|  |  | 
| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস | 
ভিডিওটা দেখে অব্দি বিস্মিত! স্তম্ভিত! শিহরিত!
আমাদের বিশ্বাস কতইনা অল্প। আমাদের জানা কতইনা সীমিত। যারা মুসলমান দাবী করি-তারাও আল্লাহকে কতটা নিখুত ভাবে বিশ্বাস করি!!
আমাদের প্রিয় কাবা যে আল্লাহ রাব্বুল আলামিনের কত নিখুত নিদর্শন আবেগের বাইরেও যে বৈজ্ঞানিক বিস্ময়কর প্রমাণেও প্রমাণীত তা দেখে মন আলোড়িত হয়। বিশ্বের কেন্দ্র হিসাবে কাবাকে মুসলিমরা মনে ধারন করে-বিশ্বাস থেকে। কিন্তু এটা যে কেবল বিশ্বাস নয়- নিরেট সত্য - তা এই ভিডিওতে চমৎকার ভাবে প্রকাশিত হয়েছে।
উত্তর মেরু থেকে কাবা ০৭৬৩১,৬৮ কিমি. আবার দক্ষিন মেরু থেকে কাবা ১২৩৪৮,৩২ কিমি। ভাগফল আসে ইউনিক গোল্ডেন নাম্বার ১,৬১৮।
যে গোল্ডেন নাম্বারে সৃষ্টির সকল রহস্য - মানষের চেহার দেহের গঠন, হাতের আগুলের সুবিন্যস্ত পরিমাপ সর্বত্র ১,৬১৮ বি্সয়কর রহস্যে ভরা। 
হার্ট বিটের অনুপাত, ডিএনএর গঠন থেকে মহাবিশ্বের মাঝে সৃষ্টি কুশলতায় এই গোল্ডেন নাম্বারের খেলা সর্বত্র। 
ড. ষ্টিফেন মার্কআউট হিউমেন ফেস এন্ড বডির উপর সুদীর্ঘ গবেষনার পর এই তত্বের ফলাফল প্রকাশ করেছেন - মানব দেহের গঠন শৈলীতে সেই গোল্ডেন নাম্বার ১,৬১৮ এর খেলা।
বাকী টুকু দেখে নিন। যারা ভাল বুঝবেন- মন্তব্যে জানিয়ে যাবার বিনীত অনুরোধ রইল।
আল্লাহ আমাদের প্রকৃত বিশ্বাসকে ধারন করার তৌফিক দিন।
 ৪৭ টি
    	৪৭ টি    	 +৫/-০
    	+৫/-০  ২৩ শে জানুয়ারি, ২০১৪  সন্ধ্যা  ৭:০৪
২৩ শে জানুয়ারি, ২০১৪  সন্ধ্যা  ৭:০৪
বিদ্রোহী ভৃগু বলেছেন: সত্যিই তাই। ভিতকে কাঁপিয়ে দেয়।
অজ্ঞতা আর মূর্খতাকে চপেটাঘাত করে। আর বিস্ময়ে হতবাক হয়ে ভাবি আমাদের মূর্খতা আসলেই অনেক বেশী! 
ইকরা! এই আদেশকে ছেড়ে দিয়ে পোষাকি ইসলাম আর বাপ-দাদাদের আচরণকে আকড়ে ধরেই ভাবছি সব পেয়ে গেছি!!!
আল্লাহ আমাদের মূর্খতা থেকে মুক্তি দান করুন। সত্যালোকে আলকিত করুন।
২|  ২৩ শে জানুয়ারি, ২০১৪  সন্ধ্যা  ৬:৫৬
২৩ শে জানুয়ারি, ২০১৪  সন্ধ্যা  ৬:৫৬
মুহাম্মদ জহিরুল ইসলাম বলেছেন: কা'বা সংক্রান্ত এই মুভিটার কাজ অনেক আগেই শুরু হয়েছিল, আমিও ছোট্ট প্রোমোটা দেখেছিলাম। জানিনা, পুরো কাজটা শেষ হয়েছে কি না।
সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। 
  ২৩ শে জানুয়ারি, ২০১৪  সন্ধ্যা  ৭:২৯
২৩ শে জানুয়ারি, ২০১৪  সন্ধ্যা  ৭:২৯
বিদ্রোহী ভৃগু বলেছেন: ধন্যবাদ।
জানলে জানাবেন। 
৩|  ২৩ শে জানুয়ারি, ২০১৪  রাত ৮:১৯
২৩ শে জানুয়ারি, ২০১৪  রাত ৮:১৯
পরিবেশ বন্ধু বলেছেন: বিসয় ভিত্তিক আলচনা 
ভাল লাগল 
  ২৩ শে জানুয়ারি, ২০১৪  রাত ৯:২৫
২৩ শে জানুয়ারি, ২০১৪  রাত ৯:২৫
বিদ্রোহী ভৃগু বলেছেন: ধন্যবাদ।
৪|  ২৩ শে জানুয়ারি, ২০১৪  রাত ৮:৪৮
২৩ শে জানুয়ারি, ২০১৪  রাত ৮:৪৮
পাঠক১৯৭১ বলেছেন: বেকুবদের জন্য সত্য
  ২৩ শে জানুয়ারি, ২০১৪  রাত ৯:২৬
২৩ শে জানুয়ারি, ২০১৪  রাত ৯:২৬
বিদ্রোহী ভৃগু বলেছেন: তো আপনার জ্ঞানের বহর দিয়ে এর প্রতিটা যুক্তিকে খন্ড করুন দয়া করে। আমরা জ্ঞানের পরশ পেয়ে আলোকিত হই!!!!!
ড. ষ্টিফেন ও বোকা!!!???
যে তথ্যগুলো দেখানো হয়েছে- তাতেতো কোন যাদু নেই। নিরেট তথ্য। কোনটি গুজব দয়া করে প্রমাণ সহ বলুন। 
৫|  ২৩ শে জানুয়ারি, ২০১৪  রাত ৯:১৯
২৩ শে জানুয়ারি, ২০১৪  রাত ৯:১৯
পাঠক১৯৭১ বলেছেন: মক্কার ভৌগোলিক অবস্হান:  21.4167° N, 39.8167° E
বেকুবদে নিয়ে নাচানাচি করার জন্য একটা বেকুবী গুজবই অনেক!
  ২৩ শে জানুয়ারি, ২০১৪  রাত ৯:৩০
২৩ শে জানুয়ারি, ২০১৪  রাত ৯:৩০
বিদ্রোহী ভৃগু বলেছেন: আপনি কি ভিডিওটা দেখেছেন?
অক্ষাংশ দ্রাঘিমাংশে কিভাবে মধ্যস্থান হয়- ১.৬১৮ তত্ত্বে এবং সফটওয়্যার দিয়ে নানা ভাবেই তো প্রমাণ করে একটা গবেষনা উপস্থাপন করেছে।
তো আপনার দৃষ্টিতে বোকাদের কাজটা ভুল প্রমাণ করে আপনি আরেকটা গবেষনা করে জাতি এবং বিশ্বকে জানিয়ে দিন। আমরাও জানি সকলেই জানুক কে বোকা কে বুদ্ধিমান? 
৬|  ২৩ শে জানুয়ারি, ২০১৪  রাত ৯:৩৭
২৩ শে জানুয়ারি, ২০১৪  রাত ৯:৩৭
আমি লিখতে চাই না বলেছেন: এ নিয়ে আরো একটু গবেষণা করতে হবে ।
বিদ্রোহী ভৃগুকে ধন্যবাদ আজকের সেরা পোস্টির জন্য ।
  ২৫ শে জানুয়ারি, ২০১৪  সকাল ১০:৪০
২৫ শে জানুয়ারি, ২০১৪  সকাল ১০:৪০
বিদ্রোহী ভৃগু বলেছেন: তা অবশ্যই করা উচিত। 
আমাদের আল্লাহর আদেশ ইকরা- পাঠ কর, অধ্যয়ন কর, গবেষনা কর-তে ফিরে যেতে হবে।
আপনাকেও ধণ্যবাদ।
৭|  ২৩ শে জানুয়ারি, ২০১৪  রাত ১০:২৩
২৩ শে জানুয়ারি, ২০১৪  রাত ১০:২৩
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: নেট সমস্যার কারণে ভিডিও দেখতে পারলাম না। অবশ্যই এটা দেখতে হবে।
  ২৫ শে জানুয়ারি, ২০১৪  সকাল ১০:৪৩
২৫ শে জানুয়ারি, ২০১৪  সকাল ১০:৪৩
বিদ্রোহী ভৃগু বলেছেন: ঠীক হলে দেখে জানাবেন আপনার প্রকৃত মতামত।
অনেকেই দেখছি ফেইক টাইপ বা এলেবেলে কমেন্ট করছে।
আমিতো সাধারন যে টুকু বুঝলাম- ঠিকাছৈ- ।েখন এই বিষয়ে অভিজ্ঞরা অবশ্যই মতামত দেবেন। 
আর এখানেতো কোন কল্পনা বা ধারনা হিসাব দেয়া হয়নি।
অংকের হিসাবেই সব প্রমাণ করা হয়েছে। যা একট মূল সত্যকেই জানায় দৃঢ় করেছে মাত্র। 
আপনার ডিটেইলসের অপেক্ষায়
৮|  ২৩ শে জানুয়ারি, ২০১৪  রাত ১০:৩৭
২৩ শে জানুয়ারি, ২০১৪  রাত ১০:৩৭
আল মামুনুর রশিদ বলেছেন: ইসলামের সবই বিজ্ঞানভিত্তিক আমরা কমই অনুধাবন করতে পারি
  ২৫ শে জানুয়ারি, ২০১৪  সকাল ১০:৪৫
২৫ শে জানুয়ারি, ২০১৪  সকাল ১০:৪৫
বিদ্রোহী ভৃগু বলেছেন: কোরআনের পরিচয়ই তো দেয়া হয়েছে এই সেই মহা বিজ্ঞানময় গ্রন্থ! অথচ আমাদের মোল্লাদের বিজ্ঞান থেকে সরিয়ে দেয়া হয়েছে- আবার তাদের বিজ্ঞানের মূখোমূখিও করে রা খা হয়েছে!!!!
হে আল্লাহ তোমার জ্ঞানের আলো প্রকৃত বিশ্বাসীদের মাঝে সঠিক ভাবে বিকশীত কর।
৯|  ২৩ শে জানুয়ারি, ২০১৪  রাত ১০:৪৬
২৩ শে জানুয়ারি, ২০১৪  রাত ১০:৪৬
মনিরা সুলতানা বলেছেন: আল্লাহ আমাদের প্রকৃত বিশ্বাসকে ধারন করার তৌফিক দিন
  ২৫ শে জানুয়ারি, ২০১৪  সকাল ১০:৪৬
২৫ শে জানুয়ারি, ২০১৪  সকাল ১০:৪৬
বিদ্রোহী ভৃগু বলেছেন: আমিন।
১০|  ২৪ শে জানুয়ারি, ২০১৪  সকাল ৭:২৯
২৪ শে জানুয়ারি, ২০১৪  সকাল ৭:২৯
শাদা-অন্ধকার বলেছেন: প্রথমেই বলে নেই - আমি একজন বিলিভার, তবে অন্ধ বিলিভার নই। 
আর কাবা শরিফের মহিমান্বতা প্রকাশের জন্য একে যে পৃথিবীর কেন্দ্র হতেই হবে এটা ভাবার কোন কারন দেখিনা। আমাদের এই এক দোষ--হৃদয়ের চাপে মস্তিস্কের নিয়ন্ত্রন হারিয়ে মাংসের ভেতর, ফলের ভেতর,  গাছের পেটে, মাছের পেটে, অমুক তমুকের মাথায় আল্লাহর নাম খুজে বেড়াই আর তৃপ্তির ঢেকুর তুলি। অথচ এটা ভাবিনা আল্লাহ এত সস্তা  নন যে নিজের অস্তিস্ত্ব প্রমানের জন্য অমুক তমুকের পেটে পিঠে নিজেকে জানান দেবে। হায়রে মানুষ! নিজের দিকে তাকালেই তো বোঝা যায় স্রষ্ঠার শ্রেষ্ঠত্ত্ব। আল্লাহ আছেন এর সবচেয়ে বড় প্রমাণ তো আপনি নিজেই; যার ভেতরে অসঙ্খ শারীরিক প্রক্রিয়া প্রতি মুহুর্তে কী অস্বাভাবিক সিনক্রোনি তে ঘটে চলেছে।
যাই হোক, এইবার আসি আপনার ভিডিও প্রসঙ্গে। আপনি নিজেই একটা সংখা ধরুন এবং খুজতে শুরু করুন আর কি কি এই সংখার সাথে মিলে যায়... দেখবেন হাজার টা প্রমান আপনি বের করে ফেলেছে... 
আর এই ভিডিও তে একটি বড় ভুল ধরিয়ে দেই-- এই বিষয়ে জানাশোনা আছে দেখে--- ডিএনএ এর প্যারালালিজম আস্পেক্ট রেসিও 1.618 এমন আজগুবি তথ্য কোথাও পাইনি আজ পর্যন্ত।  তারপরেও ধারনা করা হয় আপাতভাবে দুই ধরনের ডিএনএ'র রেসিও দু'রকম।  A-DNA'র টা আনুমানিক ১.৪০  B-DNA'র জন্য সেটা ০.৯৬।
আশা রাখি আমাকেও বলবেন না আপনার জ্ঞানের বহর দিয়ে এর প্রতিটা যুক্তিকে খন্ড করুন দয়া করে
  ২৫ শে জানুয়ারি, ২০১৪  সকাল ১০:৫৩
২৫ শে জানুয়ারি, ২০১৪  সকাল ১০:৫৩
বিদ্রোহী ভৃগু বলেছেন: আমাদের আর একটা শ্রেণী আছৈ - অতি আতেল! তারা যে কোন কিছূকে নাক সিটকে দেখার প্রবণতা রাখে...
কাবার শরীফের মহিমান্বিতা প্রকাশে একে কেন্দ্রের দেখাচ্ছৈ তা আপনাকে কে বলল?
বরং একটি অজান সত্য আ শুধূ বিশ্বাস বা ধারনার বিষয়টি অংক এবং বিজ্ঞান দিয়ে প্রমাণ করতে গিয়ে আরও বিস্ময়কর অনেক বিষয়ও প্রমাণীত হয়েছে।
এভাব পজিটিভলি ভাবুন না।
আমরা আমাদের আত্ম পরিচয় মর্যাদা স্বাতন্ত্র, স্বকীয়তা হারিয়ে ইহুদি নাসারার অন্ধ অনুকরন আর সনদের মূখাপেক্ষী হয়েছি- তারা তারা এটা করতে সফল হয়েছে।
তাই ইসলামের যে কোন মৌলিক জ্ঞান বা সত্যকেও তারা এই রকম উন্নাসিকতা দিয়ে হালকা করে দিতে চায়।
আল্লাহর জন্য এই প্রমাণ দরকার না আপনার আমার না জেনে স্বচ্ছাজীবনাচার থেকে বা৭চতে, সৃষ্টির রহস্য, আপন জ্ঞানকে পূর্ণ করতেই তা দরকার।
ওমা, আগেই ভয় পেলেন যে। আপনি যখন একটা বিষয়ে খুব দৃঢ় মতামত দেবেন তখন তা প্রূফের দায়িত্বও আপনারই নয়কি?
নইলে শূধূ শুধূ অর্বাচীনতা দেখিয়েছৈন কেউ যদি বলে তার কি বলব বলুন 
 
১১|  ২৬ শে জানুয়ারি, ২০১৪  রাত ২:৪৯
২৬ শে জানুয়ারি, ২০১৪  রাত ২:৪৯
পাঠক১৯৭১ বলেছেন: পৃথিবীর কেন্দ্র হলো একটি বিন্দু যা পৃতিবীর ২ মেরু বরাবর সরল রেখার উপর অবস্হিত যা স্হির, পৃথিবীর ঘুর্ণনের সময় সেই বিন্দুটি ঘুরবে না; কাবা সেখানে নয়।
কাবাকে যদি পৃথিবীর সারফেসের কোন মধ্যবিন্দুতে থাকতে হয়, ১ম শর্ত ইহাকে 'ইকুয়েটরের থাকতে হবে, কাবা ইকুয়েটর থেকে ২১.৪১৬৭ ডিগ্রি উত্তরে।
ছোট অংক জানতে হবে।
১২|  ২৬ শে জানুয়ারি, ২০১৪  রাত ২:৫৩
২৬ শে জানুয়ারি, ২০১৪  রাত ২:৫৩
পাঠক১৯৭১ বলেছেন: উপরের লেখায় টাইপো আছে: নীচে শুদ্ধ:
পৃথিবীর কেন্দ্র হলো একটি বিন্দু যা পৃতিবীর ২ মেরু বরাবর সরল রেখার উপর অবস্হিত যা স্হির, পৃথিবীর ঘুর্ণনের সময় সেই বিন্দুটি ঘুরবে না; কাবা সেখানে নয়।
কাবাকে যদি পৃথিবীর সারফেসের কোন মধ্যবিন্দুতে থাকতে হয়, ১ম শর্ত ইহাকে 'ইকুয়েটরের উপর থাকতে হবে': ০ ডিগ্রি লেটিডিউড;  কাবা ইকুয়েটর থেকে ২১.৪১৬৭ ডিগ্রি উত্তরে।
ছোট অংক জানতে হবে। 
১৩|  ২৬ শে জানুয়ারি, ২০১৪  রাত ৩:০২
২৬ শে জানুয়ারি, ২০১৪  রাত ৩:০২
কাব্য কথা বলেছেন: কাবার পূজা আমরা করি না। আমরা আল্লাহর ইবাদত করি। কাবা কেন্দ্রস্থলে থাকুক আর এক কিনারে থাকুক তাতে আমাদের বিশ্বাসের এতটুকু ঘটতি হবে না। এইসব প্রমানের কোনো দরকার নাই। তাহলে লোকে বলবে আমরা কাবার পূজা করি। তাই এটা প্রমান করতে পারলে আমরা খুশি।
  ২৬ শে জানুয়ারি, ২০১৪  সকাল ১১:৩২
২৬ শে জানুয়ারি, ২০১৪  সকাল ১১:৩২
বিদ্রোহী ভৃগু বলেছেন: কাবার পূজা করতে কে বলল????
সব সময় নেগেটিভ চিন্তা নিলে হয় কি করে!!
আপনারা সামান্য আবিস্কারে দুনিয়া মাত করে ফেলেন- আর এত বিস্ময়কর একটা ইকুয়েশনে কি গাত্র দাহ হচ্ছে? নইলে অর্বাচিন কথা কেন? 
আল্লাহর ইবাদত করেন- আর আল্লাহর ঘোষিত ঘরের এতবড় চমৎকারীতে আপনার আগ্রহ নেই! এটাতো জ্ঞান হিসাবেও আপনার কাছে প্রশংসা পাবার কথা। অথচ আল্লাহর দোহাই দিয়ে তার মকবুল ঘরকে অবহেলায় উড়িয়ে দিলেন!!
১৪|  ২৬ শে জানুয়ারি, ২০১৪  সকাল ১১:১২
২৬ শে জানুয়ারি, ২০১৪  সকাল ১১:১২
জুল ভার্ন বলেছেন:  জেনে খুশী হলাম। আরো বিস্তারিত জানার চেষ্টা করবো। 
প্লাস।
  ২৬ শে জানুয়ারি, ২০১৪  সকাল ১১:৩৩
২৬ শে জানুয়ারি, ২০১৪  সকাল ১১:৩৩
বিদ্রোহী ভৃগু বলেছেন: অনেক অনেক অনেক দিন পর-পদধূলি পেলাম। কি যে ভাললাগছে!!!
হ্যা অনেক ভিডিও আছে এই রিলেটেড।
ধন্যবাদ্
১৫|  ২৭ শে জানুয়ারি, ২০১৪  রাত ৮:১৪
২৭ শে জানুয়ারি, ২০১৪  রাত ৮:১৪
শোভন শামস বলেছেন: জেনে ভাল লাগল।
ধন্যবাদ
  ২৭ শে জানুয়ারি, ২০১৪  রাত ৯:২৬
২৭ শে জানুয়ারি, ২০১৪  রাত ৯:২৬
বিদ্রোহী ভৃগু বলেছেন: অনেক ধন্যবাদ।
আসলেই জানা অন্তহীন! ভালোলাগার মতোই 
১৬|  ১৫ ই ফেব্রুয়ারি, ২০১৪  বিকাল ৫:৫৯
১৫ ই ফেব্রুয়ারি, ২০১৪  বিকাল ৫:৫৯
মুদ্দাকির বলেছেন: অসাধারন , যারা দেখে নাই তারা মিস করেছে!! শেয়ার করার জন্য ধন্যবাদ
  ০২ রা মার্চ, ২০১৪  দুপুর ১২:০৮
০২ রা মার্চ, ২০১৪  দুপুর ১২:০৮
বিদ্রোহী ভৃগু বলেছেন: Thanks
১৭|  ১৫ ই ফেব্রুয়ারি, ২০১৪  সন্ধ্যা  ৬:৪০
১৫ ই ফেব্রুয়ারি, ২০১৪  সন্ধ্যা  ৬:৪০
মুহাম্মাদ মাহফুজুর রহমান শরীফ বলেছেন: অসাধারণ এবং খুবই ভালো।
জানলাম!!!!
  ০২ রা মার্চ, ২০১৪  দুপুর ১২:০৯
০২ রা মার্চ, ২০১৪  দুপুর ১২:০৯
বিদ্রোহী ভৃগু বলেছেন: অনেক ধন্যবাদ।
আসলেই জানা অন্তহীন! ভালোলাগার মতোই  
 
১৮|  ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৪  বিকাল ৫:৪২
১৮ ই ফেব্রুয়ারি, ২০১৪  বিকাল ৫:৪২
গরম কফি বলেছেন: হয়রান ভাই আসিলো ফিরিয়া । 
পাঠব এবং শাদা অন্ধকার ভাই আপনারা তাল গাছের নমনীয়তা সম্পর্কীত গানিতিক সমস্যার ব্যাপারটা  ভূলে গিয়েছেন ।
১৯|  ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৪  রাত ৩:৫১
২৪ শে ফেব্রুয়ারি, ২০১৪  রাত ৩:৫১
রাসেলহাসান বলেছেন: "আল্লাহ" মহান! তিনিই সর্বশক্তিমান! মহা পরাক্রমশালী!! 
অসাধারন পোষ্ট।। 
প্রিয় তে নিলাম।   
  ০২ রা মার্চ, ২০১৪  দুপুর ১২:১১
০২ রা মার্চ, ২০১৪  দুপুর ১২:১১
বিদ্রোহী ভৃগু বলেছেন:  "আল্লাহ" মহান! তিনিই সর্বশক্তিমান! মহা পরাক্রমশালী!!  
অনেক ধন্যবাদ। আল্লাহ আপনাকে প্রতিদান দিন।
২০|  ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৪  রাত ৩:৫১
২৪ শে ফেব্রুয়ারি, ২০১৪  রাত ৩:৫১
রাসেলহাসান বলেছেন: "আল্লাহ" মহান! তিনিই সর্বশক্তিমান! মহা পরাক্রমশালী!! 
অসাধারন পোষ্ট।। 
প্রিয় তে নিলাম।   
  ০৮ ই জুলাই, ২০১৪  দুপুর ১২:২৭
০৮ ই জুলাই, ২০১৪  দুপুর ১২:২৭
বিদ্রোহী ভৃগু বলেছেন: ধন্যবাদ।
আল্লাহ আপনাকে প্রতিদান দিন
২১|  ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৪  ভোর ৪:০৪
২৪ শে ফেব্রুয়ারি, ২০১৪  ভোর ৪:০৪
রাসেলহাসান বলেছেন: "আল্লাহ" মহান! তিনিই সর্বশক্তিমান! মহা পরাক্রমশালী!! 
অসাধারন পোষ্ট।। 
প্রিয় তে নিলাম।   
  ০৮ ই জুলাই, ২০১৪  দুপুর ১২:২৮
০৮ ই জুলাই, ২০১৪  দুপুর ১২:২৮
বিদ্রোহী ভৃগু বলেছেন: ধন্যবাদ।
২২|  ০২ রা মার্চ, ২০১৪  দুপুর ১২:৩৩
০২ রা মার্চ, ২০১৪  দুপুর ১২:৩৩
শেরশাহ০০৭ বলেছেন: এই টা নিয়া এতও বারাবারি করার কিসু দেখি নাহ।
  ০৮ ই জুলাই, ২০১৪  দুপুর ১২:৩৫
০৮ ই জুলাই, ২০১৪  দুপুর ১২:৩৫
বিদ্রোহী ভৃগু বলেছেন: আপনার কাছে বাড়াবাড়ি কোনটা মনে হয়???
লেখাটা না আপনার কমেন্টস!
!!!
২৩|  ৩০ শে মে, ২০১৪  রাত ৯:৪১
৩০ শে মে, ২০১৪  রাত ৯:৪১
আলোর পরী বলেছেন: ভিডিওটা দেখে ভাল লাগলো । আসলে জানার অনেক কিছুই আছে যা আমরা জানি না বা জানার চেষ্টাও করি না । 
 শেয়ার করার জন্য ধন্যবাদ । 
  ০৮ ই জুলাই, ২০১৪  দুপুর ১২:৪৩
০৮ ই জুলাই, ২০১৪  দুপুর ১২:৪৩
বিদ্রোহী ভৃগু বলেছেন: ধন্যবাদ আপনাকেও।
২৪|  ০৭ ই অক্টোবর, ২০১৪  রাত ৯:১০
০৭ ই অক্টোবর, ২০১৪  রাত ৯:১০
তুষার আহাসান বলেছেন: +++++++++++
  ২০ শে ফেব্রুয়ারি, ২০২১  সন্ধ্যা  ৬:৩৫
২০ শে ফেব্রুয়ারি, ২০২১  সন্ধ্যা  ৬:৩৫
বিদ্রোহী ভৃগু বলেছেন: অনেক অনেক ধন্যবাদ ভায়া
২৫|  ১৭ ই ফেব্রুয়ারি, ২০২১  রাত ৮:৪৭
১৭ ই ফেব্রুয়ারি, ২০২১  রাত ৮:৪৭
খায়রুল আহসান বলেছেন: ভিডিওটি দেখে চমৎকৃত হ'লাম। 
আমাদের জ্ঞান অত্যন্ত সীমিত। অধ্যয়ন এবং অধ্যবসায় এর দ্বারা আমাদেরকে এর গভীরতা বাড়াতে হবে। তাহলে বিজ্ঞানকে এবং স্রষ্টাকে বোঝা সহজ হবে।
  ২০ শে ফেব্রুয়ারি, ২০২১  সন্ধ্যা  ৬:৩৬
২০ শে ফেব্রুয়ারি, ২০২১  সন্ধ্যা  ৬:৩৬
বিদ্রোহী ভৃগু বলেছেন: অনেক অনেক ধন্যবাদ প্রিয় সিনিয়র  
 
©somewhere in net ltd.
১| ২৩ শে জানুয়ারি, ২০১৪  সন্ধ্যা  ৬:৫৩
২৩ শে জানুয়ারি, ২০১৪  সন্ধ্যা  ৬:৫৩
নীলতিমি বলেছেন: অসাধারন। অনেক ধন্যবাদ।