার দুই মাঝি এবং এক যুবক দুই তরুণীকে ধর্ষণ করে।  
নির্যাতনের শিকার দুই বাংলাদেশি তরুণী পুলিশকে জানিয়েছে, গাইঘাটায় ধর্ষণের পর পর দুর্বৃত্তরা তাদের নৌকা নদীর তীরে ফেলে পালিয়ে যায়। সেখান থেকে বিএসএফ সদস্যরা তাদের উদ্ধার করে গাইঘাটা থানায় হস্তান্তর করে।
প্রাথমিক চিকিৎসার পর তাদের হাসপাতালে ভর্তি করে পুলিশ।  
ধর্ষিতারা জানিয়েছে, তাদের এক কাকা কলকাতার বিউটি পারলারে কাজ দেয়ার প্রলোভন দেখিয়েছিল। পাচারকারীরা তাদের বুঝিয়েছিল, সীমান্ত অতিক্রম করতে কোনো সমস্যা হবে না।   
দুই তরুণীর পরিচয় প্রকাশে অস্বীকৃতি জানিয়ে গাইঘাটা থানার এক পুলিশ কর্মকর্তা জানিয়েছেন, ঘটনার তদন্তের অংশ হিসেবে তারা ধর্ষিতাদের জিজ্ঞাসাবাদ করার চেষ্টা করছেন।
==
পররাষ্ট্রমন্ত্রনালয়ের কোন বিবৃতি কেউ দেখেছেন? জানাবেন।
সরকার কি কোন কথা বলেছে?? জানলে জানাবেন!
আমজনতা তো শুধু অপেক।ষঅয়ই থাকল!
কোন এক বীরের যে এসে মুক্তি দেবে!
কিন্তু আসল লুটেরা, ধর্ষক, চেতনার স্বপ্নের বেপারী... মুক্তিদাতা কই???
সূত্র: Click This Link
 ৪৫ টি
    	৪৫ টি    	 +০/-০
    	+০/-০  ২০ শে জানুয়ারি, ২০১৪  সন্ধ্যা  ৭:৫০
২০ শে জানুয়ারি, ২০১৪  সন্ধ্যা  ৭:৫০
বিদ্রোহী ভৃগু বলেছেন: ধন্যবাদ। মুগ্ধতাতো এল 
আহা, আপনি এতো অবোধ জানা ছিল না। এতো সেই বেডরুম পাহারা সরকারের পক্ষে সম্ভব নয় টাইপের কথা হয়ে গেল না।!!!!
সেই মেয়ে দুটির সাথে সরকারের সম্পর্ক প্রজাতান্ত্রিক। সরকার প্রজাতন্ত্রের চালক আর তারা সেই প্রজাতন্ত্রের নাগরিক।
সরকার স্বেচ্ছায় তুলে দেয়নি- তাই বলে কি একটা অন্যায়ের জবাব চাওয়া যাবে না? একট দুর্ঘটনা একটা অত্যাচারের সুস্ঠু ণ্যায় বিচারের দাবী তোলা যাবে না? 
সরকারের ব্যর্থতা প্রশাসনিক। অর্থনৈতিক এবং সামগ্রিক ও বটে।
আজ যদি দেশে কাজের সুযোগ থাকত-তারা বাইরে যাবার প্রয়োজনই বোধ করত না। তখন কোন ঘটনাও ঘটত না। 
আবার প্রশাসনিক এই অর্থে তারা যাবার চেষ্টার সময়ও যদি প্রশাসন যথাযথ দায়িত্ব পালন করত-তবে অবৈধ ভাবে যেতেই পারত না । তখণ দূর্ঘটনাও ঘটত না।
ভানুর কৌতুকের মতো যদি বলেন- ঘরে থাকলেওতো ঘটতে পারত- এই দেশে কি ঘটেনা? 
ভাল কথা। সেইটা তখন অর্থনৈতিক স্তর থেকে প্রশাসনিক নৈতিকতা এবং রাষ্ট্র কাঠামোর সু-পরিচালনার খাতে চলে যেত। 
আশা করি সরকার এবং নাগরিকের আন্ত: সম্পর্ক নিয়ে আপনার ধৌয়াশা কেটেছে  
 
ভাল থাকুন। দেশকে ভালবাসুন। 
২|  ২০ শে জানুয়ারি, ২০১৪  বিকাল ৫:৫৮
২০ শে জানুয়ারি, ২০১৪  বিকাল ৫:৫৮
ক্যাচালবাজ বলেছেন: যতটুকু জানি পাচারকারীদের হাতে ধর্ষিতা হন তারা,
ধর্ষকদের কঠোর সাজা হোক ! 
  ২০ শে জানুয়ারি, ২০১৪  সন্ধ্যা  ৭:৫৪
২০ শে জানুয়ারি, ২০১৪  সন্ধ্যা  ৭:৫৪
বিদ্রোহী ভৃগু বলেছেন: পাচারকারীই হোক বা যেই হোক, অন্যায়তো হয়েছে। এবং তাদের দেশে ঘটেছে। তাই আন্ত:রাষ্ট্রীয় সম্পর্কের খাতিরেও এর ন্যায্য বিচার হওয়া উচিত। 
আমাদের সীমান্তে যেমন অন্যায় হয়েছে- তাদের অংশেও সম অন্যায় হয়েছে। 
আর অতিথি ভগবান যাদের কাছে-তাদের দেশে বিদেশী ধর্ষন যেন রুটিন হয়ে গেছে!! 
আমাদের রাষ্ট্র আশা করি ন্যায় বিচাররে জণ্য যথাযথ পদক্ষেপ গ্রহন করে নাগরিকদের আস্বস্থ করবে।
৩|  ২০ শে জানুয়ারি, ২০১৪  সন্ধ্যা  ৬:১১
২০ শে জানুয়ারি, ২০১৪  সন্ধ্যা  ৬:১১
মেনন আহমেদ বলেছেন: একটু আজব লাগলো,তারা কেন না বুঝে না জেনে পরিচিত কাউকে সাথে না নিয়ে ওভাবে ভিন্ন এক দেশে যাওয়ার সাহস দেখালো???আপনি যদি পানিতে নামেন আপনার কাপড় তো ভিজবেই।
আপনি যদি এখন পরিবারের সাথে অভিমান করে আত্মহত্যা করেন তার দায় কি সরকার নেবে???
এখানে নিজে সতর্ক না হয়ে সরকারকে দোষ দিয়ে কোন লাভ নেই।
তারা দু বোন যেভাবে গেছে তাতে তারা বাংলাদেশেও ধর্ষিতা হতে পারতো।
এতে কাউকে দোষ না দিয়ে চলুন তাদের দু বোনের প্রতি সমবেদনা জানাই।
সবকিছুর মধ্যে রাজনীতি ঢুকানো আমাদের অভ্যাস হয়ে গেছে।
  ২০ শে জানুয়ারি, ২০১৪  সন্ধ্যা  ৭:৫৮
২০ শে জানুয়ারি, ২০১৪  সন্ধ্যা  ৭:৫৮
বিদ্রোহী ভৃগু বলেছেন: আহা ভাইডি- এইটুকু তির্যকতা সইলো না। অথচ অহর্নিশি তির্যকতার বানে বিদ্ধ সকল নাগরিক!!!
"কম খেলে জিনিষের দাম কমবে!!! বেশি খাই বলেই দাম বাড়ে...."
রাষ্ট্র যখন নাগরিকদের উপহাস করে- তখন নিউটনের প্রতিক্রিয়া কি অবধারিত হয় না।!
আপনার কিছু উত্তর ১এর উত্তরে আছে। 
৪|  ২০ শে জানুয়ারি, ২০১৪  সন্ধ্যা  ৬:২৪
২০ শে জানুয়ারি, ২০১৪  সন্ধ্যা  ৬:২৪
হেডস্যার বলেছেন: 
দেখা যাক ১ নম্বরের জবাবে কি আসে !   
 
  ২০ শে জানুয়ারি, ২০১৪  সন্ধ্যা  ৭:৫৯
২০ শে জানুয়ারি, ২০১৪  সন্ধ্যা  ৭:৫৯
বিদ্রোহী ভৃগু বলেছেন: আশা করি উত্তরে সন্তুষ্ট হয়েছেন! 
না হলে আলাপ চালিয়ে যেতে পারেন 
ধন্যবাদ মন্তব্যের জন্য।
৫|  ২০ শে জানুয়ারি, ২০১৪  সন্ধ্যা  ৬:৪৮
২০ শে জানুয়ারি, ২০১৪  সন্ধ্যা  ৬:৪৮
সাদা মনের মানুষ বলেছেন: ভারত মনে হয় এই ব্যাপারে বিশ্ব চ্যম্পিয়ন হবে।
  ২০ শে জানুয়ারি, ২০১৪  রাত ৯:২৪
২০ শে জানুয়ারি, ২০১৪  রাত ৯:২৪
বিদ্রোহী ভৃগু বলেছেন: খুবই খারাপ উদাহরন রাখছে তারা বিশ্ববাসীর সামনে!!
তবে সেঞ্চুরিয়ান মানিকরে ধরলে আমাদের অবস্থানও রানার্সআপে থাকবে মনে হয় 
 
৬|  ২০ শে জানুয়ারি, ২০১৪  সন্ধ্যা  ৭:৩৩
২০ শে জানুয়ারি, ২০১৪  সন্ধ্যা  ৭:৩৩
চারশবিশ বলেছেন: এটা তো একটা নমুনা মাত্র
পাকিস্তান বাংলাদেশকে ধর্ষন করেছে একবার আর প্রতিনিয়ত ভারত বাংলাদেশকে ধর্ষন করছে বারবার
@লাতি - এইটা কেমন কথা বললেন, বাংলাদেশি নারিরা যে কারনেই হোক ভারতেই গেলেই তাদের ধর্ষন করবে নাকি? না এইটা তাদের মজ্জাগত অভ্যাস
  ২০ শে জানুয়ারি, ২০১৪  রাত ৯:২৫
২০ শে জানুয়ারি, ২০১৪  রাত ৯:২৫
বিদ্রোহী ভৃগু বলেছেন: সীমান্তে কু-প্রতিবেশীর এরচে বহুত বেশী নমুনার পরও দলান্ধদের ভারত প্রীতি দেখলে বুঝতে পারি তাদের বয়স ৫০!!!!!
কেম্নে?
আমাগো মহল্লায় হাফ পাগল আছে- তার বয়স ২৫! 

৭|  ২০ শে জানুয়ারি, ২০১৪  সন্ধ্যা  ৭:৩৮
২০ শে জানুয়ারি, ২০১৪  সন্ধ্যা  ৭:৩৮
শয়তান শাহীন বলেছেন: ওদের কাছে সবাই সমান....ড্যানিশ(ভুলে গেছি সম্ভবত ড্যানিশ নাগরিক) নাগরিক কে ও ছাড় দেয় নি...তিনি অনুমতি নিয়ে ধর্ষিত হয়েছেন আর এই দুই জন অনুমতি ছাড়াই ধর্ষিত হয়েছে....এতটুকটুই তফাৎ।তবে ড্যানিশ সরকার এবং কমিশনার সাহেব সরকারকে এই নিয়ে চাপ দিবে এবং বিচারের জন্য বলবে দেখার বিষয় হল আমাদের কমিশনার চুপ থাকে নাকি কথা বলে।
অবৈধ পথে মানুষ অন্যদেশে প্রবেশ করবে এবং করছে...যত চেষ্টাই করা হচ্ছে,থামানো যাচ্ছে না আর এই জন্য যে তাদের ধর্ষণের মত স্পর্ধা দেখাবে তা তো হতে পারে না....  
   
   
   
 
আমাদের দেশেও তো অনেক বিদেশী আছেন...এবং তাদের বাঁটে পাওয়া সহজ হলে আমরাও কি একই কাজ করব নাকি.....?????
  ২১ শে জানুয়ারি, ২০১৪  সকাল ১০:৩০
২১ শে জানুয়ারি, ২০১৪  সকাল ১০:৩০
বিদ্রোহী ভৃগু বলেছেন: দু:খ হলো চেতনাবাজ বলে কথিতদের চেতনার খরা দেখে!
একটা অন্যায়ের সাফাই গাইতে গিয়েও তাদের জড়তা নেই!!!
তবে এটা যদি সার্বজনীন হতো তবুও বুঝতাম; বিরোধী পক্ষের সময় আবার তাদের সুর ১৮০ ডিগ্রি পাল্টে যায়!!!!!
অন্যায়কে অন্যায় বলতে হবে- তা দেশে বা বিদেশে
তা দলের কর্মী দিয়ে হোক বা অন্য কারো দ্বারা হোক!
অপরাধী অপরাধীই।।
৮|  ২০ শে জানুয়ারি, ২০১৪  রাত ৮:০১
২০ শে জানুয়ারি, ২০১৪  রাত ৮:০১
শয়তান শাহীন বলেছেন: আরেকজন সম্মানিত ব্লগার একটা উট্ভট প্রশ্ন করলেন.....  
   
   
   
 
মনে করুণ যে ঐ দুই জন মেয়ে ঠিক ই অবৈধ ভাবে কাজ করে ১,০০,০০০ টাকা করে প্রত মাসে দেশে পাঠাল....আর এইখান দিয়া আমার সরকার বলবে বাহ কি সুখ আর সুখ আমাদের তো অনেক রেমিটেন্স আসছে....উপকৃত হল আমাদের  দেশ।আর তারা ধরা খেলে যদি বলেন যে "আমরা কি শিখাই দিছি নাকি যে অবৈধ ভাবে প্রবেশ করতে এখন ধর্ষনের শিকার হইসে....আমাদের কিসু করার নাই"এই টা কোন কথা হইল....আপনাদের লজ্জা করে না এইসব কথা বলতে...  
   
   
 
আরে ভাই দেশটা আওয়ামীলীগ অথবা বি এন পি র একার না।১৬ কোটি মানুষের।
বাংলাদেশের কোন হাই কমিশনই ঠিক মত দেশকে সেবা করে না...টাকা বানানো আর সুবিধা নেয়ার তালে থাকে....
  ২১ শে জানুয়ারি, ২০১৪  সকাল ১০:৪০
২১ শে জানুয়ারি, ২০১৪  সকাল ১০:৪০
বিদ্রোহী ভৃগু বলেছেন: সমস্য হল তারা জেনে শুনে বিষ করেছে পান!!!
তাই তারা যা বলে ভুল বা সঠিক নয় জেনেই বলে!!!
জাতি হিসাবে তাই আমরা পিছিয়েই থাকছি/যাচ্ছি ক্রমশ:
৫% ভোটের নৈতিকতাকে তারা বুক ফুলিয়েই ধারণ করে!!!
সো কারে কি বলবেন????
৯|  ২০ শে জানুয়ারি, ২০১৪  রাত ৮:১৩
২০ শে জানুয়ারি, ২০১৪  রাত ৮:১৩
লেখোয়াড় বলেছেন: 
তাদেরকে যারা ধর্ষণ করেছে তারা বাংলাদেশী। খবর প্রথম আলো।
তবে সব ধর্ষকের শাস্তি চাই।
  ২১ শে জানুয়ারি, ২০১৪  সকাল ১১:৪৮
২১ শে জানুয়ারি, ২০১৪  সকাল ১১:৪৮
বিদ্রোহী ভৃগু বলেছেন: যারা ধর্ষণ করেছে তারা বাংলাদেশী ! তাতেকি অপরাধ কমে গেল! ধর্সন হয়েছে কোথায় ভারতে!
একজন বাংলাদেশী হলেও বাকীরা কারা ছিল!!!
তবু ভাল শাস্তি চেয়েছেন। ধন্যবাদ। 
১০|  ২০ শে জানুয়ারি, ২০১৪  রাত ৯:৩৪
২০ শে জানুয়ারি, ২০১৪  রাত ৯:৩৪
দূর আকাশের নীল তারা বলেছেন: গতবছর দিল্লীতে একজন জামার্ন মহিলা এবং একজন আমেরিকান তরুনী গণধষর্ণের শিকার হয়েছে। অষ্ট্রেলিয়াসহ অনেক দেশ ভারতকে ভ্রমণের অনুকূল নয় বলে তাদের দেশের নাগরিকদের সাবধান করে দিয়েছে। কিন্তু কোনভাবেই সেটা দ্বিপাক্ষিয় সর্ম্পককে টান দেয় নি।টাইপ করতে জানলেই সরকারের সমালোচনা করা যায়, কিন্তু ব্লগার হওয়া যায় না।
  ২১ শে জানুয়ারি, ২০১৪  সকাল ১১:৫৮
২১ শে জানুয়ারি, ২০১৪  সকাল ১১:৫৮
বিদ্রোহী ভৃগু বলেছেন: টাইপ করতে জানলেই কমেন্ট লেখা যায় কিন্তু তাতে মেধা, দেশপ্রেম আর সত্য বলার সাহস থাকে না।
জার্মান আমেরিকা আর অষ্ট্রেলীয়ার সাথে যে সম্পর্ক! বাংলাদেশের সাথৈ কি তাই????
আর দ্বিপাক্ষীয় সম্পর্ককে শূধূ টান নয় আরও কিছূ করার মতো কু-বন্ধুত্বের প্রমান রেখেছে ভারত! সেগুলো কি জানেননা নাকি দলকানা!!
ফারাক্কা, তিনবিঘা, সীমান্ত হত্যা, ৫৪ অভীন্ন নদীতে একতরফা বাধ, বানিজ্য অসমতা, সাংস্কৃতিক আগ্রাসন, ট্রানজিটের নামে ফ্রি সুবিধা, ৪০ বছরে কথা দিয়ে কথা না রাখার ইতিহাস... থাকার পরও আওয়ামী নতজানু সরকার যে ভাবে নত হয়ে আছে- পৃথিবীর আর কোন দেশ আছে দেখাতে পারবেন কি?????
আশা করি নিজের চেহারাটা পরিস্কার দেখতে পাচ্ছেন!!!
১১|  ২০ শে জানুয়ারি, ২০১৪  রাত ১০:০২
২০ শে জানুয়ারি, ২০১৪  রাত ১০:০২
ভোরের সূর্য বলেছেন: হয় আজ অথবা কাল। শুধু সময়ের যা পার্থক্য কিন্তু আজকে বিএনপি যেমন তাদের কৃতকর্মের জন্য চরম শাস্তি ভোগ করছে ঠিক তেমনি আওয়ামীলীগও শাস্তি ভোগ করবে। 
ভাই এখানে মনে হয় আওয়ামীলীগ কে দোষ না দিয়ে যেই কাকা তাদেরকে প্রলোভন দিয়ে কোলকাতার বিউটি পার্লারে নিয়ে যাওয়ার প্রলোভন দিয়েছিল তাকেই দোষারোপ করা উচিৎ। বরং আমাদের উচিৎ সচেতন হওইয়া এবং ফাঁদে পা না দেয়া। 
আপনার লেখার শিরোনাম 
কলকাতায় দুই বাংলাদেশিকে ধর্ষণ : বাংলাদেশকে ভারতের উপহার!!! ভারত বান্ধব সরকারের প্রতিক্রিয়া কি? 
কিন্তু ঘটনাটা ঘটেছে 
পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনার গাইঘাটা এলাকায় নদীর তীরে একটি নৌকায় যেটা ভারত বাংলাদেশ সীমান্তবর্তী এলাকা।তাই শিরোনামটা আসল তথ্যের সাথে মিল রেখে ঠিক করে দিতেন তাহলে ভাল হত।
লেখক ভাই,শুধু ভারতে না। বরং কাজের কথা বলে মধ্যপ্রাচ্যসহ বিভিন্ন দেশে নারী পাচার হচ্ছে এবং এসব করছে আমাদের দেশের লোকজন। তাই আগে সরকার কে দোষ না দিয়ে বরং এদের কে ধরতে হবে। আমরা সচেতন হব সামাজিকভাবে এবং সরকারের উচিৎ হবে এসব পাচারকারীদের ধরে শাস্তিমূলক ব্যাবস্থা নেয়া। 
এসব কথা বলা মানেই আওয়ামীলীগের সমর্থক হয়ে যাওয়া না। আমার শুধু পয়েন্টটা হচ্ছে আপনি যেই টপিক দিয়ে আওয়ামীলীগ কে দ্বায়ী করছেন সেটার সাথে কোন মিল নাই। আমার গ্রামের দুইটা মেয়েকে কাজের লোভ দেখিয়ে ভারতে নিয়ে যাবার সময় ধর্ষণ করা আর সেটার জন্য আওয়ামীলীগ কে দ্বায়ী করা মনে হয় ঠিক না বরং আমরা নিজেদের কে,সমাজকে এবং অসচেতনতাকে দ্বায়ী করতে পারি। 
  ২১ শে জানুয়ারি, ২০১৪  দুপুর ১২:২৪
২১ শে জানুয়ারি, ২০১৪  দুপুর ১২:২৪
বিদ্রোহী ভৃগু বলেছেন: ধন্যবাদ চরম সত্য কহনে।
অবশ্যই সচেতন হতে হবে। তাতে দ্বীমত নেই। কিন্তু আপনি কি প্রতিবেশী দেশের এই ঘটনাকে তার আড়ালে আড়াল করতে চাইবেন? 
আমি অসচেতন ভাবেই ঐ দেশে ঢুকে পড়লেই কি গুলি করে মেরে ফলতে হবে? ধর্ষন করতে হবে?
গ্রেফতার, জেল সহ অন্যান্য আইনানুগ বিধান কি বিলুপ্ত তবে???
লেখার শিরোনামে অমিলটা কোথায়? ঘটনাটাকি ভঅরতীয় অংশে ঘটেনি? তবে? 
মধ্যপ্রাচ্যে নারী পাচার আর কাজের খোঁজে গেলেই ধর্সিতা হবার মাঝে যথেষ্ট ফারাক আচৈ বলেই বোধকরি। পাচার বন্ধের দায়িত্বতো সরকারেরই নাকি? 
শুধূ বিরোধী দলকে পেটাও আর সমাবেশ ঠেকাতে সরকারী হরতাল আয়োজন করাই কাজ!!
আওয়ামী সমর্থক নয়- দেশপ্রেমিক হওয়াই কাম্য। প্রথম কমেন্টের উত্তরে প্রজাতন্ত্রের সরকার আর নাগরিকের সম্পর্ক আর দায়টা ক্লিয়ার করে দিয়েছি। আশা করি আবার দেখে নেবেন!!
১২|  ২১ শে জানুয়ারি, ২০১৪  রাত ১২:১০
২১ শে জানুয়ারি, ২০১৪  রাত ১২:১০
একজন ঘূণপোকা বলেছেন: এটা বাংলার মুখ্যমন্ত্রীর পক্ষ থেকে রেন্ডিয়াকে উপহার। 
ঘৃনা আমার দেশের সরকারকে, যার পটু অন্যের কাছে বর্গা দেয়া   
   
   
 
  ২১ শে জানুয়ারি, ২০১৪  দুপুর ১২:২৯
২১ শে জানুয়ারি, ২০১৪  দুপুর ১২:২৯
বিদ্রোহী ভৃগু বলেছেন: ঘৃনা আমার দেশের নতজানু সরকারকে, যাদের মাথা, বিবেক, দায় অন্যের কাছে বর্গা দেয়া  
  
 
একটি স্বাধীন দেশের সার্বভৌম দেশের নীতি এত দুর্বল ভাবা যায়!!! অথচ এরাই আবার ভারত ছাড়া বিশ্বের অন্য দেশের ব্যাপারে  বৃদ্ধাঙ্গুলি দেখায়!
১৩|  ২১ শে জানুয়ারি, ২০১৪  রাত ২:১৫
২১ শে জানুয়ারি, ২০১৪  রাত ২:১৫
জাহাঙ্গীর জান বলেছেন: ভারতকে অপবাদ দিয়ে লাভ কি ? মেয়েদের কথা অনুযায়ী যারা ওদেরকে ভাল চাকরি দেওয়ার কথা বলে নিয়েগেছে, তারাই ওদের সর্বনাশ করেছে । ভারতীয় বাহিনী অচেতন অবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেছে, সেটাই কি তাদের অপরাধ ? আমাদের একটা অভ্যাস নিজের অপরাধ অন্যের ঘাড়ে চাপানো ।
  ২১ শে জানুয়ারি, ২০১৪  দুপুর ১২:৫১
২১ শে জানুয়ারি, ২০১৪  দুপুর ১২:৫১
বিদ্রোহী ভৃগু বলেছেন: না ভাই। লাভ কি? তাই সরকার নিন্দা জানাবেনা। ন্যায়ং বিচার দাবী করবে না। বরং সীমান্তে হত্যা খুশী হবে দেশৈর লোক কমল বলে!!! তাই না। 
আপনার অনেক উত্তর নীচের কমেন্টে দেখে নিন।
আর ভারতকে এত ভাবাসলে দয়া করে ভারত চলে যান। 
যারা বঙ্গে জন্মেও ভালবাসে ভারত, জানি
সে সব কাহার জন্ম নির্নয় না জানি!!! (সংযোজিত)
১৪|  ২১ শে জানুয়ারি, ২০১৪  রাত ৩:১৩
২১ শে জানুয়ারি, ২০১৪  রাত ৩:১৩
মতিউর রহমান মিঠু বলেছেন: @লাতি,১)১) যেই দুটি মেয় ধর্ষিত হয়েছে তার সাথে সরকারের সর্ম্পকে কি? সরকার কি ঐ দুটি মেয়েকে ভারতের কাছে স্বইচ্ছায় তুলে দিয়েছে? 
কতোটা মূর্খ্য হলে এমন প্রশ্ন করা যায় ভেবে পাচ্ছিনা! সরকার তুলে না দিলেও এর দায় সরকারের, কাটাতার অতিক্রম করে বিজিবির চোখ ফাঁকি দিয়ে কিভাবে ওপারে যায়। বিজিবির কাজ কি? সিমান্তে পাহাড়া কেন দেয়া হয়? এখন আপনি উত্তর দিন সরকার কেন দায়ি হবেনা।
অনেকেই বললেন কাকা দায়ি, হ্যা কাকা দায়ি তবে তার চেয়ে বেশি দায়ি সরকার।
যে নিয়ে গেছে সে অবশ্যই দায়ি, তবে তিনি কিভাবে নিয়ে গেলেন অবৈধ ভাবে? সিমান্ত রক্ষা বাহিনী কেন দেখলো না যে অবৈধ ভাবে কেউ ওপাড়ে যাচ্ছে, এটাতো তাদের দায়িত্ব। কাকা দায়ি এটাতো পরের কথা বিজিবি সরকারী বাহিনী তাই এর দায় অবশ্যই সরকারের। যদি অবৈধ ভাবে ভারতে যেতে না পারতো তবে এ ঘটনা ঘটতো না। 
ভাবুন সরকার দায়ি কিনা....
দায়ি কে আর কে নয় এ প্রশ্নতো পরের কথা, ২জন মেয়ে নির্যাতিত হয়েছেন সবার আগে সরকারের পক্ষে এর নিন্দা ও কৈফিয়ত চাওয়াটাইতো স্বাভাবিক বিষয়!! আপনারা কার দায় তা খুজতে ব্যস্ত হয়ে গেলেন!! আজব ব্লগার বা আজব মানুষ আমরা..............
  ২১ শে জানুয়ারি, ২০১৪  দুপুর ১২:৫২
২১ শে জানুয়ারি, ২০১৪  দুপুর ১২:৫২
বিদ্রোহী ভৃগু বলেছেন: সত্যিই তারা আজব ক্যাটাগরিরই বটে। !!!
১৫|  ২১ শে জানুয়ারি, ২০১৪  ভোর ৪:১১
২১ শে জানুয়ারি, ২০১৪  ভোর ৪:১১
নীল জানালা বলেছেন: আমার মনে হয় আপনে প্রথম কমেন্টেই জবাব পাইয়া গেসেন। বাংলাদেশের কোন নাগরিকের সাথে বাংলাদেশের সরকারের কোন সম্পর্ক নাই। সরকার একদিকে জনগন আরেক দিকে। 
কাহিনি হৈল... দুইজন ইাতালীয় নাবিক আন্তর্জাতিক পানিতে ইন্ডিয়ার খুব কাছে জলদস্যু সন্দেহে দুইজন ভারতিয় জেলেরে গুলি কৈরা হত্যা করে আইজ থেইকা ডুই বছর আগে। ওরা নাবিকও ছিলোনা। ছিল ভাড়া করা নিরাপত্তাকর্মি। ঐ দুইজন এখনো ইন্ডিয়ার জেলে বিচারের অপেক্ষায় আছে। আর এই দিক দিয়া ইতলীর সরকার সর্ব শক্তি প্রয়োগ কৈরা ওদের ছাড়ানোর চেস্টা করতাসে। ইতালিতে সন্ধ্যা আটটায় যেই প্রধান টিভি সংবাদ প্রচারিত হয় তাতে প্রায় দিনই এই ঘটনার কতদুর কি হৈল না হৈল সেই ব্যাপারে নিউজ থাকে। ইতালী একবার ছলেবলে ঐ দুই জনরে ভোট দেওয়ার নাম কৈরা ইন্ডিয়া থেইকা ফেরৎও নিয়া আসছিল। পরে আবার ভারতের ভয়াবহ চাপে ওদের ভারত ফেরৎ পাঠাইতে বাধ্য হৈসে। ভারত সরকার বা ভারতের কোন নাগরিক কিন্তু প্রথম কমেন্টের ঐ দালাল ব্লগারের মতন বলে নাই, ঐ জেলে দুইজনের গুলিতে নিহত হওয়ার লগে ভারত সরকারের কি সম্পর্ক? কারন ওরা ওদের দেশের নাগরিকদের কদর করে। আমরা নিজেরা নিজেদের শত্রু বলে আজ আমাদের এই দশা। ভারত আমাদের এত বড় বন্ধু যে দেশবাসীর সাথে প্রতারনামূলক যেই নির্বাচনটা আম্লিগ করলো তা সবার আগে স্বীকৃতি দিল ভারত। অথচ তাদের দেশে এমন নির্বাচন তারা কখনো করবেওনা এবং কাউকে করতেও দিবেনা। 
ঐ ধর্ষনের ব্যাপারে বর্তমান সরকারের প্রতিক্রিয়া কি হবে জানেন? প্রতিক্রিয়াটা হবে এমন, আমরা বেকার সমস্যা প্রকট কৈরা তুলুম, তাতে মানুষ পেটের ক্ষুধায় দেশ ছাড়বো। ঐ দেশ ছাড়ুইয়াদের মইধ্যে যারা ভারত আসবো তাদের মইধ্যে যারা মেয়ে তাগো তোমরা ধর্ষন করবা এবং খুন কৈরা কাটাতারে ঝুলাইবা। এইটা এই ভারত সরকারের সহায়তায় ক্ষমতায় যাওয়ার ভেট। ভারতের মানুষ ভ্রুন অবস্থায় মেয়েদের খুন করে বৈলা ভারতে এখন মেয়ের সংখ্যা আনুপাতিক হারে কম। তাই ভারতের এই চাহিদা পুরনে সরকারের কটা ক্ষুদ্র প্রয়াস আরকি।
জয় মুক্তিযুদ্ধের চেতনা.......
  ২১ শে জানুয়ারি, ২০১৪  সন্ধ্যা  ৬:২২
২১ শে জানুয়ারি, ২০১৪  সন্ধ্যা  ৬:২২
বিদ্রোহী ভৃগু বলেছেন: জয় আওয়ামী স্বার্থবাদী চেতনা!!!!!
মুক্তিযুদ্ধের চেতনাকে যখন মুরগী বেপারী আর গং হাইজাক করে তখনই এমন ঘটনা ঘটে!
মুক্তিযুদ্ধ ছিল সত্যের। আর এখানে বসত মিথ্যা কেবলই মিথ্যা। 
এই অধ:পতনের পথে না হাটলেও পারত -অনন্ত: মুক্তিযুদ্ধের আহবায়ক দল হিসাবে এই অধ:পতন মানা কষ্টেরই বটে।!!!
কিন্তু তাদের শুরুতে ভুলকে যারা নতুন দেশ নতুন নেতৃত্ব হিসাবে এতদিন দাবী করত- আজ মনে হয় বোঝার সময় এসেছে-ঢেকি স্বর্গে গেলেও ধান বানে!
আওয়ামীলীগ ক্ষমতা পেলেই স্বৈরাচারী বাকশালী হয়ে যায়!!!!!!!
১৬|  ২১ শে জানুয়ারি, ২০১৪  সকাল ১০:৩৯
২১ শে জানুয়ারি, ২০১৪  সকাল ১০:৩৯
উপপাদ্য বলেছেন: উপরে হাজিরা দেয়া কিছু কিছু লোকের মানসিক সুস্থতাও কামনা করছি। 
  ২১ শে জানুয়ারি, ২০১৪  সন্ধ্যা  ৬:২৩
২১ শে জানুয়ারি, ২০১৪  সন্ধ্যা  ৬:২৩
বিদ্রোহী ভৃগু বলেছেন: যদি আল্লাহ দয়া করে তাদের সুস্থ করে দেন! আমিন।
১৭|  ২১ শে জানুয়ারি, ২০১৪  বিকাল ৪:৪০
২১ শে জানুয়ারি, ২০১৪  বিকাল ৪:৪০
ভোরের সূর্য বলেছেন: আবারো বলছি যে ঘটনাটা ঘটেছে বাংলাদেশ ভারত সীমান্তে পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনার গাইঘাটা এলাকায় কিন্তু কোলকাতায় নয় কিন্তু আপনি শিরোনামে লিখেছেন কলকাতায় দুই বাংলাদেশী ধর্ষণ।
ধরুন একটা ঘটনা ঘটেছে রাজশাহীতে কিন্তু আপনি শিরোনাম দিলেন ঘটনা ঘটেছে ঢাকায়। আমি আপনাকে শিরোনাম ঠিক করে দিতে বলেছি কারণ কলকাতায় মেয়ে দুটি ধর্ষিত হয়নি।আপনি শিরোনামে দিতে পারতেন ভারতে দুইর বাংলাদেশী ধর্ষণ বা ভারতের পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনার গাইঘাটা এলাকায় দুই বাংলাদেশী ধর্ষণ। আমি শুধু তথ্যটার সাথে শিরোনাম ঠিক করে দিতে বলেছি। 
  ২১ শে জানুয়ারি, ২০১৪  সন্ধ্যা  ৬:২৭
২১ শে জানুয়ারি, ২০১৪  সন্ধ্যা  ৬:২৭
বিদ্রোহী ভৃগু বলেছেন: গাইঘাটা কোথায়? ২৪ পরগণা! সেটা কোথায়?  পশ্চিমবঙ্গে ঐটা কোথায় ভাইজান? 
বাংলাদেশে না ভারতে?
ভারতে?
ভারতের কোথায়?
পশ্চিমবঙ্গে?
পশ্চিম বঙ্গের কোথায়?
কলকাতায়!.....
বিডিনিউজ সহ সকল শিরোনামই তাই ছিল। আপনার মতো জ্ঞান আমারতো নাই- তাদের কারও নাই দেখে যারপরনাই চিন্তিত!!!!
আপনার পরামর্শের জন্য ধন্যবাদ।
১৮|  ২১ শে জানুয়ারি, ২০১৪  সন্ধ্যা  ৭:৪৫
২১ শে জানুয়ারি, ২০১৪  সন্ধ্যা  ৭:৪৫
ভোরের সূর্য বলেছেন: ভাই আপনি ভুল তথ্য দিয়ে সেটার আবার সাফাই গাইছেন। আপনিতো দেখি হাত ঘুরিয়ে ভাত খেতে চাইছেন। বিডিনিউজ হোক আর যে কোন পত্রিকা হক তারা তো বাইবেল না। সেখানে যাই লিখবে সেটাই কি সঠিক নাকি।
আর এভাবেই যদি বলেন তো আমাদের পুরাটাই তো ভারতবর্ষ বা সাবকন্টিনেন্ট তাই না? তাহলে আর ভারত,বাংলাদেশ পাকিস্তান আলাদা করে বলার দরকার কি। আমরা সবাইতো ভারতবর্ষের লোক। ধর্ষণটা হয়েছে ভারতবর্ষে শুধু ভারতে না।বাংলাদেশের রাজধানী খুলনায়,আর সবচেয়ে বড় সমুদ্রবন্দর কুড়িগ্রামে।  
   
   
   
 
বিডিনিউজে ৫/৬ মাস আগে বঙ্গবন্ধু সেতু নিয়ে একটা লেখা লিখেছিল এবং সেখানে বলছিল যে সেটা নাকি পৃথিবীর ৮ম দীর্ঘতম সেতু। কিন্তু ওরা লিখলেই কি সেটা ঠিক হয়ে গিয়েছিল?কারণ তথ্যটা ছিল ভুল।৮ম কেন এই সেতু ৫০এর মধ্যেও নাই। 
এইতো সেদিন প্রথম আলোতে শাওমি নামের একটা মোবাইলফোনের কথা বলেছিল কিন্তু আসলে সেটার উচ্চারন হবে জিয়াওমি। (xiaomi)।তাদেরকি ভুল হতে পারেনা। আর এটাতো খুব সহজ একটা পরিস্কার ঘটনা যে কোথায় ঘটেছে।কোলকাতায় হোক আর ২৪ পরগানায় হোকনা কেন ঘটনার গুরুত্ব কিন্তু কমে যাবেনা। কিন্তু আসল তথ্যটা লিখতে সমস্যা কোথায়? আর ভাই নিজের এই ছোট্ট ভুলটা স্বীকার করতে এত সমস্যা কেন? 
৯/১০ দিন আগে একজন বাংলাদেশে ভারতের এবং ভূটানের ২জন নির্বাচন পর্যবেক্ষক নিয়ে লিখলেন এবং সেখানে ভুটান কে খুব তাচ্ছিল্য করে বল্লেন যে ওখানে তো রাজতন্ত্র।ওখানে কোনদিন নির্বাচন হয়েছে নাকি যে ওরা ভোটের মানে বুঝবে।ইত্যাদি ইত্যাদি। আমি তখন বল্লাম যে ওখানে ২০০৫ সালে সংবিধান রচিত হয়েছে। ২০০৮ সালে প্রথম সাধারণ এবং ২০১৩ সালে ২য় সাধারণ নির্বাচন হয়েছে।এমনকি ওখানকার বর্তমান প্রধানমন্ত্রীর নাম এবং দুটি দলের নাম সহ ডিটেইলস দিলাম তার পরেও ব্লগার আমার সাথে সম্পূর্ণ অন্য বিষয় নিয়ে তর্ক করে গেল কিন্তু নিজের দেয়া তথ্যটা যে ভুল সেটা স্বীকার করলোনা।  
  ২১ শে জানুয়ারি, ২০১৪  রাত ৮:২৮
২১ শে জানুয়ারি, ২০১৪  রাত ৮:২৮
বিদ্রোহী ভৃগু বলেছেন: ভাই আপনি কেন ফেনাইতেছেন বুঝতে পারলাম না। আর এখানে ভূল স্বীকাররে কি হইল! বিডিনিউজ বেদবাক্যনা মানলাম। কিন্তু নিউজের ভেতরেওতো ষ্পষ্ট কইরা লেখা আছে ২৪ পরগণার গাইঘাটার খতা ইছামতি পারি দিতে দিয়া নৌকাতেই ধর্ষিত হয়!!!
এখণ কলকাতা বলায় আপনের জ্বলতেছে কেন বুঝলাম না। 
যেহেতু নিউজটা ভিনদেশের। আমি শুধু গাইঘাটা বললে তা সহজবোধ্য হয়না। ২৪ পরগণাও সকলের বোধগম্যতায় নেই। ইছামতি নদীতো আমাদের দেশেও আছে..
তো এটাকে সহজে পাঠকের কাছে সংক্ষেপে পরিচয় তুলে ধরতেই ইউনিয়ান, থানা, মহকুমা বাদ দিয়া তা যে মূল অঞ্চলের অধীনে তা বলাই কি শ্রেয়তর নয়।
যা সহজেই মানুষকে বুঝিয়ে দেয়। 
নাকি সেখানেই আপনার কষ্ট! দাদাবাবুদের নাম এয়েচে বলে!!!!!
আর আপনি যে সব উল্টাপাল।টা লিখেছেন- বাংলাদেশের রাজশাহী খুলনা-এটা আপনারই উদ্ভট ভাবনা। রিপোর্টের কোথাও এমন অসামঞ্জস্যতা নেই।
যাকগে- আগে মূল দেশ, তারপর প্রদেশ তারপর প্রধান শহর.. পরিচিতির এটাই ক্রম। 
আর তাই অপরিচিত গাইঘাটা ইউনিয়নের বা গ্রামের নাম দেয়াতে কোন বুদ্ধিমত্তার পরিচয় নেই। 
তাই আপনার যদি দাদাবাবু সমস্যা থেকে থাকে-এড়িয়ে যাবেন প্লিজ। কিন্তু পান্ডিত্য জাহিরের কি দরকার বলুন।
১৯|  ২১ শে জানুয়ারি, ২০১৪  রাত ৮:৩৫
২১ শে জানুয়ারি, ২০১৪  রাত ৮:৩৫
ভোরের সূর্য বলেছেন: একজন কে পেলাম  
   
   
   আপনাকে যিনি হাত ঘুরিয়ে ভাত খান।
  আপনাকে যিনি হাত ঘুরিয়ে ভাত খান।
  ২১ শে জানুয়ারি, ২০১৪  রাত ৮:৪৭
২১ শে জানুয়ারি, ২০১৪  রাত ৮:৪৭
বিদ্রোহী ভৃগু বলেছেন: আমিও একজনকে পেলাম যিনি আপন দিদিদের ভুলে দাদাদের বাঁচাতে হাত ছাড়াই ভাত খান  
  
  
  
  
 
২০|  ২২ শে জানুয়ারি, ২০১৪  ভোর ৪:২২
২২ শে জানুয়ারি, ২০১৪  ভোর ৪:২২
জাহাঙ্গীর জান বলেছেন: পাড়া প্রতিবেশীদের সাথে কি ধরনের সম্পর্ক থাকা উচিত সেটা অবশ্যই সমাজ বিজ্ঞানে পড়েছি । সত্য বলার অপরাধে যদি ভারত প্রেম হয়ে যায়, করার কিছুই নেই ।
  ২২ শে জানুয়ারি, ২০১৪  বিকাল ৫:২১
২২ শে জানুয়ারি, ২০১৪  বিকাল ৫:২১
বিদ্রোহী ভৃগু বলেছেন: বলিহারি আপনার সামাজিক জ্ঞান! 
ঝাটা মারি ঐ জ্ঞানেরে!! নিজের বোনের ধর্ষন হলেও যে প্রতিবেশির সম্পক্ক নিয়ে ভাবিত!!! 
দু:খ বাংলা মায়ের এমন সন্তানদেরও তার জল হাওয়া খাইয়ে বাঁচিয়ে রাখে।
চামচাচি, অন্ধত্ব আর সত্যের মাঝের ফারাকটুকু উপলদ্ধি করার জ্ঞাও বিলুপ্ত!!!! মাইরি বলছি-এই ক্ষেত্রে দাদাদের ধণ্যবাদ দিতেই হয়! এটলিষ্ট বিশাল একটা ছুছিল জ্ঞানী পয়দা করতে পারছে- যারা নিজের বোনের ধর্ষনের পরও তাদের পক্ষে সাফাই গায়!!!!!
ছি:
২১|  ২২ শে জানুয়ারি, ২০১৪  রাত ৯:২৮
২২ শে জানুয়ারি, ২০১৪  রাত ৯:২৮
পাঠক১৯৭১ বলেছেন: বাংলাদেশ, ভারত, পাকিস্তান ও আফগানিস্তানের ভেতরে এভাবে কেহ যাতায়ত করলে, তারা এ ধরণের সমস্যায় পড়ার সম্ভাবনা।
নিশ্চয় মনমোহন এ ঘটনা ঘটায়নি?
২২|  ২২ শে জানুয়ারি, ২০১৪  রাত ৯:৩৯
২২ শে জানুয়ারি, ২০১৪  রাত ৯:৩৯
টয়ম্যান বলেছেন: সব ধর্ষকের শাস্তি চাই।
  ২৫ শে জানুয়ারি, ২০১৪  সকাল ১১:০২
২৫ শে জানুয়ারি, ২০১৪  সকাল ১১:০২
বিদ্রোহী ভৃগু বলেছেন: তাতো অবশ্যই।
আর দেখী আমাদের সার্বভৌম দেশ- যে আমেরিকা , বিশ্বব্যংককে থৌড়াই কেয়ার করে- এই বিষয়ে পররাষ্ট্র মন্ত্রনালয় কি বিবৃতি বা উদ্যোগ নেয়! 
আমাদের নাগরিকদের রক্ষায়, ন্যায় বিচার পেতে কতটা দৃঢ়!!
২৩|  ২৩ শে জানুয়ারি, ২০১৪  সন্ধ্যা  ৬:৫৯
২৩ শে জানুয়ারি, ২০১৪  সন্ধ্যা  ৬:৫৯
মুহাম্মদ জহিরুল ইসলাম বলেছেন: ভাই, ওখানে কেউ জাতীয়তা দেখে ধর্ষন করছে না, যাকে পাচ্ছে তাকেই ধর্ষন করছে। সুতরাং, এই ঘটনার সাথে ভারত বাংলাদেশ সম্পর্ক টানার কোন যুক্তি দেখি না।
  ২৫ শে জানুয়ারি, ২০১৪  সকাল ১১:০৪
২৫ শে জানুয়ারি, ২০১৪  সকাল ১১:০৪
বিদ্রোহী ভৃগু বলেছেন: ভাইজান আমি কুতায় বল্লা যে জাতীয়তা দেখে ধর্ষন হচ্ছে?
বলেচি?
বরং বলেছি- যে শক্ত অবস্থঅ, বিশ্বব্যাংক, আমেরিকা ইইউ সকলের সাথৈ দেখাইছে- সেই শক্তিশলী নীতি যেন নিজ দেশৈর দুই নিগৃহিত নাগরিকদের অধিকার আদায়ে এবং ন্যায় বিচার প্রাবার জন্য প্রদর্শিত হয়। 
আর ঘটনা যেহেতু দুই দেশে-সম্পর্কতো না চাইলৈও এসে যায়। 
©somewhere in net ltd.
১| ২০ শে জানুয়ারি, ২০১৪  বিকাল ৫:৫৪
২০ শে জানুয়ারি, ২০১৪  বিকাল ৫:৫৪
লাতি বলেছেন: আপনার দেশ প্রেম দেখে মুগ্ধ হলাম, সবার মনে বাস্তব আর আন্তরিক দেশ প্রেম থাকা উচিত।
সব ধষকদের কঠোর সাজা হোক, দেশে হোক, বা বিদেশে হোক,
আপনাকে প্রশ্ন করে গেলাম। আশা করি যুক্তি দিয়ে সুন্দর জবাব দিবেন।
১) যেই দুটি মেয় ধর্ষিত হয়েছে তার সাথে সরকারের সর্ম্পকে কি? সরকার কি ঐ দুটি মেয়েকে ভারতের কাছে স্বইচ্ছায় তুলে দিয়েছে?